15/05/2024
ঈদের আমেজে বাই এয়ারে পৃথিবীর ভূস্বর্গ খ্যাত কাশ্মীর ও দিল্লী - আগ্রা তাজমহল ভ্রমণ , "Pack Your Bag" এর সাথে।
( অবশ্যই পাসপোর্ট ও ইন্ডিয়ান ভিসা থাকতে হবে)
🧭 ইভেন্টের তারিখঃ
০৭ জুন - ১৬ জুন,২০২৪
( আসা - যাওয়া বিমানে 06 ঘন্টা, দিল্লী 01 রাত, ট্রেনে 02 রাত, রাত কাশ্মীর 05 রাত থাকা)
🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣
🚍 যাত্রার তারিখ:
✅ ০৭ জুন, 2024 শুক্রবার ঢাকা এয়ারপোর্ট ( কমপক্ষে সকাল 10 টার ফ্লাইটে টিকেট কাটতে হবে)
🚌 ফেরার তারিখ:
✅ ১৬ জুন , 2024 রবিবার দিল্লী এয়ারপোর্ট ( কমপক্ষে সকাল 11 টার ফ্লাইটে টিকেট কাটতে হবে)
🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣
⛔ হোটেল / হাউসবোটঃ
🏘️ দিল্লী হোটেল: স্ট্যান্ডার্ড মানের
🏘️ শ্রীনগর হাউসবোট: স্ট্যান্ডার্ড মানের
🏘️ শ্রীনগর হোটেল: স্ট্যান্ডার্ড মানের
🏘️ পেহেলগাম হোটেল: স্ট্যান্ডার্ড মানের
🚙 লোকাল ট্রান্সপোর্টঃ
INNOVA কার ( এক গাড়িতে গাইড সহ 07 জন)।
Tempo Traveller কার ( এক গাড়িতে গাইড সহ 13 জন / 18 জন )
⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️
💵 দিল্লী - কাশ্মীর - দিল্লী প্যাকেজ প্রাইস জনপ্রতিঃ
2️⃣ 01 রুমে 02 জন অথবা 03 জন শেয়ারঃ
✅ জনপ্রতিঃ 40,000 টাকা।
( ঢাকা টু দিল্লী আপডাউন বিমান ভাড়া যোগ হবে, যেদিন বুকিং করবেন সে দিনের টিকেট প্রাইস অনুযায়ী )
=====================================
👫 শিশু পলিসিঃ আলোচনা সাপেক্ষে =
3️⃣ 11 বছরের উপরে সকলকে প্রাপ্ত বয়ষ্ক হিসেবে গণ্য করা হবে।
📢📢: বুকিংয়ের শেষ সময়ঃ যতক্ষণ সিট খালি থাকে। তবে যত তাড়াতাড়ি বুকিং করবেন তত কমে বিমান টিকেট পাবেন। ট্রেনের টিকেট, গন্ডোলা রাইডের টিকেট খালি পাবেন।
📢 বিকাশ/ নগদ / রকেটে খরচ সহ 20,000 টাকা ও বিমানের টিকেটের টাকাসহ পাঠিয়ে বুকিং কনফার্ম করতে পারবেন। ব্যাংক একাউন্ট এ টাকা পাঠাইতে চাইলে শেষের দিকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে।
❌❌❌ ট্যুর বাতিল করলে বুকিং মানি ফেরত দেওয়া হবে না। কোনভাবেই ফেরত দেওয়া হবে না।
📞বুকিং নাম্বারঃ 01716016747 ( bkash, rocket, Nagad ) Whatsapp
☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️
🪑🪑 সিট সংখ্যা - 06 / 12 / 18 টি
( প্রয়োজনে বাড়ানো হবে)
** বাংলাদেশের যেকোনো জেলা থেকে অংশগ্রহণ করতে পারবেন। ঢাকার বাহিরে যারা আছেন তাদেরকে ঢাকাতে এসে জয়েন করতে হবে।
=============================== ====
📍 যে সব স্থানে ঘুরবোঃ
1. দিল্লী ( তাজমহল, আগ্রা পোর্ট, রেড পোর্ট, জামে মসজিদ, রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, ইন্ডিয়া গেট, বিড়লা টেম্পল)
2. শ্রীনগর, কাশ্মীর ( টিউলিপ গার্ডেন, ডাল লেক ও শিকারা রাইড, শালিমার বাগ, নিশাত বাগ, চাশমি শাহী, পরি মহল, হযরত বাল মসজিদ, শংকর মন্দির)
3. সোনমার্গ, কাশ্মীর।
4. গুলমার্গ, কাশ্মীর।
5. পেহেলগাম, কাশ্মীর ( আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি, বাইসারান ভ্যালি, লিডার রিভার)
🅰️ প্যাকেজে যা যা থাকছেঃ
