15/10/2020
see all
ইউনিভার্সেল এর পক্ষ থেকে কেওকারাডং জয়।
কেওকারাডং ভ্রমণ ও বগালেকে ক্যাম্পফায়ার।
(৪ রাত ৩ দিন) যাওয়া আসা সহ।
ভ্রমণের তারিখঃ
২৯ অক্টোবর - ১ নভেম্বর , ২০২০
ভ্রমণ খড়চঃ জন প্রতি @৬৯৯০/- নন এসি বাস।
যোগাযোগ ঃ 01977291337, 01748973944,01831089507
কেওকারাডং এ ১ রাত ও বগালেকে ১ রাত থাকা। ★অবশ্যই ছেলে ও মেয়েদের রুম আলাদা ঢালাও বিছানার রুম থাকবে। বগালেকে ক্যাম্পফায়ার সাথে B-B-Q তো থাকছেই। কাপল এক রুমে থাকতে চাইলে তার ব্যবস্থাও আছে এর জন্য জন প্রতি ৬০০ করে প্যাকেজ প্রাইসের সাথে যোগ হবে।
যাত্রার তারিখঃ ২৯ অক্টোবর , ২০২০ রাত ১০ঃ৪৫ ঢাকা থেকে
ফেরার তারিখঃ ১ লা নভেম্বর রাত ৯ টায় বান্দরবান থেকে।
রাতে চারিপাশে পাহাড় ঘেরা, প্রায় ১৬০০ ফুট উপরে ঠিক বগালেকের পাশে ক্যাম্প ফায়ার করার কি যে এক অনুভূতি ! তা ভাষায় প্রকাশ করা যবেনা।
চিন্তা করেনতো কঙ্ক্রিটের এই জঙ্গল থেকে বহু দূরে, বূনো পরিবেশে ১৬০০ ফিট উপরে সচ্ছপানির লেকের পাশে, রাতে ফায়ার ক্যাম্প!
এছাড়াও চোখে কেওকারাডং জয়ের শপ্নতো আছেই। তা হোলে আর দেরি কেন এখনি বুকিং করে ফেলুন আমাদের ২৯ অক্টোবর এর বগালেক কেওকারাডং ট্যুর এ!
দেখি কে কে কেওকারাডং জয় করতে চান, কে কে কেওকারাডং এর চুড়ায় বাংলাদেশের পতাকা তুলতে চান............।।
ভ্রমণের সংক্ষিপ্ত বর্ণনাঃ
ঢাকা থেকে ২৯ অক্টোবর রাত ১০ঃ৪৫ এ বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়ে।
প্রথম দিনঃ (৩০.১০.২০) তারিখ
খুব সকালে বান্দরবান শহরে পৌঁছে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে। জীপ নিয়ে রুমা বাজার চলে যাবো ওই খানে আগে থেকেই ঠিক করে রাখা লোকাল গাইড আমাদের রিসিভ করবে তার পর আর্মি দের কাছ থেকে পারমিশন নিয়ে আবার জীপে করে বগালেক চলে যাবো। তারপর রুমে চেকিন করে গোসল করে দুপুরের খাবার খেয়ে আশে পাশে ঘুরে বেড়াবো। রাতে হবে ফায়ারক্যাম্প ও B-B-Q ডিনার।
দিতীয় দিনঃ (৩১.১০.২০) তারিখ সকালের নাস্তা করে পায়ে হেটে ( ট্রাকিং করে) কেওকারাডং এর উদ্দেশ্যে রওনা দিবো। মাঝ পথে আমরা চিংড়ি ঝর্ণা ও দার্জিলিং পাড়া দেখে ৩ঃ৩০ ঘন্টার মধ্যেই কেওকারাডং পৌঁছে রুমে চেকিন করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিবো। রাতের কেওকারাডং খুবি শুন্দর। রাতের আকাশে অসংখ্য তারা মিটি মিটি করে জলছে, আপনি তখন নিজেকে নতুন করে আবিস্কার করবেন।
রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরবো।
তৃতীয় দিনঃ (০১.১১.২০)
খুব সকালে উঠে নাস্তা করে আবার পায়ে হেটে বগালেকের উদ্দ্যেশ্যে রওনা দিবো, বগালেক পৌঁছে আবার জীপে করে রুমা বাজার আসবো একগানে দুপুরের খাবার খেয়ে জীপে করে বান্দরবানের উদ্দ্যেশ্যে যাত্রা করবো। পরন্তবিকেল বা সন্ধ্যা নাগাদ বান্দরবান শহরে পৌঁছে ফ্রেশ হয়ে শপিং শেষ করে রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবো। পরদিন খুব ভোরে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।
যাযা থাকছে ভ্রমণ খড়চের মধ্যেঃ
১. ঢাকা-বান্দরবান-ঢাকা নন এসি বাসের আপডাওন টিকেট।
২. বান্দরবান-রুমা-বগালেক-রুমা-বান্দরবান রিসার্ভ জীপ।
৩. রুমা বাজার থেকে ৩ দিনের জন্য লোকাল গাইড এর খড়চ।
৪. বগালেকে ১ রাত ও কেওকারাডং এ ১ রাত কাঠের কটেজে( ঢালাও বিছানা থাকবে) থাকার খড়চ।
৫. প্রতিদিন ৩ বেলাখাবার ও স্পেশাল B-B-Q ডিনার।
৬. ঢাকা থেকে একজন গাইড।
৭. যাবতীয় পারমিশনের খড়চ।