Easy Trip A2Z

  • Home
  • Easy Trip A2Z

Easy Trip A2Z Indian visa processing
Medical visa support with information
Tour plan
Air ticket (Domestic ,International, Indian domestic
(4)

13/07/2023

ভারতীয় ভিসা আবেদন করার জন্য নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করে নির্দিষ্ট তারিখে রাজধানীরসহ দেশের বিভিন্ন ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) জমা দিতে হবে। তবে আবেদন ফরমের সঙ্গে পাসপোর্ট জমা দিতে হবে না। আবেদন ফরম জমা দেওয়ার সময় ডেলিভারি স্লিপে যে তারিখ উল্লেখ করা থাকবে, সেই তারিখের ৭ দিন আগে পাসপোর্ট জমা দেওয়ার সুযোগ থাকছে। যেকোনও আবেদনকারীর জন্য এটি প্রযোজ্য বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। মঙ্গলবার (১১ জুলাই) থেকে এই সুবিধা চালু হয়েছে।
ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) বাংলাদেশ ওয়েবসাইটে জানানো হয়েছে, ভিসা পদ্ধতিকে আরও সহজ করতে এবং দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে এই উদ্যোগ। আরও জানানো হয়—

১) যেসব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করার জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের ৭ দিন আগে আইভ্যাক-এ তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

২) ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা এখন আইভ্যাক-এ তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীদেরকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাক-এ দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।
(৩) যারা গত ১০ জুলাই পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ এবং সময়বিহীন ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়েছেন, তাদেরকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে অতিসত্বর আইভ্যাকে ভিসা আবেদন ফরম জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

(৪) সুনির্দিষ্ট তারিখ এবং সময় সংবলিত ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দেওয়ার রিসিট ভিসা আবেদনের সঙ্গে অবশ্যই প্রিন্ট করে আনতে হবে।
(৫) আবেদনকারী যে অ্যাপয়েন্টমেন্ট তারিখ ও সময় নির্ধারণ করে ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়ে যে তারিখ ও সময় পাবেন, আবেদনকারীকে অবশ্যই সেই তারিখ ও সময় অনুযায়ী আইভ্যাকে আসতে হবে।

17/06/2023

একটি প্রয়োজনীয় তথ্য -

🛑 IRCTC তে টিকিট কাটার সময় 35 পয়সা তে যে ইন্সুরেন্স টা দেওয়া হয় সেটার ব্যাপারে।

🛑আপনি যদি ইন্সুরেন্স টা নেন, তাহলে আপনার ইমেইল এ একটা মেইল আসবে ইন্সুরেন্স কোম্পানির থেকে আর সেখানে আপনার প্রথম কাজ হলো নমিনেশন আপডেট করার লিংকে ক্লিক করে নমিনি অ্যাড করা। চেষ্টা করবেন এমন কাওকে নমিনি করতে যিনি আপনার সাথে ট্রাভেল করছেন না।

🛑Policy wordings এ ক্লিক করলে আপনাকে আপনার PNR আর মোবাইল নম্বর দিয়ে login করতে বলবে, সেটা করলে আপনি আপনার ডিটেইল পলিসি পেয়ে যাবেন, যাত্রার আগে সেটা আপনার ফ্যামিলি কে বা আপনার নমিনি কে দিয়ে যাবেন।
পলিসি তে নিম্নলিখিত দুর্ঘটনা গুলো কভার হয়

🛑Death: 10 Lakh
Total permanent disability: 10 Lakh
Partial permanent disability: Upto 7.5 Lakh
Hospitalization Expenses: Upto 2 Lakh
Transport of mortal remains: 10000

🛑দুর্ঘটনা হবার 4 মাসের মধ্যে claim intimate করতে হবে।
দুর্ঘটনার ফলে যদি কোনো ব্যক্তি injured/disabled হন, এবং সেই কারণে নেক্সট 12 মাসের মধ্যে মারা যান, তাহলে তাঁর ফ্যামিলি death claim করতে পারবেন। Disability বাবদ দেওয়া টাকা death claim এর সাথে অ্যাডজাস্ট করে নেওয়া হবে।।

🛑মনে রাখবেন আপনি যখন ট্রেন এ উঠছেন তখন আপনার পরিবার ও আপনার পিছনেই আছে।তাই অনুরোধ সবাই যেনো রেলের ইন্সুরেন্স টা অবশ্যই অবশ্যই করিয়ে নেবেন।

শেরপূর নাকুগাঁও পাের্টে বাংলাদেশ ভারত ইমিগ্রেশন চালু 🥰 -ভারতের উত্তরপূর্ব রহস্যময় 7 Sister আসাম, মেঘালয়, মনিপুর, মিজোর...
11/06/2023

শেরপূর নাকুগাঁও পাের্টে বাংলাদেশ ভারত ইমিগ্রেশন চালু 🥰
-ভারতের উত্তরপূর্ব রহস্যময় 7 Sister আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল ভ্রমন করতে পারেন এই রোড হয়ে...
"হেলিকপ্টারে গোয়াহাটি এবং শিলং" ভাড়া মাত্র ১৯০০ রুপি।
প্রথমেই চলে যাবেন ঢাকার মহাখালী থেকে ৪ ঘন্টার দূরত্ব
নালিতাবাড়ী (মহাখালি থেকে সরাসরি নালিতাবাড়ীর বাসে
চড়লেই সবচাইতে ভালো, ভাড়া ৪০০ টাকা)। শেরপুর জেলার নালিতাবা়ড়ী উপজেলায় অবস্থিত স্থলবন্দর হচ্ছে নাকুগাও।
এখানে ইমিগ্রেশনও আছে। ভারতীয় ভিসায় By Road
DALU লেখা থাকলেই এ বন্দর দিয়ে ভারতে ঢোকা যায়।
অন্যান্য বন্দরের তুলনায় এ বন্দরে ভীড় একেবারেই নেই।
সারাদিনে মাত্র অল্প কিছু মানুষ যাতায়াত করে। এজন্য নেই কোন ঘুষ কিংবা দালালের প্রবলেম। যাইহোক, বর্ডার ক্রস করেই ২ কিলোেমিটার সামনেই ডালু বাসট্যান্ড। সেখান থেকে বাস কিংবা প্রাইভেটকারে ৪৯ কিলোমিটার দুরেই তুরা জেলা। (বাসভাড়াঃ ১০০ রুপী, শেয়ারড প্রাইভটকারেঃ ২৫০ রুপী)। এই তুরা থেকেই প্রতি শুক্র, শনি, সোম এবং বুধবার হেলিকপ্টার সার্ভিস চালু আছে। যা স্থানীয় সময় সকাল ১১.২৫ মিনিটে গোয়াহাটির উদ্দেশ্যে ছেড়ে ১২.০৫ এ পৌছায়। সেখানে ২৫ মিনিটের বিরতি দিয় ঠিক ১ টায় পৌছায় শিলং। ভাড়া মাত্র ১৯০০ রুপী।

সংক্ষেপেঃ ঢাকা> বাসে করে নালিতাবাড়ী> অটোতে করে
নাকুগাও বর্ডার> বর্ডার ক্রস করে অটোতে করে বাসট্যান্ড>
বাসে করে তুরা> হেলিকপ্টারে করে গোয়াহাটি/শিলং।
১০০ রুপী (বাস ভাড়া) + ১৯০০ রুপী (হেলিকপ্টার ভাড়া)।
হেলিকপ্টার বুকিং নাম্বারঃ
1) মেঘালয় হেলিকপ্টার সার্ভিস, M.T.C. বাসট্যান্ড, পুলিশ
AIGIK, PTGTR: 0364 222 3129; 08794944764
2) সেবা ট্রাভেলস : 0364 222 7222
3) GTAIS DAT Qy GIy: 0364 222 0075
4) মেঘালয় টুরিস্ট ইনফরমেশন সেন্টার: 0364 222 6220