1. প্রতিদিন সকাল, দুপুর, রাতের খাবার ( দিল্লী পৌছে দুপুর থেকে আসার দিন সকাল পর্যন্ত)
2. কাশ্মীরে সকল ধরণের এন্ট্রি ফি। ( টিউলিপ গার্ডেন, শালিমার বাগ, নিশাত বাগ, চাশমি শাহী, পরি মহল, বাইসারান, বেতাব ভ্যালি, আরু ভ্যালি)
3. দিল্লী 01 রাত থাকার হোটেল খরচ।
4. দিল্লী সাইট সিনের গাড়ি ভাড়া।
5. দিল্লী টু জাম্মু ট্রেন টিকেট
6. জাম্মু টু পেহেলগাম রিজার্ভ কার।
7. সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাম, সিটি ট্যুরসহ মোট 05 দিনের জন্য রিজার্ভ কার।
8. ডাল লেক হাউসবোটে এক রাত থাকা খরচ।
ডাল লেকে 01 ঘন্টার জন্য শিকারা রাইড খরচ।
9. শ্রীনগর হোটেলে 03 রাত থাকার খরচ।
10. পেহেলগামে 01 রাত হোটেলে থাকার খরচ।
11. আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও চন্দনওয়াড়ি যাওয়ার জন্য ইউনিয়ন ট্যাক্সি ভাড়া।
12. শ্রীনগর টু জাম্মু রিজার্ভ কার।
13. জাম্মু টু দিল্লী ট্রেন টিকেট।
⛔ প্যাকেজে যা যা থাকছে নাঃ
1. ঢাকা টু দিল্লী - দিল্লী টু ঢাকা বিমান ভাড়া ( টিকেট যত তাড়াতাড়ি কাটবেন তত কম পাবেন)
2. দিল্লী - আগ্রা সাইটসিন এন্ট্রি ফি ( তাজমহল, আগ্রা পোর্ট, রেড পোর্ট, ইন্ডিয়া গেট )
3. কোন ধরনের ব্যক্তিগত খরচ।
4. সোনমার্গ জিরো পয়েন্টে যাওয়ার জন্য অতিরিক্ত গাড়ি ভাড়া।
5. কোন ধরনের রাইড খরচ। ( ঘোড়া, পনির)
গুলমার্গে গন্ডালা রাইড কেবল কার খরচ। ( ফেজ 1 - 800 রুপি, ফেজ 2 - 1000 রুপি)
6. পেহেলগাম থেকে বাইসারান ভ্যালি যাওয়ার ঘোড়ার খরচ। ( 1000 - 1500 রুপি)
বাইসারান ভ্যালিতে জিপ লাইন রাইড খরচ। ( 400 রুপি )
7. কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে সেক্ষেত্রে অতিরিক্ত রাত যদি হোটেলে থাকতে হয় সেই খরচ ও খাবারের খরচ।
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
ইভেন্ট প্লান:
🔊 প্রথম দিন = ( ঢাকা টু দিল্লী)
০৭ জুন ( শুক্রবার ): ঢাকা এয়ার পোর্ট থেকে সকাল 10 টায় দিল্লীর উদ্দেশ্যে বিমান যাত্রা। দিল্লী পৌছে রিজার্ব গাড়ি নিয়ে আমরা যাবো দিল্লীর ঐতিহ্যবাহী এবং সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ স্থানগুলোতে। দর্শনীয় এবং বিখ্যাত জায়গাগুলোর মধ্যে রয়েছে লাল কেল্লা, জামে মসজিদ, রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, ইন্ডিয়া গেট, বিড়লা টেম্পল ইত্যাদি। এরপর রিজার্ভ গাড়ি অথবা ট্রেনে করে আমরা নিউ দিল্লি থেকে আগ্রার উদ্দেশ্যে রওনা দিব। আগ্রাতে হোটেল চেক ইন করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাব।
🛌 রাত্রি যাপনঃ আগ্রা।
🍱 খাবারঃ দুপুর - রাত
🔊 দ্বিতীয় দিন = ( আগ্রা - তাজমহল টু দিল্লি - জাম্মু )
০৮ জুন ( শনিবার ) : সকালে নাস্তার পর তাজমহলের উদ্দেশে যাত্রা, মোঘল সাম্রাজ্যের পাদপীঠ ও সম্রাট আকবরের শাসনামলের নিদর্শনমণ্ডিত দিল্লী ও এর আশেপাশের জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাস সমৃদ্ধ স্থাপনা। পথিমধ্যে সম্রাট আকবরের সিকান্দ্রা সমাধি কভার করার চেষ্টা করবো । আগ্রার তাজমহল দেখার পর আমরা যাবো আগ্রা ফোর্ট এ। এই প্রাসাদে থেকেই মোঘল সম্রাটরা সমগ্র ভারতবর্ষ শাসন করতেন। এরপর আমরা আগ্রা থেকে ট্রেনে করে দিল্লি রেল স্টেশনে চলে আসব। তারপর রাতের ট্রেনে করে জাম্মুর উদ্দেশ্যে যাত্রা। জাম্মু যেতে আমাদের সময় লাগবে 10 ঘন্টা।
