Into The Wilds

  • Home
  • Into The Wilds

Into The Wilds Into the Wilds with us will make sure that you guys can have a pleasant tour to any part of our beau
(1)

19/12/2021
New Market of Bandarban! DebotakhumPicture collected
31/01/2021

New Market of Bandarban!
Debotakhum
Picture collected

with whom you wanna watch Northern Lights in Norway ?! 😍
30/01/2021

with whom you wanna watch Northern Lights in Norway ?! 😍

Is troll tunga in your bucket list ? 😃
27/01/2021

Is troll tunga in your bucket list ? 😃

The famous black spur ! wanna drive there?! 😁
26/01/2021

The famous black spur ! wanna drive there?! 😁

25/01/2021

This video is, was and will always be the inspiration for our soul.

কারা কারা ট্যুর দিতে ইচ্ছুক আনোয়ারায় অবস্থিত হাজার বছরের পুরনো এই ভুত বাড়িতে?NB: Collected picture
23/01/2021

কারা কারা ট্যুর দিতে ইচ্ছুক আনোয়ারায় অবস্থিত হাজার বছরের পুরনো এই ভুত বাড়িতে?

NB: Collected picture

রিসোর্ট এর কাজ চলতেছে 😂বান্দরবান আর বান্দরবান নাইমারায়নতং এর বুকে আরো একটি নীলগিরি দেখবো আমরা😊
23/01/2021

রিসোর্ট এর কাজ চলতেছে 😂
বান্দরবান আর বান্দরবান নাই
মারায়নতং এর বুকে আরো একটি নীলগিরি দেখবো আমরা😊

In every single trekking ! 😅
23/01/2021

In every single trekking ! 😅

অনন্য সুন্দর বগালেক!পর্ব ১ঃপার্বত বান্দারবান জিলার রুমা উপাজিলায় পাহাড় বেষ্টিত এই মনরম লেকটি অবস্থিত । সমুদ্র পৃষ্ট থেকে...
23/01/2021

অনন্য সুন্দর বগালেক!
পর্ব ১ঃ
পার্বত বান্দারবান জিলার রুমা উপাজিলায় পাহাড় বেষ্টিত এই মনরম লেকটি অবস্থিত । সমুদ্র পৃষ্ট থেকে এটি বেশ উচ্চতায় অবস্থিত । ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের কিছু বন্ধুরা মিলে ছুটে যাই এর সৌন্দর্য দেখতে ।বেলা ১ টা বা ২ টার দিকে বান্দারবান শহর থেকে বাস যোগে রুমা বাজারের উদ্দেশে রওনা দেই । ওইটাই ছিলো রুমা বাজারগামী শেষ ট্রিপ । চান্দের গাড়ির বদলে বাসে যাওয়ার একটা সুবিধা হলো, আপনি স্থানীয় আদিবাসী লোকদের সাথে ভ্রমন করতে পারবেন । খুব একটা পর্যটক বা বাঙ্গালী বাসে থাকে না । কিছু সময়ের জন্য আপনার মনে হবে আপনি যেনো তাদেরই একজন । নিজেকে পাহাড়ী ভাবার ব্যাপারটা বেশ উপভোগ্য । যাওয়ার পথটা বেশ উপভোগ্য,আবার মাঝে মধ্যে বেশ রোমাঞ্চকরও বটে, যখন দেখবেন আপনার বাসটা ১৫০-২০০ তলার সমান উচ্চতার কোল ঘেষে যাচ্ছে;তখন বাজি ধরে বলতে পারি প্রেমিকার কাছে ছেঁকা খাওয়ার মত বুকের ভিতর মোচড় দিবে । প্রেমিকার ক্ষেত্রে ব্যাপারটা বেদনাদায়ক হলেও, এক্ষেত্রে ব্যাপারটা বেশ উপভোগ্য । এরকম চলতে চলতেই মাঝে পাবেন একটা যাত্রা বিরতি। সেখানে পাহাড়িরা হরেক রকম পণ্য টুকরিতে নিয়ে বসে থাকে। পেয়ারা আর কলাটাই বেশি থাকে । শুনেছিলাম দাম নাকি অবিশ্বাস্যরকমের সস্তা ।তবে আমরা ঢাকার মতই দাম দেখলাম, সম্ভবত পর্যটনের কারনে এখন পরিবর্তন হয়েছে। দুই তিনটা চায়ের দোকানও পাবেন, বেশিরভাগ দোকানিই মহিলা, আধো আধো বাংলা বলেন। যাত্রা বিরতি শেষে ১-২ ঘণ্টা পরেই পৌঁছে যাবেন রুমা বাজারে । যতটা ছোটো খাটো ভেবেছিলাম, ততটা ছোট খাটো নয় । বেশ বড়ই । বাঙ্গালীর সংখা চোখে পরার মত । পাহাড়ী আর বাঙালীরা মিলেমিশে জীবন যাবন করছে । রুমা বাজারে ২-৩ টা ছোট খাটো থাকার হোটেল আছে । খুব বেশি সুবিধা-সম্বলিত না হলেও রাত পার করার জন্য ভালোই । দাম ও মোটামটি মানানসই । আমরা রাতে খাওয়া দাওয়া করে, কিছুক্ষন তাস খেলে ঘুমিয়ে পড়লাম তাড়াতাড়ি । কারন পরেরদিন খুব ভোরেই রওনা দিতে হবে
বগালেকের উদ্দ্যেশে ।
বিঃদ্রঃ বানান ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনেক বছর ধরে বাংলা অনেক কম লেখা হয় ।

