Jaitam

Jaitam Tours, Travel & Consultancy

23/05/2024

জীবনে বাস্তবার শিক্ষা, বই পুস্তকের চেয়েও দামী

জীবনের বাস্তবতা হল সবচেয়ে ভাল শিক্ষক, অধিকাংশ সময় জীবন আমাদের সাথে কথা বলে না, শুধুমাত্র চারদিক থেকে ধাক্কা দিবে আমাদেরকে। প্রতিটি ধাক্কায় জীবন আমাদের বলে জেগে উঠো, এখানে এমন কিছু আছে যা আমি তুমাকে শেখাতে চাই

যারা জীবন থেকে শিক্ষা নেয় তারা ভাল করবে। মানুষ দুইটা জিনিস করে থাকে, কেউ আছে যারা ধাক্কা খেতেই থাকবে, আর কেউ আছে রাগান্বিত হয় এবং ফিরিয়ে ধাক্কা মারে, কিন্তু তারা ফিরিয়ে ধাক্কা মারে তাদের বসকে অথবা তাদের স্বামী, স্ত্রীকে বা পরিবারকে। অথচ তারা বোঝতে চায় না যে ধাক্কাটা তাদেরকে জীবন দিয়েছে, অন্য কেউ নয়

জীবন আমাদের সবাইকে ধাক্কা দেয়, কেউ এড়িয়ে যায়, কেউ ফিরিয়ে যুদ্ধ করে, তবে খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা জীবনের শিক্ষা গ্রহন করে এবং জীবনে চলতে শুরু করে, চারদিক থেকে জীবনের ধাক্কাকে উপভোগ করে। কিছু মানুষ জীবনে ধাক্কার প্রয়োজনীয়তা বোধ করে, এর থেকে শিক্ষা অর্জন করতে চায়, অধিকাংশা ছেড়ে পালায়, কিছু মানুষ আছে যারা যুদ্ধ করে

যারা জীবনের শিক্ষা গ্রহন করে তারাই সফল হয়, আর বাকিরা জীবনের শিক্ষাকে দোষ দিতে দিতে জীবনকেই বরবাদ করে দিবে

জীবন থেকে শিক্ষা নেওয়ার কোন বিকল্প নে্‌ স্কুল কলেজ, ইউনিভার্সিটির চেয়েও বড় শিক্ষক জীবনের বাস্তবতার শিক্ষা

মায়ের জন্য ভালবাসা- অসাধারণ মুহুর্তআমাদের সম্মানিত ক্লাইন্ট এডভোকেট মিশু ভাই মায়ের সাথে আকাশ ভ্রমণের ছবি শেয়ার করেছেন। ম...
22/05/2024

মায়ের জন্য ভালবাসা- অসাধারণ মুহুর্ত

আমাদের সম্মানিত ক্লাইন্ট এডভোকেট মিশু ভাই মায়ের সাথে আকাশ ভ্রমণের ছবি শেয়ার করেছেন। মায়ের সাথে এই মুহুর্ত সত্যি অসাধারণ

যাদের বাবা-মা জীবিত আছেন, বাবা মায়ের প্রতি খেয়াল রাখুন, যত্ন নিন, সম্ভব হলে শেষ বয়সে উনাদেরকে সুন্দর মুহুর্ত উপহার দিন। এই মুহুর্তগুলা উনাদেরকে মানসিক শান্তি প্রদান করে, ভাল অনুভূতি দেয়

আমরা সৌভাগ্যবান এরকম সুন্দর মুহুর্ত তৈরীর অংশ হতে পেরে। Jaitam এ ডোমেষ্টিক-ইন্টারন্যাশনাল এয়ারটিকিটে আপনি পাচ্ছেন ৫-৭% পর্যন্ত ডিসকাউন্ট। তাই আপনার ব্যাক্তিগত,পারিবারিক কাজে বা ভ্রমণে সর্বোচ্চ ডিসকাউন্টে এয়ারটিকিট দিতে আমরা বদ্ধ পরিকর

Jaitam
Tours. Travel. Consultancy
✅Contact 01764567688 (whatsapp or Regular)
যেকোন প্রয়োজনে নিচে ক্লিক করে কল করুন
https://wa.me/8801764567688

ছেলেটা আমার মতই, বাইরে বের হলেই খুশিপ্রতিদিন বাইরে বের হতে হয়, রিকশা দিয়ে ঘুরতে হয়
08/05/2024

ছেলেটা আমার মতই, বাইরে বের হলেই খুশি
প্রতিদিন বাইরে বের হতে হয়, রিকশা দিয়ে ঘুরতে হয়

স্টুডেন্ট ভিসার জন্য কিভাবে সকল ডকুমেন্টস রেডি করবেন?ইউরোপের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের জন্য প্রথম ধাপ হচ্ছে এ...
07/05/2024

স্টুডেন্ট ভিসার জন্য কিভাবে সকল ডকুমেন্টস রেডি করবেন?

ইউরোপের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের জন্য প্রথম ধাপ হচ্ছে একাডেমিক ডকুমেন্টস সত্যায়ন। সত্যায়িত কীভাবে করবেন বা করতে হবে এই ব্যাপারে প্রতিটা ইউনিভার্সিটি এর ওয়েবসাইটে বিস্তারিত বলা থাকে। ডকুমেন্টসগুলো সাধারণত শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সবশেষে উক্ত দেশের এমব্যাসি/কনস্যুলেট থেকে সত্যায়ন করতে হয়।
এরপরও অনেকেই প্রশ্ন করেন কোন জায়গা থেকে কীভাবে সত্যায়িত করবেন আপনার সার্টিফিকেট বা ডকুমেন্টগুলো। সেই প্রশ্নগুলোর আলোকে আজকের লেখা। এখানে বলে রাখা ভাল যে, ইউরোপের বিভিন্ন দেশে Higher education entrance qualification / School living certificate / High School living certificate শব্দগুলো লেখা থাকে, যেটা নিয়ে প্রায় সবাই চিন্তিত থাকি বা বুঝিনা। আসলে সবগুলোর অর্থ মূলত একই। এইটার মানে হচ্ছে আমাদের দেশের HSC Certificate and Transcript ।

গুরুত্বপূর্ণ ধাপঃ
1. শিক্ষা বোর্ড
2. বিশ্ববিদ্যালয়
3. শিক্ষা মন্ত্রণালয়
4. পররাষ্ট্র মন্ত্রণালয়
5.

