Extreme Travellers - এক্স

  • Home
  • Extreme Travellers - এক্স

Extreme Travellers - এক্স Explore from hills to islands, beaches to hidden gems with SCOUT & BNCC certified trained hosts. EXT

12/10/2023

In just 100 days, the Extreme Travelers page was soaked with the love of 200 people! Sincere thanks to everyone!🥳

On the other hand, YouTube's numbers are more encouraging- 300+!

If we get love and genuine support in this way, the day is not far when we can reach the milestone of 1000s family, Inshallah! 🤩

If we get your encouragement and support, we want to bring many more surprises so that the world will know Bangladesh!
So, let's go extreme!🚵‍♂️🧗‍♂️🏊‍♀️🏄‍♂️🤾‍♂️🤸‍♂️🤼‍♂️🪂🏂

মাত্র ১০০ দিনে ২০০ মানুষের ভালোবাসায় সিক্ত এক্সট্রিম ট্রাভেলার্স ফেসবুক পেইজ! সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা!🥳

অন্যদিকে ইউটিউবের সংখ্যাটা আরো উৎসাহদায়ক। এইভাবে ভালোবাসা আর অকৃত্রিম সাপোর্ট পেয়ে গেলে সেদিন আর দূরে নয় যেদিন ১০০০ এর মাইলস্টন আমরা ছুঁতে পারবো, ইনশাল্লাহ! 🤩

আপনাদের উৎসাহ আর সাপোর্ট পেলে আরো অনেক চমক নিয়ে আসতে চাই, যাতে বাংলাদেশকে চিনবে বিশ্ব!
সো, লেটস গো এক্সট্রিম! 🚵‍♂️🧗‍♂️🏊‍♀️🏄‍♂️🤾‍♂️🤸‍♂️🤼‍♂️🪂🏂

10/10/2023

বন্ধুরা,
শরতের অক্টোবরে ৫টি অসাধারণ ট্যুর প্ল্যান। আজই আপনার ট্যুর বুক করুন!

মাস জুড়ে থাকছে সমুদ্র, পাহাড়, গহীন বন, ঝিরি-ঝর্ণা, হ্রদ আর মেঘ ছোয়ার সুযোগ!🤩🤩

ট্যুর প্ল্যানগুলো নিচে একে একে সাজিয়ে দেয়া হল:
----------------------------------------------
১৩ অক্টোবর ২০২৩

👉বিলাসি ঝর্ণা ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ট্যুর ও নাইট ক্যাম্পিং:
এই ট্যুরে আমরা আপনাদেরকে বিলাসি ঝর্ণা ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের মনোরম পরিবেশে নিয়ে যাবো। আমরা বিলাসি ঝর্ণা ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ঘুরে দেখবো। রাতে সমুদ্র তীরে ক্যাম্পিং ও আড্ডা হবে। সাথে থাকছে বিবিকিউ ডিনার।

* ট্যুর ডিউরেশনঃ ২ দিন ১ রাত
* ট্যুর বাজেটঃ ৮৯৯/- (চট্টগ্রাম একে খান বাস স্ট্যান্ড থেকে)
* ট্যুর ধরণঃ রিলেক্স, পার্শিয়ালি ট্রেকিং, তাঁবুতে রাত্রিযাপন, ক্যাম্পিং, ক্যাম্প ফায়ার, বিবিকিউ আড্ডা।

✅ ইভেন্ট লিংকঃ https://fb.me/e/2XcKFX5zl
--------------------------------------------------------------------------
২০ অক্টোবর ২০২৩

👉রাঙামাটি ট্যুর ও নাইট ক্যাম্পিং:
এই ট্যুরে আমরা আপনাদেরকে রাঙামাটির মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো। আমরা নৌকাযোগে কাপ্তাই লেক ও এর ১০টিরও বেশি ট্যুরিস্ট স্পটস এবং বৌদ্ধবিহার ঘুরে দেখবো(শুভলংঝর্ণা, বরকল জুমঘর, চাংপাং রেস্টুরেন্ট, জুম পাহাড়, পলওয়েল পার্ক, ঝুলন্ত সেতু, বৌদ্ধ মন্দির, শিলার ডাক ঝর্ণা, মেজাং, পেদাটিংটিং, আদিবাসী গ্রাম)। রাত কাটাবো কাপ্তাই লেকে ঘেরা একটি দ্বীপে। নির্ঝঞ্জাট-কোলাহলমুক্ত পরিবেশে তাঁবুতে খোলা আকাশের নিচে ক্যাম্প ফায়ারিং আর বিবিকিউ আড্ডা হয়ে থাকবে স্মরণীয়।

* ট্যুর ডিউরেশনঃ ২ দিন ১ রাত
* ট্যুর বাজেটঃ ২২৫০/- (চট্টগ্রাম কদমতলি বি আর টি সি বাস কাউন্টার থেকে)
* ট্যুর ধরণঃ রিল্যাক্স ট্যুর, তাঁবুতে রাত্রিযাপন, ক্যাম্পিং, ক্যাম্প ফায়ার, বিবিকিউ আড্ডা।

✅ ইভেন্ট লিংকঃ https://fb.me/e/6fvStx6SE
--------------------------------------------------------------------------
২০-২৩ অক্টোবর ২০২৩ এক্সট্রিম স্পেশাল ১

👉👉ক্রিস্তং ও রূংরাং অভিযান: এই অভিযানে আমরা আপনাদেরকে ক্রিস্তং ও রূংরাঙ্গের অপরূপ সৌন্দর্য দেখাবো। যাত্রা শুরু হবে নৌকা যোগে। আঁকাবাঁকা নদী চিরে চারপাশের অপরুপ আলিকদমের পাহাড়ী বন দেখতে দেখতে পৌঁছে যাব দশরিপাড়া বাজার। সেখান থেকে লম্বা ট্রেকিং করব। পথে পড়বে নানান পাহাড়ীয়া গ্রাম, ঝিরি-ঝর্ণা। দিনগুলোতে রূংরাং-মেনইয়াংপাড়া ও রূংরাং রিজার্ভ ফরেস্ট ঘুরে দেখবো। এই ট্যুরটি একমাত্র এক্সট্রিম ট্রাভেলিং করতে পছন্দ করে এমন ব্যক্তিদের জন্য।

* ট্যুর ডিউরেশনঃ ৩ দিন ২ রাত
* ট্যুর বাজেটঃ ৪৯৯৯/- (চট্টগ্রাম কর্ণফুলি ৩য় ব্রিজ থেকে)
* ট্যুর ধরণঃ এক্সট্রিম হিল ট্রেকিং, পাহাড়ি উপজাতিদের গৃহে রাত্রিযাপন।

✅ ইভেন্ট লিংকঃ https://fb.me/e/11N2OKH1b
--------------------------------------------------------------------------
২৭ অক্টোবর ২০২৩; Hunter's Moon Night এক্সট্রিম স্পেশাল ২

👉মারায়নতং- শিলবুনিয়া ঝর্ণা আর আলিরগুহা ট্যুরঃ প্রায় ১৬৫০ ফিট উচ্চতায় উঠে রাতে তাঁবুবাস ও বার্বিকিউ পার্টি হবে। সকাল হতেই মেঘেদের দল যে দৃশ্য উপহার দেবে তা আর বিস্তারিত না লিখি। মেঘেদের ভেলার সাথে কিছু সময় কাটিয়ে ব্রেকফাস্ট শেষে আমরা চলে যাবো শিলবুনিয়া ঝর্ণার উদ্দেশ্যে। শিলবুনিয়া ঝর্ণার পর রওনা করব রোমাঞ্চকর আলিরগুহার উদ্দেশ্যে। পথে থাকবে আরো চমক।

