Special Hajj & Umrah Hajj Service

  • Home
  • Special Hajj & Umrah Hajj Service

Special Hajj & Umrah Hajj Service Special Hajj+VIP Hajj + VVIP Hajj And VVIP Umrah Hajj+VIP Umrah Hajj+ Economic Umrah Hajj Service Package.

২০২৪ সালের ওমরাহ্ এবং হজ্জের জন্য স্পেশাল অফারে নির্দিষ্ট কিছু সংখ্যক সিট বুকিং চলছে। সপরিবারে বা সহপাঠী বা সহকর্মীদের ন...
13/02/2024

২০২৪ সালের ওমরাহ্ এবং হজ্জের জন্য স্পেশাল অফারে
নির্দিষ্ট কিছু সংখ্যক সিট বুকিং চলছে।

সপরিবারে বা সহপাঠী বা সহকর্মীদের নিয়ে গ্রুপ ভিত্তিক বা ব্যাক্তিগত উদ্যোগ হজ্জ করতে সরাসরি মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
যোগাযোগ না করে, সরাসরি মালিক পক্ষের সাথে যোগাযোগ করুন, স্বল্প খরচে হজ্জ সম্পন্ন করুন।
01777899993
01955900800

মক্কাই কম দামে ভালো মানের হোটেল বুকিং দিতে যোগাযোগ করুন ।01777-899993
12/02/2024

মক্কাই কম দামে ভালো মানের হোটেল বুকিং দিতে যোগাযোগ করুন ।
01777-899993

12/02/2024
২০২৪ সালের ওমরাহ্ এবং হজ্জের জন্য স্পেশাল অফারে নির্দিষ্ট কিছু সংখ্যক সিট বুকিং চলছে। সপরিবারে বা সহপাঠী বা সহকর্মীদের ন...
11/02/2024

২০২৪ সালের ওমরাহ্ এবং হজ্জের জন্য স্পেশাল অফারে
নির্দিষ্ট কিছু সংখ্যক সিট বুকিং চলছে।
সপরিবারে বা সহপাঠী বা সহকর্মীদের নিয়ে গ্রুপ ভিত্তিক বা ব্যাক্তিগত উদ্যোগ হজ্জ করতে সরাসরি মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
, সরাসরি মালিক পক্ষের সাথে যোগাযোগ করুন, স্বল্প খরচে হজ্জ সম্পন্ন করুন।
01955900800

03/02/2024

"ইচ্ছা যদি পবিত্র হয়"
🕋
"স্বপ্ন একদিন পূরণ হবেই- ইনশাআল্লাহ"!✅👍

মসজিদে হারামে জুমার সালাত
03/02/2024

মসজিদে হারামে জুমার সালাত

ভীষণ মন পুড়ে_💔 মনে পড়ে -মন কাঁদে___মাঝরাতে সময় দেখি, ঘুম ঘুম চোখে____ভাবি— আর কত বাকি আমাদের সাক্ষাতে?সল্লাল্লাহু আলাইহি...
02/02/2024

ভীষণ মন পুড়ে_💔
মনে পড়ে -মন কাঁদে___
মাঝরাতে সময় দেখি, ঘুম ঘুম চোখে____
ভাবি— আর কত বাকি আমাদের সাক্ষাতে?
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💚

মদিনাতে মসজিদের ভিতরে আশেপাশে মক্কার মতো ড্রামে যে পানি থাকে সেটা নরমাল খাবার পানি জমজমের পানি না সেগুলো….পরে জানতে পারল...
31/01/2024

মদিনাতে মসজিদের ভিতরে আশেপাশে মক্কার মতো ড্রামে যে পানি থাকে সেটা নরমাল খাবার পানি জমজমের পানি না সেগুলো….পরে জানতে পারলাম ৩০৯ নং গেটের কাছে জমজমের পানি পাওয়া যায়, কিন্তু জমজমের পানি ৩০৯ নং গেটের কাছে যেখানে দেয়া হয় সেজায়গাটা সবসময় তালা দেয়া থাকে..
পানি নিতে কখন খুলে দেয় কেও কি জানেন?

