Kazi Air Travel International

  • Home
  • Kazi Air Travel International

Kazi Air Travel International For Travel Information চকবাজার, চট্টগ্রাম
(1)

10/11/2023
সৌদিয়া ভিসা প্রসেসিং অতি দ্রুত সময়ে করা হয়, খুবই কম খরচে........যোগাযোগঃকাজী কামাল উদ্দিন মিলনকাজী এয়ার ট্রাভেল ইন্টারন্...
07/04/2023

সৌদিয়া ভিসা প্রসেসিং অতি দ্রুত সময়ে করা হয়, খুবই কম খরচে........
যোগাযোগঃ
কাজী কামাল উদ্দিন মিলন
কাজী এয়ার ট্রাভেল ইন্টারন্যাশনাল
ঝাটিয়া পাড়া, নাঙ্গলকোট, কুমিল্লা।
01736184509, 01818963474.

Whatsapp group link
04/04/2023

Whatsapp group link

WhatsApp Group Invite

আসসালামু আলাইকুম......কাজী এয়ার ট্রাভেল ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা........❤️❤️❤️ওমরাহ হজ্ব করতে ইচ্ছুক...
02/02/2023

আসসালামু আলাইকুম......
কাজী এয়ার ট্রাভেল ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা........❤️❤️❤️
ওমরাহ হজ্ব করতে ইচ্ছুক যাত্রীদের জ্ঞাতার্তে জানানো যাচ্ছে যে....
এই রমজানে যারা ওমরাহ হজ্ব করতে আগ্রহ প্রকাশ করছেন, তাদের সুবিধার্থে আমরা অন্যান্য দিক থেকে খুবই কম খরচে ওমরাহ হজ্ব পেকেজ করছি। আপনারা যারা এই রমজানে আল্লাহর ঘর তাওয়াফ করতে ইচ্ছুক আমাদের সাথে অতিসত্বর যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে আহ্বান করা যাচ্ছে__

যোগাযোগঃ
কাজী এয়ার ট্রাভেল ইন্টারন্যাশনাল
মোবাইলঃ 01736184509, 01818963474
ঝাটিয়াপাড়া, নাঙ্গলকোট, কুমিল্লা।

12/01/2023

সতর্কবার্তা.....

আজ থেকে আগামী ৫ দিন আপনার ফ্লাইটের ব্যপারে সতর্ক হোন। রামপুরা থেকে এয়ারপোর্ট, মহাখালী থেকে এয়ারপোর্টের পুরো রাস্তা গতকাল রাত থেকে ব্লকড।

রাস্তার কাজ ধরেছে, সাথে ইজতেমা চলমান।
সুতরাং হাতে ৫থেকে ৬ ঘন্টা অতিরিক্ত সময় নিয়ে বের হবেন।

আপনার ফ্লাইট ধরার দায়িত্ব আপনার।

ফ্লাইট ৪ ঘন্টায় মধ্যে এয়ারপোর্টে থাকবেন।

07/10/2022

বাংলাদেশি কর্মীদের দক্ষতা যাচাই বিষয়ে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশের (BMET) এর চুক্তি স্বাক্ষর
-------------------------------------------------------------------------------------------------------
সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশের বিমইটি (BMET- Bureau of Manpower, Employment and Training) এর সাথে
বাংলাদেশী কর্মীদের স্কিল ভেরিফিকেশন বিষয়ে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

এর ফলে সৌদি আরবে আসতে ইচ্ছুক বাংলাদেশি দক্ষ/ আধা দক্ষ কর্মীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা যাচাই করে সনদ প্রদান করা হবে। সনদের মেয়াদ হবে পাঁচ বছর। যে সনদ থাকার ফলে সৌদি আরবে সংশ্লিষ্ট বিষয়ে চাকুরি পাওয়া সহজ হবে এবং বেতন ভাতাদি ও ওই বিষয়ের দক্ষতা অনুযায়ী পাওয়া যাবে। এ সনদের মাধ্যমে একবার সৌদি আরব আসলে আর কোন পরীক্ষা দেয়ার প্রয়োজন হবেনা।

সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তাকামল এ স্কিল ভেরিফিকেশনের কাজ বাংলাদেশে করবে।
যে সকল বিষয়ে এ স্কিল ভেরিফিকেশন করা হবে তা হলো- প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ওয়েল্ডিং, কার্পেন্টার পেইন্টার, প্লাস্টারার, বিল্ডারসহ মোট ২৩টি বিষয়ে এ স্কিল ভেরিফিকেশন প্রদান করা হবে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এ চুক্তি স্বাক্ষর বিষয়ে বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর এ চুক্তিটি স্বাক্ষর হয়েছে, আশা করি আগামী দিনে বাংলাদেশ থেকে দক্ষ/ আধা দক্ষ আরও কর্মীরা সনদ নিয়ে সৌদি আরবে আসবে। যার ফলে সৌদি আরবে ভালো চাকুরী পাওয়া সহজ হবে এবং সৌদি আরব থেকে আমাদের রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

আজ ঢাকায় এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের সময় BMET এর মহাপরিচালক মোঃ শহীদুল আলম, প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন , বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ উপস্থিত ছিলেন।

আসসালামু আলাইকুম,কাজী এয়ার ট্রাভেল ইন্টারন্যাশনালে আপনাদেরকে স্বাগতম। ট্রাভেল এজেন্সি ব্যবসায় শুরুতে আপনাদের সহযোগিতা এব...
25/09/2022

আসসালামু আলাইকুম,
কাজী এয়ার ট্রাভেল ইন্টারন্যাশনালে আপনাদেরকে স্বাগতম। ট্রাভেল এজেন্সি ব্যবসায় শুরুতে আপনাদের সহযোগিতা এবং দোয়া একান্ত কাম্য। সততা-নিষ্ঠার সাথে আপনাদের সাথে থাকতে পারি সেই সহযোগিতা এবং তওফিক আল্লাহ দান করেন........🤲🤲🤲

✈️✈️✈️ ট্রাভেল বিষয়ক যেকোন সহযোগিতার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন............✈️✈️✈️

মোবাইলঃ ০১৭৩৬-১৮৪৫০৯, ০১৮১৮-৯৬৩৪৭৪.
ঠিকানাঃ ঝাটিয়া পাড়া বাজার, নাঙ্গলকোট, কুমিল্লা।

30/08/2021

যারা দুবাই ভিজিট ভিসায় যেতে আগহী, আপনাদের সতর্কতার উদ্দেশ্যে বলছি,,,,,,,,,

দুবাই ভিজিট চালু হয়েছে, তাই বলে এখনই ভিসা ইস্যু না করার জন্য অনুরোধ করছি। কারণ, অনেক রেসিডেন্স ভিসাধারী বাংলাদেশে এসে আটকা পড়ে আছেন। ফ্লাইট চালু হলে পুরাতন পেছেঞ্জার যারা ছুটিতে আসছেন রেসিডেন্স ভিসাধারী, তাদেরকেই অগ্রাধিকার দেয়া হবে। নতুন ভিজিট ভিসার যাত্রিদের ফ্লাইটের ব্যপারে কোন নিউজ নেই। তাই, ভিসা ইস্যু করার আগে জেনেশুনে ইস্যু করার জন্য অনুরোধ করা হল........।।।।।।।

যে কোন সহযোগিতার জন্য কল করুন: ০১৭৩৬-১৮৪৫০৯

30/08/2021

আলহামদুলিল্লাহ
দুবাই ভিজিট ভিসা চালু হয়েছে।
আগ্রহীরা যোগাযোগ করুন: 01736184509

http://www.banglanewsupdate24.com/?p=41199
13/08/2021

http://www.banglanewsupdate24.com/?p=41199

দুবাইতে কিছু প্রবাসী, যাদের কোভিড-১৯ ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে বিদেশে আটকে থাকার সময় তাদের রেসিডেন্সি ভিসার মেয়....

