Rupmuhuri Travel Agency BD

  • Home
  • Rupmuhuri Travel Agency BD

Rupmuhuri Travel Agency BD Bangladesh's tourist attractions include historical monuments, forest spots,hill tracking, hill camp

মারাইংছা হিল এর চূড়ায় ক্যাম্পিং মাত্র:- (২২০০৳ চট্টগ্রাম থেকে) (৪২০০৳ ঢাকা থেকে) মারাইংছা হিল ও মিরিঞ্জা ভ্যালি বান্দরবন...
06/12/2023

মারাইংছা হিল এর চূড়ায় ক্যাম্পিং
মাত্র:-
(২২০০৳ চট্টগ্রাম থেকে)
(৪২০০৳ ঢাকা থেকে)

মারাইংছা হিল ও মিরিঞ্জা ভ্যালি বান্দরবনের লামা উপজেলায় অবস্থিত মিরিঞ্জা রেঞ্জের একটি পাহাড়, এর উচ্চতা প্রায় ১৮০০ ফুট। পাহাড়ের উপরের দিকটা মোটামুটি সমতল হওয়ায় ক্যাম্পিং এর জন্য আদর্শ একটি জায়গা। রাতে চাঁদের আলো, তারা ঝিলমিল,ক্যাম্পিং,ফাইয়ারিং এবং সকালবেলা মেঘের আনাগোনা দেখা যায় পাহাড়ের চারপাশে।

◾ভ্রমনের স্থান সমূহঃ
🔸মারাইংছা হিল
🔸মিরিঞ্জা ভ্যালি

#ইভেন্ট_ফিঃ ৪২০০ টাকা ( ঢাকা থেকে)
২২০০ টাকা (চট্টগ্রাম থেকে)

◾টিম সাইজঃ ১২ জন

◾কনফার্মেশনের লাস্ট ডেইট ১৪ই ডিসেম্বর এর আগে যদি সিট বুক হয়ে যায় তাহলে ইভেন্ট ক্লোজ করে দেওয়া হবে।

#যা_যা_থাকবেঃ
🔸ঢাকা-চট্টগ্রাম-লামা নন এসি বাস ভাড়া।
🔸সকালের নাস্তা (১বেলা)
🔸বিকালের নাস্তা (১ বেলা)
🔸রাতের খাবার (১ বেলা)
🔸গাইড খরচ
🔸তাবু খরচ

#যা_যা_থাকবেনাঃ
১.ব্যাক্তিগত খরচ
২.ট্যুর প্যাকেজে অন্তর্ভুক্ত নয় এমন কিছু
৩.যাত্রা বিরতীর খাবার

বুকিং দিতে বা যে কোনো প্রয়োজনে কল করুনঃ
রাজু- 01834-640045,
01635040697

06/12/2023

🌱বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন নিচের নাম্বারে:-
তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজার সহ খুব সহজেই নিশ্চিতে ফ্রেন্ডলি ঘুরার জন্য আলীকদম ট্যুর গাইড রাজু(আমি) এবং আমার প্রতিষ্ঠান আপনাদের সেবায় নিয়োজিত।
আমার সেবা সমূহ:-
🥦 ক্যাপল ট্যুর
🥦 ফ্যামেলি ট্যুর
🥦 কর্পোরেট ট্যুর
🥦 বাজেট ট্যুর
🥦 স্টুডেন্ট ট্যুর
🥦স্ট্যাডি ট্যুর

⚠️যে স্পটগুলো ভ্রমণ করি তা হল:-
🌲পাহাড়-গিরী
🌲ঝর্ণা বিলাস
🌲জুম বিলাস
🌲পাহাড় ক্যাম্পিং
🌲সমুদ্র ক্যাম্পিং
🌲সিমান্ত পাহাড়

01834-640045(What’s App)
01635-040697
fb ID link:- https://www.facebook.com/mdnurulislam.raju.754

FbPage://www.facebook.com/RUFMOHORI?mibextid=kFxxJD

রূপমুহুরী ঝর্ণা________________✍️মমতাজ উদ্দিন আহমদ। প্রাকৃতিক অপার সৌন্দর্যমণ্ডিত নজর কাড়া ঝর্ণাগুলোর মধ্যে আলীকদম উপজে...
06/12/2023

রূপমুহুরী ঝর্ণা
________________✍️মমতাজ উদ্দিন আহমদ।

প্রাকৃতিক অপার সৌন্দর্যমণ্ডিত নজর কাড়া ঝর্ণাগুলোর মধ্যে আলীকদম উপজেলার ‘রূপমুহুরী ঝর্ণা'' অন্যতম।

আলীকদম উপজেলা সদর থেকে সড়কপথে প্রায় ৩৮ কিঃ মিঃ দূরে পোয়ামুহুরী এলাকায় মাতামুহুরী নদীর কিছুটা দুরে রূপমুহুরী বার্ণার অবস্থান।

পোয়ামুহুরী এলাকায় ৪টি ঝর্ণা আছে। পোয়ামুহুরী বাজার সংলগ্ন ঝর্ণাটিকে 'রূপমুহুরী' নামে পরিচিতি। সরকারি-বেসরকারি গাইড ও তথ্যে এ নাম স্বীকৃত।

প্রাকৃতিক এ ঝর্ণাটি দেখতে পোয়ামুহুরী বাজার হতে মাতামুহুরী নদীর তীর ঘেঁষে পশ্চিম পাশের ঝিরিপথে হেঁটে যেতে হয়। এ ঝিরি পথটি কোথাও কাঁদামাটি আবার কোথাও পাথুরে মাটি। এখানে সতর্কভাবে পা ফেলে চলতে হয়। পোয়ামুহুরী বাজার থেকে পাহাড়ের ঢাল বেয়েও এ ঝর্ণায় যাওয়া যায়।

