Nirala Online Tourist & Medical Service, Tangail

  • Home
  • Nirala Online Tourist & Medical Service, Tangail

Nirala Online Tourist & Medical Service, Tangail Largest tourism and holiday package in Bangladesh. Tour Operator and Tour Guide.

25/01/2025
16/01/2025

দক্ষিণ চব্বিশ পরগণার আমতলা থেকে কোলকাতা হাওড়া ৩০ কিমি এসি বাসে ভাড়া মাত্র ৫০ রুপিতে
#ইন্ডিয়ান ভিসা প্রসেসিং #ইন্ডিয়ান এয়ার টিকিট বুকিং #ইন্ডিয়ান ট্রেন টিকিট বুকিং #ইন্ডিয়ান যেকোন হসপিটালের ডাক্তারের এপয়েন্টমেন্ট বুকিং #চেন্নাই এয়ারপোর্ট টু সি.এম.সি ভেলোর প্রাইভেটকার বুকিং #ব্যঙ্গালোর এয়ারপোর্ট টু নারয়না হসপিটাল প্রাইভেটকার বুকিং #সি.এম.সি ভেলোরে ও ব্যঙ্গালোরে হোটেল বুকিং #ট্রভেল ট্যাক্স প্রদান #বেনাপোল পোর্ট ট্যাক্স প্রদান করতে চলে আসুন আমাদের অফিসে

আমাদের অফিসের ঠিকানাঃ
#নিরাল অনলাইন, লোন সুপার মার্কেট,নিরালা মোর,মেইন রোড,টাঙ্গাইল।
ফোন নং- 01712-597599 (Whats App)

14/01/2025

জোকা, কোলকাতা
#ইন্ডিয়ান ভিসা প্রসেসিং #ইন্ডিয়ান এয়ার টিকিট বুকিং #ইন্ডিয়ান ট্রেন টিকিট বুকিং #ইন্ডিয়ান যেকোন হসপিটালের ডাক্তারের এপয়েন্টমেন্ট বুকিং #চেন্নাই এয়ারপোর্ট টু সি.এম.সি ভেলোর প্রাইভেটকার বুকিং #ব্যঙ্গালোর এয়ারপোর্ট টু নারয়না হসপিটাল প্রাইভেটকার বুকিং #সি.এম.সি ভেলোরে ও ব্যঙ্গালোরে হোটেল বুকিং #ট্রভেল ট্যাক্স প্রদান #বেনাপোল পোর্ট ট্যাক্স প্রদান করতে চলে আসুন আমাদের অফিসে

আমাদের অফিসের ঠিকানাঃ
#নিরাল অনলাইন, লোন সুপার মার্কেট,নিরালা মোর,মেইন রোড,টাঙ্গাইল।
ফোন নং- 01712-597599 (Whats App)

12/01/2025

সেন্টপল ক্যথেডল চার্জ, কোলকাতা
#ইন্ডিয়ান ভিসা প্রসেসিং
#ইন্ডিয়ান এয়ার টিকিট বুকিং
#ইন্ডিয়ান ট্রেন টিকিট বুকিং
#ইন্ডিয়ান যেকোন হসপিটালের ডাক্তারের এপয়েন্টমেন্ট বুকিং
#চেন্নাই এয়ারপোর্ট টু সি.এম.সি ভেলোর প্রাইভেটকার বুকিং
#ব্যঙ্গালোর এয়ারপোর্ট নারয়না হসপিটাল প্রাইভেটকার বুকিং
#সি.এম.সি ভেলোরে ও ব্যঙ্গালোরে হোটেল বুকিং
#ট্রভেল ট্যাক্স প্রদান
#বেনাপোল পোর্ট ট্যাক্স প্রদান করতে চলে আসুন আমাদের অফিসে

আমাদের অফিসের ঠিকানাঃ
#নিরাল অনলাইন, লোন সুপার মার্কেট,নিরালা মোর,মেইন রোড,টাঙ্গাইল।
ফোন নং- 01712-597599 (Whats App)