🔰🔰শিক্ষা বোর্ড থেকে সত্যায়নঃ
আপনি প্রথমে প্রয়োজনীয় একাডেমিক ডকুমেন্টস ( SSC & HSC Transcript and Certificate ) এর অরিজিনাল সহ ৩ সেট ফটোকপি নিয়ে আপনার শিক্ষা বোর্ড এ যাবেন। তারপর সেখান থেকে একটি ফর্ম পূরণ করে এবং নির্দিষ্ট পরিমাণ টাকা (প্রতি পেজ ২০০ থেকে ৩০০ টাকা) ব্যাংক ড্রাফ্‌ট করবেন শিক্ষা বোর্ডের সোনালী ব্যাংক থেকে। তারপর ওখান থেকে একটা রিসিপ্ট পাবেন ঐ রিসিপ্ট এবং ফর্ম সহ আপনার সকল ডকুমেন্টস জমা দিবেন। সত্যায়িত করতে সাধারণত ১ থেকে ৭ দিন সময় নেয়। যদি অফিস খোলার সাথে সাথে জমা দেন তাহলে ওই দিন বিকালের মধ্যেই পেয়েযেতে পারেন।

🔰🔰বিশ্ববিদ্যালয় থেকে সত্যায়নঃ
আপনি ব্যাচেলর/মাস্টার্স এর সনদপত্র ও নম্বরপত্র আপনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার থেকে সত্যায়ন করবেন। উল্লেখ্যঃ কোন কোন বিদেশী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটা সহকারি রেজিস্ট্রার/কন্ট্রোলার/সহকারি কন্ট্রোলার দিয়ে করালেও গ্রহণ করে। তাই, অবশ্যই আগে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও এডমিশন অফিসে মেইল করে জেনে নিবেন। এজন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে ব্যাংক আছে সেখানে ৫০ থেকে ১০০ টাকা (প্রতি পেজ হিসাবে) দিয়ে স্লিপ নিয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস এ জমা দিতে হবে।

👉বিশেষ দ্রষ্টব্যঃ যদি আপনার সার্টিফিকেট সত্যায়িত করতে হয় এডুকেশন মিনিষ্ট্রি, ফরেইন মিনিষ্ট্রি থেকে তবে খেয়াল রাখুনঃ প্রথমে, ডকুমেন্টগুলো এডুকেশন বোর্ড থেকে সত্যায়িত করতে হবে। আপনি ঢাকাতে থাকলেও যদি যশোর বোর্ড থেকে পাশ করেন, তাহলে আপনাকে যশোর বোর্ডে যেতে হবে। এডুকেশন বোর্ড সত্যায়িত করলেই তা এডুকেশন মিনিষ্ট্রি সত্যায়িত করবে। আর শুধুমাত্র এডুকেশন মিনিষ্ট্রি সত্যায়িত করলেই তা ফরেইন মিনিষ্ট্রি সত্যায়িত করবে।

🔰🔰শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়নঃ
আপনাকে প্রথমে ঢাকায় অবস্থিত বাংলাদেশ সচিবালয়ে যেতে হবে। সচিবালয়ের গেট নং ০২, কাউন্টার নং ১০ (যদি পল্টন মোড় থেকে আসতে থাকেন, তাহলে জিরো পয়েন্ট মোড় থেকে ডানে যেতে হবে)। মূল কাগজের সাথে যত লাগবে তত ফটোকপি দিতে পারেন। আপনাকে কিছুটা সময় আগেই যেতে হবে কারণ অনেক সময় বড় লাইন থাকে। ঐ দিনই দুপুর ৩ টা এর দিকে ডকুমেন্টস ফেরত দেয়া শুরু করে। তবে বের হবার আগে অবশ্যই দেখে নিবেন সিল ও সাক্ষর ঠিকমতো আছে কিনা, নাহলে সকল কষ্টই বৃথা।

**একজন ডিপ্লোমা শিক্ষার্থীর অভিজ্ঞতার আলোকে, ডিপ্লোমা এর ক্ষেত্রে ইন্সটিটিউটের মার্কশীট প্রথমে ইন্সটিটিউটের রেজিস্ট্রার এর অফিস থেকে ফরম ফিল আপ করে প্রিন্সিপাল থেকে সত্যায়িত করে নিয়ে বাকি বোর্ডের পরীক্ষার ট্রান্সক্রিপ্ট গুলোসহ ইন্সটিটিউটের গুলোর সাথে নিয়ে কারিগরি বোর্ড থেকে সত্যায়িত করে নিতে হবে। তারপর সবগুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা বোর্ড (পরিবহন ভবনের আট তলা) থেকে করতে হবে।**আগে এখানে করতো। বর্তমানে এডুকেশন মিনিস্ট্রি তেই জমা নেয়। জেনেরাল স্টুডেন্টদের যে কাউন্টার এ নেয় তার ডান পাশের কাউন্টার এ।
এখানে কোনো টাকা খরচ হবে না।