🛌 রাত্রি যাপনঃ ট্রেন।
🍱 খাবারঃ সকাল - দুপুর - রাত
🔊 তৃতীয় দিন = ( জাম্মু - পেহেলগাম)
০৯ জুন ( রবিবার ): সকালে জাম্মুতে পৌঁছে নাস্তা করে আমরা রিজাব গাড়িতে করে পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিব। দুপুরের মধ্যে আমরা পেহেলগামে পৌঁছে হোটেল চেক ইন করে দুপুরের খাবার খেয়ে বিকেলে মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসারান ভ্যালির উদ্দেশ্যে রওনা দিব। অবশ্যই ঘোড়াতে ছড়ে যাব ( ঘোড়ার খরচ নিজের)। সন্ধ্যায় হোটেলে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাব।
🛌 রাত্রি যাপনঃ পেহেলগাম
🍱 খাবারঃ সকাল - দুপুর - রাত
🔊 চতুর্থ দিন = ( পেহেলগাম - শ্রীনগর)
১০ জুন ( সোমবার ) ; সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ইউনিয়ন টেক্সি করে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দন ওয়ারী ঘুরতে যাব। এরপর ঘুরে এসে আমরা হোটেল থেকে ব্যাগ নিয়ে আমাদের রিজার্ভ গাড়িতে শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা। শ্রীনগর থেকে পেহেলগাম আসার সময় আমরা আপেল বাগান দেখব এবং বাগানে আপেল জুস খাবো। মাঝপথে দুপুরের খাবার খেয়ে নিব যেকোনো দাবায়। এরপর শ্রীনগর এসে হোটেল চেক ইন করব। হোটেল চেক ইন করে ফ্রেশ হয়ে নিব তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাব।
🛌 রাত্রি যাপনঃ শ্রীনগর।
🍱 খাবারঃ সকাল - দুপুর - রাত
🔊 পঞ্চম দিন = ( শ্রীনগর - সোনমার্গ - শ্রীনগর):
১১ জুন ( মঙ্গলবার ) : সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রিজাব গাড়িতে করে আমরা রওনা দিব সোনমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে সোনমার্গ প্রায় 79 কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় 02 ঘন্টা। সারাদিন কেটে যাবে আমাদের সোনমার্গে। শ্রীনগর থেকে সোনমার্গ হচ্ছে সবচেয়ে সুন্দর রাস্তার মধ্যে একটি। সোনমার্গ যাকে শোনার তৃণভূমিও বলা হয় প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 2690 মিটার উচ্চতায় অবস্থিত। গ্লেসিয়ার পয়েন্টে ( নিজ খরচে) পনি রাইড করতে পারবেন, এখানে সারা বছর বরফ থাকে। ঘুরাঘুরির পাশাপাশি দুপুরের খাবার খেয়ে নেব। এরপর বিকালে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিব হোটেলে এসে ফ্রেশ হয়ে নিব। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাব।
🍱 খাবারঃ সকাল - দুপুর - রাত
🛌 রাত্রি যাপনঃ শ্রীনগর হোটেল
🔊 ষষ্ঠ দিন = ( শ্রীনগর - গুলমার্গ- শ্রীনগর):