রূপমুহুরী ঝর্ণার সৌন্দর্য বর্ণনাতীত। ডিম্বাকৃতির পাথুরে দেয়ালের অন্তত দুইশ' ফুট উঁচু হতে ঝরে পড়ছে 'রূপমুহুরী ঝর্ণা'র স্বচ্ছ পানির ধারা। এঝর্ণার পানির গন্তব্য মাতামুহুরী নদীতে।

সারাবছর ঝম্‌বাম্ কল করবে এ ঝর্ণারাণীর পানির তীব্রবেগে অবিরান বৃষ্টিরমত ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে পাথুরে ভূমিতে।

সুউচ্চ পাহাড় থেকে ধরে পড়া পানিতে বাতাসের ঝাপটানি কুন্ডলী পাকিয়ে প্রতিনিয়ত এক মনোমুগ্ধকর শৈল্পিক জলবিন্দু সৃষ্টি হয়।

বৃত্তকারে পাথুরে মাটির পাহাড়ের বুকে এ ঝর্ণাটি যেন চঞ্চল প্রবাহে নিজের বীরত্ব প্রকাশ করছে। দিনের মধ্যভাগে সূর্যের কিরণ যখন ঝর্ণার বাষ্পীয় জলে পড়ে তখন তৈরী হয় রংধনু। এ যেন এক দুর্দান্ত অমলনি দৃশ্য। এ সুন্দর দৃশ্য দারুণ উপভোগ্য।

এ ঝর্ণা রাণী যেন অবিরাম কেঁদে স্বচ্ছ নীরে ভাসছে অনন্ত কোন বিরহ বেদনায়! রূপমুহুরী ঝর্ণার বিরহের জলে ভিজে পর্যটকগণ আনন্দে আত্মহারা হন।

যাতায়াতঃ
নৌপথে-🛶
দেশের যেকোন প্রান্ত থেকে আলীকদম। মাতামুহুরী ব্রিজ ঘাট থেকে মাতামুহুরী নদীপথে নৌকাযোগে>কুরুকপাতা বাজার>পোয়ামুহুরী বাজার>রূপমুহুরী ঝর্ণা।

🚓 সড়কপথে-
আলীকদম-কুরুকপাতা-পোয়ামুহুরী সড়ক পথেও যাওয়া যায়। আলীকদম>কুরুকপাতা বাজার>পোয়ামুহুরী বাজার>রূপমুহুরী ঝর্ণা।

আলীকদমে আরেকটা পর্যটন স্পট যুক্ত হল সুন্দর এক পরিবেশে খুব শীগ্রই আগামী ১৫ই  ডিসেম্বর ২০২৩ (শুক্রবার) শুভ উদ্বোধন হতে যাচ...
06/12/2023

আলীকদমে আরেকটা পর্যটন স্পট যুক্ত হল সুন্দর এক পরিবেশে খুব শীগ্রই আগামী ১৫ই ডিসেম্বর ২০২৩ (শুক্রবার)
শুভ উদ্বোধন হতে যাচ্ছে!
রূপমুহুরী রিসোর্ট-Rupmuhury Resort
নয়াপাড়া ইউনিয়ন, আলীকদম, বান্দরবান পার্বত্য জেলায়।

আপনারা সকলেই আমন্ত্রিত।

আলীকদম, কুরুকপাতা।
05/12/2023

আলীকদম, কুরুকপাতা।

টাকা জমাতে জমাতে মরে যাওয়ার চেয়ে,ঘুরতে ঘুরতে ফকির হয়ে যাওয়া  ভালো.🌻আসছে ১৫ তারিখ  আলিকদমের ঝর্ণা বিলাশে টিম .ট্যুরের সময়...
07/09/2023

টাকা জমাতে জমাতে মরে যাওয়ার চেয়ে,
ঘুরতে ঘুরতে ফকির হয়ে যাওয়া ভালো.

🌻আসছে ১৫ তারিখ আলিকদমের ঝর্ণা বিলাশে টিম .
ট্যুরের সময়কালঃ দুই রাত তিন দিন।।

#স্পটসমূহঃ
🌱থানকোয়াইন ঝর্ণা
🌱পালংক্ষিয়াং ঝর্ণা
🌱লাদমেরাগ ঝর্ণা
🌱জামরুম ঝর্ণা(৩ স্টেপ)
🌱ক্রাতং ঝর্ণা(৩ স্টেপ)

ইভেন্ট ফি ৭৫০০ টাকা মাত্র।
বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন 01834-640045.

#নেশা_হোক_ভ্রমণে_প্রেমটা_হোক_প্রকৃতির_সাথে

টাকা জমাতে জমাতে মরে যাওয়ার চেয়ে,ঘুরতে ঘুরতে ফকির হয়ে যাওয়া  ভালো.🌻আসছে ৪ তারিখ পুজোর ছুটিতে আলিকদমের ঝর্ণা বিলাশে টিম ....
22/09/2022

টাকা জমাতে জমাতে মরে যাওয়ার চেয়ে,
ঘুরতে ঘুরতে ফকির হয়ে যাওয়া ভালো.

🌻আসছে ৪ তারিখ পুজোর ছুটিতে আলিকদমের ঝর্ণা বিলাশে টিম .
ট্যুরের সময়কালঃ চার রাত তিন দিন।।

#স্পটসমূহঃ
🌱থানকোয়াইন ঝর্ণা
🌱পালংক্ষিয়াং ঝর্ণা
🌱লাদমেরাগ ঝর্ণা
🌱জামরুম ঝর্ণা
🌱ক্রাতং ঝর্ণা

ইভেন্ট ফি ৬০০০ টাকা মাত্র।।
বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন 01834-640045.

