TicketX Bangladesh

  • Home
  • TicketX Bangladesh

TicketX Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TicketX Bangladesh, Travel Service, .
(1)

কাতারের আরেকটি ভিসা সেন্টার চালু হলো সিলেটে।
16/12/2023

কাতারের আরেকটি ভিসা সেন্টার চালু হলো সিলেটে।

খুব সহজে, কম খরচে টুরিস্ট ভিসা।✅ কম্বোডিয়া ✅ ভিয়েতনাম ✅ চায়না ✅ শ্রীলংকা ✅ কাতার ✅ সৌদি আরব✅ দুবাই ➡️ ব্যাংক স্টেটমেন...
23/11/2023

খুব সহজে, কম খরচে টুরিস্ট ভিসা।

✅ কম্বোডিয়া
✅ ভিয়েতনাম
✅ চায়না
✅ শ্রীলংকা
✅ কাতার
✅ সৌদি আরব
✅ দুবাই

➡️ ব্যাংক স্টেটমেন্ট লাগবে না।
➡️ প্রফেশনাল ডকুমেন্ট লাগবে।
➡️ অন্য কোন কাগজপত্রের ঝামেলা নেই।

🔰 শুধুমাত্র আপনার পাসপোর্ট এবং ছবি জমা দিয়ে খুব সহজেই ভি'সা করে নিতে পারেন। ইউরোপ আমেরিকা কানাডা টুরিস্ট ভি'সা আবেদন করার পূর্বে ট্রাভেল হিস্টরি থাকলে খুবই ভালো।

⚠️ প্রয়োজনীয় পোস্ট শেয়ার করে টাইমলাইনে রাখুন।

US-Bangla Airlines 💙
13/11/2023

US-Bangla Airlines 💙

🍁 যারা ভ্রমণ ভিসায়:১/ কানাডা আসার স্বপ্ন দেখছেন২/ যারা কানাডায় আসার প্রসেসিং-এ আছেন৩/ যারা কানাডিয়ান ভ্রমণ ভিসা/ ভিজিটর ...
09/11/2023

🍁 যারা ভ্রমণ ভিসায়:
১/ কানাডা আসার স্বপ্ন দেখছেন
২/ যারা কানাডায় আসার প্রসেসিং-এ আছেন
৩/ যারা কানাডিয়ান ভ্রমণ ভিসা/ ভিজিটর ভিসা পেয়ে গেছেন এবং কিছুদিনের মধ্যে কানাডায় ফ্লাই করবেন তারা এই লেখাটি মনোযোগ দিয়ে পড়বেন! এই লেখাটি আপনাদের কাজে লাগবে।

১/ যারা ভিজিটর ভিসায় কানাডায় আসার স্বপ্ন দেখছেন: আপনাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য যে যে পেশায়ই নিয়োজিত আছেন অথবা যে যেভাবে জীবিকা নির্বাহ করছেন তার সব কাগজপত্র আগে থেকে সংরক্ষণ করা শুরু করুন।

আপনি চাকুরি করলে চাকুরি, ব্যবসা করলে ব্যবসা ও ব্যবসার বিভিন্ন সার্টিফিকেট ও ট্রেড লাইসেন্স ও ব্যবসায়িক আয় ব্যয়ের যাবতীয় নথি/ চাকুরি ও চাকুরির বেতন সংশ্লিষ্ট ডকুমেন্ট সংরক্ষণ করুন।

এছাড়া কেউ যদি চাকুরি অথবা ব্যবসার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করে থাকেন তাহলে সেগুলো সংশ্লিষ্ট কাগজপত্র ও বিভিন্ন ইমেজ সম্বলিত ফটো একটি ফাইলে সংরক্ষণ করুন।

এছাড়া এসব পেশা সংক্রান্ত একটি ব্যাংকিং হিসাব অপেন করে সেখানে আপনার পেশা সংক্রান্ত যাবতীয় আয় ব্যয়ের লেনদেন রেকর্ড রাখুন।

এগুলোর পাশাপাশি আপনি ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তুরষ্ক এবং মিশরের মত দেশ যারা অনায়াসে ভ্রমণ ভিসা ইস্যু করে এইসব দেশে সুযোগ পেলে একদুই সপ্তাহ ঘুরে আসুন।

কোন দেশে ভ্রমণে গেলে সে দেশগুলোর ঐতিহাসিক স্থানে গিয়ে সুন্দর কিছু ক্লিয়ার ইমেজের স্টিল ফটো তুলে রাখুন এবং সেগুলো প্রিন্ট করে একটি এলবামে সংরক্ষণ করুন।

কোন দেশে বেড়াতে গেলে সে দেশের এয়ার টিকিট গুলোও একটি ফাইলে সংরক্ষণ করুন।

এরপর সময় ও সুযোগের অপেক্ষায় থাকুন। মাঝেমাঝে ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার দেশগুলো বাংলাদেশীদের যখন গণহারে ভিজিট ভিসা ইস্যু করে তখন আপনি স্বউদ্যোগে এইসব ডকুমেন্ট সাবমিট করে ঐসব দেশগুলোর ভিজিট ভিসার জন্য এপ্লিকেশন জমা দিন। দেখবেন এক দেশের ভিসা না হলে অন্য দেশের ভিসা আপনার হয়ে গেছে। এজন্য আপনাকে আহামরি টাকাও খরছ করতে হবে না।

