Salman Tour & Travels

  • Home
  • Salman Tour & Travels

Salman Tour & Travels স্বল্প খরচে আনন্দ ভ্রমন করাই আমাদের লক্ষ্য❤️
(10)

21/11/2023
২০ তারিখ থাইল্যান্ড যাওয়ার ২৮ তারিখ আসা  যার মত করে খরচ অথবা যে যেখানে যা লাগে সেই খরচ হয় কেউ যদি যেতে চান তাহলে যোগায...
13/11/2023

২০ তারিখ থাইল্যান্ড যাওয়ার ২৮ তারিখ আসা যার মত করে খরচ অথবা যে যেখানে যা লাগে সেই খরচ হয় কেউ যদি যেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন-01941464146

২০ তারিখ যাওয়া ২৭ তারিখ আসা ঢাকা টু ব্যাংকক যে যে যেতে চান যোগাযোগ করতে পারেন
05/11/2023

২০ তারিখ যাওয়া ২৭ তারিখ আসা ঢাকা টু ব্যাংকক যে যে যেতে চান যোগাযোগ করতে পারেন

নভেম্বর এবং ডিসেম্বর মাসে যারা যারা থাইল্যান্ড যেতে চান জন্য তাদের  খুব বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর হবে যারা যারা জেতে আগ...
19/10/2023

নভেম্বর এবং ডিসেম্বর মাসে যারা যারা থাইল্যান্ড যেতে চান জন্য
তাদের খুব বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর হবে যারা যারা জেতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারে

মাত্র ৬৯৯৯ রুপিতে ঘুরে আসুন মেঘালয়ের শিলং-চেরাপুঞ্জিতে ৩ দিন ২ রাতের ট্যুরেসেপ্টেম্বর ৭ তারিখ ছুটি নিলে ৬-৭-৮ তারিখ টানা...
25/08/2023

মাত্র ৬৯৯৯ রুপিতে ঘুরে আসুন মেঘালয়ের শিলং-চেরাপুঞ্জিতে ৩ দিন ২ রাতের ট্যুরে
সেপ্টেম্বর ৭ তারিখ ছুটি নিলে ৬-৭-৮ তারিখ টানা ছুটি পাচ্ছেন।
এছাড়াও প্রতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত মেঘালয় ট্যুর হয়ে থাকে

সবথেকে ে এবার শিলং - চেরাপুঞ্জি যাত্রা হবে । ভারতের ভিসা নেয়ার সময় পোর্ট হিসেবে #ডাউকি সিলেক্ট করে দিবেন। আর যাদের ভিসা আছে তারা 'ডাউকি' পোর্ট যুক্ত করে নিবেন।
#বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য আমাদের ফোন করুনঃ ০১৬১৬০০৫২০০

❑ ভ্রমণের খরচঃ
- জনপ্রতিঃ ৬৯৯৯ রুপি (১ রুমে ৪ জন)
- জনপ্রতিঃ ৮৪৯৯ রুপি (১ রুমে ২ জন)

🧑‍🤝‍🧑 আসন সংখ্যাঃ ৮/১৬/২৬ জন
❑ বুকিং এর জন্য অগ্রিম পাঠাতে হবেঃ ৫০০০ টাকা। (বিকাশ/নগদ পেমেন্টের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য)
❑ বুকিং করার শেষ দিনঃ প্রতি সপ্তাহের সোমবার (আসন ফাঁকা থাকা সাপেক্ষে)
❑ ভ্রমণ এর তারিখ এবং সময়ঃ এছাড়া প্রতি বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে আমাদের ট্যুর পরিচালিত হয়ে থাকে সেক্ষেত্রে যাওয়া আসা বাবদ ১৪০০ বাস ভাড়া বাবদ যুক্ত। ভ্রমণ শেষে আবার সোমবার ভোরে ঢাকায় ড্রপ করা হয়ে থাকে।

❑ পাঠাতে হবে।
❑ যেকোনো প্রয়োজনেঃ
01616-005200 (WhatsApp)