#নেশা_হোক_ভ্রমণে_প্রেমটা_হোক_প্রকৃতির_সাথে

নৈসর্গিক এই সুন্দর প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি আলীকদম উপজেলা ওরা নয়জন নিয়ে আবারও ঘুরে আসা হল তৈন রেঞ্জের সাইম্প...
21/08/2022

নৈসর্গিক এই সুন্দর প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি আলীকদম উপজেলা ওরা নয়জন নিয়ে আবারও ঘুরে আসা হল তৈন রেঞ্জের সাইম্প্রা মৌজার ৭টি ঝর্ণা শেষ করে আসলাম।

☘ আলহামদুলিল্লাহ 🏵️

05/08/2022

★ 'RTA' Rupmuhuri Travel Agency আয়োজিত আগামী ১১আগষ্ট এর ইভেন্ট সমূহঃ- সকাল ৭ঃ০০ টা রওনা দিব সব ইভেন্টে।

🚸🚸 আসন সংখ্যা খুবই সীমিত দ্রুত বুকিংয়ের জন্য যোগাযোগ করুন।

⚠️ কোন হিডেন চার্জ নাই!

🚺ক্রিসতং রুংরাং সাইংপ্রা ট্যুর (৩দিন):- (আলীকদম -আলীকদম ) ক্রিসতং পাহাড়, রুংরাং পাহাড়, সাইংপ্রা ঝর্ণা, হ্যামক ঝর্ণা, শামুক ঝর্ণা, = ৪০০০৳

🚹পালংক্ষিয়াং ট্যুর (৩দিন):- (আলীকদম থেকে আলীকদম) থানকোয়াইন ঝর্ণা, পালংখিয়াং ঝর্ণা, লাদমেরাগ ঝর্ণা, জামরুম ঝর্ণা ৩স্টেপ, ক্রাতং ঝর্ণা ২স্টেপ, = ৩০০০৳

🚺আলীকদম সার্কিট ট্যুর(৫দিন):- (আলীকদম-আলীকদম) শামুক ঝর্ণা, হ্যামক ঝর্ণা, রুংরাং পাহাড়, সাইংপ্রা ঝর্ণা, ক্রিসতং পাহাড়, পালংক্ষিয়াং ঝর্ণা, লাদমেরাগ ঝর্ণা, জামরুম ঝর্ণা, ক্রাতং ঝর্ণা, থানকোয়াইন ঝর্ণা, দামতুয়া ঝর্ণা, ওয়াংপা ঝর্ণা, তংপ্রো ঝর্ণা, ব্যাঙঝিরি ক্যাসকেড, শীলবুনিয়া ঝর্ণা, মায়ালেক ক্যাম্পিং, = ৬৫০০৳

🚹লিলুক লিক্ষ্যং শৈনগং (৩দিন):- (বান্দরবান সদর -আলীকদম ) শৈলপ্রপাত, চিম্বুক, ডাবলহ্যান্ড, নীলগিরি, লিক্ষ্যিয়াং ঝর্ণা, লাংলোক ঝর্ণা, শৈনগং ঝর্ণা, নাফাখুম জলপ্রপাত, রেমাক্রি ওয়াটার ফলস, কুমারী ঝর্ণা, ডিমপাহাড়, মায়ালেক, = ৬০০০৳

🚺★থানচি রুমা সার্কিট (৩দিন):- (বান্দরবান সদর-বান্দরবান সদর) বাকত্লাই ঝর্ণা, কপিতাল পাহাড়, জাদিপাই ঝর্ণা, ডাবলফলস/ত্লাবং ঝর্ণা, ২ দিন = ৫৫০০৳

🚹থানচি রুমা সার্কিট (৩দিন):- (বান্দরবান সদর -বান্দরবান সদর) বাকত্লাই ঝর্ণা, কপিতাল পাহাড়, জাদিপাই ঝর্ণা, জিমসিয়াম ঝর্ণা ৩স্টেপ, ডাবলফলস/ত্লাবং ঝর্ণা, ফাইপি ঝর্ণা, তারপি ঝর্ণা, তারতে ঝর্ণা,= ৬,০০০৳

যোগাযোগ করুন ঃ- 01834-640045, 01635-040697

03/08/2022
 # আমাদের_বান্দরবান_পার্বত্য _জেলা : ৭টি উপজেলা, ৭টি থানা, ২টি পৌরসভা, ৩৪টি ইউনিয়ন, ৯৬টি মৌজা, ১৪৮২টি গ্রাম ও ১টি সংসদী...
03/08/2022

# আমাদের_বান্দরবান_পার্বত্য _জেলা :

৭টি উপজেলা, ৭টি থানা, ২টি পৌরসভা, ৩৪টি ইউনিয়ন, ৯৬টি মৌজা, ১৪৮২টি গ্রাম ও ১টি সংসদীয় আসন নিয়ে বান্দরবান পার্বত্য জেলা গঠিত।

♦ #আয়তন: বান্দরবান জেলার মোট আয়তন ৪৪৭৯.০২ বর্গ কিলো মিটার (১৭২৯.৩৬ বর্গ মাইল)।

♥ #প্রতিষ্ঠাকাল : ১৮ এপ্রিল ১৯৮১ইং

♣ #সংসদীয়_আসন : ৩০০ পার্বত্য বান্দরবান
#পোস্ট কোড : ৪৬০০

বান্দরবান জেলায় মোট ৭টি উপজেলা রয়েছে। উপজেলা "প্রশাসনিক থানা" আওতাধীন এলাকাসমূহঃ

♦ ১) বান্দরবান _ সদর _উপজেলা:
# আয়তন: ৫০১.৯৮ বর্গ কি.মি.
# প্রশাসনিক থানা: ১টি, বান্দরবান সদর,
# পৌরসভা: ১টি, বান্দরবান পৌরসভা,

