Art-Maker Tourism Event

  • Home
  • Art-Maker Tourism Event

Art-Maker Tourism Event Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Art-Maker Tourism Event, Tour guide, .

05/02/2022
পাশাপাশি এক‌ই রঙের অনেক গুলো ফুল🌼সাগর কখনো ভয় পায়না দেখে নদীর কুল 🌊           "নেভাল♥️ "
03/11/2020

পাশাপাশি এক‌ই রঙের অনেক গুলো ফুল🌼
সাগর কখনো ভয় পায়না দেখে নদীর কুল 🌊
"নেভাল♥️ "

Your Life Does Not Get Better By Chance.It Gets Better By A Chance ☺️
31/10/2020

Your Life Does Not Get Better By Chance.
It Gets Better By A Chance ☺️

 #সতর্কতা_পোস্টঃএকটু আগে চট্টগ্রাম থেকে একটা টিম নাপিত্তাছড়া ঢুকতে চেষ্টা করেছিলো তাদের মেইন রাস্তা থেকে ফিরিয়ে দেয়া হলো...
02/08/2020

#সতর্কতা_পোস্টঃ

একটু আগে চট্টগ্রাম থেকে একটা টিম নাপিত্তাছড়া ঢুকতে চেষ্টা করেছিলো তাদের মেইন রাস্তা থেকে ফিরিয়ে দেয়া হলো।
সূত্র (Abs Abir)

সিআইডি তথ্য মতে সিরিজ হামলার সম্ভাবনা আছে তাই ৫তারিখ পর্যন্ত মিরসরাইতে সব বন্ধ, ইকোনমিক জোনের সব শ্রমিকদের সরিয়ে দেওয়া হইছে
সূত্র (Mohib Raihan)

বিঃদ্রঃ আপাতত আরো কিছুদিন অপেক্ষা করুন খুব শিগ্রই পর্যটন খাত ও স্বাভাবিক হয়ে আসবে ইনশা আল্লাহ।

দিয়াবাড়ীর প্রাকৃতিক সৌন্দর্য:দিয়াবাড়ী ঢাকার উত্তরায় ১২ নম্বর সেক্টরের শেষ সীমানায় অবস্থিত একটি গ্রামীণ পরিবেশের প্রাকৃত...
07/06/2020

দিয়াবাড়ীর প্রাকৃতিক সৌন্দর্য:

দিয়াবাড়ী ঢাকার উত্তরায় ১২ নম্বর সেক্টরের শেষ সীমানায় অবস্থিত একটি গ্রামীণ পরিবেশের প্রাকৃতিক জায়গা যার সারি সারি প্লট করে ভাগ করা জায়গায় শুধু ঘন কাশফুল । এই ঘন কাশঁফুল ঢাকার শুধু দিয়াবাড়ীতেই দেখতে পাওয়া যায় ।
দিয়াবাড়ীতে ৩ নম্বর ব্রিজ এর নিচ দিয়ে বয়ে গেছে প্রাকৃতিক লেক । লেকের ২ পাশে ঘন কাশফুল এবং মাঝ দিয়ে ঢাকা রাস্তা । লেকের ঠিক উপরেই রয়েছে অনেকগুলি ফুচকা-চটপটির দোকান । রয়েছে আইসক্রিম ও ঝালমুড়ির দোকান । সেখানে কোন টয়লেটের ব্যবস্থা নেই এবং থাকার হোটেল ও খাওয়ার ভাল কোন রেস্টুরেন্ট নেই । কাশফুলের পাশে দাড়িয়ে, শুয়ে ছবি তুলতে পারবেন যা ঢাকা-বাসীর জন্য এক অনন্য প্রাকৃতিক টান । সেখানে মেট্রো রেলের কাজ চলতেছে আর অনেক ধুলা বালি রয়েছে । মাস্ক নিয়ে যাওয়া উঠিত হবে । সকালে বা দুপুরে রোদের আর ধুলার কারনে উপভোগ করতে পারবেন না । বিকালে গেলে উপভোগ্য হয়ে উঠবে দিয়া বাড়ীর কাশফুল সৌন্দর্য ।
দিয়াবাড়ী যেতে ঢাকার যেকোন জায়গা হতে উত্তরার হাউজ বিল্ডিং-এ যেতে হবে । সেখান থেকে লেগুনা করে সরাসরি দিয়াবাড়ী যাওয়া যায় । হাউজ বিল্ডিং থেকে দিয়াবাড়ী যেতে মাঝে পড়ে খাল পাড় । তার পরেই দিয়া বাড়ী এবং যেখানে মূলত সবাই ঘুরতে যায় সেটা হলো দিয়াবাড়ী বটতলা । হাউজ বিল্ডিং থেকে লেগুনায় ভাড়া নেবে জনপ্রতি ২০ টাকা । হাউজ বিল্ডিং থেকে রিক্সায় যেতে চাইলে নেবে ১০০ টাকা।
মিরপুর ১ নম্বর হতে আলিফ বাসে করে আশুলিয়া গিয়ে দিয়াবাড়ী যাওয়া যায় ।
আশাকরি আপনারাও ঘুরে আসবেন দিয়াবাড়ী যা ঢাকার নতুন সম্ভাবনাময় ভবিষ্যত সাজানো গুছানো একটি জায়গা এবং ঘুরে আসার পর আমাদের গ্রুপে শেয়ার করবেন আপনার অনুভূতি আপনার নামেই এবং আপনার ছবি দিয়ে ।

