সেবা ই-পাসপোর্ট তথ্য

  • Home
  • সেবা ই-পাসপোর্ট তথ্য

সেবা ই-পাসপোর্ট তথ্য ই-পাসপোর্ট সকল কাজ করা হয়

21/03/2024

সুখবর
সর্বনিম্ন ফেয়ারে যাদের বিমানের টিকেট প্রয়োজন তারা আমাদের থেকে বিমানের টিকেট সংগ্রহ করতে পারবেন।

MRP to Epassport যাদের সমস্যা তারা নক দিন
21/05/2023

MRP to Epassport যাদের সমস্যা তারা নক দিন

20/05/2023

হারানো আইডি কার্ড ৫ মিনিটে ডেলিবারি- ও ভেরিফাই কপি বিস্তারিত ইনবক্স

20/05/2023

পাসপোর্ট নিয়ে কেও সমস্যার মধ্যে থাকলে জানাবেন বাংলাদেশের যেকোন জেলার।

20/05/2023

ব্রাহ্মণবাড়িয়া জেলার কেও পাসপোর্ট নিয়ে সমস্যায় থাকলে জানাবেন দ্রুত সমাধান করা হবে।

19/05/2023

রিসেলারের ব্যবসা করতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
বাংলাদেশ সরকার অনুমোদিত✍
এস এল টেলিকম (প্রাঃ) লিমিটেড, যার লাইসেন্স নং- C-187597/2023
★ বিশেষ ছাড়।*
সরাসরি আমাদের থেকে একাউন্ট নিতে বা লেবেল আপডেট করতে নিম্নে উল্লেখিত ফি পরিশোধ করে একাউন্ট নিতে হবেঃ
কোএডমিন ১০২০ টাকা
হাউজ ৫২০ টাকা
ডিজিএম ৪২০ টাকা।
ডিলার ৩২০ টাকা
রিটেইলার ২২০ টাকা
পারসোনাল ১২০ টাকা
সেন্ড মানি ক্ষেত্রে কমিশন কোন চার্জ নেই
1️⃣ কো-এডমিন = ২৫/-
2️⃣ হাউজ = ২৩/-
3️⃣ ডিজিএম = ২১/-
4️⃣ ডিলার = ১৯/-
5️⃣ রিটেইলার = ১৮/-
5️⃣ পারছনাল =১৮/-
আমাদের টেলিকমের যে কোনো প্রয়োজনে হেল্পলাইনে যোগাযোগের জন্য নিচের নাম্বার ও লিংক গুলো অনুস্মরন করবেন।
ড্রাইবে তো বড় বড় কমিশন থাকছেই। তাই আর দেরি না করে এখনি একাউন্ট খুলে ব্যবসা ‍শুরু করুন।
অ্যাপস লিংকঃ
https://play.google.com/store/apps/details...
হোয়াটসঅ্যাপ হেল্প লাইনঃ
https://wa.me/+8801712206211
কন্টাক্ট হেল্পলাইনঃ
01712-206211

16/05/2023

কারো ই-পাসপোর্ট আবেদন Sent for Rework স্ট্যাটাস থাকলে জানাবেন। বাংলাদেশের যেকোনো জেলার৷ মামলা থাকলে ২০০০ হাত দূরে থাকুন।

16/05/2023

ই-পাসপোর্ট নিয়ে কারো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টে বলুন। আর কমেন্টে যদি কেও এসে বলে ইনবক্সে আসুন তাকে সোজা ব্যান করে দেওয়া হবে।🚫🚫⛔⛔

সম্মানিত এলাকাবাসী,আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুযায়ী বুঝা যাচ্ছে যে,  ঘূর্ণিঝড়   'মোখা'র' প্রভাবে সমগ্র দেশব্যাপী প্রবল বৃষ...
13/05/2023

সম্মানিত এলাকাবাসী,
আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুযায়ী বুঝা যাচ্ছে যে, ঘূর্ণিঝড় 'মোখা'র' প্রভাবে সমগ্র দেশব্যাপী প্রবল বৃষ্টিপাত, ঝড়, তুফান হতে পারে । আল্লাহর ওপর ভরসা রেখে প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে সাবধানে থাকার চেষ্টা করুন ।

প্রত্যেকের করণীয় :-
------------------------------
*বৃদ্ধ ও শিশুদের প্রতি শতভাগ খেয়াল রাখুন ।

* ঝড়-তুফান হলে বিদ্যুতের ব্যাপক ক্ষতি হবে এটা নিশ্চিত। সেটা ভেবে বাড়ীতে থাকা পাওয়ার ব্যাংক, মোবাইল ফোন গুলো চার্জ দিয়ে রাখুন।

* ঝড়ের সময় হেডফোন লাগিয়ে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন ।