# ইউনিয়ন: ৬টি, যথা-
ক) বান্দরবান সদর,
খ) সুয়ালক,
গ) রাজবিলা,
ঘ) কুহালং,
ঙ) টংকাবতী, এবং
চ) জামছড়ি,
# সরকারি কলেজ: ২টি,
ক) বান্দরবান সরকারি কলেজ।
খ) বান্দরবান সরকারি মহিলা কলেজ।
# বেসরকারি স্কুল এন্ড কলেজ: ২টি, ১টি প্রস্তাবিত।
ক) বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
খ) বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।
গ) বীর বাহাদুর স্কুল এন্ড কলেজ। কলেজ খোলা হবে।
# সরকারি হাই স্কুল: ২টি,
ক) বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়।
খ) বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
# এমপিও ভুক্ত হাই স্কুল: টি,
# জুনিয়র হাই স্কুল: টি,
# বেসরকারি হাই স্কুল: টি,
# সরকারি প্রাথমিক বিদ্যালয়: ৭৬টি,
# এমপিও ভুক্ত মাদরাসা: আলিম (HSC) ১টি,
ক) বান্দরবান ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদরাসা
# বেসরকারি মাদরাসা: দাখিল (SSC) ২টি,
ক) বান্দরবান মডেল একাডেমি দাখিল মাদরাসা।
খ) ফাতেমাতুয যাহারা বালিকা দাখিল মাদরাসা।
# বেসরকারি ইবতেদায়ি (প্রাথমিক) মাদরাসা: ৬টি, ক) বান্দরবান মডেল একাডেমি ইবতেদায়ি মাদরাসা।
খ) শাহ মজিদিয়া হাজী সাহেব মিয়া ইবতেদায়ী মাদরাসা।
গ) বান্দরবান আইডিয়াল নুরানী একাডেমি।
ঘ) বান্দরবান দারুল কুরআন মডেল একাডেমি
ঙ) আমেনা খাতুন ঠান্ডা মিয়া ইসলামিয়া ইবতেদায়ী মাদরাসা।
চ) হযরত আরবান আলী শাহ (র:) নূরিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদরাসা।
# কওমি মাদরাসা: ১টি, ইসলামি শিক্ষা কেন্দ্র বান্দরবান।
# হাফিজি মাদরাসা: ১০টি,
# এতিমখানা: টি,
# মসজিদ: টি,
# মন্দির: টি,
# বিহার: টি,
# প্যাগোড়া: টি,

২) #আলীকদম উপজেলা :
♦আয়তন : ৮৮৫.৭৮ বর্গ কিমি

@ #থানা ১টি : আলীকদম

#ইউনিয়ন : ৪টি, যথা-
১. আলীকদম সদর,
২. চৈক্ষ্যং,
৩. নয়া পাড়া এবং
৪. কুরুকপাতা

♦৩) #থানচি উপজেলা :
আয়তন : ১০২০.৮২ বর্গ কিমি

#প্রশাসনিক_থানা- থানচি
#ইউনিয়ন ৪টি, যথা-
১. রেমাক্রী
২. তিন্দু
৩. থানচি সদর এবং
৪. বলিপাড়া

♦৪) #নাইক্ষ্যংছড়ি উপজেলা-
আয়তন : ৪৬৩.৬১ বর্গ কিমি

#প্রশাসনিক_থানা- নাইক্ষ্যংছড়ি
#ইউনিয়ন : ৫টি, যথা-
১. নাইক্ষ্যংছড়ি সদর
২. বাইশারী
৩. ঘুমধুম
৪. দোছড়ি এবং
৫. সোনাইছড়ি

♦৫) #রুমা_উপজেলা -
আয়তন : ৪৯২.১০ বর্গ কিমি

#প্রশাসনিক_থানা- রুমা
#ইউনিয়ন ৪টি:
১. পাইন্দু,
২. রুমা সদর,
৩. রেমাক্রী প্রাংসা এবং
৪. গ্যালেংগ্যা

♦৬) #রোয়াংছড়ি_উপজেলা -
আয়তন : ৪৪২.৮৯ বর্গ কিমি

#প্রশাসনিক_থানা- রোয়াংছড়ি
ইউনিয়ন ৪টি, যথা-
১. রোয়াংছড়ি সদর,
২. তারাছা,
৩. আলেক্ষ্যং এবং
৪. নোয়াপতং

♦৭) #লামা_উপজেলা -
আয়তন : ৬৭১.৮৪ বর্গ কিমি

#প্রশাসনিক_থানা- লামা
পৌরসভা ১টি : লামা
ইউনিয়ন ৭টি, যথা-
১. গজালিয়া,
২. লামা সদর,
৩. ফাঁসিয়াখালী,
৪. আজিজ নগর,
৫. সরই,
৬. রুপসী পাড়া এবং
৭. ফাইতং

★ 'RTA' Rupmuhuri Travel Agency  আয়োজিত আগামী ১১আগষ্ট এর ইভেন্ট সমূহঃ- সকাল ৭ঃ০০ টা রওনা দিব সব ইভেন্টে। ★ক্রিসতং রুংরাং...
02/08/2022

★ 'RTA' Rupmuhuri Travel Agency আয়োজিত আগামী ১১আগষ্ট এর ইভেন্ট সমূহঃ- সকাল ৭ঃ০০ টা রওনা দিব সব ইভেন্টে।

★ক্রিসতং রুংরাং সাইম্প্রা ট্যুর (২দিন):- (আলীকদম -আলীকদম ) ক্রিসতং পাহাড়, রুংরাং পাহাড়, সাইম্প্র ঝর্ণা, হ্যামক ঝর্ণা, শামুক ঝর্ণা, = ৪০০০৳

★পালংখিয়াং ট্যুর (৩দিন):- (আলীকদম থেকে আলীকদম) থানকোয়াইন ঝর্ণা, পালংখিয়াং ঝর্ণা, লাদমেরাগ ঝর্ণা, জামরুং ঝর্ণা ৩ স্টেপ, ক্রাতং ঝর্ণা ২ স্টেপ, = ৩০০০৳

