House of Perfumes

  • Home
  • House of Perfumes

House of Perfumes আপনার উমরাহ পালনের সহযোগী হতে আমরা আগ?

30/04/2023
৫৯ হাজার থেকে ন’কোটি! বিশ্বের দামি ১১ সুগন্ধি, যা কেনার আগে ভাবতে হবে ধনকুবেরদেরওঃমানুষ সুগন্ধি ব্যবহার করে শরীরের দুর্গ...
03/04/2023

৫৯ হাজার থেকে ন’কোটি! বিশ্বের দামি ১১ সুগন্ধি, যা কেনার আগে ভাবতে হবে ধনকুবেরদেরওঃ
মানুষ সুগন্ধি ব্যবহার করে শরীরের দুর্গন্ধ এড়াতে। তবে আবার অনেকে শুধু দুর্গন্ধ এড়াতে নয়, নামীদামি সংস্থার সুগন্ধি ব্যবহার করেন শখে।
দামি সুগন্ধিগুলির আরেকটি বৈশিষ্ট্য হল, বোতল এবং প্যাকেজিং। বিশ্বের অন্যতম মূল্যবান সুগন্ধিগুলির বোতল ক্রিস্টাল, মূল্যবান পাথর এমনকি, হিরে দিয়েও সুসজ্জিত থাকে।
বিশ্বের বেশ কয়েকটি উচ্চমানের সুগন্ধির এক একটি বোতল কোটি টাকাতেও বিক্রি হয়। দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে মূল্যবান ১১টি সুগন্ধি।
১।শুমুখ : শুমুখ বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী সুগন্ধি। এই সুগন্ধির বোতলটির দাম প্রায় সাড়ে ন’কোটি টাকা। ২০১৯ সালে ‘নাবিল পারফিউম’ নামক সংস্থা এই সুগন্ধি তৈরি করে। কিন্তু কেন এত দাম এই সুগন্ধির? চন্দন, কস্তুরী এবং গোলাপের নির্যাস দিয়ে তৈরি এই সুগন্ধির বোতল সাড়ে তিন হাজারেরও বেশি হিরে, ২.৫ কেজির সোনা এবং ৫.৯ কেজি রুপো দিয়ে তৈরি।
তিন বছরেরও বেশি সময় ধরে এবং প্রায় ৪৯০ বারের চেষ্টার পর প্রস্তুতকারকেরা এই সুগন্ধি তৈরি করেছিল। শুমুখের বোতলটির দু’টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে। শুমুখই এক মাত্র সুগন্ধির বোতল যা এত সংখ্যক হিরে দিয়ে তৈরি। পাশাপাশি এটিই পৃথিবীর সবচেয়ে লম্বা রিমোট নিয়ন্ত্রিত সুগন্ধির বোতল।
২।
ডিকেএনওয়াই গোল্ডেন ডেলিসিয়াস: বিশ্বের দ্বিতীয় মূল্যবান সুগন্ধি ডিকেএনওয়াই গোল্ডেন ডেলিসিয়াস। ডিকেএনওয়াই গোল্ডেন ডেলিসিয়াসের বোতলটির দাম প্রায় সাড়ে সাত কোটি টাকা। বিখ্যাত গহনা ডিজাইনার মার্টিন কাটজ এবং বিখ্যাত ডিজাইনার ডিকেএনওয়াই যৌথ ভাবে এই সুগন্ধি তৈরি করেন। তাঁদের লক্ষ্য ছিল সর্বকালের সবচেয়ে সুন্দর এবং ব্যয়বহুল সুগন্ধি তৈরি করা।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুসারে, ডিকেএনওয়াই গোল্ডেন ডেলিসিয়াসের আপেল আকৃতির বোতলটি বিশ্বের ২,৯০৯টি বাছাই করা মূল্যবান পাথর দিয়ে সজ্জিত। যার মধ্যে ১৮৩টি হলুদ নীলকান্তমণি, দু’হাজার সাতশো সাদা হিরে, অস্ট্রেলিয়ার ১৫টি গোলাপি হিরে ছাড়াও একাধিক দামি পাথর রয়েছে। এই সুগন্ধির একটি বোতল তৈরি করতে প্রায় দু’মাস সময় লাগে।