* ট্যুর ডিউরেশনঃ ২ দিন ১ রাত
* ট্যুর বাজেটঃ ২১৩০/- (চট্টগ্রাম কর্ণফুলি ৩য় ব্রিজ থেকে)
* ট্যুর ধরণঃ হিল ক্লাইম্বিং (চাইলে বাইক ভাড়া নিতে পারেন), তাঁবুতে রাত্রিযাপন, ক্যাম্পিং, ক্যাম্প ফায়ার, বিবিকিউ আড্ডা।

✅ ইভেন্ট লিংকঃ https://fb.me/e/1m9eByxTr
--------------------------------------------------------------------------
২৯-৩০ অক্টোবর ২০২৩, Hunter's Moon Night এক্সট্রিম স্পেশাল ৩

👉👉মানিকছড়ি ডিসি পার্ক অ্যাডভেঞ্চার ক্যাম্প ট্যুর: এই ট্যুরে আমরা আপনাদেরকে মানিকছড়ি ডিসি পার্কের অ্যাডভেঞ্চার ক্যাম্পে নিয়ে যাবো। আমরা ক্যাম্পিং, ট্রেকিং, ও কায়াকিং-জিপলাইনিং, জায়ান্ট সুইং আর ট্রি-টপের মতো অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিগুলোতে অংশগ্রহণ করবো।

* ট্যুর ডিউরেশনঃ ২ দিন ১ রাত
* ট্যুর বাজেটঃ ৩২৯৯/- (চট্টগ্রাম বায়েজিদ বোস্তামি বাস স্ট্যান্ড থেকে)
* ট্যুর ধরণঃ রিলেক্স, পার্শিয়ালি ট্রেকিং, এডভেঞ্চারাস এক্টিভিটি, তাঁবুতে রাত্রিযাপন, ক্যাম্পিং, ক্যাম্প ফায়ার, বিবিকিউ আড্ডা।

✅ ইভেন্ট লিংকঃ https://fb.me/e/3tjzGpajl
--------------------------------------------------------------------------
অক্টোবরের এই ট্যুরগুলোর জন্য আমাদের ছুটির দিন হল প্রত্যেক উইকেন্ড আর পুজোর ছুটি। ট্যুর প্যাকেজগুলোর বিস্তারিত তথ্য আমাদের পেইজে পাওয়া যাবে। অথবা সরাসরি কথা বলতে পারুন-
ওমর- 01576-699018
রায়হান- 01686-797847

তাহলে আর দেরি কেন? আজই আপনার ট্যুর বুক করুন এবং আমাদের সাথে বাংলাদেশের অসাধারণ সৌন্দর্য উপভোগ করুন।😍

**ইভেন্টে Interested অথবা Going দিয়ে রেস্পন্স করে রাখলে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে।

Explore from hills to islands, beaches to hidden gems with SCOUT & BNCC certified trained hosts.

EXT

বন্ধুরা,শরতের অক্টোবরে ৫টি অসাধারণ ট্যুর প্ল্যান। আজই আপনার ট্যুর বুক করুন!মাস জুড়ে থাকছে সমুদ্র, পাহাড়, গহীন বন, ঝিরি-ঝ...
10/10/2023

বন্ধুরা,
শরতের অক্টোবরে ৫টি অসাধারণ ট্যুর প্ল্যান। আজই আপনার ট্যুর বুক করুন!

মাস জুড়ে থাকছে সমুদ্র, পাহাড়, গহীন বন, ঝিরি-ঝর্ণা, হ্রদ আর মেঘ ছোয়ার সুযোগ!🤩🤩

ট্যুর প্ল্যানগুলো নিচে একে একে সাজিয়ে দেয়া হল:
----------------------------------------------
১৩ অক্টোবর ২০২৩

👉বিলাসি ঝর্ণা ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ট্যুর ও নাইট ক্যাম্পিং:
এই ট্যুরে আমরা আপনাদেরকে বিলাসি ঝর্ণা ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের মনোরম পরিবেশে নিয়ে যাবো। আমরা বিলাসি ঝর্ণা ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ঘুরে দেখবো। রাতে সমুদ্র তীরে ক্যাম্পিং ও আড্ডা হবে। সাথে থাকছে বিবিকিউ ডিনার।

* ট্যুর ডিউরেশনঃ ২ দিন ১ রাত
* ট্যুর বাজেটঃ ৮৯৯/- (চট্টগ্রাম একে খান বাস স্ট্যান্ড থেকে)
* ট্যুর ধরণঃ রিলেক্স, পার্শিয়ালি ট্রেকিং, তাঁবুতে রাত্রিযাপন, ক্যাম্পিং, ক্যাম্প ফায়ার, বিবিকিউ আড্ডা।

✅ ইভেন্ট লিংকঃ https://fb.me/e/2XcKFX5zl
--------------------------------------------------------------------------
২০ অক্টোবর ২০২৩

👉রাঙামাটি ট্যুর ও নাইট ক্যাম্পিং:
এই ট্যুরে আমরা আপনাদেরকে রাঙামাটির মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো। আমরা নৌকাযোগে কাপ্তাই লেক ও এর ১০টিরও বেশি ট্যুরিস্ট স্পটস এবং বৌদ্ধবিহার ঘুরে দেখবো(শুভলংঝর্ণা, বরকল জুমঘর, চাংপাং রেস্টুরেন্ট, জুম পাহাড়, পলওয়েল পার্ক, ঝুলন্ত সেতু, বৌদ্ধ মন্দির, শিলার ডাক ঝর্ণা, মেজাং, পেদাটিংটিং, আদিবাসী গ্রাম)। রাত কাটাবো কাপ্তাই লেকে ঘেরা একটি দ্বীপে। নির্ঝঞ্জাট-কোলাহলমুক্ত পরিবেশে তাঁবুতে খোলা আকাশের নিচে ক্যাম্প ফায়ারিং আর বিবিকিউ আড্ডা হয়ে থাকবে স্মরণীয়।

* ট্যুর ডিউরেশনঃ ২ দিন ১ রাত
* ট্যুর বাজেটঃ ২২৫০/- (চট্টগ্রাম কদমতলি বি আর টি সি বাস কাউন্টার থেকে)
* ট্যুর ধরণঃ রিল্যাক্স ট্যুর, তাঁবুতে রাত্রিযাপন, ক্যাম্পিং, ক্যাম্প ফায়ার, বিবিকিউ আড্ডা।

✅ ইভেন্ট লিংকঃ https://fb.me/e/6fvStx6SE
--------------------------------------------------------------------------
২০-২৩ অক্টোবর ২০২৩ এক্সট্রিম স্পেশাল ১

👉👉ক্রিস্তং ও রূংরাং অভিযান: এই অভিযানে আমরা আপনাদেরকে ক্রিস্তং ও রূংরাঙ্গের অপরূপ সৌন্দর্য দেখাবো। যাত্রা শুরু হবে নৌকা যোগে। আঁকাবাঁকা নদী চিরে চারপাশের অপরুপ আলিকদমের পাহাড়ী বন দেখতে দেখতে পৌঁছে যাব দশরিপাড়া বাজার। সেখান থেকে লম্বা ট্রেকিং করব। পথে পড়বে নানান পাহাড়ীয়া গ্রাম, ঝিরি-ঝর্ণা। দিনগুলোতে রূংরাং-মেনইয়াংপাড়া ও রূংরাং রিজার্ভ ফরেস্ট ঘুরে দেখবো। এই ট্যুরটি একমাত্র এক্সট্রিম ট্রাভেলিং করতে পছন্দ করে এমন ব্যক্তিদের জন্য।

* ট্যুর ডিউরেশনঃ ৩ দিন ২ রাত
* ট্যুর বাজেটঃ ৪৯৯৯/- (চট্টগ্রাম কর্ণফুলি ৩য় ব্রিজ থেকে)
* ট্যুর ধরণঃ এক্সট্রিম হিল ট্রেকিং, পাহাড়ি উপজাতিদের গৃহে রাত্রিযাপন।