গ্রুপ লিংক:- https://www.facebook.com/groups/491782798140413/

প্রিয় বিএসটিএস মেম্বার,ঈদ মোবারক! এবারের পবিত্র ঈদ-উল-ফিতর -এর খুশি ঘরে থেকেই ছড়িয়ে পড়ুক সবার  প্রাণে।  আসুন, এই দিনে আম...
24/05/2020

প্রিয় বিএসটিএস মেম্বার,

ঈদ মোবারক! এবারের পবিত্র ঈদ-উল-ফিতর -এর খুশি ঘরে থেকেই ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। আসুন, এই দিনে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই। দূর হোক সকল দুর্যোগ আর জীবনে বয়ে আসুক অনাবিল শান্তি।

দেশের বর্তমান পরিস্থিতিতে, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।

কারন "বিএসটিএস" বিশ্বাস করে যে-
#মানুষ_বাঁচলে_দেশ_বাঁচবে

ইসলামাবাদ পাকিস্তান  😍পাকিস্তান নিয়ে যতই তর্ক বিতর্ক হোক না কেন৷ প্রতিবেশী রাষ্ট্রের মনোমুগ্ধকর কিছু বিষয় একেবারেই উপে...
06/05/2020

ইসলামাবাদ পাকিস্তান 😍

পাকিস্তান নিয়ে যতই তর্ক বিতর্ক হোক না কেন৷ প্রতিবেশী রাষ্ট্রের মনোমুগ্ধকর কিছু বিষয় একেবারেই উপেক্ষা করা যায়না৷ পাকিস্তান সৌন্দর্যের লীলাভূমি৷ অশান্ত পরিস্থিতিও চাপা পড়ে যায় এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কাছে৷

আর্ট মেকার ট্যুরিজম ইভেন্ট এর পক্ষ হতে সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা 💝
14/04/2020

আর্ট মেকার ট্যুরিজম ইভেন্ট এর পক্ষ হতে সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা 💝

07/04/2020

প্রেস বিজ্ঞপ্তি

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নগরবাসীর বৃহৎ স্বার্থে করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে এখন থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জরুরী সেবা, চিকিৎসা, ভোগ্যপণ্য ও রপ্তানী পণ্য পরিবহন কার্যে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন ব্যতিরেকে সকল ধরনের ব্যক্তি ও যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রনের নির্দেশ দেয়া হয়েছে।

উপরোল্লিখিত দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, ছাড়া কোন ব্যক্তি বা পরিবহন চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা থেকে বের হতে পারবে না এবং অন্য এলাকা থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় প্রবেশ করতে পারবে না। ৬ এপ্রিল রাত ১০ টা থেকে এটি কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

বিষয়টি নিশ্চিত করার জন্য ইতোমধ্যে চট্টগ্রাম মহানগরীর সকল প্রবেশ পথে এবং মহানগরীর অভ্যন্তরে বিভিন্ন পয়েন্টে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। উল্লিখিত নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।..
মোহাম্মদ আবু বকর সিদ্দিক
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার
মুখপাত্র, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম নগরের প্রবেশপথ সিটি গেট, অক্সিজেন মোড়, কাপ্তাই রাস্তার মাথা, কালুরঘাট সেতু এবং শাহ আমানত সেতুর মুখে পুলিশ আজ নিরাপত্তা চৌকি বসিয়েছে। এই পাঁচটি পথ দিয়ে চট্টগ্রাম নগরে প্রবেশ ও বের হওয়া যায়।
করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে চট্টগ্রাম পুলিশ এই সিদ্ধান্ত নেয়। এর আগে চট্টগ্রাম নগরে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত সব ধরনের দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল পুলিশ। সন্ধ্যার পর ওষুধের দোকান ছাড়া নগরের কোনো দোকানপাট ও বিপণিবিতান চালু রাখা নিষিদ্ধ করা হয়েছে।

