Best Fly International Hajj Khafela-cox

  • Home
  • Best Fly International Hajj Khafela-cox

Best Fly International Hajj Khafela-cox অভ্যন্তরীন ও আন্তর্জাতিক বিমানের টিকেট
ভিসা প্রসেসিং
পাসপোর্ট
ট্যুর
ইত্যাদি

23/12/2020
06/07/2020

আপনাকে দিয়ে অনেক কিছু সম্ভব। তবে কখনও কিছু হয়ে উঠবে না কোনো দিন। আপনি যদি আপনার দোষ আর ব্যর্থতা গুলো নিয়ে ভাবেন, পরিনামে হতাশা ছাড়া কিছু ই পাবেন না।

তাইলে আপনি একবার বেরিয়ে আসেন আপনার গন্ডি ছেড়ে। নিজেকে ভাবুন সর্বোচ্চ যোগ্যবান হিসাবে। ভূলে যান অতিত। দেখবেন কিছু একটা ঘটতেছে যেটা আগে কোনো দিন কল্পনা ও করেননি। হয়ত আপনি ভাবছেন সেটা সাধারণ কিছু। কিন্তু #অনেকের_কাছে_সেটা_উদাহরণ।

#আপনি_নিজে_ছাড়া_কেউ_আপনাকে_সহায়তা_করবে_এটা_নিছক_কল্পনা_ছাড়া_কিছু_ই_নয়।

বেলা ফুরালেই বেলা শুরুর নিশ্চিতায় বেশি থাকে।

04/07/2020

আমরা বদ্ধ পরিকর। কিছু বেকার যুবকের ভার নিতে। চাচ্ছি নিজেদের স্বাবলম্বী করতে। আপনি হাত ধরে রাখবেন। দায়িত্ব আমাদের একসাথে বিজয় নিশান উড়ানোর।

চাকরি নয় বিজনেস করুন।

আইডিয়া আর ইনভেস্ট আমাদের। আপনার শ্রম, পরিচিতি আর মেধা। আপনি ঘরে থাকবেন।পরিবারের সাথে থাকবেন।

যোগাযোগ রক্ষা করে নিজের দায়িত্ব নিবেন।

ইনশাআল্লাহ সফল আপনি হবেন।

বিস্তারিত জানতে মেসেজে নক করুন।

03/07/2020

আমি জানি আমাকে পারতে হবে। হ্যা আমাকেই পারতে হবে।কেননা আমাকে দিয়ে হবে সেই অসম্ভব। তাই আমাকেই পারতে হবে। আমি ই পারব ইনশাআল্লাহ!

১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল শুরু।--------------------------------------------------------বাংলাদে...
29/05/2020

১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল শুরু।
--------------------------------------------------------
বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী সোমবার (১ জুন) থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু করার পরিকল্পনা নিয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুন ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা। এছাড়া কক্সবাজার, যশোর, বরিশাল ও রাজশাহী রুটে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারনে দু’মাসের অধিক সময়ে রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারনে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

 #সৌদিআরবের_স্টাম্পিংভিসা_বাতিলের_বিস্তারিত_তথ্য⛔⛔👉গত ১৮ মার্চ সৌদি আরবের রাজকীয় ডিগ্রী জারি হয় যে, ১৮ মার্চ থেকে স্ট্যা...
29/05/2020

#সৌদিআরবের_স্টাম্পিংভিসা_বাতিলের_বিস্তারিত_তথ্য

⛔⛔👉গত ১৮ মার্চ সৌদি আরবের রাজকীয় ডিগ্রী জারি হয় যে, ১৮ মার্চ থেকে স্ট্যাম্পিংকৃত প্রাইভেট সেক্টরের ভিসা বাতিল করা হবে!!!

⛔⛔👉স্ট্যাম্পিংকৃত সকল ধরনের ভিসা বাতিল করার অপসন #জাওয়াজাত চালু করেছে। সৌদি অংশে ভিসা তোলার জন্য ২০০০ সৌদি রিয়াল জমা দিতে হত। যেটা অফেরতযোগ্য ছিল। সেটা এখন সৌদি সরকার ফেরত দেয়ার ব্যবস্থা করেছেন, যদি কোন কফিল ফেরত চান।