স্পেশাল হজ্জ এবং ওমরাহ প্যাকেজ জানতে কল করুন📍 ভিসা প্রস্তুত📍 টিকেট প্রস্তুত📍 হোটেল বুকিং📍 গাইড সার্ভিস বিস্তারিত সব তথ্য...
31/01/2024

স্পেশাল হজ্জ এবং ওমরাহ প্যাকেজ জানতে কল করুন
📍 ভিসা প্রস্তুত
📍 টিকেট প্রস্তুত
📍 হোটেল বুকিং
📍 গাইড সার্ভিস
বিস্তারিত সব তথ্য জানতে এখনি হোয়াটসঅ্যাপ কল করুন
01955 900800
01777-899993

"মনে বড় আশা ছিল যাব মদিনায়সালাম আমি করবো গিয়েনবীরও রওজায়"🌲মদিনা মুনাওয়ারা , বিশ্ব মুসলিমের ভালোবাসার সর্বোচ্চ স্পন্দন...
25/01/2024

"মনে বড় আশা ছিল যাব মদিনায়
সালাম আমি করবো গিয়ে
নবীরও রওজায়"
🌲মদিনা মুনাওয়ারা , বিশ্ব মুসলিমের ভালোবাসার সর্বোচ্চ স্পন্দন এ শহর। সকল মুসলিমের ইচ্ছা থাকে জীবনে একবার হলেও মাদিনা শরিফ জেয়ারতের।
🤲আল্লাহ আমাদের বরকত দান করুন এবং আমাদেরকে বারবার মক্কা ও মদীনা সফর করার সুযোগ দান করুন। আমিন
কোনো সাহায্যের প্রয়োজন হলে বিস্তারিত
01955-900800

১৪৪৫ হিজরির পবিত্র হজ মৌসুমের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্...
25/01/2024

১৪৪৫ হিজরির পবিত্র হজ মৌসুমের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১ মার্চ হজের ভিসা ইস্যু শুরু হবে এবং ২৯ এপ্রিল শেষ হবে। এরপর ৯ মে থেকে সৌদি আরবে হজযাত্রীদের গমন শুরু হবে।

সোনার মদিনা আমার প্রানের মদিনা- সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারবোনা
22/01/2024

সোনার মদিনা আমার
প্রানের মদিনা- সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারবোনা

22/01/2024

হজ্জ ও ওমরাহ হজ্জ ☞ স্পেশাল অফার এ বুকিং চলছে ☞ wa.me/8801777899993

21/01/2024

Offer Offer Offer
VIP Hajj-2024 & VIP Umrah Package Booking_Discount Going..100% Trusted & Satisfied Package. So details for WhatsApp-Link: wa.me/8801777899993

আপনি কি ২০২৪ সালে ওমরাহ করতে চান?তাহলে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন। ফেব্রুয়ারী , মার্চ বা রমজানে মাসে নিজে, সপরিবারে বা সহ...
20/01/2024

আপনি কি ২০২৪ সালে ওমরাহ করতে চান?
তাহলে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন।
ফেব্রুয়ারী , মার্চ বা রমজানে মাসে নিজে, সপরিবারে বা সহপাঠী বা সহকর্মীদের নিয়ে গ্রুপ ভিত্তিক বা ব্যাক্তিগত উদ্যোগ
ওমরাহ হজ্জ করতে সরাসরি মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করুন। বিভিন্ন মাধ্যম এ যোগাযোগ না করে, সরাসরি মালিক পক্ষের সাথে যোগাযোগ করুন,

স্বল্প খরচে ওমরাহ হজ্জ সম্পন্ন করুন। বিডি ওমরাহ হজ্জ গ্রুপ...... ০১৭৭৭৮৯৯৯৯৩ & ০১৯৫৫৯০০৮০০

আমার সাথে যারা ওমরাহ যেতে আগ্রহী... প্যাকেজে যা যা থাকছে* এয়ার টিকেট * ভালো মানের হোটেল।(প্রতি রুমে ৪ জনের অবস্থান।  এক ...
19/01/2024

আমার সাথে যারা ওমরাহ যেতে আগ্রহী...
প্যাকেজে যা যা থাকছে

* এয়ার টিকেট
* ভালো মানের হোটেল।
(প্রতি রুমে ৪ জনের অবস্থান। এক রুমে ১ / ২ / ৩ জন করে থাকলে চাইলে কিছুটা খরচ বাড়বে। মক্কায় হোটেলের দূরত্ব ৪৫০ -৫৫০ মিটার এবং মদিনায় হোটেলের দূরত্ব ২৫০-৩৫০ মিটার)
* ভিসা ফি
* মক্কা ও মদিনায় ঐতিহাসিক স্থান সমূহ যিয়ারাহ
* সকল ট্রান্সপোর্ট
* ওমরাহ প্রশিক্ষন
* সার্বক্ষনিক গাইড সহায়তা

