জলছাপ ট্যুরস এন্ড ট্রাভেলস

  • Home
  • জলছাপ ট্যুরস এন্ড ট্রাভেলস

জলছাপ ট্যুরস এন্ড ট্রাভেলস We have set up some tour plans. Suitable for Bachelor & couples. the maximum cost of single person can go twice, we provide the best security and price.

If you have any plans, go for tour and contact us on 01874444268.

সুনামগঞ্জে যাচ্ছি ভ্রমন পিপাসু গন কে কে যেতে ইচ্ছুক। আমরা এই ১১৮ জন মেম্বার কে নিয়ে আপনার পছন্দের জায়গা গুলোতে যেতে চা...
12/10/2021

সুনামগঞ্জে যাচ্ছি ভ্রমন পিপাসু গন কে কে যেতে ইচ্ছুক। আমরা এই ১১৮ জন মেম্বার কে নিয়ে আপনার পছন্দের জায়গা গুলোতে যেতে চাচ্ছি কে কোথায় যেতে যাচ্ছেন। আজকে এখনই জানান এই মাসে কে কোথায় যেতে চাচ্ছেন।

আমাদের টাঙ্গুয়ার হাওড় ট্যুরে আর মাত্র ৪৩ জন যেতে পারবেন। আর মাএ ৪৩ টি সিট খালি আছে তিন দিনের জন্য সুনামগঞ্জ ট্যুর ২১ তারিখ রওনা দিয়ে ২২ তারিখ থেকে ২৩ তারিখ রাতে ঢাকা ফিরে আসবো।

১ দিনের জন্য মাএ ১৯০০ টাকা
২ দিনের জন্য মাএ ৩৮০০ টাকা
৩ দিনের জন্য মাএ ৫৫০০ টাকা

ট্যুর ফি মাত্র ৫৫০০/- টাকা।

★ ভ্রমণের স্থান সমুহঃ-
১) টাঙ্গুয়ার হাওড়
২) নিলাদ্রী লেক
৩) বারিক্কা টিলা
৪) যাদুকাটা নদী
৫) লাকমা ছড়া
৬) ট্যাকের ঘাট
৭) মেঘালয় পাহাড় সাইটসিং
৮) শিমুল বাগান
৯) ওয়াচ টাওয়ার

★ ভ্রমণ প্যাকেজে যা যা থাকছেঃ-

🌞***আমাদের ট্যুর পেকেজের বিশেষ সুবিধা, একজনের পেকেজে দুইজন বা Couple যেতে পারবেন।***

১. সকালের নাস্তা
২. দুপুরের লাঞ্চ থাকছে বিরিয়ানি বা কাচ্চি।
৩. বিকেলের বা সন্ধা নাস্তা
৪. চা, কফি / cold drinks
৫. ১০০% security & safety
৬. ফ্রি ছবি তুলে দেওয়া
৭. যাতায়াত ব্যবস্থায় প্রপার গাইডলাইন দেওয়া।
৮. একজন দক্ষ লোকাল ট্যুর গাইডের পরিচালনায় ভ্রমন উপোভোগ করতে পারবেন।
৯. গেম খেলা, রেফ্রেল ড্র, গিফটের ব্যবস্থা রয়েছে।

২২ এবং ২৩ তারিখের সকাল, দুপুর এবং রাতের খাবার।

# নন এসি বাসে আসা যাওয়া টিকেট।

এখনি বুকিং দিন বিকাশে : 01874444268

ঢাকা মহাখালী থেকে ডেপচার টাইম ১২টা ২১ই অক্টোবর বৃহস্পতিবার রাত ১১.৩০ টা বাজার ১০ মিনিট আগে মহাখালী বাস টার্মিনাল-১ মেইন ভবন এনা বাস কাউন্টার বাসস্টেন্ডে থাকার জন্য অনুরোধ করা হলো।

তাড়াতাড়ি এই নাম্বারে 01874444268 কল দিয়ে,
বুকিং মানি ২০২০/= বিকাশ করে বুকিং দিন।

ভ্রমনের শর্ত:
১. এইচ, এস, সি পাশ হতে হবে। ভ্রমনের জন্য প্রতেকের ১৮ বছর হতে হবে।
২. জাতীয় পরিচয় পএের মেইন কপি দেখাতে হবে।
৩. কাপল ট্যুরের জন্য কবিন নামা রোটারি পাবলিক এভিডেভিড দেখাতে হবে।
৪. ট্যুর ম্যানেজমেন্ট ট্যুর গাইড এবং টিম লিডারের সকল দিক নির্দেশনা মেনে চলতে হবে।

আমরা অক্টোবর ৭ তারিখ ১৪ তারিখ ২১ তারিখ ২৮ তারিখ ট্যুরে যাচ্ছি, প্রতি বৃহস্পতিবার রাতে রওনা দিয়ে শুক্রবার থেকে শনিবার রা...
10/09/2021

আমরা অক্টোবর ৭ তারিখ ১৪ তারিখ ২১ তারিখ ২৮ তারিখ ট্যুরে যাচ্ছি, প্রতি বৃহস্পতিবার রাতে রওনা দিয়ে শুক্রবার থেকে শনিবার রাতে ব্যাক করবো। সাথে থাকছে এ সকালের নাস্তা বিকেলের নাস্তা দুপুরের লাঞ্চ রাতের ডিনার। জলছাপ ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদের খরচ পড়বে একদিনের জন্য মাএ ২০০০ টাকা, দুই দিনের জন্য ৪০০০ টাকা তিন দিনের জন্য ৫৫০০ টাকা। কে কোথায় কোন তারিখ যেতে চান সুনামগঞ্জ, শহীদ সিরাজ লেক, জাফলং টাঙ্গুয়ার হাওর, রাতারগুল, বিছানাকান্দি, সীতাকুন্ড, কক্সবাজার, রাঙ্গামাটি, সাজেক খাগড়াছড়ি,বান্দরবান।

বুকিং দিতে কল করুন:01874444268

বুকিং মানি বিকাশ খরচ সহ 2040/= টাকা মাএ বিকাশ খরচ সহ।

We have set up some tour plans. Suitable for Bachelor & couples. the maximum cost of single person can go twice, we provide the best security and price. If you have any plans, go for tour and contact us on 01874444268.

Address


Telephone

+8801874444268

Website

Alerts

Be the first to know and let us send you an email when জলছাপ ট্যুরস এন্ড ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share