🔰🔰পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়নঃ
পল্টন মোড় থেকে প্রেসক্লাব মোড় চলে গেলে, প্রেসক্লাবের ঠিক বিপরীতে রাস্তার সাথেই পররাষ্ট্র মন্ত্রনালয়। সকাল ৭.৪৫ এ টায় উপস্থিত থাকবেন। ৯টায় নেয়া শুরু করবে। ভালই ভিড় হয়। দুটো কাউন্টার আছে। Counter A & Counter C. আমাদের কাউন্টার সি। কাউন্টার সি তে দুটি বুথে জমা নেয় হয়। ১৬ থেকে ১৮ কপি মতো জমা দেওয়া যায় । অবশ্যই জাতীয় পরিচয়পত্র / পাসর্পোট এর ফটোকপি নিয়ে যাবেন। একজনের টা অন্যজন দেয়া যায়, যার কাগজ জমা দিচ্ছেন তার জাতীয় পরিচয়পত্র / পাসর্পোট এর ফটোকপি নিয়ে যাবেন। ঐ দিনই দুপুর ৩.৩০ এর দিকে ফেরত দেয়া শুরু করবে। বের হবার আগে অবশ্যই দেখে নিবেন সিল, সিরিয়াল নং ও সাক্ষর ঠিকমতো আছে কিনা, নাহলে সকল কষ্টই বৃথা। পুরোটাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা। কারো ব্যতিক্রম থাকতে পারে। এখানে কোনো টাকা খরচ হবে না।

🔰🔰জন্ম নিবন্ধনঃ
আপনি আপনার জন্ম নিবন্ধন পত্র টি প্রথমে ইংরেজিতে অনুবাদ করে নিবেন ( যদি করা না থাকে )। তারপর সেটা নোটারি করে আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করবেন।

🔰🔰পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটঃ
আপনি আপনার নিজ থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স করবেন। পুলিশ ক্লিয়ারেন্স সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হয়েই আসে। তারপরও যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত না থাকে তবে করে নিবেন। এতে সময় লাগবে ৭-১৫ দিন। উল্লেখ্য, বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য অনলাইনেই আবেদন করা যায় এবং বাসায় বসেই সার্টিফিকেট পাওয়া যায়। বিস্তারিত জানতে অনলাইনে আবেদনের ফাইলটা পড়তে পারেন।

সতর্কবাণীঃ যে কোন প্রক্রিয়া শুরুর আগে আপনি আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও এডমিশন অফিসে মেইল করে কোন কোন ডকুমেন্টস কোথায় সত্যায়ন করবেন সেটা বিস্তারিত জেনে নিবেন।
এই হল সত্যায়নের নিয়ম. আশা করি এরপর থেকে কারো সত্যায়িত করা নিয়ে কোন সমস্যা হবে না।
লক্ষণীয় বিষয়ঃ আপনি যদি বিদেশে পড়তে আগ্রহী থাকেন তাহলে কোন ভাবেই আপনার সার্টিফিকেট লেমিনেটেড করা যাবে না ।যদি কেউ করে থাকেন তাহলে সেটা তুলে ফেলার চেষ্টা করুন । নিলক্ষেত থেকে তুলতে পারবেন কোন সমস্যা ছাড়াই তবে ভালো করে দরদাম করে নিবেন ৫০ - ১০০ টাকা লাগতে পারে । অরিজিনাল ডকুমেন্টস এর সাথে ফটোকপি জমা দিতে হয়। সাধারণত অরিজিনাল কপির পেছনে ও ফটোকপির সামনে সত্যায়ন করে থাকে।
আরও একটা গুরুত্বপূর্ণ কথা। আপনারা মন্ত্রণালয় গুলোতে যাওয়ার আগে দয়া করে ওয়েবসাইট দেখে নিবেন। কারণ সময় ও নিয়ম যে কোন সময় পরিবর্তন হতে পারে।
মন্ত্রলয় এর গেট এ অনেক এজেন্ট পাবেন তারা টাকার বিনিময়ে দ্রুত কাজ করে দেওয়ার কথা বলতে পারে কিন্তু তাদের কে দিয়ে না করিয়ে নিজে নিজে করবেন তাহলে স্বাক্ষর নকল হওয়ার ভয় থাকবে না।

🔰🔰ওয়েবসাইট সমূহঃ
শিক্ষা মন্ত্রনালয়ঃ http://www.moedu.gov.bd
পররাষ্ট্র মন্ত্রনালয়ঃ http://www.mofa.gov.bd
সূত্রঃ MoFA , dhakaeducationboard

এই ব্যাপারে আরও প্রশ্ন থাকলে নিচে মন্তব্য সেকশনে মন্তব্য করুন। আমরা উত্তর করার চেষ্টা করব।

তথ্য সংগৃহীত

পরিকল্পনা ও বাস্তবায়নে:  মন্ত্রিপরিষদ বিভাগ,  এটুআই,  বিসিসি,  ডিওআইসিটি ও  বেসিস।

বুলগেরিয়া কি সেনজেনভুক্ত দেশ ??লগেরিয়া ২০২৪ সালের মার্চ মাস থেকে সেনজেন জোনের অংশ। সেনজেন জোন হল মোট ২৭ টি ইউরোপীয় দেশ...
03/05/2024

বুলগেরিয়া কি সেনজেনভুক্ত দেশ ??

লগেরিয়া ২০২৪ সালের মার্চ মাস থেকে সেনজেন জোনের অংশ। সেনজেন জোন হল মোট ২৭ টি ইউরোপীয় দেশের একটি অঞ্চল, যেখানে অভ্যন্তরীণ সীমান্তে পাসপোর্ট নিয়ন্ত্রণ ছাড়াই ভ্রমণ করা সম্ভব। তাই বর্তমান সময়ে বুলগেরিয়ান নাগরিকরা সেনজেন জোনের অন্যান্য দেশে পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করতে পারবেন। এর পাশাপাশি সেনজেন জোনের অন্যান্য দেশের নাগরিকরা বুলগেরিয়া তে পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করতে পারবে।

বুলগেরিয়া সংক্ষিপ্ত পরিচিত

বর্তমান সময়ে এই দেশের সরকারী নাম হলো, বুলগেরিয়া প্রজাতন্ত্র। যার অবস্থান হলো, দক্ষিণ-পূর্ব ইউরোপ, বলকান উপদ্বীপের পূর্ব পার্শ্ব। বুলগেরিয়ার সীমান্তবর্তী দেশ হিসেবে রয়েছে, পূর্বে কৃষ্ণ সাগর, দক্ষিণে গ্রিস ও তুরস্ক, পশ্চিমে সার্বিয়া, মন্টিনেগ্রো, ম্যাসিডোনিয়া এবং উত্তরে রোমানিয়া।

