Vanguards of Travelling

  • Home
  • Vanguards of Travelling

Vanguards of Travelling জীবন সুন্দর হোক স্রষ্টার সৃষ্টির সৌন?
(2)

27/06/2022

জীবন সুন্দর 🇧🇩

17/06/2022

সুন্দর চোখে দেখলে স্রষ্টার সৃষ্টির সবকিছুই ভালো লাগে।

11/06/2022

বাহিরের কোলাহল আপনাকে বড্ড ক্লান্ত করবে কিন্তু প্রকৃতির কোলাহল আপনাকে ক্লান্ত করবে না বরং মানসিক প্রশান্তি দিবে 🌺

09/06/2022

বন্ধু বিজয়ের গলায় 🖤

একটা মন কয়জনরে দেওয়া যায় বন্ধু ..
জিগাইরে তোমায় ..
একটা মন কয়জনরে দেয়া যায়...

★আমাদের সাথে কানেক্টেড থাকতে আমাদের গ্রুপে জয়েন করুন।
গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/804378263700645/?ref=share

04/06/2022

শহীদ সিরাজ লেক/নীলাদ্রি লেক (Niladri Lake) খ্যাত দর্শনীয় স্থানটি মূলত সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাটের চুনাপাথরের একটি পরিত্যাক্ত খনির লাইম স্টোন লেক। এর পানি অনেক নীল হওয়ার কারণে এর নাম দেওয়া হয়েছে নিলাদ্রী লেক। লেকের পাড়ে অনেক টিলা রয়েছে। এটিকে বাংলার কাশ্মীরও বলা হয়।

পাহাড় = মাদকতাঅনেক বছর আগের কথা, আমি তখন ক্লাস নাইনে পড়ি। কোন এক পুকুর পাড় ধরে আমি আর আমার এক বন্ধু হেটে যাচ্ছিলাম। আমি ...
02/06/2022

পাহাড় = মাদকতা

অনেক বছর আগের কথা, আমি তখন ক্লাস নাইনে পড়ি। কোন এক পুকুর পাড় ধরে আমি আর আমার এক বন্ধু হেটে যাচ্ছিলাম। আমি তখন সাঁতার কাটতে জানতাম না। এই আফসোসটা আমার ছোটবেলা থেকেই। তো আমি আমার বন্ধুকে বললাম, "যদি এই পুকুরটা পাড়ি দিতে পারতাম তাহলে মনে হতো যেন এভারেস্টটা জয় করে ফেলেছি!" পাশ দিয়ে যাওয়ার সময় একজন মেয়ে তখন বলেছিল, "পারবে একদিন!" তারপর আর কি! ঐ মেয়ের কথার জ্বালানি হ্রদয়ে ঢেলে এখন পর্যন্ত বহুবার সাঁতার শেখার জন‍্য পুকুরে, খালে ও নদীতে নেমেছি কিন্ত সাঁতারও শেখা হয় নি আর এভারেস্টতো আরও দূর!

এখন পর্যন্ত সাঁতার শেখা বা এভারেস্ট জয় কোনটাই করতে না পারলেও চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত কিছু পাহাড় জয় করার সৌভাগ্য আমার হয়েছে। পাহাড় জয়ে এক ধরনের মাদকতা আছে। যার মধ‍্যে এই মাদকতার অভাব আছে সে পাহাড় জয়ের আনন্দ থেকে বঞ্চিত।

গত বছর Vanguards of travelling এর সম্মানিত এডমিনদের সাথে গিয়েছিলাম চন্দ্রনাথ পাহাড় জয় করতে। হিউম‍্যান সাইকোলজিতে একটা কথা আছে, আর তা হলো নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সবচেয়ে বেশি। আমার চন্দ্রনাথ বিজয়ের পূর্বে অন‍্য যারা চন্দ্রনাথ জয় করেছিলেন তাদের অধিকাংশ লোকই একটা কমন কথা বলেছিল, "চন্দ্রনাথে দেখার কিছু নাই, শুধু কষ্ট আর কষ্ট!" আগেই বলেছি পাহাড় জয়ে মাদকতা আছে। আর আমি তাতে আসক্ত। মানুষের মুখে যতই চন্দ্রনাথ সম্পর্কে নেগেটিভ রিভিউ পাচ্ছিলাম ততই চন্দ্রনাথ জয়ের নেশা আমার মধ‍্যে প্রবল হচ্ছিল।

