07/10/2021
#জরুরী_ঘোষণা
আসসালামু আলাইকুম,
লাল সবুজ পরিবহনের সম্মানিত সকল যাএীগণের দৃষ্টি আকর্ষণ করছি,
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি,বাংলাদেশ সরকার পেমেন্ট গেটওয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় আমাদের ওয়েবসাইট চালু করা যায় নি।সরকারি নিষেধাজ্ঞার কারনে কোনো প্রতিষ্ঠান পেমেন্ট গেটওয়ের দিতে পারবে না।
তবে আপনারা চিন্তিত হওয়ার কারন নেই।আমরা আপনাদের জন্য বিকল্প একটি ব্যবস্থা গ্রহন করেছি।আপনারা ফোনে টিকেট বুকিং দিয়ে আমাদের ঢাকার নিজস্ব ৫টি কাউন্টার ও নোয়াখালীর নিজস্ব ২টি কাউন্টার থেকে বাসে উঠতে পারবেন।সেক্ষেত্রে ঢাকা ও নোয়াখালী উভয় দিক থেকে নির্দিষ্ট কিছু ট্রিপ এর আওতায় থাকবে।যাএীগণ আমাদের দেওয়া নাম্বারে টিকেট বুকিং করবেন এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট করে নির্দিষ্ট পিকআপ পয়েন্ট থেকে বাসে উঠবেন।
**বিশেষভাবে উল্লেখ্য যে,ফোনে অনলাইন টিকেট কাটার জন্য নির্দিষ্ট ট্রিপ রয়েছে, যেগুলোর তালিকা নিচে দেওয়া হবে এবং বুকিং ও বিকাশ পেমেন্ট নাম্বার ও দেওয়া হবে।
***আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রি বুফে। এ অফারটি শুধুমাএ ঢাকা টু নোয়াখালীর যাএীরা উপভোগ করতে পারবেন এবং অনলাইন টিকেট ক্রয় করলে আপনাকে পিকআপ পয়েন্টের কাউন্টার থেকে টোকেন দেওয়া হবে,যেটি আপনি হোটেল জমজমে জমা দিয়ে আপনার অফারটি বুঝে নিবেন। নোয়াখালী টু ঢাকার যাএীদের জন্য বুফে অফার থাকবে না, তবে ফোনে টিকেট বুকিং করতে পারবেন।
*****ঢাকা ও নোয়াখালী উভয়দিক থেকে টিকেট অনলাইন বুকিং করার জন্য যোগাযোগ করুনঃ
১.০১৩২২৮৮৭৪৭৪
২.০১৩২২৮৮৭৪৭৫।
এ দুটি নাম্বারে ফোন করলে আপনারা অনলাইনে টিকেট ক্রয় করতে পারবেন বিকাশ পেমেন্ট এর মাধ্যমে।
# # #বিকাশ পেমেন্ট নাম্বারঃ০১৫১৫৬৫১৮১৮।
@@@ ঢাকা টু নোয়াখালী বোর্ডিং পয়েন্টঃ
১.আরামবাগ
২.কমলাপুর
৩.টিটিপাড়া
৪.হুজুরবাড়ী গেইট
৫.সায়েদাবাদ জনপথের মোড়।
@@@ নোয়াখালী টু ঢাকা বোর্ডিং পয়েন্টঃ
১.সোনাপুর কোল্ড স্টোর।
২.সোনাপুর।।
***ঢাকা টু নোয়াখালী এসি বাসের শিডিউল(অনলাইন বুকিং এর জন্য)ঃ
১.সকাল ৮ঃ০০------
২.সকাল ৯ঃ০০
৩.সকাল ১০ঃ০০----
৪.বেলা ১২ঃ০০
৫.দুপুর ২ঃ০০-------
৬. দুপুর ৩ঃ০০
৭.বিকাল ৪ঃ০০-----
৮.বিকাল ৫ঃ০০
৯.সন্ধ্যা ৬ঃ০০-------
১০.সন্ধ্যা ৭ঃ০০
১১.রাত ৮ঃ০০------
১২.রাত ১০ঃ০০।।।।।।
***নোয়াখালী টু ঢাকা এসি বাসের শিডিউল(অনলাইন বুকিং এর জন্য)ঃ
১.রাত ২ঃ৩০ মিনিট গন্তব্যঃআরামবাগ।
২.রাত ৩ঃ২০ মিনিট গন্তব্যঃআরামবাগ।
৩.ভোর ৫ঃ২০ মিনিট গন্তব্যঃআরামবাগ।
৪.সকাল ৭ঃ০০মিনিট গন্তব্যঃআরামবাগ।
৫.সকাল ১০ঃ০০মিনিট গন্তব্যঃ এয়ারপোর্ট,টংগী।
৬.বেলা ১১ঃ৩০ মিনিট গন্তব্যঃআরামবাগ।
৭.দুপুর ১ঃ২০ মিনিট গন্তব্যঃ আরামবাগ।
৮.বিকাল ৩ঃ০০ মিনিট গন্তব্যঃ ঝিগাঃ-মিরঃ১-১০।
৯.বিকাল ৪ঃ০০ মিনিট গন্তব্যঃ ঝিগাঃ-মিরঃ১-১০।
১০.বিকাল ৫ঃ১০ মিনিট গন্তব্যঃঝিগাঃ-মিরঃ১-১০.
১১.রাত ৯ঃ৪০ মিনিট গন্তব্যঃমহাখালী,টংগী।
***বিঃদ্রঃ বুফে অফারটি শুধুমাএ অনলাইন বুকিং এর জন্য যা শুধুমাএ হোটেল জমজমে কার্যকর অর্থাৎ ঢাকা টু নোয়াখালীর জন্য।যাএীগন বোর্ডিং কাউন্টার থেকে টিকেটের সাথে বুফে টোকেন বুঝে নিবেন।
***আশাকরি সকলে বিষয়গুলো বুঝতে পেরেছেন। পেমেন্ট গেটওয়ে সার্ভিসে সরকারি নিষেধাজ্ঞা উঠে গেলে ভবিষ্যতে আবারো ওয়েবসাইট নিয়ে চিন্তা করা হবে।তবে আমরা ওয়েবসাইট চালু করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
আপনারা সকলে অনলাইন টিকেটের জন্য নির্ধারিত নাম্বারে ফোন করে বিকাশ পেমেন্ট করে টিকেট ক্রয় করুন এবং ঢাকা টু নোয়াখালীর যাএীরা ফ্রি বুফে অফারটি গ্রহন করুন।
এছাড়াও আপনার যেকোনো অভিযোগ ও মতামত জানাতে ফোন করুনঃ
০১৩২২৮৮৭৪৮০।
এছাড়াও কোনো বিষয় বুঝতে না পারলে বা জানার থাকলে পোস্টে কমেন্ট করুন।
আশা করি সকলে লাল সবুজের পাশে থাকবেন এবং ভবিষ্যতে নতুন কিছু করার প্রেরনা দিবেন এবং উৎসাহ দিবেন।।।
সকলে পোস্টটা মনোযোগ দিয়ে পড়ার জন্য
ধন্যবাদ।
©লাল সবুজ পরিবহন লিঃ™