Shakil Air Tours & Travels

  • Home
  • Shakil Air Tours & Travels

Shakil Air Tours & Travels We are ready to provide service 24 hours a day. In- shallah

সম্মানিত যাত্রীগণের কক্সবাজার ভ্রমণকে অধিকতর সহজ ও আরামদায়ক করতে এবং যাত্রীচাহিদা বিবেচনায় শীতকালীন সূচিতে ফ্লাইট বাড়িয়ে...
03/11/2024

সম্মানিত যাত্রীগণের কক্সবাজার ভ্রমণকে অধিকতর সহজ ও আরামদায়ক করতে এবং যাত্রীচাহিদা বিবেচনায় শীতকালীন সূচিতে ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ড্যাশ৮ এর পাশাপাশি সুপরিসর বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের মাধ্যমে কক্সবাজারে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

সর্বনিম্ন মূল্যে! --------------এয়ার টিকেট পাচ্ছেন শাকিল এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে আপনার পছন্দের তারিখের টিকেট টি ব...
09/09/2024

সর্বনিম্ন মূল্যে!
--------------
এয়ার টিকেট পাচ্ছেন শাকিল এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে আপনার পছন্দের তারিখের টিকেট টি বুক করুন এখনি✊

বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ অথবা
WhatsApp করুনঃ
+880 1929-165614
01818377688
01853042989

ইনবক্স করুন –
Shakil Air Tours & Travels

অফিস ঠিকানাঃ
(ডাকবাংলোর পশ্চিম পাশে) মুক্তিযুদ্ধো বিপণী বিতান কচুয়া, চাঁদপুর।

যারা ২০২৫ সালে পবিত্র হজ পালনের ইচ্ছা করেছেন তারা প্রাক নিবন্ধন করতে আমাদের সাথে যোগাযোগ করুন। ডকুমেন্টস প্রয়োজন এন.আই.ড...
13/06/2024

যারা ২০২৫ সালে পবিত্র হজ পালনের ইচ্ছা করেছেন তারা প্রাক নিবন্ধন করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
ডকুমেন্টস প্রয়োজন এন.আই.ডি কপি এবং ৩৫০০০/- টাকা।

Shakil Air Tours & Travels ✈️✈️
যোগাযোগ:01929165614, 01818377688
অফিসের ঠিকানাঃ
মুক্তিযোদ্ধ বিপণী বিতান, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর।

চট্টগ্রাম-কক্সবাজার বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষিত হয়েছে।  সাইক্লোন রেমালের কারণে ২৬ মে কক্সবাজার, চট্টগ্রাম এবং বরিশা...
26/05/2024

চট্টগ্রাম-কক্সবাজার বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষিত হয়েছে।

সাইক্লোন রেমালের কারণে ২৬ মে কক্সবাজার, চট্টগ্রাম এবং বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে, ফলে এই রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট বাতিল করেছে।

তবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা- কানাডা - ঢাকাআমাদের কাছে পাচ্ছেন সকল দেশের এয়ার টিকেট✈️
26/05/2024

ঢাকা- কানাডা - ঢাকা
আমাদের কাছে পাচ্ছেন সকল দেশের এয়ার টিকেট✈️

বিমান ভ্রমণে হাতব্যাগে যেসব জিনিস নেওয়া যাবে না?~ নানাবিধ প্রয়োজনে আমাদের বিমান ভ্রমণ করতে হয়। কারো কারো জন্য হয়তো একেবা...
03/05/2024

বিমান ভ্রমণে হাতব্যাগে যেসব জিনিস নেওয়া যাবে না?

~ নানাবিধ প্রয়োজনে আমাদের বিমান ভ্রমণ করতে হয়। কারো কারো জন্য হয়তো একেবারে নতুন অভিজ্ঞতা। তাই কিছু নিয়ম-কানুন জেনে রাখা ভালো। আজ জানবো বিমানে হাতব্যাগে কোন কোন জিনিস নেওয়া যাবে না।

এজন্য প্রথমেই বিমানের কেবিনে অনুমোদিত বহনযোগ্য হাতব্যাগ সম্পর্কে ধারণা রাখতে হবে। কারণ বিমানে যাত্রার সময় আপনি কোন কোন মালামাল হাতব্যাগে রাখতে পারবেন না। মালামালগুলো হচ্ছে-

chardike-ad
১) মেশিনগান
২) পিস্তল
৩) নেইল কাটার
৪) রশি
৫) ব্লেড

৬) মাছ
৭) মাংস
৮) পেন্সিল ব্যাটারি
৯) বাটাল
১০) ম্যাচ বাক্স

১১) প্লাস
১২) লাইটার
১৩) কাচি
১৪) ছুরি
১৫) সুঁই-সিরিঞ্জ

১৬) স্ক্রু ড্রাইভার
১৭) কাঁটা চামচ
১৮) মরিচের গুড়া
১৯) সেভিং ফোম
২০) ক্রিকেট ব্যাট