চন্দ্রনাথ পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার। সীতাকুণ্ড শহরের পূর্বে অবস্থিত চন্দ্রনাথ শৃঙ্গ প্রায় ১০২০ফুট (প্রায়) অথবা (৩১০ মিটার) উঁচু এবং চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান।

আমরা পাঁচজনের একটা টিম ভোর বেলায় রওনা হই চন্দ্রনাথের উদ্দেশ্যে। সকাল ১০ টার দিকে প্রথমে যাই মহামায়া লেকে। ঐখানে কিছু সময় অবস্থানের পর রওনা হই চন্দ্রনাথের উদ্দেশ্যে। চন্দ্রনাথ যখন পৌঁছাই তখন সূর্য মাথার উপরে। শীতের শুরু ছিল বলে খুব একটা কষ্ট অনুভূত হয় নি। চন্দ্রনাথের মূল ফটকের সামনে পৌঁছনোর পরপরই দেখা হয় একজন সাধু টাইপ বয়স্ক লোকের সঙ্গে। আমরা সবাই তার সাথে কিছুক্ষণ আলাপচারিতা ও তার পরিবেশন করা গান শুনে পাহাড় জয়ে রওনা হই। যতই উপরের দিকে যাচ্ছিলাম ততই চন্দ্রনাথ জয়ের আকাঙ্ক্ষা আরও তীব্র হচ্ছিল। আপনারা যারা যেতে চান তারা উপরে উঠার সময় কিছুক্ষণ পরপর বিরতি অবশ‍্যই দিবেন। এতে শক্তি সঞ্চার হবে। তাছাড়া পাহাড়ের উপরে অবস্থিত দোকানদারদের সাথেও আলাপ চারিতায় মেতে উঠবেন। আমরা যখন উপরের দিকে উঠছিলাম এর কিছুক্ষণ পর একটি সনাতন ধর্মানুলম্বী পরিবারের সাথে আমাদের দেখা হয়েছিল। উনারা উনাদের পরিবারের সাথে চন্দ্রনাথ মন্দিরে প্রার্থনার উদ্দেশ্যে এসেছিলেন। একজন মা কতটা কষ্ট করে তার সন্তানের জন‍্য তা ঐদিন ঐ পরিবারের ছেলের বৌকে দেখে আবারও বুঝেছিলাম। ছেলের বৌটি তার নিজের ২ বছরের বাচ্চাকে কোলে নিয়ে এতগুলো খাড়া খাড়া সিঁড়ি বেয়ে উপরে উঠছিলেন। যারা আগে চন্দ্রনাথে গিয়েছেন আপনারা অবশ্যই জানেন যে এই পাহাড়ে ১ বোতল পানি নিয়ে উপরে উঠাই কত কষ্টের! অনেক কষ্টে বৌ, শাশুড়ি ও তার নাতি-নাতনিরা চন্দ্রনাথ মন্দিরের আগের মন্দির পর্যন্ত পৌঁছে। পরে বেলা শেষ হয়ে গেলে তাদের সমস‍্যা হতে পারে ভেবে তারা ঐখান থেকেই পুনরায় নিচে চলে যান। আমরা যখন উপরে পৌঁছাই তখন সূর্য প্রায় ডুবুডুবু। তার উপর আবার আকাশ মেঘলা। বলে বুঝাতে পারব না চন্দ্রনাথের উপরে উঠার পর কি একটা অদৃশ্য শান্তি অনুভূত হচ্ছিল। আকাশ আর মেঘের চমৎকার মিলনমেলা। চন্দ্রনাথ জয় করতে যাচ্ছি আর সাথে মাতৃভূমির পতাকা থাকবে না তাই কি হয়! সাথে থাকা এন্ড্রয়েড ফোনে লো লাইটে ভালো ছবি আসছিল না। পরে নাটোর থেকে আসা একঝাঁক তরুণের সাথে উপরে পরিচয় হয়। তাদের মধ‍্যে থাকা ফাহিম ফয়সাল প্রীতম ভাইয়ের আইফোনে এই ছবিটি তুলি। ভাই খুব ভালো মনের মানুষ। ছবিটার জন‍্য অনেক প‍্যারা দিছি কিন্ত ভাই মাইন্ড করেন নাই। ছবি তোলা শেষে কিছুক্ষণ উপরের মুগ্ধতা উপভোগের পর সূর্যের সাথে সাথে আমরাও পাহাড়ের অন‍্য পথ দিয়ে নিচে নেমে আসি। ধন্যবাদ আমার সফরসঙ্গীদের, মেহেদী ভাই, মহিউদ্দিন ভাই, আল-আমিন মামা এবং সাখাওয়াত হোসেন ভাইকে। বলে রাখা ভালো যারা বলেছিলেন যে চন্দ্রনাথে দেখার কিছু নাই আমি আপনাদের সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। পাহাড়ে উঠতে উঠতে সাধু টাইপ লোকের সাথে পরিচয়, পাহাড়ি দোকানে বসে শসা ও পানি পান, কিংবা ছোট ছোট ঐ বাচ্চাদের জন‍্য মায়ের মমতা, পাখির উড়ে চলা, নির্মল বাতাস, সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা স্থান, আকাশের বুকে মেঘের মেলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের দান এত বড় পাহাড় যখন আপনাকে টানবে না তখন নিজেকে নিয়ে একটু ভাবতে পারেন। একটা বিশেষ নিয়তে অনেকদিন পাহাড়ে যাই না! ইনশাআল্লাহ্, নিয়তটা পূরণ হলেই আবার যাব পাহাড়ে। কারণ "জোয়ান কালে উঁচা, বুড়া কালে নিচা" আমি এই নীতিতে বিশ্বাস করি।

ধন্যবাদ এতক্ষণ এই প‍্যাচাল পড়ার জন‍্য। শুভকামনা রইল।

(তথ‍্যসূত্রঃ উইকিপিডিয়া)

শুভেচ্ছান্তে,

30/05/2022

ট্রলারে সেন্টমার্টিন যাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে।

টেকনাফ ট্রলার ঘাট থেকে যখন ট্রলার ছেড়ে দেয় তার কিছুক্ষণের মধ্যেই বিজিবির চেকপোষ্টে চেকিং পর্ব শেষ করে নাফ নদী হয়ে সামনে এগুতে থাকে।
সাথে যাবার পথে নাফ নদীর পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের পাহাড় গুলো দেখতে পাবেন।

ঠিক ১ ঘন্টা ২০ মিনিট পার হবার পর যখন ট্রলারটি একটু দুলতে থাকবে তখনই বুঝবেন আপনি সাগরের মোহনায় চলে আসছেন।
তারপর বড় বড় ঢেউয়ে দুলতে দুলতে রোমাঞ্চকর একটা যাত্রায় চলে যাবেন নারিকেল জিঞ্জিরা খ্যাত বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন।

★অবশ্যই ওয়েদার আপডেট জেনে ট্রলারে রওনা হবে।
★যাদের সি সিকনেস আছে তারা এই ভ্রমণ থেকে বিরত থাকুন।
★সাথে ছাতা/গামছা, সানগ্লাস নিবেন তীব্র রোদ থাকে।
★ট্রলারের ইঞ্জিনের তীব্র শব্দ দেখে বাচতে এয়ারফোন নিয়ে নিবেন।
★সাথে খাবার পানি ও স্যালাইন রাখুন।