৩।
অপেরা প্রাইমা: ২০১৪ সালে ইটালির বিলাসবহুল সংস্থা বলগারি ১৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপনের সময় পৃথিবীর অন্যতম ব্যয়বহুল সুগন্ধি ‘অপেরা প্রাইমা’ বাজারে আনে। ‘অপেরা প্রাইমা’-র এক একটি বোতলের ভারতীয় মুদ্রায় প্রায় দু’কোটি টাকা। ২৫০ ক্যারাট সিট্রিন, ৪.৪৫ ক্যারাট অ্যামিথিস্ট এবং ২৫ ক্যারাট হিরে দিয়ে এই সুগন্ধির বোতল তৈরি করা হয়েছে ৷
৪।
ক্লাইভ ক্রিস্টিয়ান নম্বর ওয়ান: ক্লাইভ ক্রিশ্চিয়ান সুগন্ধি সংস্থা ১৮৭২ সালে তৈরি একটি ব্রিটিশ সুগন্ধি সংস্থা। এটিই একমাত্র সংস্থা যাকে ব্রিটেনের রানি ভিক্টোরিয়ার মুকুটের আদল ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। ক্লাইভ ক্রিস্টিয়ান নম্বর ওয়ান এই সংস্থার তৈরি একটি সুগন্ধি এবং বিশ্বের চতুর্থ মূল্যবান সুগন্ধি। ক্লাইভ ক্রিস্টিয়ান নম্বর ওয়ান-এর একটি বোতলের দাম প্রায় ১.৬ কোটি টাকা। পাঁচ ক্যারাট সাদা হিরে এবং ১৮ ক্যারাট সোনা দিয়ে এই সুগন্ধির বোতল তৈরি করা হয়েছে।
২০০৫ সালে ক্লাইভ ক্রিস্টিয়ান নম্বর ওয়ান-এর মাত্র ১০টি বোতল তৈরি করা হয়। যার মধ্যে সাতটি বোতল বিক্রি হলেও বাকি তিনটি পৃথিবীর বিভিন্ন প্রদর্শনীতে প্রদর্শনের জন্য নিয়ে যাওয়া হয়।
৫।
VI: পৃথিবীর অন্যতম উৎকৃষ্ট সুগন্ধি হল জিয়ান্নি ভিভ সুলমানের তৈরি সুগন্ধি VI। এক সময় এটি পপ তারকা মাইকেল জ্যাকসনের প্রিয় সুগন্ধি ছিল। ১৯৯৮ সালে এই সুগন্ধি প্রথম বাজারে এলে মাইকেল এই সুগন্ধির বেশ কয়েকটি বোতল একসঙ্গে কিনে নেন। যদিও এই সুগন্ধির মোট ১৭৩টি বোতল তৈরি করা হয়েছিল। হিরে, চুনি এবং সোনা দিয়ে তৈরি বোতলে রাখা এই সুগন্ধির দাম ৬৮ লক্ষ টাকা।
৬।
১ মিলিয়ন: প্যাকো রাবানে-র ১ মিলিয়ন সুগন্ধি বিলাসবহুল ব্র্যান্ডের মূল্যবান সুগন্ধিগুলির মধ্যে একটি। এই সুগন্ধির বোতল ১৮ ক্যারাট সোনা এবং একটি ০.৩ ক্যারাট হিরে দিয়ে তৈরি। এ ছাড়াও, সুগন্ধির বোতলটি আবার একটি চামড়ার বাক্সে ভরে বিক্রি করা হয়। এই চামড়ার বাক্সটি একটি সোনার তালা দিয়ে সুরক্ষিত থাকে। এই সুগন্ধির অনেকরকমের গন্ধ রয়েছে। আপনি জেনে অবাক হবেন যে এই সীমিত সংস্করণের সুগন্ধির প্রতিটি বোতলে আলাদা আলাদা গন্ধ রয়েছে। ভারতীয় মুদ্রায় এই সুগন্ধির দাম প্রায় ৪৪ লক্ষ টাকা।