⛔⛔👉 #আসলে_বিস্তারিত_হলঃ
#স্ট্যাম্পিংকৃত_ভিসা_অটো_বাতিল_হবে_নাহ। যদি নিয়োগকৃত কোম্পানী, হাউজ ভিসার কফিল বা ব্যাক্তিগত ভিসার কফিল যদি বাতিল করতে আবেদন করে সেক্ষেত্রে সুযোগ আছে। সেক্ষেত্রে সৌদি আরবের #জাওয়াজাত থেকে উক্ত ভিসা #বাতিল_বাবদ_২০০০ সৌদি রিয়াল শুধু কফিল পাবেন। এছাড়া অতিরিক্ত কোন অর্থ ব্যাক্তি বা এম্ভাসি থেকে প্রদান হবে না। এ তথ্য সৌদি আরবের #জাওয়াজাত থেকে প্রদত্ত।

🔴🔴👉 #সুতরাং_ভিসা_বাতিল_হবে_না_যদি_কিনা_আপনার_নিয়োগকর্তা_বাতিলের_আবেদন_না_করেন।

👉👉এছাড়া ্রেব্রুয়ারি থেকে ে_মে পর্যন্ত যে সকল ভিসার মেয়াদ শেষ হবে তাদের সে সকল দেশের সৌদি এম্ভাসি থেকে ৫০-১০০ ডলার প্রদান করে #পুনরায়_০৩_মাসের ভিসা #এক্সটেনশন করে নিতে পারবেন।

Visit.👉👉www.bestfly.com

০১ ক্রোয়েশিয়া - ১৫,৬৪৬০২ রোমানিয়া - ১৩,৪১৪০৩ বুলগেরিয়া - ১০,১৩৩০৪ মন্টেনেগ্রো - ৯,১১৬০৫ সার্বিয়া - ৭,৯৯২০৬ বেলারুশ - ৬,৭...
15/05/2020

০১ ক্রোয়েশিয়া - ১৫,৬৪৬
০২ রোমানিয়া - ১৩,৪১৪
০৩ বুলগেরিয়া - ১০,১৩৩
০৪ মন্টেনেগ্রো - ৯,১১৬
০৫ সার্বিয়া - ৭,৯৯২
০৬ বেলারুশ - ৬,৭৪৪
০৭ নর্থ মেসিডোনিয়া - ৬,১৪৩
০৮ বসনিয়া & হার্জেগোভিনা - ৬,০৫৬
০৯ আলবেনিয়া - ৫,৮৪৭
১০ কসোভো - ৪,৬৪৯
১১ মলদোভা - ৩,৩৯৮
১২ ইউক্রেন - ৩,২২০

মার্কিন ডলারে ১২ টি নন সেনজেন ইউরোপিয় দেশের মাথা পিছু বার্ষিক গড় আয় . . .

করোনা পরবর্তি সময়ে সেনজেন ভিসা না দেওয়ার সম্ভাবনাই বেশি,আর দিলেও তা সবার ভাগ্যে জুটে না।যাদের স্বপ্ন ইউরোপ সেটেল হওয়া,তাদের জন্য আমার পরামর্শ কারো কান কথা না শুনে আপনি যে কোন একটি নন-সেনজেন দেশে যেতে পারলে,২/৩ বছর চাকরি করে বৈধ ভাবেই সেনজেন দেশে চাকরি নিয়ে যেতে পারবেন . . .

মনে রাখবেন
" সফলতার কোন শর্টকাট ওয়ে নেই "

তথ্য সুত্র : উইকিপিডিয়া

 #৩০মে_পর্যন্ত_বিমানের_সব_ফ্লাইট_স্থগিতকরোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব আন্তর্জাতিক ও অভ্যন...
15/05/2020

#৩০মে_পর্যন্ত_বিমানের_সব_ফ্লাইট_স্থগিত
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের স্থগিতাদেশ ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ স্থগিতাদেশ বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের ক্ষেত্রে কার্যকর হবে।


তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও বিশেষ ফ্লাইট পরিচালনা কার্যক্রম এ স্থগিতাদেশের আওতার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দেশে বিমান চলাচলে বেবিচকের নিষেধাজ্ঞা জারি করার আগেই ৩০ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছিল বিমান। এরপর তা বাড়িয়ে ১৫ মে করা হয়। আবারো তা বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হলো।


দেশের সব অভ্যন্তরীণ রুট ছাড়াও আন্তর্জাতিক ১৭টি রুটে ফ্লাইট পরিচালনা করে বিমান।

কোভিড-১৯ এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবহৃত টিকিটে যাত্রীগণ আগামী ১৪ মার্চ, ২০২১ সাল পর্যন্ত কোনো প্রকার চার্জ ছাড়া ভ্রমণ করতে পারবেন অথবা এ সময়ের মধ্যে মূল্য ফেরত নিতে পারবেন।