03/03/2023

বাংলাদেশ 🇧🇩 - 🇮🇳 ভারত স্থল বন্দর : 🚗🚌🚛🚆

1. বেনাপোল Land Port.
BD side:বেনাপোল যশোর।
Indian side: Petrapole, Bongaon, 24-Parganas, West Bengal, India

2. বুড়িমারি Land Port.
BD side:বুড়িমারি,পাটগ্রাম, লালমনিরহাট।
Indian side: Changrabandha, Mekhaliganj, West Bengal, India

3. আখাউড়া Land Port.
BD side :.আখাউড়া ব্রাহ্মণবাড়িয়
Indian side: Ramnagar, Agartala, Tripura, India

4. ভোমরা Land Port.
BD side:ভোমরা,সাতক্ষীরা।
Indian side: Gojadanga, 24-Parganas, West Bengal, India

5. নকুগাঁও Land Port.
BD side: নালিতাবাড়ি শেরপুর।
Indian side: Dalu, Barangapara, Meghalaya, India

6. তামাবিল Land Port
BD side: তামাবিল,গোয়াইনঘাট,
সিলেট
Indian side: Dauki, Shillong, Meghalaya, India

7. দর্শনা Land Port.
BD side:দর্শনা ,চুয়াডাঙ্গা।
Indian side: Gede, Krishnanagar, West Benga, India

8. বেলনি Land Port.
BD side:বেলনি,পরশুরাম ফেনী
Indian side: Belonia, Tripura, India

9. গোবরাকুড়া Land Port.
BD side: হালুয়াঘাট ময়মনসিংহ।
Indian side: Gachhuapara, Tura, Meghalaya, India

10. রামগড় Land Port.
BD side: রামগড়, খাগড়াছড়ি
Indian side: Sabroom, Tripura, India.

11. সোনাহাট Land Port.
BD side: ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
Indian side: Sonahat, Dhubri, Assam, India

12. Tegamukh. ভূষণছড়ি Land Port.
BD side: বরকল, রাঙামাটি।
Indian side: Demagri, Mizoram, India.

13. চিলাহাটি Land Port
BD side:চিলাহাটি,ডোবার নিলফামারী।
Indian side: Holdibari, Cooch Behar, West Bengal, India

14. সোনা মসজিদ Land Port.
BD side:সোনা মসজিদ,চাপাই নবাবগঞ্জ।ণ
Indian side: Mahadipur, Maldah, West Bengal, India

15. ধানুয়া Kamalpur Land Port.
BD side: বকশিগঞ্জ ,জামালপুর।
Indian side: Mohendragonj, Ampoti, Meghalaya, India

16. শিউলা Land Port.
BD side:শিউলা,বিয়ানীবাজার, সিলেট
Indian side: Sutarkandi, Karimganj, Assam

17. বেল্লা Land Port.
BD side: বেল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ
Indian side: Paharmura, Khoai, Tripura.

18. হিলি Land Port.
BD side: হিলি,হাকিমপুর,দিনাজপুর ।
Indian side: Hili, South Dinajpur, West Bengal, India

19. বাংলাবান্ধা Land Port.
BD side: তেতুলিয়া,পঞ্চগড়।
Indian side: Fulbari, Jalpaiguri, West Bengal, India

20. টেকনাফ Land Port.
BD side: Teknaf, Cox’s Bazar
Myanmar side: Mungdu, Myanmar

21. বিবিরবাজার Land Port.
BD side: Sadar Upazila, কুমিল্লা
Indian side: Srimantapur, Sunamura, Agartala, Tripura

22. বিরল Land Port.
BD side: বিরল,দিনাজপুর।
Indian side: Radhikapur (Goura), West Bengal, India

Proposed Land Ports

1. মুজিব নগর Land Customs Station
BD side: Mujibnagar, Meherpur
Indian side: Hridoypur, Chapra, Nadia, West Bengal

2. প্রাগপুর Land Customs Station
BD side: Daulatpur, Kushtia
Indian side: Shikarpur, Karimpur

On arrival visa
27/02/2023

On arrival visa

সমর্থন ও ভালোবাসার জয় হলো। ৪৫ বছর পর ঢাকায় দ্বিতীয়বারের মতো উদ্বোধন হলো আর্জেন্টিনার দূতাবাস। যার পুরো কৃতিত....

কমদামে স্বর্ণ কিনতে দুবাই ছেড়ে এবার অনেকেই যাবে ভুটান!গত ২৪ ফেব্রুয়ারি ভুটান সরকার তার দেশে ভ্রমণকারীদের আকৃষ্ট করার জন্...
27/02/2023

কমদামে স্বর্ণ কিনতে দুবাই ছেড়ে এবার অনেকেই যাবে ভুটান!

গত ২৪ ফেব্রুয়ারি ভুটান সরকার তার দেশে ভ্রমণকারীদের আকৃষ্ট করার জন্য পর্যটকদের অদ্ভুত একটা সুবিধা দেয়ার কথা ঘোষণা করেছে! সেখানে ভ্রমন করতে যাওয়া যেকোন পর্যটক ডিউটি ফ্রি দামে স্বর্ণ কেনার সুযোগ পাবে! প্রথমেই জানিয়ে রাখি ইন্ডিয়ান রুপি ও ভুটানের গুল্ট্রাম এর ভ্যালু অলমোস্ট এক, এতোই এক যে ভুটানে দেদারসে ইন্ডিয়ান রুপি দিয়েও আপনি সমমূল্যে জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। ডিউটি ফ্রি এই সুবিধার কারনে আজকে ভারত থেকে যে ২৪ ক্যারেট ওজনের ১০ গ্রাম স্বর্ণ আপনি প্রায় ৫৭৫০০ (+/-) রুপিতে কিনতে পারবেন সেই একই স্বর্ণ আপনি ভুটান থেকে প্রায় ১৭,০০০ রুপি কমে মাত্র ৪০০০০++ (+/-) টাকায় কিনতে পারবেন যেখানে বাংলাদেশের ফেব্রুয়ারি ২০২৩ এর স্বর্ণের দাম অনুযায়ী মাত্র ২২ ক্যারেটের ১০ গ্রাম স্বর্ণের দাম ৭৯০০০+ টাকা, ২৪ ক্যারেটের দাম আরো বেশি। ফলে ভুটানের ওই দামে স্বর্ণ কিনতে পারলে বাংলাদেশিরা প্রতি ১০ গ্রামে প্রায় ২২ হাজার রুপি বা ২৮ হাজার টাকার মতো সাশ্রয় করতে পারবেন (এক ভরি স্বর্ণের অজন ১১.৬৬ গ্রাম)।
যেকোন বাংলাদেশি নাগরিক বিদেশ থেকে ২৩৪ গ্রাম বা প্রায় বিশ ভরি ওজনের স্বর্ণের বার শুল্ক দিয়ে এবং ১০০ গ্রাম পর্যন্ত গয়না বিনা শুল্কে বিদেশ থেকে সাথে নিয়ে আসতে পারে। কিন্তু ভুটান পর্যটকদের জনপ্রতি এত বিপুল পরিমান স্বর্ণ কেনার অনুমতি দিবে কিনা সে ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি! বাংলাদেশি পর্যটকরাও এক্ষেত্রে ভুটানের ডিউটি ফ্রি স্বর্ণ কেনার সুবিধা পাবে। তবে এক্ষেত্রে শর্ত একটাই, আপনাকে পর্যটক হিসেবে অন্তত একটি রাত ভুটানের ট্যুরিজম কাউন্সিলের অনুমোদিত কোনও হোটেলে থাকতে হবে এবং সরকারের নির্ধারিত হারে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি (SDF) দিতে হবে।
ইন্ডিয়ানদের জন্য যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি দৈনিক জনপ্রতি মাত্র ১২০০ রুপি সেটা অবশ্য বাংলাদেশি সহ বিশ্বের সকল দেশের জন্য প্রতিদিন জনপ্রতি ২০০ ডলার! জ্বি, আপনি ঠিক পড়েছেন, প্রতিরাত সেখানে থাকার জন্য আপনাকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি জনপ্রতি ২০০ ডলার দিতে হবে!
যদিও বলা হচ্ছে পর্যটক আকর্ষণের জন্য এই সুবিধা দেয়া হচ্ছে, তবে আমার ক্যাল্কুলেশন বলছে যদি লিমিট বেধে না দেয়া হয় তবে ভারত বাংলাদেশের মতো প্রতিবেশী দেশ পাশে নিয়ে এই সুবিধা দেয়ার পর রিয়েল পর্যটকদের চেয়ে রিয়েল সোনা ব্যাবসায়ীদেরই তারা বেশি টানতে সক্ষম হবে তাদের মধ্যে বেশিরভাগই থাকবে স্বর্ণ চোরাচালানকারী যারা নানা উপায়ে এই সুবিধা ব্যাবহার করে অবৈধ স্বর্ণ বা অতিরিক্ত স্বর্ণ ওপার থেকে এপার নিয়ে আসার নানা উপায় বের করে ফেলবে!