৭।
বাক্কারত: অনবদ্য মানের বাক্কারত সুগন্ধি সংস্থার বিশেষ নাম রয়েছে। এই সুগন্ধির তিনটি সীমিত-সংস্করণ রয়েছে। এই সুগন্ধির বোতল পিরামিড আকৃতির এবং স্বচ্ছ স্ফটিক দিয়ে তৈরি। এই সুগন্ধির একটি ৩০ মিলিলিটার বোতলের দাম প্রায় ৫.২ লক্ষ টাকা।
৮।
শ্যানেল গ্র্যান্ড এক্সট্রেট এন ৫: শ্যানেলের সীমিত-সংস্করণ এন ৫ সুগন্ধি সংগ্রাহকদের কাছে বিশেষ জনপ্রিয়। এটিই শ্যানেল সংস্থার সবচেয়ে দামি সুগন্ধি। এন ৫-এর একটি ২২৫ মিলিলিটার বোতলের দাম প্রায় ২.৭ লক্ষ টাকা। ফুলের তোড়ার গন্ধযুক্ত এই সুগন্ধির বোতলটিও দেখতে বেশ আকর্ষণীয়। জাঁকজমকপূর্ণ এই কাচের বোতল দেখলেই এই সুগন্ধি কিনতে ইচ্ছে করবে।
৯।
পোয়েভরে: ১৯০৪ সালে ফরাসি সুগন্ধি নির্মাতা আর্নেস্ট ডালট্রফ ‘ক্যারন পারফিউমারি’ নামে সুগন্ধির সংস্থা তৈরি করেন। বর্তমানে এটি ফ্রান্সের অন্যতম বিখ্যাত এবং একচেটিয়া বিলাসবহুল সুগন্ধির সংস্থা। ক্যারন সুগন্ধি সংস্থার পোয়েভরে সুগন্ধি বিশ্বের সব থেকে দামি সুগন্ধিগুলির একটি।
পোয়েভরে-র বোতলটি স্বচ্ছ স্ফটিকের তৈরি এবং এই বোতলের ঢাকনা সোনার তৈরি। এ ছাড়াও বোতলের বাইরের অংশ ছোট ছোট একাধিক স্ফটিক দিয়ে সুসজ্জিত। ১৯৫৪ সালে এই সুগন্ধি মহিলাদের ব্যবহারের জন্য চালু করা হয়েছিল। পোয়েভরে-র ৯০ মিলিলিটার বোতলের দাম ভারতীয় মুদ্রায় প্রায় দু’লক্ষ টাকা।
১০।
জয়: বিশ্বের সেরা সুগন্ধির তালিকায় নাম আছে ফরাসি সুগন্ধি জয়-এর। বিখ্যাত ফরাসি ডিজাইনার জিন পাতু এই সুগন্ধি তৈরি করেন। ২০০০ সালে জয় ‘শতাব্দীর সেরা সুগন্ধি’-র তকমা পায়। বিভিন্ন ধরনের গোলাপ এবং দশ হাজার জুঁই ফুলের নির্যাস দিয়ে এই সুগন্ধিটি তৈরি করা হয়েছে। জয়-এর প্রতি আউন্স সুগন্ধি-র দাম প্রায় ৬৫ হাজার টাকা।
১০।
জয়: বিশ্বের সেরা সুগন্ধির তালিকায় নাম আছে ফরাসি সুগন্ধি জয়-এর। বিখ্যাত ফরাসি ডিজাইনার জিন পাতু এই সুগন্ধি তৈরি করেন। ২০০০ সালে জয় ‘শতাব্দীর সেরা সুগন্ধি’-র তকমা পায়। বিভিন্ন ধরনের গোলাপ এবং দশ হাজার জুঁই ফুলের নির্যাস দিয়ে এই সুগন্ধিটি তৈরি করা হয়েছে। জয়-এর প্রতি আউন্স সুগন্ধি-র দাম প্রায় ৬৫ হাজার টাকা।
১১।
বোল্ট অফ লাইটনিং: ফরাসি সুগন্ধি সংস্থা জার-এর ২০০১ সালে ‘বোল্ট অফ লাইটনিং’ নামক এই সুগন্ধিটি তৈরি করে। হাতে কাটা কাচের বোতলে এই সুগন্ধিটি বিক্রি করা হয়। রজনীগন্ধার নির্যাস দিয়ে তৈরি এই সুগন্ধির প্রতি আউন্সের দাম প্রায় ৫৯ হাজার টাকা।