 #আগস্টের_মধ্যে_টিকেটের_টাকা_ফেরত_দিবে #এমিরেটস_এয়ারলাইন্সকরোনাভাইরাস মহামারিতে সাম্প্রতিক অচলাবস্থায় ভুক্তভোগী যাত্...
09/05/2020

#আগস্টের_মধ্যে_টিকেটের_টাকা_ফেরত_দিবে
#এমিরেটস_এয়ারলাইন্স
করোনাভাইরাস মহামারিতে সাম্প্রতিক অচলাবস্থায় ভুক্তভোগী যাত্রী ও ট্র্যাভেল পার্টনারদের রিফান্ড (টিকিটের টাকা ফেরত) প্রক্রিয়া তরান্বিত করার জন্য ইতোমধ্যে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেছে এমিরেটস এয়ারলাইন্স। এজন্য অতিরিক্ত লোকবল নিয়োগ করাসহ রিফান্ড পদ্ধতির পুনর্গঠন করেছে দুবাইভিত্তিক এই বিমান সংস্থা।

এমিরেটসে সারাবিশ্বে বর্তমানে প্রায় পাঁচ লাখ রিফান্ড আবেদন জমা পড়েছে। করোনা মহামারির পূর্বে এমিরেটসকে প্রতিমাসে গড়ে ৩৫ হাজার রিফান্ড আবেদন নিস্পত্তি করতে হতো, যার সংখ্যা বর্তমানে মাসে ১ লাখ ৫০ হাজারে গিয়ে ঠেকেছে। এয়ারলাইন্সটি আগামী আগস্ট মাসের মধ্যে সকল আবেদন নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এমিরেটস প্রেসিডেন্ট টিম ক্লার্ক বলেন, ‘অন্যান্য এয়ারলাইন্সের মতো আমরাও এক কঠিন সময় অতিক্রম করছি। রিফান্ডের জন্য আমাদের নগদ রিজার্ভে হাত দিতে হচ্ছে। এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সকল গ্রাহকদের এই মর্মে আশ্বস্ত করতে চাই যে, আমরা সব রিফান্ড আবেদন যথাসম্ভব দ্রুততার সঙ্গে নিস্পত্তি করার প্রচেষ্টা চালাচ্ছি।’

ফ্লাইট বাতিলের কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের তিনটা অপশন প্রদান করছে এমিরেটস। যার মধ্যে রয়েছে টিকিটের মেয়াদ ২৪ মাস পর্যন্ত বৃদ্ধি, অব্যবহৃত টিকিটের পরিবর্তে ট্র্যাভেল ভাউচার এবং পূর্ণ রিফান্ড।

এমিরেটস ওয়েবসাইটে একটি অনলাইন ফরম পূরণ করেই যাত্রীরা ট্র্যাভেল ভাউচার বা রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।

প্রতিনিয়ত আমরা নিজেদের ভালো থাকাকে কারও উপরে ছেড়ে দিচ্ছি। নিজেকে ভালোবাসতে ভুলে গেছি। আপনার পথ আপনাকেই চলতে হবে। জীবনে চ...
07/05/2020

প্রতিনিয়ত আমরা নিজেদের ভালো থাকাকে কারও উপরে ছেড়ে দিচ্ছি। নিজেকে ভালোবাসতে ভুলে গেছি।

আপনার পথ আপনাকেই চলতে হবে। জীবনে চলার পথে সবথেকে বড়ো হাতিয়ার হলো নিজেকে ভালো রাখা। ভালো থাকা। নিজেকে নিজের সঙ্গী করে নিন। ভালো থাকতে শিখুন। নিজ স্বত্তাকে ভালোবাসুন।নিজেকে এমন ভাবে তৈরী করুন। যাতে বলতে পারেন... " আমি নিজেই আমার প্রতিবিম্ব, পরিপূরক"।

06/05/2020
06/05/2020

সৌদি আরব থেকে যারা দেশে ফিরতে ইচ্ছুক, তাদেরকে অনলাইনে Absher এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে আহ্বান জানিয়েছেন সৌদি আরব সরকার... রেজিষ্ট্রেশন করতে ইকামাহ নাম্বার লাগবে...