✅ ইভেন্ট লিংকঃ https://fb.me/e/11N2OKH1b
--------------------------------------------------------------------------
২৭ অক্টোবর ২০২৩; Hunter's Moon Night এক্সট্রিম স্পেশাল ২

👉মারায়নতং- শিলবুনিয়া ঝর্ণা আর আলিরগুহা ট্যুরঃ প্রায় ১৬৫০ ফিট উচ্চতায় উঠে রাতে তাঁবুবাস ও বার্বিকিউ পার্টি হবে। সকাল হতেই মেঘেদের দল যে দৃশ্য উপহার দেবে তা আর বিস্তারিত না লিখি। মেঘেদের ভেলার সাথে কিছু সময় কাটিয়ে ব্রেকফাস্ট শেষে আমরা চলে যাবো শিলবুনিয়া ঝর্ণার উদ্দেশ্যে। শিলবুনিয়া ঝর্ণার পর রওনা করব রোমাঞ্চকর আলিরগুহার উদ্দেশ্যে। পথে থাকবে আরো চমক।

* ট্যুর ডিউরেশনঃ ২ দিন ১ রাত
* ট্যুর বাজেটঃ ২১৩০/- (চট্টগ্রাম কর্ণফুলি ৩য় ব্রিজ থেকে)
* ট্যুর ধরণঃ হিল ক্লাইম্বিং (চাইলে বাইক ভাড়া নিতে পারেন), তাঁবুতে রাত্রিযাপন, ক্যাম্পিং, ক্যাম্প ফায়ার, বিবিকিউ আড্ডা।

✅ ইভেন্ট লিংকঃ https://fb.me/e/1m9eByxTr
--------------------------------------------------------------------------
২৯-৩০ অক্টোবর ২০২৩, Hunter's Moon Night এক্সট্রিম স্পেশাল ৩

👉👉মানিকছড়ি ডিসি পার্ক অ্যাডভেঞ্চার ক্যাম্প ট্যুর: এই ট্যুরে আমরা আপনাদেরকে মানিকছড়ি ডিসি পার্কের অ্যাডভেঞ্চার ক্যাম্পে নিয়ে যাবো। আমরা ক্যাম্পিং, ট্রেকিং, ও কায়াকিং-জিপলাইনিং, জায়ান্ট সুইং আর ট্রি-টপের মতো অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিগুলোতে অংশগ্রহণ করবো।

* ট্যুর ডিউরেশনঃ ২ দিন ১ রাত
* ট্যুর বাজেটঃ ৩২৯৯/- (চট্টগ্রাম বায়েজিদ বোস্তামি বাস স্ট্যান্ড থেকে)
* ট্যুর ধরণঃ রিলেক্স, পার্শিয়ালি ট্রেকিং, এডভেঞ্চারাস এক্টিভিটি, তাঁবুতে রাত্রিযাপন, ক্যাম্পিং, ক্যাম্প ফায়ার, বিবিকিউ আড্ডা।

✅ ইভেন্ট লিংকঃ https://fb.me/e/3tjzGpajl
--------------------------------------------------------------------------
অক্টোবরের এই ট্যুরগুলোর জন্য আমাদের ছুটির দিন হল প্রত্যেক উইকেন্ড আর পুজোর ছুটি। ট্যুর প্যাকেজগুলোর বিস্তারিত তথ্য আমাদের পেইজে পাওয়া যাবে। অথবা সরাসরি কথা বলতে পারুন-
ওমর- 01576-699018
রায়হান- 01686-797847

তাহলে আর দেরি কেন? আজই আপনার ট্যুর বুক করুন এবং আমাদের সাথে বাংলাদেশের অসাধারণ সৌন্দর্য উপভোগ করুন।😍

**ইভেন্টে Interested অথবা Going দিয়ে রেস্পন্স করে রাখলে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে।

অক্টোবরের শরৎজুড়ে ট্যুর হবে ৫টা, ইনশাল্লাহ!১। বিলাসি ঝর্ণা ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ট্যুর ও নাইট ক্যাম্পিং (১৩ অক্টোবর...
09/10/2023

অক্টোবরের শরৎজুড়ে ট্যুর হবে ৫টা, ইনশাল্লাহ!

১। বিলাসি ঝর্ণা ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ট্যুর ও নাইট ক্যাম্পিং (১৩ অক্টোবর ২০২৩, শুক্রবার)

২। রাঙামাটি ট্যুর ও নাইট ক্যাম্পিং (২০ অক্টোবর ২০২৩, শুক্রবার)

৩। ক্রিস্তং ও রূংরাং অভিযানঃ এক্সট্রিম স্পেশাল ১ (২০-২৩ অক্টোবর ২০২৩, শুক্রবার)

৪। মারায়নতং নাইট ক্যাম্পিং- শিলবুনিয়া ঝর্ণা আর আলিরগুহাঃ Hunter's Moon Night এক্সট্রিম স্পেশাল ২ (২৭ অক্টোবর ২০২৩, শুক্রবার)

৫। মানিকছড়ি ডিসি পার্ক অ্যাডভেঞ্চার ক্যাম্পঃ Hunter's Moon Night এক্সট্রিম স্পেশাল ৩ (২৯-৩০ অক্টোবর ২০২৩, রবি-সোমবার)

ইভেন্টগুলোর লিংক কমেন্টে।

Extreme Travellers - এক্স

অক্টোবরে ৫টি অসাধারণ ট্যুর প্ল্যান। আজই আপনার ট্যুর বুক করুন!🤩বন্ধুরা,অক্টোবরে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ৫টি অসাধারণ ...
08/10/2023

অক্টোবরে ৫টি অসাধারণ ট্যুর প্ল্যান। আজই আপনার ট্যুর বুক করুন!🤩

বন্ধুরা,

অক্টোবরে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ৫টি অসাধারণ ট্যুর প্ল্যান। এই ট্যুরগুলো আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলো ঘুরে দেখার সুযোগ দিবে।

ট্যুর প্ল্যানগুলো হল:
----------------------------------------------
১৩ অক্টোবর ২০২৩

👉বিলাসি ঝর্ণা ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ট্যুর ও নাইট ক্যাম্পিং:
এই ট্যুরে আমরা আপনাদেরকে বিলাসি ঝর্ণা ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের মনোরম পরিবেশে নিয়ে যাবো। আমরা বিলাসি ঝর্ণা ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ঘুরে দেখবো। রাতে সমুদ্র তীরে ক্যাম্পিং ও আড্ডা হবে। সাথে থাকছে বিবিকিউ ডিনার।

* ট্যুর ডিউরেশনঃ ২ দিন ১ রাত
* ট্যুর বাজেটঃ ৮৯৯/- (চট্টগ্রাম একে খান বাস স্ট্যান্ড থেকে)
* ট্যুর ধরণঃ রিলেক্স, পার্শিয়ালি ট্রেকিং, তাঁবুতে রাত্রিযাপন, ক্যাম্পিং, ক্যাম্প ফায়ার, বিবিকিউ আড্ডা।
ইভেন্ট লিংকঃ https://fb.me/e/2XcKFX5zl

--------------------------------------------------------------------------
২০ অক্টোবর ২০২৩

👉রাঙামাটি ট্যুর ও নাইট ক্যাম্পিং:
এই ট্যুরে আমরা আপনাদেরকে রাঙামাটির মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো। আমরা নৌকাযোগে কাপ্তাই লেক ও এর ১০টিরও বেশি ট্যুরিস্ট স্পটস এবং বৌদ্ধবিহার ঘুরে দেখবো(শুভলংঝর্ণা, বরকল জুমঘর, চাংপাং রেস্টুরেন্ট, জুম পাহাড়, পলওয়েল পার্ক, ঝুলন্ত সেতু, বৌদ্ধ মন্দির, শিলার ডাক ঝর্ণা, মেজাং, পেদাটিংটিং, আদিবাসী গ্রাম)। রাত কাটাবো কাপ্তাই লেকে ঘেরা একটি দ্বীপে। নির্ঝঞ্জাট-কোলাহলমুক্ত পরিবেশে তাঁবুতে খোলা আকাশের নিচে ক্যাম্প ফায়ারিং আর বিবিকিউ আড্ডা হয়ে থাকবে স্মরণীয়।