বুলগেরিয়ার রাজধানীর নাম হলো, সোফিয়া। যাকে এই দেশের বৃহত্তম শহরও হিসেবে ধরা হয়। এই দেশের সরকারি ভাষার নাম হলো, বুলগেরিয়ান। তবে এই ভাষার পাশাপাশি বুলগেরিয়াতে আরো অনেক ভাষার প্রচলন আছে। তার মধ্যে অন্যতম হলো তুর্কি, আলবেনীয়, আর্মেনীয়, গাগাউজ, গ্রিক, ম্যাসেডোনীয়, রোমানীয় ইত্যাদি।

বুলগেরিয়ার মোট জনসংখ্যার প্রায় ৮০% খ্রিস্টধর্মের অনুসারী। যাদের কে বুলগেরিয়ান অর্থোডক্স বলা হয়। আর এই দেশে প্রায় ইসলাম ধর্মের অনুসারীরর পরিমান ১২%. বর্তমান সময়ে বুলগেরিয়া সেনজেন জোনে অন্তর্ভূক্ত আছে।

02/05/2024

আল্লাহু-আকবার
অবশেষে ঢাকায় বৃষ্টি হচ্ছে

IELTS ছাড়া অল্পখরচে ইউরোপের সেনজেনভূক্ত দেশে উচ্চশিক্ষার সুযোগবর্তমান সময়ে একটা নিশ্চিত ভবিষ্যত, সুন্দর আগামীর জন্য সবাই...
30/04/2024

IELTS ছাড়া অল্পখরচে ইউরোপের সেনজেনভূক্ত দেশে উচ্চশিক্ষার সুযোগ

বর্তমান সময়ে একটা নিশ্চিত ভবিষ্যত, সুন্দর আগামীর জন্য সবাই ইউরোপে দিকে যেতে চাচ্ছি। এর মধ্যে সবচেয়ে সহজতম উপায় হল স্টুডেন্ট ভিসায় যাওয়া। কিন্তু এখানে সবচেয়ে প্রতিবন্ধকতা হল IELTS রিকোয়ারমেন্ট এবং উচ্চ টিউশন ফি।

তবে সবচেয়ে খুশির ব্যাপার হল বর্তমানে সেঞ্জেনভুক্ত হওয়া ২টি দেশ সহ বেশ কয়েকটি দেশে IELTS ছাড়া বা সহ কম খরচে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে

𝙒𝙝𝙮 𝘾𝙝𝙤𝙤𝙨𝙚 𝙁𝙤𝙧 𝙃𝙞𝙜𝙝𝙚𝙧 𝙎𝙩𝙪𝙙𝙮 :
𝗙𝗹𝗲𝘅𝗶𝗯𝗹𝗲 𝗔𝗱𝗺𝗶𝘀𝘀𝗶𝗼𝗻 𝗥𝗲𝗾𝘂𝗶𝗿𝗲𝗺𝗲𝗻𝘁𝘀
𝗔𝗳𝗳𝗼𝗿𝗱𝗮𝗯𝗹𝗲 𝗧𝘂𝗶𝘁𝗶𝗼𝗻 𝗙𝗲𝗲
100% 𝙑𝙞𝙨𝙖 𝙥𝙤𝙨𝙨𝙞𝙗𝙞𝙡𝙞𝙩𝙮
W𝙞𝙩𝙝𝙤𝙪𝙩 𝙄𝙀𝙇𝙏𝙎
𝙎𝙩𝙪𝙙𝙮 𝙂𝙖𝙥 𝘼𝙘𝙘𝙚𝙥𝙩𝙖𝙗𝙡𝙚
𝗣𝗮𝗿𝘁 𝗧𝗶𝗺𝗲 𝗝𝗼𝗯 𝗙𝗮𝗰𝗶𝗹𝗶𝘁𝗶𝗲𝘀

এই ক্যাটাগরিতে আপনি এপ্লাই করতে পারবেন কিনা এইটা জানার জন্য আমাদেরকে কিছু তথ্য দিয়ে সহযোগীতা করতে হবে।

আপনার SSC, HSC রেজাল্ট সহ পাসিং ইয়ার গ্রুপ এবং যদি অনার্স কমপ্লিট থাকে তাহলে তারও বিস্তারিত তথ্য ইনবক্সে শেয়ার করুন। এবং আপনার whatsapp নাম্বার সহ ইনবক্সে দিয়ে রাখুন অথবা সরাসরি https://wa.me/8801764567688 হোয়াটসপে কল করুন , অথবা 01764567688 এ কল করুন

20/04/2024

বিশ্বের যে কোন দেশে ভিজিট ভিসা নিয়ে ইমিগ্রেশন পাস হতে হলে যে কমন কয়েকটি প্রশ্নের উত্তর সবার জানা থাকা খুবই জরুরী।

১/ আপনার নাম.?
২/ কোথায় যাবেন.?
৩/ সেখানে কতদিন থাকবেন.?
৪/ কোথায় থাকবেন.?
৫/ এখানে পরিচিত কেউ আছে কি.? থাকলে তার সাথে তোমার কি সম্পর্ক.?
৬/ তুমি কোথায় থাক.? কি কাজ কর.?
এটি একদম প্রথম ধাপ।কেউ এগুলির সঠিক দিতে না পারলে পরবর্তী পথ পাড়ি দেওয়া অনেক কঠিন।

এই প্রশ্ন গুলোর উত্তর বাংলা এবং ইংরেজীতে ভালো করে সবার জানা থাকা শতভাগ জরুরী।
অন্যতায় মুহূর্তের মধ্যে আপনার জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভবনা থাকে যা পরবর্তীতে লক্ষ লক্ষ টাকা খরচ করে তা পুরণ করা সম্ভব নয়।