১২ জুন ( বুধবার ) : সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রিজার্ভ গাড়িতে করে শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে যাত্রা। গুলমার্গ যাওয়ার সময় আমরা মাঝপথে বরফের জন্য উপযোগী জুতা ও জ্যাকেট ভাড়া নেবো ( নিজ খরচে)। গুলমার্গ জম্মু-কাশ্মীর এর বারামুলা জেলার অন্তর্গত যা পাকিস্তান সীমান্ত থেকে মাত্র 08 কিলোমিটার দূরে অবস্থিত যা TAJ OF KASHMIR নামেও পরিচিত। শ্রীনগর থেকে 52 কিলোমিটার দূরে এবং 8825 ফুট উপরে এই হিল স্টেশনে গেলে দ্বিধা সৃষ্টি হবেই, স্থানটি গুলমার্গ নাকি সুইজারল্যান্ডের কোনো বরফ ঢাকা শহর। এশিয়ার অন্যতম সেরা স্কিয়িং করার জায়গা রয়েছে গুলমার্গেই। এখানে বিংশ শতকে ব্রিটিশ শাসনের সময়ে স্কিয়িং ক্লাব তৈরি হয়।
গুলমার্গে দুই ধাপের কেবল কার বা রোপওয়ে আছে যা গন্ডোলা রাইড (Gondola Ride) নামে পরিচিত।
গন্ডোলা রাইডের দুইটি ফেজের মাধ্যমে 14 হাজার ফুট উচ্চতায় আফারওয়াত পর্বত পর্যন্ত উঠা যায়।
ফেজ-1 বা কাংডুরি স্টেশন। উচ্চতা 10 হাজার ফুট। খরচ 800 রুপি। ফেজ- 2 বা আফারওয়াত পর্বত। উচ্চতা 14 হাজার ফুট। খরচ 1000 রুপি। ( যারা কেবল কারের টিকেট কাটবেন অবশ্যই বুকিং এর সময় টাকা দিয়ে কেবল কারের টিকেট কেটে নিবেন আমাদের মাধ্যমে।, আগে থেকে বুকিং করতে হয়, না হয় টিকিট পাওয়া যায় না এবং ইন্ডিয়ান ব্যাংক একাউন্টের মাধ্যমে কাটতে হয়)
গুলমার্গে ঘুরাঘুরি শেষ করে আমরা শ্রীনগরে ফিরে আসব। এরপর হোটেলে এসে ফ্রেশ হয়ে নিব। এবং রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাব।
🍱 খাবারঃ সকাল - দুপুর - রাত
🛌 রাত্রি যাপনঃ শ্রীনগর হোটেল
🔊 সপ্তম দিন = ( শ্রীনগর সিটি ট্যুর)
১৩ জুন ( বৃহস্পতিবার ): সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিব তারপর হাউসবোট চেক ইন করে আমরা হোটেলে চেক আউটকরব। এরপর রির্জাব গাড়িতে শ্রীনগরের সিটি ট্যুরের ( টিউলিপ গার্ডেন, শালিমার বাগ, নিশাত বাগ, চাশমি শাহী, পরি মহল, মুঘল গার্ডেন, হযরত বাল মসজিদ, শংকর মন্দির) উদ্দেশ্যে বের হব। এরমধ্যে আমরা দুপুরের খাবার খেয়ে নেব ঘুরাঘুরির মাঝে। সারাদিন আমাদের কেটে যাবে শ্রীনগরে ঘুরাঘুরিতে। বিকালে আমরা ডাল লেকে শিকারা রাইড করবো এক ঘন্টার জন্য। সন্ধ্যায় সবাই হাউজবোটে চলে আসব তারপর সবাই নিজের মত সময় কাটাবো আড্ডা দিব। এরপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাব।
🍱 খাবারঃ সকাল - দুপুর - রাত
🛌 রাত্রি যাপনঃ শ্রীনগর হাউজবোট
🔊 অষ্টম দিন = ( শ্রীনগর - জাম্মু - দিল্লী) :
১৪ জুন( শুক্রবার ): সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে শ্রীনগর থেকে জাম্মুর উদ্দেশ্যে যাত্রা। সন্ধ্যার মধ্যে জাম্মু পৌছাব। তারপর রাতের ট্রেনে জাম্মু থেকে দিল্লীর উদ্দেশ্যে যাত্রা।
🍱 খাবারঃ সকাল - দুপুর - রাত
🛌 রাত্রি যাপনঃ ট্রেন
🔊 নবম দিন = ( দিল্লী টু ঢাকা ):
১৫ জুন ( শনিবার ): সকালে দিল্লী পৌছে নাস্তা করে চলে যাবো দিল্লী এয়ারপোর্টে। তারপর ফ্লাইট টাইম অনুযায়ী ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
🍱 খাবারঃ সকাল
🅾️🅾️🅾️🅾️🅾️🅾️🅾️🅾️🅾️🅾️🅾️🅾️🅾️🅾️🅾️🅾️🅾️
📣📣📣ভ্রমণে যা সাথে নেওয়া উচিতঃ
🚫🚫🚫 মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ অবশ্যই নিতে হবে।
★★★ 1। পাওয়ার ব্যাংক।
★★★ 2। ভারী শীতের কাপড় ( -5' সেলসিয়াস তাপমাত্রা সহনীয় )