আলহামদুলিল্লাহ:-💞🇸🇦হজযাত্রীদের জন্য সুখবর"🇧🇩বাংলাদেশ থেকে হজযাত্রীদের জন্য সাশ্রয়ী খরচে ২০২৪ সাল থেকে আধুনিক বিলাস বহুল ...
29/11/2022

আলহামদুলিল্লাহ:-💞
🇸🇦হজযাত্রীদের জন্য সুখবর"
🇧🇩বাংলাদেশ থেকে হজযাত্রীদের জন্য সাশ্রয়ী খরচে ২০২৪ সাল থেকে আধুনিক বিলাস বহুল ৩২ তলা বিশিষ্ট জাহাজ চলাচল শুরু হবে চট্টগ্রাম-জেদ্দা নৌরুটে।

👉দেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান- কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেড এই রুট চালুর উদ্যোগ নিয়েছে। জাহাজটির পরিচালনায় একটি নীতিমালা নৌ-পরিবহন মন্ত্রণালয়ে প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার এমএ রশিদ।

👉🏼বুধবার, ২৩ নভেম্বর, দুপুরে পতেঙ্গার ওয়াটার বাস টার্মিনালে অবস্থানরত 'এমভি বে ওয়ানে' আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মাত্র ৮ দিনে চট্টগ্রাম থেকে জেদ্দা পৌঁছাবে জাহাজটি।❤️

09/11/2022

ভারতীয় ভিসার জন্য পোর্ট নির্বাচন ২০২২

করোনার কারণে অনেকদিন বন্ধ থাকার পর গত বছরের ১৫ই নভেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা দিচ্ছিলো ভারত। কিন্তু সেই ভিসায় শুধুমাত্র বাই এয়ারে ভারত যাওয়া যাচ্ছিলো। বাংলাদেশ থেকে যারা ভারত ভ্রমণ করেন তাদের বেশির ভাগই স্থলপথে ভারত ভ্রমণ করেন। ফলে এ ট্যুরিস্ট ভিসায় ভারতে যাওয়ার জন্য পর্যটকের সংখ্যা কম ছিলো। অবশেষে ২৮ই মার্চ থেকে স্থলপথে ভিসা দেয়া শুরু করেছে ভারত। তবে ভিসার পোর্ট এর ক্ষেত্রে কিছু পরিবর্তন আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো এই আর্টিকেলে।
আগে ভারতের ভিসার জন্য আবেদন করলে চারটা পোর্ট ডিফল্ট হিসেবে পাওয়া যেতো। অর্থ্যাৎ যে ভিসাই থাকুক না কেন, এ চারভাবে ভারত যাওয়া যেতো। এ চারটি ছিলো বাই এয়ারে ভারতের যেকোন এয়ারপোর্ট, বাই রোডে হরিদাশপুর (বাংলাদেশ অংশে বেনাপোল), বাই রোডে গেদে (বাংলাদেশ অংশে দর্শনা), বাই ট্রেন গেদে (মৈত্রী এক্সপ্রেস)। কিন্তু বর্তমানে ডিফল্ট পোস্ট দিচ্ছে বাই এয়ার (ভারতের যে কোন এয়ারপোর্ট), বাই রোড হরিদাশপুর (বাংলাদেশ অংশে বেনাপোল), বাই রোড আগরতলা (বাংলাদেশ অংশে আখাউড়া) ও বাই ট্রেন গেদে (শুধুমাত্র মৈত্রী এক্সপ্রেসের জন্য প্রযোজ্য এই পোর্ট, আপাতত হেটে পার হওয়া যাবেনা)। এছাড়া নতুন ট্রেনের পোর্ট (বাই ট্রেন জলপাইগুড়ি) নিয়েও কোন সিদ্ধান্ত হয়নি।

এর অর্থ আপনি যে পোর্টেই ভিসার জন্য আবেদন করেন এ লাইনটা লেখা থাকবে: By Air/ Haridashpur/Agartala । এখন যদি আপনি ডাউকির জন্য আবেদন করেন তবে এভাবে আসবে: By Air/ Haridashpur/Agartala/Dwaki অর্থ্যাৎ শেষে আপনার কাঙ্খিত পোর্ট যোগ করে দিবে ডিফল্ট অপশনগুলোর সাথে। যেভাবে লেখা থাকবে সেটার যে কোন পোর্ট দিয়ে ভারতে ঢুকে অন্য যে কোন পোর্ট দিয়ে বের হতে পারবেন। যেমন ডাউকি (তামাবিল) দিয়ে ঢুকে হরিদাশপুর (বেনাপোল) দিয়ে ফেরত আসতে পারবেন। আবার চাইলে বাই রোডে যেয়ে বাই এয়ারে ফেরত আসতে পারবেন।

এখন কিছু গুরুত্বপূর্ণ পোর্ট নিয়ে আলোচনা করি। আপনার ভারতের গন্তব্যের উপর ভিত্তি করে আপনি নিচের পোর্টগুলো পছন্দ করতে পারেন:
কলকাতা হয়ে আসা/যাওয়ার দরকার পড়লে হরিদাশপুর (বেনাপোল) হয়ে যেতে হবে। যেহেতু বাই এয়ার/হরিদাশপুর/আগরতলা আপনাকে দিবেই, সেহেতু আপনি চাইলে অন্য একটি পোর্ট যেমন ডাউকি (তামাবিল) এর জন্য আবেদন করে রাখতে পারেন। একবছর/ছয়মাস মেয়াদী ভিসা পেলে আপনি বছরের অন্য সময় মন চাইলে মেঘালয়েও ঘুরে আসতে পারবেন।

দার্জিলিং/সিকিম এর পরিকল্পণা থাকলে বাই রোড চেংড়াবান্দা (বাংলাদেশ অংশে বুড়িমারী), আপাতত ফুলবাড়ী (বাংলাদেশ অংশে বাংলাবান্দা) দিচ্ছেনা। ভারতের মধ্যে সীমান্ত থেকে শিলিগুড়ির দূরত্ব বাংলাবান্দা থেকে কম হলেও অনেক যানবাহনের সুবিধার জন্য বুড়িমারীকেই বেছে নেন। এছাড়া ভারত-বাংলাদেশের নতুন ট্রেন মিতালী এক্সপ্রেস এর পোর্ট বাই ট্রেন নিউ জলপাইগুড়ি, যেটা জুন ১, ২০২২ থেকে চলবে।

