Waqiah Tourist Point.

  • Home
  • Waqiah Tourist Point.

Waqiah Tourist  Point. Domestic & International বিমান টিকিট ঘরে বসেই সব থেক?

Tour Package, Visa Support, Air Ticket, Hotel Confirmation, Group Tour, Honeymoon Tour, Tiger air, Air Asia, Malindo air, Singapore Visa, Thailand Visa, Malaysia Visa, Philippine Visa, Vietnam On Arrival Visa GSA, Special Tour Package

05/08/2021

Good News
All domestic flights will resume as Normal from Tomorrow.

Good news
05/08/2021

Good news

05/08/2021
 #সৌদিগামী_যাত্রীদের_জন্য_জরুরি_পোষ্ট!!!সৌদি আরবে গিয়ে  প্রবাসী কর্মী যাহাদের হোটলে কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের ২৫ হাজা...
13/06/2021

#সৌদিগামী_যাত্রীদের_জন্য_জরুরি_পোষ্ট!!!

সৌদি আরবে গিয়ে প্রবাসী কর্মী যাহাদের হোটলে কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের ২৫ হাজার টাকা দেবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

💥কিভাবে এই টাকা পাবেন ??

৭ জুন থেকে সৌদি প্রবাসীদের বিদেশ যাওয়ার আগেই কিছৃ তথ্য বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে জমা দিয়ে যেতে হবে।

💥কি কি কাগজপত্র??

ক) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক প্রদত্ত স্মার্টকার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি।
খ) পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি
গ) পাসপোর্টের সাথে সংযুক্ত ভিসার ফটোকপি
ঘ) টিকেটের ফটোকপি
ঙ) হোটেল বুকিংয়ের ডকুমেন্ট এর ফটোকপি

এসব কাগজপত্র জমা দিলে সরকারি ভর্তুকির ২৫ হাজার টাকা আপনার ব্যাংক একাউন্টে কিংবা মনোনীত প্রতিনিধির ব্যাংক একাউন্টে টাকা পাঠাবে সরকার।

এজন্য আপনাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.probashi.gov.bd অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র ওয়েবসাইট www.bmet.gov.bd হতে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্র বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক হতে পাওয়া যাবে।

যারা ইতোমধ্যে সৌদি আরব চলে গিয়েছে এবং নিজ ব্যয়ে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেনি তাদেরকে একই নিয়মে সংশ্লিষ্ট আবেদনপত্র ৩০ জুনের মধ্যে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অথবা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় ডাক মারফত জমা প্রদান করতে হবে।

💥 যে কোন সমস্যায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং এ যোগাযোগ করুন।

Riyadh
+966-5379-79563
+966-50349-3452

Jeddah
+966 502 7646 27
+966-5344-55716
+966-5093-60082

💥 বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি কুইক রেসপন্স টিম গঠন করেছে। কোন অভিযোগ থাকলে কুইক রেসপন্স টিমকে জানাতে পারেন।

💥 01819-262172 ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক আরিফ আহমেদ খান
💥 01712-207227 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সারওয়ার আলম

💥 01711-111544 বিএমইটি’র উর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাসুদ রানা

💥 017168-69222 ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-পরিচালক মোঃ জাহিদ আনোয়ার।

সংগৃহীত পোস্ট

04/06/2021

#শিগগিরই_চালু_হচ্ছে_ঢাকা_মালে_সরাসরি_ফ্লাইট।

শিগগিরই ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হবে।
এ ছাড়া চট্টগ্রাম-মালে জাহাজ চলাচলও শুরু হবে অচিরেই।
গতকাল এক যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ কথা জানান।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ঢাকা সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ।
উভয় সরকারপ্রধানের এই বৈঠকের পর বিকালে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আসেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

সেখানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন শিগগিরই বাংলাদেশ থেকে মালদ্বীপে যাবে বাংলাদেশ বিমান।
আরেকটি সুখবর হচ্ছে, শিগগিরই চট্টগ্রাম ও মালের মধ্যে আমরা একটা শিপিং লাইন চালু করব।’

এর আগে সকালে ইব্রাহিম মোহামেদ সলিহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর পর দুই শীর্ষ নেতার একান্ত বৈঠকের পর হয় দ্বিপক্ষীয় বৈঠক।
পরে তাদের উপস্থিতিতে উভয়ের দেশের মধ্যে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, সংস্কৃতি বিনিময়, ফরেন অফিস কনসালটেশন ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের নিয়মিত বৈঠকসংক্রান্ত মোট চারটি সমঝোতা স্মারক সই হয়।

সূত্রঃএভিয়েশন নিউজ

04/06/2021

কোভিড-১৯ মহামারীর সংক্রমণের মধ্যে শুক্রবার থেকে আরও সাতটি দেশের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। নিষেধাজ্ঞায় নতুন যুক্ত দেশগুলো হলো- মালয়েশিয়া, বাহরাইন, মালদ্বীপ,বলিভিয়া, প্যারাগুয়ে, ত্রিনিদাদ ও টোবাগো এবং উরুগুয়ে। আগে থেকে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, ভারত ও নেপাল।

01/05/2021

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে সৃষ্ট বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশেষ শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাই...