3। একান্ত ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্যাদি।
4। গ্লুকোজ / সেলাইন, অবশ্যই স্টীল বা অ্যালুমিনিয়ামের পানির বোতল ( প্লাটিক বোতল সিক্কিমে নেওয়া যায় না )
5। হ্যান্ড গ্লাবস , কান টুপি, গামছা, ক্যাপ না হ্যাট নিবেন.। 🧢🧢
6। সানগ্লাস, সান ক্রিম (ত্বক সচেতনতা)🕶️🕶️
7। টুথপেস্ট-ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ।
===============================
🔴🔴🔴
কনফার্ম করার শেষ সময়ঃ সিট খালি থাকা পর্যন্ত।
কনফার্ম করার জন্য বিকাশ খরচ সহ 40800/- টাকা জমা দিতে হবে, বাকী টাকা ট্যুরের আগে পরিশোধ করতে হবে। ট্যুরে না গেলে বুকিং মানি ফেরত দেওয়া হবে না
______________
===============================
***টাকা পরিশোধের উপায়:
বিকাশ পেমেন্ট করার আগে অবশ্যই ফোন করে জানাবেন। খরচসহ টাকা পাঠিয়ে অবশ্যই কল করে নিশ্চিত হবেন। সরাসরি অফিসে এসে পেমেন্ট করতে পারেন 40,000 টাকা। বুকিং মানি ফেরত যোগ্য নয়।
===============================
🚩🚩🚩 ঢাকা অফিস ঠিকানা:-
House: 18/1, South Vhatara, Gulshan, Dhaka-1212
* প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত অফিস খোলা। শুক্রবার সাপ্তাহিক বন্ধ।
🟣🟣 বিকাশ পার্সোনাল নম্বরঃ
Admin
☎️ 01816698445 ( Bkash, Rocket)
💡 ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে বুকিং করতে পারবেন।
🏛️ Dutch Bangla Bank ltd
Account Name: Md. Mazharul Islam Bhyiyan
Account Number: 1401010107683
Branch Name: Feni Branch
_____________
🔴 ভিসাঃ
==========
✅ পাসপোর্টে ইন্ডিয়ান ভিসা থাকলেই হবে।
🔴 ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
========================
1। মিনিমাম 06 মাস মেয়াদি পাসপোর্ট
2। বর্তমান বাসার বিদ্যুৎ বিল/গ্যাস বিল/পানি বিল/টেলিফোন বিলের কপি
3। ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম 20,000 টাকা থাকতে হবে)। ব্যাংক একাউন্ট না থাকলে ডলার এন্ড্রোসমেন্ট ( 150 মার্কিন ডলার)
4। চাকুরীজিবীদের ক্ষেত্রে NOC, ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড, সরকারি কর্মকর্তার ক্ষেত্রে G.O লেটার।
5। জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মনিবন্ধনের কপি।
6। 2*2 সাইজের ছবি।
7। পুরাতন পাসপোর্ট থাকলে সেটাও সাথে জমা দিতে হবে।
8। ভিসা আবেদন ফর্ম।
◙ আমরা ভিসা প্রসেসিং করে দিবো, সেক্ষেত্রে প্রসেসিং ফি লাগবে না।
📣📣📣বিশেষ দ্রষ্টব্যঃ
-বুকিং বাতিল পলিসি নাই, তবে রিপ্লেসমেন্ট পাওয়া গেলে বুকিং মানি ফিরিয়ে দেওয়া হবে।
- সম্পূর্ণ ইভেন্ট বিস্তারিত পড়ে অংশ গ্রহন করবেন সবাই।
- উন্নত গ্রাহক সেবা এবং নিরপত্তার কারনে আমাদের সাথে প্রচুর নারী ট্রাভেলার ভ্রমণ করে থাকেন তাই বরাবরের মতই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।
- গ্রুপ ট্যুর তাই সবার সাথে একত্রে থেকে সময়টাকে উপভোগ করার মানসিকতা থাকতে হবে।
================================
👉 ই-মেইল : [email protected]
👉 পেজ লিংক ::
https://www.facebook.com/packyourbag2022/
See less