* ট্যুর ডিউরেশনঃ ২ দিন ১ রাত
* ট্যুর বাজেটঃ ২২৫০/- (চট্টগ্রাম কদমতলি বি আর টি সি বাস কাউন্টার থেকে)
* ট্যুর ধরণঃ রিল্যাক্স ট্যুর, তাঁবুতে রাত্রিযাপন, ক্যাম্পিং, ক্যাম্প ফায়ার, বিবিকিউ আড্ডা।
ইভেন্ট লিংকঃ https://fb.me/e/6fvStx6SE

--------------------------------------------------------------------------
২০-২৩ অক্টোবর ২০২৩ এক্সট্রিম স্পেশাল ১

👉👉ক্রিস্তং ও রূংরাং অভিযান: এই অভিযানে আমরা আপনাদেরকে ক্রিস্তং ও রূংরাঙ্গের অপরূপ সৌন্দর্য দেখাবো। যাত্রা শুরু হবে নৌকা যোগে। আঁকাবাঁকা নদী চিরে চারপাশের অপরুপ আলিকদমের পাহাড়ী বন দেখতে দেখতে পৌঁছে যাব দশরিপাড়া বাজার। সেখান থেকে লম্বা ট্রেকিং করব। পথে পড়বে নানান পাহাড়ীয়া গ্রাম, ঝিরি-ঝর্ণা। দিনগুলোতে রূংরাং-মেনইয়াংপাড়া ও রূংরাং রিজার্ভ ফরেস্ট ঘুরে দেখবো। এই ট্যুরটি একমাত্র এক্সট্রিম ট্রাভেলিং করতে পছন্দ করে এমন ব্যক্তিদের জন্য।

* ট্যুর ডিউরেশনঃ ৩ দিন ২ রাত
* ট্যুর বাজেটঃ ৪৯৯৯/- (চট্টগ্রাম কর্ণফুলি ৩য় ব্রিজ থেকে)
* ট্যুর ধরণঃ এক্সট্রিম হিল ট্রেকিং, পাহাড়ি উপজাতিদের গৃহে রাত্রিযাপন।
ইভেন্ট লিংকঃ https://fb.me/e/11N2OKH1b
--------------------------------------------------------------------------
২৭ অক্টোবর ২০২৩; Hunter's Moon Night এক্সট্রিম স্পেশাল ২

👉মারায়নতং- শিলবুনিয়া ঝর্ণা আর আলিরগুহা ট্যুরঃ প্রায় ১৬৫০ ফিট উচ্চতায় উঠে রাতে তাঁবুবাস ও বার্বিকিউ পার্টি হবে। সকাল হতেই মেঘেদের দল যে দৃশ্য উপহার দেবে তা আর বিস্তারিত না লিখি। মেঘেদের ভেলার সাথে কিছু সময় কাটিয়ে ব্রেকফাস্ট শেষে আমরা চলে যাবো শিলবুনিয়া ঝর্ণার উদ্দেশ্যে। শিলবুনিয়া ঝর্ণার পর রওনা করব রোমাঞ্চকর আলিরগুহার উদ্দেশ্যে। পথে থাকবে আরো চমক।

* ট্যুর ডিউরেশনঃ ২ দিন ১ রাত
* ট্যুর বাজেটঃ ২১৩০/- (চট্টগ্রাম কর্ণফুলি ৩য় ব্রিজ থেকে)
* ট্যুর ধরণঃ হিল ক্লাইম্বিং (চাইলে বাইক ভাড়া নিতে পারেন), তাঁবুতে রাত্রিযাপন, ক্যাম্পিং, ক্যাম্প ফায়ার, বিবিকিউ আড্ডা।
ইভেন্ট লিংকঃ https://fb.me/e/1m9eByxTr
--------------------------------------------------------------------------
২৯-৩০ অক্টোবর ২০২৩, Hunter's Moon Night এক্সট্রিম স্পেশাল ৩

👉👉মানিকছড়ি ডিসি পার্ক অ্যাডভেঞ্চার ক্যাম্প ট্যুর: এই ট্যুরে আমরা আপনাদেরকে মানিকছড়ি ডিসি পার্কের অ্যাডভেঞ্চার ক্যাম্পে নিয়ে যাবো। আমরা ক্যাম্পিং, ট্রেকিং, ও কায়াকিং-জিপলাইনিং, জায়ান্ট সুইং আর ট্রি-টপের মতো অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিগুলোতে অংশগ্রহণ করবো।

* ট্যুর ডিউরেশনঃ ২ দিন ১ রাত
* ট্যুর বাজেটঃ ৩২৯৯/- (চট্টগ্রাম বায়েজিদ বোস্তামি বাস স্ট্যান্ড থেকে)
* ট্যুর ধরণঃ রিলেক্স, পার্শিয়ালি ট্রেকিং, এডভেঞ্চারাস এক্টিভিটি, তাঁবুতে রাত্রিযাপন, ক্যাম্পিং, ক্যাম্প ফায়ার, বিবিকিউ আড্ডা।
ইভেন্ট লিংকঃ https://fb.me/e/3tjzGpajl
--------------------------------------------------------------------------
অক্টোবরের এই ট্যুরগুলোর জন্য আমাদের ছুটির দিন হল প্রত্যেক উইকেন্ড আর পুজোর ছুটি। ট্যুর প্যাকেজগুলোর বিস্তারিত তথ্য আমাদের পেইজে পাওয়া যাবে। অথবা সরাসরি কথা বলতে পারুন-
ওমর- 01576-699018
রায়হান- 01686-797847

তাহলে আর দেরি কেন? আজই আপনার ট্যুর বুক করুন এবং আমাদের সাথে বাংলাদেশের অসাধারণ সৌন্দর্য উপভোগ করুন।😍

ইভেন্টগুলো একে একে আমাদের পেইজে ইভেন্ট আকারে পোস্ট হতে থাকবে। ইভেন্টে Interested অথবা Going দিয়ে রেস্পন্স করে রাখলে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে।

03/10/2023
What's on your mind?Extreme Travellers 1.26 am
01/10/2023

What's on your mind?
Extreme Travellers 1.26 am

Good morning!মারায়ন্তং পাহাড়ে ক্যাম্পিং ও আলিরগুহা অভিযান- ২৮ শে সেপ্টেম্বর ২০২৩Going onExtreme Travellers (এক্স)
29/09/2023

Good morning!

মারায়ন্তং পাহাড়ে ক্যাম্পিং ও আলিরগুহা অভিযান- ২৮ শে সেপ্টেম্বর ২০২৩

Going on

Extreme Travellers (এক্স)

ঘুরে আসুন, নতুন উদ্যম ফিরে পাবেন।অনেক তো হলো ব্রেইনে চাপ নেয়া; আর কত? এইবার একটু রিলেক্স নিন। ট্যাবগুলো বন্ধ করুন। ঘরে ব...
23/09/2023

ঘুরে আসুন, নতুন উদ্যম ফিরে পাবেন।

অনেক তো হলো ব্রেইনে চাপ নেয়া; আর কত? এইবার একটু রিলেক্স নিন। ট্যাবগুলো বন্ধ করুন। ঘরে বসে এই কাজটা করা বড্ড মুশকিল।

চাইলে চলে আসতে পারেন আমাদের সাথে। আমরা এক্সট্রিম ট্রাভেলার্স টিম সব সময় আপনাকে বুঝি। যন্ত্র শহরের কোলাহল আর যন্ত্রণা থেকে দূরের কোনো পাহাড়ী গাঁ কিংবা বেলা সমুদ্র, যেখানেই নিয়ে যাই না কেন নিজের মত Raw Nature's Beauty দেখানোই আমাদের মূল লক্ষ্য থাকে। যেখানে থাকবে না শত ট্যুরিস্টদের চাপ। শুধুই আমরা ক'জন।

