Travel Help Care

  • Home
  • Travel Help Care

Travel Help Care We Provide,
& International Airlines Ticket.
support.
package.
Booking.
(1)

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট এন্ড গ্রিট সার্ভিসহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ম...
19/01/2024

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট এন্ড গ্রিট সার্ভিস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য মিট অ্যান্ড গ্রীট এর সুবিধা রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান সার্ভিস চার্জের বিনিময়ে সম্মানিত যাত্রীদের প্রটোকল, নির্দেশনামূলক সহায়তা প্রদান করে। মিট অ্যান্ড গ্রিট টিম সপ্তাহে ৭দিন, ২৪ ঘন্টা সার্ভিস প্রদান করে থাকে।

বিশেষ করে প্রথমবার বিদেশ যাত্রা, বয়স্ক, অসুস্থ, শিশুসহ নারী যাত্রী কিংবা যাদের অনেক লাগেজ থাকে তারা অনেক সময় চিন্তার মধ্যে থাকেন। এ ধরণের যাত্রীদের জন্য মিট অ্যান্ট গ্রিট সার্ভিস বিমানবন্দরের আনুষ্ঠানিকতা / প্রক্রিয়াকে সহজতর ও আরামদায়ক করে তোলে। এক্সপার্ট মিট অ্যান্ড গ্রিট অ্যাসিসটেন্ট এই প্রোটোকল-যাত্রীসেবা প্রদান করেন, আর যাত্রী থাকেন ভারমুক্ত। এজন্য যাত্রী প্রতি চার্জ প্রয়োজ্য।

মিট অ্যান্ড গ্রিট সার্ভিসে যে সকল সুবিধা পাওয়া যাবে:

এয়ারপোর্ট মিট এন্ড গ্রিট এসিস্টেন্সের মাধ্যমে সম্মানিত যাত্রীদের বহির্গমন প্রবেশ গেট থেকে বহির্গমন যাত্রীদের রিসিভ করা হয়। ইমিগ্রেশন সম্পন্ন করার পর আগমনী যাত্রীদের রিসিভ করা হয়। বহির্গমন যাত্রীদের নির্ধারিত চেক-ইন কাউন্টারে নিয়ে যাওয়া। বহির্গমন এবং আগমনী যাত্রীদের লাগেজ বহনে সহায়তা করা। সম্মানিত যাত্রীদের বিমানবন্দরের বিভিন্ন প্রকার কার্যক্রমের নির্দেশিকা অনুযায়ী গাইডলাইন/সহায়তা করা।

এখানে যাত্রীর এয়ার টিকিট, ইমিগ্রেশন, কাস্টমস সংক্রান্ত বৈধতা যাচাই বা আনুষ্ঠানিকতা যাত্রীকেই সম্পন্ন করতে হবে। এসকল বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন, ইমিগ্রেশন, কাস্টমসের আইনগত বিষয়ের দায় যাত্রীর।

মিট অ্যান্ড গ্রিট সার্ভিস চার্জ:

বিদেশ যাওয়ার ক্ষেত্রে
১. টার্মিনাল ভবনের প্রবেশ গেট থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৭০০ টাকা।
২. টার্মিনাল ভবনের প্রবেশ গেট থেকে রিসিভ করে ইমিগ্রেশনে শেষে উড়োজাহাজে উঠার ওয়েটিং লাউঞ্জ পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ১২০০ টাকা।

বিদেশে থেকে দেশে আসার ক্ষেত্রে
১. ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের সামেনের ক্যানোপি অথবা বহুতল কার পার্কিং পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৭০০ টাকা।
২. অ্যারাইভাল পয়েন্ট থেকে যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের সামেনের ক্যানোপি অথবা বহুতল কার পার্কিং পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ১২০০ টাকা।

Travel Help Care

আগামী ৮ মার্চ ঢাকা থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স। প্রাথমিকভাবে এ রুটে সপ্তা...
14/12/2023

আগামী ৮ মার্চ ঢাকা থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স। প্রাথমিকভাবে এ রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে তারা। ১৩ ডিসেম্বর ইথিওপিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) প্রতিষ্ঠান রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রবাসী বাংলাদেশিরা ঢাকা থেকে আদ্দিস আবাবা হয়ে ইউরোপ ও উত্তর আমেরিকার সব বড় শহরে যেতে পারবেন। দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকান দেশগুলোতে প্রচুর বাংলাদেশি রয়েছে। তারা বাংলাদেশি যাত্রীদের ইথিওপিয়ায় ট্রানজিট দিয়ে অল্প সময়ে আফ্রিকার বিভিন্ন দেশে পৌঁছে দিতে চায়।

ইথিওপিয়ান এয়ারলাইন্স বাংলাদেশ থেকে যাত্রী নিয়ে ইথিওপিয়া ট্রানজিট হয়ে আফ্রিকান রুট কায়রো (মিশর), হারারে ও বুলাওয়ে (জিম্বাবুয়ে), দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউন, কেনিয়ার নাইরোবি, ইতালির মিলান ও রোম, যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার, সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা, সুইডেনের স্টোকহোম, বেলজিয়ামের ব্রাসেলস, গ্রিসের অ্যাথেন্স, রাশিয়ার মস্কো, ফ্রান্সের প্যারিস ও জার্মানির ফ্র্যাংকফুর্টে নিয়ে যাবে। এছাড়া কানাডার টরন্টো, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও শিকাগো, চীনের গুয়াঞ্জু, বাহরাইন, কুয়েত, দক্ষিণ কোরিয়ার সিউল, জাপানের টোকিও ও হংকংয়েও ফ্লাইট রয়েছে তাদের।

11/12/2023
মালয়েশিয়া ডিজিটাল এরাইভাল কার্ড "এমডিএসি" ফর্ম  পূরণ করা বাধ্যতামূলক
11/12/2023

মালয়েশিয়া ডিজিটাল এরাইভাল কার্ড "এমডিএসি" ফর্ম পূরণ করা বাধ্যতামূলক

02/02/2023

জরুরি নোটিশ

ঢাকা বিমানবন্দরের রানওয়ের লাইটিং ব্যবস্থার সংস্কারকাজের জন্য ২ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ৩ এপ্রিল ২০২৩ পর্যন্ত রানওয়েটি রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। যে সকল যাত্রী ঐ সময়ের টিকেট থাকলে তা এয়ারলাইন্স /অথবা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে
রি- শিডিউল করার অনুরোধ করা হলো

Address


Telephone

+8801753732128

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Help Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Help Care:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share