----
❑ ভ্রমণ পরিকল্পনাঃ
--------------------------

দিন - ০১
খুব ভোরে সিলেট পৌঁছে বাস কাউন্টারের পাশেই রেস্টুরেন্টে সকালের নাস্তা সেরে নিবো। তারপর রিজার্ভ লেগুনায় চলে যাবো তামাবিল বর্ডারে। চেষ্টা করব সবার আগে বর্ডারে পৌঁছাতে, যাতে দ্রুত ওপারে যেতে পারি। বর্ডারে আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের রিজার্ভ গাড়ি করে চেরাপুঞ্জির পথে রওনা করব। আমরা পথে একে একে বোরহিল ফলস, মাউলিংনং গ্রাম, লিভিং রুট ব্রিজ ও উমক্রেম ফলস দেখে নিব। দুপুরের খাবার খাবো মাউলিংনং গ্রামে। রাতের মধ্যে চেরাপুঞ্জি পৌঁছে যাব। রাতে চেরাপুঞ্জি থাকব।
(BREAKFAST ✅, LUNCH ✅, DINNER ✅)

দিন - ০২
এই দিন খুব ভোরে উঠে নাস্তা শেষে একে একে দেখবো - কিনরেম ফলস, মাওসামি কেইভ, চেরাপুঞ্জি ইকো পার্ক, সেভেন সিস্টার ফলস, নোকালিকাই ফলস, উইসোডং ফলস, মাওসাওয়া ফলস, ডেন্থলেন ফলস, প্রুট ফলস। তারপর সরাসরি আমাদের শিলং হোটেলের উদ্দেশ্যে যাত্রা। রাতে শিলং থাকবো।
(BREAKFAST ✅, LUNCH ✅, DINNER ✅)

দিন - ০৩
সকালে উঠে নাস্তা করে চলে যাব ক্রাংসুরি ঝর্ণায়। তারপর যাব সোনেংপেডেং এ। এটিই এই ট্যুরে আমাদের সর্বশেষ স্পট। এর পর বর্ডারে ঢুকে যাব। ইমেগ্রেশন শেষ করে রিজার্ভ লেগুনায় করে সিলেট বাস স্ট্যান্ডে চলে আসবো। রাতের খাবার সেরে উঠে পড়বো বাসে।
(BREAKFAST ✅, LUNCH ✅, DINNER ✅)

দিন - ০৪
খুব ভোরেই আমরা পৌঁছে যাবো ঢাকায়। সমাপ্তি ঘটবে আমাদের অসাধারণ স্বাপ্নিক যাত্রার।

বিঃদ্রঃ বর্ডার ক্রস করতে সময় বেশী লাগলে সেই ক্ষেত্রে প্ল্যানের পরিবর্তন হতে পারে।

❑ ভ্রমণের স্থান সমূহঃ

✅ বোরহিল ফলস
✅ মাউলিংনং ভিলেজ
✅ লিভিংরুট ব্রিজ
✅ উমক্রেম ফলস
✅ মাওসামি কেইভ
✅ নোহকালিকায় ফলস
✅ সেভেন সিস্টার ফলস
✅ ডাইন্থেলেন ফলস
✅ উই সো ডং ফলস
✅ মাওসাওয়া ফলস
✅ চেরাপুঞ্জি ইকো পার্ক
✅ প্রুট ফলস
✅ ক্রাংসুরি ফলস
✅ সোনেংপেডেং
✅ কিনরেম ফলস
---------------------------------------------------------------------------------
❑ ট্যুর ফি'তে যা যা থাকছেঃ
✔️ ১ রাত চেরাপুঞ্জি এবং ১ রাত শিলং এ থাকার খরচ (১ রুমে ৩/৪ জন – বাজেট ফ্রেন্ডলি তাই মাঝারি মানের হোমস্টে এবং হোটেল ধরে এই প্যাকেজটি ডিজাইন করা হয়েছে।)
✔️ ৩ দিনে সর্বমোট ৯ বেলা খাবারের খরচ।
✔️ মেঘালয়ে সার্বক্ষণিক গাড়ি থাকবে (জীপ/টুরিস্ট কোচ)
✔️ গাড়ি পার্কিং এর খরচ।