★ আলীকদম সার্কিট ট্যুর (৫দিন):- (আলীকদম-আলীকদম) শামুক ঝর্ণা, হ্যামক ঝর্ণা, রুংরাং পাহাড়, সাইম্প্রা ঝর্ণা, ক্রিসতং পাহাড়, পালংখিয়াং ঝর্ণা, লাদমেরাগ ঝর্ণা, জামরুং ঝর্ণা, ক্রাতং ঝর্ণা, থানকোয়াইন ঝর্ণা, দামতুয়া ঝর্ণা, ওয়াংপা ঝর্ণা, তংপ্রো ঝর্ণা, ব্যাঙঝিরি ক্যাসকেড, শীলবুনিয়া ঝর্ণা, মায়ালেক ক্যাম্পিং, = ৬৫০০৳

★লিলুক লিক্ষ্যং শৈনগং (৩দিন):- (বান্দরবান সদর -আলীকদম ) শৈলপ্রপাত, চিম্বুক, ডাবলহ্যান্ড, নীলগিরি, লিক্ষ্যিয়াং ঝর্ণা, লাংলোক ঝর্ণা, শৈনগং ঝর্ণা, নাফাখুম জলপ্রপাত, রেমাক্রি ওয়াটার ফলস, কুমারী ঝর্ণা, ডিমপাহাড়, মায়ালেক, = ৬০০০৳

★থানচি রুমা সার্কিট (৩দিন):- (বান্দরবান সদর-বান্দরবান সদর) বাকত্লাই ঝর্ণা, কপিতাল পাহাড়, জাদিপাই ঝর্ণা, ডাবলফলস/ত্লাবং ঝর্ণা, ২ দিন = ৫৫০০৳ ★ থানচি রুমা সার্কিট (৩দিন):- (বান্দরবান সদর -বান্দরবান সদর) বাকত্লাই ঝর্ণা, কপিতাল পাহাড়, জাদিপাই ঝর্ণা, জিমসিয়াম ঝর্ণা ৩স্টেপ, ডাবলফলস/ত্লাবং ঝর্ণা, ফাইপি ঝর্ণা, তারপি ঝর্ণা, তারতে ঝর্ণা,= ৬,০০০৳

যোগাযোগঃ- 01834-640045
রাজু
আলীকদম ট্যুর গাইড।

ক্রিসতং তৈন মৌজার সামিটে যাব সাথে পাহাড়ের প্রকৃতি খুব কাছ থেকে দেখে উপভোগ করব! #থাংকোয়ান_ঝর্ণা #পালংকিয়াং_ঝর্ণা #সাইম্প্...
20/07/2022

ক্রিসতং তৈন মৌজার সামিটে যাব সাথে পাহাড়ের প্রকৃতি খুব কাছ থেকে দেখে উপভোগ করব!

#থাংকোয়ান_ঝর্ণা
#পালংকিয়াং_ঝর্ণা
#সাইম্প্রা-১,২,৩ স্টেপ
#ক্রিসতং

সাথে সুযোগে আলীকদম ঘুরে যাব।

১২ জনের টিম রেডি ৫ জনের সিট খালি আছে বুকিং দিয়ে দিন তাড়াতাড়ি
যোগাযোগ ঃ- 01834-640045

01/06/2022
রেকর্ড ২৫ তম বারের মত এভারেস্ট সামিটCongratulations Kami Rita Sherpa and his team.
08/05/2021

রেকর্ড ২৫ তম বারের মত এভারেস্ট সামিট
Congratulations Kami Rita Sherpa and his team.

21/04/2021

সেন্ট মার্টিন

ওয়াং পা ঝর্ণা।আলিকদম, বান্দরবান।
17/03/2021

ওয়াং পা ঝর্ণা।
আলিকদম, বান্দরবান।

মাতামুহুরি নদী এবংকিউক্রাডংlocationঃ সুন্দরীর রাজকন্যা বান্দরবান,
06/02/2021

মাতামুহুরি নদী এবং
কিউক্রাডং

locationঃ সুন্দরীর রাজকন্যা বান্দরবান,

গন্তব্য : বান্দরবান,আলীকদম ★ ইভেন্ট সময়ঃ ৩ রাত ২ দিন (১ রাত মেরায়ংতং ক্যাম্পিংসহ), চলমান।★ ইভেন্ট খরচঃ√√ ৪৫০০টাকা জন প্র...
31/01/2021

গন্তব্য : বান্দরবান,আলীকদম

★ ইভেন্ট সময়ঃ ৩ রাত ২ দিন (১ রাত মেরায়ংতং ক্যাম্পিংসহ), চলমান।

★ ইভেন্ট খরচঃ

√√ ৪৫০০টাকা জন প্রতি (নন এসি বাস) [ * ৪ জন একটা রুম শেয়ার করে থাকতে হবে।

√√ ৫০০০ টাকা জন প্রতি( নন এসি) [*২ জন শেয়ার করে থাকতে হবে /কাপল রুম এবং আলাদা তাবু সাপোর্ট ]

★ যা যা দেখাবো: – মেরাংতং(একরাত ক্যাম্পিং)-থানচি -ডিম পাহাড় -মায়া লেক -তুলি গার্ডেন-আলীর গুহা।

★ট্রিপ সাইজ: ১০-১২ জন /১২-২৪ জন।
★ বুকিং মানি ২০০০/- টাকা

(📷📷 শুধুমাত্র ফিমেলদের জন্য আলাদা ভাবে ট্যুর এন্ড ট্রাভেল এর ব্যবস্থা করা হয়ে থাকে। ফিমেলদের জন্য ট্যুর এন্ড ট্রাভেলস প্যাকেজ আমাদের সব সময় থাকে, যাদের এখনো আমাদের সুন্দর বাংলাদেশ ঘুরে দেখার সুযোগ হয়ে উঠেনি সিকিউরিটি আর সেইফটি এর জন্য। তাদের জন্য পাশে আছে Rupmuhuri travel agency BD . আমরা দিব আপনাকে সকল প্রকার নিরাপত্তা, সাথে থাকবে ফিমেল ট্যুর এন্ড ট্রাভেলস গাইড বিশেষ ব্যাবস্থা।)

