24/10/2020
ইস্টুডেন্ট ট্যুর
অল্প খরচে #সাজেক 😇
নিজেকে একটি উঁচু পাহাড়ের উপর আবিষ্কার করুন, যার চারপাশে বড়বড় পাহাড় তবুও তার থেকে ছোট। সেই পাহাড়ের উপর হয়ে বা পাশ দিয়ে ছুটে চলছে মেঘের দল। আপনার পাশেও না, আপনার নিচে। যে মেঘদের দেখেন উপরে তাকিয়ে তাদের পেয়ে গেলেন পাশে, কখনোও বা কাছে, একদম শরীরের সাথে লেগে যাচ্ছে।
সাদা মেঘে সেজে থাকা পাশের পাহাড়গুলো দেখে দ্বিধায় পড়ে যাচ্ছেন, আপনি কী সত্যিই বাংলেদেশে নাকি দার্জিলিং বা কাশ্মীরে? বৃষ্টির সময় কখনো এক ফসলা মেঘ এসে ভিজিয়ে হারিয়ে যাচ্ছে আপনার মাঝেই, কখনো মেঘ আপনার নিচেই ঝরে যাচ্ছে আপনাকে ছুতে পারছে না দেখে রাগে তাকিয়ে আছে মুখকালো করে।
আপনি বিশ্বাস করুন বা স্বপ্ন ভাবুন। এটাই সত্য, এমুনি এক অপরূপ সৌন্দর্যে ভরা ভ্রমণ স্থান আছে আমাদের বাংলাদেশেই। কয়েক বছরে অনেক প্রসিদ্ধিও লাভ করেছে। অবস্থানটা যদিও পার্বত্য জেলা রাঙ্গামাটিতে তবে যাতায়াতের কারণে অনেকে চিনে থাকে খাগড়াছড়ির নামে। আপনি হয়তো এতক্ষণে বুঝতে পারছেন আমরা কথা বলছি সাজেক নিয়ে। হুম, আপনার ধারণা সত্য।
এমনসব সৌন্দর্য একসাথে আর কোথায় পাওয়া যাবে???
-----
সাজেকের এই সামান্য বিবরণে আপনার মন হয়তো ছটফট করছে কখন যাবেন, কিভাবে যাওয়া যাবে?
জি, আপনাদের সুবিধার্থে আগামী ১০.১১.১২নভেম্বর আমাদের পক্ষ থেকে অবিশ্বাস্য মুল্যে একটা ট্যুর ছাড়া হয়েছে।
মাত্র ৩৩০০ টাকায় আপনি সপ্নের রাজ্য সাজেক যেতে পারছেন...!
শুধুই কি সাজেক..? না সাথে থাকছে...!
★সাজেক
★রিচং ঝর্ণা
★আলু টিলা গুহা
★ঝুলন্ত ব্রিজ ইকু পার্ক
★তারাং
★সিকান তইসা ঝর্ণা
★কংলাক পাহার
★হেলিপ্যাড
★রুইলুই পাড়া
★সেনাবাহিনীর অনুমতি থাকলে আমরা হাজা ছড়া ঝর্ণাও যাব ইনসা আল্লাহ
যা যা থাকছে...!
★ঢাকা খাগড়াছড়ি আশা যাওয়ার টিকেট
★ছয় বেলা খাবার..!
★সাজেক ঢুকার টিকেট
★মান সম্মত হোটেল
★আলু টিলা গুহা ও ঝুলন্ত ব্রিজের টিকেট
★ট্যুরের পক্ষ্য থেকে একটি টি শার্ট
খাবারে যা যা থাকছে..!
★নাস্তাঃ রুটি, ডিম, ডাল/ভাজি অথবা ডিম খুচুড়ি
★দুপুরে.. পাহাড়ি মুরগী. ভর্তা,বেম্বো তরকারি, ভাজি, ডাল, ভাত আনলিমিটেড
★রাতে সাজেক ভ্যালির বিখ্যাত খাবার বেম্বো চিকেন+সাথে রুটি
★পরেদিন সকাল বেলা.
ডিম, খিচুড়ি সাথে, ভর্তা. অথবা রুটি ডিম ভাজি
★দুপুরে..!
মুরগি, ভাত,ভর্তা,ভাজি,ডাল
★রাতে..!
রুটি,ডিম, ডাল ভাজি, অথবা ভাত,সবজি, ডিম,ডাল
সম্ভাব্য বিবরণ:
১০নভেম্বর রাত ১০টা বাজে নন-এসি উন্নতমানের চেয়ার কোচ বাসে করে আমরা রওনা হবো খাগড়াছড়ির উদ্দেশ্যে।
১১★..তারিখ সকালে নাস্তা করবো খাগড়াছড়ির বিখ্যাত হোটেল হিল ভিউতে.,নাস্তা শেষ করে আমরা সেনাবাহিনীর নিরাপত্তায় চলে যাবো কাঙ্ক্ষিত মেঘসাগর সাজেকে।
সাজেকে নেমে রুচিসম্মত ও উন্নত রিসোর্টে ব্যাগ রেখে গোছলের জন্য চলে যাব সিকাম তইসা ঝর্ণায়। গোছলের পর খানা খেয়ে বিশ্রাম নিবো..!
যেহেতু আমারা খুব কম টাকায় ট্যুর করছি তাই আমাদের ডাবল বেডে চার জন করে সেয়ার করে থাকতে হবে..! .. তারপর বিকেলে বেরিয়ে পড়বো হ্যালিপেডের উদ্দেশ্যে । সন্ধ্যা নেমে আসলে বেলকনিতে বসে পরিচয় হব সবাই মিলে। সাথে আনন্দ উৎসব তো আছেই। মিলনমেলা ভেঙ্গে রাতের খাবার খেয়ে নিজ দায়িত্বে ঘুরবো।
১২★। তারিখ সকাল ভোরে চলে যাবো পাহাড়ের সর্বোচ্চ চূড়া কংলাকপাড়ায়। সেখানে কিছু সময় মেঘের আড়ালে আমরা লুকোচুরি খেলবো 😍 সেখান থেকে এসে নাস্তা করে তৈরি হয়ে বেরিয়ে পড়বো খাগড়াছড়ির উদ্দেশ্যে। খাগড়াছড়ি থেকে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে যাবো রিচাং ঝর্ণার দিকে। সেখান থেকে আলুটিলার গুহা
একে একে সব ঘুরাফিরা শেষ করে আবারো রওনা হবো ঢাকার পথে। ১৩তারিখ সকাল ভোরে আমাদের নামিয়ে দেয়া হবে ঢাকায়। আবারো সাক্ষাতের উদ্দেশ্যে বন্ধন ভেঙ্গে একেএকে সবাই চলে যাবেন আপন লয়ে।
সবিশেষ-
আপনি যদি এই অল্প খরচে সাজেক ট্যুরের সাথে যুক্ত হতে চান তবে আগামী ১ তারিখের মাঝে ১৫০০ টাকা করে জমা দিয়ে দিন এবং কনফার্ম করে নিন আপনার সিটটি। ভুল করবেন না, যত তাড়াতাড়ি পারেন, কনফার্ম করে নিন। না হয় পরে আর এমন সুযোগ হাতে আসবে না।
আমাদের অফিস যোগাযোগের ঠিকানা...!
মতিঝিল গাউচে পাক বিপনি বিতান ভবন, তিন তলা.
ঢাকা ১০০০।
অথবা আমাদের বিকাশে প্রেমেন্ট করতে পারেন
বিকাশ 01855553162