২১) অ্যারোসল

তবে এসব মালামাল বড় লাগেজে দেওয়া যায়। যেটা চেক ইন করার সময় সংশ্লিষ্ট এয়ারলাইন্সে আপনি দিয়ে দেবেন বহন করার জন্য। অর্থাৎ চেক ইন লাগেজে ভরে আনতে পারেন। শুধু হাতব্যাগ আপনি বহন করতে পারেন। তাই এ জিনিসগুলো হাতব্যাগে নেওয়ার সুযোগ নেই।

এছাড়া ডায়াবেটিক রোগীর যে কোন জরুরি মুহূর্তে ইনসুলিন নিতে হয়। সে ক্ষেত্রে তিনি সিরিঞ্জ কিভাবে নেবেন? এ ব্যাপারেও উপায় বলে দেওয়া হয়েছে। তাই চেক ইন করার সময় এমন বিষয় ‘স্পেশ্যাল কেইসে’ বলে রাখতে পারেন। তাহলে তারা ব্যবস্থা করে দেবেন।

15/04/2024

২ শত টাকায় থাকতে পারবেন।

26/02/2024

🇰🇷দক্ষিণ কোরিয়ার কর্মী নিয়োগ লটারি রেজিষ্ট্রেশনের তারিখঃ ৪ ও ৫-ই-মার্চ ২০২৪ ইং,
সময়ঃ সকাল ১০ঃ০০ টা থেকে বিকেল ৪ঃ০০ টা পর্যন্ত।

🇰🇷লটারিতে আবেদনের সময় যা যা কাগজ লাগবেঃ
১, নাম।
২, জন্মতারিখ।
৩, পাসপোর্ট নম্বর।
৪, জাতীয় পরিচয়পত্র নম্বর। / জন্মনিবন্ধন নাম্বার
৫, পিতামাতার নাম।
৬, পিতামাতার জাতীয় পরিচয় পত্র নম্বর।
৭, রঙিন পরিষ্কার পাসপোের্ট স্ক্যানকপি।( শুধু ছবি ওয়ালা পেইজ) ( সাইজ- ৬০০*৪০৩)( ৪৬-৫৯ কেবির মধ্যে)
৮, ব্যাকগ্রাউন্ড সাদা রঙিন পরিষ্কার ছবি।( সাদা জামা পরা যাবেনা, সাইজ - ২৭০*৩৪৯, ১৪ কেবির মধ্যে হতে হবে।
৯, নিজস্ব মোবাইল নম্বর।
১০,এস,এস,সি পাশের বছর উল্লেখ করতে হবে।
১১,একটা ইমেইল আইডি।

আগামী ৭ই অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে যাবে ব...
26/08/2023

আগামী ৭ই অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।
এরি মধ্যে তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে ঢাকা থেকে বিশ্বের ৩১ টি নতুন এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ।
1. Lufthansa Airlines ( Germany)
2. ITA Airways ( Italy)
3. Swiss Air ( Switzerland)
4. virgin Atlantic ( UK)
5. British Airline ( UK)
6.American Airlines ( USA)
7. Cyprus Air ( Cyprus)
8. Finn Air ( Finland)
9. Royal Brunei Air ( Brunei)
10. Japan Airlines ( Japan)
11. Korean Air ( South Korea)
12. Azur Air ( Russia)
13.Air Canada ( Canada)
14. ANA air ( Japan)
15.Qantas Airlines ( Australia)
16. Spirit of Australia Airlines ( Australia)
17.Air France ( France)
18. United Air ( USA)
20.Alaska Air ( Alaska)
European Airlines list
21. Wiss air ( Hungary)
22.KLM ( Netherlands)
23.Pegasus Airlines
24. Eurowings Airlines
25.EsyJet
26.LOT polish Airlines ( Poland)
27.Danish Air ( Denmark)
28. Greece Air ( Greece)
29. Austrian Airlines ( Austria)
30. TAROM Air ( Romania)
31.SAS Airlines ( Sweden)

বিশ্বের সকল বিমানের মিলনমেলায় পরিনত হবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

সর্বনিম্ন মূল্যে! --------------এয়ার টিকেট পাচ্ছেন শাকিল এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে আপনার পছন্দের তারিখের টিকেট টি ব...
14/08/2023

সর্বনিম্ন মূল্যে!
--------------
এয়ার টিকেট পাচ্ছেন শাকিল এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে আপনার পছন্দের তারিখের টিকেট টি বুক করুন এখনি✊

বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ অথবা
WhatsApp করুনঃ
+880 1929-165614
01818377688
01853042989

ইনবক্স করুন –
Shakil Air Tours & Travels

অফিস ঠিকানাঃ
(ডাকবাংলোর পশ্চিম পাশে) মুক্তিযুদ্ধো বিপণী বিতান কচুয়া, চাঁদপুর।

সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের জন্য সর্তকতাএয়ার অ্যারাবিয়া ও ব্মিান বাংলাদেশ এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের জ...
23/07/2023

সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের জন্য সর্তকতা

এয়ার অ্যারাবিয়া ও ব্মিান বাংলাদেশ এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের জন্য লাগেজ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