#জীবন_সুন্দর_হোক_স্রষ্টার_সৃষ্টির_সৌন্দর্য_উপভোগ_করে

🇧🇩 শীতলক্ষ্যা
30/05/2022

🇧🇩
শীতলক্ষ্যা

26/05/2022

কিছু মানুষ আছে যারা বৃষ্টিকে অনুভব করে, বাকিরা শুধু শরীর ভেজায়।

একটু প্রকৃতি দেখতে যাই,উপভোগ করতে পারলে প্রকৃতির সব রূপই সুন্দর 🇧🇩
14/05/2022

একটু প্রকৃতি দেখতে যাই,উপভোগ করতে পারলে প্রকৃতির সব রূপই সুন্দর 🇧🇩

কাপ্তাই 🇧🇩
08/05/2022

কাপ্তাই 🇧🇩

03/05/2022

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْك

”তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম” অর্থাৎ আল্লাহ আমাদের এবং আপনার (ইবাদত-বন্দেগী) কবুল করুন। (বায়হাকী (২/৩১৯)-সনদ হাসান)।

13/03/2022

জীবন সুন্দর হোক স্রষ্টার সৃষ্টির সৌন্দর্য উপভোগ করে 🇧🇩

ইট পাথরের শহর ছেড়ে একটু প্রাণ খুলে দীর্ঘশ্বাস নিতে সাগর পাড় যেয়ে সেই ইট পাথরের দালানেই থাকার কোন মানেই হয় না!জীবন সুন্দর...
13/03/2022

ইট পাথরের শহর ছেড়ে একটু প্রাণ খুলে দীর্ঘশ্বাস নিতে সাগর পাড় যেয়ে সেই ইট পাথরের দালানেই থাকার কোন মানেই হয় না!

জীবন সুন্দর ও মধুর, জীবনের প্রকৃত সুখ পেতে চাইলে বালু-মাটির সাথে মিশে যান, এ সুখ আপনি পৃথিবীর আর অন্য কোনভাবেই পাবেন না।😊

#সেইন্টমার্টিন ❤️

বিচ্ছিন্ন আলীকদম-থানচি সড়ক নির্মাণে  🇧🇩 বাংলাদেশ সেনাবাহিনী।
05/09/2021

বিচ্ছিন্ন আলীকদম-থানচি সড়ক নির্মাণে
🇧🇩 বাংলাদেশ সেনাবাহিনী।

🇧🇩একটি জরুরী ঘোষণা!!! আলীকদম-থানচি রোড জরুরী মেরামতের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। ★সেপ্টেম্বরের ৫ তারিখ খুলার সম্...
02/09/2021

🇧🇩
একটি জরুরী ঘোষণা!!!

আলীকদম-থানচি রোড জরুরী মেরামতের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।

★সেপ্টেম্বরের ৫ তারিখ খুলার সম্ভাবনা আছে কিন্তু এখনো শিউর না।
রাস্তা খুলে দিলে আপডেট জানিয়ে দেয়া হবে।

★জীবন সুন্দর হোক স্রষ্টার সৃষ্টির সৌন্দর্য উপভোগ করে।

🇧🇩🇧🇩🇧🇩উদাস করেছে এই রাতবৃষ্টি নেমেছে মনে পড়ে যায় আমার গাঁবৃষ্টি নেমেছে ঐ মাটির ভালোবাসায় 🖤
31/05/2021

🇧🇩🇧🇩🇧🇩
উদাস করেছে এই রাত
বৃষ্টি নেমেছে মনে পড়ে যায় আমার গাঁ
বৃষ্টি নেমেছে ঐ মাটির ভালোবাসায় 🖤