01/05/2021

শর্ত সাপেক্ষে আজ ১ মে থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

করোনা ভাইরাসের জন্য অতি ঝুকি ঝুঁকিপুর্ণ বিবেচিত দেশগুলো ছাড়া বিশেষ শর্তসাপেক্ষে আন্তর্জাতিক কমার্সিয়াল ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ১ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। করোনা সংক্রমণের হার বিবেচনায় ৩৮ টি দেশে গমনাগমনের উপর বিশেষ শর্ত আরোপ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আন্তর্জাতিক ফ্লাইট সমূহ চালুর জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গ্রুপ-এ

এই গ্রুপে আছে ১২টি দেশ। আরর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস,জর্জিয়া, ভারত, ইরান, মোঙ্গলিয়া, ওমান, সাউথ আফ্রিকা, তিউনিসিয়া। এই ১২টি দেশ থেকে কোন যাত্রী বাংলাদেশে যেতে পারবে না, বাংলাদেশ থেকেও ওই দেশগুলোতে যাওয়া যাবে না। তবে সেখানে ১৫দিনের মধ্যে ভ্রমণ করেছেন কিন্তু বাস করছেন না এমন বাংলাদেশি নাগরিক বিশেষ অনুমতি সাপেক্ষে দেশে আসতে পারবেন। দেশে আসলে তাদের বাধ্যতামূলক ভাবে ১৪ দিস সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশে আসার পূর্বেই তাদের হোটেল বুকিং করতে হবে।

গ্রুপ-বি

গ্রুপ-বি’তে রয়েছে ২৬টি দেশ। এগুলো হচ্ছে- অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, চিলি, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইরাক, কুয়েত, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, নেদারল্যান্ড, প্যারাগুয়ে, পেরু, কাতার, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক ও উরুগুয়ে।

এ ২৬টি দেশ থেকে বাংলাদেশ যাত্রী আসতে পারেব। একই সঙ্গে বাংলাদেশ থেকে যাওয়া যাবে। এসব দেশ থেকে বাংলাদেশে আসলে বাধ্যতামূলকভাবে ১৪ দিন সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশে আসার পূর্বেই তাদের হোটেল বুকিং করতে হবে।

তবে এ তালিকায় থাকা মধ্যপ্রাচ্যের ৩টি দেশ (কাতার, বাহরাইন ও কুয়েত) ঝুকিপূর্ণ দেশের তালিকায় থাকা সত্ত্বেও এই ৩ দেশ থেকে আসা যাত্রীরা ১৪ দিনের বদলে ৩ দিনের বাধ্যতামূলক প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। তারা এই ৩ দিন সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। দেশে আসার পূর্বেই তাদের হোটেল বুকিং করতে হবে। তিনদিন পর তাদের করোনা টেস্ট করানো হবে। রিপোর্ট নেগেটিভ আসলেও তাদের ১১ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

গ্রুপ-সি

গ্রুপ-এ’তে থাকা টি এবং ‘গ্রুপ-বি’তে থাকা ২৬টি অর্থ্যাৎ মোট ৩৮টি দেশ ছাড়া বিশ্বের অন্য সব দেশে এই সি গ্রুপের আওতায় পড়বে।
এসব দেশ থেকে বাংলাদেশে আসলে বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকাতে হবে।

বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৮ই ফেব্রুয়ারী ২০২১ থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে পুনরায় নিয়মিত ফ্ল...
31/01/2021

বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৮ই ফেব্রুয়ারী ২০২১ থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