মেঘালয় যাওয়ার ইচ্ছা থাকলে পছন্দ করতে হবে ডাউকি (বাংলাদেশ অংশে তামাবিল)। এছাড়া ত্রিপুরা যেতে হলে পছন্দ হবে আগরতলা (বাংলাদেশ অংশে আখাউড়া)। তবে আগরতলা পোর্ট যেহেতু ডিফল্ট দেয়া থাকে এটাও আলাদা করে দেয়ার দরকার নেই, চাইলে অন্য একটা পোর্ট নিয়ে রাখতে পারেন।
ট্রেনের পোর্ট ঢাকা কলকাতা ঢাকা রুটে মৈত্রী এক্সপ্রেসের জন্য বাই ট্রেন গেদে (দর্শনা), খুলনা কলকাতা খুলনা রুটে বন্ধন এক্সপ্রেসের জন্য বাই ট্রেন পেট্রোপোল (বেনাপোল) ও ঢাকা-শিলিগুড়ি-ঢাকা রুটে মিতালি এক্সপ্রেসের জন্য বাই ট্রেন জলপাইগুড়ি। ট্রেন চালু হচ্ছে আগামী ২৯ মে থেকে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ও ১ জুন থেকে মিতালী এক্সপ্রেস।

এছাড়া আগে থেকে যাদের বাই এয়ারে ভিসা আছে, তাদের ভিসার মেয়াদ থাকলে পোর্ট সংযোজনের জন্য আবেদন করতে পারবেন। এজন্য ভিসা ও পাসপোর্টের ফটোকপি ও এক কপি ছবি নিয়ে ভিসা আবেদন কেন্দ্রে নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। আর যারা ভিসা আবেদনের সম্পূর্ণ গাইডলাইন চাচ্ছেন তারা এই আর্টিকেলটা পড়তে পারেন। এর বাইরে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।

07/09/2022

যাত্রী পারপারে বেনাপোল-পেট্রোপোল ইমিগ্রেশনের কিছু তথ্য...
যাত্রী পারপারে বেনাপোল স্থল বন্দর সাপ্তাহে সাত দিনই খোলা থাকে।
বেনাপোল ইমিগ্রেশন সকাল ৬.৩০ টা থেকে বিকাল ৬.৩০ টা পর্যন্ত খোলা থাকে।
একইভাবে বেনাপোল এর বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থল বন্দর খোলা থাকে।
ইমিগ্রেশনে ঝামেলা এড়াতে ডলার ইন্ডোর্সমেন্ট করে নিয়ে যাবেন, না থাকলে ইমিগ্রেশন এ হয়রানি পোহাতে হবে।
ডুয়াল কারেন্সি কার্ড দেখতে চাইবে থাকলে ভালো, যদি না থাকে ভিসা লেখা কার্ড দেখায়ে পার হয়ে যেতে পারেন।
এই সময়ে ক্যাশ টাকা না নিয়ে যাওয়াই ভালো, ক্যাশ ডলার নিয়ে যাবেন।
কলম সাথে নিয়ে যাবেন ইমিগ্রেশন ফ্রম এবং মেডিকেল ফ্রম ফিলাপের সময় যেন দেরি না হয় এই জন্য। ইন্ডিয়ান সাইডে নিজেদের ফিল আপ করা লাগবে।
মিনিমাম দুই ডোজ দেওয়া টিকার সার্টিফিকেট ২-৩ কপি করে নিয়ে যাবেন।
কারন ভারতীয় ইমিগ্রেশনে অনেকেই OTP পাওয়া যায় না কারন সেখানে বাংলাদেশি সিমে নেটওয়ার্ক কাভারেজ থাকেনা।
ডাবল ডোজ ভেক্সিন না দেয়া থাকলে RT-PCR টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে।
০-১০ বছরের বাচ্চাদের করোনা টিকা না দেয়া থাকলেও যেতে পারবে।
ভারতের অংশের ইমিগ্রেশনে ফিংগার প্রিন্ট লাগতেছে ১০ আংগুলের ছাপ নিচ্ছে ।
আপনি ইন্ডিয়ান যেই ক্যাটাগরির ভিসা নিয়ে যাবেন,সেই ক্যাটাগরির ভিসা রিলেটেড ডকুমেন্টস সাথে রাখবেন ও সঠিক ধারণা নিয়ে রাখবেন ।
এতে করে ইমিগ্রেশন অফিসারদের প্রশ্নের জবাবে তাৎক্ষনিক আপনি আটকিয়ে যাবেন নাহ...
লো বাজেটে যারা বনগা লোকাল হয়ে কলকাতা হয়ে যান তাদের খরচ কিছু বাড়বে। মাহেন্দ্রভাড়া ৫০ রুপি হয়ে গেছে পেট্রাপোল থেকে বনগা স্টেশন।
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ কর বা ট্রাভেল ট্যাক্স (Travel Tax) পরিশোধ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
স্থল বন্দরে লম্বা লাইনের ঝামেলা এড়াতে ও সময় বাঁচাতে আগে থেকে ট্রাভেল ট্যাক্স পরিশোধ করে মুল রশিদ সাথে করে নিয়ে যাবেন।
এই সময়ে স্থল বন্দর গুলো অনেক ভিড় থাকবে সময় ও লম্বা লাইনের ঝামেলা এড়াতে বাই রেল গেদে দিয়ে যাওয়া ই সঠিক সিদ্ধান্ত হবে।
Noted With Thanks...
পরিশেষে একটা কথায় বলবো ইমিগ্রেশন অফিসাররা আপনাকে সার্ভিস দেয়ার জন্যই বসে আছে
আপনি স্মার্টলি উত্তর দিতে পারলেই সহজেই ইমিগ্রেশন পার হয়ে যেতে পারবেন।

05/09/2022

ভারত থেকে বাংলাদেশে লাশ আনার নিয়ম:

ভারত থেকে লাশ নেয়ার জন্য আপনাকে একটা লম্বা রাস্তা পারি দিতে হবে, বেশ কয়েকটা অফিস ঘুড়ে প্রমান করতে হবে মৃতদেহ টি আপনার আত্মীয়ের এবং সে এখানে কোন ইলিগ্যাল কিছু করেন নি৷

আমি প্রিতিটি ধাপ নিয়ে নিচে বিস্তারিত লিখছি।

ধাপ - ১/ (Death Certificate)
প্রথমেই হস্পিটাল থেকে ডেথ সার্টিফিকেট, খুব সিম্পল কাজ। যে ডাক্তার এর আন্ডার এ ছিলেন সেই এক কাজটি করে দিবে। হস্পিটাল এর এডমিনেস্ট্রেশন থেকে এইটা কালেক্ট করে প্রথমেই ১০ টা কপি করে নিবেন৷

ধাপ - ২/ (Police N.O.C)
ডেথ সার্টিফিকেট( অরজিনাল + জেরক্স বা ফটো কপি) এবং প্যাশেন্ট + তার যে কোন একজন এটেন্ডেন্ট (যে বডিটা ক্যারি করে দেশে নিয়ে যাবে) এর পাসপোর্ট (অরজিনাল+জেরক্স) নিয়ে নিকটস্থ পুলিশ স্টেশন এ যান এবং সেখানে কথা বলে Entry করে N.O.C কালেক্ট করুন। বলে রাখা ভালো, এতে কোন টাকা পয়সার দরকার নেই।

ধাপ - ৩/ (Passport Cancellatio + NOC)
উপরের পেপার + পাসপোর্ট (অরজিনাল+জেরক্স) নিয়ে এবার চলে যাবেন নিকটস্থ হাই কমিশন এ (২৪ ঘন্টা খোলা থাকে, যদিও সন্ধ্যা ৬ টার পর কল করলে বলবে এখন আইসেন না বন্ধ) গিয়ে প্যাশেন্ট এর মূল পাসপোর্ট টা ক্যান্সেল করে সিল মেরে সেখান থেকে আরো একটি N.O.C Collect করবেন৷