জরুরি বিজ্ঞপ্তিকরোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে নগরবাসীর বৃহৎ স্বার্থে আজ (০৬/০৪/২০২০ খ্রী:) থেকে পরবর্তী নির্দেশ না দেওয...
06/04/2020

জরুরি বিজ্ঞপ্তি

করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে নগরবাসীর বৃহৎ স্বার্থে আজ (০৬/০৪/২০২০ খ্রী:) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৭:০০ ঘটিকা থেকে সকাল ০৬:০০ (অর্থাৎ সন্ধ্যা ৭:০০ থেকে সারারাত) পর্যন্ত ঔষুধের দোকান ব্যতীত সকল প্রকার দোকান, মার্কেট এমনকি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ও বন্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্দেশক্রমে
পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

ঘরে থাকুন, নিরাপদে থাকুন।

আপনাদের প্রদানকৃত আর্থিক সহায়তায় আমরা ইতোমধ্যে  ৫০টি অসহায় পরিবারকে খাদ্যদ্রব্য বিতরণ করেছি। একইসাথে আমরা চট্টগ্রামের ৮ট...
06/04/2020

আপনাদের প্রদানকৃত আর্থিক সহায়তায় আমরা ইতোমধ্যে ৫০টি অসহায় পরিবারকে খাদ্যদ্রব্য বিতরণ করেছি।

একইসাথে আমরা চট্টগ্রামের ৮টি এলাকার ঘুরে এসব বিতরণ করেছি । আমাদের সবার নিজ নিজ জায়গা থেকে এটি নৈতিক দায়িত্ব । আমরা যদি না করি করবে কে। নিশ্চয়ই দেশের বাইরে থেকে কোন লোক এসে আমাদের এই সব কাজ করে দিয়ে যাবে না । আমাদের সমাজের প্রতিটি মানুষেরই নিজ নিজ জায়গা থেকে নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত । ইচ্ছা ছিল আরো অনেক প্যাকেট করার । কিন্তু আমরা সবাই স্টুডেন্ট। আমাদের ইচ্ছা থাকলেও অনেক সীমাবদ্ধতা থাকে। সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি আমাদের সাথে একটু এগিয়ে আসে তাহলে আমরা আরো অনেক ভাল কিছু সমাজকে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি ।এখনো অনেক মানুষ হাহাকার করছে চারপাশে । যদি সবার হাতে তুলে দিতে পারতাম তাহলে মনটা শান্তি হতো।
খাদ্যদ্রব্য বিতরণ করতে গিয়ে আমি অনেক এলাকা ঘুরেছি দেখেছি মানুষের হাহাকার। নিজের কাছে অনেক খারাপ লেগেছে। অনেক এলাকা আছে যেখানে কেউ এখনো ত্রাণ নিয়ে যায়নি। আমাদের ইচ্ছা চট্টগ্রামের প্রতিটি এরিয়ায় যাব এবং সকলকে সহযোগিতা করবো । যা আমাদের একার পক্ষে সম্ভব হবে না । এতে সকলকে এগিয়ে আসতে হবে । আশা করি সবাই সবার নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবে।

সেজন্য প্রয়োজন আপনাদের সাহায্য। আমাদের কাছে সাহায্য পাঠাতে পারবেনঃ
বিকাশঃ 01626179674 (পারসোনাল)
নগদঃ 01782728656 (পারসোনাল)
রকেটঃ 01846-3222420(পারসোনাল)

যারা চাল, ডাল বা অন্য কিছু পাঠাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুনঃ
01626179674
01628-268947
সেই সাথে যারা আমাদের সাথে ডিস্ট্রিবিউশনে কাজ করতে চান তারা যোগাযোগ করুন।

আলহামদুলিল্লাহ । আর্ট মেকার ট্যুরিজম ইভেন্টের উদ্যোগে ছোট্ট একটি প্রচেষ্টা ছিলো । ২৫ জনের জন্য প্ল্যানিং থাকলেও ৫০ জনের ...
03/04/2020