এই প্রশ্ন গুলি বর্ডার বা ইয়ারপোর্টে যে কাউকেই করতে পারে ইমিগ্রেশন অফিসার রা।
আমি জানি এগুলি আপনারা অনেকেই জানেন তারপরও লিখলাম যদি একজন মানুষেরও উপকার হয়।

লেখা:- অষ্ট্রেলিয়া প্রবাসী জাহিদুর রহমান

ঈদ মোবারক
11/04/2024

ঈদ মোবারক

09/04/2024

প্রবাসী ভাইয়েরা আজ পরিবার আত্মীয় স্বজন ছাড়া ঈদ করবেন, এটা সত্যি অনেক কষ্টের

আপনাদের রক্ত ঘাম শ্রমেই বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরছে।

Jaitam এ পাবেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাইদের জন্য বাংলাদেশে আসা বা যাওয়ার এয়ারটিকিট এ সর্বোচ্চ ৫-১০% ডিসকাউন্ট, তাছাড়া ভিসা প্রসেসিং সহ যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা পাবেন।।।

আপনাদের জন্য ঈদের শুভেচ্ছা এবং ভালবাসা রইলো

29/03/2024

ইতালি VFS এপোয়েন্টমেন্ট লাগবে?? তাও কোন টাকা ছাড়া

দীর্ঘদিন যাবত নানাবিধ জটিলতার কারণে ফাইল জমা দেওয়ার এপোয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে অনেকেই এপোয়েন্ট নিয়ে দেওয়ার জন্য বিভিন্ন এজেন্সিকে ৩০ থেকে ৫০হাজার টাকা পর্যন্ত দিয়েছেন, কিন্তু পাচ্ছেন না।

তাদের জন্য সুখবর হল, সিজনাল বা স্পনসর ভিসার নুলুওয়াস্তা তুলা থাকলে তাদের জন্য এপোয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো, কোন ধরনের টাকা লাগবে না ইনশাআল্লাহ

যারা এরকম এরকম জটিলতায় আছেন Jaitam এ যোগাযোগ করুন

06/03/2024
ইট পাথরের নগরীতে বিরক্ত হয়ে আছেন? তাহলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুনামগঞ্জ ঘুরে আসুন, মন ভাল হয়ে যাবে।টাংগুয়ার হাওর, নী...
26/02/2024

ইট পাথরের নগরীতে বিরক্ত হয়ে আছেন?
তাহলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুনামগঞ্জ ঘুরে আসুন, মন ভাল হয়ে যাবে।

টাংগুয়ার হাওর, নীলাদ্রি লেক,বারিক্কা টিলা, শিমুল বাগান, দোয়ারাবাজার বাশতলা সহ শহর থেকে গ্রাম সব জায়গায় প্রকৃতি অপরুপ সৌন্দর্য বিদ্যমান

আমাদের প্রতিষ্ঠানের নাম কেন Jaitam ?? যাইতাম(jaitam) শব্দটি আমাদের বৃহত্তর সিলেট অঞ্চলে যাওয়া অর্থে ব্যবহৃত হয়। বলতে পার...
19/02/2024

আমাদের প্রতিষ্ঠানের নাম কেন Jaitam ??

যাইতাম(jaitam) শব্দটি আমাদের বৃহত্তর সিলেট অঞ্চলে যাওয়া অর্থে ব্যবহৃত হয়। বলতে পারেন যাওয়াকে আমরা যাইতাম (jaitam) বলি। প্রায় দুইবছর আগে যখন প্রতিষ্ঠানের নাম জেনারেট শুরু করি, তখন হঠাৎই মাথায় আসে এই নাম, সেখান থেকে যাত্রা শুরু।

আলহামদুলিল্লাহ আমাদের পথচলার প্রায় ২বছর হতে চলছে। এখন পর্যন্ত তিন হাজার+ ইন্টারন্যাশনাল ডোমেষ্টিক ফ্লাইট আমাদের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

আমাদের টিম ইতিমধ্যে স্টুডেন্ট ভিসা প্রসেসিং, ম্যান পাওয়ার, ওয়ার্ক পারমিট, ট্রাভেল ইন্সুইরেন্স থেকে শুরু দেশ থেকে বিদেশ যাওয়ার যাবতীয় কার্যক্রম ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্য পরিপূর্ণ হওয়ার চেষ্টা করছি। আপনি ঘরে বসেই অনলাইনেই যাতে পরিপূর্ণ সার্ভিস পেতে পারেন, আমরা সেইদিকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, এতে আপনার সময়, খরচ উভয়ই সেভ হবে

আমার উপর আপনার আস্থা বিশ্বাস ভালবাসা আছে বলেই এত অল্প সময়ে এতদূর পর্যন্ত আসতে পেরেছি। মহান আল্লাহ তায়ালা যেন আপনাদের আস্থা ভালবাসা ধরে রাখার তৌফিক দান করেন

ট্যুরিজম মেলা "*ঢাকা ট্রাভেল মার্ট ২০২৪*"
09/02/2024

ট্যুরিজম মেলা "*ঢাকা ট্রাভেল মার্ট ২০২৪*"

ঘরে বসেই সর্বোচ্চ ডিসকাউন্টেডোমেষ্টিক-ইন্টারন্যাশনাল যেকোন ফ্লাইট টিকেট কনফার্ম করুন কিভাবে সবচেয়ে রিজেনেবল প্রাইসে বেষ্...
25/01/2023

ঘরে বসেই সর্বোচ্চ ডিসকাউন্টে
ডোমেষ্টিক-ইন্টারন্যাশনাল যেকোন ফ্লাইট টিকেট কনফার্ম করুন

কিভাবে সবচেয়ে রিজেনেবল প্রাইসে বেষ্ট ফ্লাইট আপনাকে দেওয়া যায় , সেই ব্যাপারে আমাদের টিম আপনাকে তথ্য দিয়ে সহযোগীতা করবে, জাষ্ট আপনি কবে কোন এয়ারপোর্টে যেতে চাচ্ছেন সেই ইনফরমেশন দিলেই হবে