১ আগস্ট থেকে পোটলা, গাইট, গাট্টি, কার্টনের মালামাল গ্রহন করবে না এয়ার অ্যারাবিয়া ও ব্মিান বাংলাদেশ এয়ারলাইন্স। চেক-ইন ব্যাগেজের হতে হবে সর্বোচ্চ ১৫৮ সেন্টিমিটার বা ৬২ ইঞ্চির মধ্যে। লাগেজ বা ব্যাগের অন্তত একটি সমতল পৃষ্ঠ থাকতে হবে। হাত ব্যাগেজের ওজন ৭ কেজির বেশি কোন অবস্থায় গ্রহণ করা হবে না।
#বাংলা_এভিয়েশন
#বাংলা_প্রবাস

 #জরুরী_নোটিশ:যে সকল যাত্রী ৩০ জুনের পূর্বে এয়ার টিকেট কনফার্ম করেছেন, কিন্তু যাত্রার তারিখ ০১ জুলাই অথবা তার পরে সেই সক...
26/06/2023

#জরুরী_নোটিশ:
যে সকল যাত্রী ৩০ জুনের পূর্বে এয়ার টিকেট কনফার্ম করেছেন, কিন্তু যাত্রার তারিখ ০১ জুলাই অথবা তার পরে সেই সকল যাত্রীদের, বাংলাদেশ সরকারের নতূন বাজেট এর সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত ট্রাভেল ট্যাক্স এর টাকা নির্দিষ্ট যাত্রার দিন এয়ারলাইন্স এর কাউন্টার এ ক্যাশ জমা দিতে হবে। সুতরাং যাত্রীদের এই সংশ্লিস্ট ট্যাক্স এর বর্ধিত এমাউন্ট আপনার এয়ারলাইন্স/ট্রাভেল এজেন্ট থেকে যাত্রার পূর্বেই জেনে নিবেন।

মাস্কাট  এখন ২৮০০০ মাত্র✈️
03/06/2023

মাস্কাট এখন ২৮০০০ মাত্র✈️

20/04/2023

~সকল রেমিট্যান্স যোদ্ধাদের জানাই ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক🌙

𝐑𝐚𝐦𝐚𝐝𝐚𝐧 𝐦𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 🌙 Have a nice journey✈️Shakil Air Tours & Travels 01929-165614,  0185304298901818377688 Kachua, Chandpur...
24/03/2023

𝐑𝐚𝐦𝐚𝐝𝐚𝐧 𝐦𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 🌙 Have a nice journey✈️
Shakil Air Tours & Travels
01929-165614, 01853042989
01818377688
Kachua, Chandpur 🏪

11/02/2023
** হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের সেন্ট্রাল লাইন লাইট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।** এজন্য  জন্য ২ মা...
04/02/2023

** হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের সেন্ট্রাল লাইন লাইট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
** এজন্য জন্য ২ মাস রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত ৫ ঘন্টা বিমান চলাচল বন্ধ থাকবে।
** ২ ফেব্রুয়ারী ২০২৩ থেকে ৩ এপ্রিল ২০২৩ পর্যন্ত এ সময়ে রানওয়ে বন্ধ থাকবে।
** এ সময়ে ফ্লাইটগুলোকে দিনের অন্য সময়ে স্থানান্তর করা হয়েছে।
** বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে দু:খ প্রকাশ করছে।
পরামর্শ, যাদের এ সময়ে ফ্লাইট আছে তারা সরাসরি এয়ারলাইন অথবা যে এজেন্সি থেকে টিকিটে কিনেছেন তাদের কাছ থেকে ফ্লাইটের পরিবর্তিত শিডিউল জেনে নিতে পারবেন। এই সময়ে যে সব ফ্লাইটের সময় পরিবর্তন ঘটছে যাত্রীদের সেই তথ্য জানিয়ে দিচ্ছে এয়ারলাইনগুলো। কিন্তু জটিলতা হচ্ছে, আমাদের বেশির ভাগ প্রবাসী টিকিট কাটার সময়ে নিজের ফোন নাম্বার, ইমেল ঠিকানা দেন না। আবার ট্রাভেল এজেন্সিগুলোও যাত্রীর তথ্য না দিয়ে নিজেদের ফোন ও ইমেইল দিয়ে টিকিট ইস্যু করে। ফলে এয়ারলাইনের পক্ষ থেকে ফোন করলে আর যাত্রীকে পাওয়া যায় না। তখন যাত্রী অভিযোগ করেন এয়ারলাইন তাকে কিছু জানায়নি। যাত্রীরা টিকিট কাটর সময় নিজের ফোন ও ইমেইল দিয়ে টিকিট ইস্যু করলে সকল ধরণের আপডেট তথ্য তিনি সরাসরি পাবেন। বিশেষ করে বিদেশ থেকে ছুটিতে দেশে আসার সময় আপনার বিদেশের ফোন নাম্বারের পাশিপাশি বাংলাদেশে পরিবারের একটি ফোন নাম্বার দিন।

Address


Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801929165614

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakil Air Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share