স্থান - সূর্যমুখী খ্যেত।বিঃদ্রঃ ভ্রমণ করুন, প্রকৃতির সৌন্দর্য অবলোকন করুন। কিন্তু নিজেকে প্রকৃতি এবং মানুষের ক্ষতির কারণ...
23/01/2021

স্থান - সূর্যমুখী খ্যেত।
বিঃদ্রঃ ভ্রমণ করুন, প্রকৃতির সৌন্দর্য অবলোকন করুন। কিন্তু নিজেকে প্রকৃতি এবং মানুষের ক্ষতির কারণ বানাবেন না।

পাহাড়ি রাস্তায় সাইকেল নিয়ে ঘুরার ইচ্ছা অনেকদিনের। তাই একদিন চুয়েট ক্যাম্পাস থেকে বেড়িয়ে পড়েছিলাম বন্ধুরা আর এক বড় ভাই মি...
23/01/2021

পাহাড়ি রাস্তায় সাইকেল নিয়ে ঘুরার ইচ্ছা অনেকদিনের। তাই একদিন চুয়েট ক্যাম্পাস থেকে বেড়িয়ে পড়েছিলাম বন্ধুরা আর এক বড় ভাই মিলে। সত্যিই অসাধারণ একটি দিন কেটেছিল। বাসে বা গাড়িতে চড়ে সেই অনুভূতি কখোনোই মিলবে না। যেখানে ইচ্ছা সাইকেল থামিয়ে যতক্ষন ইচ্ছা পাহাড় দেখা, পাহাড়ি নদীর সৌন্দর্য দেখা, ওইখানের মানুষের সাথে আড্ডা দেওয়া। এর সবই ওই দিন সম্ভব হয়েছিল।

বাংলাদেশের বৃহত্তম ঝরনা "বাকত্লাই ঝরনা"বাকত্লাই ঝরনার রূপ কেমন তা আসলে নিজ চোখে না দেখলে বুঝা সম্ভব নয়। প্রায় ৩৯০ ফিট উচ...
22/01/2021

বাংলাদেশের বৃহত্তম ঝরনা "বাকত্লাই ঝরনা"

বাকত্লাই ঝরনার রূপ কেমন তা আসলে নিজ চোখে না দেখলে বুঝা সম্ভব নয়। প্রায় ৩৯০ ফিট উচু থেকে প্রবল বেগের পানি নিচের পাথরে আছড়ে পড়ার তান্ডব, অদৃশ্য সব শব্দ আর চারপাশের বন্য হিংস্রতা যখন দুচোখ দিয়ে অনুভব করেছিলাম, তখন পিছনের সমস্ত ক্লান্তি আর পরিশ্রম যেন এক নিমেষেই দূর হয়ে গিয়েছিল। চেয়ে চেয়ে চোখ জুড়িয়েছি কেবল। ঐ ট্যুরে এছাড়াও ফাউ হিসেবে পেয়েছিলাম বোর্ডিং পাড়া, কাইতুন পাড়া, বাকত্লাই পাড়া সহ আরও কয়েকটি খুব সুন্দর পাড়া দেখার সুযোগ। ইনশাআল্লাহ আবারও যাবো বাকত্লাই ঝরনায়।

ব্রীজ বানানো হচ্ছে নাফাখুমের সামনে।  অবশেষে এখানেও কৃত্রিমতা ঠাই পেয়ে গেলো।picture collected
22/01/2021

ব্রীজ বানানো হচ্ছে নাফাখুমের সামনে। অবশেষে এখানেও কৃত্রিমতা ঠাই পেয়ে গেলো।
picture collected

21/01/2021

3 COUNTRY YOU WISH TRAVEL TO 🛫✈️

"দি মাইটি চন্দ্রনাথ পাহাড়”সীতাকুণ্ডে ভ্রমনের কথা উঠলে একদম শুরুতেই চন্দ্রনাথ পাহাড়ের কথা আমাদের মাথায় আসে। চন্দ্রনাথ পাহ...
20/01/2021