11/08/2021

সৌদি প্রবাসিদের দৃষ্টি আকর্ষণ করছি..........
দুই ডোজ ভ্যাক্সিন দেয়ার পর- সার্টিফিকেট তায়াক্কালনা এপস্ এ রেজিষ্ট্রেশন করে আপলোড করে দিতে হবে এটা সম্পূর্ণ ভুয়া খবর। কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। ২য় ডোজ দেয়ার ১৪ দিন পরে এমনিতে ফ্লাইট করা যাবে।
তবে, নতুন পেছেঞ্জারদেরর ক্ষেত্রে- Arrival Registration home থেকে ভেক্সিন দেয়ার তারিখ উল্লেখ করে দিতে হবে।
এবং ইকামাধারী পেছেঞ্জার এই লিংকে গিয়ে ইকামা নম্বর দিয়ে প্রবেশ করে ভেক্সিন সার্টিফিকেট, পাসপোর্ট এবং ইকামা কপি আপলোড করে দিতে হবে।https://eservices.moh.gov.sa/CoronaVaccineRegistration

বিস্তারিত জানতে কল করুনঃ ০১৭৩৬১৮৪৫০৯

29/07/2021

যারা সৌদি আরব থেকে একডোজ টিকা দিয়ে আসছেন, তারা দ্বিতীয় ডোজ ছাড়াই কোয়ারেন্টাইন ছাড়া সৌদি আরব যেতে পারবেন।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন- 01736184509

16/07/2021

সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশি অভিবাসী অথবা যারা নতুন করে সৌদি আরবে আসছেন তাঁদেরকে সৌদি সরকার করোনা ভাইরাসের টিকা হিসেবে নিম্নোক্ত টিকাসমূহকে গ্রহনযোগ্য বলে অনুমোদন দিয়েছেনঃ

১। ফাইজার বায়ো-এনটেক (২ ডোজ),
২। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা (২ ডোজ),
৩। মর্ডানা (২ ডোজ) ও
৪। জনসন এ্যন্ড জনসন (১ ডোজ)

এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে আসবেন তাঁরা উপরোক্ত যেকোন একটি কোম্পানির টিকার ডোজ গ্রহণ করলে তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
টিকা গ্রহণ করা হলেও ভ্রমণের পূর্বে (৭২ ঘণ্টার মধ্যে) অবশ্যই পিসিআর টেস্ট করে নেগেটিভ সনদ নিয়ে ভ্রমণ করতে হবে।
টিকার পূর্ণ ডোজ গ্রহণ ছাড়া কোন বাংলাদেশি অভিবাসী সৌদি আরবে প্রবেশ করলে তাঁকে বাধ্যতামূলকভাবে ০৭ (সাত) দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
ইকামাধারী অভিবাসীগণ যারা সৌদি আরবে টিকা গ্রহণ করে ছুটিতে দেশে গিয়েছেন এবং যাঁদের তাওয়াক্কালনা এ্যাপে ইমিউন প্রদর্শন করছে তাঁদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রয়োজন হবেনা, কিন্তু PCR-Negative সার্টিফিকেট লাগবে। উল্লেখ্য যে, প্রথম ডোজ গ্রহণের ১৮০ দিন পর্যন্ত তাওয়াক্কালনা এ্যাপে ইমিউন প্রদর্শন করে। এ সময়ের মধ্যে ভ্রমণ করলে কোয়ারেন্টাইন প্রয়োজন হবেনা।
যারা প্রথমবারের মত সৌদি আরব আসছেন অথবা ইকামাবিহীন অভিবাসী তাঁদের জন্য সৌদি সরকার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেয়া হলে এবং ভ্রমণের আগে ১৪ দিন অতিবাহিত হলে এবং টিকা গ্রহণের সনদ থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রয়োজন হবেনা।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে সৌদি আরব আসার আগে এই লিঙ্কে রেজিস্ট্রেশন করতে হবে, https://muqeem.sa/ #/vaccine-registration/home । এছাড়া বাংলাদেশে গৃহীত টিকার তথ্য সৌদি সিস্টেমে আপডেটের জন্য এই লিঙ্কে আবেদন করতে হবে-
https://www.moh.gov.sa/en/eServices/Pages/Covid19-egistration.aspx
সৌদি আরবে ভ্রমণ এবং কোয়ারেন্টাইন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://covid19.cdc.gov.sa/travel-measures-en/