# # ট্যুর পরিকল্পনা:
★প্রথম দিন ঢাকা থেকে রাত ৯:৩০ টায় বান্দরবানের আলীকদম এর উদ্দেশ্যে রওনা দিব৷ সকাল বেলা দামতুয়া কটেজ পৌঁছে ফ্রেস হয়ে নাস্তা করে গাড়ি করে যাবো ডিম পাহাড়ে,ডিম পাহাড় (৩ ঘন্টা )। দেখা শেষ করে আমরা চলে আসবো মায়া লেক। দেখা শেষ হলে চলে আসব তুলি গার্ডেন। তারপর ফিরে আসব হোটেলে।
★দ্বিতীয় দিন সকালের নাস্তা এবং ঘুরে আসব শৈলকুঠি রিসোর্টে শেষ করে আলীর গুহা এর উদ্দেশ্যে রওনা দিব। দেখা শেষ হলে আমরা ফিরে আসবো কটেজে।দুপুরে খবার শেষ করে রওনা দিব মেরায়ংতং এর উদ্দেশ্য রাতে ক্যাম্পিং তাবু দিয়ে।

★ খাবার মেন্যু:–
★ প্রথমদিন দুপুর খাবার =জুম চালের ভাত+দেশী মুরগীর মাংস+ + ডাল
★ প্রথমদিন রাতে- খিচুড়ি+ কোক অথবা ব্যাম্বো চিকেন+ রুটি/পরোটা+ কোক অথবা বারবিকিউ চিকেন+রুটি/পরোটা+কোক।
★ দ্বিতীয়দিন সকালে- পরোটা / রুটি+ডাল/ভাজি/ডিম অথবা খিচুড়ি সাথে কফি।
★দ্বিতীয়দিন দুপুরে- জুম চালের ভাত+গরুর মাংস/ হাসের মাংস+ভর্তা+ ডাল
★ দ্বিতীয় দিন রাতের খাবার বিরিয়ানি রাতে ক্যাম্পিংয়ে(বারবিকিউ [মাছ+মুরগী ] +মিনারেল ওয়াটার।

★ কোন হিডেন চার্জ নেই।

★ যা যা দেওয়া হবেনা:
১) যেকোন ব্যাক্তিগত খরচ।
২) যে কোন ব্যাক্তিগত ঔষধ।
৩) হাইওয়ে বিরতিতে কোন খাবার।

★ ইভেন্ট এ যা যা জানা প্রয়োজন
১) ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২) রুম শেয়ার (২-৩-৪)জন।
★যা যা পাবেন : ঢাকা-আলীকদম-ঢাকা নন এসি বাসের টিকেট। *৬ বেলা খাবার। *হোটেলে এক রাএি যাপন,মেরায়ংতং একরাত ক্যাম্পিং *রিজার্ভ গাড়িতে বেড়ানো। *প্রবেশ মূল্য *গাইড ব্যবস্থা

– উন্নত গ্রাহক সেবা এবং নিরপত্তার কারনে আমাদের সাথে প্রচুর নারী ট্রাভেলার ভ্রমণ করে থাকেন তাই বরাবরের মতই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।

**বুকিং মানি জমা দেয়ার পদ্ধতিঃ

★বিকাশ: 01834-640045

★ হেল্প লাইন : টুর ম্যানেজার
কল সেন্টর 👉 016350-40697

আলীকদমের রোমাঞ্চকর মায়াবী কির্সতং...কির্সতং পাহাড়ের অবস্থান বান্দরবানের চিম্বুক রেঞ্জে। কির্সতং নামটি এসেছে মূলত 'কিরসা'...
25/01/2021

আলীকদমের রোমাঞ্চকর মায়াবী কির্সতং...

কির্সতং পাহাড়ের অবস্থান বান্দরবানের চিম্বুক রেঞ্জে। কির্সতং নামটি এসেছে মূলত 'কিরসা' এবং 'তং' শব্দ থেকে। 'কিরসা' হচ্ছে এক ধরনের ছোট পাখি। মারমা ভাষায় 'তং' অর্থ পাহাড়। কির্সতং পাহাড়ে ছোট ছোট পাখি উড়ে বেড়ায়। এই ছোট পাখি উড়ে বেড়ানো পাহাড়ের উচ্চতা ২ হাজার ৯৫০ ফুট।

এই পাহাড়টিকে ঘিরে রয়েছে একটি বন। এই বনে বিভিন্ন প্রজাতির বিলুপ্তপ্রায় পশুপাখি ও প্রাণী বসবাস করে। কির্সতং সামিট থেকে তিন্দু এর পরিস্কার ভিউ পাওয়া যায়। সামিটের চারপাশে ঘন গাছপালার কারণে খুব ভালো ওয়াইড ভিউ পাওয়া যায় না।

মায়াবী সেই কির্সতং জঙ্গলের বেশিরভাগ জায়গাতেই সূর্যের আলো পৌঁছায় না। বিশাল গাছের ছাউনি দিয়ে ঘেরা বনটি এখনও বেশ বুনো রয়েছে। বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে বেশ কিছু পাখির ডাক শোনা যায়, যেগুলো এখন বিলুপ্ত।

বনের গাছগুলোকে দেখেই বোঝা যায়, এটি হাজার বছরের পুরোনো। আপনি যখন সেই হাজার বছরের পুরোনো জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাবেন, তখন অন্যরকম এক অনুভূতি হবে মনের মধ্যে। কিছুক্ষণ পরপর থেমে পায়ে শরীরে লেগে থাকা জোঁক হয়তো হাত দিয়ে টেনে টেনে ছাড়াতে হবে। আর যদি শুরু হয়ে যায় বৃষ্টি তাহলে পুরো পরিবেশটাই বদলে যাবে। সাধারণ একটা পাহাড়ি জঙ্গল নিমিষেই হয়ে যাবে মায়াময়, অসম্ভব সুন্দর স্বর্গ টুকরো। বৃষ্টির কারণে পাহাড়ের মাটি হয়ে যেতে পারে ভয়ানক পিচ্ছিল। পা ফেলতে হবে সাবধানে। মাঝেমধ্যে এমন সব খাড়া অংশ পড়বে, তা পাড়ি দিতে হলে সতর্ক হতে হয়। একটু এদিক-ওদিকে পা দিলেই সোজা পাহাড়ের নিচে। যদি পথেই এত মায়া রেখে থাকে কির্সতং, তাহলে ওপরে কী মায়া আর সৌন্দর্যটাই না জমিয়ে রেখেছে!