ধাপ - ৪/ (FRO)
এবার উপরের সব পেপার নিয়ে চলে যাবেন FRO তে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করলেই মোটামুটি কাজ শেষ। (বলে রাখা ভালো, FRO সকাল ১০ টার আগে খুলে না সো এর আগে যাবেন না)৷

ধাপ - ৫/ (Embalming Certificat)
অনেক অরগানাইজেশান আছে যারা বডি Preservation এর কাজ করে, "Peace Heaven" ইন্ডিয়ার সবচেয়ে পূরন অর্গানাইজেশন গুলোর মধ্যে ১টা যারা লাস্ট ৭০ বছর ধরে এই কাজ অনেক স্বল্প মূল্যে করে যাচ্ছে৷ এরকম যেকোন একটি অর্গানাইজেশন এর সাথে কথা বলে সব ফার্মালিটিস (মূলত উপরের চারটি ধাপের পেপার দেখাতে হবে) শেষ করে Embalming Certificate Collect করবেন।

বংলাদেশে বডি নেয়ার জন্য এই ৫ টি পেপার মাস্ট থাকা লাগবে, উপরের সবগুলো পেপার এর ৭ টি করে জেরক্স করে ৭ টি আলাদা সেট করে রাখবেন।

আপনি যদি বাইরোডে যান তাহলে এম্বুলেন্স এর সাথে কন্টাক্ট করে অবশ্যই বিকাল ৫টার আগে বর্ডার পৌছাবেন, অন্যথায় ইমিগ্রেশন শেষ করে ৬ টার আগে বের হওয়া খুব টাফ হয়ে যাবে।

আর বাই এয়ার গেলে, যে এয়ার ওয়েজ এ যাবেন তার টিকেট কেটে টিকেটের একটা প্রিন্ট কপি + উপরের সব পেপার নিয়ে এয়ারপোর্ট এর কার্গো ডিপার্টমেন্টএ চলে যাবেন এবং সে এয়ারোয়েজ এর কার্গো অফিসে যেয়ে কথা বলে বডি ডিস্প্যাচ করার পেপার কালেক্ট করে নিবেন৷ বাকি কখন কি করতে হবে ওড়াই করে দিবে৷

বি.দ্রঃ উপরের কোথাও কোন খরচ নেই জাস্ট বডি প্রিসারভেশন এর জন্য একটা চার্জ ধরা হয়, পিস হ্যাভেন ৭২ ঘন্টা বডি প্রিসার্ভ + কফিন + ১দিন মর্গে রাখার জন্য ১৬,২০০ টাকা নেয়৷ আর কোথাও কোন খরচ নেই যদি সব কাজগুলো আপনি নিজে করতে পারেন৷

বডি কার্গোতে আনতে কোন টাকা লাগে না, জাস্ট এটেন্ডেন্ট এর এয়ার টিকেট লাগে৷ কাস্টস + ইমিগ্রেশন এ বডির জন্য কিছু টাকা লাগে বাট এয়ার ওয়েজ ও কোন টাকা লাগবে না। কলকাতা থেকে বাংলাদেশে বডি নিতে কাস্টমস এ ৯০০০ রুপি নেয়৷

04/09/2022

ভিসা ফি পেমেন্ট করার আগে
বার বার আবেদন পত্রটি পাসপোর্ট এর সাথে মিল রেখে চেক করে নিতে ভুলবেন না।

29/08/2022

We give you free wheelchair services when you travel to Chennai to make your medical treatment journey as easy as possible

উইকিপিডিয়া ও বিভিন্ন দেশের দূতাবাসের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীদের কোনো ভিসাই লাগবে না এমন দেশগুলো হলো :১. বা...
29/08/2022

উইকিপিডিয়া ও বিভিন্ন দেশের দূতাবাসের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীদের কোনো ভিসাই লাগবে না এমন দেশগুলো হলো :

১. বাহামাস (চার সপ্তাহ পর্যন্ত)

২. বার্বাডোস (ছয় মাস)

৩. ডোমিনিকা (ছয় মাস)

৪. ফিজি (চার মাস)

৫. গাম্বিয়া (তিন মাস)

৬. গ্রানাডা (তিন মাস)

৭. হাইতি (তিন মাস)

৮. জ্যামাইকা

৯. লেসোথো (তিন মাস)

১০. মালাওয়ি (তিন মাস)

১১. মাইক্রোনেশিয়া (এক মাস)

১২. সেইন্ট কিটস অ্যান্ড নেভিস

১৩. সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডিনস (এক মাস)

১৪. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো

১৫. ভানুয়াতু (এক মাস)

১৬. মন্টসেরাত (তিন মাস)

১৭. টার্ক অ্যান্ড সিসেরো আইল্যান্ড (এক মাস)

১৮. ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড (এক মাস)

১৯. মাক্রোনেশিয়া (এক মাস)

২০. নিউয়ি (এক মাস)
বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেতে পারবেন, তবে সেখানে পৌঁছে ভিসা করতে হবে এমন দেশগুলো হলো:

১. ভুটান

২. বলিভিয়া (তিন মাসের ভিসা)

৩. কেপ ভার্দে

৪. কমোরোস

৫. গিনি বিসাউ (তিন মাস)

৬. মাদাগাস্কার (তিন মাস)

৭. মালদ্বীপ (এক মাস)

৮. মাওরিতানিয়া

৯. মোজাম্বিক (এক মাস)

১০. নেপাল (এক মাস)

১১. নিকারাগুয়া (তিন মাস)

১২. তিমরলেস্টে (এক মাস)

১৩. টোগো (সাত দিন)

১৪. তুভালু (এক মাস)

১৫. উগান্ডা

১৬. বুরুন্ডি

১৭. জিবুতি (এক মাস)

১৮. আজারবাইজান (এক মাস)

১৯. ম্যাকাউ (এক মাস)
বাংলাদেশের পাসপোর্ট থাকলে ভিসা লাগবে না তবে বিশেষ অনুমোদন লাগবে এমন দেশগুলো হলো :

১. কিউবা (টুরিস্ট কার্ড জোগাড় করতে হবে, মেয়াদ তিন মাস)

২. সামোয়া (ঢোকার অনুমতিপত্র থাকলেই হলো, মেয়াদ দুই মাস)

৩. সেচেলেস (ভ্রমণের অনুমতিপত্র থাকতে হবে, মেয়াদ এক মাস)

৪. সোমালিয়া (ওই দেশে থাকা কেউ স্পন্সর করলে ভিসা পৌঁছেও করা যাবে, যার মেয়াদ হবে এক মাস। তবে সোমালিয়া পৌঁছানোর দুদিন আগে সেখানকার বিমানবন্দরে বিষয়টি জানিয়ে রাখতে হবে)

৫. শ্রীলংকা (ভ্রমণের জন্য ইলেকট্রনিক অনুমোদনপত্র, মেয়াদ এক মাস)

৬. লাওস (সরকারি কোনো সফরের নথিপত্র থাকলে ভিসা প্রয়োজন হবে না)

⛔সাবধান!!!⚠️ আপনারা যারা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে কোলকাতা থেকে ঢাকায় আসবেন তারা ব্যাপারটা মেনে চলবেন।কলকাতা থেকে ট্রে...
25/08/2022

⛔সাবধান!!!⚠️
আপনারা যারা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে কোলকাতা থেকে ঢাকায় আসবেন তারা ব্যাপারটা মেনে চলবেন।