"দি মাইটি চন্দ্রনাথ পাহাড়”
সীতাকুণ্ডে ভ্রমনের কথা উঠলে একদম শুরুতেই চন্দ্রনাথ পাহাড়ের কথা আমাদের মাথায় আসে। চন্দ্রনাথ পাহাড় তার বিশালতা এবং সৌন্দর্যের কারণে পর্যটকদের নিকট খুবই আকর্ষণীয় এক পর্যটন কেন্দ্রে পরিনত হয়েছে। সঠিক সিজনে চূড়ায় উঠেছিলাম বলে মেঘ স্পর্শ করার অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল আমাদের। এছাড়াও চন্দ্রনাথের চূড়া থেকে সমুদ্রের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। একই সময়ে পাহাড় ও সমুদ্র উপভোগ করার জন্যই দূর-দূরান্ত থেকে অসংখ্য ট্যুরিস্ট এখানে ভীড় জমায়। এ স্পটের আরো একটি বিশেষ দিক হল চন্দ্রনাথের পাদদেশ থেকে একেবারে চূড়া পর্যন্ত বিস্তৃত শত শত সিঁড়ি। চন্দ্রনাথ পাহাড়ের কাছাকাছি রয়েছে আরও কিছু সুন্দর স্পট। এক দিনের ট্যুরে ২-৩ টি স্পট সহজেই কভার করা সম্ভব। প্রকৃতি তার অপার সৌন্দর্য যেন অকাতরে ঢেলে দিয়েছে বাংলার পরতে পরতে।

Into the Wilds হল এমন একটি ট্রাভেলিং গ্রুপ যা আমরা কয়েকজন বিশ্ববিদ্যালয়ের বন্ধু মিলে খুলেছি। আমরা বাংলাদেশের অনেক পর্যটন...
19/01/2021

Into the Wilds হল এমন একটি ট্রাভেলিং গ্রুপ যা আমরা কয়েকজন বিশ্ববিদ্যালয়ের বন্ধু মিলে খুলেছি। আমরা বাংলাদেশের অনেক পর্যটনকেন্দ্রেই স্বল্পখরচে কোয়ালিটি ট্যুর দিয়েছি। এখন আমরা চাচ্ছি আপনারাও আমাদের সাথে খুবই কম খরচে বাংলাদেশের যেকোনো পছন্দের স্পটে ঘুরে আসুন।
Group link:
https://www.facebook.com/groups/1024386128054984/?ref=share

"বড় কমলদহ ট্রেইল”।
হয়তো খুব একটা পরিচিত ট্রেইল নয়, কিন্তু সৌন্দর্যের দিক থেকে কোনো অংশেই কম নয়। একদমই ঝুঁকিমুক্ত এই ট্রেইল ধরে আমরা আগস্ট-সেপ্টেম্বরের দিকে গিয়েছিলাম👣। ভাগ্য ভালো যে সেদিন আমাদের গ্রুপটিই ছিল ওইখানে প্রথম গ্রুপ। তাই বান্দরবানের খুমের মত স্বচ্ছ নীল পানি দেখার সৌভাগ্য বড় কমলদহেই হয়েছিল তাও আবার খুবই কম খরচে। পরে অবশ্য অন্যান্য গ্রুপ এসে পড়ায় পানি ঘোলা হয়ে গিয়েছিল। তবে একদিনের রিল্যাক্স ট্যুর হিসেবে ট্রেইলটি আদর্শ।
NB: Click to view the whole picture.

Khoiyachora, Sh*taKund
19/01/2021

Khoiyachora, Sh*taKund

বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামুলাইকুম |Into the Wilds with us এমন একটি ট্যুর গ্রুপ যা ভ্রমণ পিপাসু ও এডভেঞ্চারপ্রিয় ...
19/01/2021

বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামুলাইকুম |
Into the Wilds with us এমন একটি ট্যুর গ্রুপ যা ভ্রমণ পিপাসু ও এডভেঞ্চারপ্রিয় মানুষদের জন্য এক খোলা উঠান হিসেবে কাজ করবে। বাংলাদেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে স্বল্প খরচে ভ্রমণের ও ক্যাম্পিং এর সুযোগ সৃষ্টি করাই এ গ্রুপের প্রধানতম উদ্দেশ্য। তবে শুধু গন্তব্যে পৌছানো নয় বরং আমাদের চলাফেরা, ব্যাবহার এবং পরিবেশের সজীবতা ও সৌন্দর্য রক্ষার মাধ্যমে সুন্দর ভ্রমণ অভিজ্ঞতার ভান্ডার সৃষ্টিতে গ্রুপটি অগ্রণী ভূমিকায় থাকবে। গ্রুপের সদস্যগণ নিজেদের ভ্রমণ সংক্রান্ত অভিজ্ঞতা ও আউটডোর একটিভিটি সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি আদান-প্রদানের মাধ্যমে এবং অন্যান্য সদস্যদের সাথে আন্তরিক থেকে গ্রুপটিকে সচল রাখবেন।আপনার যে কোনো ভ্রমণ অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও সমস্যা শেয়ার করুন আমাদের সাথে।

18/01/2021

Sunset at marayonton,alikadam,bandarban

Address


Telephone

+8801645084449

Website

Alerts

Be the first to know and let us send you an email when Into The Wilds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Into The Wilds:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share