সো, ঘুরে আসুন! ২৮-২৯ সেপ্টেম্বরে দারূণ একটা ছুটি শেষ হবে। Don't waste it, don't think further; Just pack your bag. রিফ্রেশমেন্টের পর, অক্টোবরটা সুন্দর মনে শুরু করুন।

(শুধু সেপ্টেম্বরের জন্য ১০% অফারে কিছু ইভেন্ট রান হচ্ছে ২৮-২৯ সেপ্টেম্বরকে ঘিরে। পছন্দ মত বেছে জানাতে পারেন। সিট ফুরোবার আগেই)

21/09/2023

২ দিন ১ রাত, মাত্র ১৯৫০ টাকা। যাচ্ছি ২৮-২৯ সেপ্টেম্বর কাপ্তাই লেকে! আরো থাকছে-
শুভলংঝর্ণা
বরকল জুমঘর
চাংপাং রেস্টুরেন্ট
জুম পাহাড়
পলওয়েল পার্ক
ঝুলন্ত সেতু
বৌদ্ধ মন্দির
শিলার ডাক ঝর্ণা
মেজাং
পেদাটিংটিং
আদিবাসী গ্রাম ইত্যাদি। আর জোছনা রাতে বার্বিকিউ পার্টি! 🤩
Event link- https://fb.me/e/2OA8ASWCO
আসন আর বেশি বাকি নাই। বুক করুন ইভেন্ট লিংকে গিয়ে।

11/09/2023

🌿🌿কাপ্তাই কায়াক ও তাবু বাস , শিলছরি কাপ্তাই! পরিবহন খরচ ছাড়া ২৪০০ টাকায় ৩রাত ২দিন (খাওয়া,থাকা, ঘোরা) ১৪'ই সেপ্টেম্বর ও ১৫'ই‌ সেপ্টেম্বর।
👌👌আসা যাওয়া (ঢাকা -কাপ্তাই) আলাদা যেতে চাইলে যেতে পারবেন।
যদি একসাথে যেতে চান তাহলে আমরা পরিবহন করে দিব, সেক্ষেত্রে অতিরিক্ত টাকা যুক্ত হবে ।
(১) হানিফ/শ্যামলী -৮০০+৮০০=১৬০০৳
(২) ভেঙ্গে গেলে-৪০০+৪০০=৮০০৳
🌀🌀ভ্রমণ তারিখঃ ১৩'ই‌ সেপ্টেম্বর বুধবার রাত ১০টায় চিটাগাং রোড থেকে কাপ্তাই এর উদ্দেশ্যে।
ফেরার তারিখঃ ১৫'ই‌ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০টায় কাপ্তাই থেকে ।
🌀🌀প্যাকেজ মুল্যঃ(পরিবহন ছাড়া)
============
পরিবহন (ঢাকা-কাপ্তাই) ছাড়া জনপ্রতি =২৪০০ টাকা (এক তাঁবুতে ২জন)

✅✅নারী ও শিশুবান্ধব ট্যুর গ্রুপ , কোন প্রকার হিডেন চার্জ নেই এবং কোন প্রকার ডিসকাউন্ট ও নেই।
🌀🌀যে কোন তথ্য জানতে এবং বুকিং দিতে কল দিন/যোগাযোগ করুনঃ
-------------------------------------------------------------------------
01576699018- ওমর (চট্টগ্রাম)
01686797847- রায়হান (চট্টগ্রাম)
01616834818- অরনিক (কাপ্তাই)

🛑 টাকা জমা দেয়ার শেষ সময়:
১০'ই সেপ্টেম্বর ২০২৩

🌀🌀 প্যাকেজে যা যা থাকছেঃ
=================
🛑▪ ঢাকা - কাপ্তাই- ঢাকা (নন এসি চেয়ারকোচ বাস)। পরিবহন টা অপশনাল কেউ ইচ্ছে করলে আলাদা ও যেতে পারেন, আমরা (কাপ্তাই )স্টেশন থেকে রিসিভ করব,এই ক্ষেত্রে ভাড়ার টাকা বাদে ২৪০০ টাকা প্রদান করতে হবে।
🛑▪ ৬ বেলা স্বাস্থ্যসম্মত খাবার।
🛑▪২ বেলা নাস্তা
🛑▪ স্পেশাল বার বি কিউ
🛑▪ মনোরম পরিবেশে তাঁবুতে রাত্রি যাপন।
🛑▪ ওয়াগ্গাছরা রিভার ভিউ পার্ক
🛑▪ নেভি ক্যাম্প এন্ট্রি
🛑▪ কাপ্তাই এন্ট্রি
🛑▪সিলছরি ঝর্ণা
🛑▪ কায়কিং(৩০ মিনিট)
🛑▪সার্বক্ষণিক গাইড সুবিধা।
অর্থাৎ ট্যুরের যাবতীয় খরচ প্যাকেজে অন্তভূর্ক্ত।
*****আমাদের কোন হিডেন চার্জ নেই।*****
🔸প্যাকেজে যা যা থাকছে নাঃ
================
যাত্রা বিরতির খাবার
🌀🌀 ভ্রমণ বিস্তারিতঃ
=============
✅ ০০ দিনঃ
১৩'ই সেপ্টেম্বর বুধবার রাত ১০টায় চিটাগাং রোড থেকে যাত্রা শুরু কাপ্তাই এর উদ্দেশ্যে।
✅ ১ম দিনঃ
১৪'ই সেপ্টেম্বর সকালে কাপ্তাই পৌঁছে, যার যার তাবু বুঝে নেওয়া। ৭.৩০ টায় সকালের নাস্তা করে ওয়াগ্গাছরা রিভার ভিউ পার্ক ঘুরা।১১ টায় হালকা নাস্তা করে সিলছরি ঝর্ণা দেখতে বের হয়ে যাওয়া।গোসল করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাব এবং বিকেলে যে যার ইচ্ছেমত ঘূরা, রাতে স্পেশাল বার বি কিউ এবং গানের আড্ডা শেষে ঘুমাতে যাওয়া।
✅ ২য় দিনঃ
১৫'ই সেপ্টেম্বর সকালে ঘুম থেকে উঠে ৮ টায় সকালের নাস্তা করে নেভি ক্যাম্প ঘুরতে বের হওয়া। নেভি ক্যাম্প ঘুরে এসে দুপুরের খাবার খাব, কিছু সময় বিশ্রাম করব এবং বিকেলে কায়িকং করব। সন্ধ্যায় নাস্তা করব, অতঃপর আড্ডা গাণবাজনা করে, রাতের খাবার খেয়ে রওনা দিবো ঢাকার উদ্দেশ্যে।
✅ ১৬'ই সেপ্টেম্বর ৭টার দিকে ঢাকায় থাকবো।
🌀🌀 খাবার মেনু:
=================
✔১ম দিন সকালঃ
পরটা+ডিম+ভাজি
নাস্তাঃ বার্গার
✔ দুপুরঃ
সাদা ভাত+চিকেন+আলু ভর্তা+ডাল+মিনারেল ওয়াটার
✔ রাতঃ
গ্রিল চিকেন+পরটা
✔২য় দিন সকালঃ
আম+কলা+সিদ্ধ ডিম+ব্রেড রুটি
✔ দুপুরঃ
সাদা ভাত+হাঁসের মাংস+ডাল+মিনারেল ওয়াটার
নাস্তাঃ পাস্তা
✔ রাতঃ
মুরগি খিচুরি+মিনারেল ওয়াটার

🔸যা যা সাথে নেওয়া উচিৎঃ
===============
*পানির বোতল ।
*সানগ্লাস, হ্যাট, সানস্কিন ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)।
*প্রয়োজনীয় ঔষধ।
✔️কিছু কথাঃ
=======
👉ছেলে, মেয়ে, কাপল, ফেমিলি সহ সকল ধরণের মানুষ অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই ট্যুরে।
👉আমরা বাজেট ট্যুর অর্গানাইজ করলেও আপনার হয়তো মনেই হবে না এটা বাজেট ট্যুর,বাজেট ট্যুরের মধ্যেই প্রিমিয়াম সার্ভিস পাবেন।
👉অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করবো।
👉কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ভ্রমণ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে আলোচনা করে।
[ যে কোন প্রাতিষ্ঠানিক ট্যুর,গ্রুপ ট্যুর, অফিস ট্যুর,যে কোন ধরনের ট্যুর করতে যোগাযোগ করুন আমাদের সাথে ]

09/09/2023

খাঁটি ট্যুর কই পাওয়া যায়?🧐
আর কোথায়! এক্সট্রিম ট্রাভেলার্স ছাড়া।

লামা এক্সপ্লোর হবে ১৫ সেপ্টেম্বর, ২ দিন ১ রাত, তাও আবার মাত্র ২৩৫০ টাকায়!