09/01/2025

ভিক্টোরিয়া মেমোরিয়াল যাবার পথে

07/01/2025

কোলকাতা ধর্মতলা

05/01/2025

শিয়ালদা ষ্টেশনে

04/01/2025

গেদে থেকে কোলকাতা শিয়ালদাহ এর উদ্দেশ্যে রওনা হলাম

31/12/2024

গেদে বর্ডার, নদীয়া, ইন্ডিয়া

 াকায়_টাঙ্গাইল_থেকে_দর্শনা_গেদে_হয়ে_কোলকাতা_যাবার_অভিঙ্গতাসকাল সকাল বেলায় বের হয়ে চলে আসলাম নতুন বাস টার্মিনাল। টাঙ্গাইল...
30/12/2024

াকায়_টাঙ্গাইল_থেকে_দর্শনা_গেদে_হয়ে_কোলকাতা_যাবার_অভিঙ্গতা

সকাল সকাল বেলায় বের হয়ে চলে আসলাম নতুন বাস টার্মিনাল। টাঙ্গাইল থেকে কুষ্টিয়া চলাচল কারী আলম এক্সপ্রেস এর টিকিট কেটে বাসে নিজের সিটে বসে পড়লাম। বাস ছাড়ে সকাল ৬:৪৫ মিনিটে আর ভাড়া কুষ্টিয়া পর্যন্ত ৪০০/- টাকা। যদি রাস্তার কোন প্রকার জ্যাম না হয় তাহেলে কুষ্টিয়া বাস পৌছায় সকাল ১০:৩০ থেকে ১১ টার মাঝে। বাস থেকে নেমে হাত মুখ ধুয়ে নাস্তা করে নিলাম। এবার একটি অটো অথবা রিক্সার করে চলে গেলাম কুষ্টিয়া কোর্ট ষ্টেশনে। কাউন্টার থেকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী সুন্দরবন এক্সপ্রেস এর টিকিট কেটে নিলাম। ভাড়া পড়লো শোভন চেয়ারে ৭০/- টাকা। আপনি চাইলে অনলাইন টিকিট ও কেটে নিতে পারেন, সেই ক্ষেত্রে ২০/- টাকা বেশী পরে, তবে আগে থেকে টিকিট কেটে নিলে কনফার্ম সিট পাওয়া যায়। কুষ্টিয়া ষ্টেশনে ট্রেন আসবে সকাল ১১:৩৫ মিনিটে এবং ছেড়ে যাবে ১১:৩৮ মিনিটে। ট্রেন ছাড়া কুষ্টিয়া থেকে দর্শনা যাবার আরও একটি মাধ্যম হচ্ছে বাস। প্রথমে আপনাকে বাসে করে চুয়াডাঙ্গা যেতে হবে ভাড়া পরবে ১০০/- টাকা। চুয়াডাঙ্গা বাস থেকে নামার পর চুয়াডাঙ্গা থেকে দর্শনার বাস ধরতে হবে,ভাড়া পরবে ৪০/- টাকা। আমি যেহেতু বাজেট ট্রেভেলার তাই আমি ট্রেনে করে গিয়েছিলাম। । বর্ডার যেহেতু সন্ধ্যা ৬টা পর্যন্ত খোল তাই আমার চিন্তার কোন কারন ছিল না। দর্শনা ষ্টেশনে নামলেই দেখতে পাবেন অনে ভ্যান ও অটো দাড়িয়ে আছে আর বর্ডার বর্ডার বলে ডাকতাছে । আমি এবার একটা ভ্যনে উঠে পড়লাম। ভ্যানে উঠার আগে একবার ভাড়া জিঙ্গাস করে নিলাম, ভ্যান চালক আমার কাছে ৪০/- টাকা চাইলো, আমি ৩০/- টাকা বলায় ভ্যান চালক রাজি হয়ে গেল। এবার দর্শনা ষ্টেশন থেকে ভ্যানে করে দর্শনা বর্ডার এর উদ্দেশ্যে রওনা হলাম। দর্শনা ষ্টেশন থেকে বর্ডারের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। আমার দর্শনা ষ্টেশন থেকে বর্ডার পর্যন্ত সময় লেগেছিল প্রায় ২০ মিনিটের মত। আমি ঠিক দুপুর ১:৫০ মিনিটের