কলকাতা থেকে ট্রেনে যাবার জন্য চেকিং শেষে ইমিগ্রেশন ঢোকার আগেই ভারতীয় রেইলওয়ের লোক ব্যাগ চেক করে, ওজন করে। যদিও আমাদের ২ টি ব্যাগ মিলিয়ে ৩৫ কেজি নেবার অনুমতি রয়েছে তাও ২০ কেজি পার হলেই তারা চালান কাটতে বলবে, আমার ২ টা ব্যাগ মিলিয়ে ৩২ কেজি হয়েছে তারপরেও ৩০০০ টাকা দাবি করেছে, পরে অনেক ঝগড়া -বিবাদ করে (হাতাহাতি টাই শুধু বাকি ছিলো) ৫০ টাকা দিয়ে এসেছি। পরে ট্রেনে উঠে শুনি কারো থেকে ৫০০, কারো থেকে ১০০০, কারো কারো থেকে ২০০০ পর্যন্ত নিয়েছে, কেবলমাত্র যারা ঝগড়াঝাটি করেছে তাদের সাথে তাদেরই ১০/২০/৫০ টাকা অথবা কোন টাকা না নিয়েই ছেড়ে দিয়েছে। তবে আমি মনে করে এদের দিয়ে অভ্যস্ত করে ফেললে সামনে আরো খারাপ পরিস্থিতি হবে।

আর, খুব সকালে যাবার প্রয়োজন নেই ইমিগ্রেশনে, কেননা আগে গিয়ে ইমিগ্রেশন শেষে দাঁড়িয়ে থাকতে হয়, ট্রেইন খুলবে ছাড়ার ৩০ মিনিট আগে।

25/08/2022

✈️🇧🇩 ভারতের ✈️🇮🇳
ত্রিপুরা - চট্টগ্রাম সাথে ফ্লাইট চালু হতে যাচ্ছে
খুব শিগগিরই।

24/08/2022

আন্দামান যাওয়ার জন্য অবশ্যই পাশ নিতে হবে শুধু ফরেন ট্যুরিস্ট না ভারতীয়দের জন্যও এই রুলস

20/08/2022

পর্যটন ভিসায় সৌদি আরবে গেলেই এখন থেকে ওমরাহ পালন করা যাবে

বিস্তারিত : https://somoynews.tv/news/2022-08-19/পর্যটন-ভিসায়-ওমরাহ-পালনের-সুযোগ
--------------------------------------------------------------------------

দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সময় এর টেলিগ্রাম চ্যানেলে।
সাবস্ক্রাইব করুন: https://t.me/somoynews_tv
ফলো করুন:
ইন্সটাগ্রাম: https://www.instagram.com/somoynews_tv/
লিংকডইন: https://www.linkedin.com/company/somoynews
টুইটার: https://twitter.com/somoytv

কোনো বাংলাদেশী পাসপোর্টে Japan 🇯🇵 UK 🇬🇧 Australia 🇦🇺 New Zealand 🇳🇿 USA 🇺🇸 Schengen 🇪🇺 Canada 🇨🇦 এর ভিসা থাকলে এখন থেকে ...
19/08/2022

কোনো বাংলাদেশী পাসপোর্টে Japan 🇯🇵 UK 🇬🇧 Australia 🇦🇺 New Zealand 🇳🇿 USA 🇺🇸 Schengen 🇪🇺 Canada 🇨🇦 এর ভিসা থাকলে এখন থেকে মিশরে অন এরাইভাল ভিসা পাওয়া যাবে। ধন্যবাদ, গ্রুপের সবাইকে।

19/08/2022

আজকে কলকাতায় রুপির ক্যাশ টাকার রেট ৭২.৫০ করে

16/08/2022

আশাকরি এরপর থেকে আর কারো কনফিউশন থাকবেনা।

সব প্রশ্নের উত্তর পাবেন এতেই।

ইন্ডিয়ার বুথ থেকে টাকা তুলতে গেলে দুইরকম চার্জ হতে পারে। আমি Visa কার্ড নিয়ে কথা বলবো।
১. বুথের চার্জ (সব ব্যাংকের বুথে চার্জ নেই)
২. ব্যাংকের চার্জ (সব ব্যাংকের কার্ডে চার্জ নেই)

১.
বুথের চার্জ রুপিতে হয়। ১০০০০ পর্যন্ত যত রুপিই তুলুন যেটা এড হবে। একেক ব্যাংকের বুথে একেক চার্জ।

* SBI - Free
* HFDC, ICICI - ২০০ রুপি
* Punjab National - ১৫০ রুপি
* Axis - ৩০০ রুপি
এই কয়েকটা ব্যাংকের বুথই আশেপাশে মেলে।

২.
আমাদের দেশের ব্যাংকের চার্জ টাকাতে হয় মানে আপনি যে ব্যাংকের কার্ড ইউজ করেন এটা তার চার্জ। ১০০০০ পর্যন্ত যত রুপিই তুলুন এটা এড হবে। আমি শুধু Brac, IFIC এর টা নিজে ফেস করেছি।

* IFIC Debit Card - Free
* Brac Debit Card - ২৫০ টাকা
* আমার জানামতে IBBL সহ আরো কিছু ব্যাংক আছে যাদেরও এমন কোনো চার্জ ব্যাংক কাটেনা।

উদাহরণ -
গতকাল SBI বুথ থেকে তুলে যে রেট পেলাম। ১০০০০ রুপিতে।

Brac - ১২৫৫১ টাকা (মার্ক আপ সহ ১২৩০১ + ২৫০ টাকা)। যার অর্থ আমি পেলাম ৭৯.৬৬ টাকা রেট।

IFIC - ১২১৮০ টাকা (মার্ক আপ সহ এটা। অন্য চার্জ নেয়না)। যার অর্থ আমি রেট পেলাম ৮১.১০ টাকা রেট।

***
কোনো হ্যাসেল ফেস করেছি কিনা -
না। আমি উপরের ৫টা ব্যাংকের বুথ থেকেই একদিনে টাকা তুলেছি। IFIC বা BRAC কোনোটাতেই সমস্যা করেনাই।

***
কত রুপি তোলা যায় -
আমি ৫০০০০ রুপি করে তুলেছি। স্মুথ। ৫ বারে ৫০০০০ রুপি।

***
SBI বুথে যে অপশন থাকে -
- পিন দিবেন।
- আমি IFIC, BRAC দুইটাতেই Savings সিলেক্ট করেছিলাম।
- টাকার এমাউন্ট দিবেন।
- এরপর লেখা আসবে তারা ডায়ানামিক কারেন্সিতে করতে পারছেনা। তাই ভিসা/মাস্টারের রেটে করবে। ইয়েস প্রসিড দিয়েছি।
- ব্যাস টাকা বের হয়ে আসবে।

***
তার মানে বেস্ট বুথ আর বেস্ট কার্ড কোনটা?
- SBI বুথে চার্জ নেই তাই এটা বেটার।
- আর কার্ড অনেক ব্যাংকেরই চার্জ নেই সেগুলা নিবেন। আমি IFIC ইউজ করেছি, স্মুথ। যতদুর জানি IBBL এও এই চার্জ নাই। কিন্তু অনেকে বলে তাদের টাকা নাকি উঠেনা কোনো কোনো বুথে।

***
বুথ যেভাবে খুঁজে পাবেন?
গুগল ম্যাপে SBI ATM near me লিখবেন। ব্যাস।
কিন্তু মাঝেমধ্যে আপনি সেই স্থানে SBI বুথ পাবেন না। স্থান চেঞ্জ বাট আপডেট করেনাই। আমি কয়েকবার এটা ফেস করেছি। মোটামুটি ১ কিলোমিটারের মধ্যে বুথ পাবেন।

(((((( বর্ডারে কাল রেট ৭৫ ও দিচ্ছিলো। ৭২.৭৫ রেট। ১৪ আগষ্ট থেকেই রেট স্বাভাবিক হতে শুরু করেছে। আশাকরা যায় ৭ দিনে আগের মত চলে আসবে। সে সেময় আবার SBI বুথ + IFIC এর মত চার্জ বাদে ব্যাংকের কার্ড ছাড়া টাকা তোলা কিছুটা লস হবে। মানে আগের মতন স্বাভাবিক হলে))))

ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ।

ট্রাভেল ট্যাক্স : কি? কত, কোথায় দিবেন ও অনলাইনে দেবার উপায় জানুন...বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ কর বা ট্রাভেল ট্যাক্স (T...
16/08/2022

ট্রাভেল ট্যাক্স : কি? কত, কোথায় দিবেন ও অনলাইনে দেবার উপায় জানুন...