#সফরের সময়কাল: ১৪ রাত ১৫ দিন।

সম্ভাব্য যাত্রা: ১৪-১৫ রমাদ্বান
ফিরতি ফ্লাইট: ২৮/২৯ রমাদ্বান
(টিকেট প্রাপ্তি সাপেক্ষে)

প্যাকেজ মূল্য: আনুমানিক ১,৮০,০০০/-
বিমান ভাড়া এবং হোটেলের রেটের উপর ভিত্তী করে প্যাকেজ মূল্য কমতে বা বাড়তে পারে।

বুকিং দিতে যা যা লাগবে:
1. পার্সপোর্ট (৬মাস মেয়াদ থাকতে হবে)
2. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
3. প্যাকেজ মূল্যের ৫০% টাকা

যোগাযোগ করুন এই নাম্বারে:
01711734776
What’s APP Link:
Wa.me/8801777899993
বাংলাদেশ ওমরাহ হজ্জ কাফেলা, ঢাকা

ওমরাহ্ স্পেশাল প্যাকেজ👉ওমরাহ্ ১৪ দিন মাএ: ১২৫,০০০/- 👉ওমরাহ্ ১০ দিন + দুবাই ৪ দিন মাএ: ১৮০,০০০/- 📙প্যাকেজে যা যা থাকছে :☑...
18/01/2024

ওমরাহ্ স্পেশাল প্যাকেজ
👉ওমরাহ্ ১৪ দিন মাএ: ১২৫,০০০/-
👉ওমরাহ্ ১০ দিন + দুবাই ৪ দিন মাএ: ১৮০,০০০/-

📙প্যাকেজে যা যা থাকছে :
☑️রিটার্ন এয়ার টিকিট
☑️ ভিসা।
☑️ স্ট্যান্ডার্ড মানের হোটেল ( প্রতি রুমে ৪জন) ।
☑️ সম্পূর্ণ ট্রান্সপোর্ট।
☑️ গাইড সার্ভিস
☑️ মক্কা এবং মদিনা জিয়ারাহ্।
☑️ দুবাই সিটি ট্যুর ( ওমরাহ্ + দুবাই প্যাকেজে)

✅ মক্কা জিয়ারার স্পটসমূহ :
🚌 নবীজির বাড়ী
🚌 জাবালে সাওর
🚌 হেরা গুহা ( ওহী নাজিলের পাহাড়)
🚌 আরাফার ময়দান
🚌 মিনা
🚌 মুজদালিফা
🚌 জান্নাতুল মোআল্লা
🚌 জিন মসজিদ
🚌 মসজিদে আয়েশা রা.

✅ মদিনা মনোয়ারা জিয়ারার
স্পটগুলো :
🚌 রিয়াজুল জান্নাহ
🚌 জান্নাতুল বাকী
🚌 খন্দকের কূপ
🚌 খন্দকের ময়দান
🚌 উহুদ পাহাড়
🚌 মাকবারায়ে শোহাদায়ে উহুদ
🚌 মসজিদে কিবলাতাইন
🚌 মসজিদে কুবা।
🚌 মসজিদে বেলাল রাযি.
🚌 মসজিদে আবু বকর রাযি.
🚌 মসজিদে গমামাহ

⭕🚌 দুবাই সিটি ট্যুরে আপনারা যা দেখবেন : -বুরুজ খলিফা, দুবাই মল, মেরিনা বিচ, সিটি মল, গুল্ড সুক, প্লাম বিচ, দেরা মার্কেট ইত্যাদি

🕋 মক্কা হোটেলঃ আরিজ আল ওয়াপা
অথবা সমমানের ( ৬০০ -৮০০ মিটার দূরত্বে)
🌄 মদিনা হোটেলঃ করম সিলভার অথবা সমমানের ( ৩০০-৫০০ মিটার দূরত্বে)
⭕দুবাই হোটেলঃ প্রাইম হোটেল, লন্ডন সিটি , গাল্ফ স্টার অথবা সমমানের

বিদ্র: প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত নাই
আপনি চাইলে ৩ বেলা খাবার নিতে পারেন
সে জন্য প্যাকেজের সাথে ১০,০০০/১৫,০০০ টাকা যোগ করতে হবে।