রেজিষ্ট্রেশন করার সময় ডিপারচার ও এরাইভাল এয়ারপোর্টের নাম সিলেক্ট করতে হবে... সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনা এই চারটি এয়ারপোর্ট সিলেক্ট করা যাবে... আপাতত সৌদিতে সব ধরনের ফ্লাইট বন্ধ আছে... দেশে যাওয়ার ফ্লাইট কবে চালু হবে তা এখনো জানানো হয়নি...

দেশ থেকে যারা সৌদি আরবে ফিরতে চাচ্ছেন, তাদের জন্য এখনো কোন সংবাদ নেই...

05/05/2020

সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের ট্যুরিজম খাতে ধস নিয়ে এসেছে নভেল করোনা ভাইরাস। সারা বিশ্বে ক্ষয়ক্ষতির একটা হিসেব...

05/05/2020

দেশের অভ্যন্তরীন ও আন্তর্জাতিক রুটের বিমান চলাচল নিষেধাজ্ঞা ১৬ মে, ২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বেসামরিক বিমা....

কত তারিখ পর্যন্ত কোন কোন এয়ারলাইন্স স্থগিত.... > ইয়ার ইন্ডিয়া  ৩০ ই জুন পর্যন্ত স্থগিত।>বিমান বাংলাদেশ ১৫ ই মে পর্যন্ত স...
04/05/2020

কত তারিখ পর্যন্ত কোন কোন এয়ারলাইন্স স্থগিত....

> ইয়ার ইন্ডিয়া ৩০ ই জুন পর্যন্ত স্থগিত।
>বিমান বাংলাদেশ ১৫ ই মে পর্যন্ত স্থগিত।
> ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ ৩০ ই জুন পর্যন্ত স্থগিত।
> চায়না সাউদার্ন এয়ারওয়েজ প্রতি সপ্তাহ একটা ফ্লাইট পরিচালনা করছে ।
> সৌদিয়া এয়ারলাইন্স ৩১ ই মে পর্যন্ত স্থগিত ।
> এমিরেটস এয়ারলাইন্স ৩০ ই জুন পর্যন্ত স্থগিত।
> গালফ এয়ার ১৫ ই মে পর্যন্ত স্থগিত।
> হিমালয় এয়ারলাইন্স ১৫ ই মে পর্যন্ত স্থগিত।
> কুয়েত এয়ারওয়েজ ৩০ ই জুন পর্যন্ত স্থগিত।
> মালয়েশিয়া এয়ারলাইন্স ৩০ ই জুন পর্যন্ত স্থগিত।
> থাই এয়ারওয়েজ ৩১ ই মে পর্যন্ত স্থগিত ।
> চায়না ইস্টার্ন এখনো কোন সিদ্ধান্ত নেয়নি (কবে পরিচালনা করবে) ।
< ইন্ডিগো এখনো কোন সিদ্ধান্ত নেয়নি (কবে পরিচালনা করবে) ।
> মালিন্দো ৩০ ই অগাস্ট পর্যন্ত স্থগিত।
> স্ক্যান্ডিনেভিয়ান এয়ারওয়েজ আয়ারল্যান্ড ৩০ ই অগাস্ট পর্যন্ত স্থগিত।
> কাতার এরারওয়েজ বাংলাদেশী সরকারের পরবর্তী ঘোষণা পর্যন্ত।
> সিঙ্গাপুর এয়ারলাইন্স ৩০ ই মে পর্যন্ত স্থগিত।
> সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স এখনো কোন সিদ্ধান্ত নেয়নি (কবে পরিচালনা করবে)।
> থাই এয়ারওয়েজ ৩১ ই মে পর্যন্ত স্থগিত।
> টার্কিশ এয়ারলাইন্স ২৭ ই মে পর্যন্ত স্থগিত।
>শ্রীলঙ্কার এয়ারলাইন্স ১৫ ই মে পর্যন্ত স্থগিত।
> জাজিরা এয়ারওয়েজে ফ্লাইট পরিচালনা সংক্রান্ত কোনও ঘোষণা নেই।

*****************************************

Please call for more information:
☎️ +8801821348999(what’s app)
☎️ +8801878121395


Best Fly International Hajj Khafela-cox
**********************************************

কানাডার প্রধানমন্ত্রী Justin Trudeau Canada Emergency Student Benefit এর জন্য ৯ বিলিয়ন ডলার প্যাকেজ ঘোষণা করেছেন যার লক...
03/05/2020

