Jashore Railway Helpline

  • Home
  • Jashore Railway Helpline

Jashore Railway Helpline আমাদের লক্ষ্য যশোরে ট্রেন সেবা সম্পর?

06/01/2024
সুপ্রিয় যশোর বাসী 🥰আপনারা প্রস্তুত তো একটি নিরাপদ ও দ্রুততম যাত্রার জন্য🔥হ্যা বুঝতে পারছি ভাড়া একটু বেশি হয়ে যাচ্ছে🥹ক...
09/10/2023

সুপ্রিয় যশোর বাসী 🥰
আপনারা প্রস্তুত তো একটি নিরাপদ ও দ্রুততম যাত্রার জন্য🔥

হ্যা বুঝতে পারছি ভাড়া একটু বেশি হয়ে যাচ্ছে🥹
কিন্তু সব কিছু মিলিয়ে অন্যান্য যানবাহন থেকে কিন্তু কম আছে😇
বিশেষ করে আপনারা যারা ট্রেন ভ্রমণ করতে পছন্দ করেন তাদের কাছে তো এইটা কোনো বিষয়ই না আমার বিশ্বাস💝

এখন তো ট্রেন পোড়াদহ হয়ে চলাচল করবে
তবে অপেক্ষা করেন যশোর থেকে সরাসরি পদ্মাসেতু হয়ে ঢাকা লাইন এর কার্যক্রম সম্পূর্ণরূপে প্রস্তুত হলে এই ভাড়া আরো কমে যাবে🤠

[ দ্বিতীয় ছবি টা প্রকল্প সম্পূর্ণ ভাবে শেষ হলে অর্থাৎ ঢাকা থেকে নড়াইল হয়ে যশোর রেলপথ চালু হলে ""চূড়ান্ত "" ভাড়া তালিকা দেওয়া হলো ]

📌 যশোরের জরুরী কিছু সেবা সমূহঃ-👁️‍🗨️  রক্ত সম্পর্কীয় সহযোগিতা পেতে জয়েন করুন-JASHORE BLOOD BANK 👁️‍🗨️ ডাক্তার সম্পর্কি...
05/10/2023

📌 যশোরের জরুরী কিছু সেবা সমূহঃ-

👁️‍🗨️ রক্ত সম্পর্কীয় সহযোগিতা পেতে জয়েন করুন-
JASHORE BLOOD BANK

👁️‍🗨️ ডাক্তার সম্পর্কিত তথ্য পেতে জয়েন করুন-
Jashore Doctor's Information

👁️‍🗨️ রেলওয়ে সম্পর্কে তথ্য পেতে জয়েন করুন-
Jashore Railway Helpline

👁️‍🗨️ অসহায় মানুষকে খাবার দিয়ে সহযোগিতা করতে অথবা খাবার সম্পর্কে তথ্য পেতে জয়েন করুন-
Jashore Food Bank - যশোর ফুড ব্যাংক

👁️‍🗨️ যশোরে চাকরি ও টিউশনি পেতে অথবা চাকরির বিজ্ঞাপন দিতে জয়েন করুন-
Jashore Jobs Bank

🔥🔥সু সংবাদ, সু সংবাদ, সু সংবাদ🔥🔥🌟আগামী 22 শে জুন "সুন্দরবন এক্সপ্রেস" পেতে যাচ্ছে সদ্য আমদানীকৃত চাইনিজ কোচ😍😍🌟22 তারিখ (...
12/06/2023

🔥🔥সু সংবাদ, সু সংবাদ, সু সংবাদ🔥🔥
🌟আগামী 22 শে জুন "সুন্দরবন এক্সপ্রেস" পেতে যাচ্ছে সদ্য আমদানীকৃত চাইনিজ কোচ😍😍
🌟22 তারিখ ( 725 সুন্দরবন এক্সপ্রেস ) খুলনা থেকে নতুন কোচ নিয়ে সুন্দরী হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে❤️
🚆 থেকে যাবে তার প্রাক্তন LHB কোচ🥹

সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস এর অবমুক্ত LHB কোচ দ্বারা রূপসা/সীমান্ত এক্সপ্রেস এর কোচ প্রতিস্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে😊😊
আশা রাখি রূপসা/সীমান্ত এক্সপ্রেস তার নতুন প্রাণ যেনো ফিরে পাই🥰

