Travly

Travly We help travelers experiencing lovely trips

29/10/2023

জী আমি দেশের বাইরে.. AbC trekking এ.. এটা যাওয়ার রাস্তা... আপনারা কিন্তু শীলবাড়ি হেশেল এ আমাদের আনন্দ ঘন একদিন ভুলবেন না... 🦋🦋

27/10/2023

@ Kashmir with crazy guest..❤️ bcz we believe in happy traveling..🦋🦋🦋

 our first Kashmir tour successfully completed.. it's a 9 days luxury tour..with a Innova car n 4* star hotel...& Specia...
29/09/2023

our first Kashmir tour successfully completed.. it's a 9 days luxury tour..with a Innova car n 4* star hotel...& Specially covered many hidden gems of Kashmir with common places..also ...as we committed before..😁😁
If any one interested please do comments.. n we also give full support if u love travel yourself...🦋🦋🦋

চলুন হারিয়ে যাই শ্রীনগর, সোলমার্ক, গুলমার্গ, পেহেলগাম আর দুধপাত্রীর ভুবনভুলানো রাজ্য।নিজের মতো করে, সবচাইতে সুন্দর যায়গ...
27/06/2023

চলুন হারিয়ে যাই শ্রীনগর, সোলমার্ক, গুলমার্গ, পেহেলগাম আর দুধপাত্রীর ভুবনভুলানো রাজ্য।

নিজের মতো করে, সবচাইতে সুন্দর যায়গাগুলো ভিজিট করে এসেছে এমন কারো সাথে যাওয়ার সুযোগ Travly নিয়ে এসেছে ।

৭ দিনের ট্যুর প্ল্যান। ঘুরিয়ে নিয়ে আসা হবে কাশ্মীর এর সবচাইতে সুন্দর যায়গাগুলো। চেষ্টা করা হবে খরচ অপটিমাইজ করার পাশাপাশি সেরা অভিজ্ঞতা দেবার। আর, পারিবারিক একটা আবহ তো থাকবেই, গোটা ট্যুর এ।

আর Air fare কিন্তু বাড়ছে তাই আগেই বুকিং করুন।

প্রকৃতির খুব কাছে পাহাড়ের গা ঘেঁষে এই রিসোর্ট টিতে আমরা থাকবো একরাত। আগামী ২০ জুলাই আমাদের যাত্রা শুরু হবে  .... সাথে থ...
27/06/2023

প্রকৃতির খুব কাছে পাহাড়ের গা ঘেঁষে এই রিসোর্ট টিতে আমরা থাকবো একরাত। আগামী ২০ জুলাই আমাদের যাত্রা শুরু হবে .... সাথে থাকবে নীলগিরি , নীলাচল এবং মেঘলা যারা যেতে চান এই অনিন্দ্য-সুন্দর বান্দরবন এই রিসোর্টে... আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন....🦋🦋
Happy traveling

A very warm beginning of Travly  with  butterfly gang 🦋🦋🦋 .... Happy traveling
06/06/2023

A very warm beginning of Travly with butterfly gang 🦋🦋🦋 .... Happy traveling

মেঘালয় 🥰 নামটা শুনলেই বুঝা যায়, মেঘের রাজ্য এটি। পৃথিবীর সবচাইতে বেশি বৃষ্টি হয় মেঘালয়ের চেরাপুঞ্জিতে, সেটি আমরা সবাই জা...
18/05/2023

মেঘালয় 🥰

নামটা শুনলেই বুঝা যায়, মেঘের রাজ্য এটি।

পৃথিবীর সবচাইতে বেশি বৃষ্টি হয় মেঘালয়ের চেরাপুঞ্জিতে, সেটি আমরা সবাই জানি।

কিন্তু এই উপমহাদেশের সবচাইতে সুন্দর ঝর্ণাগুলোর বেশ কিছু যে মেঘালয়ে আছে সেটি আমরা ক'জন জানি?

চলুন না, দেখে আসি নিচের চোখে, অসাধারণ সে ঝর্ণাগুলো।

প্যাকেজ প্রাইস ১৯,৯৯০।

৪ দিনের ট্রান্সপোর্ট, ৩ রাত হোটেল এবং স্পট ভিজিট, ট্যুর গাইড সব কিছুর খরচ এর ভেতর অন্তর্ভূক্ত। খাওয়া দাওয়ার খরচ নিজের।

আমরা যাবো ঈদের ছুটিতে। ডেট জানিয়ে দেয়া হবে ইনবক্স এ।

যে ঝর্ণাগুলো আমরা দেখে আসবোঃ

Umkrem, Borhill falls, living root bridge , Nohkalikai, Kynrem, 7 sis. Deinthelen, wei sawdong, Prut, Mawsawa, Lyngshiar Rainbow falls, double decker living root bridge, Litelun Canyon, Phe phe falls, Krangsuri falls

ও হ্যাঁ, সাথে আছে আরেকটা অসাধারণ সারপ্রাইজ স্পট, যেটি চমকে দেবে আপনাদের 🥰

মেঘালয় ঘুরে এসে সেটির গল্প যদি করতে চান সবার সাথে, তাহলে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারেঃ 01601235811,

অথবা ইনবক্স করুন পেজ এ।

ঈদের ছুটিতে মেঘালয় কে কে যেতে চান...
17/05/2023

ঈদের ছুটিতে মেঘালয় কে কে যেতে চান...

15/05/2023
15/05/2023
03/05/2023
মেঘালয়, কাশ্মীর ও সিকিম ট্যুর এর আকর্ষনীয় প্যাকেজ/ট্যুর প্ল্যান নিয়ে আসছে Travly!Stay tuned...
28/04/2023

মেঘালয়, কাশ্মীর ও সিকিম ট্যুর এর আকর্ষনীয় প্যাকেজ/ট্যুর প্ল্যান নিয়ে আসছে Travly!

Stay tuned...

বজরায় (কেবিন সহ) টাঙ্গুয়ার হাওড় প্রিমিয়াম ট্যুর প্যাকেজ ========================টাঙ্গুয়ার হাওর সম্পর্কে কিছু তথ্যঃ =====...
18/05/2022

বজরায় (কেবিন সহ) টাঙ্গুয়ার হাওড় প্রিমিয়াম ট্যুর প্যাকেজ

========================
টাঙ্গুয়ার হাওর সম্পর্কে কিছু তথ্যঃ
========================

এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি, বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এটি বিস্তৃত। স্থানীয়রা এটিকে বলে থাকে নয়কুঁড়ি কান্দার ছয়কুঁড়ি বিল। মেঘালয়, সুনামগঞ্জের ধর্মপাশা ও তাহেরপুরকে ঘিরে আছে "টাঙ্গুয়া" নামের এই হাওড়। মূলত মেঘালয় এর ঝর্ণাগুলো থেকে বয়ে আসা স্রোতধারা দিয়ে তৈরি হয়েছে এই হাওড়।

শীতকালে পৃথিবীর বিভিন্নপ্রান্ত থেকে পরিযায়ী জলচর পাখিরা এখানে আসে এবং তাদের বংশ বিস্তার করে। নলখাগড়া, দুধিলতা, নীল শাপলা, পানিফল, শোলা, হেলঞ্চা, শতমূলি, শীতলপাটি, স্বর্ণলতা, বনতুলসী ইত্যাদি সহ দু’শ প্রজাতিরও বেশী গাছপালা রয়েছে এ প্রতিবেশ অঞ্চলে।

===========
তারিখঃ
===========

★ ৯ ই জুন রাতে ঢাকার সায়েদাবাদ থেকে বাস যাত্রা (৯:৩০ থেকে ১০:৩০)

★ ১০ ই জুন নৌকায় অবস্থান

★ ১১ ই জুন নৌকায় অবস্থান ও ঢাকার উদ্দেশ্যে রাতে বাস যাত্রা

★ ১২ জুন সকালে ঢাকায় ফিরে আসা

===========
ট্রিপ এর তথ্যঃ
===========

১২ থেকে ১৬ জন এর এরেঞ্জমেন্ট করা হবে। বজরাতে ৬ টি কেবিন ও দুটি ওয়াশরুম থাকবে।

টাঙ্গুয়ার হাওড় এ নৌকাগুলো সাধারণত হয় ট্রলার টাইপ এর। সেগুলোতে প্রাইভেসির যেমন কিছু সমস্যা আছে, তেমনি আরাম আয়েশেরও কিছুটা কমতি আছে। সেই সমস্যার সমাধান এসেছে সম্পুর্ণ নতুন করে বানানো বজরাতে (Luxary house boat), যেখানে কেবিন এর সুব্যবস্থা আছে, এবং, প্রাইভেসি ও আরাম আয়েশও নিশ্চিত হয়েছে। এই ট্যুর প্ল্যান টি করা হয়েছে যারা একটু আরাম আয়েশ পছন্দ করেন, এবং একই সাথে প্রকৃতির সৌন্দর্য সুধা দুচোখ ভরে অবলোকন করতে চান, তাঁদের জন্য।

===========
খরচঃ
===========

জনপ্রতি ৭৮০০ টাকা (১ কেবিনে ২ জন)

==============
ভ্রমণের বিস্তারিতঃ
==============

৯ ই জুন ২০২২

★ রাত ৯:৩০ থেকে ১০:৩০ এ সায়েদাবাদ থেকে বাসে করে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা

১০ ই জুন ২০২২

★ সকালে সুনামগঞ্জ পৌঁছে বজরায় নাস্তা সেরে নেয়া।
★ এরপর ওয়াচ টাওয়ার এ উঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা।
★ লাইফ জ্যাকেট পরে হাওড় এ ভেসে বেড়ানো।
★ ছোট নৌকা দিয়ে জলাবনের ভেতরে ঘুরে বেড়ানো
★ বোট এ ফিরে দুপুরের লাঞ্চ এ হাওড় এর তাজা মাছের স্বাদ নেয়া
★ বিকেলে শহীদ সিরাজ লেকসহ আশেপাশের এলাকা ঘুরে দেখা
★রাতে বোটের ছাদে আড্ডা আর গানে