👋 অতএব পাসপোর্ট ও পেমেন্ট প্রদান করে আপনার সফর নিশ্চিত করুন।

যোগাযোগ :
বাংলাদেশ ওমরাহ হজ্জ কাফেলা
📞wa.me/+8801711-734776
📞wa.me/+8801777-899993
📞wa.me/+8801955-300200

🏠 #ঢাকা_অফিস :- ☞ মিরপুর ডিওএইচএস, টিএন প্লাজা, মিরপুর, ঢাকা
মোবাইল: ০১৭৭৭-৮৯৯৯৯৩

কাবা দেখার পর যে দোয়াটি পড়বেন
17/01/2024

কাবা দেখার পর যে দোয়াটি পড়বেন

স্পেশাল হজ্জ এবং ওমরাহ প্যাকেজ জানতে কল করুন📍 ভিসা প্রস্তুত📍 টিকেট প্রস্তুত📍 হোটেল বুকিং📍 গাইড সার্ভিস বিস্তারিত সব তথ্য...
16/01/2024

স্পেশাল হজ্জ এবং ওমরাহ প্যাকেজ জানতে কল করুন
📍 ভিসা প্রস্তুত
📍 টিকেট প্রস্তুত
📍 হোটেল বুকিং
📍 গাইড সার্ভিস
বিস্তারিত সব তথ্য জানতে এখনি হোয়াটসঅ্যাপ কল করুন

01777 899993
01955 900800

BD Umrah Hajj Kafela
15/01/2024

BD Umrah Hajj Kafela

রমজানের স্পেশাল ওমরাহ প্যাকেজ জানতে সরাসরি মালিক পক্ষের সংঙ্গে যোগাযোগ করুন-+8801777-899993      01955-900800
14/01/2024

রমজানের স্পেশাল ওমরাহ প্যাকেজ জানতে
সরাসরি মালিক পক্ষের সংঙ্গে যোগাযোগ করুন-

+8801777-899993
01955-900800

উমরা করার সঠিক নিয়মঃ১-মিকাত থেকে উমরার ইহরাম বাঁধা।[ফরজ]২- মক্কায় পৌঁছে খানায় কাবা তওয়াফ করা। [ফরজ]৩-সাফা মারওয়ায় সায়ী ক...
13/01/2024

উমরা করার সঠিক নিয়মঃ
১-মিকাত থেকে উমরার ইহরাম বাঁধা।[ফরজ]
২- মক্কায় পৌঁছে খানায় কাবা তওয়াফ করা। [ফরজ]
৩-সাফা মারওয়ায় সায়ী করা। [ওয়াজিব]
৪–মাথার চুল মুন্ডানো বা কাটা। [ওয়াজিব]

আমাদের প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে
কল করুন নিম্নের নাম্বারে-
01777-899993
01955-900800

Offer Offer Offer VIP Hajj-2024 & VIP Umrah Package Booking... Discount Going..100% Trusted & Satisfied Package. So deta...
13/01/2024

Offer Offer Offer
VIP Hajj-2024 & VIP Umrah Package Booking... Discount Going..100% Trusted & Satisfied Package. So details for WhatsApp-Link: wa.me/8801777899993

২০২৪ সালের ওমরাহ্ এবং হজ্জের জন্য স্পেশাল অফারে নির্দিষ্ট কিছু সংখ্যক সিট বুকিং চলছে। সপরিবারে বা সহপাঠী বা সহকর্মীদের ন...
11/01/2024

২০২৪ সালের ওমরাহ্ এবং হজ্জের জন্য স্পেশাল অফারে
নির্দিষ্ট কিছু সংখ্যক সিট বুকিং চলছে।

সপরিবারে বা সহপাঠী বা সহকর্মীদের নিয়ে গ্রুপ ভিত্তিক বা ব্যাক্তিগত উদ্যোগ হজ্জ করতে সরাসরি মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
যোগাযোগ না করে, সরাসরি মালিক পক্ষের সাথে যোগাযোগ করুন, স্বল্প খরচে হজ্জ সম্পন্ন করুন।

10/01/2024

আসসালামু আলাইকুম

FBCCI - এর সম্মানিত প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট , ভাইস প্রেসিডেন্ট, পরিচালক স্যার সহ ৩২ জনের গ্রুপের ওমরাহ হজ্জ...
12/03/2022