২/ যারা কানাডার ভিজিট ভিসা পেয়ে গেছেন: তাদের জন্য জরুরী বিষয় হলো, আপনারা যদি কোন এজেন্সির সাহায্য ছাড়া নিজে নিজে, স্বউদ্যোগে কানাডিয়ান অ্যাম্বেসি থেকে ভিজিট ভিসা নিয়ে থাকেন তাহলে কানাডায় ঢুকতে আপনাদের কোন সমস্যা নেই। আপনারা ১০০% নিরাপদে কানাডায় প্রবেশ করতে পারবেন। এখানে উদ্বিগ্ন হবার কোন কারন নেই।

তবে আপনি যদি হোটেল বুকিং দেখিয়ে ভিজিট ভিসা নিয়ে থাকেন তাহলে হোটেল বুকিং এর ডকুমেন্টটি কানাডায় প্রবেশের সময় সাথে রাখুন। ইমিগ্রেশন অফিসার যদি জানতে চায় আপনি কোথায় উঠবেন? তখন হোটেলের নাম এবং ঠিকানা বলুন। যদি ডকুমেন্ট দেখতে চায় তাহলে হোটেল বুকিং এর কাগজপত্র দেখান। ব্যস, কোন সমস্যা হবে না।

যদি আপনি কারো ইনভাইটেশন লেটার সাবমিট করে ভিজিট ভিসা নিয়ে থাকেন তাহলে সেই ইনভাইটেশন দাতাকে আপনার কানাডায় এন্ট্রির তারিখ ও সময় জানিয়ে রাখুন। এরাইভ্যাল এয়ারপোর্টটি ইনভাইটেশন দাতার নিকটস্থ হলে খুব ভাল হয়। পারলে বলুন ইনভাইটেশন দাতাকে এয়ারপোর্টে উপস্থিত থাকতে। এর ফলে আপনার কানাডায় প্রবেশে ১০০% কোন জামেলা নেই।

অনেক সময় ইমিগ্রেশন অফিসার জানতে চায় আপনি কোথায় যাবেন? কার কাছে উঠবেন? যার কাছে যাবেন সে আপনার কি হয়? এগুলো প্রত্যেকটি দেশের ইমিগ্রেশন অফিসারের জানার আবশ্যিক বিষয়।

এরাইভ্যাল এয়ারপোর্টে আপনি কোথায় উঠবেন এবং কার কাছে উঠবেন এরকম একটি ঠিকানা ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে আপনার আবশ্যিক উল্লেখ করতে হয়। তখন কথা প্রসংগে ইমিগ্রেশন অফিসার মাঝেমধ্যে ইনভাইটেশন দাতার নাম এবং ঠিকানা জানতে চায়। কোন কোন সময় ইমিগ্রেশন অফিসার এই বিষয়টি যাচাই-বাচাইয়ের চেষ্টা করে। সুন্দর ভাবে কথা বললে কিছুই হয় না। যদি ইনভাইটেশন ফেইক হয় অথবা কেউ দালাল ধরে ভিসা নিলে অনেককে এখানে কথাবার্তার গড়মিলের কারনে বিপদে পড়তে হয়।

৩/ যারা কানাডার ভিজিট ভিসা প্রসেসিং এ আছেন: আপনাদের করনীয় বিষয় হলো, আপনি যদি স্বউদ্যোগে ভিজিট ভিসা নেওয়ার প্রসেসিং করে থাকেন তাহলে ভাল কথা।

যদি আপনি কোন এজেন্সি অথবা দালাল ধরে কন্ট্রাকে ভিজিট ভিসা নেওয়ার পরিকল্পনা করেন তাহলে আপনি ওদের কাছ থেকে নিম্নোল্লিখিত বিষয়গুলো অবশ্যই জেনে নিবেন। নতুবা কানাডায় প্রবেশে আপনি এয়ারপোর্টে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে বিপদে পড়তে পারেন।

আর আপনি যদি কোন জামেলা ছাড়া ইমিগ্রেশন অতিক্রম করে কানাডায় প্রবেশ করেও থাকেন তাহলে পরবর্তীতে সেটলমেন্ট জাতীয় কিছু করতে গেলে আপনাকে বিপদে পড়তে হতে পারে। কারন বাংলাদেশ থেকে কি ইনফর্মেশন সাবমিট করে আপনি ভিসা নিয়েছেন অর্থাৎ ভিসা পাবার ব্যাকগ্রাউন্ডের বিষয়টি এখানে আপনার পরবর্তীতে অবশ্যই দরকার পড়বে।

আমি আবারও বলছি, আপনার ভিজিট ভিসা কি ব্যাকগ্রাউন্ড দেখিয়ে প্রসেসিং করা হয়েছে অথবা ভিসা নেওয়া হয়েছে সেগুলোর ১০০% কাগজপত্র এজেন্সি থেকে আপনি জেনে নিবেন। এজেন্সিকে বলবেন যদি কারো ইনভাইটেশন সাবমিট করে ভিসা নিয়ে থাকে তাহলে ইনভাইটেশন দাতার নাম, ঠিকানা আপনাকে দিতে এবং সেগুলো মুখস্থ করে আসবেন। পারলে ইনভাইটেশন দাতার একটি চিঠি সঙ্গে নিয়ে আসবেন।

