Info & Story of Nature & Adventure-ISNA

  • Home
  • Info & Story of Nature & Adventure-ISNA

Info & Story of Nature & Adventure-ISNA প্রাকৃতিক সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে দ?

08/09/2023

সেন্টমার্টিন যেতে লাগবে অনলাইন রেজিস্ট্রেশন
নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত হচ্ছে পর্যটন মৌসুম। আর এ সময় সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত শুরু হয়। তবে এখন থেকে চাইলেই সেন্টমাার্টিনে পর্যটকরা যেতে পারবে না। সেখানে যেতে হলে মানতে হবে বেশ কিছু ভ্রমণের নিয়ম-কানুন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সেন্টমার্টিন যেতে লাগবে অনলাইন রেজিস্ট্রেশন। সংগৃহীত ছবি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সেন্টমার্টিন যেতে লাগবে অনলাইন রেজিস্ট্রেশন।

পর্যটকদের সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ করতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া দ্বীপে যাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ ফিও দিতে হবে পর্যটকদের। এমনকি দ্বীপে দিনপ্রতি সঠিক ধারণক্ষমতা অনুযায়ী পর্যটক নিশ্চিত করবে কর্তৃপক্ষ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বিষয়গুলো বাস্তবায়ন করার মূল দায়িত্ব দেয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়কে। এ ছাড়া তাদের সহযোগিতা করবে কক্সবাজার জেলা প্রশাসন। তবে পর্যটকের সংখ্যা নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা করবে পরিবেশ অধিদফতর, বাংলাদেশ কোস্ট গার্ড, ট্যুরিস্ট পুলিশ ও টেকনাফ উপজেলা প্রশাসন।

29/07/2023

ভ্রমণ

বিশ্বের যে ৪০ দেশে ভিসা ছাড়াই যেতে পারেন বাংলাদেশিরা

এশিয়া

ভুটান
কম্বোডিয়া*
মালদ্বীপ*
নেপাল*
শ্রীলঙ্কা**
পূর্ব তিমুর*

আমেরিকা
বলিভিয়া*

আফ্রিকা
বুরুন্ডি*
কেপ ভার্দে*
কমোরো দ্বীপপুঞ্জ*
জিবুতি*
গিনি-বিসাউ*
লেসোথো
মাদাগাস্কার*
মৌরিতানিয়া*
মোজাম্বিক*
রুয়ান্ডা*
সেশেলস*
সিয়েরা লিওন*

ক্যারিবীয়
বাহামা
বার্বাডোস
ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড
ডমিনিকা
গ্রানাডা
হাইতি
জ্যামাইকা
মন্টসেরাত
সেন্ট কিটস অ্যান্ড নেভিস
ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন
ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো
কুক আইল্যান্ড
ফিজি
মাইক্রোনেশিয়া
নুউয়ে
সামোয়া*
টুভালু*
ভানুয়াতু
সূত্র প্রথম আলো, ২৯ জুলাই ২০২৩

11/07/2023

কোন কোন দেশে কম খরচে ঘুরে আসা যায়?

১) নেপাল

ফেলুদার ভক্ত হয়ে এক বার পশুপতিনাথ দেখবেন না, তা কি হয়? তবে কম খরচে নেপাল ঘুরতে চাইলে বিমান নয়, শিলিগুড়ি থেকে বাসে কাঠমাণ্ডু চলে আসুন। একটু বেশি সময় লাগবে এই যা। এ ছাড়া প্রাইভেট গাড়িও পাওয়া যায়। পৌঁছতে সময় লাগবে ঘণ্টা তিনেক। অফ সিজ়নে এলেও গাড়ি, হোটেল ভাড়া তুলনামূলক ভাবে সস্তা থাকে। সে ক্ষেত্রে অতিরিক্ত খরচ কিছুটা হলেও বাঁচিয়ে নেওয়া যায়। একটু আগে থেকে হোটেল করে রাখলেও খানিকটা সাশ্রয় হয়। ঘোরার জায়গার তো শেষ নেই। হাতে সময় থাকলে বোধি স্তূপ, নারায়ণহিতি প্যালেস, সংগ্রহশালা, কৈসর মহল, নীলকণ্ঠ মন্দির ঘুরে আসতে পারেন। জিনিস পত্রের দাম ভালই। খুব বেশি কিছু না কিনলেও একটি জপযন্ত্র কিন্তু সঙ্গে রাখতেই হবে।

২) শ্রীলঙ্কা

রাবণের দেশ হলেও শ্রীলঙ্কায় গৌতম বুদ্ধের জনপ্রিয়তা বেশি। প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। পাহাড়, সমুদ্র এবং সবুজ চা বাগানে ভরা শ্রীলঙ্কা আপনার পছন্দের তালিকায় থাকতেই পারে। তবে ভারতের সঙ্গে শ্রীলঙ্কা আকাশপথে যুক্ত। তাই সময় থাকতে বিমানের টিকিট কেটে রাখুন। থাকার হোটেল রয়েছে বিভিন্ন দামের। হাতে খুব বেশি সময় না থাকলে ক্যান্ডি, নুয়েরাএলিয়া, সীতাএলিয়া, গ্রেগরি লেক ঘুরে দেখতে পারেন। কাছেই রয়েছে পিনাওয়ালা এলিফ্যান্ট অরফ্যানেজ। সেখানে একসঙ্গে প্রায় ৫০-৬০টি হাতির বাস। শ্রীলঙ্কা কিন্তু বিখ্যাত দারচিনির জন্য। তাই মাড়ু নদীর ধারে দারচিনি দ্বীপ থেকে ঘুরে আসাই যায়। ফিরতি পথে রাজধানী শহর কলম্বো ঘুরে দেখে নিতে পারেন।