FBCCI - এর সম্মানিত প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট , ভাইস প্রেসিডেন্ট, পরিচালক স্যার সহ ৩২ জনের গ্রুপের ওমরাহ হজ্জের ভালো লাগার সেরা মূহুর্তে ছবি, আলহামদুলিল্লাহ।

উমরা করার সঠিক নিয়মঃ১-মিকাত থেকে উমরার ইহরাম বাঁধা।[ফরজ]২- মক্কায় পৌঁছে খানায় কাবা তওয়াফ করা। [ফরজ]৩-সাফা মারওয়ায় সায়ী ক...
17/12/2021

উমরা করার সঠিক নিয়মঃ
১-মিকাত থেকে উমরার ইহরাম বাঁধা।[ফরজ]
২- মক্কায় পৌঁছে খানায় কাবা তওয়াফ করা। [ফরজ]
৩-সাফা মারওয়ায় সায়ী করা। [ওয়াজিব]
৪–মাথার চুল মুন্ডানো বা কাটা। [ওয়াজিব]

এক: ইহরাম
যার সুন্নত পদ্ধতি এই যে, সাধারণ কাপড়-চোপড় ছেড়ে ফরয গোসলের মত গোসল করবে। সুগন্ধি থাকলে মাথা বা দাঁড়িতে লাগাবে। তারপর ইহারমের কাপড় পরিধান করবে। এরপর সুন্নত হিসেবে দুই রাকাত নামায আদায় করবে। নামাযের পর কিবলামুখি হয়ে ইহরাম বাঁধবে। ইচ্ছা করলে যাত্রার প্রাক্কালে ইহরাম করতে পারেন। তবে মীকাত থেকে মক্কার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার আগে ইহরাম করতে হবে। এরপর বলবেন:

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لا شَرِيكَ لَكَ لَبَّيْكَ ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لا شَرِيكَ لَكَ

লাব্বাইকাল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইকালা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক। লা শারিকা লাক।
(অর্থ- হে আল্লাহ! আমি আপনার দরবারে হাজির। আমি আপনার দরবারে হাজির। আমি আপনার দরবারে হাজির। আপনি নিরঙ্কুশ। আমি আপনার দরবারে হাজির। নিশ্চয় যাবতীয় প্রশংসা, যাবতীয় নেয়ামত আপনার-ই জন্য এবং রাজত্ব আপনার-ই জন্য। আপনি নিরঙ্কুশ।)
পুরুষ জোরে তালবিয়া পড়বে। আর নারী এতটুকু জোরে তালবিয়া পড়বে যাতে পাশের লোক শুনতে পায়। তবে পাশে যদি কোন বেগানা পুরুষ থাকে তাহলে মনে মনে তালবিয়াপড়বে।
ইহরামকারীর উচিত অধিক তালবিয়া পাঠ করা। বিশেষতঃ সময় ও অবস্থার পরিবর্তনগুলোতে। যেমন উঁচুতে উঠার সময়। নীচুতে নামার সময়। রাত বা দিনের আগমনকালে। তালবিয়া পাঠের পর আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত প্রার্থনা করা এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা।
উমরার ক্ষেত্রে ইহরামের শুরু থেকে তওয়াফ শুরু করার আগ পর্যন্ত তালবিয়া পড়া বিধান রয়েছে। তওয়াফ শুরু করলে তালবিয়া পড়া ছেড়ে দিবে।

