25/02/2021
সাজেক ভ্যালী এবং রাঙ্গামাটি ট্যুর এর বিস্তারিতঃ
▪️ (এক রুমে ৪ জন) ( নন এসি বাস শ্যামলী / সেজুতি )
▪️ প্যাকেজ মেয়াদঃ ৪ রাত ৩ দিন।
▪️ প্যাকেজ মূল্যঃ জনপ্রতি ৬,৯০০ টাকা (এক রুমে ৪ জন) (নন এসি বাস)
▪️ প্যাকেজ মূল্যঃ জনপ্রতি ৭,৯০০ টাকা (এক রুমে ২ জন) (নন এসি বাস) ................................................................................................................................
▪️ (এক রুমে ৪ জন) ( এসি বাস শ্যামলী / সেজুতি )
▪️ প্যাকেজ মেয়াদঃ ৪ রাত ৩ দিন।
▪️ প্যাকেজ মূল্যঃ জনপ্রতি ৭,৯০০ টাকা (এক রুমে ৪ জন) (এসি বাস)
▪️ প্যাকেজ মূল্যঃ জনপ্রতি ৮,৯০০ টাকা (এক রুমে ২ জন) (এসি বাস)
প্যাকেজের অন্তর্ভূক্তঃ
--------------------------
▪️ ঢাকা - খাঁগড়াছড়ি - ঢাকা নন এ.সি বাস সার্ভিস।
▪️ খাগড়াছড়ি - সাজেক ভ্যালি - খাগড়াছড়ি চাঁদের গাড়ী
▪️ খাগড়াছড়ি - রাঙ্গামাটি - খাগড়াছড়ি চাঁদের গাড়ী
▪️ সাজেকভ্যালীতে কটেজে ১ রাত থাকা (১ রুমে ৪ জন শেয়ারিং রুম)।
▪️ খাগড়াছড়ি হোটেল এ ১ রাত থাকা (১ রুমে ৪ জন শেয়ারিং রুম)।
▪️ খাবার ৯ বেলা।
▪️ সর্বক্ষণিক গাইডলাইন সহযোগিতা।
▪️ সকল স্পট ফি।
▪️ ড্রাইভার হেলপার থাকা-খাওয়ার খরচ।
▪️ সাজেক ভ্যালি প্রবেশ ফি।
প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ
------------------------------
▪️ যাত্রা বিরতিতে অথবা হাইওয়ে কোন প্রকার খাবার।
▪️ কোন ব্যক্তিগত খরচ।
▪️ কোন ঔষধ।
▪️ কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা।
▪️ প্যাকেজে উল্লেখ করা হয়নি এমন কোন খরচ।
ট্যুর প্ল্যানঃ
-----------------------------
১০-০৩-২১ ঢাকা আরামবাগ/নির্ধারিত জায়গা থেকে রাতে ১১ টা সময় খাঁগাড়াছড়ির উদ্দেশ্যে গাড়ি ছাড়বে। ইনশাআল্লাহ্ ভোরে পৌঁছে যাবো খাঁগড়াছড়ি। খাঁগড়াছড়ি পৌঁছে রেস্টুরেন্টে ফ্রেশ হয়ে নাস্তা শেষে চাঁদের গাড়ীযোগে সাজেক ভ্যালীর উদ্দেশ্যে রওয়ান
১১-০৩-২১
----------------------------------
▪️ সকালের নাস্তা - পরটা, ডিম মামলেট, ডাল ভাজি, চা / ভূনা খিচুরী।
▪️ সাজেক ভ্যালি পৌঁছে কটেজ চেক ইন এরপর ফ্রি টাইম।
▪️ দুপুরের খাবার- ২:০০ মিনিটে- সাদা ভাত, ব্যাম্বো চিকেন, ভর্তা, মিক্স ভেজিটেবল, ডাল, সালাদ।
▪️ দুপুরে খাওয়া শেষে কংলাক পাহাড়, রুইলুই পাড়া, কংলাক ঝরনা পরিদর্শনশেষে সাজেক ভ্যালি হেলিপ্যাডে একসাথে সূর্য অস্ত দেখব।
▪️ রাতের খাবার-৯:০০ বারবিকিউ, পরোটা, টমেটো সস, সালাদ ও কোল্ড িড্রংক্স।
১২-০৩-২১
----------------------------
▪️ সকালের নাস্তা- পরটা, ডিম, সবজি/ডাল, চা / ভূনা খিচুরী।
▪️ নাস্তা শেষে হোটেল চেক-আউট এরপর চাঁদের গাড়ীতে করে খাঁগড়াছড়ির উদ্দেশ্যে রওয়ানা
▪️ দুপুরের খাবার খাঁগড়াছড়িতে- সাদা ভাত, মুরগি ভুনা, ভর্তা, মিক্স ভেজিটেবল, ডাল, সালাদ।
▪️ দুপুরের খাবার শেষে চাঁদের গাড়ীতে করে খাঁগড়াছড়ি সাইডসিং এর উদ্দেশ্যে রওয়ানা।(তারেং পাহাড়, আলুটিলা, রহস্যময় গুহা, জেলা পরিষদ হটিকালচার পার্ক, ঝুলন্ত ব্রিজ ও রিসাং ঝর্ণা সময় থাকা সাপেক্ষে।
▪️ রাতের খাবার খাঁগড়াছড়িতে- সাদা ভাত, মুরগি / গরু ভুনা, ভর্তা, মিক্স ভেজিটেবল, ডাল, সালাদ।
ভ্রমন স্পটঃ
-----------------