তাছাড়া আপনি যদি আমার পরিচিত হন তাহলে ডোমেষ্টিক বা ইন্টারন্যাশনাল টিকেট বুকিং দিতে পারবেন ঘরে বসেই,অফিসে আসারও কোন ঝামেলা নাই , জাষ্ট Whatsapp বা রেগুলার নাম্বারে কথা বলে আপনার ফ্লাইট কনফার্ম করে নিন

Jaitam
Tours. Travel. Consultancy
✅Contact 01764567688 (whatsapp or Regular)

আলহামদুলিল্লাহ Jaitam ইতিমধ্যে ৫০০+ ইন্টারন্যাশনাল এবং ১৩০০+ ডোমেষ্টিক ফ্লাইট সম্পন্ন করেছেধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের উ...
24/01/2023

আলহামদুলিল্লাহ Jaitam ইতিমধ্যে ৫০০+ ইন্টারন্যাশনাল এবং ১৩০০+ ডোমেষ্টিক ফ্লাইট সম্পন্ন করেছে

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের উপর আস্থা এবং ভালবাসা অব্যাহত রাখার জন্য।

এখন থেকে ৩-৬% পর্যন্ত ডিসকাউন্টে ডোমেষ্টিক , ইন্টারন্যাশনাল যেকোন ফ্লাইটের টিকিট ঘরে বসেই আমাদের মাধ্যমে বুকিং করতে পারবেন

Jaitam
Tours. Travel. Consultancy
✅Contact 01764567688 (whatsapp or Regular)

বাংলাদেশে এভিয়েশন ইন্ডাষ্ট্রিতে Air ASTRA কে স্বাগতম। ইতিমধ্যে তাদের প্রথম এয়ারক্রাফটি বাংলাদেশে এসেছে। আশা করা যায় ২০২৩...
11/10/2022

বাংলাদেশে এভিয়েশন ইন্ডাষ্ট্রিতে Air ASTRA কে স্বাগতম। ইতিমধ্যে তাদের প্রথম এয়ারক্রাফটি বাংলাদেশে এসেছে। আশা করা যায় ২০২৩ এর ফেব্রুয়ারি বা তার আগেই তাদের ডোমেষ্টিক ফ্লাইট চালু হবে।

বর্তমানে Bangladesh Biman, Novo Air, US Bangla এই তিনটি দেশীয় কোম্পানি ডোমেষ্টিক এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে।

এখন ঘরে বসেই সর্বোচ্চ ডিসকাউন্টে Jaitam এর মাধ্যমে আপনার ডোমেষ্টিক-ইন্টারন্যাশনাল যেকোন টিকেট কনফার্ম করতে পারবেন।

ঘরে বসেই সর্বোচ্চ যেকোন ফ্লাইট টিকেট কনফার্ম করুন কিভাবে সবচেয়ে রিজেনেবল প্রাইসে বেষ্ট ফ্লাইট আপনাকে দেওয়া যায় , সেই ব্য...
29/08/2022

ঘরে বসেই সর্বোচ্চ
যেকোন ফ্লাইট টিকেট কনফার্ম করুন

কিভাবে সবচেয়ে রিজেনেবল প্রাইসে বেষ্ট ফ্লাইট আপনাকে দেওয়া যায় , সেই ব্যাপারে আমাদের টিম আপনাকে তথ্য দিয়ে সহযোগীতা করবে, জাষ্ট আপনি কবে কোন এয়ারপোর্টে যেতে চাচ্ছেন সেই ইনফরমেশন দিলেই হবে

তাছাড়া আপনি যদি আমার পরিচিত হন তাহলে ডোমেষ্টিক বা ইন্টারন্যাশনাল টিকেট বুকিং দিতে পারবেন ঘরে বসেই,অফিসে আসারও কোন ঝামেলা নাই , জাষ্ট বসেই Whatsapp বা রেগুলার নাম্বারে কথা বলে আপনার ফ্লাইট কনফার্ম করে নিন

Jaitam
Tours. Travel. Consultancy
✅Contact 01764567688 (whatsapp or Regular)

27/08/2022
11/08/2022

"বিমানবন্দরগামী যাত্রীদেরকে হাতে অতিরিক্ত সময় নিয়ে যাত্রা শুরু করার অনুরোধ"

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গমনকারী যাত্রীদেরকে হাতে অতিরিক্ত সময় নিয়ে যাত্রা শুরু করার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ট্রাফিক উত্তরা বিভাগ।

ট্রাফিক উত্তরা বিভাগ সূত্রে জানানো হয়, রাজধানীর বিমানবন্দর এলাকায় চলমান বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের জন্য বর্তমানে তিন লেনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে খিলক্ষেত হয়ে উত্তরা ও গাজীপুরগামী যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে উক্ত সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হয়।

বিশেষ করে বিমানবন্দরগামী যাত্রীদের নির্দিষ্ট সময়েরও অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা শুরু করার জন্য অনুরোধ করা হয়েছে।

একই সাথে বিমানবন্দরগামী যাত্রীদের লা মেরিডিয়ান হোটেল ও কাওলা অতিক্রম করার পর অবশ্যই বাম লেন ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

(ছবি- বিআরটি প্রকল্পের কাজ চলায় রাস্তার বর্তমান অবস্থা)

 #সতর্কতামূলক_পোস্টকানাডা ভিসা ২০ লাখ !! আমেরিকা ভিসা ২০ লাখ !! ইউরোপ ভিসা ১৫ লাখ !! ভিসার আগে বা পরে ১ টাকাও নয়, সমস্ত ...
05/08/2022

#সতর্কতামূলক_পোস্ট

কানাডা ভিসা ২০ লাখ !! আমেরিকা ভিসা ২০ লাখ !! ইউরোপ ভিসা ১৫ লাখ !! ভিসার আগে বা পরে ১ টাকাও নয়, সমস্ত পেমেন্ট পৌঁছানোর পরে।।