আলহামদুলিল্লাহ । আর্ট মেকার ট্যুরিজম ইভেন্টের উদ্যোগে ছোট্ট একটি প্রচেষ্টা ছিলো । ২৫ জনের জন্য প্ল্যানিং থাকলেও ৫০ জনের জন্য প্যাকেট করলাম। ইনশাআল্লাহ সামনে আরও ভাল কিছু করার ইচ্ছা আছে। সবাইকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।

▶️▶️আতঙ্কিত না হয়ে সচেতন হই। করোনার ভয় আমরা করব জয় ▶️▶️ #ফাস্ট_সোশ্যাল_ওয়ার্ক ধন্যবাদ গ্রুপের প্রতিটি মেম্বারকে । সব...
20/03/2020

▶️▶️আতঙ্কিত না হয়ে সচেতন হই। করোনার ভয় আমরা করব জয় ▶️▶️
#ফাস্ট_সোশ্যাল_ওয়ার্ক
ধন্যবাদ গ্রুপের প্রতিটি মেম্বারকে । সবার জন্যই প্রোগ্রামটি সফল হয়েছে ।

আসসালামু আলাইকুম, সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা কারোই অজানা নায়। সম্প্রতি আমাদের দেশেও করোনা ভাইরাস...
19/03/2020

আসসালামু আলাইকুম,
সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা কারোই অজানা নায়। সম্প্রতি আমাদের দেশেও করোনা ভাইরাসের রোগী সনাক্ত হয়েছে। দু-একজনের প্রাণহানি হয়েছে , এই পর্যায়ে এসে গ্রুপের ভ্রমণ পিপাসুদের নিয়ে কোথাও ভ্রমণ করার সাহস আর বুদ্ধি কোনটাতেই সচেতনতার পরিচয় দেয় না। তাই খুব দেরী হবার আগে সকলের স্বাস্থ্যগত ঝুঁকির কথা বিবেচনা করে অনির্দিস্ট কালের জন্য আমাদের সকল অফিশিয়াল ইভেন্ট #বন্ধ ঘোষণা করা হলো এবং আগামী ২৫ মার্চ রাতে সেন্টমার্টিন ইভেন্ট স্থগিত ঘোষণা করছি।
সচেতন থাকবেন, অন্যকেও সচেতন রাখবেন।আপাতত কিছুদিন ঘরের বাইরে বের হবেন না।
কোথাও ভ্রমণ থেকে দূরে থাকুন।
আমাদের সচেতনতাই বাঁচাবে দেশ ।
আল্লাহ ভরসা

সহস্রধারা ঝর্ণা ♥️
15/03/2020

সহস্রধারা ঝর্ণা ♥️

এক দিন ফুলের স্বর্গে হারিয়ে যাবো আমি ♥️ 🌻🌻
14/03/2020

এক দিন ফুলের স্বর্গে হারিয়ে যাবো আমি ♥️

🌻🌻

ব্রাহ্মণবাড়িয়া অষ্টগ্রাম সূর্যমুখী ফুলের বাগানে  🌻
10/03/2020

ব্রাহ্মণবাড়িয়া অষ্টগ্রাম
সূর্যমুখী ফুলের বাগানে 🌻

বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত 🏂
10/03/2020

বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত 🏂

সহস্রধারা লেক ♥️
08/03/2020

সহস্রধারা লেক ♥️

বাংলাদেশ ♥️♥️
03/03/2020

বাংলাদেশ ♥️♥️

বাঁশখালী tour এ যা যা  খেলাম😊PC : John Advin
22/02/2020

বাঁশখালী tour এ যা যা খেলাম😊

PC : John Advin

বাঁশখালী ট্যুর 🖤
22/02/2020

বাঁশখালী ট্যুর 🖤

11/02/2020

আসসালামু আলাইকুম
সবাই কে আমাদের আর্ট মেকার ট্যুরিজম এর পক্ষ থেকে স্বাগতম.. ….
সবার উদ্দেশ্যে বলছি, আপনারা যারা আমাদের সাথে বাঁশখালী
ট্যুর যেতে আগ্রহী হয়েছেন, আপনারা আমাদের পেইজ এ অতি শীগ্রই ইনবক্স করুন।

10/02/2020

Ohh my god

🐦🕊️🐦
07/02/2020

🐦🕊️🐦

বাঁশখালী ইকোপার্ক
02/02/2020

বাঁশখালী ইকোপার্ক

 #মহামায়া_লেক 😍২৪/০১/২০২০
27/01/2020

#মহামায়া_লেক 😍

২৪/০১/২০২০

Address


Telephone

+8801626179674

Website

Alerts

Be the first to know and let us send you an email when Art-Maker Tourism Event posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Art-Maker Tourism Event:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share