💥 নাম পরিবর্তন " নীলফামারী এক্সপ্রেস " নাম পরিবর্তন করে নতুন নাম " চিলাহাটি এক্সপ্রেস"💥 নতুন করে বেশ কিছু স্টপেজ যুক্ত ক...
31/05/2023

💥 নাম পরিবর্তন " নীলফামারী এক্সপ্রেস " নাম পরিবর্তন করে নতুন নাম " চিলাহাটি এক্সপ্রেস"

💥 নতুন করে বেশ কিছু স্টপেজ যুক্ত করা হয়েছে ( ছবিতে উল্লেখ করা আছে)
এবং
💥 ঢাকা থেকে ট্রেন ছাড়ার সময়সূচি পরিবর্তন করা হয়েছে
( ৮০৬ চিলাহাটি থেকে ছাড়বে সকাল 6:00 এবং ঢাকা পৌঁছাবে বিকাল 3:10
তারপর
৮০৫ ঢাকা থেকে ছাড়বে বিকাল 5:00 এবং চিলাহাটি পৌঁছাবে মধ্যরাত 3:00 )

🔥 এটি ব্রান্ডনিউ চাইনিজ রেক দ্বারা পরিচালনা করা হবে

💥💥নতুন অতিথি💥💥 🔥"৮০৫/৮০৬ নীলফামারী এক্সপ্রেস"।🔥🌟ট্রেনটি চিলাহাটি হতে সকাল ৬.০০ টায় ছাড়বে এবং দুপুর ৩.১০ মিনিটে ঢাকায় ...
29/05/2023

💥💥নতুন অতিথি💥💥
🔥"৮০৫/৮০৬ নীলফামারী এক্সপ্রেস"।🔥

🌟ট্রেনটি চিলাহাটি হতে সকাল ৬.০০ টায় ছাড়বে এবং দুপুর ৩.১০ মিনিটে ঢাকায় পৌঁছবে।
🌟 ঢাকা থেকে ট্রেনটি বিকাল ৪.১৫ মিনিটে ছেড়ে রাত ১.৪৫ মিনিটে চিলাহাটি পৌঁছাবে
🌟 যাত্রাবিরতিঃ ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস, ঢাকা বিমানবন্দর।
🌟 ১ এসি কেবিন, দুই স্নিগ্ধা সহ লোড হবে ১১/২২।
🌟 সাপ্তাহিক বন্ধঃ শনিবার।

তবে যাত্রা বিরতি নাই নাটোরে 🙂

❤️❤️আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে অগ্রিম টিকেট বিক্রি প্রসঙ্গে❤️❤️আগামী ১৪ জুন থেকে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুর...
25/05/2023

❤️❤️আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে অগ্রিম টিকেট বিক্রি প্রসঙ্গে❤️❤️

আগামী ১৪ জুন থেকে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে রেল। সেদিন পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেয়া হবে ২৫ জুনের, ১৬, ১৭ ও ১৮ জুন পর্যায়ক্রমে ২৬ জুন, ২৭ জুনের এবং ২৮ জুনের অগ্রিম টিকিট দেয়া হবে।
আর ঈদ যাত্রার ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন থেকে। সেই হিসাবে ২২ জুন দেওয়া হতে পারে ২ জুলাইয়ের টিকিট। ২৩, ২৪, ২৫ ও ২৬ জুন দেওয়া হবে ৩, ৪, ৫ ও ৬ জুলাইয়ের অগ্রিম টিকিট।
রোজার ঈদের মতো এবারও সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। চারটি কাউন্টারে বিক্রি হবে শুধু দাঁড়িয়ে যাওয়ার (স্ট্যান্ডিং) টিকিট। ঈদ যাত্রায় কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না বলেও জানানো হয়।

সূত্র: ডেইলি-বাংলাদেশ

সুখবর😊🔥নিউজ🔥আগামী ২৯, ৩০ এবং ৩১শে মে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে উক্ত সপ্তাহে সিল্কসিটি, পদ্মা ও কপোত...
23/05/2023

সুখবর😊
🔥নিউজ🔥
আগামী ২৯, ৩০ এবং ৩১শে মে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে উক্ত সপ্তাহে সিল্কসিটি, পদ্মা ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন বাতিল করা হয়েছে অর্থাৎ বন্ধের দিনও চলাচল করবে৷ এছাড়াও টুঙ্গিপাড়া, মধুমতী, ঢালারচর, সাগরদাঁড়ি ও বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে যা ২৭-৫-২০২৩ থেকে ৩১-৫-২০২৩ ইং পর্যন্ত বলবত থাকবে৷ 😊