এরকম রংচং মাখা বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে, আমার পরিচিত এক ভাই এই ফাঁদে পা দিয়ে তার সর্বশেষ খুয়িয়েছেন।। তার করুন কাহিনী হুবহু তুলে ধরা, যদি কারো কোনও উপকার এ আসে।।

সে এমনই কোনও এক বিজ্ঞাপন দেখে ঢাকায় অভিজাতো এলাকায় একটা অফিসে গিয়েছিলেন, সেখানে তাদের কাছ থেকে বিস্তারিত জানতে চায়। এবং তারা বলে যে, আমরা গ্রান্টি দিয়ে আপনাকে বিদেশ নিয়ে যাবো, ২ বছর এর জন্যে জব ভিসা, মাসিক ২০০০-২৫০০ ডলার বেতন, ৫ বছর পরে নাগরিকত্ত পেতে আমরাই সাহায্য করবো।। এমনকি ভিসার আগে ও পরে কোনও অর্থ প্রদান করতে হবে না, সমস্ত খরচ আপনি বিদেশ পৌঁছানর পরে আপনি যখন বিদেশ থেকে আপনার পরিবার কে ফোন দিয়ে বলবেন যে আপনি ভালোভাবে পৌঁছে গেছেন, তার পর আপনার পরিবার আমাদের টাকা দিবে।। আমাদের আমেরিকা কানাডা তে সরাসরি প্রতিনিধি আছে, তারাই সরসরি আমেরিকা কানাডা থেকে আপনার নামে ভিসা ইসু করে পাঠাবে, তাই এখানে এম্বাসি ফেস করার কোনও ঝামেলা নেই।।

এক সঙ্গে এতো অফার পেয়ে বেচারা কনফিউস হয়ে গেলো !! সে নিজেকে প্রশ্ন করতে লাগলো বিদেশ যাওয়া এতো সোজা ?? নিজে নিজে উত্তর ও খুজে নিলো, আরে কি আর, এক বার চেষ্টা করে দেখি, আমার তো ২৫ পয়সাও আগে দিতে হবে না, সমস্ত খরচ যেখানে আমেরিকা/কানাডা পৌঁছানর পরে, সেখানে আমার আবার টেনশন কি !! যেই কথা সেই কাজ, বাড়িতে গিয়ে বাবা-মা এর সাথে আলোচনা করলো।। যেখানে সমস্ত খরচ পৌঁছানর পরে সেহেতু বাবা-মা আর দ্বিধা না করে রাজী হয়ে গেলো, শুরু হয়ে গেলো সুদের টাকা গুছানো ও অবশিষ্ট জমিজমা বিক্রি করার প্রস্তুতি।। ১৮-২০ দিনের মাথায় টাকা গুছানোর প্রস্তুতি শেষ করে পাসপোর্ট নিয়ে আবার অফিসে গিয়ে নিজের নামটা বুকিং দিয়ে আশা, বুকিং এর সময় অরিজিনাল পাসপোর্ট সহ ২ কপি ফটো ও ন্যাশনাল আইডি এর ফটোকপি রাখলো সঙ্গে মোবাইল নাম্বার।।

৭ দিন পরে, তাকে ফোন করে অফিসে ডাকা হলও।। যথারীতি, অফিসে যাবার পরে দেখলও সেখানে তার মতো আরও ১১ জন অপেক্ষা করছে কানাডা বা আমেরিকা যেতে চায়।। এর পরে অফিস থেকে তাদের বলা হলও, টোটাল ১২ জন এর একটা গ্রুপ এদের প্রত্যেকের (৯ জন কানাডা, ৩ জন আমেরিকা) ভিসা রেডি, এনাদের ফ্লাইট আগামী ৪ দিন পরে।। ফ্লাইট ভারতের নিউ দিল্লী থেকে সরাসরি, তাই প্রত্যেকের পাসপোর্ট এ ইন্ডিয়ান ভিসা লাগানো আছে, ২ দিন এর ভীতর ১২ জন এর গ্রুপ বাংলাদেশ থেকে নিউ দিল্লী এর উদ্দেশে রওনা দিতে হবে, সঙ্গে তাদের প্রতিনিধি থাকবে।। তাদের প্রত্যেকের ভিসা অনলাইন এ ইসু হয়ে গেছে, অনলাইন ভিসা কপি ও বিমান টিকিট নিউ দিল্লী থেকেই উনাদের প্রতিনিধি প্রত্যেক ক্যান্ডিডেট এর হাতে দিয়ে দেবে।।
এই ১২ জন এর ভীতর ২/১ জন এর মনে প্রশ্ন তৈরি হয়েছিলো যে, পাসপোর্ট এর স্টাম্প ছাড়া কি আসলেই তারা কানাডা যেতে পারবে তো, আবার নির্ভয়ে ২/১ জন এই প্রশ্ন করেও ফেলে, কিন্তু তারা রিতিমত ধমক খেয়ে যায়।। আরে মিয়া, আপ্নারা কি আমাদের থেকে বেশি বোঝেন, আমরা ২৫ বছর ধরে এই লাইন এ, আমাদের অভিজ্ঞতা আছে, আপনাদের আগে আমাদের যে সব ক্যান্ডিডেট বিদেশ গেছে, এই নেন ফোন নাম্বার, এদের সাথে কথা বলেন।।