যদি ব্যবসা দেখিয়ে ভিসা নেন তাহলে সেই ব্যবসা কোথায় দেখিয়েছে? কি ব্যবসা দেখিয়েছে? কতটাকা লেনদেন দেখিয়েছে? ব্যবসার ধরন ও স্থায়িত্বকাল এগুলো পুরোপুরি জেনে আসবেন। এগুলো কানাডায় প্রবেশকালে ইমিগ্রেশনে দরকার পড়তে পারে অথবা কানাডায় প্রবেশের পরে আপনি যদি এসাইলাম ক্লেইমের চিন্তা করেন তাহলে অবশ্য ইনফরমেশনগুলো আপনার দরকার পড়বে। নতুবা দেখবেন আপনি কানাডায় এসেছেন ঠিকই কিন্তু কোন দিন আপনার কোন গতি হচ্ছে না এখানে।

08/11/2023

ফেইক ডকুমেন্টস দিয়ে কানাডার ভিসা পাওয়ার কিছুদিন পরেই মেইল দিয়ে ভিসা ক্যানসেল করে দিচ্ছে অনেকের।

🔰 রাজনৈতিক কোন কর্মসূচির জন্য বিমানবন্দর বন্ধ থাকবে না, ফ্লাইটের কোন পরিবর্তন ঘটবে না।🔰  সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ব...
01/11/2023

🔰 রাজনৈতিক কোন কর্মসূচির জন্য বিমানবন্দর বন্ধ থাকবে না, ফ্লাইটের কোন পরিবর্তন ঘটবে না।
🔰 সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিমানবন্দর উদ্দেশ্যে যাত্রা করুন।
🔰 সড়কে নিরাপত্তার জন্য পুলিশের সহায়তা নিন। প্রয়োজনে ৯৯৯ এ কল করুন।
🔰 ফ্লাইটের ৩ ঘন্টার আগে বিমানবন্দরে উপস্থিত হোন।
🔰 ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

25/10/2023

আপনি যদি সম্মানিত আয়কর দাতা হয়ে থাকেন কিংবা সম্ভাব্য আয়কর দাতা হবেন, এটি আপনার সচেতনতার জন্য!!

প্রিয় এবং সম্মানিত করদাতা,

আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা।
আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন!!
আপনার অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে অর্থবছর 2022-23 এবং কর বর্ষ 2023-24 এর রিটার্ন আগামী 30 শে নভেম্বর 2023 এর মধ্যে দাখিল করতে হবে। নতুন কর আইনে অনেক পরিবর্তন হয়েছে। নভেম্বরের পর Time Petition এর কোনো বিধান নতুন আইনে রাখা হয়নি। নভেম্বরের পর রিটার্ন দিলে অতিরিক্ত চার পার্সেন্ট সুদ/মাসিক এবং কর অব্যাহতি এবং রেয়াতও বাতিল হবে। শেষ মুহূর্তের বিড়ম্বনা এড়াতে সর্বোচ্চ দ্রুত সময়ে, রিটার্ন দাখিলের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আপনি নিজেও হিসাব করে জমা দিতে পারেন, অথবা একজন কর আইনজীবীর সহযোগিতা নিতে পারেন। কোনভাবেই কোন দালাল কিংবা অপেশাদার লোক দিয়ে করতে যাবেন না। একটা বিষয় সচেতন থাকবেন, আপনার আয়কর রিটার্নের সম্পত্তি এবং দায়ের হিসাবটা ধারা
১৬৭ অনুযায়ী সঠিকভাবে পূরণ করে, ভবিষ্যতের আইনগত জটিলতা পরিহার করার চেষ্টা করুন।

কসোভো দূতাবাসের কনস্যুলার সেবা প্রত্যাশীদের উদ্দেশ্যে ঘোষণা।ঢাকা/বাংলাদেশে কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস, আগামী পহেলা (০১)...
14/10/2023

কসোভো দূতাবাসের কনস্যুলার সেবা প্রত্যাশীদের উদ্দেশ্যে ঘোষণা।

ঢাকা/বাংলাদেশে কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস, আগামী পহেলা (০১) নভেম্বর, ২০২৩ থেকে ০৭ জানুয়ারী, ২০২৪ পর্যন্ত, "ডি" ভিসা/( দীর্ঘ মেয়াদী ভিসা) এর জন্য নতুন আবেদন গ্রহন সাময়িকভাবে স্থগিত করবে। ইহা ব্যাতিত পারিবারিক পুনর্মিলন (Family reunification), শিক্ষামুলক কার্যক্রম অথবা চিকিৎসা জনিত আবেদন গ্রহন করা হবে। অফিসিয়াল, ব্যাবসায়িক এবং পারিবারিক কারণ ছাড়া "C" ভিসা (স্বল্পমেয়াদী ভিসা) আবেদন ও সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।

যে সমস্ত আবেদনকারী ভিসা বিভাগে, ভিসা ফি প্রদান করেছেন এবং দূতাবাস যাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট তারিখ নির্ধারণ করেছে তাদের প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আইনি সময়সীমার মধ্যে তাদের ভিসার সিদ্ধান্ত পাবেন।

আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, দূতাবাসে ভিসা সেক্টরের কনস্যুলার পরিষেবা উন্নত করার উপলক্ষে উল্লিখিত তারিখ অবধি কোন নতুন ভিসার অনুরোধ গ্রহণ করা হবে না ।

Dear,

We launch this announcement for the purpose of informing interested parties regarding an update on the Consular Section of the Embassy.