সৌজন্যেঃ আনন্দবাজার

02/04/2023

গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ৭৬/ চিকিৎসা (كتاب الطب)
হাদিস নম্বরঃ ৫৬৯২

৭৬/১০. ভারতীয় ও সামুদ্রিক এলাকার চন্দন কাঠের ধোঁয়ার) সাহায্যে নাকে ঔষধ টেনে নেয়া।

مِثْلُ الْكَافُورِ وَالْقَافُورِ مِثْلُ كُشِطَتْ وَقُشِطَتْ نُزِعَتْ وَقَرَأَ عَبْدُ اللهِ قُشِطَتْ.

الْقُسْطِ কে كُسْتُ ও বলা হয়। যেমন كَافُورِ ও قَافُورِবলা যায়। অনুরূপভাবে كُشِطَتْ কে قُشِطَتْ পড়া যায়। قُشِطَتْ এর অর্থ হল نُزِعَتْ ‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ قُشِطَتْ পড়েছেন।

৫৬৯২. উম্মু কায়স বিনত মিহসান হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমরা ভারতীয় এই চন্দন কাঠ ব্যবহার করবে। কেননা তাতে সাতটি আরোগ্য রয়েছে। শ্বাসনালীর ব্যথার জন্য এর (ধোঁয়া) নাক দিয়ে টেনে নেয়া যায়, পাঁজরের ব্যথা বা পক্ষাঘাত রোগ দূর করার জন্যও তা ব্যবহার করা যায়। [৫৭১৩, ৫৭১৫, ৫৭১৮] (আধুনিক প্রকাশনী- ৫২৮১, ইসলামিক ফাউন্ডেশন- ৫১৭৭)

Narrated Um Qais bint Mihsan: I heard the Prophet (ﷺ) saying, "Treat with the Indian incense, for it has healing for seven diseases; it is to be sniffed by one having throat trouble, and to be put into one side of the mouth of one suffering from pleurisy." بَاب السَّعُوطِ بِالْقُسْطِ الْهِنْدِيِّ وَالْبَحْرِيِّ وَهُوَ الْكُسْتُ صَدَقَةُ بْنُ الْفَضْلِ أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ عَنْ عُبَيْدِ اللهِ عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلميَقُوْلُ عَلَيْكُمْ بِهٰذَا الْعُودِ الْهِنْدِيِّ فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ يُسْتَعَطُ بِه„ مِنَ الْعُذْرَةِ وَيُلَدُّ بِه„ مِنْ ذَاتِ الْجَنْبِ. Link:http://www.hadithbd.com/hadith/link/?id=30279

গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)অধ্যায়ঃ ৩৪/ ক্রয়-বিক্রয় (كتاب البيوع)হাদিস নম্বরঃ ২১০১৩৪/৩৮. আতর ও মিস্ক বিক্রেতাদের সম্পর্ক...
02/04/2023

গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ৩৪/ ক্রয়-বিক্রয় (كتاب البيوع)
হাদিস নম্বরঃ ২১০১

৩৪/৩৮. আতর ও মিস্ক বিক্রেতাদের সম্পর্কে।

২১০১. আবূ মূসা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ মিস্ক বিক্রেতা ও কর্মকারের হাপরের ন্যায়। আতর বিক্রেতাদের থেকে শূন্য হাতে ফিরে আসবে না। হয় তুমি আতর খরিদ করবে, না হয় তার সুঘ্রাণ পাবে। আর কর্মকারের হাপর হয় তোমার ঘর অথবা তোমার কাপড় পুড়িয়ে দেবে, না হয় তুমি তার দুর্গন্ধ পাবে। (৫৫৩৪) (আধুনিক প্রকাশনীঃ ১৯৫৬ , ইসলামিক ফাউন্ডেশনঃ ১৯৭১)

Narrated Abu Musa: Allah's Messenger (ﷺ) said, "The example of a good companion (who sits with you) in comparison with a bad one, is like that of the musk seller and the blacksmith's bellows (or furnace); from the first you would either buy musk or enjoy its good smell while the bellows would either burn your clothes or your house, or you get a bad nasty smell thereof." بَاب فِي الْعَطَّارِ وَبَيْعِ الْمِسْكِ حَدَّثَنِي مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللهِ قَالَ سَمِعْتُ أَبَا بُرْدَةَ بْنَ أَبِي مُوسَى عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ وَالْجَلِيسِ السَّوْءِ كَمَثَلِ صَاحِبِ الْمِسْكِ وَكِيرِ الْحَدَّادِ لاَ يَعْدَمُكَ مِنْ صَاحِبِ الْمِسْكِ إِمَّا تَشْتَرِيهِ أَوْ تَجِدُ رِيحَهُ وَكِيرُ الْحَدَّادِ يُحْرِقُ بَدَنَكَ أَوْ ثَوْبَكَ أَوْ تَجِدُ مِنْهُ رِيحًا خَبِيثَةً Link:http://www.hadithbd.com/hadith/link/?id=26055

গ্রন্থঃ সুনান আবূ দাউদ (তাহকিককৃত)অধ্যায়ঃ ২৮/ চুল অাঁচড়ানো (كتاب الترجل)হাদিস নম্বরঃ ৪১৬২২. সুগন্ধি পছন্দ করা ৪১৬২। আনাস...
02/04/2023

গ্রন্থঃ সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
অধ্যায়ঃ ২৮/ চুল অাঁচড়ানো (كتاب الترجل)
হাদিস নম্বরঃ ৪১৬২