Service allows organizations to review its resident workers data and complete their transactions online, anytime and anywhere. ​​​​​تتيح خدمة «مقيم» للمنشآت الاطلاع على بيانات موظفيها المقيمين وإتمام معاملات الجوازات ...

08/07/2021

সৌদি আরব✈️✈️✈️ গমনেচ্ছু যাত্রীদের জ্ঞাতার্থেঃ
-----------

এখন পর্যন্ত সৌদি আরবে ট্রাভেল রিক্যায়ারমেন্ট এ এই তথ্য আছে যে, দুই ডোজ ভ্যাক্সিন এর দ্বিতীয় ডোজ এবং একডোজ ভ্যাক্সিন এর প্রথম ডোজ (যেমনঃ ফাইজার,অক্সফোর্ড এস্টেজেনেকা,মর্ডানার ২ ডোজ এবং জনসন এন্ড জনসন এর ১ ডোজ) গ্রহনের চৌদ্দ দিন পরে আপনি সৌদি ট্রাভেল করতে পারবেন তাহলে স্পষ্ট যে নতুন যাত্রীদের ফাইজারের একডোজ ভ্যাক্সিন নিয়ে কোন ভাবেই সৌদি যাওয়ার সুযোগ নেই... (হোটেল কোয়ারেন্টাইন ব্যাতিত) । যারা ছুটিতে এসেছেন কিন্তু তাওয়াকালান এ্যাপে সৌদি থেকে ভ্যাক্সিন গ্রহন করেন নাই তারা ফাইজারের একডোজ ভ্যাক্সিন গ্রহন করে সৌদি আরবের হেলথ মিনিস্ট্রিতে ইকামা নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করে পাসপোর্ট এবং ভ্যাক্সিন সনদ আপলোড করতে হবে এবং তা ভেরিফাই হলে আনুমানিক ৫ কর্মদিবস পরে তাদের তাওয়াক্কালান এ্যাপে ইমিউন শো করবে।
ইমিউন শো করলে তবেই আপনি সৌদি যেতে পারবেন এবং সৌদিতে পরবর্তী ডোজ ভ্যাক্সিন গ্রহন করতে পারবেন। তবে বাংলাদেশে গ্রহনকৃত ভ্যাক্সিন সনদে অবশ্যই ব্যাচ নং সহ ভ্যাক্সিন সনদ হতে হবে।

DOMESTIC Flights are on for international passenger
04/07/2021

DOMESTIC Flights are on for international passenger

আগের নিয়মে আন্তর্জাতি ফ্লাইট চালু থাকবে।
30/06/2021

আগের নিয়মে আন্তর্জাতি ফ্লাইট চালু থাকবে।

23/06/2021

সৌদি আরবের
আমেল মঞ্জিলি/ ড্রাইভার ভিসার প্রসেসিং এর কাজ শুরু হয়েছে।
প্রসেসিং এর জন্য যোগাযোগ করুন-
01736-184509

06/06/2021

সৌদি আরবে গিয়ে প্রবাসী কর্মী যারাদের হোটলে কোয়ারেন্টিনে থাকতে হয়েছে তাদের ২৫ হাজার টাকা দেবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

কিভাবে এই টাকা পাবেন ?

৭ জুন থেকে সৌদি প্রবাসীদের বিদেশ যাওয়ার আগেই কিছৃ তথ্য বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে জমা দিয়ে যেতে হবে।

কি কি কাগজপত্র লাগবে?