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ কর বা ট্রাভেল ট্যাক্স (Travel Tax) পরিশোধ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
স্থল, আকাশ, ট্রেন বা নৌপথে যেভাবেই যতবারই দেশের বাইরে যান আপনাকে প্রতিবারই এই ট্যাক্স দিতে হবে।
বর্তমানে আকাশ পথে ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে টিকেটের সাথেই ভ্রমণ কর যুক্ত থাকে।
শুধুমাত্র স্থলপথে ভ্রমণের ক্ষেত্রে আপনাকে আলাদা করে ভ্রমণ কর দিতে হবে। ট্রাভেল ট্যাক্স দেওয়া ছাড়া আপনি দেশের বাইরে কোথাও ভ্রমণে যেতে পারবেন না।

ট্রাভেল ট্যাক্স কত?
বর্তমানে যেকোন স্থল বন্দর দিয়ে প্রতিবার বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের (১২ বছর+) ভ্রমণ কর ৫০০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের (৫ – ১২ বছর) জন্যে ভ্রমণ কর ২৫০ টাকা।

কোথায় ট্রাভেল ট্যাক্স দেওয়া যায়?
এতদিন কেবলমাত্র জেলা ভেদে ১/২টি সোনালী ব্যাংকের নির্ধারিত শাখা ও বেশিরভাগ স্থল বন্দরে ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ কর দেওয়ার সুযোগ থাকলেও
বর্তমানে অনলাইনে ভ্রমণ কর দেয়ার সুবিধা চালু করা হয়েছে। ফলে সোনালী ব্যাংকে সরাসরি উপস্থিত হয়ে কর দেয়ার পাশাপাশি
ওয়েবসাইটের মাধ্যমে যেকোন স্থান থেকে অনলাইনে ট্রাভেল ট্যাক্স পরিশোধ করা যাবে।

অনলাইনে ট্রাভেল ট্যাক্স দেবার উপায় কি?
NBR ও Sonali Bank এর যৌথ উদ্যোগে ট্রাভেল ট্যাক্স অনলাইনে দেবার উপায় চালু হয়েছে।
অনলাইনে ভ্রমণ কর দেবার জন্যে প্রথমে এই লিংকে https://nbr.sblesheba.com/ যান।
পাসপোর্টের সাথে মিল রেখে ইংরেজীতে আপনার নাম,
পাসপোর্টের নাম্বার,
যাত্রীর ধরণ,
পরিবহনের ধরণ (By Land),
আপনার গন্তব্য,
মোবাইল নাম্বার সঠিক পাবে পূরণ করুন।
পরবর্তী ধাপে আপনার পূরণকৃত তথ্য দেখাবে। কোন ভুল থাকলে এডিট অপশন থেকে ঠিক করে নিন।
সব ঠিক থাকলে পেমেন্ট অপশনে ক্লিক করুন।
বর্তমানে অনলাইনে ট্রাভেল ট্যাক্সের অর্থ সোনালী ব্যাংক অনলাইন সিস্টেম থেকে অথবা কার্ড দিয়ে করতে চাইলে
মাস্টার কার্ড, কিউ ক্যাশ, ভিসা কার্ড এবং বিকাশের মাধ্যোমে পরিশোধের সুযোগ রয়েছে। অনলাইনে ভ্রমণ করের ৫০০ টাকার সাথে ১০ টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে।
আপনার পেমেন্ট করা হয়ে গেলে একটা ট্রাভেল ট্যাক্স পরিশোধের রিসিট পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। সেই রশিদ প্রিন্ট করে ভ্রমণের সময় সাথে রাখতে হবে।

সরাসরি ট্রাভেল ট্যাক্স কিভাবে জমা দিব?
স্থল বন্দরে ৩৬৫ দিন সকাল ৮:০০ থেকে সন্ধ্যা ৬:০০ পর্যন্ত ভ্রমণ কর দেয়ার সুযোগ রয়েছে। তবে সময় বাঁচাতে ও জটিলতা এড়াতে সোনালি ব্যাংকের নির্ধারিত কোন শাখায় আগেই কর জমা দিয়ে দেয়া ভাল।
এছাড়া সীমান্তে ভ্রমণ কর দিতে এক্সট্রা ফি গুনতে হয়। আবার ডাউকিতে ভ্রমণ কর পরিশোধের কোন ব্যবস্থা নেই।
কোন কোন ক্ষেত্রে ২০০-৩০০ টাকা অতিরিক্ত দিলে ভ্রমণ ট্যাক্স পরিশোধের রশিদ পাওয়া যায়।
এছাড়া আগে থেকেই ট্রাভেল ট্যাক্স পরিশোধ করে রশিদ সংগ্রহ করে রাখতে পারেন এবং এতে কোন ঝামেলা নেই কারণ এর কোন নির্দিষ্ট মেয়াদ নেই।
এছাড়া সোনালি ব্যাংকের কিছু শাখায় চালানের মাধ্যমে ট্রাভেল ট্যাক্স জমা দেওয়া যায়।
তবে জেনে নিতে হবে আপনি যে শাখায় যেতে চাচ্ছেন এরা চালানের মাধ্যমে ভ্রমণ কর নেয় কিনা। চালানের মাধ্যমে ভ্রমণ কর জমা দিতে জোন অনুযায়ী ভ্রমণ কর কোড প্রয়োজন হয়।
সোনালী ব্যাংকের জোন অনুযায়ী একেক শাখার কোড একেক রকম। আর চালানের মাধ্যমে কর দেওয়ার ক্ষেত্রে চালানে পাসপোর্ট নাম্বার, নাম, ঠিকানা ইত্যাদি বড় হাতের ইংরেজি অক্ষরে লিখতে হয়।

ট্রাভেল ট্যাক্স দিতে কি লাগবে?
ভ্রমণ কর নিজের বা অন্য কারোর জন্য দিতে গেলে নিজের ও অন্যের মূল পাসপোর্ট বা ফটোকপি/স্ক্যানকপি নিয়ে যেতে হয়। আবার নিজে না গিয়ে অন্যকে দিয়ে ট্যাক্স জমা দিতে পারবেন।
মনে রাখবেন, যতবার স্থলপথে বিদেশ ভ্রমণে যাবেন ঠিক ততবার ভ্রমণ কর পরিশোধ করতে হয়।
ট্রাভেল ট্যাক্সের কোন মেয়াদ দেয়া থাকে না তাই ট্যাক্সের পরিমাণ/নিয়ম যতদিন পরিবর্তিত না হবে ততদিন পর্যন্ত এটা একবার ভ্রমণের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
আর সম্ভব হলে ভ্রমণের আগেই ট্রাভেল ট্যাক্স জমা দিয়ে দিবেন। এতে ভ্রমণের সময় স্থল বন্দরে অনেকখানি ঝামেলা মুক্ত থাকতে পারবেন।
পরিশেষে একটি অনুরোধ রইল।
আপনার পাসপোর্ট একান্তই আপনার নাহ এটি একটি দেশ ও জাতির সন্মান বহন করে।
আপনি যখন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যান, তখন আপনার মাধ্যমেই বাংলাদেশকে চিনে অন্য দেশের মানুষজন।
নিজেকে, নিজের দেশকে সুন্দর ভাবে উপস্থাপন করুন। তাতে আপনার মর্যাদা বাড়বে, দেশের মর্যাদা বাড়বে। ধন্যবাদ
Thank u please stay safe,stay with...