থাকবে হাতি, জুম ঘর, আদিবাসী পাড়া, বন পাহাড়, নদী আর ঝর্ণা।🤩

বিস্তারিত ইভেন্ট লিংকে- https://web.facebook.com/events/635555868647763

🔥২৩৫০ টাকায় লামার পাহাড়ে ২ দিন🔥লামা বাংলাদেশের ট্যুরিজম স্পটের মাঝে আন্ডাররেটেড একটি প্লেস। ঠিক এই কারণে লামাই হলো সবচে ...
07/09/2023

🔥২৩৫০ টাকায় লামার পাহাড়ে ২ দিন🔥

লামা বাংলাদেশের ট্যুরিজম স্পটের মাঝে আন্ডাররেটেড একটি প্লেস। ঠিক এই কারণে লামাই হলো সবচে পরিষ্কার পাহাড়ি বনভূমি যা দৃষ্টি সীমা যেদিকেই নিবে কেবলই প্লাষ্টিক বর্জ্য বিহিন সবুজ আর সবুজ। এক কথায় অনিন্দ্য সৌন্দর্য! যা না গিয়ে থাকলে ভাষায় প্রকাশ অসম্ভব।

এই সবুজে গা ভাসাতেই আমাদের পরবর্তি ভ্রমণ অভিযান লামার গহীন। থাকবো পাহাড়ি জুম ঘরে, ঘুরব বন-পাহাড়-আদিবাসী পাড়া-নদী আর ঝর্ণা। আর বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে পাহাড়ি মামা অর্থাৎ হাতি! ইয়েস, হাতি দর্শন হবে!!!

তাই শুক্রবারের এই অভিযাত্রা হবে সামথিং সেপ্টেম্বার স্পেশাল এডভেঞ্চার। মাত্র ২৩৫০ টাকায়। দেরি না করে আসন ফুরোবার আগেই বুকিং করুন!

আমাদের এই এডভেঞ্চারাস ট্যুরে যা যা থাকবেঃ

> মাতামুহুরী আঁকা-বাঁকা নদী বেয়ে নৌকা ভ্রমণ
> সেই সাথে লুকোনো ঝর্ণার খোঁজ
> পাহাড়ি হাতির পাল দর্শন (লোকাল অভিজ্ঞ মাহুত থাকবে সাথে)
> মারমা পাড়া ঘুরে দেখা
> আর জুম ঘরে পরিষ্কার নিরেট আকাশের তারা পর্যবেক্ষণ
> সব শেষ জম্পেশ আড্ডা আর খানা-পিনা

যাত্রা ফিঃ ২৩৫০ টাকা (চট্টগ্রাম-লামা-চট্টগ্রাম)
তাঃ ১৫ সেপ্ট- ১৬ সেপ্ট (২ দিন ১ রাত)
বুকিং শেষঃ ১৩ সেপ্টেম্বর বিকাল ৪টা

যা যা থাকছে নাঃ
• যেকোন ধরণের অত্যাবশ্যকীয় ওষুধ
• থার্ড ফুড/শুকনো খাবার/ স্নেকস
• যেকোন কেনাকাটা
• মিনারেল ওয়াটার (কমপক্ষে ১ লিটার পানি সাথে করে ক্যারি করবার পরামর্শ রইল)

সাথে যা যা আনবেনঃ
• অত্যাবশকীয় ওষুধ
• মিনারেল ওয়াটার + ওর’স্যালারিন
• গামছা
• ছাতা/রেইনকোট
• ৩ সেট জামা
• ওডোমোস+স্যানিটাইজার
• প্লাস্টিকের জুতো
• টর্চ লাইট
• শুকনো খাবার (প্রয়োজন সাপেক্ষে)
• পাওয়ার ব্যাংক
• অন্যান্য জিনিসাদি (প্রয়োজন বোধে)

এই বার সংক্ষেপে বিস্তারিতঃ
যাত্রা শুরুর আগের অর্থাৎ ১৩ সেপ্টেম্বর রাতের একটা সময়ের মাঝে আমরা সকল গেস্টদের সুবিধার্থে একটি অনলাইন মিটিং করে দিক নির্দেশনা দিয়ে দেব। তার আগেই জানিয়ে রাখি ট্যুর টির বাজেট হয়েছে চট্টগ্রামের নতুন ব্রিজ হতে। চাইলে যেকেউ আগেই ঢাকা হতে চকরিয়া পৌঁছতে পারেন। সেক্ষেত্রে চট্টগ্রাম হতে চকরিয়া যাওয়া অবদি ভাড়া মূল বাজেট হতে ফেরত দেয়া হবে।

প্রথম দিন (১৫ সেপ্টেম্বর সকাল) যাত্রা শুরু হবে কর্ণফুলি নতুন ব্রিজ
হতে। সেখান থেকে পাহাড়ি উচু নিচু আঁকাবাঁকা রোমাঞ্চকর পথ পেরিয়ে পর্যায়ক্রমে লামা পৌঁছাবো । তার আগে, অবশ্যই সকলেই নিজ নিজ জাতীয় পরিচয় পত্রের ৩টি জেরোক্সকপি সাথে রাখবেন। লামার পথে সেনাচৌকিতে জমা দিতে হবে।

লামা পৌঁছে আমরা ব্রেকফাস্ট করে নেব। সেখান থেকে আবার সি এন জি নিয়ে আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থলে। সেখানে ব্যাগপত্র আমাদের লোকাল গাইডের আমানতে রেখে আমরা চলে যাবো নৌকাভ্রমণে। সর্পিল আঁকাবাঁকা পাহাড়ী নদীতে নৌকা ভ্রমণ শেষে যাবো রিজার্ভ ফরেষ্টের ভেতর থাকা ঝর্ণার তালাশে।

ঝর্ণায় পর্যাপ্ত জলকেলি উপভোগ করে আমাদের এইবারের গন্তব্য মেজেস্টিক হাতি দর্শন। এই বেলায় আমাদের সাথে থাকবে পাহাড়ি অভিজ্ঞ মাহুত। হাতি গুলো নেটিভ হলেও আদতে তারা পোষ্য। তাই ভয়ের একদম কারণ নেই বললেই চলে। ভাগ্য প্রসন্ন থাকলে যে কেউ ইচ্ছে করলে একটু চড়েও দেখতে পারেন। সে ক্ষেত্রে খুশি মনে যার যা সালামি দিতে মন চায় হাতির মাহুত কে দিতেই পারেন।

হাতির পর্ব শেষ করে আবার নদী-নৌকা যোগে পূর্বের স্থলে ফিরব। ফিরেই দুপুরের খাবারের পাঠ চুকিয়ে এইবার যাবো পাহাড়ি জুম ঘরের দিকে। সেখানে মাল পত্র রেখে, বাস উপযোগী করে আমরা একটু ভাত রেস্ট দেব। সাথেই থাকবে হ্যামক। হ্যা, কারো যদি হ্যামক থাকে সাথে আনতে ভুলবেন না!