৩) ভুটান

উত্তরবঙ্গ বা সিকিমের মতোই ভুটান। সেখানে গেলে মনেই হবে না, বিদেশে গিয়েছেন। শান্ত, নিরিবিলি, পাহাড় এবং জঙ্গলে ঘেরা ভুটানের সরল জীবনযাত্রাই পর্যটকদের প্রধান আকর্ষণ। তবে ফেব্রুয়ারী, মার্চে পর্যটকদের ভিড় বেশি থাকে। তাই খরচ কমাতে চাইলে এই সময়টা ছেড়ে অন্য সময় বেছে নিতে হবে। বৌদ্ধমঠ এবং মন্দিরে ঘেরা ভুটানের সব জায়গায় কিন্তু গাড়ি পৌঁছয় না। তাই হেঁটে ঘোরার ক্ষমতা থাকলে তবেই যাবেন। তার মধ্যে দেখার মতো বৌদ্ধমঠ হল দ্রামেতসে গোয়েম্বা, চোরতেন কোরা, ত্রাশিগাং জং, মংগার জং। প্রাচীন একটি অভয়ারণ্য গোম্ফু কোরা। যদিও বৌদ্ধমঠগুলি দেখতে একইরকম তাই সবগুলিতে যেতে না পারলেও সমস্যা নেই।

৪) ভিয়েতনাম

কলকাতা থেকে সরাসরি বিমানে চেপে ভিয়েতনাম পৌঁছনো যায়। এখানকার ইতিহাস জানতে গেলে ঘুরে দেখতে হবে এখানকার সংগ্রহশালা। গ্র্যান্ড নটার ডাম ক্যাথিড্রাল, ফরাসি উপনিবেশকালে বেশ কিছু স্থাপত্য রয়েছে এখানে। এ ছাড়াও যাওয়া যেতে পারে ইতিহাসের স্মৃতিবিজড়িত হুই শহরে। এখানকার পারফিউম নদীতে নৌকাবিহারের স্মৃতি ভুলতে পারা কঠিন। এ ছাড়া রয়েছে একাধিক প্যাগোডা। হাতে সময় থাকলে ঘুরে দেখে নিতে পারেন হ্যানয়, মি সান, হোই অ্যান শহরগুলি। থাকা, খাওয়া বাদ দিলে ঘুরতে খুব বেশি খরচ হওয়ার কথা নয়। যদি আগে থেকে বুকিং সেরে রাখা যায়।

৫) মিশর

ছোটবেলায় ইতিহাস বইতে পিরামিড দেখেননি এমন মানুষ খুব কমই আছেন। তবে বইতে পড়া আর স্বচক্ষে পিরামিড দেখার মধ্যে ফারাক আছে বইকি। নীলনদের তীরে অবস্থিত এই পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। কলকাতা থেকে যেতে গেলে দিল্লি বা মুম্বই থেকে রাজধানী কায়রোতে যেতে হয়। এক ঝলকে দেখলে অনেকটা রাজস্থানের মতো লাগে। মিশরের ইতিহাস এবং এই দেশ এতই বিশাল যে এক বার এসে পুরোটা আত্মস্থ করা প্রায় অসম্ভব। তাই যে কোনও একটি দিক থেকে শুরু করাই ভাল। খাবার এবং জলের দাম একটু বেশি। যেমনটা প্রায় সব মরু শহরেই হয়ে থাকে। তাই যাতায়াতের খরচ এবং হোটেলের ভাড়ায় কাটছাঁট করতে না পারলে খরচ বেড়েই যাবে।

03/07/2023

যে সকল ক্ষেত্রে ভ্রমন কর প্রযোজ্য হবে না:-

১. পাঁচ বছর বা তাহার চেয়ে কম বয়েসের কোন যাত্রী।
২. হজ্ব পালনের জন্য সৌদি আরবে গমনকারী ব্যক্তি
৩. অন্ধ/ক্যান্সার আক্রান্ত/পঙ্গু ব্যক্তি
৪. বাংলাদেশের ভিসা বিহীন ট্রানজিট যাত্রী যাহারা ৭২ ঘন্টার অধিক সময় বাংলাদেশে অবস্থান করিবে না
৫. আইন অনুযাই অন্যান্য ব্যক্তি

Note that for foreign travel
01/06/2023

Note that for foreign travel

বসন্তের সৌন্দর্য দেখতে চলে যেতে পারেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে💚।আপনার শৈশবের স্মৃতি গুলো চোখের সামনে ভেসে উ...
15/04/2022

বসন্তের সৌন্দর্য দেখতে চলে যেতে পারেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে💚।
আপনার শৈশবের স্মৃতি গুলো চোখের সামনে ভেসে উঠবে।

Address


Telephone

+8801580661658

Website

Alerts

Be the first to know and let us send you an email when Info & Story of Nature & Adventure-ISNA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Info & Story of Nature & Adventure-ISNA:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share