ক) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক প্রদত্ত বিএমইটি স্মার্টকার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি
খ) পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি
গ) পাসপোর্টের সাথে সংযুক্ত ভিসার ফটোকপি
ঘ) টিকেটের ফটোকপি
ঙ) হোটেল বুকিংয়ের ডকুমেন্ট এর ফটোকপি

এসব কাগজপত্র জমা দিলে সরকারি ভর্তুকির ২৫ হাজার টাকা আপনার ব্যাংক একাউন্টে কিংবা মনোনীত প্রতিনিধির ব্যাংক একাউন্টে টাকা পাঠাবে সরকার।

এজন্য আপনাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.probashi.gov.bd অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র ওয়েবসাইট www.bmet.gov.bd হতে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্র বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক হতে পাওয়া যাবে।

যারা ইতোমধ্যে সৌদি আরব চলে গিয়েছে এবং নিজ ব্যয়ে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন, তাদেরকে একই নিয়মে সংশ্লিষ্ট আবেদনপত্র ৩০ জুনের মধ্যে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অথবা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় ডাক মারফত জমা প্রদান করতে হবে।

সৌদিতে বাংলাদেশ দূতাবাসের ঠিকানা:
EMBASSY OF BANGLADESH
8039 Dareen Street, Diplomatic Quarter, Riyadh, KSA

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার ঠিকানা:

Consulate General of Bangladesh in Jeddah
Po Box 31085
Jeddah 21497
Saudi Arabia

** যে কোন সমস্যায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং এ যোগাযোগ করুন।

Riyadh
+966-5379-79563
+966-50349-3452

Jeddah
+966 502 7646 27
+966-5344-55716
+966-5093-60082

** বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি কুইক রেসপন্স টিম গঠন করেছে। কোন অভিযোগ থাকলে কুইক রেসপন্স টিমকে জানাতে পারেন।

* 01819-262172 ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক আরিফ আহমেদ খান
*01712-207227 প্রবাসী কল্যাণ ও বৈদ

03/06/2021

ঢাকা হোটেল কোয়ারান্টাইন আপডেট
---------------------------------------------
আগামী ৪ই জুন কুয়েত ও ওমান থেকে আগত যাএীদের ৩ দিন এবং আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, এিনিদাদ ও টোবাগো, উরুগুয়ে, বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনর্মাক, গ্রীস থেকে আগত যাএীদের ১৪ দিন বাধ্যতামূলক হোটেল কোয়ারান্টাইনে থাকতে হবে।

"আমরা দিচ্ছি বিদেশ হতে আগত যাএীদের ঢাকা হোটেল কোয়ারান্টাইন প্যাকেজ খুবই স্বল্প খরচে।

👉যেসব ডকুমেন্টস পাঠাবেনঃ
১। টিকিট কপি
২। পাসর্পোট কপি

যোগাযোগ:
ওয়েল এয়ার ইন্টারন্যাশনাল
৪৫, ফুলকলি (৩য় তলা) কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম।
01736-184509
01818-963474

বাহরাইনে আগত যাত্রীদের জন্য বাহরাইন সরকারের জারীকৃত সর্বশেষ নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রিলংকা ও ন...
22/05/2021

বাহরাইনে আগত যাত্রীদের জন্য বাহরাইন সরকারের জারীকৃত সর্বশেষ নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রিলংকা ও নেপাল থেকে আগত যাত্রীদের জন্য ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। যা কার্যকর হবে আগামী ২৩ মে থেকে।

যাদের নিজের নামে বা পরিবারের কারো নামে ফ্ল্যাট বা রুমের চুক্তিপত্র আছে তারা সেই চুক্তিপত্র প্রদর্শন করে হোম কোয়ারেন্টাইনে থাকতে পারবেন।

আর যদি চুক্তিপত্র দেখাতে সক্ষম না হন তাহলে তাকে ফ্লাইটের পূর্বে ১০ দিনের কনফার্ম হোটেল বুকিং করে আসতে হবে। সরকার অনুমোদিত হোটেলের তালিকা নিচে দেওয়া হল।

