Eventica Express Travel Group

Eventica Express Travel Group join us for travel

যাবেন নাকি সুন্দরবন?? কে কে যাবেন? Eventica Express Travel Group
30/09/2024

যাবেন নাকি সুন্দরবন??
কে কে যাবেন?

Eventica Express Travel Group

উন্নত পরিবেশে সাশ্রয়ী ও নিরাপদে সিলেটের জাফলং এর গ্রিন রিসোর্টে রাত্রি যাপনসহ চা বাগান ভোলাগঞ্জ এবং রাতারগুল ভ্রমণের জন্...
22/05/2024

উন্নত পরিবেশে সাশ্রয়ী ও নিরাপদে সিলেটের জাফলং এর গ্রিন রিসোর্টে রাত্রি যাপনসহ চা বাগান ভোলাগঞ্জ এবং রাতারগুল ভ্রমণের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যারা যাচ্ছেন তারা বেশিরভাগই চাকরিজীবী এবং স্টুডেন্ট।
বিস্তারিত জানতে গ্রুপের লিংক এ ক্লিক করুন
https://www.facebook.com/groups/490461162404857/

||যাত্রার তারিখ- ৩০ মে ,২০২৪ বৃহস্পতিবার (রাত ১০ টা)
ফেরার তারিখ- ০২ জুন,২০২৪ রবিবার (সকাল ৬টা)||

👉ভ্রমণের স্থানসমূুহ
-----------
>> জাফলং পর্যটন নগরী
১. মায়াবী ঝর্নায় গোসল, দাপাদাপি
২. জিরো পয়েন্ট, ঝুলন্ত ব্রীজ
৩. খাসিয়া পল্লী
৪. অপরূপ সৌন্দর্যের জাফলং গ্রীন রিসোর্টে প্রিয়জনকে নিয়ে রাত্রিযাপন, গানের আড্ডা, বারবিকিউ পার্টি

>> ভোলাগঞ্জ সাদা পাথর
>> রাতারগুল
>> বিছানাকান্দি ( সময়সাপেক্ষে)
>> বিখ্যাত চা-বাগান
>> হযরত শাহজালাল (র) এর মাজার

সময়ের উপর নির্ভর করে একটা দুইটা কম বেশি হতে পারে..

ভ্রমণ প্ল্যান-
-------
>> ৩০ মে, বৃহস্পতিবার রাতে মতিঝিল শাপলা চত্ত্বর বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে রওয়ানা হবো ইনশাআল্লাহ

>> ৩১ মে, শুক্রবার-
খুব সকালে আমরা সিলেট শহরে পৌঁছে ফ্রেস হয়ে সবাই বিখ্যাত পাঁচ ভাই বা পানসী রেস্টুরেন্টে সকালের নাস্তা সেরে নিবো। তারপর সিলেট শহর থেকে আমরা জাফলং এর উদ্দেশ্যে রওয়ানা দিবো। রাস্তার দু পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাবো। পথিমধ্যে আমরা মালনীছড়া চা-বাগান সহ আরও কয়েকটি চা বাগান ঘুরে দেখবো।
১১ টার দিকে আমরা জাফলং পৌঁছে রিসোর্টে চেক-ইন করে কিছুক্ষণ বিশ্রাম নিবো।
তারপর জুম্মার নামাজ শেষ করে আমরা সবাই দুপুরের লাঞ্চ সেরে নিবো।
বিকালে সবাই বের হবো জাফলং এর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। মায়াবী ঝর্নায় নাচানাচি, দাপাদাপি করে গোসল করে খাসিয়া পল্লী, জিরো পয়েন্ট, ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখবো.. শেষ বিকালের সৌন্দর্য উপভোগ নৌকায় করে... রাতে হবে রিসোর্টে বারবিকিউ পার্টি, আড্ডা, গান..