🇧🇩🇧🇩🇧🇩তাজহাট জমিদার বাড়িটি রংপুর জাদুঘর থেকে প্রায় ৪ মাইল পূর্ব  দক্ষিনে কোণে বর্তমান কৃষি ইনস্টিটিউট পাশে সবুজ গাছপালা ...
01/05/2021

🇧🇩🇧🇩🇧🇩
তাজহাট জমিদার বাড়িটি রংপুর জাদুঘর থেকে প্রায় ৪ মাইল পূর্ব দক্ষিনে কোণে বর্তমান কৃষি ইনস্টিটিউট পাশে সবুজ গাছপালা পরিবেষ্টিত আর্কষর্ণীয় পরিবেশে অবস্থিত । জমিদার বাড়ির সামনে রয়েছে সমসাময়িককালে খননকৃত বিশাল আকৃতির ৪টি পুকুর।
বর্তমান তাজহাটে বাজার হতে উত্তর দিক দিয়ে প্রধান ফটক অতিক্রম করে ক্রমান্বয়ে পশ্চিমে কয়েকশ’গজ পেরিয়ে জমিদার বাড়ির প্রধান প্রবেশ পথে আসা যায়।
তাজহাট জমিদার মূলতঃ গোবিন্দ লালের পুত্র গোপাল লাল(জি.এল.রায়) এর সাথে সর্ম্পকযুক্ত যা স্থানীয়ভাবে তাজহাট জমিদার নামে পরিচিত।এ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন মান্নানলাল রায়।তিনি সুদূর পাঞ্চাব হতে রংপুরের বিশিষ্ট সমৃদ্ধ স্থান মাহিগঞ্জে স্বর্ণ ব্যবসা করার জন্য এসেছিলেন।

আমাদের ফেইসবুক গ্রুপে ঘুরে আসুনঃ Vanguards of Travelling

🇧🇩
26/04/2021

🇧🇩

Vanguards of Travelling   এর  ভ্রমণ ও আউটডোর অ্যাডভেঞ্চারপ্রিয়দের জন্য একটি খোলা উঠান, যেখানে এর সদস্যরা নিজেদের মধ্যে ...
07/02/2021

Vanguards of Travelling এর ভ্রমণ ও আউটডোর অ্যাডভেঞ্চারপ্রিয়দের জন্য একটি খোলা উঠান, যেখানে এর সদস্যরা নিজেদের মধ্যে ভ্রমণ ও আউটডোর একটিভিটি বিষয়ে তথ্য আদান-প্রদান করে।
ভ্রমণ মানুষকে মানসিক প্রশান্তি দেয়। ভ্রমণটি পরিণত হয় সবার সামগ্রিক অভিজ্ঞতায়। নিজেদের প্রচেষ্টায় স্বাধীনভাবে এই ঘোরাঘুরি হয়ে উঠুক একটি লাইফ স্টাইল। দেশ কিংবা দেশের বাইরে, পৃথিবীর যে কোন প্রান্তের ভ্রমণ ও আউটডোর একটিভিটি সম্পর্কিত আপনার অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, সমস্যা, সম্ভাবনা শেয়ার করুন আমাদের সাথে। আসুন, জেনে নিই গ্রুপে পোস্ট করার নিয়মাবলীঃ

১/ গ্রুপে ভ্রমণ ব্যতিত বাণিজ্যিক, রাজনৈতিক, ধর্মীয় ইত্যাদি অন্য কোন বিষয় সম্পর্কিত পোস্ট করা যাবেনা।

২/ ভ্যানগার্ডস ব্যতিত অন্য কোন গ্রুপ কিংবা প্রতিষ্ঠানের ইভেন্ট অফার বা বাণিজ্যিক কোন কার্যক্রম গ্রুপে পোস্ট করা বা কমেন্ট বক্সে লিংক শেয়ার করা যাবেনা।