সময় বর্ডারে পৌছে গেলাম। ভ্যান থেকে নেমে ভ্যান চালককে ভাড়া দিয়ে সরাসরি ইমিগ্রেশনে চলে গেলাম। ইমিগ্রেশন পুলিশ আমার পাসপোর্ট ও ভিসা চেক করলো, আমার পেশার কাগজ দেখতে চাইলো, এরপর আমার ছবি তুলে ডিপাচার সিল দিয়ে ছেড়ে দিল। এর মাঝে আমার ব্যাগ চেক করে নিল। এই সময়টাতে বর্ডার ফাকা থাকার কারণে আমার ইমিগ্রেশন করতে সময় লেগে ছিল মাত্র ৭ মিনিট। ইমিগ্রেশন শেষ করে হাটতে হাটতে চলে গেলাম বি.জি.বি ক্যাম্পে। বি.জি.বি ক্যাম্পে আমার ব্যগ চেক করা হল, পাসপোর্ট এন্ট্রি করা হল। পাসপোর্ট এন্ট্রি শেষে আমি হাটতে হাটতে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। বি.জি.বি ক্যাম্প থেকে ইন্ডিয়ার বি.এস.এফ ক্যাম্প মাঝের দূরত্ব প্রায় পৌনে এক কিলোমিটা। এই দূরত্ব ভ্যানে যাওয়ার ব্যবস্থা আছে, ভ্যান ভাড়া ৫০/- টাকা। যেহেতু আমার ব্যাগ হালকা জিনিস পত্র তাই আমি হেটে য়াওয়ার সিদ্ধান নিলাম। হাটতে হাটতে বি.এস.এফ ক্যাম্পে পৌছে গেলাম। বি.এস.এফ ক্যাম্পে আমার ব্যাগ চেক করা হল। এরপর আমার পাসপোর্ট এন্ট্রি করে ছেড়ে দিল। এখন আমি ইন্ডিয়ান ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা হলাম। ইমিগ্রেশনে আমার পাসপোর্ট নিয়ে পাসপোর্ট ও ভিসা চেক করল। ইমিগ্রেশন অফিসার আমার ছবি ও ফিঙ্গার করে এরিভাল সিল দিয়ে ছেড়ে দিল। এবার আমি গেদে বর্ডারে সৌহার্দ যাত্রী প্রতিক্ষালয়ের দীপক ঘোষ দিপুর মানি এক্সজেন্জ থেকে বাংলা টাকা পরিবর্তন করে ইন্ডিয়ান রুপি করে নিলাম। বর্ডরে মোটামুটি মানের ২-৩ খাবার হোটেল আছে সেখানে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাবার শেষে গেদে ষ্টেশন থেকে মাত্র ৩০ রুপি দিয়ে শিয়ালদা লোকাল ট্রেনের টিকিট কেটে নিলাম। আমার ট্রেনি ছিল দুপুর ৩:৩৫ মিনিটে। নির্দিষ্ট সময়ে ট্রেনটি শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। অমি সন্ধ্যা ৬:২৫ মিনিটে কোলকাল শিয়ালদা ষ্টেশনে পৌছে গেলাম। এই সুন্দর ভাবে মাত্র ৫৬৫/- টাকায় কোলকাতা পৌছে গেলাম।
--খরচের হিসাব--
#টাঙ্গাইল থেকে কুষ্টিয়া -৪০০/- টাকা
# কুষ্টিয়া থেকে কুষ্টিয়া কোর্ট ষ্টেশন-২০/- টাকা
# কুষ্টিয়া কোর্ট ষ্টেশন থেকে দর্শনা হল্ট ষ্টেশন-৭০ /- টাকা
# দর্শনা হল্ট ষ্টেশন থেকে বর্ডার-৩০/- টাকা
# গেদে ষ্টেশন থেকে শিয়ালদা ৩০/- রুপি (বাংলা ৪৫/-টাকা)

⭕️  #কোলকাতা_মেট্রো_নিয়ে_কিছু_কথা_পড়ুন_আশাকরি_কিছু_জানতে_পারবেন। ⭕️কলকাতা মেট্রো মানেই ভারতবর্ষের প্রথম মেট্রো। আর  গঙ্গ...
29/12/2024