>> ০১ জুন, শনিবার সকালে আমরা জাফলং থেকে নাস্তা করে রওয়ানা দিবো ভোলাগঞ্জ সাদা পাথর এর উদ্দেশ্য... সেখানে সবাই গোসল, নাচানাচি, দাপাদাপি করে দুপুরের লাঞ্চ করবো।
দুপুরের লাঞ্চ শেষ করে আমরা রওয়ানা দিবো রাতারগুল এর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। হাতে সময় থাকলে আমরা বিছানাকান্দিও ঘুরে যাবো।
রাতারগুল থেকে সন্ধ্যার দিকে আমরা সিলেট শহরে যাবো। রাতে সবাই যে যার মতো মাজার জিয়ারত, কেনাকাটা, খাওয়া দাওয়া করবো।
রাত ১০ টায় আমরা ঢাকার উদ্দেশ্যে সিলেট থেকে বাসে উঠবো ইনশাআল্লাহ

>> ০২ জুন, রবিবার- সকাল ৫-৬ টার দিকে সবাই ঢাকায় থাকবো ইনশাআল্লাহ

✅✅ভ্রমন খরচ- মাত্র ৪৯৯৮/- টাকা জনপ্রতি
✅✅ কাপল ৫৪৯৮/- টাকা জনপ্রতি

[ ০ থেকে ৪ বছর পর্যন্ত বাচ্চাদের কোন টাকা লাগবে না।
৪ থেকে ১০ পর্যন্ত বাচ্চাদের টাকা আলোচনা সাপেক্ষে নির্ধারন করা হবে ]

-------
👉👉 টাকা জমা দেওয়ার শেষ তারিখ - আগামী ২৩ মে, ২০২৪ ( সিট খালি থাকা সাপেক্ষে)

👉👉 টিম সাইজ সর্বোচ্চ ৪০ জন।

টাকা জমা দেবার নিয়ম-
---------------
২০০০ টাকা সরাসরি বা বিকাশ করে দিলে ২০৪০ টাকা (খরচ সহ) দিতে হবে অগ্রীম বুকিংয়ের জন্য।
★মনে রাখবেন এডভান্স টাকা অফেরতযোগ্য..

ইভেন্টিকা এক্সপ্রেস গ্রুপের এডমিন বাদল হাসান এর বিকাশ, নগদ -পার্সোনাল নাম্বার - 01616822888( বিকাশ)
01616822888 (নগদ)

বিকাশ করার সাথে সাথেই এই নম্বরে আপনার নাম এবং ট্রানজিকশন আইডি পাঠাতে হবে তারপর আসন কনফার্ম হবে। অথবা ইভেন্ট ওয়ালে সেটার স্ক্রীনশট দিতে হবে। সব ধরনের ভুল বুঝাবুঝি এড়াতে এটা করা।

*** বুকিং মানি ছাড়া মৌখিক কোন কথায় কনফার্মেশন হবে না। বাকি টাকা ইভেন্টের দিন নেওয়া হবে।

★★যা যা থাকবে-
-------------
✅ ঢাকা-সিলেট -ঢাকা যাওয়া আসা নন-এসি বাসের টিকিট
✅ ৫ বেলা মূল খাবার। ইভেন্টিকা এক্সপ্রেস খাবার নিয়ে কখনো কমপ্রোমাইজ করে না।
✅ চা নাস্তা তো থাকবেই আনলিমিটেড
✅ সকল প্রকার লোকাল ট্রান্সপোর্ট
✅ ভোলাগঞ্জ ট্রলার ভাড়া
✅ রাতারগুল নৌকা ভাড়া
✅ সাথে থাকবে ইভেন্টিকা এক্সপ্রেস এর পক্ষ থেকে আরও কিছু চমক

❤️এছাড়াও থাকবে ইভেন্টিকা এক্সপ্রেস এর বিশেষ টিশার্ট..