৩/ গ্রুপে ভ্রমণ সংক্রান্ত কোন বিষয় জানতে চাওয়া Help পোস্টে হাসির রিয়েক্ট বা কমেন্ট বক্সে যথাযথ Helping suggestion ব্যতিত অপ্রাসঙ্গিক কমেন্ট, তর্ক বিতর্ক, ঠাট্টা তামাশা করা যাবে না।

৪/ জাতি,ধর্ম,বর্ণ,কোন ব্যক্তি কিংবা কোন প্রতিষ্ঠানকে আঘাত করে এমন কিছু গ্রুপে লিখা বা শেয়ার করা যাবেনা।

৫/ একসাথে ৭টির অধিক ছবি আপলোড করা যাবেনা এবং প্রতিটি ছবির জন্য আলাদা করে ক্যাপশন দিতে হবে, ছবি কোথা থেকে তোলা হয়েছে তা ক্যাপশনে উল্লেখ করতে হবে।

৬/ আপনি ভ্রমণ করেছেন এমন জায়গা সম্পর্কে আপনার ভালো জানাশোনা থাকলে আপনি সেখানকার সব রকম তথ্য নিয়ে গ্রুপে ডক ফাইল তৈরি করতে পারেন, যাতে আপনার দেয়া তথ্য নিয়ে যে কেউ সহজে কোথায় যেতে পারে।

৭/ নিজের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে নিয়মিত পোস্ট করতে পারবেন, ভ্রমণে গিয়ে কি কি ভালো লেগেছিলো, কি কি বিপদের সম্মুখীন হয়েছিলেন কিংবা কোন কোন জায়গা ও কাজগুলো বিপদজনক হতে পারে এই সম্পর্কিত আপনার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে লিখতে পারেন গ্রুপে, এতে অন্যরা ভ্রমণে উৎসাহী হয় এবং আগে থেকে সাবধান থাকতে পারে।

৮/ অন্য কোন গ্রুপ/পেজে কিংবা প্রোফাইলে আপলোড করা ছবি বা ভিডিও গ্রুপে শেয়ার দেওয়া বা লিংক শেয়ার করা যাবেনা।
আপনার নিজের ইউটিউব ভিডিও হলে পোস্টে এড দিতে পারেন।

৯/ ক্যাপশন ব্যতিত কোন ছবি বা ভিডিও এপ্রুভ করা হবেনা।

29/01/2021

Dense foggy morning 🇧🇩

একটি ভোর একটি সুন্দর আকাশ ♥চট্টগ্রাম হাইওয়ে।
10/01/2021

একটি ভোর একটি সুন্দর আকাশ ♥
চট্টগ্রাম হাইওয়ে।

07/01/2021

এখন অনেক রাত
🇧🇩
সামনে Vanguards of Travelling এর ট্যুর ইভেন্ট আসছে।

06/01/2021

প্রবল তুষারঝড় 🌨 ⛄️

06/01/2021

눈 내리고 있습니다..

দীর্ঘ ৭ মাস ধরে কোভিড-১৯ এর প্রকোপে বন্ধ থাকার পর আবারও পর্যটক ও ভ্রমন প্রেমীদের জন্য ভ্রমনের জন্য খোলা হচ্ছে বাংলাদেশের...
12/11/2020

দীর্ঘ ৭ মাস ধরে কোভিড-১৯ এর প্রকোপে বন্ধ থাকার পর আবারও পর্যটক ও ভ্রমন প্রেমীদের জন্য ভ্রমনের জন্য খোলা হচ্ছে বাংলাদেশের সর্ব বৃহৎ উপকূলীয় ম্যানগ্রোভ বন সুন্দরবন। সেই সাথে সদ্য নির্মাণ কাজ সমাপ্ত হওয়া “সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত” আধুনিক বিলাশবহুল জাহাজ “এম.ভি. দি ওয়েভ” সুন্দরবন ভ্রমন শুরু করতে যাচ্ছে। আগামী ৬/১১ /২০২০ রোজ শুক্রবার প্রথম কমার্শিয়াল ট্রিপে খুলনা থেকে সুন্দরবন এর অভ্যান্তরে ছেড়ে যাবে ।


