Chittagong Ship Breaking Yard

  • Home
  • Chittagong Ship Breaking Yard

Chittagong Ship Breaking Yard Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chittagong Ship Breaking Yard, .

Chittagong Ship Breaking Yard is located in Faujdarhat, Sitakunda Upazila, Bangladesh along the 18 kilometres Sitakunda coastal strip, 20 kilometres north-west of Chittagong

জাহাজটি বঙ্গোপসাগরের সীতাকুণ্ড উপকূলীয় এলাকায়  শিপ ব্রেকিং ইয়ার্ডে রাখা হয়েছে, নতুন জাহাজ।এই জাহাজটিতে দাঁড়ালে সীতাকুণ্ড...
21/04/2024

জাহাজটি বঙ্গোপসাগরের সীতাকুণ্ড উপকূলীয় এলাকায় শিপ ব্রেকিং ইয়ার্ডে রাখা হয়েছে, নতুন জাহাজ।

এই জাহাজটিতে দাঁড়ালে সীতাকুণ্ড পাহাড়ের চূড়া দেখা যায়।

শিপ ব্রেকিং ইয়ার্ড
13/04/2024

শিপ ব্রেকিং ইয়ার্ড

আগের ছবি
16/03/2024

আগের ছবি

SN Corporation,  Madam Bibir Hat, Sitakundu
19/02/2024

SN Corporation, Madam Bibir Hat, Sitakundu

নতুন জাহাজ ভিড়েছে লালব্যাগ শিপ ব্রেকিং ইয়ার্ডে
15/12/2023

নতুন জাহাজ ভিড়েছে লালব্যাগ শিপ ব্রেকিং ইয়ার্ডে

নতুন জাহাজএন বি স্টীল ডকইয়ার্ড
05/12/2023

নতুন জাহাজ

এন বি স্টীল ডকইয়ার্ড

সমুদ্র থেকে শিপ ব্রেকিং ইয়ার্ড
24/11/2023

সমুদ্র থেকে শিপ ব্রেকিং ইয়ার্ড

চট্টগ্রাম সীতাকুণ্ড শীপ ব্রেকিং ইয়ার্ডে বিদেশ থেকে কাটার জন্য আনা জাহাজের ক্যাপ্টেন ব্রিজ এর উপর থাকে তুলা ছবি।সংগৃহীত ছ...
22/11/2023

চট্টগ্রাম সীতাকুণ্ড শীপ ব্রেকিং ইয়ার্ডে বিদেশ থেকে কাটার জন্য আনা জাহাজের ক্যাপ্টেন ব্রিজ এর উপর থাকে তুলা ছবি।

সংগৃহীত ছবি

21/11/2023

আমরা কোন স্ক্র‍্যাপ মালের ব্যবসা করি না।
দয়া করে বিভিন্ন মালামলের প্রাপ্যতা, দাম চাহিয়া মেসেজ করিবেন না।

ধন্যবাদ

ইস্পাত থেকে আসবাব সবই মেলে জাহাজ ভাঙা শিল্পেদামি আসবাবপত্রের মতোই দেখতে। কাঠের তৈরি দেশের বাজারে একসেট আসবাবপত্র যেখানে ...
20/11/2023

ইস্পাত থেকে আসবাব সবই মেলে জাহাজ ভাঙা শিল্পে
দামি আসবাবপত্রের মতোই দেখতে। কাঠের তৈরি দেশের বাজারে একসেট আসবাবপত্র যেখানে ৫০ হাজার টাকা পর্যন্ত হাঁকে।
সেই মানের না হলেও চলনসই এক সেট আসবাবপত্র ৫ থেকে ১০ হাজার টাকা দিয়ে মেলে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায়।
জাহাজ ভাঙার পর ইয়ার্ড থেকে কিনে নেওয়া এসব সামগ্রীর বাজারও বেশ জমজমাট। নগরের সিটি গেট থেকে সীতাকুণ্ডের কুমিরা এলাকা পর্যন্ত পুরোনো জাহাজের জিনিসপত্রের দোকান চোখে পড়ে।
রাস্তার দু’পাশে সারি সারি এসব দোকানে পাওয়া যায় কেটে ফেলা পুরোনো জাহাজের ব্যবহৃত-অব্যবহৃত ফার্নিচার, ক্রোকারিজ, কিচেন আইটেম, বাথরুম ফিটিংস, টিভি-ফ্রিজ-এসি-কম্পিউটার-ইলেকট্রনিকস, রঙ ও তেল, ইলেকট্রিক তার ও নানা সাইজের ক্যাবল, পাইপ ফিটিংস।
বসবাসের বাড়ি থেকে অফিস, দোকান কিংবা রেস্টুরেন্ট সাজানোর সব জিনিসই এখানে পাওয়া যায়।
এসব জিনিসের বিশেষত্ব হল এই জিনিস গুলোর দাম বাজারের প্রায় অর্ধেক এবং তুলনামূলক টেকসই।
দোকানদাররা জানান, তারা এইসব জিনিস শিপইয়ার্ড থেকেই সংগ্রহ করেন। টেন্ডার আহবানের মাধ্যমে জাহাজের মালিক জিনিস গুলো বিক্রেতাদের কাছে বিক্রি করেন।
যিনি সর্বোচ্চ দরদাতা তিনি জিনিসগুলো কিনে নেন।
আবার কোনও কোনও জাহাজের মালামাল লট আকারে, আবার কোনও জিনিস আলাদাভাবে কিনতে হয়।
বিক্রেতারা মূলত পাইকারি ও খুচরা মূল্যে জিনিসগুলো বিক্রি করেন। সারাদেশেই রয়েছে জাহাজের পুরোনো জিনিসের চাহিদা।
হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকার পণ্যও এখানাকার দোকান গুলোতে পাওয়া যায়।
জাহাজের জিনিসগুলো ব্যবহারের পরিমাণ, স্থায়ীত্ব, চাহিদার ওপর ভিত্তি করে বিক্রি হয়।
দর কষাকষি করে ক্রেতারা এখান থেকে জিনিস ক্রয় করেন।
ভাটিয়ারীতে অবস্থিত ফার্নিচার দোকাননের এক মালিক বলেন,
অনেক জায়গা থেকে ক্রেতারা এখানে আসেন।
আমাদের এখানে হাজার টাকা থেকে লাখ টাকার উপরে ফার্নিচার আছে। ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী এখান থেকে আসবাবপত্র কিনে নিয়ে যান।
আমাদের এখানে জাহাজের সোফা, বক্স খাট, টি টেবিল, রিডিং টেবিল, ড্রেসিং টেবিল, ওয়ারড্রব, আলমারি, বুক-সেলফসহ ঘর সাজানোর সব ফার্নিচার পাওয়া যায়। দেশের বিভিন্ন স্থানে রেস্টুরেন্টের জন্য জাহাজের কিচেন আইটেম বিক্রি করে।
সীতাকুন্ডের মাদাম বিবির হাটে এক দোকানের মালিক বলেন,
একটা রেস্টুরেন্ট ও বেকারি তৈরির জন্য যা যা জিনিস-পত্র প্রয়োজন তার সম্পূর্ণ সেট-আপ আমাদের কাছে আছে।
রেস্টুরেন্টের জিনিসগুলো দামী হয়। তবে ক্রেতারা বাজারে যে দামে কেনেন, আমাদের কাছ থেকে প্রায় অর্ধেক দামে কিনতে পারেন।
পাঁচ হাজার থেকে শুরু করে প্রায় ২০ লাখের বেশি টাকার জিনিস পাওয়া যায়।

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে লৌহজাত  শিল্পের সিংহভাগ কাঁচামাল যোগানদাতা ও দেশের একমাত্র ভাসমান খনি খ্যাত শিল্পের সংগঠন ব...
19/11/2023

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে লৌহজাত শিল্পের সিংহভাগ কাঁচামাল যোগানদাতা ও দেশের একমাত্র ভাসমান খনি খ্যাত শিল্পের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশন (বিএসবিআরএ)' র

আগামী দিনের বলিষ্ঠ নেতৃত্বের লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সম্মানিত সকল নেতৃবৃন্দকে নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা।

২২৩ কোটির টাকার জাহাজ, আয়তনে তার ৩টি মাঠের সমান অর্থাৎ ১৯ হাজার বর্গমিটার, যদিও গত এক দশকে এত দামে পুরোনো কোনো জাহাজ আমদ...
16/11/2023