31/01/2021

চট্টগ্রামের পতেঙ্গা নেভাল বীচ ( ১৫ নং ঘাট এর পাশে) ওয়াটার বাস ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে সপ্তাহে তিন দিন সরাসরি চলাচল করবে।চট্টগ্রাম নেভাল বীচ ,ওয়াটার বাস ঘাট এবং সেন্টমার্টিন পাশে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সময়সূচী ও সিডিউল:
----------------------------
চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন: বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার
রাত ১১ টায়( এগারোটায়) এবং সেন্টমার্টিন পৌঁছাবে সকাল ৮ টায়।
সেন্টমার্টিন থেকে চট্টগ্রাম: শুক্রবার, শনিবার, রোববার
দুপুর ১ টায় ছেড়ে সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম পৌঁছাবে।
টিকেট মূল্য:
-----------------
(টিকেট মূল্য যাওয়া ও আসার জন্য )
রেগুলার চেয়ার ৩০০০ টাকা ( জন প্রতি)
বিজনেস ক্লাস চেয়ার ৪০০০ টাকা ( জন প্রতি)
ডাবল ডেকার স্লিপার বেড ১০,০০০ টাকা ( জন প্রতি)(কম্প্লিমেন্টারি সার্ভিস সকালের নাস্তা ও রাতের খাবার)
প্রেসিডেনশিয়াল কেবিন ৩০,০০০ টাকা ( ২ জনের জন্য)
(কম্প্লিমেন্টারি সার্ভিস সকালের নাস্তা ও রাতের খাবার)
রয়েল কেবিন ৪৫,০০০ টাকা ( ২ জনের জন্য)(কম্প্লিমেন্টারি সার্ভিস সকালের নাস্তা ও রাতের খাবার)
ফ্যামিলি বাঙ্কার কেবিন ৫০,০০০ টাকা ( ৪ জনের জন্য)(কম্প্লিমেন্টারি সার্ভিস সকালের নাস্তা ও রাতের খাবার)
ভিআইপি কেবিন ৫০,০০০ টাকা ( ২ জনের জন্য, এটাস্ট টয়লেট, (কম্প্লিমেন্টারি সার্ভিস সকালের নাস্তা ও রাতের খাবার)
বিশেষ দ্রষ্টব্য: একি পরিবার অথবা একই সঙ্গে ভ্রমণ কারি দের কেবিনে ভ্রমণে নির্ধারিতসংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রীদের ( যদি থাকে) জন্য আলাদা করে টিকেট কাটতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: কেবিনে ভ্রমণে নির্ধারিত সংখ্যার অতিরিক্ত যাত্রী থাকলে তাদের জন্য আলাদা করে নরমাল টিকেট ইস্যু করতে হবে।
শিশু পলেসি: ৫ বছরের কম বয়সী শিশু সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করতে পারবে। ৫ বছরের উপরে এডাল্ট হিসেবে টিকেট ইস্যু করতে হবে।

31/01/2021

আরব আমিরাত-যুক্তরাজ্য ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের সংক্রমণের আশঙ্কায় ব্যস্ততম ফ্লাইট রুট আরব আমিরাতের সঙ্গে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ব্যাপকহারে সংক্রমণ ক্ষমতাসম্পন্ন করোনার একটি নতুন স্ট্রেইন দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার পর তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন যুক্তরাজ্য।
এসব কারণে সংযুক্ত আরব আমিরাত, বুরুন্ডি ও রুয়ান্ডাকে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজ এরইমধ্যে যুক্তরাজ্যগামী বা যুক্তরাজ্য থেকে যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করার কথা তাদের ওয়েবসাইটে জানিয়েছে।

এদিকে, ব্রিটিশ পরিবহণমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস টুইট বার্তায় জানায়।
যুক্তরাজ্য, আয়ারল্যান্ড কিংবা অন্য যুক্তরাজ্যে অবস্থানের অনুমতি থাকা তৃতীয় কোনো দেশের নাগরিক যদি ১০ দিন সেল্ফ কোয়ারেন্টিনে থাকেন, তাহলে তাঁরা আরব আমিরাত, বুরুন্ডি বা রুয়ান্ডা থেকে কিংবা এসব দেশ হয়ে এলেও যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন।

30/01/2021

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিঘ্নিত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) ভোর ৬টা ১৮ থেকে ৮টা ৫৩ পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। বিমানবন্দর সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এ সময় ইন্দোনেশিয়ার গারুদা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়। আর চারটি ডোমেস্টিক ফ্লাইট বিলম্বিত হয়েছে।

🔊আবুধাবি ও আলাইনের রেড সিগন্যালের যাত্রীরা ফ্লাইট নিতে দ্রুত যোগাযোগ করুন✈️ফ্লাইট হবে এয়ার এরাবিয়া শারজাহ দিয়ে🥏রেড সিগন্...
30/01/2021

🔊আবুধাবি ও আলাইনের রেড সিগন্যালের যাত্রীরা ফ্লাইট নিতে দ্রুত যোগাযোগ করুন
✈️ফ্লাইট হবে এয়ার এরাবিয়া শারজাহ দিয়ে
🥏রেড সিগন্যাল এর কারনে ফেরত আসলে আমাদের দায়িত্বে আবার পাঠাবো
ভিসার কোনো জটিলতা থাকলে এর দায়ভার আমরা নিব না। 01762645152 whats'app

বিশেষ অফার চলছে এয়ার এরাবিয়ান ও ওমান এয়ারে নিম্নোক্ত তারিখ গুলোর মাঝে।
28/01/2021

বিশেষ অফার চলছে এয়ার এরাবিয়ান ও ওমান এয়ারে নিম্নোক্ত তারিখ গুলোর মাঝে।

23/11/2020

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক উড়োজাহাজ নতুন ড্যাশ ৮-৪০০ ‘ধ্রুবতারা’। বাংলাদেশ ও...