সুন্দরবন এর অভ্যান্তরে ভ্রমনের জন্য, পর্যটকদের আরাম আয়েশ এর চাহিদা পূরন ও তারকা মান এর সেবা দেওয়ার লক্ষ্যে, নির্মিত হয়েছে সর্বাধুনিক ও বিলাসবহুল ট্যুরিস্ট ভেসেল “এম ভি দি ওয়েভ” ।

২০১৮ সালের ৫ মার্চ এ্যাডভেঞ্চার শিপ ইয়ার্ড, দপদপিয়া, বরিশাল এ কীল প্লেট স্থাপন এর মাধ্যমে নৌযান টির নির্মাণ কাজ শুরু হয় । ১৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৩ ফুট (প্রায়) প্রস্থ বিশিস্ট নৌযান টিতে মোট ৭৫ জন এর আবাসন ব্যাবস্থা করা হয়েছে। মোট ৩২ টি কেবিন নিয়ে গঠিত আবাসন পরিকল্পনায় , ফ্যামিলি কেবিন রয়েছে ১২ টি এবং অবশিস্ট ২০ টি কেবিন এর মধ্যে ডাবল বেড ও ট্রিপল বেড কেবিন রয়েছে । প্রতিটি কেবিন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। সব গুলো কেবিন এ ইউরোপিয়ান স্টাইলের, এটাচ বাথরুম সংযোজিত হয়েছে ।

এম ভি দি ওয়েভ জাহাজ এর সুইমিং পুল
এম ভি দি ওয়েভ জাহাজ এর ২য় তলার পেছন এর সান ডেক এ একটি ৪০০ বর্গফুট বিশিষ্ট সুইমিং পুল স্থাপন করা হয়েছে । নৌযান টিতে ১৬০০ বর্গফুট বিশিস্ট প্রায় ১০০ আসন সমৃদ্ধ শীতাতপ নিয়ন্ত্রিত একটি কনফারেন্স হল রুম নির্মাণ করা হয়েছে । যাতে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম এর সমন্বয়ে কর্পোরেট পার্টি, ট্রেনিং, মিটিং এবং সেমিনার এর আয়োজন করা যাবে । শিশুদের জন্য থাকছে ইনডোর গেইমস জোন ।

#সংগ্রহীত।

ব্রেকিং নিউজ: আজকে থেকে ছেঁড়াদ্বীপ যাওয়া যাবে। সম্পূর্ণ নির্দেশনা  তুলে নেয়া হয়েছে।  সন্ধ্যায় সেন্টমার্টিনের চেয়ারম্...
01/11/2020

ব্রেকিং নিউজ:

আজকে থেকে ছেঁড়াদ্বীপ যাওয়া যাবে। সম্পূর্ণ নির্দেশনা তুলে নেয়া হয়েছে। সন্ধ্যায় সেন্টমার্টিনের চেয়ারম্যান-মেম্বার, কোস্টগার্ড, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সেখানে কোন প্রবালের ক্ষতি না হয়। সে ক্ষেত্রে একটি ঘর স্থাপন করে দেখভাল করবে সেন্টমার্টিনে ট্রলার মালিক সমিতি।

যাচ্ছি আগামী ২৬ নভেম্বর Vanguards of Travelling গ্রুপ থেকেনারিকেল জিনজিরায় বা সেইন্ট মার্টিনযেটিকে বাংলাদেশের একমাত্র প্...
29/10/2020

যাচ্ছি আগামী ২৬ নভেম্বর
Vanguards of Travelling গ্রুপ থেকে

নারিকেল জিনজিরায় বা সেইন্ট মার্টিন
যেটিকে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বলা হয়