হ্যামক দোল আর ভাত রেস্ট শেষে বিকেলটায় যাবো মারমা পাড়ার দিকে। তাদের জীবন বৈচিত্র দেখাই মূল উদ্দেশ্য। মারমা পাড়া দেখা শেষে ফিরে এসে পরিবেশন করা হবে বিকেলের নাস্তা।

নাস্তা খেয়ে যে যার মত ফটোগ্রাফি শেষ করতে করতেই বেলা শেষে সন্ধ্যে নেমে যাবে। ততোক্ষণে মুক্ত আকাশে ফুটে উঠবে জোনাকি পোঁকার মত মিটি মিটি তারা। আলবৎ বলতে পারি, এমন তারা আকাশে আগে কেউ না দেখে থাকলে আশ্চর্যিত হবেন! সাথে থাকবে পাহাড়ি জঙ্গলি কীটপতঙ্গ আর পাখ পাখালি নানান বৈচিত্রপূর্ণ ধুন! এ যেন পাহাড়ি কন্সার্ট!

রাতে আকাশ বাগড়া না দিলে ক্যাম্প ফায়ার করা যেতেই পারে। সেই আলোয় থাকবে কার্ড গেমস, আড্ডা, ফান আর শেষে ডিনার। ডিনার সারবার পর আরো কিছুক্ষণ জীবনকে সময় দিয়ে যে যার মত নির্দিষ্ট করে দেয়া জুম ঘরের আবাসনে শুয়ে পরব।

পরের দিন সকালে সব গুছিয়ে ফিরবার পালা। লামা বাজারে এসে যথাক্রমে নাস্তা সেরে নিয়ে আমরা চলে যাবো আবার কর্ণফুলী নতুন ব্রিজের মুখে, ঠিক যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল। সেখান থেকে অগণিত বাস রয়েছে সারা বাংলাদেশের। কিংবা চাইলে আগে থেকে কেটে রাখা ট্রেনের টিকেট করে বাড়ি ফিরতে পারবেন। সে ক্ষেত্রে লোকাল বাস কিংবা সি এন জি সহায়।

এইভাবে পুরো যাত্রা সুস্থ ভাবে শেষ করতে পুরো সময় জুড়ে থাকবে আমাদের ট্যুর অপারেটর। বলে রাখি, আমাদের ট্যুর অপারেটরগণ সার্ভাইবাল ট্রেইনিং প্রাপ্ত। তাই যেকোনো পরিবেশ পরিস্থিতিতে নিশ্চিন্ত থাকতে পারেন। তাছাড়া, স্থানীয় পর্যায় আমাদের রয়েছে প্রশাসনিক পর্যায়ে সর্বোচ্চ নেটওয়ার্ক।

বলার অপেক্ষা রাখে না, আমাদের সাথে ট্যুর যেমন হবে বাজেট ফ্রেন্ডলি তেমনি নিরাপদ ও রোমাঞ্চকর। নির্দ্বিধায় এক্সট্রিম ট্রাভেলার্স সর্বোত্তম চয়েস।

আমাদের সাথে ট্যুর কনফার্ম করতে আগামী ১৩ সেপ্টেম্বর বিকাল ৪ টার আগেই ১৫০০ টাকা (৬০% অফেরত যোগ্য) জমা দিয়ে নিশ্চিত করে নিন আসন। আসন কিন্তু সীমিত!

*ট্যুরটিতে বিবাহিত-অবিবাহিত গেলে বাড়তি ২৫% মূল্য সংযোযিত হবে।

যেকোনো প্রয়োজনে জানাতে পারেন Extreme Travellers - এক্স এর ইনবক্সে কিংবা
Whatsapp : 01686-797847
কল 01576699018 এই নাম্বারে।

একটি বিশেষ আবেদনঃ
১। পাহাড়ে মানুষ নানান রকম কষ্ট পোহায়। আমরা যারা শহরে থাকি তাদের কাছে ঔষধ মামুলি ব্যাপার। কিন্তু পাহাড়ে চিত্র ভিন্ন। তাই চাইলে যেকেউ মানবিক দৃষ্টিকোণ থেকে জ্বর-মাথাব্যথা-পেটের অসুখ এই জাতীয় সাধারণ কিছু ঔষধ সাথে করে নিয়ে তাদের উপহার দিলে তারা কৃতজ্ঞ থাকে।
২। সামনে শীত আসছে। নিজের অব্যবহৃত পোষাক থাকলে তা ধুয়ে তাদের উপহার দিলে অনেক উপকৃত হবে।
৩। প্লাষ্টিক বর্জ্য যার যার যত্নে রাখলে পাহাড় সজীব থাকবে।

তো চলুন, পাহাড়কে ঘুরে দেখি নিজেদের মত করে।



05/09/2023

ধামাকাদার ছুটির টিপস! 😅

আসেন তিনদিনের জন্য পাহাড়ে পলাই।

05/09/2023

বছর ঘুরে ট্রাভেলারদের সবচেয়ে প্রিয় মৌসুম এসে পৌঁছেছে। বলা হয়, বাংলাদেশের পর্যটন মৌসুম হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি/মার্চ পর্যন্ত। এই সময় সাগর থাকে শান্ত, পাহাড় থাকে মেঘময়। তাই আপনার পছন্দ আমাদের জানিয়ে বুকিং করে রাখতে পারেন আপনার কাঙ্খিত দিনগুলো।

আমাদের ট্যুরিজমের লিস্ট বাকেটে আছে-
১. সুনামগঞ্জ/নিলাদ্রি লেক
২. মনপুরা দ্বীপ
৩. কক্সবাজার
৪. সাবরাং ইকো ট্যুরিজম সাইট টেকনাফ (নিরবিচ্ছিন্ন বাংলাদেশের শেষ সীমানা)
৫. সেইন্টমার্টিন দ্বীপ
৬. লামা/আলিকদম
৭. রাঙামাটি স্বপ্নদ্বীপ
৮. কাপ্তাই
৯. বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
১০. সীতাকুণ্ড- মীরসরাই রেঞ্জের ঝর্ণাসমূহ
১১. সুন্দরবন

প্রায় সবকটিতেই তাঁবু করে থাকার ব্যবস্থা আছে। চাইলে হোটেল-মোটেলেও থাকতে পারবেন। থাকবে- বার্বিকিউ-ক্যাম্পফায়ারিং, মূল স্পটের আশেপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখা, নিজস্ব প্রফেশনার ফটোগ্রাফার দিয়ে ছবি তোলানো আর আড্ডা-গান!

দেরি না করে বছরের বাকি থাকা ছুটিগুলোর সদব্যবহার করতে নিজ নিজ বন্ধুমহলদের নিয়ে আজই হামলে পড়ুন।

** ধাপে ধাপে আসছে স্পট ভেদে ইভেন্ট। ইভেন্ট খরচ জানতে চোখ রাখুন পেইজে। এছাড়া গ্রুপ করে যদি কোনো একটি স্পটে যাবার প্লান থাকে তাহলেও এক্সট্রিম ট্রাভেলার্স টিম সদা প্রস্তুত। জাস্ট ফিল ফ্রি টু নক আস!🤩**

** আমাদের এক্সপার্ট ট্যুর অপারেটর টিমমেটগণ "সার্ভাইবাল ট্রেইনিং" প্রাপ্ত। যেকোনো রকম প্রতিকূল পরিবেশে সঠিক স্বীদ্ধান্ত বাস্তবায়নে টিমমেটরা সিদ্ধহস্ত। তাই নিরাপত্তা কিংবা অন্য যেকোনো বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। **