❑ যা থাকছেনাঃ
❎ঢাকা – সিলেট – ঢাকা নন-এসি বাসের টিকেট।
❎সিলেট – তামাবিল বর্ডার – সিলেট রিজার্ভ লেগুনার খরচ।
❎ ভিসা ফি
❎ ট্রাভেল ট্যাক্স
❎ স্পটের এন্ট্রি ফি (জনপ্রতি ৩০০-৪০০ টাকার মতো পড়বে)
❎ বর্ডার ক্রসের সময় স্পিড মানি (জনপ্রতি ২০০-৩০০ টাকার মতো পড়বে)
❎ অনেক স্পটে ক্যামেরা নেয়ার ক্ষেত্রে চার্জ দিতে হয় সেই চার্জ
❎ কোন ব্যক্তিগত খরচ
❎ কোন প্রকার ঔষধের খরচ
❎ ইভেন্টে উল্লেখ নেই এমন কোন খরচ
❎ দুর্ঘটনাজনীত বীমা
---------------------------------------------------------------------------------
❑ আসন সংখ্যা সীমিত। যারা আগে বুকিং করবেন তাদেরকেই প্রাধান্য দেয়া হবে। আসন শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই ইভেন্ট ক্লোজ করে দেয়া হবে।
❑ বাসের সিট FCFS ভিত্তিতে বন্টন করা হবে।
---------------------------------------------------------------------------------
❑ যা সাথে নিতে পারেনঃ
---------------------------------
১. হালকা ব্যাকপ্যাক।
২. সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
৩. ব্রাশ।
৪. প্রয়োজনীয় ঔষধ।
৫. ক্যমেরা এবং এক্সট্রা ব্যাটারি।
৬. চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
৭. হেডফোন ।
❑ গুরুত্বপূর্ণ কিছু কথাঃ কোন রাজনৈতিক সমস্যা, প্রাকৃতিক সমস্যা ও সরকারি কোন নিয়মের সম্মুখীন হলে ইভেন্ট বাতিল করা হবে। সেক্ষেত্রে সকলের সাথে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আর সেক্ষেত্রে যদি কোন ভর্তুকি যায় তা বুকিং মানি থেকে কর্তন করা হবে। বুকিং মানি অফেরতযোগ্য। যদি কোন কারনে বুকিং এর পর ট্যুর ক্যান্সেল করতে চান এবং আপনার স্থলে অন্য কাউকে পাওয়া যায় কেবলমাত্র তখনই বুকিং এর টাকা ফেরত পাবেন।
❑ ভ্রমন নির্দেশিকাঃ
--------------------------
১. স্থানীয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
২. ভ্রমণের সময় কোন ধরণের মাদকদ্রব্য বহন করা যাবে না।
৩. মজা আমরা অবশ্যই করব তবে সেটা যেন সীমা অতিক্রম না করে। কোন ধরণের অশ্লীলতা বরদাস্ত করা হবে না।
৪. দলগত ভাবে ঘুরে বেড়াবো।
৫. কটেজে শেয়ার ব্যাসিস সবাইকে মিলেমিশে থাকতে হবে। মেয়েদের জন্য আলাদা রুমের ব্যাবস্থা থাকবে। (প্রতিরুমে ৬ জন)
৬. খাবারের মান যতটা ভাল করা যায় চেষ্টা করা হবে।
৭. পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
৮. যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিষ্ট স্থানে ফেলবো।
৯. যেহেতু গ্রুপ ট্যুর সেক্ষেত্রে সর্বদা মানিয়ে চলার মনমানসিকতা থাকতে হবে। সব ক্ষেত্রেই নাক সিটকানো লোক এই ট্যুর থেকে দূরে থাকবেন। আমরা চাই সবার সহযোগিতায় সুন্দর একটি ট্যুর আয়োজন করতে।
১০. সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও স্মৃতিময় হয়ে ওঠে। আশা করি সবাই এক্ষেত্রে সহযোগিতা করবেন।
১১. আমরা চেষ্টা করছি একটি বেষ্ট প্ল্যান এর মাধ্যমে দারুন ট্যুর আয়োজন করার। এক্ষেত্রে সবার সহযোগীতা একান্ত কাম্য।

❑ আমাদের ট্যুর কেন অন্যদের থেকে আলাদা তার কিছু কারণ হলোঃ
১. ট্যুর চলাকালীন একজন গাইড সার্বক্ষনিক গ্রুপের সাথে থাকেন যার ফলে কারো কোন সমস্যা হলে সাথে সাথে তার সমাধানের চেষ্টা করা হয়।
২. আমাদের প্রতিটি ট্যুর পরিকল্পনামাফিক হয়ে থাকে। আর তাই লোকাল ট্রান্সপোর্ট, হোটেল সবকিছুর ব্যবস্থা আগে থেকেই করা থাকে। যার কারনে কোথাও কোন ধরণের ভোগান্তি পোহাতে হয় না।
৩. স্ট্যান্ডার্ড মানের হোটেল এর ব্যবস্থা করা হয়ে থাকে।
৪. ট্যুর মেম্বারদের ঘোরাঘুরির ক্ষেত্রে যথেষ্ট সময় দেওয়া হয়।
৫. একটি সুন্দর ও আনন্দময় ট্যুরের জন্য আপ্রাণ চেষ্টা করা হয়।
৬. কোন ধরনের হিডেন চার্জ নেই।
৭. নিরাপত্তার ক্ষেত্রে ১০০% নজর দেওয়া হয়।
৮. সোজাকথা, আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে ট্যুরে যেভাবে উপভোগ করে থাকেন আমাদের ট্যুরগুলো ঠিক সেভাবেই আয়োজন করা হয়ে থাকে।
*** মনে রাখবেন সস্তা ট্যুর কখনই ভালো হয়না।
---------------------------------------------------------------------------------
দেশ ও দেশের বাহিরে কর্পোরেট, ফ্যামিলি, বন্ধুবান্ধব কিংবা কাষ্টমাইজ ট্যুর প্যাকেজের জন্য যোগাযোগ করুনঃ01616005200
www.salmantourandtravels.com