21/11/2020

১২ টি দেশের জন্য স্থগিত হচ্ছে আমিরাতের ভ্রমণ ভিসা

পাকিস্তানসহ ১২টি দেশের ভ্রমণকারীদের নতুন করে ভিসা ইস্যুকরণ স্থগিত করেছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। ফলে এসব দেশ থেকে নতুন করে এখন কোনো ভ্রমণকারী আমিরাতে যেতে পারবেন না। তবে এই নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এদিকে, এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ জানিয়েছেন, আমিরাতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি যে, নতুন করে ভিসার অনুমোদন সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে আরব আমিরাত। পরবর্তী নির্দেশনা ঘোষণা না করা পর্যন্ত পাকিস্তানসহ ১২ দেশের ওপর এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। তিনি আরও বলেন, এ বিষয়ে আমিরাতের কাছ থেকে আনুষ্ঠানিক নিশ্চয়তা চেয়েছে পাক সরকার।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যেই যারা আমিরাতে ভ্রমণের জন্য ভিসার অনুমোদন পেয়েছেন তাদের ক্ষেত্রে নতুন এই নিয়ম কার্যকর হবে না।

কোন কোন ক্যাটাগরির ভিসা এই নিষেধাজ্ঞার কারণে প্রভাবিত হবে সে সম্পর্কে তাৎক্ষনিকভাবে কিছু জানা সম্ভব হয়নি। ব্যবসা, পর্যটন, শিক্ষাসহ নানা ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে আমিরাতের।

পাকিস্তান ছাড়া আমিরাতের ভিসা নিষেধাজ্ঞায় থাকা অন্যান্য দেশগুলো হচ্ছে তুরস্ক, ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক, সোমালিয়া, লিবিয়া, কেনিয়া এবং আফগানিস্তান। বাকি দু’টি দেশের নাম জানা যায়নি।

এর আগে গত জুনে যখন পাকিস্তানে করোনা সংক্রমণ বাড়তে দেখা যায় সে সময় আমিরাতের এমিরেটস এয়ারলাইন্স পাকিস্তানের সঙ্গে বিমান চলাচল জুলাইর ৩ তারিখ পর্যন্ত বন্ধ রেখেছিল। এমিরেটসের বিমানে চড়ে হংকংয়ে যাওয়া ৩০ পাক নাগরিকের দেহে করোনা পজিটিভ ধরা পড়ার পরেই আমিরাত কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়।

অপরদিকে, গত আগস্টে পাকিস্তানসহ ৩০ দেশের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট নিষিদ্ধ করে কুয়েত। করোনার উচ্চ ঝুঁকি থাকার কারণেই কুয়েত কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছিল।

গত মাস থেকেই পাকিস্তানে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে। কর্তৃপক্ষ করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছে। করাচি, লাহোর, ইসলামাবাদ, ফয়সালাবাদ, হায়দরাবাদসহ বড় বড় শহরগুলোতে সংক্রমণ বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৩৮০ জন এবং মারা গেছে ৭ হাজার ২৩০ জন।

21/11/2020

কভিড-১৯ পরিস্থিতিতে আন্তর্জাতিক পাঁচ গন্তব্য ব্যাঙকক, ম্যানচেস্টার, কাঠমান্ডু, মাসকট ও কুয়েত রুটে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখছে বাংলাদেশ এয়ারলাইনস। এছাড়া যাত্রী সংকটে বন্ধ রয়েছে এয়ার বাবল চুক্তির অধীনে সদ্য চালু হওয়া কলকাতা ও চেন্নাই রুটের ফ্লাইটও।

13/11/2020

বাংলাদেশে চালু হতে যাচ্ছে ভারতের বেসরকারি বিমান সংস্থা গো এয়ারের কার্যক্রম। এয়ার বাবল চুক্তির আওতায়

13/11/2020

বিশেষ ছাড়ে বিমানের টিকেট কিনুন।
যেকোনো দেশের বিমানের টিকেট কিনুন সবচেয়ে কম দামে।
এছাড়াও পূর্বের রিটার্ন টিকেটের তারিখ পরিবর্তন করতে যোগাযোগ করুণ আমাদের সাথে।
ঢাকা-রিয়াদ-৫৬০০০ টাকা থেকে শুরু
ঢাকা-দাম্মাম-৫৪০০০ টাকা থেকে শুরু
ঢাকা-জেদ্দা-৫২৫০০ টাকা থেকে শুরু
ঢাকা-মাস্কাট-৫৩৮০০ টাকা থেকে শুরু
ঢাকা-দুবাই-৩৯০০০ টাকা থেকে শুরু
ঢাকা-শারজা-৪৫০০০ টাকা থেকে শুরু
বিঃদ্রঃ টিকেটের দাম সর্বদা উঠানামা করে। বর্তমান ফেয়ার জানতে যোগাযোগ করুণ আমাদের সাথে।
আন্তর্জাতিক আরও অন্যান্য ফ্লাইট সম্পর্কে জনতে যোগাযোগ করুন।
অভ্যন্তরীণ ফ্লাইটঃ
Dhaka Chittagong-2600 টাকা থেকে শুরু
Dhaka Sylhet-2550 টাকা থেকে শুরু
Dhaka Rajshahi-2550 টাকা থেকে শুরু
Dhaka Saidpur-2550 টাকা থেকে শুরু
অভ্যন্তরীণ আরও ফ্লাইট সম্পর্কে জনতে যোগাযোগ করুন অথবা কল করুণঃ 01740200290