আপনাদের কি টেনশন ?? আপনার কি ২৫ পয়সা পেমেন্ট করেছেন??? আপনাদের পিছনে আমাদের কত করে ইনভেস্ট করতে হয়েছে জানেন?? একটা কানাডা এর ভিসা রেডি করতে কতো টাকা লাগে জানেন?? এর পরে প্লেন এর টিকিট নেটে সার্চ দিয়ে দেখেন কত খরচ ।। কথাগুলি (ঝারি) শোনার পরে সবাই চুপ হয়ে গেলো ও নির্ধারিত তারিখ সবাই নিউ দিল্লী এর উরদ্দেশে রওনা দিলো।।
ঢাকা থেকে ট্রেনে কোলকাতা, এর পর কোলকাতা থেকে নিউ দিল্লী ট্রেনে সবমিলিয়ে ২/৩ দিন পরে তারা নিউ দিল্লী পৌঁছালো !! নিউ দিল্লী স্টেশন থেকে প্রায় ৩/৪ ঘন্টা প্রাইভেটকারে করে কোথায় নিয়ে গিয়ে রাতে এই ১২ জন এর গ্রুপ কে রাখা হলো কেউ সঠিক বলতে পারলো না।।
((একটা নিরিবিলি এপার্টমেন্ট, আশেপাশে ফাঁকা সর্বশান্ত পরিবেশ))
প্রত্যেকে ২/৩ ঘন্টা করে পিটালো আলাদা ভাবে, এবং সারারাত রাতে কোনও ফাঁকা রুমে আটকিয়ে রাখলো (খাবার পানি ছাড়াই সারারাত)।। পরেরদিন সকাল এ এক একজন করে অন্য ফাঁকা রুমে নিয়ে গেলো এবং মাথায় পিস্টল ঠেকিয়ে বাড়িতে ফোন করতে বাদ্ধ করলো যে " মা/বাবা আমার আজ রাতে কানাডা এর ফ্লাইট আমার জন্যে দোয়া করবে সবাই" !!

প্রত্যেকে আলাদাভাবে তাদের পরিবার এর সাথে একই কথা বলালো এবং এর পরে ২ দিন তাদের একসাথে সেই বদ্ধ ঘরে আটকিয়ে রাখলো (দিনে ১ বার খাবার সহ)।।

২ দিন পরে একই স্টাইল এ মাথায় পিস্টল ঠেকিয়ে বাড়িতে ফোন করতে বাধ্য করলো যে " মা/বাবা আমি ভালো ভাবে কানাডা পৌঁছে গেছি, কোথাও কোনও সমস্যা হয়নি, এমন কি আগামিকাল থেকে আমি কাজে জয়েন্ট করবো, তোমরা এনাদের প্রাপ্প টাকা দিয়ে দাও "!!
নিরিহ বাবা মা দ্বিধা না করে সবাই সবার চুক্তি সরূপ টাকা দিয়ে দিলো !!! টাকা হাতে পাবার গ্রিন সিগ্নাল পাবার পরে, প্রত্যেক কে একই স্টাইল এ নিউ দিল্লী স্টেশন এ পৌঁছে দেয় কোনও এক রাতের বেলায়, সঙ্গে কোলকাতা ফেরার ট্রেন এর টিকিট সহ।
আমাদের অনেক পরিচিত আত্মীয়সজন যাতে এইরূপ প্রতারণার না পড়ে তাই পোস্ট করা....

সংগৃহীত

02/08/2022

আলহামদুলিল্লাহ, আমাদের Jaitam ডোমষ্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকেট দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষকে সহযোগীতা করছে

কিভাবে সবচেয়ে রিজেনেবল প্রাইসে বেষ্ট ফ্লাইট আপনাকে দেওয়া যায় , সেই ব্যাপারে আমাদের টিম আপনাকে তথ্য দিয়ে সহযোগীতা করবে, জাষ্ট আপনি কবে কোন এয়ারপোর্টে যেতে চাচ্ছেন সেই ইনফরমেশন দিলেই হবে

তাছাড়া আপনি যদি আমার পরিচিত হন তাহলে ডোমেষ্টিক বা ইন্টারন্যাশনাল টিকেট বুকিং দিতে পারবেন ঘরে বসেই,অফিসে আসারও কোন ঝামেলা নাই , জাষ্ট বসেই Whatsapp বা রেগুলার নাম্বারে কথা বলে আপনার ফ্লাইট কনফার্ম করে নিন

Jaitam
Tours. Travel. Consultancy

✅Contact 01764567688 (whatsapp or Regular)

এরাই কম দামে টিকেট সেল করে, টিকিট জালিয়াতি করেযখনই দেখবেন অস্বাভাবিক কমে কেউ টিকিট করতেছে, তাহলে বোঝবেন ঝামেলা আছে সবাই ...
21/07/2022

এরাই কম দামে টিকেট সেল করে, টিকিট জালিয়াতি করে
যখনই দেখবেন অস্বাভাবিক কমে কেউ টিকিট করতেছে, তাহলে বোঝবেন ঝামেলা আছে

সবাই সাবধান , কারণ যারা ওদের কাছ থেকে টিকেট কিনে ফ্লাই করছেন, তারাও হয়তো আইনের আওতায় আসবেন

ধন্যবাদ, আপনার ট্রাভেল পার্টনার হিসেবে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য ডোমেষ্টিক অথবা ইন্টারন্যাশনাল যেকোন ফ্লাইটের টিকিট এখন...
19/07/2022

ধন্যবাদ, আপনার ট্রাভেল পার্টনার হিসেবে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য

ডোমেষ্টিক অথবা ইন্টারন্যাশনাল যেকোন ফ্লাইটের টিকিট এখন ঘরে বসেই সর্বোচ্চ ডিসকাউন্টে নিশ্চিত করুন

17/07/2022

ডোমেষ্টিক বা ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকিট নিশ্চিত করুন ঘরে বসেই

আমাদের কাষ্টমার কেয়ার নাম্বারে কল করুন অথবা Whatsapp এ ম্যাসেজ দিন।
আপনি কবে কোথায় যেতে চাচ্ছেন সেই ইনফরমেশন দিলে আমরা আপনাকে জানিয়ে দিব সবচেয়ে রিজেনেবল প্রাইস কোন ফ্লাইটটি এভেইলেবল আছে, তাছাড়া আমাদের পক্ষ থেকে থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট

customer care + wthasapp 01764567688

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসা  জানাই
25/03/2022

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে।
মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসা জানাই

অভিনন্দন টাইগার্স
23/03/2022

অভিনন্দন টাইগার্স

Address


Telephone

+8801764567688

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaitam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share