We inform you that the Embassy of the Republic of Kosovo in Dhaka/Bangladesh, starting from November 01, 2023 to January 07, 2024, will temporarily suspend new requests for "D" visas, with the exception on residence permit request with the purpose of Family Reunification, Educational Process and Health Treatment. This announcement also applies to the "C" visa category, with the exception of applications for Official, Business or Family visits to the Republic of Kosovo.

All applicants who have made the payment for a visa category and have been assigned an interview date at the Embassy, will be processed and will receive an answer for their visa within the legal deadlines or timeframe.

We further inform you that the purpose of not accepting new visa requests, referring to the above mentioned date, is to improve the consular service of the visa sector at the Embassy.

সৌদি কর্মীদের ফিঙ্গার এর স্থান সংক্রান্ত নতুন নোটিশ।লোকেশন: উত্তর বাড্ডা- শাহাজাদপুর এর একটু পরেই এবং গুলশান নতুন বাজারে...
06/10/2023

সৌদি কর্মীদের ফিঙ্গার এর স্থান সংক্রান্ত নতুন নোটিশ।

লোকেশন: উত্তর বাড্ডা- শাহাজাদপুর এর একটু পরেই এবং গুলশান নতুন বাজারের একটু আগে বাঁশতলা নামক স্থানে অবস্থিত জামালপুর টুইন টাওয়ার বিল্ডিং।তাসির সেন্টারে হবে ফিঙ্গার প্রিন্ট। সকল সৌদিগামী যাত্রীগণ ভিসা প্রাপ্তির আগে প্রস্তুতি গ্রহন করবেন।

ভিয়েতনাম  ভ্রমণ 🇻🇳পূর্বে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিয়েতনামভ্রমণের জন্য Visa approval letter required ছিল।১৫ই আগস্...
03/10/2023

ভিয়েতনাম ভ্রমণ 🇻🇳

পূর্বে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিয়েতনাম
ভ্রমণের জন্য Visa approval letter required ছিল।১৫ই আগস্ট থেকে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের Vietnam e-visa eligible করা হয়েছে।

এখন বর্তমানে ভিয়েতনাম ভ্রমণ করার জন্য ট্রাভেল এজেন্সি থেকে visa approval letter প্রয়োজন নেই

আপনি e-visa অনলাইনে আবেদন করতে পারবেন

https://evisa.xuatnhapcanh.gov.vn/?fbclid=IwAR1LHuCIVGkYcDdpQz5P_gq1WPcaBMdSinm3cCZJb6AvU8ztUqtQxg2BAhc

আবেদন ফি

Single entry 25 USD

Multiple 50 USD (3 Months)

এছাড়া থার্ড পার্টির অনেক ওয়েবসাইট আছে।
সেক্ষেত্রে আবেদন ফি সাইটের উপর ডিপেন্ড করে কম বেস হয়। উপরের দেওয়া লিংকটি গভারমেন্ট ভিত্তিক।

Documents required

1)Passport Scan copy

2)Dgital photo

টিকেট বুকিং লাগবেনা।

Processing time

নরমালি তিন থেকে সাত কর্ম দিবসের মধ্যে আপনার ইমেইলের মধ্যে e-visa পেয়ে যাবেন।

e-visar ক্ষেত্রে Airport immigration entry and exit seal পাবেন।

কেউ যদি Visa sticker/Visa level নিতে চান।

সে ক্ষেত্রে on arrival কাউন্টারে থেকে এক্সট্রা
২৫ ডলার ফি দিয়ে visa sticker নিতে হবে।

Vietnam evisa, evisa Vietnam, Vietnam immigration, Vietnam visa, visa Vietnam, Vietnam visa for tourist

24/09/2023

✈️ সেনজেন দেশের ১ ভিসা দিয়ে ২৭ টা দেশ ঘুরা সম্ভব।
দেশগুলো হলো:-

Austria, Belgium, Croatia, Czech Republic, Denmark, Estonia, Finland, France, Germany, Greece, Hungary, Iceland, Italy, Latvia, Liechtenstein, Lithuania, Luxembourg, Malta, Netherlands, Norway, Poland, Portugal, Slovakia, Slovenia, Spain, Sweden and Switzerland.

✈️ East Africa multiple visa.
দেশগুলো হলো:-
Kenya, Rwanda, Uganda.

৩০ দেশ 🌍

18/09/2023
𝐄𝐧𝐣𝐨𝐲 𝐭𝐡𝐞 𝐄𝐧𝐜𝐡𝐚𝐧𝐭𝐢𝐧𝐠 𝐁𝐞𝐚𝐮𝐭𝐲 𝐨𝐟 𝐒𝐲𝐥𝐡𝐞t
05/09/2023

𝐄𝐧𝐣𝐨𝐲 𝐭𝐡𝐞 𝐄𝐧𝐜𝐡𝐚𝐧𝐭𝐢𝐧𝐠 𝐁𝐞𝐚𝐮𝐭𝐲 𝐨𝐟 𝐒𝐲𝐥𝐡𝐞t

আগামী ৭ই অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে যাবে ব...
24/08/2023

আগামী ৭ই অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

এরি মধ্যে তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে ঢাকা থেকে বিশ্বের ৩১ টি নতুন এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ।