🛑✈️ ইটালি, ✈️ সৌদি আরব, ✈️ ওমান, ✈️ বাহরাইন, ✈️ কাতার সহ অন্যান্য সব দেশের বিমান টিকেট সুলভ মুল্যে বিক্রি করা হয়।🥏ইটালি ...
13/11/2020

🛑✈️ ইটালি, ✈️ সৌদি আরব, ✈️ ওমান, ✈️ বাহরাইন, ✈️ কাতার সহ অন্যান্য সব দেশের বিমান টিকেট সুলভ মুল্যে বিক্রি করা হয়।
🥏ইটালি ও সৌদির টিকিটের তারিখ পরিবর্তন করে থাকি খুব অল্প সময়ের মধ্যে।
🥏সবচেয়ে কম মুল্যে নিম্নোক্ত এয়ারলাইনসের টিকেট এর তারিখ পরিবর্তন করে থাকি
➤সৌদি এয়ারলাইনস
➤বিমান বাংলাদেশ
➤এয়ার এরাবিয়া
➤কাতার এয়ারলাইনস
➤এমিরেটস এয়ারলাইনস
➤গাল্ফ এয়ার ও
➤তার্কিস এয়ারলাইনস এর টিকেটের তারিখ পরিবর্তন খুব অল্প সময়ের মধ্যে করে থাকি
🔊কারো প্রয়োজন হলে যোগাযোগ করবেন 01740200290 (Whatsapp)

*********************************************
🛩️ EK 🛩️ QR 🛩️ BG🛩️ SV🛩️ TK
DATE CHANGE AVAILABLE LOWEST PRICE B2B RATE
*********************************************

➤এমাসের মধ্যেই ফ্লাইট চালু করতে চায় রিজেন্ট এয়ারওয়েজ:⇨বহরে থাকা চার উড়োজাহাজ নিয়ে নভেম্বরের মধ্যে অপারেশনে আসতে চায় রিজে...
13/11/2020

➤এমাসের মধ্যেই ফ্লাইট চালু করতে চায় রিজেন্ট এয়ারওয়েজ:

⇨বহরে থাকা চার উড়োজাহাজ নিয়ে নভেম্বরের মধ্যে অপারেশনে আসতে চায় রিজেন্ট এয়ারওয়েজ। সোমবার এয়ারলাইন্স সূত্র এ তথ্য জানিয়েছে।

⇨করোনা পরিস্থিতিতে প্রায় আট মাস ধরে ফ্লাইট বন্ধ রয়েছে এয়ারলাইন্সটির।
পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ১০ নভেম্বর ফের ফ্লাইট পরিচালনার কথা ছিল রিজেট এয়ারওয়েজের।

⇨তবে ফ্লাইট পরিচালনার চূড়ান্ত ছাড়পত্র না পাওয়ায় ওইদিন থেকে অপারেশনে আসতে পারছে না রিজেন্ট।

⇨রিজেন্ট এয়ারওয়েজের চিফ অপারেটিং অফিসার আশিষ রায় চৌধুরী বলেন, এয়ার অপারেশন সার্টিফিকেট (এওসি) নবায়ন না হওয়ায় আমাদের অপারেশনে (ফ্লাইট পরিচালনা) আসতে কিছুটা বিলম্ব হচ্ছে।
এওসি নবায়নের জন্য যে ইনস্পেকশন দরকার ছিল সেটা হয়ে গেছে।
⇨এখন এওসি পাওয়ার পরপরই আমরা অপারেশনে আসব।
এক্ষেত্রে নভেম্বর মাসের শেষের দিকেই অপারেশনে আসতে পারব বলে আশা করছি।

ভারতের এয়ার টিকেট সবচেয়ে কম রেটে নিশ্চিত করুন Book Now:☎ 01740200290✈️ Dhaka-Kolkata: 6,600 * taka✈️ Dhaka-Chennai: 8,90...
13/11/2020

