![রোমানিয়া যাওয়ার পর - জব পরিবর্তন করা একটি সহজ বিষয়। শুধুমাত্র কিছু নিয়ম, কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে রাখতে হবে...](https://img4.travelagents10.com/005/767/128163090057679.jpg)
25/11/2022
রোমানিয়া যাওয়ার পর - জব পরিবর্তন করা একটি সহজ বিষয়। শুধুমাত্র কিছু নিয়ম, কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে রাখতে হবে।
যেকোনো একটি কাজেই আপনি রোমানিয়া যাওয়ার পর, এই কাজটি যদি আপনি করতে না চান, তাহলে সেই কোম্পানি থেকে এনওসি লেটার নিতে হবে। এবং রোমানিয়া যাওয়ার সময় বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স করে নিতে হবে।
চাইলে আপনি নিজে নিজেও সেই কাজটি করতে পারবেন। অথবা, রোমানিয়ান লোকাল প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে পারবেন।
বর্তমানে রোমানিয়াতে কাজের যথেষ্ট চাহিদা আছে। দক্ষ এবং অদক্ষ সকল পর্যায়ের কাজে আন্তর্জাতিক শ্রমিক হিসেবে যাওয়ার সুযোগ আছে।