1. Lufthansa Airlines (Germany)
2. ITA Airways (Italy)
3. Swiss Air (Switzerland)
4. virgin Atlantic (UK)
5. British Airline (UK)
6. American Airlines (USA)
7. Cyprus Air (Cyprus)
8. Finn Air (Finland)
9. Royal Brunei Air (Brunei)
10. Japan Airlines (Japan)
11. Korean Air (South Korea)
12. Azur Air (Russia)
13. Air Canada (Canada)
14. ANA air (Japan)
15. Qantas Airlines (Australia)
16. Spirit of Australia Airlines (Australia)
17. Air France (France)
18. United Air (USA)
20. Alaska Air (Alaska) European Airlines list
21. Wiss air (Hungary)
22. KLM (Netherlands)
23. Pegasus Airlines
24. Eurowings Airlines
25. EsyJet
26. LOT polish Airlines (Poland)
27. Danish Air (Denmark)
28. Greece Air (Greece)
29. Austrian Airlines (Austria)
30. TAROM Air (Romania)
31. SAS Airlines (Sweden)

বিশ্বের সকল বিমানের মিলনমেলায় পরিনত হবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

21/08/2023

জেনে নিন কানাডা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার চিত্র, বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যমে যারা যেতে চাচ্ছেন।

অভিজ্ঞতা শেয়ার করছি।

কানাডা কি থাকা যায় আমি বলবো না, থাকা যায় না কারণ কানাডা সরকার আপনাকে বের করবে না, আপনি নিজ থেকে ৬ মাস ১ বছর পর বের হয়ে যাবেন (কারণ চাকরি পাবেন না আবার পেলেও ঐ বেতনের পরিবার চলবে না)

ভ্রমন ভিসা থেকে কি ওয়াক ভিসা পরিবর্তন করা যায় : হে করা যায় কিন্তু যে আপনাকে Labour Market Impact Assessment (LMIA) দিবে ঔ আপনাকে চুষে ফেলবে ৩০ থেকে ৫০ হাজার ডলার নিয়ে তারপর আবার অনিশ্চিত কারণ PR পর আপনাকে IELTS পরিক্ষা দিতে হবে।

ভ্রমন ভিসা থেকে কি পড়াশুনা ভিসা পরিবর্তন করা যায় : এটা সহজ আর উওম দিক কিন্তু IELTS 6.5 থাকতে হবে আর বাপের টাকা থাকতে হবে, কারণ কাজ করে University ফি টাকা দিতে কষ্ট হয়ে যাবে।

Asylum কানাডায় টিকে না বাংলাদেশি দের !! হা ৪/৫ বছর থাকা যাবে + সরকার থেকে যাকাতের টাকা পাবেন কিন্তু মামলা হারার পর Canada Border Services Agency ( CBSA ) পুলিশ চোখ বেদে বিমানে উঠায় দিবে + হচ্ছে।

📌
10/08/2023

📌

US-Bangla Airlines 😍
13/07/2023

US-Bangla Airlines 😍

𝑆𝑡𝑎𝑟𝑡 𝑝𝑙𝑎𝑛𝑛𝑖𝑛𝑔 𝑦𝑜𝑢𝑟 𝑝𝑒𝑟𝑓𝑒𝑐𝑡 𝑡𝑟𝑖𝑝 𝑤𝑖𝑡ℎ 𝐈𝐧𝐝𝐢𝐠𝐨 𝐀𝐢𝐫𝐥𝐢𝐧𝐞𝐬.𝐂𝐚𝐥𝐥 𝐟𝐨𝐫 𝐁𝐨𝐨𝐤𝐢𝐧𝐠: +8801311142555
25/06/2023

𝑆𝑡𝑎𝑟𝑡 𝑝𝑙𝑎𝑛𝑛𝑖𝑛𝑔 𝑦𝑜𝑢𝑟 𝑝𝑒𝑟𝑓𝑒𝑐𝑡 𝑡𝑟𝑖𝑝 𝑤𝑖𝑡ℎ 𝐈𝐧𝐝𝐢𝐠𝐨 𝐀𝐢𝐫𝐥𝐢𝐧𝐞𝐬.

𝐂𝐚𝐥𝐥 𝐟𝐨𝐫 𝐁𝐨𝐨𝐤𝐢𝐧𝐠: +8801311142555

✈️ বিমান টিকেট নিয়ে চিন্তায় আছেন? ডোমেস্টিক, আন্তর্জাতিক বা অন্যান্য দেশের অভ্যন্তরীণ যেকোনো রুটের ফ্লাইট পাচ্ছেন আমাদের...
22/06/2023

✈️ বিমান টিকেট নিয়ে চিন্তায় আছেন?

ডোমেস্টিক, আন্তর্জাতিক বা অন্যান্য দেশের অভ্যন্তরীণ যেকোনো রুটের ফ্লাইট পাচ্ছেন আমাদের কাছে।

📞 +8801311142555

21/06/2023

➡️ যারা TIN সার্টিফিকেট বাতিল করতে চান তা হলে এই নিয়মগুলো যেনে নিন।

৫ টি শর্তে TIN বাতিল করতে পারবেন। শর্ত গুলো নিম্নরূপ:

১। কোনো করদাতা মারা গেলে।

২। যদি কোনো করযোগ্য আয় না থাকে।

৩। বিশেষ কোনো কারণে TIN গ্রহণ করে থাকলে এবং বর্তমানে করযোগ্য কোনো আয় না থাকলেও বাতিল করা যাবে।