ভারতের এয়ার টিকেট সবচেয়ে কম রেটে নিশ্চিত করুন
Book Now:☎ 01740200290

✈️ Dhaka-Kolkata: 6,600 * taka
✈️ Dhaka-Chennai: 8,900 * taka
✈️ Dhaka-Delhi: 10,500 * taka
✈️ Dhaka-Bengaluru: 9,900 * taka
✈️ Dhaka-Mumbai: 10,900 * taka
✈️ Dhaka-Hyderabad: 10,900 * taka
✈️ Dhaka-Kolkata - Dhaka: 12,000 * taka
✈️ Dhaka-Chennai - Dhaka: 15,500 * taka
✈️ Dhaka-Delhi - Dhaka: 18,000 * taka
✈️ Dhaka-Bangalore - Dhaka: 18,000 * taka
✈️ Dhaka-Mumbai-Dhaka: 19,900 * taka
✈️ Dhaka-Hyderabad - Dhaka: 18,000 * taka
--------------------------------------------------------------------
Note: Give fare is by lower fare its may be change any time
Connect us with What's app
wa.me/ 01740200290
✿(*) যেকোনো উল্লেখিত রুটের সর্বনিম্ন ভাড়া ।
✿ আপনার কাঙ্খিত তারিখে বিমান এর ভাড়া এবং প্রাপ্যতার উপর উল্লেখিত মূল্য পরিবর্তন হতে পারে।
✿ আপনার কাঙ্খিত রুট এবং তারিখ টি আমাদের জানান আমরা আপনাকে উল্লেখিত তারিখে সর্বনিম্ন এয়ার ফেয়ারটি প্রদান করব।
Please call for booking- 📞 01740200290
---------------------------------------------------------------

13/11/2020

কুয়েতগামী যাত্রীভাইদের জ্ঞাতার্থে :

বাংলাদেশে আটকে পড়ার কারণে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়েছে। ফলে অনেকে কফিলের সহায়তায় ই ভিসা নিয়েছেন। সে সব যাত্রীরা অবশ্যই কুয়েত প্রবেশের আগে নিকটস্থ কুয়েত দূতাবাস থেকে অনুমতি নিয়ে নেবেন।

এরই মধ্যে অনেকেই ৩৪ টি দেশের বাইরের অন্য কোন দেশে ১৪ দিন কোয়ারেনটাইন করে যাচ্ছেন। তাদের যদি ই ভিসা থাকে তবে সংশ্লিষ্ট দেশের কুয়েত দূতাবাস থেকে অনুমতি পত্র নিয়ে কুয়েতে প্রবেশ করবেন।

যাদের আকামা/ ভিসার মেয়াদ আছে তারা ৩৪ টি দেশের বাইরে অন্য কোনো দেশে ১৪ দিন কোয়ারেন্টাইন থেকে কুয়েতে প্রবেশ করতে পারবেন।

ফোন 01740200290

বিমানে ভ্রমণ করুন সময় বাঁচান,করোনার ঝুঁকি কমান।নিরাপদ ভ্রমণে দেশীয় এয়ারলাইনস (ইউএস বাংলা, নভোএয়ার, বিমান বাংলাদেশ) এর মা...
13/11/2020

বিমানে ভ্রমণ করুন সময় বাঁচান,করোনার ঝুঁকি কমান।নিরাপদ ভ্রমণে দেশীয় এয়ারলাইনস (ইউএস বাংলা, নভোএয়ার, বিমান বাংলাদেশ) এর মাধ্যমে কম সময়ে,কম খরচে,ঘরে বসে টিকেট কিনুন আর পেমেন্ট করুন বিকাশ,রকেট এর মাধ্যমে,দেশের যেকোন প্রান্তে টিকেটের জন্য যোগাযোগ করুন:
Call:01740200290

✈️ Dhaka ✈️ Cox's Bazar 3,700 /+

✈️ Dhaka ✈️ Chattrogram ✈️ 2,700 /+

✈️ Dhaka ✈️ Sylhet ✈️ 2,700 /=

✈️ Dhaka✈️ Barisal ✈️ 2,700 /=

✈️ Dhaka✈️ Rajshahi ✈️ 2,700 /=

✈️ Dhaka✈️ Sayedpur ✈️ 2,700 /=

✈️ Dhaka✈️ Jessore ✈️ 2,700 /=

সিলেট-মাস্কাট রুটে ১৭ নভেম্বর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সপ্তাহের প্রতি মঙ্গল ও শুক্রবার সন্...
13/11/2020

সিলেট-মাস্কাট রুটে ১৭ নভেম্বর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সপ্তাহের প্রতি মঙ্গল ও শুক্রবার সন্ধ্যা ৭.৩০ টায় সিলেট থেকে ইউএস-বাংলার ফ্লাইট ওমানের পথে যাত্রা শুরু করবে। আর ঐ দুই দিন মাস্কাট থেকে স্থানীয় সময় রাত ১১.৩০টায় ফিরতি ফ্লাইট সিলেটে রওনা হবে। বর্তমানে ইউএস-বাংলা প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে মাস্কাট এবং বুধ ও রোববার চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে দুইটি করে ফ্লাইট পরিচালনা করছে।

11/11/2020

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিলেট-কক্সবাজার পথে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মঙ্গল.....