⭕️ #কোলকাতা_মেট্রো_নিয়ে_কিছু_কথা_পড়ুন_আশাকরি_কিছু_জানতে_পারবেন। ⭕️

কলকাতা মেট্রো মানেই
ভারতবর্ষের প্রথম মেট্রো। আর গঙ্গার নিচ দিয়ে মেট্রোর দৌড়ানো যা সত্যেই অকল্পনীয় আর এই জন্যই সমস্ত বাঙালিদের কাছে সত্যেই গর্বের বিষয়।
কিন্তু আজকের দিনে দাড়িয়েও অনেক মানুষই হয়তো এই রেলপথের অনেক রুট নিয়ে সেরকম ভাবে অবগত নয়!
আজকের এই পোস্টটি তাদের জন্য। আসা করি পোস্ট টি আপনাদের কাজে লাগবে!!

➡️ কলকাতা মেট্রো রেলপথে সবমিলিয়ে 6 টি পরিকল্পিত রুট রয়েছে। যার মধ্যে 3টি রুট চালু হয়ে আছে ও বাকি 3টি রুট পরিকল্পনাধীন।

🔹01. (নর্থ - সাউথ মেট্রো )
অন্য নাম - ব্লু লাইন। 🔵
টোটাল দূরত্ব - 31 কিমি।
চালু হয় : 24শে অক্টোবর 1984.
এই লাইনের স্টেশন গুলি হলো কবি সুভাষ (নিউ গড়িয়া)➡️ শহিদ ক্ষুদিরাম (বির্জী গড়িয়া)➡️ কবি নজরুল (গড়িয়া বাজার) ➡️ গীতাঞ্জলি (নাকতলা)➡️ মাস্টারদা সূর্যসেন (বাঁশদ্রোণী)➡️ নেতাজি (কুঁদঘাট)➡️ মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ)➡️ রবীন্দ্র সরোবর ➡️ কালীঘাট ➡️ যতীনদাস পার্ক( হাজরা) ➡️ নেতাজি ভবন ➡️ রবীন্দ্র সদন ➡️ ময়দান ➡️পার্ক স্ট্রিট ➡️ এসপ্লানেড ➡️ চাঁদনীচক➡️ সেন্ট্রাল➡️ এম.জি রোড➡️ গিরিশ পার্ক➡️ শোভাবাজার সুটানুটি➡️ শ্যামবাজার➡️ বেলগাছিয়া➡️ দমদম➡️ নোয়াপাড়া➡️ বরানগর➡️ দক্ষিণেশ্বর

🔹02. ইস্ট - ওয়েস্ট মেট্রো
অন্য নাম - গ্রীন লাইন 💚
টোটাল দূরত্ব - ১৫ কিমি।
চালু হয়- 13 ফেব্রুয়ারি, 2020.
এই লাইনের স্টেশন গুলি হলো⬇️
হাওড়া ময়দান - হাওড়া - মহাকরণ-এসপ্লানেড-শিয়ালদহ-
ফুলবাগান - সল্টলেক স্টেডিয়াম - বেঙ্গল ক্যামিকেল - সিটি সেন্টার 1 - সেন্ট্রাল পার্ক - করুণাময়ী - সল্ট লেক সেক্টর ৫ - কেষ্টপুর - দমদম পার্ক - বাগুইআটি - রঘুনাথপুর - তেঘরিয়া।
বর্তমানে এই লাইনে সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা চলছে।
15ই মার্চ, 2024 তারিখে হাওড়া ময়দান থেকে এসপ্লেনেড পর্যন্ত চালু হয়ে গেছে।
বাকি স্টেশনগুলো পরিকল্পিত, কাজ সম্পন্ন হলে সবগুলো জুড়ে যাবে। সম্ভবত 2025 এর মধ্যে জুড়ে যাওয়ার কথা।

🔹03. জোকা - বিবাদী বাগ মেট্রো।
অন্য নাম - পার্পেল লাইন 💜
টোটাল দূরত্ব - 17 কিমি।
চালু হয় - 30শে ডিসেম্বর 2022.
এই লাইনে স্টেশন গুলি হলো⬇️
এসপ্লানেড ➡️ ভিক্টোরিয়া ➡️ খিদিরপুর ➡️ মোমিনপুর ➡️ মাঝেরহাট ➡️ তারাতলা ➡️ বেহালা বাজার ➡️ বেহালা চৌরাস্তা ➡️ সখেরবাজার ➡️ ঠাকুরপুকুর ➡️ জোকা ➡️ আই.আই.এম ➡️ ডায়মন্ড পার্ক ।