৪। নন-রেসিডেন্ট বিদেশী নাগরিক, যার বাংলাদেশে কোন স্থায়ী ভিত্তি নেই।

৫। ৬৫ বছরের উর্ধ্বে মহিলা ও পুরুষগণ যদি তার করযোগ্য আয় না থাকে (পূর্বে করযোগ্য আয় ছিল বর্তমানে নেই) চাইলেই তারা TIN বাতিল করতে পারবেন।

TIN বাতিলের জন্য এপ্লিকেশন নমুনাঃ

বরাবর,
উপ কর কমিশনার/কমিশনার
সার্কেল-০০, কর অঞ্চল-০০
জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

বিষয়: TIN বাতিল করার জন্য আবেদন।

মহোদয়,
যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী ব্যবসায়ীক প্রয়োজনে বিগত বছর তিনেক আগে টিন সার্টিফিকেট করেছিলাম। আমি আমার একটি ইলেকট্রনিক ব্যবসা পরিচালনার জন্য টিন খুলেছিলাম। কিন্তু ব্যবসাতে আর্থিক ভাবে ক্ষতি হওয়ায় আমার ব্যবসাটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে আমার আয় না থাকা সত্ত্বেও গত তিন বছর ধরে শূন্য রিটার্ণ দাখিল করে আসছি যাহার কপি সংযুক্ত করা হলো। বর্তমানে আমার করযোগ্য আয় না থাকায় আমি আমার TIN, যাহার নাম্বার ............ বন্ধ করতে ইচ্ছুক।

অতএব, আমার করযোগ্য আয় না থাকায় আমার টিন সার্টিফিকেট বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।

সংযুক্তি:
১। বিগত তিন বছরের বা পূর্ববর্তী রিটার্নের কপি।

২। TIN সার্টিফিকেট এর কপি।

৩. পূর্ববর্তী আয়কর রিটার্ণের প্রাপ্তিস্বীকারপত্র বা প্রত্যয়ণপত্র।

৪। জাতীয় পরিচপত্রের ফটোকপি।

বিনীত নিবেদক,
মো:............
ঠিকানা:..........
TIN নম্বর:.............
মোবাইল নম্বর:...........

বিঃদ্রঃ- TIN বাতিল না করে যদি রাখা যায় তবে ভালো। কারণ যেকোনো প্রয়োজনে আপনার TIN নাম্বার প্রয়োজন হতে পারে।

19/06/2023

বিশেষ কোন অফার নয়, সেবাই আমাদের চলার পথ।

বিশ্বস্ত ট্রাভেল এজেন্ট মানেই টিকেটক্স বাংলাদেশ।

14/06/2023

𝗣𝗹𝗮𝗻𝗻𝗶𝗻𝗴 𝗮 𝘃𝗮𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝘁𝗼 𝗗𝘂𝗯𝗮𝗶?

Enjoy 3 Days and 2 Nights
Grand Hotel

𝗘𝘅𝗽𝗹𝗼𝗿𝗲 𝘁𝗵𝗲 𝘀𝘁𝘂𝗻𝗻𝗶𝗻𝗴 𝗮𝗿𝗰𝗵𝗶𝘁𝗲𝗰𝘁𝘂𝗿𝗲
𝗜𝗻𝗱𝘂𝗹𝗴𝗲 𝗶𝗻 𝘄𝗼𝗿𝗹𝗱-𝗰𝗹𝗮𝘀𝘀 𝘀𝗵𝗼𝗽𝗽𝗶𝗻𝗴
𝗖𝗿𝗲𝗮𝘁𝗲 𝘂𝗻𝗳𝗼𝗿𝗴𝗲𝘁𝘁𝗮𝗯𝗹𝗲 𝗺𝗲𝗺𝗼𝗿𝗶𝗲𝘀

-----------------------------------------------------------
Price Starts From
𝗕𝗗𝗧 𝟳𝟴,𝟵𝟵𝟬 𝗣𝗲𝗿 𝗣𝗲𝗿𝘀𝗼𝗻
(𝗘𝗠𝗜 𝗦𝘁𝗮𝗿𝘁𝘀 𝗙𝗿𝗼𝗺 𝗕𝗗𝗧 𝟭𝟯,𝟭𝟲𝟱/𝗠𝗼𝗻𝘁𝗵 𝘂𝗽 𝘁𝗼 𝟲 𝗠𝗼𝗻𝘁𝗵𝘀)
------------------------------------------------------------
𝗩𝗮𝗹𝗶𝗱 𝗙𝗿𝗼𝗺 7 July to 30 September 2023
🏪 https://usbair.com/our-sales-outlets
📞 0177 7777 881-883

Book your Dubai holiday package now!

11/06/2023

We are recruiting 𝗙𝗲𝗺𝗮𝗹𝗲 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵𝗶 𝗖𝗮𝗻𝗱𝗶𝗱𝗮𝘁𝗲𝘀 to submit applications for the 𝗽𝗼𝘀𝘁 𝗼𝗳 𝗖𝗮𝗯𝗶𝗻 𝗖𝗿𝗲𝘄 based on the following criteria:

𝗧𝗼 𝗯𝗲 𝗮 𝗽𝗮𝗿𝘁 𝗼𝗳 𝗼𝘂𝗿 𝘄𝗶𝗻𝗻𝗶𝗻𝗴 𝘁𝗲𝗮𝗺, 𝘆𝗼𝘂 𝗻𝗲𝗲𝗱 𝘁𝗼 𝗺𝗲𝗲𝘁 𝘁𝗵𝗲 𝗳𝗼𝗹𝗹𝗼𝘄𝗶𝗻𝗴 𝗿𝗲𝗾𝘂𝗶𝗿𝗲𝗺𝗲𝗻𝘁𝘀 -

Education:
Minimum HSC or Equivalent, with minimum GPA 3.00/5.00 in SSC & HSC or Equivalent.
No Third division or the equivalent result will be accepted in any examination.
For ‘O’ Level- Max 05 subjects with average grade ‘D’ and A Level-Max 02 subjects with average Grade ‘D’.
GED is not acceptable. Candidates with a Graduation Degree are encouraged to apply.
Height: 158 cm (at least)
Weight: Should be proportionate to Height (BMI: 18.5-25.0).
Age:
Fresher- 18 to 25 years as on 24 June 2023.
Experienced- Max 32 years. No affidavit will be allowed.
Eyesight: Corrected to 6/6. No spectacle will be allowed
Swimming: Candidates having swimming skills will be given preference. Finally, selected candidates must learn to swim in the initial training period.
Language Skill: Fluent in both Bengali & English (both written & spoken)
Medical Fitness: Good physical health and medically fit to meet Cabin Crew requirements
Physical Appearance: Strong, upright; Appealing Personality no visible tattoos or marks on the body
Attitude & Bearing: Should be impressive
Residency Requirement: Must relocate to Uttara Model Town (Sector-01 to 14)
Marital Status: Preferably Unmarried.

Additional Requirements:

For experienced Cabin Crew: 2-3 years’ experience as cabin crew in Boeing, Dash 8, ATR & Airbus Fleet is preferable

𝗝𝗼𝗯 𝗗𝗲𝘀𝗰𝗿𝗶𝗽𝘁𝗶𝗼𝗻
Attending pre-flight briefings
Welcoming passengers on board and directing them to their seats
Ensuring that all emergency equipment is in working order prior to take off and explaining, and demonstrating safety procedures and equipment to passengers
Ensuring that all hand luggage is securely stored away
Checking all passenger seat belts and galleys are secured prior to taking off.
Clearing and collecting the meal trays from passengers
Distributing landing cards and other documentation where necessary
Administering first aid
Dealing with emergencies

Benefits:
We are looking for candidates who can deliver our missions by providing the “Best in everything we do.” We seek for a few future Cabin Crew to be a part of our multicultural family. Join our winning team and enjoy a lucrative salary package (including flying and layover allowance) initially up to Tk. 70,000/- per month with the following additional benefits-

𝗣𝗶𝗰𝗸 & 𝗱𝗿𝗼𝗽 𝘀𝗲𝗿𝘃𝗶𝗰𝗲 𝗱𝘂𝗿𝗶𝗻𝗴 𝗱𝘂𝘁𝘆 𝘁𝗶𝗺𝗲𝘀 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗨𝘁𝘁𝗮𝗿𝗮 𝗮𝗿𝗲𝗮.
𝗙𝗲𝘀𝘁𝗶𝘃𝗮𝗹 𝗕𝗼𝗻𝘂𝘀
𝗣𝗿𝗼𝘃𝗶𝗱𝗲𝗻𝘁 𝗙𝘂𝗻𝗱
𝗚𝗿𝗮𝘁𝘂𝗶𝘁𝘆
𝗛𝗲𝗮𝗹𝘁𝗵 𝗜𝗻𝘀𝘂𝗿𝗮𝗻𝗰𝗲

𝗔𝗽𝗽𝗹𝘆 𝗜𝗻𝘀𝘁𝗿𝘂𝗰𝘁𝗶𝗼𝗻𝘀:

Take advantage of this exciting opportunity by applying online through
https://usbair.com/career/cabin-crew-department/cabin-crew;

fill up the required field & submit with 01 copy of a passport-size photograph & 01 copy of a 3R size Photograph (frontal, which should cover the full body; formal attire only) and NID/Passport by 24 June 2023. No hardcopy CV will be accepted.

Special Note:

1. Those who have applied previously need not apply.
____________________________________________________________
Disclaimer:

1. Please note that US-Bangla Airlines never charges applicants in any step of recruitment. If you are asked for MONEY as part of any US-Bangla Airlines recruitment, please do not pay & report it to [email protected] with all accompanying documents.

2. Any kind of persuasion will be treated as a disqualification of the candidate.

3. US-Bangla Airlines reserves the right to change, amend, subtract, hold, or revoke any clause of the recruitment/circular.

11/06/2023

যারা e-TIN খোলার পর থেকে কখনোই রিটার্ন জমা দেননি, তারা ৩০ জুন ২০২৩ ইং এর মধ্যে জরিমানা ছাড়া রিটার্ন জমা দিতে পারবেন।