যেভাযে যেতে হয় :কির্সতং চিম্বুক রেঞ্জের সবচেয়ে উঁচু পাহাড়। তাই ঢাকা থেকে চকরিয়া হয়ে আলীকদম দিয়ে ঢুকলেই সবচেয়ে ভালো হয়। আলীকদম থেকে অটো বা রিকশা নিয়ে পানবাজার যেতে হবে। পানবাজার থেকে বাইক বা জিপে করে যেতে হবে ১৩ কিংবা ২১ কিলোমিটার। ১০ কিলোমিটার পর একটি আর্মি ক্যাম্প রয়েছে, সেখান থেকে পারমিশন নিয়ে যেতে হবে। ১৩ কিলোমিটার থেকে ডানে নেমে মেনিকিউ পাড়া হয়ে মেনিয়াংপাড়া। মেনিয়াংপাড়ার ওপরেই রুংরাং পাহাড় অবস্থিত। রুংরাংয়ের ঠিক নিচেই অবস্থিত পারাও-খেমচংপাড়া। খেমচংপাড়া কির্সতংয়ের সবচেয়ে কাছের বসতি। কির্সতং সামিটের ক্ষেত্রে খেমচংপাড়াকেই বেজ ক্যাম্প হিসেবে ব্যবহার করা যায়। এই পাড়া থেকে কির্সতং পৌঁছতে ২.৩০ ঘন্টা লাগে। হাঁটার গতির ওপর এই সময় কম বা বেশিও হতে পারে। সামিট শেষে খেমচংপাড়া থেকে মংগরপাড়া হয়ে ১৩ কিলোমিটার আসা যায়। অনেকে ২১ কিলোমিটার দিয়েও কির্সতং যান।

থাকা ও খাবারের ব্যবস্থা :পুরো ট্র্যাকেই রয়েছে অনেক মুরুং উপজাতি পল্লি। এদের বাড়িতে ম্যানেজ করে থাকা যাবে। আলীকদম এরিয়ার উপজাতিরা এখনও শহুরে কাউকে পেলে অতিথির চোখে দেখে। পাহাড়ি রান্না খেতে সমস্যা হলে তাদের কাছ থেকে চাল ও তরকারি কিনে নিজেরাই রান্না করে খেতে পারবেন। নিজেরা রান্না করে খেতে চাইলে তেল-মসলা ও প্রয়োজনীয় জিনিস আলীকদম বাজার থেকেই কিনে নিয়ে যেতে হবে। পাহাড়ে কোনো দোকান নেই। রাতে উপজাতি পল্লিতেই থাকা যাবে। এর জন্য পাড়ার কারবারির সঙ্গে প্রথমেই কথা বলে নিতে হবে। সাধারণত প্রতিটা পাড়ার কারবারির বাড়িতেই অতিথিদের থাকার ব্যবস্থা হয়।

কিছু সমস্যা ও সমাধান : পাহাড়ি রাস্তায় হাঁটলে শরীর থেকে অনেক পানি বেরিয়ে যায়। তাই পর্যাপ্ত পরিমাণ পানি সঙ্গে রাখতে হবে। সঙ্গে স্যালাইন, গল্গুকোজ থাকলে ভালো। অতি দুর্গম এরিয়া, তাই খাবার সোর্স কম। চাইলেই দোকান থেকে খাবার কিনে খাওয়া যাবে না। পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার সঙ্গে করে নিয়ে যাওয়া ভালো। হাঁটতে হাঁটতে রাত হয়ে গেলে, কাছাকাছি কোনো পাড়া নাও পাওয়া যেতে পারে। সে ক্ষেত্রে তাঁবু নিয়ে যেতে হবে।

ম্যালেরিয়াপ্রবণ এরিয়া, তাই ম্যালেরিয়ার প্রতিষেধক নিয়ে যেতে হবে। অফ রোডে ট্র্যাকিং করতে হবে। সে ক্ষেত্রে লোকাল গাইড (উপজাতি ছেলে) সঙ্গে নিয়ে যাওয়া যায়। প্রাকৃতিক কাজ সারার পর পানির সোর্স কাছাকাছি নাও থাকতে পারে। সে ক্ষেত্রে টিস্যু নিয়ে যেতে হবে। পাহাড়ি ট্রেইল ধরে হাঁটা বেশ কষ্টসাধ্য। তাই একটি ট্র্যাকিং স্টিক বেশ কাজের জিনিস। রাতে ট্র্যাক বা গুরুত্বপূর্ণ কাজ করার জন্য একটি হেডল্যাম্প আদর্শ।

-গোলাম কিবরিয়া।

১৯৯৪ সালে বিল গেটস যখন সিডি/ডিভিডি আবিষ্কার করেন তখন সেটার সক্ষমতা বা ধারণ ক্ষমতা দেখাতে একহাতে সেই সিডি নিয়ে আর অন্য দি...
24/01/2021

১৯৯৪ সালে বিল গেটস যখন সিডি/ডিভিডি আবিষ্কার করেন তখন সেটার সক্ষমতা বা ধারণ ক্ষমতা দেখাতে একহাতে সেই সিডি নিয়ে আর অন্য দিকে কতগুলো কাগজ লাগবে সেই তথ্য কাগজে লিখলে সেটার বাস্তব সমীক্ষা দেখাচ্ছেন ।

