23/06/2022
শুধু বাংলাদেশের মধ্যে নয়, কক্সবাজার সারা পৃথিবীর মধ্যেই উল্লেখযোগ্য একটি পর্যটন কেন্দ্র। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, দক্ষিণ এশিয়ায় এশিয়াটিক হাতির অন্যতম আবাস। মেরিন ড্রাইভ দেশের অন্যতম সুন্দর রাস্তা, রাস্তার এক পাশে রয়েছে সুউচ্চ পাহাড় আর অন্য পাশে সমুদ্র। মনে হব রাস্তার পাশে সারি সারি ঝাউ গাছ যেন আপনাকে স্বাগতম জানাচ্ছে। কলাতলী বীচ, সুগন্ধা বীচ বা লাবণী বীচে সারারাত জেগে সমুদ্রের অনন্ত কোলাহল শোনা। যখন ইচ্ছে যতখুশি তাজা সামুদ্রিক মাছ আর সাগরের পানিতে ঝাপাঝাপি। সন্ধ্যায় কফি অথবা সী ফুড স্যুপের সাথে ছোট্ট কোন ক্যাফেতে অল্প কিছু সময়, আর পুরোটা সময় যদি আপনার সব চাওয়াগুলো পূরণ হয়ে যায় একটি ফোন কলেই, তবে এর চেয়ে আর কি ভালো হতে পারে ! কক্সবাজারে কাটানো দু'তিন'টা দিন কেটে যায় নিমিষে চোখের পলকে, কিন্তু জীবনে নিয়ে আসে আরো অসংখ্য নতুন স্মৃতি আর গল্প !
কক্সবাজারে আপনার ভ্রমণকে আরো রঙিন আর স্মরণীয় করুন; "হোটেল গোল্ডেন হিলের" সাথে। আপনার ভ্রমণ, ভোজন আর বাকিসব দায়িত্ব, আমাদের হাতে ছেড়ে দিয়ে, আপনি শুধু উপভোগ করুন নিশ্চিন্তে কিছুদিন। পরিবার আর কাছের মানুষদের কাছে ! কারণ "হোটেল গোল্ডেন হিল" জানে, আপনি কি ভালোবাসেন !
যোগাযোগ:০১৩১০০৫৯৮৮১,০১৭৭৫৬৬৮৪৫