Vanguards of Travelling
https://www.facebook.com/groups/804378263700645/?ref=share আমাদের এই গ্রুপ থেকে এই ট্যুর আয়োজন করা হচ্ছে
এই ট্যুর সম্পর্কে আরো বিস্তারিত জানতে
যোগাযোগ করুনঃ -০১৮৬৬৭৩৭৭৬৬

দেবতাখুম, বান্দরবনের হাজারো খুমের মাঝে অন্যতম একটু খুম এই দেবতাখুম। বান্দরবনের রোয়াংছড়ি থেকে প্রায় ১.৩০/২ ঘন্টা ট্রেকিং ...
29/10/2020

দেবতাখুম,
বান্দরবনের হাজারো খুমের মাঝে অন্যতম একটু খুম এই দেবতাখুম। বান্দরবনের রোয়াংছড়ি থেকে প্রায় ১.৩০/২ ঘন্টা ট্রেকিং করে যেতে হয় দেবতাখুমে। ২৬ তারিখের আগে টানা বৃষ্টির কারনে ৫ দিন বন্ধ থাকে দেবতাখুম। সাধারণত এই খুমে সবাই ভেলা দিয়েই যেতে পারে। কিন্তু এখন টানা বৃষ্টির কারনে পানির অনেক স্রোত থাকায় ভেলা বন্ধ রয়েছে। তাই নৌকায় করে পুরো দেবতাখুম ঘুরা যায় এখন। যারা ট্রেকিং পছন্দ করেন তারা বান্দরবনের এই খুমে গিয়ে ঘুরে আসবেন অবশ্যই, আশা করি নিরাশ হবেন না।

মরমী সাধক বাউল সম্রাট লালন সাঁই এর কথা বিভিন্ন বই পুস্তক,বাংলাদেশের বাউল গান এবং অনেক বিখ্যাত উক্তি শুনে আসতাছি বাল্যকাল...
29/10/2020

মরমী সাধক বাউল সম্রাট লালন সাঁই এর কথা বিভিন্ন বই পুস্তক,বাংলাদেশের বাউল গান এবং অনেক বিখ্যাত উক্তি শুনে আসতাছি বাল্যকাল থেকে।। বহুল প্রতিক্ষার পর কিছুদিন আগে কুষ্টিয়া শহর লালন সাঁই এর মাজার ঘুরে আসার সৌভাগ্য হলো।।কুষ্টিয়া শহর থেকে লালন সাঁই মাজার খুব কাছেই বলা যায়।।।কেউ যদি ঢাকা থেকে কুষ্টিয়া লালন সাঁই মাজার যেতে চায় তাহলে কুষ্টিয়া বাস স্ট্যান্ড নেমে যেকোন অটোকে বললেই লালন সাঁই মাজারে নিয়ে যাবে, জনপ্রতি ভাড়া নিবে ১০-১৫ টাকা।।কুষ্টিয়া বাস স্ট্যান্ড থেকে মাত্র ৪.৭ কিলোমিটার লালন সাঁই মাজার।।।

বিঃদ্রঃ করোনার কারনে বিগত ৭ মাস যাবৎ লালনের মাজারে প্রবেশ নিষেধ এবং কোন প্রকার উরশ,লালনগীতি করতে দিচ্ছে নাহ প্রশাসন।।তাই কেউ যদি লালনের মাজার দেখার উদ্দেশ্য কুষ্টিয়া যেতে চায় তাদেরকে বলবো করোনা থাকাকালীন অবস্থায় নাহ যেতে।।কারন স্থানীয় ব্যবসায়ীদের জিজ্ঞেস করার পর তারা বলছে করোনার ভয়াবহতা যতদিন থাকবে লালনের মাজারে ততদিন পর্যন্ত জনসাধারণের প্রবেশ নিষেধ থাকবে।।

সহস্রধারা লেকের পাশ থেকে তোলা।
15/10/2020

সহস্রধারা লেকের পাশ থেকে তোলা।

Address


Telephone

+8801866737766

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vanguards of Travelling posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vanguards of Travelling:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share