11/11/2020

বহরে থাকা চার উড়োজাহাজ নিয়ে নভেম্বরের মধ্যে অপারেশনে আসতে চায় রিজেন্ট এয়ারওয়েজ। সোমবার এয়ারলাইন্স সূত্র এ তথ্য ....

  -   flight with Turkish Airlines is available starting from BDT 69,793.Book your tickets before 30th of November and t...
26/10/2020

- flight with Turkish Airlines is available starting from BDT 69,793.
Book your tickets before 30th of November and travel within 30th March 2021.
Minimum stay is 3 Days
Other Available Routes:
- New York (JFK) - Dhaka Round Trip BDT 69,709
Dhaka - London (LHR) - Dhaka Round Trip BDT 63,674
Dhaka - Istanbul (IST) - Dhaka Round Trip BDT 55,998
Dhaka - Toronto (YYZ) - Dhaka One Way BDT 69,793
Dhaka - Paris (CDG) - Dhaka Round Trip BDT 59,988
Dhaka - Dulles (IAD) - Dhaka Round Trip BDT 74,019
Dhaka - Los Angeles (LAX) - Dhaka One Way BDT 58,900
Dhaka - Chicago (ORD) - Dhaka Round Trip BDT 86,154
Dhaka - Frankfurt (FRA) - Dhaka One Way BDT 42,499

Contact us : 01740200290

মালয়েশিয়ায় যেতে পারবে বাংলাদেশীরামালয়েশিয়ায় নতুন করে করোনাভাইরাস সংক্রমণ চিহ্নিত হওয়ার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরি...
26/10/2020

মালয়েশিয়ায় যেতে পারবে বাংলাদেশীরা
মালয়েশিয়ায় নতুন করে করোনাভাইরাস সংক্রমণ চিহ্নিত হওয়ার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে দুই দফায় নিষেধাজ্ঞা জারি করা হয়।
এবার সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে ৬টি ক্যাটাগরিতে আবারও মালয়েশিয়া প্রবেশের অনুমতি দিয়েছে মালয়েশিয়া সরকার।
তবে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মালয়েশিয়ার বাইরে ছুটিতে থাকা সাধারণ প্রবাসীরা দেশটিতে ফিরতে পারবে না বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।
করোনার প্রাদুর্ভাব কমাতে বাংলাদেশসহ ২৩টি দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা জারির মাত্র তিন দিন পর তা শিথিল করেছে মালয়েশিয়া সরকার।
২১ সেপ্টেম্বর থেকে ৬টি ক্যাটাগরিতে পুনরায় মালয়েশিয়া প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির সরকার।
এতে বলা হয়, দেশটিতে যারা স্থায়ী নাগরিক, ইমপ্লয়মেন্ট পাস ক্যাটাগরি, প্রফেশনাল ভিসিট পাস, ডিপেন্ডেন্ট পাসের সকল ক্যাটাগরি, দীর্ঘমেয়াদী সোশ্যাল ভিজিট পাস এবং গৃহ পরিচারিকা পাসধারীরা প্রবেশ করতে পারবেন।
প্রবাসী এবং পেশাদারদের মালয়েশিয়ায় প্রবেশের আগে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে। এছাড়া যে কোনো প্রবাসী যারা মালয়েশিয়া ছেড়ে চলে যেতে চাইবে তারা অনুমোদন ছাড়াই মালয়েশিয়া ত্যাগ করতে পারবে।
সুত্রঃ সময়নিউজ.টিভি

26/10/2020

বাংলাদেশ ভারত বিমান চলাচল
করোনাভাইরাসের কারণে ১৩ মার্চ থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত অন্যান্য দেশের মতো বাংলাদেশিদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। এ কারণে বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামীকাল শুক্রবার থেকে তাই বিমানের কোনো ফ্লাইট ভারতে যাবে না। একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে দেশের দুটি বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইনস।
বিমান, নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইনস ভারতে প্রতি সপ্তাহে মোট ৩৭টি ফ্লাইট পরিচালনা করে থাকে। এর মধ্যে বিমান চলাচল করে ভারতের কলকাতা ও দিল্লি রুটে। ইউএস বাংলার ফ্লাইট রয়েছে কলকাতা ও চেন্নাইয়ে। নভোএয়ারের ফ্লাইট রয়েছে কলকাতা রুটে।

just fly
26/10/2020

just fly

বিমানের ফ্লাইট রোম যাবে ২৮ অক্টোবর থেকেএভিয়েশন নিউজ ডেস্ক :আগামী ২৮ অক্টোবর ঢাকা থেকে রোমে ফ্লাইট পরিচালনা করবে বিমান বা...
26/10/2020