29/04/2023

কড়া রোদে রেল ফ্যানিং 🥰🥰
অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম কিন্তু সেদিন একটুর জন্য মিস করসিলাম তাকে ক্যামেরা বন্দী করতে😓

অপেক্ষার পর আজ তাকে ধরেই ফেললাম😍
795 বেনাপোল এক্সপ্রেস ঝিকরগাছা প্রবেশ মুহূর্তে
লোকো ভারতীয় WDM3A 6514 + চাইনিজ বিজি কোচ😎
ক্যামেরা তে দেখতে তো অসাধারণ লাগে এই চাইনিজ কোচ তবে সরাসরি দেখলে সত্যিই এ অসম্ভব সুন্দর লাগে🔥🔥

পেজ এর সাথেই থাকুন 💓
ধন্যবাদ সকলকে 🥰

💝আসসালামু আলাইকুম 💝পেজ এর পক্ষ থেকে সকলকে জানাই ❤️ঈদ মোবারক ❤️
21/04/2023

💝আসসালামু আলাইকুম 💝
পেজ এর পক্ষ থেকে সকলকে জানাই
❤️ঈদ মোবারক ❤️

🥺🥺চট্টগ্রাম থেকে ছেড়ে আসাঢাকাগামী  সোনারবাংলা_এক্সপ্রেস কুমিল্লার হাসানপুর স্টেশনে বড় ধরনের এক্সিডেন্ট করেছে। ৫টা কোচ উ...
16/04/2023

🥺🥺
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা
ঢাকাগামী সোনারবাংলা_এক্সপ্রেস
কুমিল্লার হাসানপুর স্টেশনে বড় ধরনের এক্সিডেন্ট করেছে। ৫টা কোচ উল্টে গেছে।
স্টেশনে দাঁড়িয়ে থাকা কন্টেইনার ট্রেনকে পেছন থেকে মেরে দিয়েছে।
স্টেশন মাস্টার পালাতক।
এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ছবি : সংগৃহীত

✨এবার ঈদে টিকেট ছাড়া কমলাপুর , বিমানবন্দর এবং জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকেট ছাড়া যাত্রী প্রবেশ করতে দেওয়া হবে না সে...
11/04/2023

✨এবার ঈদে টিকেট ছাড়া কমলাপুর , বিমানবন্দর এবং জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকেট ছাড়া যাত্রী প্রবেশ করতে দেওয়া হবে না সেই প্রস্তুতি চলছে
মোটামুটি একটা কড়া টিকেট চেকিং চলবে আশা করা যায়😊

ছবিতে: কমলাপুর রেলওয়ে স্টেশন,ঢাকা
©️ছবি:সংগৃহীত

❤️❤️বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ঈদ উপহার❤️❤️😍বেনাপোল এক্সপ্রেস 😍অপেক্ষা ১৮ এপ্রিলধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে💓
08/04/2023

❤️❤️বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ঈদ উপহার❤️❤️
😍বেনাপোল এক্সপ্রেস 😍
অপেক্ষা ১৮ এপ্রিল
ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে💓

আলহাদুলিল্লাহ ❤️❤️সফল ভাবে লোকো দানব 6621🔥 সংযুক্ত ব্র্যান্ড নিউ চাইনিজ রেক এর ট্রেন সপ্নের পদ্মা সেতুর ওপর ট্রায়াল রান...
04/04/2023

আলহাদুলিল্লাহ ❤️❤️
সফল ভাবে লোকো দানব 6621🔥 সংযুক্ত ব্র্যান্ড নিউ চাইনিজ রেক এর ট্রেন সপ্নের পদ্মা সেতুর ওপর ট্রায়াল রান সম্পন্ন করলো

ধন্যবাদ জানাই তাদের কে যারা দিনরাত পরিশ্রম করে আমাদের কে সুন্দর এই মুহূর্ত উপহার দিলো💓💓

© ছবি তাহমিদ ভাই

আগামীকাল ০৪/০৪/২০২৩ ইং তারিখে স্বপ্নের পদ্মা সেতুতে ৭/১৪ লোডের চাইনিজ রেকের সাথে ৬৬২১ ন: 🔥🔥 ইঞ্জিন থাকবে 😯😯 প্রথম টায়াল ...
03/04/2023