বাকি থাকা সরকারি ছুটির লিস্ট-

৬ সেপ্টেম্বর বুধবার- জন্মাষ্টমি (বৃহস্পতিবার একদিন ছুটি নিলে সব মিলিয়ে ৩/৪ দিন ছুটি)
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার- ঈদে মিল্লাদুন্নবী (পূর্ণ পূর্ণিমাও থাকবে) (২/৩ দিন ছুটি)
২৪ অক্টোবর মঙ্গলবার- বিজয় দশমি (১ দিন ছুটি)
১৬ ডিসেম্বর শনিবার- বিজয় দিবস (২দিন ছুটি)
২৫ ডিসেম্বর সোমবার- বড়দিন (১ দিন ছুটি)

19/08/2023

আগামী ২৪ থেকে ২৬ আগষ্ট Extreme Travellers - এক্স যাচ্ছে অনিন্দ্য সুন্দর আলিকদমে। দেখা হবে-
💧লিভলু হুং
💧লিমান হুং
💧থানকোয়াইন ঝর্ণা
💧পালংক্ষিয়াং ঝর্ণা
💧চিম্বুক রেন্জ
💧পাহাড়ী পাড়া
💧পাহাড়ী জুমঘর
💧তৈন খাল
এডভেঞ্চারে ভরা এই ট্রিপে সাথে থাকতে চাইলে জলদি বুক করুন।

বিঃদ্রঃ আমাদের সবগুলো এডভেঞ্চারাস ট্রিপ কভার করা হয় সার্ভাইবাল ট্রেইনিং প্রাপ্ত এক্সপার্টদের দ্বারা।

শিগ্রই ইভেন্ট লিংক আসছে।

02/08/2023

Really a good news!!!

Few minutes back, we touched a milestone!🤩
We have reached 150 likes in our official page along with 200+ followers. Besides, our official YouTube channel also gained 200 subscribers, which is really appreciable!🥳

Yeah, this is just starting; only in a single month we did it by the grace of Almighty and you guys did really good! More support, love and care we needed, to do so, please share our official social platforms and post-

Fb page link : https://www.facebook.com/profile.php?id=100092359705337&mibextid=ZbWKwL
YouTube channel : https://youtube.com/
TikTok :
https://www.tiktok.com/?_t=8ci7yAMIA3W...
Instagram :
https://instagram.com/extreme.travellers?igshid=MzNlNGNkZWQ4Mg==

So cheer up- 🤩🤩

27/07/2023

এই মাসের ভরা পুর্ণিমায় যারা যারা এমন একটি রাতকে নিজের জীবনের পাতার অংশ করতে চাই কেবল তারাই ইভেন্ট লিংকে গিয়ে Going অপশনে ক্লিক করে রাখুন। আমাদের এক্সপার্ট প্রতিনিধি যোগাযোগ করে জানিয়ে দিবে বাকি ফর্মালিটিজ।

24/07/2023

🔥Extreme Exclusive offer শুধুমাত্র Extreme Travellers - এক্স এ!🔥
পাহাড়ী দামাল হাওয়া শহুরে পালে ঢেউ তোলার ডাক দিয়েছে।
২দিন ১ রাত (২৮-২৯জুলাই) নির্জন দ্বীপে রোমাঞ্চকর নাইটক্যাম্পিং সহ ঘুরে আসুন রাঙামাটির শুভলং ঝর্ণা, শিলার ঝর্ণা, বরকল জুম ঘর, ঝুলন্ত ব্রীজ,পলওয়েলপার্ক, বৌদ্ধমন্দির আর আদিবাসীগ্রাম সহ আরো নানান দর্শনীয় স্থানসমূহ। সাথে থাকছে বিবিকিউ ডিনার, পপকর্ন সানসেট, আড্ডা, হ্রদে গোসল, গান সহ কত কি!

কেমন হতে চলেছে স্বপ্নদ্বীপের ট্রিপটি সেটিই এক ঝলকে দেখে নিতে পারেন গতবারের ট্রাভেলারদের ল্যান্সে। 📸

আফসোস না করতে চাইলে বুক করতে পারেন আপনার স্পটটি, আর মাত্র কিছু সিট ফাঁকা রয়েছে।

ডিটেইলস ইভেন্ট লিংকে- https://fb.me/e/ShDZ2K2u

পাহাড়, সমুদ্র ও ঝর্ণা ২১-৭-২৩ থেকে ২২-৭-২৩একি দিনে পাহাড় ও সমুদ্র দেখে আজ Extreme Travellers - এক্স ঝর্ণার পথে। গতকাল ২১...
22/07/2023

পাহাড়, সমুদ্র ও ঝর্ণা
২১-৭-২৩ থেকে ২২-৭-২৩

একি দিনে পাহাড় ও সমুদ্র দেখে আজ Extreme Travellers - এক্স ঝর্ণার পথে। গতকাল ২১.৭.২৩ তারিখ চন্দ্রনাথ পাহাড় সামিট শেষে আমরা চলে যাই বাঁশবাড়িয়া বিচে। সেখানে টেন্ট পিচ করে রাতে এক রাশ খাওয়া মাস্তি শেষে আজ ২২.৭.২৩ তারিখ আবার থাকছি বিলাসী ঝর্ণায়। সকলের দোয়া ও ভালবাসায় আমরা সিক্ত।

Extreme Travellers (এক্স)



21/07/2023

ট্রিপ-বিলাসী ঝর্ণা সাথে সমুদ্রের মিতালীঃ
চট্টগ্রামের সীতাকুন্ড সংলগ্ন বিলাসি ঝর্ণার এবং বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। (ডে ট্রিপ)

ট্রিপ খরচ : ৪৯৯/- টাকা মাত্র

বুকিং মানি : ২৫০/- টাকা মাত্র

সকাল ৮ টায় চট্টগ্রাম এ.কে খান মোড় থেকে রওনা দিয়ে চলে যাবো বাঁশবাড়িয়া বাজার। সেখান থেকে ট্র্যাকিং করে ১ম এ যাবো বিলাসী ঝর্ণায়। সেখানে চা চক্র, গোসল, ফফটোসেশান শেষ করে চলে যাবো বাঁশবাড়িয়া বাজার। সেখানে দুপুরের খাবার সেরে সি.এন.জি তে চলে যাবো বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। পুরো বিকেল ঘুরে, লেদ খেয়ে, আড্ডা দিয়ে কাটিয়ে দিব। সূর্যাস্ত দেখে রওনা দিব চট্টগ্রামের উদ্দেশ্যে।

বিকাশ / নগদ : +8801686797847

বুকিং এর শেষ সময় রাত ১ টা

যা যা থাকছেঃ
• সকল ধরণের আভ্যন্তরীণ যাতায়াত ভাড়া
• দুপুর এর খাবার
• চা-চক্র (সিঙেল টাইম)
• এক্সট্রিম ট্রাভেলার্স সার্ভাইভাল এনার্জি বুস্ট প্যাক (ফুড - ৭০০ ক্যালরি)
• হ্যামক

যা যা থাকছে নাঃ
• সকালের নাস্তা
• থার্ড ফুড/শুকনো খাবার/ স্নেকস
• যেকোন কেনাকাটা
• মিনারেল ওয়াটার (এটি সাথে করে ক্যারি করবার পরামর্শ রইল)

সাথে যা যা আনবেনঃ
• অত্যাবশকীয় ওষুধ
• মিনারেল ওয়াটার + ওর’স্যালারিন
• গামছা
• ছাতা/রেইনকোট
• দুই সেট জামা
• ওডোমোস+স্যানিটাইজার
• প্লাস্টিকের জুতো
• শুকনো খাবার (প্রয়োজন সাপেক্ষে)
• পাওয়ার ব্যাংক
• অন্যান্য জিনিসাদি (প্রয়োজন বোধে)

ফিরতি সময় : যখন মন চায় 😁 (সূর্যাস্তের পর)

Address


Telephone

+8801686797847

Website

Alerts

Be the first to know and let us send you an email when Extreme Travellers - এক্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Extreme Travellers - এক্স:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share