বিমানের ফ্লাইট রোম যাবে ২৮ অক্টোবর থেকে
এভিয়েশন নিউজ ডেস্ক :
আগামী ২৮ অক্টোবর ঢাকা থেকে রোমে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের টিকিট বুকিংয়ের জন্য বিমানের সেলস কাউন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশে ইতালি দূতাবাসের অনুরোধের পরপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে রোমে ফ্লাইট পরিচালনার জন্য রেজিস্ট্রেশন শুরু করেছে। বিমানের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করা যাবে।
গত সপ্তাহে ইতালি সরকার দেশটিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল করায় ঢাকায় আটকেপড়া প্রবাসীদের কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

সিলেটবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ১২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে।...
26/10/2020

সিলেটবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ১২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং বিমান প্রতিমন্ত্রী মো. মাহবিব আলীর চেষ্টায় প্রথমবারের মতো এই রুটে সরাসরি সেবা শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বিমান কর্তৃপক্ষ জানায়, প্রথমে সপ্তাহে দুইটি ফ্লাইট সিলেট থেকে সরাসরি কক্সবাজার যাবে এবং দুইটি ফ্লাইট সরাসরি কক্সবাজার থেকে সিলেটে আসবে। এই সেবা চালু হবে আগামী ১২ নভেম্বর থেকে। সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার সিলেট-কক্সবাজাবার এবং রোববার ও মঙ্গলবার কক্সবাজার-সিলেট রুটে চলবে এই ফ্লাইট।

তাই আপনাদের ভ্রমণ আরও সহয সুন্দর করতে এইচ আর ওভারসিজ আছে আপনাদের সাথে। ঘরে

26/10/2020

বাংলাদেশসহ নিষিদ্ধ ৩৪ দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে কুয়েত। খুব শিগগিরই ফ্লাইটগুলো চা....

 #প্রতিষ্ঠাবার্ষিকী ৩৫ বছর পূর্বে ১৯৮৫ সালের ২৫ শে অক্টোবর মাত্র দুইটি বিমান নিয়ে যাত্রা শুরু হয়েছিল এমিরেটস এয়ারলাইন্সে...
26/10/2020

#প্রতিষ্ঠাবার্ষিকী ৩৫ বছর পূর্বে ১৯৮৫ সালের ২৫ শে অক্টোবর মাত্র দুইটি বিমান নিয়ে যাত্রা শুরু হয়েছিল এমিরেটস এয়ারলাইন্সের।
প্রতিষ্ঠাবার্ষিকীতে এমিরেটস'কে শুভেচ্ছা।

23/10/2020

✈️✈️✈️ সুখবর সিলেটবাসী ✈️✈️✈️
আগামী ১২ নভেম্বর থেকে সপ্তাহে একদিন কক্সবাজার-সিলেট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

প্রতি বৃহস্পতিবার সিলেট থেকে কক্সবাজার যাবে এবং প্রতি মঙ্গলবার কক্সবাজার থেকে সিলেট যাবে।
* বিমান ভাড়া ৪৭০০ টাকা থেকে শুরু *

সাশ্রয়ী মূল্যে যেকোন রুটের টিকেট পেতে দেরী না করে এখনই যোগাযোগ করুন:

হটলাইনঃ 01740200290

বিমানের টিকেট কিনুন বিশেষ ছাড়ে।আন্তর্জাতিক ফ্লাইটঃDhaka-Jeddah-58000 টাকা থেকে শুরুDhaka-Riyad-58500 টাকা থেকে শুরুDhaka...
23/10/2020

বিমানের টিকেট কিনুন বিশেষ ছাড়ে।
আন্তর্জাতিক ফ্লাইটঃ
Dhaka-Jeddah-58000 টাকা থেকে শুরু
Dhaka-Riyad-58500 টাকা থেকে শুরু
Dhaka-Dammam-58000 টাকা থেকে শুরু
Dhaka-Dubai- 42,000 টাকা থেকে শুরু
Dhaka-AbuDhabi-41,000 টাকা থেকে শুরু
Dhaka-Singapore-38,000 টাকা থেকে শুরু
Dhaka-Muscat-43,000 টাকা থেকে শুরু
Dhaka-Doha-39000 টাকা থেকে শুরু
আন্তর্জাতিক আরও ফ্লাইট সম্পর্কে জনতে যোগাযোগ করুন।
অভ্যন্তরীণ ফ্লাইটঃ
Dhaka Chittagong-2600 টাকা থেকে শুরু
Dhaka Sylhet-2550 টাকা থেকে শুরু
Dhaka Rajshahi-2550 টাকা থেকে শুরু
Dhaka Saidpur-2550 টাকা থেকে শুরু
অভ্যন্তরীণ আরও ফ্লাইট সম্পর্কে জনতে যোগাযোগ করুন আমাদের ম্যাসেঞ্জারে অথবা কল করুণঃ 01740200290

Address


Telephone

+8801740200290

Website

Alerts

Be the first to know and let us send you an email when Waqiah Tourist Point. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Waqiah Tourist Point.:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share