বর্তমানে এই লাইনে পরিষেবা জোকা থেকে তারাতলা চালু রয়েছে। 15.03.2024 তারিখ থেকে মাঝেরহাট পর্যন্ত চলছে। মাঝের হাট থেকে এসপ্লেনেড(ধর্মতলা) পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি। কাজ সম্পন্ন হলে এসপ্লেনেড থেকে ডায়মন্ড পার্ক পর্যন্ত চলবে।

🔹04. নিউ গড়িয়া - বিমানবন্দর মেট্রো।
অন্য নাম - অরেঞ্জ লাইন 🧡
টোটাল দূরত্ব - 30 কিমি।
চালু - 15.03.2024 তারিখ থেকে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত চলছে। পরে পরে বাকিগুলো সম্পন্ন হলে সব জুড়ে যাবে।
এই লাইনের স্টেশন গুলি হলো⬇️
কবি সুভাষ (নিউ গড়িয়া) - সত্যজিৎ রায় - যতীন্দ্রনাথ নন্দী (মুকুন্দপুর) - কবি সুকান্ত (কালিকাপুর) - হেমন্ত মুখোপাধ্যায়(রুবি) - ভি.আই.পি বাজার - ঋত্বিক ঘটক (বানতলা) - বরুণ সেনগুপ্ত (সাইন্স সিটি) - বেলেঘাটা - গৌড় কিশোর ঘোষ (চিংড়ি ঘাটা) - নিকো পার্ক - সল্টলেক সেক্টর ৫ - টেকনোপলিশ - বিধাননগর - সাব সি.বি.ডি ১ - সি.বি.ডি ১ - সি.বি.ডি ২ (কলাক্ষেত্র) - নিউ টাউন - কনভেনশন সেন্টার (নবাবপুর) - সাব সি.বি.ডি ২ - সিটি সেন্টার ২ (তিতুমীর) - রবীন্দ্র তীর্থ - ভি.আই.পি রোড - বিমানবন্দর।

🔹05. নোয়াপাড়া - বারাসাত মেট্রো।
অন্য নাম - ইয়েলো লাইন 💛
টোটাল দূরত্ব - 17 কিমি।
চালু - এখন ও চালু হয়নি। (প্রস্তাবিত)
এই লাইনের স্টেশন গুলি হলো⬇️
নোয়াপাড়া - দমদম ক্যান্টনমেন্ট - যশোর রোড - বিমান বন্দর - বিরটি - মাইকেল নগর - নিউ ব্যারাকপুর - মধ্যমগ্রাম - হৃদয়পুর - বারাসাত।

🔹06. বরানগর - ব্যারাকপুর মেট্রো।
অন্য নাম - পিংক লাইন 🩷
টোটাল দূরত্ব - ১৩ কিমি।
চালু - এখনও চালু হয়নি (প্রস্তাবিত)।
এই লাইনের স্টেশন গুলি হলো ⬇️
বরানগর - কামারহাটি - আগরপাড়া - সোদপুর - পানিহাটি - সুভাষনগর - খড়দাহ - টাটা গেট - টিটাগর - তালপুকুর - ব্যারাকপুর।
credit-Sumanta Karmakar

#কলকাতা_মেট্রো
#কোলকাতামেট্রোরুট

27/12/2024

কোলকাতা হাওড়া ষ্টেশন থেকে

Old Bus stand, Vellore
24/12/2024

Old Bus stand, Vellore

29/11/2024

CMC হসপিটালেন 900-B পেশেন্ট রেজিষ্ট্রেশন বিল্ডিং, ভেলোর

24/11/2024

বিজয়বারা ষ্টেশনে ১০ মিনিটের যাত্রা বিরতীতে ৭ পিছ কলা কিনলাম ৫০ রুপিতে

23/11/2024

ব্যাঙ্গালোর SMVB এক্সপ্রেস হাওড়া প্লাটফর্মে ঢুকছে

22/11/2024

Fortis Hospital, Kolkata

Address


Telephone

+880167666553

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nirala Online Tourist & Medical Service, Tangail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nirala Online Tourist & Medical Service, Tangail:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share