আগামীকাল ০৪/০৪/২০২৩ ইং তারিখে স্বপ্নের পদ্মা সেতুতে ৭/১৪ লোডের চাইনিজ রেকের সাথে ৬৬২১ ন: 🔥🔥 ইঞ্জিন থাকবে 😯😯

প্রথম টায়াল রেক নিয়ে উঠবেন 👇
LM মোঃ রবিউল ইসলাম ও এসিস্ট্যান্ট লোকো মাষ্টার আরিফ হোসেন|
তথ্য : তানভীর আহমেদ

❤️যশোর জংশন রেলওয়ে স্টেশন❤️✍️ যশোর জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার একটি আন্তর্জাতিক ও আন্তঃনগর ...
25/03/2023

❤️যশোর জংশন রেলওয়ে স্টেশন❤️
✍️ যশোর জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার একটি আন্তর্জাতিক ও আন্তঃনগর রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল ও খুলনা বিভাগের একটি জাংশন। ১৮৮৩ সালে ব্রিটিশ ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে এটি নির্মাণ করে। বাংলাদেশ সরকার ২০০৩ সালে স্টেশনটি পুনরায় নির্মাণ করে

💥 ইতিহাস :: কলকাতা থেকে শিলিগুড়ি সরাসরি যাতায়াত ব্যবস্থা চালু করার জন্য বৃটিশ সরকার ১৮৭৮ সালে চিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইন এবং ১৮৮৪ সালে কলকাতা থেকে খুলনার সাথে যশোর হয়ে রেলপথ নির্মাণ করে। এসময় যশোর রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। তবে ১৯৪৭ এ দেশ ভাগ হয়ে যাবার পর দুই দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজশাহী রংপুরের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনার সাথে সরাসরি রেল যোগাযোগ ব্যাহত হয়। তাই খুব দ্রুত সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার দ্রুত দর্শনা জংশন থেকে যশোর পর্যন্ত নতুন রেলপথ স্থাপন করে ১৯৫১ সালের মধ্যে। তখন থেকে যশোর জংশন স্টেশনে পরিণত হয়।

🧡🧡🧡🧡🧡🧡

ধন্যবাদ পেজ এর সাথেই থাকুন❤️❤️

রাধিকাপুর স্টেশন থেকে তোলা এই ছবিটি । সামনে আন্তজার্তিক গেট , এই গেট দিয়েই ওপার বাংলার সাথে আন্তর্জাতিক বাণিজ্য চলে। ওপ...
23/03/2023

রাধিকাপুর স্টেশন থেকে তোলা এই
ছবিটি ।
সামনে আন্তজার্তিক গেট , এই গেট দিয়েই ওপার বাংলার সাথে আন্তর্জাতিক বাণিজ্য চলে। ওপারের প্রথম স্টেশন "বিরল"।
প্রসঙ্গত উল্লেখ্য যে আগে বাংলাদেশ থেকে ইঞ্জিন রাধিকাপুরে এসে এপারের মালগাড়ি টেনে নিয়ে যেত।
বর্তমানে ভারতের রেল ইঞ্জিন এবং ক্রু ওপারের "বিরল" station অব্দি যাচ্ছে।
বাংলাদেশ বর্ডার পর্যন্ত বৈদ্যুতিক তার নিয়ে যাওয়া হয়েছে ভবিষ্যতে বাংলাদেশে বিদ্যুতের ট্রেন চালানো এবং কারিগরি দক্ষতা ভারত যে দেবে এটাই তার প্রমাণ অদূর ভবিষ্যতে হয়তো ভারতের সাথে বাংলাদেশের ইলেকট্রিক ট্রেন চলাচল শুরু করতে পারে এই পথ দিয়েই ।

©️প্রদীপ দাশ

💥💥💥✨ আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সকল আন্তঃনগর ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রির প্রস্তাব করেছে রেলপথ মন্ত্রণালয়। এবার  ঈদ...
21/03/2023

💥💥💥
✨ আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সকল আন্তঃনগর ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রির প্রস্তাব করেছে রেলপথ মন্ত্রণালয়। এবার ঈদযাত্রার কোন টিকিট কাউন্টারে বিক্রি হবে না।

✨ ৭ এপ্রিল থেকে শুরু হবে আগাম টিকিট বিক্রি, চলবে ৫ দিন পর্যন্ত। ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল থেকে। এবার বাড়তি চাপ কমাতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

ছবিতে গতবার ঈদ এর সিল্কসিটি এক্সপ্রেস 🫠🫠

Address


Telephone

+8801833343435

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jashore Railway Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share