A momentous step in the Government of Bangladeshes promise of a Digital Bangladesh, this website is an integrated solution for e-payment of income taxes, VAT, customs duty and other taxes. The site employs global-standard secure payment systems and is very simple to use.

13/08/2022

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট সোমবার IVAC বন্ধ থাকবে।

09/08/2022

ইন্ডিয়া ভ্রমণে ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করুন। চার্জ বাদে,
৮০ রুপি রেট পাবেন

08/08/2022
08/08/2022

আগামীকাল ৯ আগস্ট মঙ্গলবার IVAC বন্ধ থাকবে।

03/08/2022

ভারতীয় ভিসা প্রত্যাখান এর সম্ভবত কারন সমূহ জানুন...
জীবনের প্রয়োজনে আমরা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করে থাকি,
আর এ জন্যই প্রয়োজন হয় ভিসা ও এনডোর্সমেন্ট,এই ভিসা প্রসেসিং করতে গিয়ে ডকুমেন্টস জটিলতাই আমাদের বড় সমস্যা।
আমরা প্রায়ই ভারতে জরুরী কাজে বা ভ্রমন করতে যাওয়ার পরিকল্পনা করে থাকি যেমন-
ট্যুরিস্ট ভিসা...✈🚌🚉
মেডিক্যাল ভিসা...✈🚌🚉
ট্রানজিট ভিসা...✈🚌🚉
ডাবল এন্ট্রি ভিসা...✈🚌🚉
স্টুডেন্ট ভিসা...✈🚌🚉
জার্নালিস্ট ভিসা...✈🚌🚉
বিজনেস ভিসা...✈🚌🚉
কনফারেন্স ভিসা।✈🚌🚉
এমপ্লয়মেন্ট ভিসা...✈🚌🚉
এন্ট্রি ভিসা...✈🚌🚉
রিসার্চ ভিসা...✈🚌🚉
এই সব ভিসা আবেদন করার সময়ই যত ঝামেলা পোহাতে হয়,ও ঠিকঠাক মতো ডকুমেন্টস জমা না করলে বা ফাইলটি অসম্পন্ন জমা দিলে রিফিউজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে.....
ভারতীয় ভিসা প্রত্যাখান এর সম্ভবত কারন সমূহ
পূর্বে টুরিস্ট ভিসা নিয়ে ভারত হয়ে নেপাল ভ্রমন করলে।
আবেদনকারীর ফর্মে কোন ভূল তথ্য পুরন করলে।
কোন ডকুমেন্টস জাল/নকল সংযুক্ত করলে।
পাসপোর্ট এবং ভোটার আইডি বা জন্ম নিবন্ধনের সাথে গড়মিল থাকলে।
ভিসা সেন্টারে আপনার ডকুমেন্টস জমা দেয়ার পর যদি হাই-কমিশন থেকে ফোন দেয়? আর আপনি যদি সঠিক তথ্য দিতে না পারেন তাহলে আপনার ভিসাটি রিফিউজ হয়ে যাবে।
ভ্রমন ভিসা বা অন্য কোন ভিসা নিয়ে গিয়ে Over Stay করে ইলিগ্যাল ভাবে ফিরে আসলে।
আবেদন পত্র এবং বিদুৎ বিলের ঠিকানা গড়মিল থাকলে।
পূর্বে টুরিস্ট ভিসা নিয়ে ভারত হয়ে নেপাল ভ্রমন করলে।
পুরোনো ছবি দিয়ে অথবা ২"× ২" ছবি ছাড়া আবেদন করলে।
পাসপোর্টে ENTRY REFUSED/OFFLOAD সিল রিমুভ না করে আবেদন পত্র জমা করে দেয়া।
পাসপোর্ট এর সাথে মিল না রেখে আবেদন পত্রে স্বাক্ষর করে দেয়া।
প্রফেশন প্রুফ NOC এবং ডলার এন্ড্রোসমেন্ট নকল দিলে।
পাসপোর্ট এর ৪৩ নাম্বার পৃষ্ঠায় Applied সিল থাকা অবস্থায় আবেদন পত্র জমা করে দেয়া।
পেশাগত তথ্য ভূল দিলে বা মনগড়া মতো ডকুমেন্টস দিলে।
ব্যাংক স্টেটমেন্ট গত ৬ মাসের না দেয়া বা
ব্যাংকে এন্ডিং ব্যালেন্স মিনিমাম ২০ হাজার টাকার কম দেখানো।
পাসপোর্টে অন্তত: দু’টি সাদা পাতা না থাকা।
আপনার পাসপোর্ট ৬ মাস বা ১৮০ দিনের কম মেয়াদ থাকা অবস্থায় ভিসার জন্য আবেদন পত্র জমা করে দেয়া।
পুরোনো সকল পাসপোর্ট সংযুক্ত না করলে অথবা হারানো পাসপোর্ট এর লিগ্যাল ডকুমেন্টস জমা না দিলে। ইত্যাদি
Noted With Thanks
আপনি কোথায় যাবেন তার উপর নির্ভর করবে আপনি কোন পোর্ট দিয়ে যাবেন।
ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশনে আপনি যে পোর্ট ই পছন্দ করেন না কেন? আপনি চাইলে
বাংলাদেশের অংশে বেনাপোল আর ভারতের অংশে পেট্রাপোল দিয়ে আসতে যেতে পারবেন।
তাছাড়া বাংলাদেশী ভিসা আবেদনকারীদের জন্য ভারত সরকার এই ৩ টি পোর্ট ঊন্মক্ত করে দিয়েছেন ।
বাই বাস বেনাপোল-পেট্রাপোল
বাই রেল গেদে
বাই এয়ার।
আপনি আপনার ভিসাতে দেয়া পোর্ট এর বাহিরে আপনি এই ৩ টা পোর্ট আপনি বোনাস হিসেবে ব্যাবহার করতে পারবেন।
এই পোর্ট গুলো সকল ভিসা ক্যাটাগরি ট্রাভেলারদের জন্য এন্ট্রি-এক্সিট ঊন্মক্ত।
মনে রাখবেন আপনার আবেদনপত্র অবশ্যই ৭ দিনের মধ্যে জমা দিতে হবে।
অন্যথায় আপনার আবেদন পত্রটি ৭ দিন পর আইভেক এর সার্ভার থেকে স্বয়ংক্রিয় ভাবে মুছে যাবে,
আর হ্যাঁ অবশই ভিসা ফি পেমেন্ট করার আগে বার বার আবেদনপত্রটি পাসপোর্ট এর সাথে মিল রেখে চেক করে নিতে ভুলবেন না।
পরিশেষে একটি রিকোয়েস্ট রইলো
আপনার পাসপোর্ট একান্তই আপনার নাহ এটি একটি দেশ ও জাতির সন্মান বহন করে।
আপনি যখন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যান, তখন আপনার মাধ্যমেই বাংলাদেশকে চিনে অন্য দেশের মানুষজন।
নিজেকে, নিজের দেশকে সুন্দর ভাবে উপস্থাপন করুন। তাতে আপনার মর্যাদা বাড়বে, দেশের মর্যাদা বাড়বে। ধন্যবাদ

Address


Telephone

+8801766868686

Website

Alerts

Be the first to know and let us send you an email when Easy Trip A2Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Easy Trip A2Z:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share