বই ছাড়া একটি কক্ষ আত্মা ছাড়া দেহের মত 😔ভৈরব কিশোরগঞ্জ|| ২০২১
24/01/2021

বই ছাড়া একটি কক্ষ আত্মা ছাড়া দেহের মত 😔

ভৈরব কিশোরগঞ্জ|| ২০২১

"পৃথিবীতে প্রকৃতির চেয়ে সুন্দর  আর বোধহয় কিছুই নেই...!!"❤️💙 শীতের মৌসুমে আরো সুন্দর দেখায়। Location: দেবতাখুম,বান্দরবা...
22/01/2021

"পৃথিবীতে প্রকৃতির চেয়ে সুন্দর
আর বোধহয় কিছুই নেই...!!"❤️💙 শীতের মৌসুমে আরো সুন্দর দেখায়।

Location: দেবতাখুম,বান্দরবান..

ইতিহাস গড়ে ফেলেছে নেপালী শেরপা দল। এর আগে ৩০ বারেরও যা একজন করে দেখাতে পারে নি, এবার তারা ১০ জন মিলে সেই অসাধ্য সাধন করল...
22/01/2021

ইতিহাস গড়ে ফেলেছে নেপালী শেরপা দল। এর আগে ৩০ বারেরও যা একজন করে দেখাতে পারে নি, এবার তারা ১০ জন মিলে সেই অসাধ্য সাধন করলো।

'Mount K2' হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত। পাকিস্তানে অবস্থিত এর চূড়ার উচ্চতা ৮৬১১ মিটার। অবস্থানে দ্বিতীয় হলেও এই চূড়াকে বলা হয় 'King Of Mountain'. চূড়াটা জয় করা হয়েছিলো সেই ১৯৫৪ সালেই তবে এই ২০২১ সালে এসেও কেউই শীতকালে K2 জয় করতে পারে নি।

এর আগে ৩০ বার চেষ্টা করা হয় শীতে K2 সামিট করার, কিন্তু একবারও সফলতা আসে নি। ২০০৩ সালে জর্জিয়া, উজবেকিস্তান আর কাজাখস্তানের কিছু ক্লাইম্বার সর্বোচ্চ ৭৬৫০ মিটার পর্যন্ত যেতে পেরেছিলো।

সেই অসাধ্য সাধনের লক্ষ্যে বিশ্বখ্যাত কিছু পর্বতারোহী সিদ্ধান্ত নেয় এই শীতে K2 সামিট করার। প্রথম থেকেই দুইটা দলে বিভক্ত হয়ে চলছিলো সামিটের কার্যক্রম।

এক দলের লিডার ছিলেন 'নির্মল পূজা'। পৃথিবীতে আট হাজার ফুট উচ্চতার পাহাড় আছে মাত্র ১৪ টি। সবচেয়ে কম সময়ে এই ১৪ টি চূড়ার জয় করার অবিস্মরণীয় রেকর্ড গড়েছিলেন এই 'নির্মল পূজা'।

অন্য দলটা নেপালী শেরপাদের। এই দলে ছিলো 'মিংমা ডেভিড শেরপা', 'দাওয়া তেনজিং শেরপা', 'গেলজি শেরপা', 'কিলি পেম্বা শেরপা', সহ আরো বেশ কয়েকজন হেভিওয়েট শেরপা।

'বেজ ক্যাম্প' পর্যন্ত দুই গ্রুপ আলাদা ভাবে যাত্রা শুরু করলেও 'ক্যাম্প ১' থেকে দুই দলই সিদ্ধান্ত নেয় একসাথে যাত্রা শুরু করার। মাঝে প্রচন্ড ঠান্ডায় বেশ কয়েকদিন অভিযান স্থগিত রাখতে হয়। এর মধ্যে আবার একদিন রাতে প্রচন্ড ঝড় উঠে ক্লাইম্বারদের সমস্ত তাবু ধ্বংস করে দেয়।

কিন্তু তারা দমে যায় নি। নতুন উদ্দোমে শুরু করেছে তাদের যাত্রা। GPS সিস্টেমের মাধ্যমে বাইরের দুনিয়াকে মাঝেমাঝে জানাচ্ছিলো তাদের অবস্থান। অবশেষে এই কিছুক্ষণ আগে তারা জয় করেছে 'Mountain K2', আরো একবার প্রমাণ করেছে মানুষের কাছে অসাধ্য কিছু নেই।

সৃষ্টিকর্তার কাছে আকুল প্রার্থনা তারা যেনো সুস্থভাবে ফিরে আসতে পারে। K2 তে মৃত্যুর হার ২৯%, আর এর বেশির ভাগ মৃত্যুই ঘটে নেমে আসার সময়। আমরা আশাবাদী তারা সবাই সফল ভাবেই নেমে আসবে আর পৃথিবীবাসী তাদের মুখ থেকে শুনতে পারবে এক অবিস্মরণীয় গল্প।

মারাংতং পাহাড়
12/01/2021

মারাংতং পাহাড়

রূপমহুরী ট্রাভেল এজেন্সিতে আপনাদের স্বাগতম, ট্যুরিষ্ট সহযোগিতা পেতে যুক্ত হোন।
12/11/2020

রূপমহুরী ট্রাভেল এজেন্সিতে আপনাদের স্বাগতম, ট্যুরিষ্ট সহযোগিতা পেতে যুক্ত হোন।

বান্দরবান সকল ট্যুরিষ্ট সহয়তা পেতে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল, ধন্যবাদ।
12/11/2020

বান্দরবান সকল ট্যুরিষ্ট সহয়তা পেতে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল, ধন্যবাদ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Rupmuhuri Travel Agency BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupmuhuri Travel Agency BD:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share