👉 খাবারের মেন্যুঃ
✅সকালের নাস্তা - ডিম +পরোটা +সবজি অথবা খিচুড়ি বা তেহারী বা বিরিয়ানি + চা ইত্যাদি
✅ দুপুরের খাবার - মুরগীর মাংস /গরুর মাংস/ খাসির মাংস/ সামুদ্রিক মাছ +সবজি + ডাল+সাদা ভাত
✅ রাতের খাবার -মুরগীর বারবিকিউ + পরোটা +সস ইত্যাদি

✅✅ ফুড মেন্যুতে প্রতি বেলাতেই ভেরিয়েশন থাকবে ইনশাআল্লাহ

★★যা যা থাকবে না-
---------------
>> ব্যক্তিগত মেডিসিন ও ব্যক্তিগত খরচ
>> যাত্রা বিরতির খাবার
>> আসার দিন রাতের খাবার

👉👉ট্যুরের সময় যা যা সাথে রাখা উচিৎ
---------------------
✅ মাস্ক (মাস্ট)
✅ স্যানিটাইজার (মাস্ট)
✅ এন আই ডি এর ফটোকপি
✅ চার্জের জন্য পাওয়ার ব্যাংক
✅ দুদিন পরার মত হালকা জামা কাপড়। সমুদ্রে গোসলের জন্যে হালকা সর্টস এবং পাতলা টি-শার্ট এক সেট।
✅ জামা পরিবর্তন এবং শরীর মোছার জন্যে গামছা বা পাতলা তোয়ালে।
✅ ব্যক্তিগত ঔষধ নিতে ভুলবেন না। প্যারাসিটামল, এসিডিটির ঔষধ, ব্যাথা নাশক ঔষধ, মাইগ্রেন বা মাথা ব্যাথার ঔষধ ইত্যাদি সাথে রাখা যেতে পারে।
✅ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্যে পর্যাপ্ত ব্যাটারি ব্যাকআপ সহ ইকুপমেন্ট নিতে পারেন তবে পানি থেকে সাবধান।
✅ টুথপেস্ট, টুথব্রাশ,
✅ সানগ্লাস, লাইটার যার সাথে ছোট টর্চ থাকে ইত্যাদি।
এর বাইরে আপনিই বুঝবেন আপনার সাথে কি নেওয়া দরকার।

👉👉শর্ত সমূহ-
-------------------
অবশ্যই স্বাস্থ্যবিধি মনে চলতে হবে।

১। আপনার মনটা হতে হবে ভ্রমণ পিপাসু।
২। আয়োজকদের কথা নিজের প্রয়োজনেই মেনে নিতে হবে।
৩। লোকাল পিপলদের সাথে কোন ঝামেলা করা যাবেনা।
৪। আপনি যদি কোন জায়গা ভুল করেও নোংরা করেন সেটা আপনাকে পরিষ্কার করার মানসিতা থাকতে হবে( যেমন যেখানে সেখানে চিপসের প্যাকেটা বা পানির বোতল ফেলা যাবেনা)

এই তো!
একটা কথা বলে রাখি এটা আমরা শুরু করেছি শুধুমাত্র ট্রাভেল প্রিয় মানুষদের একটা নির্ভরযোগ্য ও আস্থাভাজন ট্যুরের প্ল্যাটফর্ম হিসেবে ❤️❤️

আমাদের গ্রুপের সব ইভেন্ট সম্পর্কে জানতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে এড হতে পারেন
💛 ফেসবুক গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/490461162404857/
❤️ ফেসবুক পেজ লিংকঃ https://www.facebook.com/wetraveltoexplore/

ট্যুর সংক্রান্ত আরও যেকোন প্রয়োজনে-
১। জসিম - 01531944419
২। সোহরাব- 01515603104
৩। বাদল - 01616822888

Happy New Year-2024Eventica Express
31/12/2023

Happy New Year-2024

Eventica Express

সকলকে মহান ❤️বিজয় দিবসের শুভেচ্ছা ❤️Eventica Express
16/12/2023

সকলকে মহান
❤️বিজয় দিবসের শুভেচ্ছা ❤️
Eventica Express

Address

Dhaka

Telephone

+8801616822888

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eventica Express Travel Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eventica Express Travel Group:

Videos

Share

Category