কানাডার প্রধানমন্ত্রী Justin Trudeau Canada Emergency Student Benefit এর জন্য ৯ বিলিয়ন ডলার প্যাকেজ ঘোষণা করেছেন যার লক্ষ্য হচ্ছে যেসব student এবং recent graduate দের পড়াশোনা এবং চাকরির সম্ভাবনা বর্তমান পরিস্থিতির কারণে ব্যাহত হয়েছে তাদেরকে সাহায্য করা। শিক্ষার্থীরা পরবর্তী চার মাসের জন্য প্রতি মাসে ১২৫০ থেকে ১৭৫০ ডলার করে পাবে।

কানাডিয়ান সরকার শিক্ষার্থীদের জন্য গ্রীষ্মকালীন চাকরি হিসেবে যেসব সেক্টরে এখন সাহায্য দরকার বা প্রথম সারিতে সহায়তা করছে সেগুলোতে ৭০,০০০ চাকরি create করার প্রতিশ্রুতি দিয়েছে। এবং সরকার শিক্ষার্থীদের জন্য ২৯১.৬ মিলিয়ন ডলার grant, scholarship, এবং fellowship এ ব্যয় করবে যাদের পড়াশুনা বর্তমান পরিস্থিতির কারণে ব্যাহত হয়েছে।

Best Fly International Hajj Khafela-cox

উদ্যোক্তা কখনও অজুহাত নিয়ে থেমে থাকেনা। অজুহাত নয় বাস্তাবায়ন ই উদ্যোক্তার পরিচয়। হয়তোবা তার জায়গা জমি নাই,তবে তার আছে নি...
03/05/2020

উদ্যোক্তা কখনও অজুহাত নিয়ে থেমে থাকেনা।
অজুহাত নয় বাস্তাবায়ন ই উদ্যোক্তার পরিচয়।

হয়তোবা তার জায়গা জমি নাই,
তবে তার আছে নিজের কর্মের প্রতি অনেক বিশ্বাস,একজন মানুষের কাজের প্রতি কতটা আগ্রহ থাকলে এমন একটি কাজ করতে পারে তা সহজে অনুমেয়।
এই বিশ্বাস পৃথিবীতে অনেক সফল মানুষের সৃষ্টি করেছে,সেটা সবার কম বেশি জানা।কাজ কোনোটা ছোট নয়।তবে আজ আমরা কাজকে ছোট করে ফেলেছি।এটা আমাদের মানুষিক বিকৃতি ছাড়া কিছু নয় বলে আমি মনে করি।

তাই আসুন আমরা এদেরকে উৎসাহিত করি,যাতে করে অন্যরা আগ্রহী হয়।

ছবি:সংগৃহীত

https://www.glamourbd.com/2116/
03/05/2020

https://www.glamourbd.com/2116/

দেশের এয়ারলাইন্সগুলোকে আগামী ৮ মে থেকে অভ্যন্তরীণ (ডমেস্টিক) ফ্লাইট চালুর প্রস্তুতি নিতে বলেছে বেসরকারি বিমান চ....

"সাদকায়ে জারিয়াহ বেস্ট ফাউন্ডেশন" এর উদ্যোগে দেশের এ ক্রান্তিলগ্নে চট্টগ্রামের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে একটি...
03/05/2020

"সাদকায়ে জারিয়াহ বেস্ট ফাউন্ডেশন" এর উদ্যোগে দেশের এ ক্রান্তিলগ্নে চট্টগ্রামের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

হাসপাতালের জন্য নিচে দেওয়া কোন নামটি দিলে ভালো হয়, Comments-এ আপনার মতামত লিখুন।

আপনার দেয়া মতামতের নামেই হাসপাতালটির নামকরণ করা হতে পারে।

তাহলে আর দেরী না করে এখনিই Comments-এ আপনার পছন্দের নামটি নাম্বারসহ লিখে ফেলুন..🗒🖋

আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার📢📢📢💰💰

1. Best Care Hospital
2. Best People’s Hospital
3. Best Health Care Hospital
4. Best Popular Hospital
5. Best Central Hospital
6. Best Maa-O-Shisu Hospialtal
7. Best Saint-Martin Hospital
8. Best United Hospital
9. Best Life Care Hospital
10.Best Metropolitan Hospital

(বিঃ দ্রঃ-- নাম দেওয়ার শেষ সময় ৪ই এপ্রিল ২০২০ই রাত ১২টা, ২য় তম পোস্ট।)

Address


Alerts

Be the first to know and let us send you an email when Best Fly International Hajj Khafela-cox posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Best Fly International Hajj Khafela-cox:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share