▪️ কংলাক পাহাড়।
▪️ রুইলুই পাড়া।
▪️ কংলাক ঝরনা।
▪️ সাজেক ভ্যালি হেলিপ্যাডে।
▪️ খাগড়াছড়ির।
▪️ তারেং পাহাড়।
▪️ আলুটিলা।
▪️ রহস্যময় গুহা।
▪️ জেলা পরিষদ হটিকালচার পার্ক
▪️ ঝুলন্ত ব্রিজ
▪️ রিসাং ঝর্ণা
▪️ সূর্য অস্ত দেখব।
খাঁগড়াছড়ি রাত্রি জাপন।
১৩-০৩-২১
----------------------------
▪️ সকালের নাস্তা- পরটা, ডিম, সবজি/ডাল, চা / ভূনা খিচুরী।
▪️ নাস্তা শেষে হোটেল চেক-আউট এরপর চাঁদের গাড়ীতে করে রাঙ্গামাটি উদ্দেশ্যে রওয়ানা
▪️ সুভ লং ঝর্ণা
▪️ পলওেল পার্ক
▪️ ঝুলন্ত ব্রিজ
▪️ পেদা টিং টিং
▪️ জুম পাহাড়
▪️ দুপুরের খাবার রাঙ্গামাটি- সাদা ভাত, মুরগি ভুনা, ভর্তা, মিক্স ভেজিটেবল, ডাল, সালাদ।
▪️ রাতের খাবার খাঁগড়াছড়িতে- সাদা ভাত, মুরগি / গরু ভুনা, ভর্তা, মিক্স ভেজিটেবল, ডাল, সালাদ।
▪️ রাতের খাঁগড়াছড়ি থাকে ঢাকার উদ্দেশে রওনা দিব।
প্রয়োজনীয় জিনিসপত্র যা যা নিতে হবেঃ
---------------------------------------------
★ টর্সলাইট।
★ সানগ্ল্যাস।
★ ক্যাপ।
★ সাবান।
★ শেম্পু।
★ গামছা বা তোয়ালে।
★ লোশন বা তেল।
★ প্রয়োজনীয় ঔষধ।
★ স্লিপার।
★ ক্যাডস ইত্যাদি।
প্রয়োজনীয় জিনিসপত্র যে যার যার মত নিয়ে জাবেন।
🔹 বিশেষভাবে লক্ষ্যনীয়ঃ
----------------------------------------------
১।একটি ভ্রমন পিপাসু মন থাকতে হবে।
২।ভ্রমনকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩।ভ্রমন সুন্দরমত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করবেন আশা রাখি।
৪।আমরা শালীনতার মধ্য থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
৫।অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৬।বাংলার অভিযাত্রী ইকো টুরিজম এ বিশ্বাসী, টুরে যেয়ে প্রকৃতির কোন রকম ক্ষতি আমরা করবনা। কোন অপচনশীল বর্জ্য যেমন প্লাস্টিক প্যাকেট, বোতল যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলব ও ক্ষেত্রবিশেষে সাথে করে নিয়ে আসব। স্থানীয় জনবসতির সাথে বন্ধুত্বপূণ আচরন করব এবং যথোপযুক্ত সস্মান প্রদর্শন করব।
৭।কোন প্রকার মাদক দ্রব্য বহন বা সেবন করা যাবে না।
🔹 ভ্রমণবিষয়ক যেকোনো গাইডলাইন ও সহযোগীতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ 01612027333
সবশেষে কিছু কথাঃ
TRAVEL TIPS BD 'প্রকৃতির রূপ আলিঙ্গন' বাংলার ভ্রমণ পিপাসুদের নিয়ে আমাদের স্বল্প প্রচেষ্টা।আমাদের চারিদিকে ছড়িয়ে আছে অনেক সুন্দর প্রকৃতির রূপ। সবাই মিলে সেই রূপ এর সাথে আলিঙ্গন করবো, এটাই আমাদের লক্ষ্য।এই গ্রুপ এ আপনারা সবাই প্রকৃতির রূপ আলিঙ্গন এর কিছু স্মৃতি ও ছবি পোস্ট করবেন। আপনার পোস্ট দেখে অন্যরাও সেই প্রকৃতির রূপ খুঁজে পাবে। ভ্রমণ এ গিয়ে পরিবেশ রক্ষা করুন। যেখানে সেখানে ময়লা ফেলবেন না ধন্যবাদ সবাইকে।
পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন আমাদের সাথে
https://www.facebook.com/Travel-Tips-BD-105610681323031/
আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ-
TRAVEL TIPS BD
☎️01612027333
☎️01735964941
��আমাদের অফিস আমাদের নিজস্ব ভবনে
108/2 South Bashabo (1st Floor)
Beside Motijheel Model School and College (Bashabo Branch)
Dhaka - 1214