দুই: তওয়াফ
মসজিদে হারামে প্রবেশের সময় ডান পা আগে দিবে এবং বলবে:
بِسْمِ اللهِ والصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْلِ اللهِ الَّلهُمَّ اغْفِرْ لِيْ ذُنُوْبِيْ وافْتَحْ لِى أَبْوَابَ رَحْمَتِكَ
(অর্থ- আল্লাহর নামে শুরু করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি রহমত ও শান্তি বর্ষিত হোক। হে আল্লাহ! আমার সকল গুনাহ ক্ষমা করে দিন। আমার জন্য আপনার রহমতের দুয়ারগুলো খুলে দিন।)
এরপর তওয়াফ শুরু করার জন্য হাজারে আসওয়াদের দিকে এগিয়ে যাবে। ডান হাত দিয়ে হাজারে আসওয়াদ স্পর্শ করবে ও চুমু খাবে। যদি হাজারে আসওয়াদে চুমু খেতে না পারে হাত দিয়ে স্পর্শ করবে ও হাতে চুমু খাবে (স্পর্শ করার মানে হচ্ছে- হাত দিয়ে ছোঁয়া)। যদি হাত দিয়ে স্পর্শ করতে না পারে তাহলে হাজারে আসওয়াদের দিকে মুখ করে হাত দিয়ে ইশারা করবে এবং তাকবির (বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ) বলবে।
এরপর ডান দিক ধরে চলতে থাকবে। বায়তুল্লাহকে বাম দিকে রাখবে। যখন রুকনে ইয়ামেনীতে (হাজারে আসওয়াদের পর তৃতীয় কর্নার) পৌঁছবে তখন সে কর্নারটি চুমু ও তাকবীর ছাড়া শুধু স্পর্শ করবে। যদি স্পর্শ করা সম্ভব না হয় তাহলে তওয়াফ চালিয়ে যাবে; ভিড় করবে না। রুকনে ইয়ামেনী ও হাজারে আসওয়াদের মাঝখানে এলে বলবে:
رَبَّنَا آَتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآَخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
(অর্থ- হে আমাদের রব! আমাদিগকে দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা করুন।)
যখনই হাজারে আসওয়াদের পাশ দিয়ে অতিক্রম করবে তখনই হাজারে আসওয়াদ অভিমুখী হয়ে তাকবীর বলবে। তওয়াফের অন্য অংশে যা কিছু খুশি যিকির, দুআ ও কুরআন তেলাওয়াত করবে। বায়তুল্লাহতে তওয়াফের বিধান দেয়া হয়েছে আল্লাহর যিকিরকে সমুন্নত করার জন্য। তওয়াফের মধ্যে পুরুষকে দুইটি জিনিশ করতে হয়।
১. তওয়াফের শুরু থেকে শেষ পর্যন্ত ইজতেবা করা। ইজতেবা মানে- ডান কাঁধ খালি রেখে চাদরের মাঝের অংশ বগলের নীচ দিয়ে এনে চাদরের পার্শ্ব বাম কাঁধের উপর ফেলে দেয়া। তওয়াফ শেষ করার পর চাদর পূর্বের অবস্থায় ফিরিয়ে নিবে। কারণ ইজতেবা শুধু তওয়াফের মধ্যে করতে হয়।
২. তওয়াফের প্রথম তিন চক্করে রমল করা। রমল মানে হচ্ছে- ছোট ছোট পদক্ষেপে দ্রুত হাঁটা। আর বাকী চার চক্করে রমল নেই বিধায় স্বাভাবিক গতিতে হাঁটবে। সাত চক্কর তওয়াফ শেষ করার পর ডান কাঁধ ঢেকে নিয়ে মাকামে ইব্রাহিমে আসবে এবং পড়বে-
وَاتَّخِذُوا مِنْ مَقَامِإِبْرَاهِيمَ مُصَلًّى
(অর্থ- আরতোমরা মাকামে ইব্রাহিমকে তথা ইব্রাহীমেরদাঁড়ানোরজায়গাকেনামাযেরজায়গাবানাও।) [সূরা বাকারা, আয়াত: ১২৫]
অতঃপর মাকামে ইব্রাহিমের পিছনে দুই রাকাত নামায (ওয়াজিব) আদায় করবে। যদি সেখানে সুযোগ না হয় তাহলে মসজিদে হারামে যেখানে সুযোগ হয় দুই রাকাত নামায পড়ে নিবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন পড়বে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়বে।
উক্ত দুই রাকাত আদায় করার পর সক্ষম হলে মুলতাযিমে আসবে। যা হাজরে আসওয়াদ ও কা’বার দরজার মাঝামাঝি স্থান। এটি দুআ কবুলের একটি স্থান। কিন্তু যদি ভীড় বেশি হয়, তাহলে ছেড়ে দিবে।
তারপর আবে যমযমের কাছে আসবে। কিবলামুখী হয়ে বিসমিল্লাহ বলে তিন শ্বাসে যমযমের পানি পান করবে। তারপর আলহামদুলিল্লাহ বলে দুআ পড়বে- “আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিযকান ওয়াসিআ ওয়াশিফাআম মিন কুল্লি দায়িন”।
যমযমের পানি পান করে হাজরে আসওয়াদের সামনে আসবে। সক্ষম হলে হাজরে আসওয়াদ চুমু খাবে। সক্ষম না হলে হাত দিয়ে ইশারা করে চুমু খেয়ে সাফা পাহাড়ের দিকে রওয়ানা হবে।
তিন: সায়ী
এরপর সায়ীস্থলে আসবে। যখন সাফা পাহাড়ের নিকটবর্তী হবে তখন পড়বে-
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ
(অর্থ- নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ তা’আলার নিদর্শনগুলোর অন্যতম)–(সূরা বাকারা ১৫৮)। এরপর বলবে: (نبدأ بما بدأ الله به) (অর্থ- আল্লাহ যা দিয়ে শুরু করেছেন আমরাও তা দিয়ে শুরু করছি)
অতঃপর সাফা পাহাড়ে উঠবে যাতে করে কাবা শরিফ দেখতে পায়। কাবা নজরে আসলে কাবাকে সামনে রেখে দুই হাত তুলে দুআ করবে। দুআর মধ্যে আল্লাহর প্রশংসা করবে এবং যা ইচ্ছা দুআ করবে।
যখন সবুজ কালার চিহ্নিত স্থানে পৌঁছবেন তখন যত জোরে সম্ভব দৌঁড়াবেন। কিন্তু কাউকে কষ্ট দিবেন না। দ্বিতীয় সবুজ রঙ চিহ্নিত স্থান থেকে স্বাভাবিক গতি হাঁটবে। এভাবে মারওয়াতে পৌঁছবে। মারওয়ার উপরে উঠে কিবলামুখি হয়ে হাত তুলে দুআ করবে। সাফা পাহাড়ের উপর যা যা পড়েছে ও বলেছে এখানে তা তা পড়বে ও বলবে। এরপর মারওয়া থেকে নেমে সাফার উদ্দেশ্যে হেঁটে যাবে। স্বাভাবিকভাবে হাঁটার স্থানে হেঁটে পার হবে; আর দৌঁড়াবার স্থানে দৌঁড়ে পার হবে। সাফাতে পৌঁছার পর পূর্বে যা যা করেছে তা তা করবে। মারওয়ার উপরেও আগের মত তা তা করবে। এভাবে সাত চক্কর শেষ করবে। সাফা থেকে মারওয়া গেলে এক চক্কর। মারওয়া থেকে সাফাতে এলে এক চক্কর। আর সায়ীর মধ্যে যা খুশি যিকির, দুআ, কুরআন তেলাতেয়াত করতে পারবে।
জ্ঞাতব্যঃ
(إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ)- এই আয়াতটি শুধু সায়ীর শুরুতে সাফার নিকটবর্তী হলে পড়বে। সাফা-মারওয়াতে প্রতিবার আয়াতটি পড়বে না যেমনটি কিছু কিছু মানুষ করে থাকে।

চার: মাথা মুণ্ডন বা চুল ছোট করা
সাত চক্কর সায়ী শেষ করার পর পুরুষ হলে মাথা মুণ্ডন করবে অথবা মাথার চুল ছোট করবে। মুণ্ডন করলে মাথার সর্বাংশের চুল মুণ্ডন করতে হবে। অনুরূপভাবে চুল ছোট করলে মাথার সর্বাংশের চুল ছোট করতে হবে। আর মহিলারা চুলের গোছার নিচ থেকে কিছু অংশ কেটে ফেলবে।
এই আমলগুলোর মাধ্যমে উমরা সমাপ্ত হবে। অতএব, উমরার মধ্যে রয়েছে- ইহরাম, তওয়াফ, সায়ী, মাথা মুণ্ডণ বা মাথার চুল ছোট করা।
আমরা আল্লাহ তাআলার প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে নেক আমল করার তাওফিক দেন। তিনি যেন আমাদের আমলগুলো কবুল করে নেন। নিশ্চয় তিনি নিকটবর্তী ও প্রার্থনা কবুলকারী।
সবার সহযোগিতা ও জরুরি প্রয়োজনেঃ- বিডি ওমরাহ হজ্জ কাফেলা & বিডি ওমরাহ হজ্জ গ্রুপ - ০১৭৭৭৮৯৯৯৯৩

Address


Telephone

+8801711734776

Website

Alerts

Be the first to know and let us send you an email when Special Hajj & Umrah Hajj Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Special Hajj & Umrah Hajj Service:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share