03/06/2023

📌 যারা সিজনাল ভিসায় ইউকে যেতে চান তাদের জন্য।

সিজনাল ওয়ার্ক বা কৃষি ভিসা এখনো শুরু হয়নি, তবে শুরু হবে তাড়াতাড়ি। সরকার থেকে ৬টি কোম্পানীকে এই ভিসার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এই ৬টি কোম্পানির বাহিরে কেউ বৈধভাবে Certificate of Sponsorship ইস্যু করতে পারবে না। খরচ হবে বাংলাদেশী মূদ্রায় ৩৫,০০০ টাকার মত কমবেশি। ব্যাংকে ২৮ দিনে ১২৭০ পাউন্ড ব্যালেনস দেখাতে হবে। কৃষি ভিসায় ৬ মাসের বেশি অবস্থান করা যাবে না। তাই এই ভিসায় এসে এখানে সেটেল হবার সুযোগ নেই। আই.এল.টি.এস লাগবে না কিন্তু ইংরেজি ভাষা মোটামুটি জানতে হবে। অনলাইনে নিজেই সরাসরি সরকার অনুমোদিত ৬টি কোম্পানীর সাথে যোগাযোগ করে CV পাঠিয়ে সহজেই এই ভিসা পেতে পারেন যদি কোম্পানী স্পন্সরশীপ দেয়। তবে সিজনাল ওয়ার্কার হিসেবে এই কোম্পানীগুলোর পূর্ব ইউরোপের লোকদের বেশি পছন্দ । বেশ কয়েকটি কোম্পানী বাংলাদেশ থেকে লোক নিবে না।

এই ৬টি কোম্পানীর নাম ও বিস্তারিত তথ্য শীগ্রই জানাবো ইনশাআল্লাহ।

02/06/2023

Today, the U.S. Embassy hoisted the Pride flag to mark the start of Pride Month in Guyana and the celebration of June as LGBTQI+ Pride Month in the United States. The flag will be flown for the month of June.

02/06/2023

that it only takes 23 days for national UN Volunteers to be sent on an assignment?

UN Volunteers are key players in fast crisis response, tackling urgent challenges head-on United Nations 🔗 https://bit.ly/3Oy6Xbu

➡️ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির করণীয়গুলো।
02/06/2023

➡️ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির করণীয়গুলো।

28/05/2023

ঢাকাসহ দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে কোভিড-১৯ সংক্রান্ত সব বিধিনিষেধ তুলে দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সার্কুলারে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে প্রবেশ ও বাংলাদেশ ছাড়ার সময় কোনো যাত্রীকে কোভিড-১৯ এর ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে হবে না। কোনো যাত্রীকে আরটি-পিসিআর কোভিড টেস্ট বা হেলথ ডিক্লারেশন ফরমও পূরণ করতে হবে না। প্রত্যেকের জন্য মাস্ক পড়ার বিধিনিষেধও শিথিল করা হলো।

বেবিচক আরও জানায়, সর্বসাধারণের জন্য মাস্কের বিধিনিষেধ তুলে ফেলা হলেও যারা হাসপাতাল বা ক্লিনিকের মতো সংবেদনশীল জায়গায় কাজ করেন, তাদের মাস্ক পড়তে হবে। যাত্রী পরিবহনে বড় বা ছোট এয়ারলাইন্সের ক্ষেত্রে যাত্রী আনা-নেওয়ার সংখ্যায়ও কোনো বিধিনিষেধ থাকছে না। তবে যাত্রীরা যেসব দেশের উদ্দেশে যাবেন তাদের সেসব দেশের স্বাস্থ্যবিষয়ক বিধিনিষেধ মানতে হবে।

হজযাত্রীদের উদ্দেশে সার্কুলারে বলা হয়েছে, হজযাত্রীদের সৌদি আরবের স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ মানতে হবে। মার্স ভাইরাসে আক্রান্তের আশংকা থাকায় সবাইকে উট থেকে দূরে থাকতে হবে।

➡️ এম্বারকেশন / বহির্গমন / ডিপার্চার কার্ড কি ?বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমণে যাবার পূর্বে বহির্গমন কার্ড পূরণ একটি বাধ্যতা...
25/05/2023

➡️ এম্বারকেশন / বহির্গমন / ডিপার্চার কার্ড কি ?

বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমণে যাবার পূর্বে বহির্গমন কার্ড পূরণ একটি বাধ্যতামূলক ধাপ। কার্ডটি প্রত্যেক কে পূরণ করে ইমিগ্রেশন অথরিটি কে দিতে হয়। যেখানে যাত্রীর নাম, লিঙ্গ, জন্ম তারিখ, জাতীয়তা, মেয়াদ সহ পাসপোর্ট নম্বর, ফ্লাইট নম্বর, ভ্রমণের তারিখ, মেয়াদ সহ ভিসা নম্বর এবং ভ্রমণের উদ্দেশ্য লিখে দিতে হবে।

উল্লেখ্য ইমিগ্রেশন অথরিটি আপনার বহির্গমন কার্ডের তথ্যগুলো তাদের ডাটাবেসে সংরক্ষণ করে।
অনেকে এয়ারপোর্ট এ যেয়ে কার্ডটি পূরণ করে থাকেন, তবে আপনি চাইলে আপনার বিমান টিকেট কন্ফার্ম করার পর আপনার টিকেটিং এজেন্টকে বললে তারাই আপনাকে কার্ডটি দিয়ে দেবে।

01/05/2023

✈️

01/05/2023

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করল সৌদি আরব।

ধন্যবাদ Royal Embassy of Saudi Arabia.

Different country and different Passports in The World 🌍
03/04/2023

Different country and different Passports in The World 🌍

🌍
02/04/2023

🌍

⚠️
29/03/2023

⚠️

🇧🇩
26/03/2023

🇧🇩

Address


Telephone

+8801611908161

Website

Alerts

Be the first to know and let us send you an email when TicketX Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share