২. সুগন্ধি পছন্দ করা

৪১৬২। আনাস ইবনু মালিক (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটি উত্তম আতরদানি ছিলো, তিনি তা থেকে সুগন্ধি ব্যবহার করতেন।[1]

সহীহ।

Narrated Anas ibn Malik: The Prophet (ﷺ) had sikkah with which he perfumed himself. بَابُ مَا جَاءَ فِي اسْتِحْبَابِ الطِّيبِ حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، عَنْ شَيْبَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُخْتَارِ، عَنْ مُوسَى بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُكَّةٌ يَتَطَيَّبُ مِنْهَا صحيح [1]. তিরমিযী, ইবনু সা‘দ ‘তাবাকাতে কুবরা’। Link:http://www.hadithbd.com/hadith/link/?id=61530

গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)অধ্যায়ঃ ৫৯/ সৃষ্টির সূচনা (كتاب بدء الخلق)হাদিস নম্বরঃ ৩২৪৫৫৯/৮. জান্নাতের বর্ণনা সম্পর্কে য...
02/04/2023

গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ৫৯/ সৃষ্টির সূচনা (كتاب بدء الخلق)
হাদিস নম্বরঃ ৩২৪৫

৫৯/৮. জান্নাতের বর্ণনা সম্পর্কে যা বলা হয়েছে আর তা হল সৃষ্ট।

৩২৪৫. আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে দল প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমা রাতের চাঁদের মত উজ্জ্বল হবে। তারা সেখানে থুথু ফেলবে না, নাক ঝাড়বে না, মলমূত্র ত্যাগ করবে না। সেখানে তাদের পাত্র হবে স্বর্ণের; তাদের চিরুণী হবে স্বর্ণ ও রৌপ্যের, তাদের ধুনুচিতে থাকবে সুগন্ধি কাষ্ঠ। তাদের গায়ের ঘাম মিসকের মত সুগন্ধময় হবে। তাদের প্রত্যেকের জন্য এমন দু’জন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের কারণে গোশত ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। তাদের মধ্যে কোন মতভেদ থাকবে না; পরস্পর হিংসা-বিদ্বেষ থাকবে না। তাদের সকলের অন্তর এক অন্তরের মত হবে। তারা সকাল-সন্ধ্যায় আল্লাহর তাসবীহ পাঠ করতে থাকবে।’ (৩২৪৬, ৩২৫৪, ৩৩২৭) (আধুনিক প্রকাশনীঃ ৩০০৫, ইসলামিক ফাউন্ডেশনঃ ৩০১৫)

Narrated Abu Huraira: Allah's Messenger (ﷺ) said, "The first group (of people) who will enter Paradise will be (glittering) like the moon when it is full. They will not spit or blow their noses or relieve nature. Their utensils will be of gold and their combs of gold and silver; in their centers the aloe wood will be used, and their sweat will smell like musk. Everyone of them will have two wives; the marrow of the bones of the wives' legs will be seen through the flesh out of excessive beauty. They ( i.e. the people of Paradise) will neither have differences nor hatred amongst themselves; their hearts will be as if one heart and they will be glorifying Allah in the morning and in the evening." بَابُ مَا جَاءَ فِيْ صِفَةِ الْجَنَّةِ وَأَنَّهَا مَخْلُوقَةٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللهِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ عَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم أَوَّلُ زُمْرَةٍ تَلِجُ الْجَنَّةَ صُوْرَتُهُمْ عَلَى صُوْرَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ لَا يَبْصُقُوْنَ فِيْهَا وَلَا يَمْتَخِطُوْنَ وَلَا يَتَغَوَّطُوْنَ آنِيَتُهُمْ فِيْهَا الذَّهَبُ أَمْشَاطُهُمْ مِنْ الذَّهَبِ وَالْفِضَّةِ وَمَجَامِرُهُمْ الأَلُوَّةُ وَرَشْحُهُمْ الْمِسْكُ وَلِكُلِّ وَاحِدٍ مِنْهُمْ زَوْجَتَانِ يُرَى مُخُّ سُوقِهِمَا مِنْ وَرَاءِ اللَّحْمِ مِنْ الْحُسْنِ لَا اخْتِلَافَ بَيْنَهُمْ وَلَا تَبَاغُضَ قُلُوْبُهُمْ قَلْبٌ وَاحِدٌ يُسَبِّحُوْنَ اللهَ بُكْرَةً وَعَشِيًّا Link:http://www.hadithbd.com/hadith/link/?id=27584

Address


Telephone

+8801519112112

Website

Alerts

Be the first to know and let us send you an email when House of Perfumes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to House of Perfumes:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share