29/01/2024
ক্র্যাক ট্র্যাকার্স।। Crack Trackers Tour & Travel-PHOTO Contest-24" এর ধামাকা চলছে! আপনিও অংশ নিন এই ধামাকায়, আর জিতে নিন আকর্ষনীয় পুরস্কার !
#তারিখ_সময়ঃ ১ ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২ টা হতে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ রাত ১২ টা পর্যন্ত
#১ম পুরস্কার : দেবতাখুম ফ্রি ট্যুর।
#২য় পুরস্কার : দেবতাখুম ফ্রি ৫০%
#৩য় পুরস্কার : দেবতাখুম ফ্রি ২৫%
#প্রতিযোগীদের_জন্য_নিয়মাবলীঃ
১) কন্টেস্টে অংশগ্রহনের জন্য ট্যুর বিষয়ক নিজের ছবি ক্র্যাক ট্র্যাকার্স Crack Trackers Tour & Travel গ্রুপে আপলোড দিতে হবে এবং ক্যাপশন এর সাথে হ্যাশট্যাগ যুক্ত করতে হবে। এক বা একাধিক ছবি আপলোড দিতে পারবেন কিন্তু কোনো প্রকার এডিট করে ব্যাকগ্রাউন্ড বা ফেস চেঞ্জ করা ফোটো গ্রহণযোগ্য নয়।
২) প্রত্যেক প্রতিযোগীকে শুধুমাত্র আমাদের দেওয়া নির্ধারিত হ্যাশট্যাগ দিয়ে ছবি আপলোড দিতে হবে। নির্ধারিত ক্যাপশন নিচে দেওয়া হলঃ
৩) উল্লেখিত হ্যাশট্যাগ বাইরে অন্য কোন হ্যাশট্যাগ দিলে সেই প্রতিযোগী বাতিল বলে গণ্য হবেন।
৪) কন্টেস্টে করা পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে।
৫) একটি আইডি থেকে একজন প্রতিযোগী একটি ছবি আপলোড দিতে পারবেন এবং ঐ একই আইডি থেকে একাধিক পোস্ট করে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন ।
#ফলাফল_নির্ধারণ_প্রক্রিয়াঃ নির্ধারিত সময়ের মধ্যে শুধুমাত্র সর্বোচ্চ "লাইক" এর ভিত্তিতে টপ তিন প্রতিযোগী নির্ধারণ করা হবে।
#সতর্কীকরণঃ
১) কেউ অটোলাইক নিলে কিংবা কোন অসদুপায়/অবৈধ পন্থা অবলম্বন করলে তাকে সরাসরি কন্টেস্ট থেকে বাতিল ঘোষনা করা হবে।
২) কারোর পোস্টে কোন বিদেশি আইডির লাইক/কমেন্ট পাওয়া গেলে সেই পোস্ট সরাসরি বাতিল করা হবে।
৩) লাইক বাড়াতে পোস্ট শেয়ার দিতে এবং ফ্রেন্ডদের ম্যানশন দিতে ভুলবেন না।
৪) কেউ হিংসা বশবর্তী হয়ে কারোর পোস্টে রিপোর্ট দিলে সেই ব্যক্তির ছবি ও আইডির স্ক্রিনশট পাবলিকলি পোস্ট করে তাকে চিরদিনের জন্য ক্র্যাক ট্র্যাকার্স থেকে ব্যান করা হবে। কাজেই সাবধান !
৫) উক্ত প্রতিযোগীতায় ক্র্যাক ট্র্যাকার্স প্যানেলের কেউ অংশগ্রহণ করতে পারবেন না ।
্রকাশঃ ১ মার্চ ২০২৪,বিকাল ৫ টায় ।
#পুরস্কারঃ সর্বোচ্চ "লাইক" এর ভিত্তিতে প্রথম তিন জনের জন্য থাকছে যথাক্রমে ,
১ম জনের জন্য দেবতাখুম ১০০% ফ্রি ট্যুর,
২য় জনের জন্য দেবতাখুম ৫০% ফ্রি এবং
৩য় জনের জন্য দেবতাখুম ২৫% ফ্রি ট্যুর।
#বিঃদ্রঃ ক্র্যাক ট্র্যাকার্স প্যানেল কোন কারণ দর্শানো ব্যাতিরেখেই এই কন্টেস্ট পরিবর্তন, পরিমার্জন, স্থগিত ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন এবং ক্র্যাক ট্র্যাকার্স প্যানেলের যে কোন সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে।