Traveller's Footstep - TF

  • Home
  • Traveller's Footstep - TF

Traveller's Footstep - TF সাগর বা পাহাড় যেখানেই যাবেন,
ভ্রমণ পিপ

দীর্ঘ ১৯ বছর পর ফুটবলে বাংলাদেশকে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন শিরোপা এনে দিলো বাংলাদেশ নারী ফুটবল টিম।অভিনন্দন 🥰
19/09/2022

দীর্ঘ ১৯ বছর পর ফুটবলে বাংলাদেশকে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন শিরোপা এনে দিলো বাংলাদেশ নারী ফুটবল টিম।

অভিনন্দন 🥰

11/09/2022
22/05/2022

প্রমদিনি বোটে কাপ্তাই লেক ভ্রমণ এর দ্বিতীয় পর্ব।

প্রমোদিনি বোটে কাপ্তাই লেক ভ্রমণ করতে চাইলে যোগাযোগ করতে পারেন।

21/05/2022

প্রমোদিনি বোটে কাপ্তাই লেক ভ্রমণ করতে চাইলে যোগাযোগ করতে পারেন।

শুভ জন্মদিন Traveller's Footstep এর এডমিন
28/12/2021

শুভ জন্মদিন Traveller's Footstep এর এডমিন

সাজেক - কক্সবাজার কমবাইন্ড ট্যুরে কক্সবাজারে ট্রাভেলার্স ফুটস্টেপ টিমের কয়েকজন ❤️
27/12/2021

সাজেক - কক্সবাজার কমবাইন্ড ট্যুরে কক্সবাজারে ট্রাভেলার্স ফুটস্টেপ টিমের কয়েকজন ❤️

সাজেক ও কক্সবাজারের কমবাইন্ড ট্যুরে যাচ্ছে ট্রাভেলার্স ফুটস্টেপ এর টিম ❤️❤️❤️
23/12/2021

সাজেক ও কক্সবাজারের কমবাইন্ড ট্যুরে যাচ্ছে ট্রাভেলার্স ফুটস্টেপ এর টিম ❤️❤️❤️

Happy Birthday to Bangladesh 🇧🇩❤️
16/12/2021

Happy Birthday to Bangladesh 🇧🇩❤️

07/11/2021

মেঘের "হিমবাহ" হয় জানতাম না। "মেঘের
তুষারপাত" শব্দটি শুনেছিলাম। কিন্তু জীবনে প্রথমবার ভিডিওতে "ক্লাউড হিমস্রাব" বা মেঘের এভ্যালাঞ্চে দেখলাম।

সম্প্রতি, নেপালের হিমালয় পর্বতমালার কাছে গ্লেসিয়ার লেকের কাছে একটি "মেঘের তুষারপাত" দেখা দিয়েছে। এই দৃশ্যটি সত্যিই বিরল, জীবনে একবার দেখার মতো ভাগ্যের বিষয়।

সেইদিন ক্যাম্পিংরত একদল টুরিস্ট হ্রদের ধারে এই অতি বিরল দৃশ্যের ছবি তোলার ঝুঁকি নিয়েছিলেন।

সাদা বরফের মতো আবার পেজা তুলোর মতো মেঘগুলি উপত্যকার নীচে থেকে ছুটে এসে থামল না, পাহাড়গুলিকে গ্রাস করে হ্রদের পৃষ্ঠে ধাক্কা খেল। নীল আকাশ এবং হলুদ-বাদামী পর্বতের পটভূমিতে আরও স্বতন্ত্র, চমৎকার এবং মর্মস্পর্শী হয়ে উঠেছিল দৃশ্যটি। তীব্র বাতাসের প্রবাহ টুরিস্টদের তাঁবু এবং স্লিপিং ব্যাগগুলি উল্টে দিয়েছিল। অনেকে আতঙ্কিত হলেও সৌভাগ্যক্রমে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সব শেষে হ্রদের সামনে হাজির হলো একটি অত্যন্ত সুন্দর ছোট্ট রংধনু, যেটি দেখে সবাই হলো উল্লাসিত ও অবাক।

কি নামে ডাকা যায় প্রকৃতির এই অপূর্ব দৃশ্যকে? এটিকে কি "নিখুঁত মেঘের পতন" বলা যেতে পারে?

কালেক্টেড

07/11/2021

এই লিস্ট থেকে আপনি কতগুলো স্থান পরিদর্শন করেছেন?

১. সেন্ট মার্টিন
২. কক্সবাজার
৩. সাজেক
৪. সুন্দরবন
৫. জাফলং
৬. নিলগিরি ও নিলাচল
৭. নিঝুম দ্বীপ
৮. পতেঙ্গা
৯. পানামাসিটি
১০. টাঙ্গুন হাওর
১১. সাদা পাথর
১২. শ্রীমঙ্গল
১৩. লালবাগকেল্লা
১৪. ষাটগম্বুজ মসজিদ
১৫. পাহাড়পুর বৌদ্ধ বিহার
১৬. মাধবকুণ্ড
১৭. বাঘা মসজিদ
১৮. বিছানাকান্দী
১৯. গুলিয়াখালি
২০. তেতুলিয়া
২১. টেকনাফ
২২. মহাস্থানগড়
২৩. বিরিশিরি
২৪. আমিয়াখুম
২৫. কালাপাহাড়

২৬. কুসুম্বা মসজিদ
২৭. চন্দ্রনাথ
২৮. আহসান মঞ্জিল
২৯. মায়াংতং
৩০. তাজহাট প্যালেস
৩১. বরেন্দ্র যাদুঘর
৩২. ছোট সোনা মসজিদ
৩৩. সাফারি পার্ক
৩৪. পাকশি সেতু
৩৫. শিমুল বাগান
৩৬. নিকলী হাওর
৩৭. নয়াবাদ মসজিদ
৩৮. মহেশখালী
৩৯. চিনির মসজিদ
৪০. অষ্টগ্রাম মিঠামাইন
৪১. বালাসী ঘাট
৪২. রেমা কালেঙ্গা
৪৩.কান্তজীর মন্দির
৪৪. রামসাগর
৪৫. বায়োজিদ বোস্তামির মাজার
৪৬. ভাটিয়ারী লেক
৪৭. ফয়েজ লেক
৪৮. তিন নদীর মোহনা
৪৯. হরিনঘাটা
৫০. চর মনপুরা

৫১. গুটিয়া মসজিদ
৫২. চর কুকরি মুকরি
৫৩. কেওক্রাডং
৫৪. বেহুলার বাসর ঘর
৫৫. চিম্বুক পাহাড়
৫৬. হিমছড়ি
৫৭. তাজিংডং
৫৮. বগালেক ও আলীর গুহা
৫৯.কাপ্তাই লেক
৬০. মহেরা জমিদার বাড়ি

৬১. ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ
৬২. জাতীয় সংসদ ভবন
৬৩. কার্জন হল
৬৪. ঝুলন্ত ব্রীজ
৬৫. গারো পাহাড়
৬৬. আলেকজান্ডার ক্যাসেল
৬৭.কংলাক পাড়া
৬৮. আলুটিলা গুহা
৬৯. গজনী অবকাশ কেন্দ্র ও লেক
৭০. ভাওয়াল রাজবাড়ি ও রিসোর্ট

৭১. রিসাং ঝনা
৭২. তারেং
৭৩. বাশবাড়িয়া
৭৪. হটিকালচার পার্ক
৭৫. ময়নামতি
৭৬. যমুনা সেতু ও চায়না বাধ ৩
৭৭. শতবর্ষী আম গাছ
৭৮. বারিক্কা টিলা ও নিলাদ্রী লেক
৭৯. শাহ জালালের মাজার
৮০. মালনীছড়া চা বাগান

৮১. লালা খাল
৮২. রাতারগুল
৮৩. পান্থমুই
৮৪. মান্দারবাড়িয়া সমুদ্রসৈকত
৮৫. পুঠিয়া রাজবাড়ি
৮৬. মহারাজার দিঘী
৮৭. জ্বিনের মসজিদ
৮৮. রকস মিউজিয়াম
৮৯. লেবুর চর ও ফাতরার বন
৯০. ভাসমান পিয়ারা বাজার

৯১. বজরা শাহি মসজিদ
৯২. ইনানী বিচ
৯৩. অরুনিমা গলফ রিসোর্ট
৯৪. চাটমোহর শাহী মসজিদ ও গজনার বিল
৯৫. নীল সাগর
৯৬. ইদ্রাকপুর কেল্লা
৯৭. ওয়ারী বটেশ্বর
৯৮. উত্তরা গণভবন
৯৯. চলন বিল
১০০. লোকশিল্প যাদুঘর

১০১. লাউয়াছড়া জাতীয় উদ্দ্যান
১০২. হাম হাম
১০৩. হাকালুকি হাওর
১০৪. মুক্তিযুদ্ধ স্মৃতি সৌদ্ধ
১০৫. বালিয়াটি জমিদার বাড়ি
১০৬. তিন বিঘা করিডোর
১০৭. তিস্তা ব্যারেজ
১০৮. হারানো মসজিদ
১০৯. কুঠি বাড়ি
১১০. চিলমারি বন্দর

১১১. ঝাপা বাওর
১১২. মল্লিক পুরের বটগাছ
১১৩. খৈয়াছড়া
১১৪. নাপিত্তাছড়া
১১৫. কুমিরা
১১৬. সন্দ্বীপ
১১৭. সোনাইছড়ি ট্রেইল
১১৮. সুপ্তধারা সহস্রধারা
১১৯. কমলদহ ট্রেইল
১২০. কুতুবদিয়া দ্বীপ

১২১. দুমলং
১২২. দুপ্পানি ঝনা
১২৩. গাছ কাটা ঝনা
১২৪. মাওয়া
১২৫. স্বনমন্দির
১২৬. মেঘলা
১২৭. তিনাপ সাইতার
১২৮. দেবতাখুম, সাত ভাই খুম, ভোলাখুম
১২৯. মহামায়া লেক
১৩০. যোগী হাফং

১৩১. ক্রিস তং
১৩২. ডিম পাহাড়
১৩৩. রেমাক্রি
১৩৪. ডিবির হাওর
১৩৫. রিজার্ভ ফলস

(কালেক্টেড)

Send a message to learn more.

এইসব বাঁশের কাপে করে পরিবেশন করা হয় সাজেকের বাঁশ চা 😁
04/11/2021

এইসব বাঁশের কাপে করে পরিবেশন করা হয় সাজেকের বাঁশ চা 😁

সাজেকের বাঁশ বার-বি-কিউ 😍
03/11/2021

সাজেকের বাঁশ বার-বি-কিউ 😍

এমন কে কে?
02/11/2021

এমন কে কে?

সাজেক ট্যুর🥰🥰🥰
23/10/2021

সাজেক ট্যুর🥰🥰🥰

সাজেক ট্যুরের অন্যতম সুন্দর একটা দিন
22/10/2021

সাজেক ট্যুরের অন্যতম সুন্দর একটা দিন

চান্দের গাড়িতে চড়ে মেঘের রাজ্য সাজেকের দিকে যাত্রা শুরু 🥰With Traveller's Footstep (TF) team ☺️
22/10/2021

চান্দের গাড়িতে চড়ে মেঘের রাজ্য সাজেকের দিকে যাত্রা শুরু 🥰

With Traveller's Footstep (TF) team ☺️

আল্লাহর নামে প্রথম ট্যুরের যাত্রা শুরু করলাম।গন্তব্য সাজেক।আল্লাহ ভরসা ❤️
21/10/2021

আল্লাহর নামে প্রথম ট্যুরের যাত্রা শুরু করলাম।

গন্তব্য সাজেক।

আল্লাহ ভরসা ❤️

এমন বৃষ্টিতে ভিজতে চান?? কার সাথে?
21/10/2021

এমন বৃষ্টিতে ভিজতে চান?? কার সাথে?

সাজেকে এউ ভাবে ই প্রকৃতি উপভোগ করেন সিংগেল ভাই ব্রাদার রা😁😁😁
15/10/2021

সাজেকে এউ ভাবে ই প্রকৃতি উপভোগ করেন সিংগেল ভাই ব্রাদার রা😁😁😁

সাজেক এর পথে✌️✌️
14/10/2021

সাজেক এর পথে✌️✌️

আপু ছাদেক চলে গেছে🙄সাজেক যাবেন কে কে?
12/10/2021

আপু ছাদেক চলে গেছে🙄

সাজেক যাবেন কে কে?

টাইগার ব্রো 🙄🙄🥰
12/10/2021

টাইগার ব্রো 🙄🙄🥰

Dilara Akter এর মেয়ে আনহা লুসাই পাড়ায় সাজেক 😍😍😍
12/10/2021

Dilara Akter এর মেয়ে আনহা লুসাই পাড়ায় সাজেক 😍😍😍

সাজেক এ লুসাই গ্রামে মাত্র ১০০ টাকায় ভাড়া দেয়া হয় এমন পোশাক গুলো। মাথায় এমন মুকুট আর পাত্র। এক অসাধারণ অনুভূতি ছবিঃ কালে...
12/10/2021

সাজেক এ লুসাই গ্রামে মাত্র ১০০ টাকায় ভাড়া দেয়া হয় এমন পোশাক গুলো।
মাথায় এমন মুকুট আর পাত্র। এক অসাধারণ অনুভূতি

ছবিঃ কালেক্টেড

কাকে পাশে নিয়ে দিন শেষ এ ঘুরতে চান??
11/10/2021

কাকে পাশে নিয়ে দিন শেষ এ ঘুরতে চান??

যাবেন নাকি মেঘের রাজ্যে 🥰
05/10/2021

যাবেন নাকি মেঘের রাজ্যে 🥰

আমরা Traveller's Footstep (TF) এর প্রথম গ্রুপ ট্যুর এ "সাজেক ও খাগড়াছড়ি" যাবো ইন-শা-আল্লাহ। ট্যুর-০১ঃ সাজেক ও খাগড়াছড়ি, ...
30/09/2021

আমরা Traveller's Footstep (TF) এর প্রথম গ্রুপ ট্যুর এ "সাজেক ও খাগড়াছড়ি" যাবো ইন-শা-আল্লাহ।

ট্যুর-০১ঃ সাজেক ও খাগড়াছড়ি, অক্টোবর ২০২১

# যাত্রার তারিখঃ ২১ অক্টোবর, ২০২১

# ভ্রমণ খরচঃ
* ৪৫০০ টাকা (প্রতিজন) - (Non AC Bus + Non AC Standard Shared Room for SAJEK)
* ১০৫০০ টাকা (কাপল) - (Non AC Bus + Non AC Standard Couple Room for SAJEK)

# ভ্রমণ বৃত্তান্তঃ
* ৩ রাত ২ দিনের ট্যুর
* ভ্রমণ শুরু বৃহস্পতিবার রাত ১১ টা
* ভ্রমণ শেষ রবিবার সকাল ৬ টা
* মানে বৃহস্পতিবার রাতে যাত্রা শুরু হবে, ইন-শা-আল্লাহ আমরা রবিবার ভোরে ঢাকায় থাকব

# কি কি থাকবে?

* নন-এসি বাস
* নন-এসি রুম (শেয়ার করতে হবে। তবে কাপল হলে আলাদা ব্যবস্থা থাকবে।)
* রিজার্ভ জীপ (চান্দের গাড়ি)
* ট্র্যাডিশনাল পাহাড়ি খাবার ও বার-বি-কিউ
* সাইটসিয়িং
* গাইডেন্স
* ফানুস ওড়ানো

# সাইটসিয়িংঃ

* সাজেক ভ্যালি
* রুইলুই পাড়া
* কংলাক পাহাড়
* হ্যালিপ্যাড
* ঝুলন্ত ব্রীজ
* আলুটিলা গুহা
* রিসাং ঝর্না

# এক্সট্রা খাতিরঃ

* খাগড়াছড়িতে পৌঁছানোর দিন সকালে এবং ঢাকায় ফেরার দিন সন্ধ্যায় খাগড়াছড়িতে ফ্রেশ হওয়ার জন্য হোটেল রুম নেওয়া হবে। পুরুষ এবং মহিলা আলাদা আলাদা রুমে ফ্রেশ হতে পারবেন।

# ফুড মেন্যুঃ (এভেইলেবিলিটির ভিত্তিতে পরিবর্তনশীল)

* ১ম দিনঃ
* সকালের নাস্তাঃ পরটা, সবজি, ডিম অমলেট, মিনারেল ওয়াটার, চা।
* দুপুরের খাবারঃ সাদা ভাত, ভর্তা, সবজি, ফিশ কারি/চিকেন কারি/বেম্বো চিকেন, ডাল, মিনারেল ওয়াটার।
* রাতের খাবারঃ পরটা, চিকেন বার-বি-কিউ, সবজি/ডাল, সালাদ, সফট ড্রিংকস, মিনারেল ওয়াটার।

* ২য় দিনঃ
* সকালের নাস্তাঃ পরটা, সবজি, ডিম অমলেট, মিনারেল ওয়াটার, চা।
* দুপুরের খাবারঃ সাদা ভাত, ভর্তা, সবজি, ফিশ কারি/চিকেন কারি, ডাল, মিনারেল ওয়াটার।
* রাতের খাবারঃ সাদা ভাত, ফিশ কারি/চিকেন কারি, ডাল, মিনারেল ওয়াটার।

# ভ্রমণ পরিকল্পনাঃ (পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল)

* যাত্রার দিনঃ রাত ১১ টার বাসে কলাবাগান/আরামবাগ/চিটাগাং রোড হতে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু।

* ১ম দিনঃ
* ভোরে খাগড়াছড়ি পৌঁছে হোটেল রুমে ফ্রেশ হওয়া।
* সকাল ৯ টার মধ্যে নাস্তা সেরে নেওয়া।
* নাস্তা শেষে সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু।
* দুপুর ১২ টার মধ্যে সাজেক পৌঁছা।
* সাজেকের রিসোর্টে চেক ইন।
* ফ্রেশ হয়ে দুপুরের খাবার সাজেক এ।
* খাবার শেষে সাজেক এবং তার আশেপাশের স্পট ভ্রমণ।
* রাতে সাজেক এ বার-বি-কিউ পার্টি।
* বার-বি-কিউ শেষে পাহাড়ের ওপর ফানুস ওড়ানো।

* ২য় দিনঃ
* খুব ভোরে উঠে হ্যালিপ্যাডে সূর্যোদয় দেখা।
* সাজেকের সবচে আকর্ষণীয় ভিউ "কংলাক পারা" ভ্রমণ (অনুমতি পাওয়া সাপেক্ষে)।
* সকাল ৯টার মধ্যে নাস্তা সেরে নেওয়া।
* ১০টার স্কটে সাজেক থেকে বিদায়।
* ঝুলন্ত ব্রিজ ভ্রমণ
* আলুটিলা গুহা ভ্রমণ
* রিসাং ঝর্ণায় গোসল
* দুপুরের খাবার খাওয়া
* সন্ধ্যায় খাগড়াছড়ি হোটেলে ফ্রেশ হয়ে টুকটাক শপিং
* খাগড়াছড়িতে রাতের খাবার
* ঢাকার উদ্যেশ্যে যাত্রা

* ফেরার দিনঃ সকাল ৬ টার মধ্যে ঢাকা পৌঁছানো এবং ট্যুর পরিসমাপ্তি।

# কোন স্পটের এন্ট্রি ফি অন্তর্ভুক্ত নয়

# হাইওয়ে বিরতিতে খাবার অন্তর্ভুক্ত নয়

# জেনারেল টার্মস এন্ড কন্ডিশন এপ্লিকেবল (বুকিং এর সময় জানানো হবে)

# বুকিং, ক্যান্সেলেশন ও রিফান্ড পলিসিঃ (বুকিং এর সময় জানানো হবে)

# বাসের আসন ও রিসোর্টের রুম বণ্টনের ক্ষেত্রে আগে বুকিং দিলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হবে।

# কিডস পলিসিঃ ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৫ বছরের শিশুদের জন্য আলোচনা সাপেক্ষে ছাড় প্রযোজ্য হবে।

# কোন হিডেন চার্জ নেই।

# বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ

* বিকাশ ও রকেট এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করে দেওয়া যাবে।
* ব্যাংক ডিপোজিট করে দেওয়া যাবে। (সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক)

# যোগাযোগঃ

01612 666 264
01984 531 292

30/09/2021
Double Hand View, Bandarban
30/09/2021

Double Hand View, Bandarban

29/09/2021
29/09/2021
29/09/2021
সেন্টমার্টিন বা সাজেক যেখানেই যাবেন, ট্রাভেলার্স ফুটস্টেপ আপনার সাথেই আছে ❤️
29/09/2021

সেন্টমার্টিন বা সাজেক যেখানেই যাবেন, ট্রাভেলার্স ফুটস্টেপ আপনার সাথেই আছে ❤️

Address


Telephone

+8801612666264

Website

Alerts

Be the first to know and let us send you an email when Traveller's Footstep - TF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Traveller's Footstep - TF:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share