২২৩ কোটির টাকার জাহাজ, আয়তনে তার ৩টি মাঠের সমান অর্থাৎ ১৯ হাজার বর্গমিটার, যদিও গত এক দশকে এত দামে পুরোনো কোনো জাহাজ আমদানির রেকর্ড নেই বলে শীর্ষস্থানীয় সংবাদপত্র প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্যে উঠে এসেছে।

২২৩ কোটি টাকা ব্যয়ে ২৫ বছরের পুরনো এ জাহাজটি ভাঙার জন্য আনা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। গত এক দশকে এত দামে কোনো জাহাজ আমদানির রেকর্ড না থাকলেও এটির মাধ্যমে রেকর্ড গড়েছে সাবেক মেয়র এম মনজুর আলমের পারিবারিক শিল্পগ্রুপ মোস্তফা-হাকিম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এইচএম শিপব্রেকিং ইন্ডাস্ট্রি লিমিটেড।

জাহাজটি লম্বায় ৩৪০ মিটার, ঠিক ৯৭ তলা উঁচু ভবনের মতো লম্বা। এর আয়তন ১৯ হাজার বর্গমিটার। অর্থ্যাৎ, কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচটি যে মাঠে অনুষ্ঠিত হয়েছিল, আয়তনে সেই মাঠের তিনগুণ।

Souce: https://www.prothomalo.com/business/economics/%E0%A7%A8%E0%A7%AB-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE-%E0%A7%A8%E0%A7%A8%E0%A7%A9-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF

Bay TerminalChittagong Ship Breaking Yard
22/02/2023

Bay Terminal
Chittagong Ship Breaking Yard

24/03/2022

সর্ববৃহৎ জাহাজ

জাহাজভাঙা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাভ্যাট ফাঁকির অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে চারটি জাহাজভাঙা...
10/11/2021