১১ ই জুন ২০২২

★ হাওরের বুকে সূর্যোদয় দেখে নাস্তা সেরে নেয়া
★ এরপর বোট নিয়ে সোজা যাদুকাটা নদী ভ্রমণ
★ যাদুকাটা নদী, বারিক্কা টিলা ও শিমুল বাগান ভ্রমণ
★ হাওড়ের পানিতে গোসল সেরে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা
★ সন্ধ্যার মধ্যে সুনামগঞ্জ পৌঁছে ফ্রেশ হয়ে ডিনার
★ রাত ৯-১০টায় ননএসি বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা

১২ ই জুন ২০২২

★ ভোর ছয়টার দিকে ঢাকায় পৌঁছানো

===============
কনফার্ম করার জন্যঃ
===============

★ পেজ এ ইনবক্স করলে কিংবা কমেন্ট করলে পেমেন্ট এর পদ্ধতি ইনবক্স এ জানিয়ে দেয়া হবে

★ বুকিং মানি হিসেবে জনপ্রতি ৪০০০ টাকা জমা দিতে হবে

(বুকিং এর টাকা অফেরতযোগ্য। কারণ, আগে থেকেই ট্যুর কনফার্ম করার জন্য বজরা ও অন্যান্য কিছু বুকিং দিয়ে রাখতে হয়। তাই কোন কারনে আপনি না যেতে পারলেও আমাদের বুকিং বাবদ একটা চার্জ আমাদের পেমেন্ট করতেই হয়)

=====================
প্যাকেজ প্রাইস এর অন্তর্ভূক্তঃ
=====================

★ আসা যাওয়ার নন এসি বাস ভাড়া
★ বজরা হাউস বোট এ থাকা
★ ৬ বেলার খাবার
★ চা নাস্তা
★ লাইফ জ্যাকেটের খরচ
★ হোস্ট ফি

প্যাকেজ প্রাইস এ যা যা থাকছে নাঃ

★ কোন প্রকার ব্যাক্তিগত খরচ
★ হাইওয়ে বিরতিতে কোন প্রকার খাবার
★ "প্যাকেজ এর অন্তর্ভূক্ত " - এর বাইরের যেকোনো কিছু

===========
খাবার দাবারঃ
===========

হালাল খাবারের আয়োজন করা হবে। হাওড়ের মাছ, মুরগি, হাঁস থেকে লোকাল সবজি সবই থাকবে আমাদের আয়োজন এ।

====================
নিয়মাবলীঃ
====================

★ সবার সাথে মানিয়ে চলার মানসিকতা থাকতে হবে। ভ্রমণকালীন যে কোন সমস্যা হলে সেগুলো নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে। পোশাক আশাক ও আচার আচরণে শালীনতা বজায় রাখতে হবে।

★ ট্যুরে প্রাকৃতিক দুর্যোগ, গোলাযোগ, রাস্তায় জ্যাম এসব কারণে কোন সমস্যা হলে সবাই মানিয়ে নেওয়ার মানসিকতা রাখতে হবে।

★ ট্যুরে থাকাকালীন সময় ঘুরোঘুরিকে সর্বোচ্চ প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় খাবার খেতে দেরি হয়ে যেতে পারে, কিংবা এবং অনেক সময় সাধারণ হোটেলে খাবার দাবার সেরে নিতে হতে পারে। এই ব্যাপারটা সবাই মেনে নেওয়ার মানসিকতা রাখবেন।

★ বাসের আসন "আগে আসলে আগে পাবেন" ভিত্তিতে কনফার্ম করার ভিত্তিতে বন্টন করা হবে।

★ প্রতিটি জায়গা-ই আমাদের নিজের দেশের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের কারণে যেন পরিবেশ এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।

★ অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, সেটা আপনাদের সময় মত জানিয়ে দেয়া হবে।

★ স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।

★ কোনো প্রকার অবৈধ জিনিস বহন অথবা সেবন করা যাবে না। প্রমাণিত হলে সাথে সাথে গ্রুপ থেকে বহিষ্কার করা হবে।

★ রাজনৈতিক পরিস্থিতি, খারাপ আবহাওয়া, বা যেকোনো কারণে যদি ট্যুরের প্ল্যান ব্যাহত হয় সেক্ষেত্রে দায়বদ্ধতা আমাদের নয়, এই জিনিসটা সবার মেনে নিতে হবে। সকলের সাথে আলোচনা সাপেক্ষে অতিরিক্ত যে খরচ হয় ওই খরচ দেওয়া সাপেক্ষে টুর কমপ্লিট করতে হবে।

Address


Telephone

+8801601235811

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share