21/07/2023

ইন্ডিয়ার ভিসা সংক্রান্ত যে কোন হেল্প লাগলে জানাবেন৷ এছাড়া ইন্ডিয়ার সকল ধরনের ভিসা প্রসেসিং, ট্রেন টিকিট,এয়ার টিকেট এবং হোটেল বুকিং করতে যোগাযোগ করুন।
মোবাইল -01616005200 (what's up)
website: www.salmantourantravels.com
Email: [email protected]

একটি অদ্ভুত শহরে একা জাগ্রত থাকা অন্যরকম অনুভূতি।
20/07/2023

একটি অদ্ভুত শহরে একা জাগ্রত থাকা অন্যরকম অনুভূতি।

07/07/2023
আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে? সে কি জ্যাক? যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল?একদম...
30/06/2023

আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে?
সে কি জ্যাক?
যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল?

একদম না! তবে কি রোজ? যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিলো? এবারও না!

জ্যাক বা রোজ কেউই না।

ভাগ্যবান লোকটি সেই অপরিচিতজন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিলো। যদি সে ওই জাহাজের টিকেট জিতে যেতো তাহলে হয়তো তাকে ঐ হিমশীতল পানিতে ডুবে মরতে হতো। মাঝেমধ্যে হেরে যাওয়া ভালো।

- আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন।

- আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন।

- আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পেরে থাকেন।

- আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন।

সবকিছুই কোন না কোন কারণে ঘটে থাকে। মাঝেমধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোন বিপদের হাত থেকে রক্ষা করলেন।
(কপি পোস্ট)

25/06/2023

স্থান পরিবর্তন করেই মানুষ মনের মধ্যে নতুন শক্তি সঞ্চার করে। ভ্রমণ না করলে এই শক্তি আসবে কোথা থেকে?
আমরা যখন একঘেয়ে জীবন থেকে হাপিয়ে উঠি তখনই ভ্রমনে বেরিয়ে পড়া উচিত। হোক সেটা পাশের জেলাতেই কিংবা নিজে দেশের কোন স্থান।🏵☘️

বসন্তকাল আর বর্ষাকাল দুই সময়ের শিমুল বাগান
24/05/2023

বসন্তকাল আর বর্ষাকাল দুই সময়ের শিমুল বাগান

লোকেশন: নিলাদ্রী লেক তাহিরপুর সুনামগঞ্জ
24/05/2023

লোকেশন: নিলাদ্রী লেক তাহিরপুর সুনামগঞ্জ

মন খারাপ? পাহাড় থেকে ঘুরে আসুন।😍জীবনের কঠিন অংকগুলো খুব সহজেই সমাধান হয়ে যেতে পারে,একবার শুধু ভ্রমনে বের হয়ে দেখুন।🥰
23/05/2023

মন খারাপ? পাহাড় থেকে ঘুরে আসুন।😍
জীবনের কঠিন অংকগুলো খুব সহজেই সমাধান হয়ে যেতে পারে,একবার শুধু ভ্রমনে বের হয়ে দেখুন।🥰

ঈদে কে কোথায় ট্যুর দিলেন বা দিচ্ছেন?
27/04/2023

ঈদে কে কোথায় ট্যুর দিলেন বা দিচ্ছেন?

পদ্মা সেতু দিয়ে কে কোন জেলা যাবেন ঈদের সময় নিচে কমেন্টে দেখতে চাই?
18/04/2023

পদ্মা সেতু দিয়ে কে কোন জেলা যাবেন ঈদের সময় নিচে কমেন্টে দেখতে চাই?

Address


Alerts

Be the first to know and let us send you an email when Salman Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salman Tour & Travels:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share