জাহাজভাঙা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ভ্যাট ফাঁকির অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে চারটি জাহাজভাঙা কারখানার সব নথি ও কম্পিউটার জব্দ করেছে ভ্যাট কমিশন। মঙ্গলবার দুপর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত কারখানাগুলোর প্রধান কার্যালয় ও কারখানা কার্যালয়ে এ অভিযান চালানো হয়।
এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সীতাকুণ্ডে সব কটি জাহাজভাঙা কারখানা বন্ধ ঘোষণা করেছে জাহাজভাঙা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)।
মঙ্গলবার রাত নয়টার দিকে মুঠোফোনে সংগঠনটির সিদ্ধান্তের কথা জানান বিএসবিআরএর সহকারী সচিব নাজমুল ইসলাম। জাহাজভাঙা কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন প্রায় ২০ হাজার শ্রমিক। নথিপত্র জব্দ করা কারখানাগুলো হলো ভাটিয়ারি স্টিল শিপব্রেকিং ইয়ার্ড, প্রিমিয়ার ট্রেড করপোরেশন, মাহিনুর শিপব্রেকিং ইয়ার্ড ও এসএন করপোরেশন।
নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দুপুরে পূর্ব ঘোষণা কিংবা কোনো ধরনের নোটিশ না দিয়ে চারটি কারখানায় একযোগে অভিযান চালায় কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনের গঠিত তিনটি দল। তারা একযোগে পৃথক পৃথক জাহাজভাঙা কারখানায় গিয়ে কারখানার নথিপত্র ও কম্পিউটার জব্দ করে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের ভ্যাট কার্যালয়ে নিয়ে যায়। অভিযানের সময় কর্মকর্তারা এ রকম তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ তাঁর। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষগুলো হতভম্ব হয়েছে বলে জানান তিনি।
নাজমুল ইসলাম আরও বলেন, এ ঘটনার প্রতিবাদে সীতাকুণ্ডে সব কটি জাহাজভাঙা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিএসবিআরএ। ফলে বুধবার থেকে কারখানায় জাহাজ কাটিং, স্ক্র্যাপ সরবরাহসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
বিএসবিআরএ সূত্র জানায়, সীতাকুণ্ডের উপকূলে মোট ১৫০টি জাহাজভাঙা কারখানা রয়েছে। এর মধ্যে সচল কারখানার সংখ্যা ৬০টি। এ কারখানাগুলোতে ২০ হাজার শ্রমিক কাজ করেন। কারখানা বন্ধের কারণে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বেকার হয়ে পড়বেন তাঁরা।
চট্টগ্রাম কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের অতিরিক্ত কমিশনার হাসান মুহম্মদ তারেক রিকাবদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যেসব প্রতিষ্ঠানে ভ্যাট ফাঁকি দিচ্ছে কিংবা দিতে পারে, ওই প্রতিষ্ঠানে তাঁরা নিয়মিত অভিযান চালান। তাঁদের কাছে তথ্য ছিল যে ওই কারখানাগুলো ভ্যাট ফাঁকি দিচ্ছে কিংবা দিতে পারে। সে জন্য তাঁরা কারখানাগুলোয় অভিযান চালিয়ে নথিপত্র জব্দ করেছেন। এখন জব্দ করা কাগজপত্র যাচাই–বাছাই করে দেখবেন তাঁরা। যত কাগজপত্র নিয়েছেন, সেগুলো যাচাই করতে অনেক সময় লাগবে।
আরেফিন এন্টারপ্রাইজ নামে জাহাজভাঙা কারখানার মালিক কামাল উদ্দিন আহমেদ বলেন, তাঁর ৪০ বছরের ব্যবসার ইতিহাসে এ ধরনের অভিযান দেখেননি। কখনো তাঁদের কাগজপত্র জব্দ করতে হয়নি। কারণ, জাহাজভাঙা কারখানাগুলো ভ্যাট কর্মকর্তাদের নির্ধারিত ভ্যাট অগ্রিম পরিশোধ করেন। ফলে তাঁদের ভ্যাট ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তবু যদি ভ্যাট কর্মকর্তাদের সন্দেহ হয়, তাহলে তাঁরা নোটিশ দিয়ে জানাতে পারতেন। কারখানা কর্তৃপক্ষ তাঁদের সহযোগিতা করত। তিনি আরও বলেন, ভ্যাট কর্মকর্তারা তাঁদের হেনস্তা করেছেন। তাঁরা সংক্ষুব্ধ।
কারখানা বন্ধ ও শ্রমিকদের বেকার হওয়ার বিষয়ে কোনো ধরনের বক্তব্য নেই বলে জানান অতিরিক্ত কমিশনার হাসান মুহম্মদ তারেক রিকাবদার।

সূত্রঃ- প্রথম আলো

15/07/2021

জাহাজটা ভাঙতে নিয়ে আসা হয়েছিল। প্রথমে অনাপত্তিপত্র দেয়া হলেও পরে জালিয়াতির অভিযোগে জাহাজটি ভাঙ্গা বন্ধ করতে বলে নৌ বাণিজ্য অধিদপ্তর।

12/07/2021

এই যাবতকালের সবচেয়ে বড় জাহাজ

24/04/2021
Up to 60 percent of the steel used in Bangladesh is believed to originate from the ship breaking yards in Chittagong. It...
22/02/2021

Up to 60 percent of the steel used in Bangladesh is believed to originate from the ship breaking yards in Chittagong. It is estimated that there are around 100 ship breaking yards along the coast north of Chittagong, and every year new yards are being constructed.

সুন্দর সুন্দর মাদারভেসেল গুলা কাটতে সত্যিই বড় কষ্ট হয়।স্ক্যাপ শীপ গুলা বাংলাদেশের লৌহজাত পন্য উৎপাদন ও বাংলাদেশি ছোট বড় ...
22/02/2021

সুন্দর সুন্দর মাদারভেসেল গুলা কাটতে সত্যিই বড় কষ্ট হয়।
স্ক্যাপ শীপ গুলা বাংলাদেশের লৌহজাত পন্য উৎপাদন ও বাংলাদেশি ছোট বড় জাহাজ তৈরিতে বিশাল ভুমিকা পালন করছে।
Chittagong Ship Breaking Yard

অস্তিত্ব সঙ্কটে
26/04/2020

অস্তিত্ব সঙ্কটে

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong Ship Breaking Yard posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share