১. হলিডে বাহরাইন হোটেল, এক্সিবিশন রোড, মানামা
২. জেসমিন টাওয়ার, হুরা।
৩. ক্রিস্টাল প্যালেস হোটেল, জুফেয়ার
৪. মার্কো পোলো হোটেল, হুরা
৫. মন্ট্রিল হোটেল, হুরা
৬. রয়েল পোনিসিয়া হোটেল, মানামা
৭. BIW এপার্টমেন্ট, হিদ
৮. সোয়ান টাওয়ার, বিল্ডিং নং ১৪৯২,ব্লক ৩২৪
৯. Tangier Towers, বিল্ডিং ১০০২, ব্লক ৩৪০, রোড ৪০২১
১০. মোনটানা টাওয়ার, বিল্ডিং ৬২২, ব্লক ৩২৪, রোড ২৪১১
১১. ড্রিম প্লাজা, বিল্ডিং ১২৩৮, ব্লক ৩৪০, রোড ৪০২৬
১২. আব্দুল্লা প্লাজা, বিল্ডিং ১৯৮২, ব্লক ৩৪০, রোড ৪০২৬

16/01/2021

জন্ম নিবন্ধন করবেন ভাবছেন, আর ভাবনা নয় সপ্ন এখন সত্যি দেশ এখন ডিজিটাল যে কোন নেটওয়ার্ক/ অনলাইন সার্ভিস দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার

জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন

[http://bdris.gov.bd/br/application](http://bdris.gov.bd/br/application?fbclid=IwAR0w4RnoOJtPpjTE7NvltKuAmYG2JmAxLLR47FE0vWQ5EaTBxcP5hy26boE)

নতুন জন্ম নিবন্ধন আবেদন

[http://bdris.gov.bd/br/correction](http://bdris.gov.bd/br/correction?fbclid=IwAR1JKsi65Rxk4bBr0QVPDBqt2ufPrF6IW-WPU3F2yMjs_Dm-aAwklVfKqoE)

জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান

[http://bdris.gov.bd/br/search](http://bdris.gov.bd/br/search?fbclid=IwAR0jknZW-8umZ36kAfBnIF90R0A3F4ZI-W7P_ltUY6MAnOE_eB5WzCetxwI)

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা

[http://bdris.gov.bd/br/application/status](http://bdris.gov.bd/br/application/status?fbclid=IwAR0u58I9btPooyFIC3WiTe1CVX1tsnwARAJ6NokivFQZoaVV3vFersitofw)

জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট

[http://bdris.gov.bd/application/print](http://bdris.gov.bd/application/print?fbclid=IwAR2DHETumrixYP78Iup0kBKxlk0COlfqBUDo70bNqOj9zjoirG9i8WfGtes)

জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন

[http://bdris.gov.bd/br/reprint/add](http://bdris.gov.bd/br/reprint/add?fbclid=IwAR3zkZz539Q0A2k686pr_VnHeCT44_6y2xKsXQyOjXlE5bsHMStHaTWdjFk)

জুবাইল ও তার পার্শ্ববর্তী এলাকার প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় যে স...
30/11/2020

জুবাইল ও তার পার্শ্ববর্তী এলাকার প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় যে সব প্রবাসী বংলাদেশি ফাইনাল এক্সিট ভিসা নিয়ে বাংলাদেশে চলে যেতে চান তাদেরকে আগামী ০৪ ও ০৫ ডিসেম্বর ২০২০ তারিখ রোজ শুক্রবার ও শনিবার শ্রম কল্যাণ উইং, বাংলাদেশ দূতাবাস রিয়াদের প্রতিনিধিদল আল হাসাতে অবস্থান করে এক্সিট ভিসা সংগ্রহের আবেদন প্রস্তুত ও দাখিল সংক্রান্ত সেবা প্রদান করবে।

16/11/2020

খুবই কম খরচে
সৌদি ভিসা প্রসেসিং করা হয়>
যোগাযোগ করুন
01736-184509

Address


Telephone

+8801736184509

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Air Travel International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Air Travel International:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share