* টর্চ লাইট, চার্জার লাইট, চার্জার ফ্যান থাকলে চার্জ দিয়ে রাখুন।

* ঝড়ের সময় আম কুড়ানো থেকে বিরত থাকুন ।

* ফ্রিজে ডিপে রাখা মাছ/মাংস আইস করে রাখুন।

* দূর্যোগের সময় বিদ্যুৎ চলে গেলে টিভি'ফ্রিজ এর বৈদ্যুতিক এবং ডিস কানেকশন খুলে রাখুন।

* বৃষ্টি , ঝড় - তুফানের সময় ভ্রমণ করা থেকে বিরত থাকুন।

* প্রবল বাতাসের সময় গাছের নিচে অবস্থান নেয়া থেকে বিরত থাকুন।

আল্লাহ যেন "মোখা" নামক দূর্যোগ/ ঘূর্ণিঝড় থেকে উপকূলবাসী তথা সমগ্র দেশবাসীকে রক্ষা করেন । আমিন।

আজকে (০৭/০৫/২৩) থেকে ঢাকায় আরেকটি নতুন পাসপোর্ট অফিস (পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব, আফতাব নগর) যাত্রা শুরু করলো। ইতিমধ্যে য...
08/05/2023

আজকে (০৭/০৫/২৩) থেকে ঢাকায় আরেকটি নতুন পাসপোর্ট অফিস (পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব, আফতাব নগর) যাত্রা শুরু করলো।
ইতিমধ্যে যারা সেই অফিসের অধীন থানা বর্তমান ঠিকানা হিসেবে দিয়েছেন তাঁদেরকে আফতাব নগর পাসপোর্ট অফিসে সকল কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আপনাদের অফিস আগারগাও সিলেক্ট হলেও তা এখন সিস্টেম থেকে আফতাব নগর অফিসে ট্রান্সফার করা হয়েছে। আপনার শিডিউল তারিখ অনুযায়ী সেই অফিসে গিয়ে যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে।
ধন্যবাদ!

08/05/2023

হারানো আইডি কার্ড ৫ মিনিটে পেতে ইনবক্স একদম সল্প রেটে- এজেন্টদের জন্য পাইকারী রেইট।

06/05/2023

“মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, বাড্ডা, হাতিরঝিল থানার ই-পাসপোর্ট সেবা আগামী ০৭ মে ২০২৩ খ্রিঃ থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (আফতাবনগর) হতে দেওয়া হবে"।

13/04/2023

সিলেট মৌলভীবাজার এর কেও আছেন পাসপোর্ট সংক্রান্ত কাজ করেন। ইনবক্সে যোগাযোগ করুন।

06/03/2023

নাম / পিতার নাম / মাতার নাম/ বয়স ১৫/২০ বছর পর্যন্ত জমা ১ দিনে পাসপোর্ট কাজের পরে পেমেন্ট। কারো প্রয়োজনে ইনবক্স

06/03/2023

Backend karo thakle knock inbox. 1 hour clear

01/03/2023

অনলাইনে যারা পেমেন্ট করেছেন ই-পাসপোর্ট এর তাদের ৯৯% টাকা মাইর যাওয়ার সম্ভাবনা আছে । কারন তাদের সার্ভারে সেই টাকা জমা হয়না৷ তাই আবেদন করার সময় সাবমিট এর আগে পেমেন্ট টাইপ অফলাইন দিয়ে সাবমিট করুন।

01/03/2023

আইডি কার্ডের সাথে মিল রেখে ই-পাসপোর্ট আবেদন করুন।

27/02/2023

ই-পাসপোর্ট বেকেন্ড ক্লিয়ার সল্প রেটে। কাজের পরে টাকা। ইনবক্স

27/02/2023

ই-পাসপোর্ট যেকোন সমস্যার সমাধান পেতে ইনবক্সে যোগাযোগ করুন।

27/02/2023

ই-পাসপোর্ট বয়স নাম সংশোধন বা পরিবর্তন বাবা মায়ের নাম সহ বাংলাদেশের যেকোনো জেলার কাজ করে দিতে পারব।

24/02/2023

প্রফেশনাল ভিডিও ইডিটর লাগবে। আগ্রহী ইনবক্সে যোগাযোগ করুন।

ই-পাসপোর্ট সকল কাজ করা হয়

24/02/2023

যাদের বয়স বেকেন্ড আটকে আছে দ্রুত ছাড়ানোর ইচ্ছে তারা ইনবক্সে যোগাযোগ করুন। সল্প রেটে ছাড়িয়ে দিব। পাইকারি রেইটে।

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী:Last updated: 14 February 2021১। ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে অথবা PDF...
05/06/2021

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী:
Last updated: 14 February 2021

১। ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে অথবা PDF ফরমেটে ডাউনলোড করেও এ ফরমটি পূরণ করা যাবে।
২। ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোন কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না।
৩। ই-পাসপোর্ট ফরমে কোন ছবি সংযোজন এবং তা সত্যায়নের প্রয়োজন হবে না।
৪। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্ম নিবন্ধন (BRC) সনদ অনুযায়ী আবেদন পত্র পূরণ করতে হবে।
৫। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারি যার জাতীয় পরিচয়পত্র (NID) নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
৬। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্ম নিবন্ধন (BRC) সনদ নম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে-
(ক) ১৮ বছরের নিম্নে হলে অনলাইন জন্ম নিবন্ধন (BRC) সনদ।
(খ) ১৮-২০ বছর হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্ম নিবন্ধন (BRC) সনদ
(গ) ২০ বছরের উর্ধে হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) আবশ্যক । তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন (BRC) সনদ গ্রহণযোগ্য হবে।
৭। তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণীয়।
৮। দত্তক/অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে।
৯। আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ঠ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস/আঞ্চলিক পাসপোর্ট অফিস/বিদেশস্থ বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।
১০। ১৮ বছরের নিম্নের এবং ৬৫ বছরের ‍উর্ধ্বে সকল আবেদনে ই-পাসপোর্টের মেয়াদ হবে ০৫ বছর এবং ৪৮ পৃষ্ঠার।
১১। প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ (যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) আপলোড/সংযোজন করতে হবে।
১২। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি (NOC)/ প্রত্যয়নপত্র/ অবসরোত্তর ছুটির আদেশ (PRL Order)/ পেনশন বই আপলোড/সংযোজন করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ Website এ আপলোড থাকতে হবে।
১৩। প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ/নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে।
১৪। দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ভ্যাট (VAT) সহ অন্যান্য চার্জ (যদি থাকে) অতিরিক্ত হিসাবে প্রদেয় হবে। বিদেশে আবেদনের ক্ষেত্রেও সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদেয় হবে।
১৫। কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র ম

🎖MRP হতে MRP পাসপোর্ট  রি ইস‍্যু : ০৫ কর্ম দিবস 🎖স্ক‍্যান কপি  দিয়ে রি-ইস‍্যু MRP🎖MRP হতে E পাসপোর্ট রিইস‍্যু (NID কার্ড...
24/05/2021

🎖MRP হতে MRP পাসপোর্ট রি ইস‍্যু : ০৫ কর্ম দিবস

🎖স্ক‍্যান কপি দিয়ে রি-ইস‍্যু MRP

🎖MRP হতে E পাসপোর্ট রিইস‍্যু (NID কার্ড থাকতে হবে)

🎖নতুন E-Passport ( ১৯ বছরের বেশী হলে আইডি কার্ড থাকতে হবে )

🎖Birth certificate (জন্মনিবন্ধন) দিয়ে নতুন MRP পাসপোর্ট

🎖Passport প্রিন্ট সংক্রান্ত সমস্যা

🎖New জন্মনিবন্ধন
🎖পুলিশ রিপোর্ট রিজেক্ট

👉 জন্ম নিবন্ধন অনলাইন ও সংশোধন।

অযথা সময় নষ্ট না করার জন্য ধন্যবাদ

পাসপোর্ট সংক্রান্ত যে কোন সমস্যার জন্য ইনবক্স করুন।

11/05/2021

যাদের MRP পাসপোর্ট হারিয়ে গেছে যোগাযোগ করুন পাসপোর্ট ভের করে দেওয়া যাবে। ইনবক্সে যোগাযোগ করুন।

11/05/2021

জরুরী ভিত্তিতে হারিয়ে যাওয়া এম আর পি পাসপোর্ট করে দেওয়া যাইবে। মেসেজ করুন। পুরাতন পাসপোর্ট এর কপি লাগবে।

22/04/2021

NEWS UPDATE

Dhaka to Saudi Dammam / Jeddah/ ২৪/২৫/২৬/২৭/২৮/২৯ তারিখ ফ্লাইট চালু আছে কারো টিকেট প্রয়োজন হলে পাসপোর্ট ও ভিসা কপি সহ ইনবক্সে যোগাযোগ করবেন। টিকেট দেওয়া যাবে।।।।

Dhaka to Qatar ২৪/২৫/২৬/২৭/২৮/২৯ তারিখ ফ্লাইট চালু আছে কারো টিকেট প্রয়োজন হলে পাসপোর্ট ও ভিসা কপি সহ ইনবক্সে যোগাযোগ করবেন। টিকেট দেওয়া যাবে।।।।

ই-পাসপোর্ট নতুন যাদের হাতে কোনও পাসপোর্ট নাই তারা আপনাদের হাতে জাতীয় পরিচয় পত্র থাকলে করে দেওয়া যাবে।
21/04/2021

ই-পাসপোর্ট নতুন যাদের হাতে কোনও পাসপোর্ট নাই তারা আপনাদের হাতে জাতীয় পরিচয় পত্র থাকলে করে দেওয়া যাবে।

ই-পাসপোর্ট সকল কাজ করা হয়

Address


Alerts

Be the first to know and let us send you an email when সেবা ই-পাসপোর্ট তথ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share