10/02/2022
ফিমেলদের জন্য দারুন অফার ❣️
হিমালয় কন্যা নেপাল ভ্রমণ ফিমেল ট্রাভেলারস নেটওয়ার্ক বাংলাদেশের সাথে।
ভ্রমণ তারিখঃ মার্চ ২৪ ,২০২২ থেকে মার্চ ২৯,২০২২। (৪ রাত ৫ দিন)
ভ্রমণ ফি- ৩৭,৫০০ টাকা (জনপ্রতি)
মূল ভ্রমন খরচ ১৭,৫০০ টাকা। এর সাথে টিকিট মূল্যা যোগ করা হয়েছে। টিকিটের মূল্য বৃদ্ধি হলে অতিরিক্ত টাকা যোগ হবে।
বুকিং মানি- ১৫,০০০ টাকা। (অফেরতযোগ্য)
***দুই ডোজ ভ্যাকসিন দেয়া থাকা আবশ্যক।
যোগাযোগঃ
+8801979401920
+88 01730-587758
+8801998-633846
হিমালয় কন্যা নেপালের দাপ্তরিক নাম "ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল"।এটি একটি ল্যান্ডলক বা স্থলদ্বারা বেস্টনী দেয়া দেশ।স্হল দ্বারা বেস্টনী থাকলেও, হিমালয় তাকে করেছে সমৃদ্ধ। হিমালয় নেপালকে উজার করে এতো সৌন্দর্য দিয়েছে যা একবারে দেখে শেষ হবার নয়।
তাই এবার হিম হিম শীতের শেষে অপার্থিব এই সৌন্দর্য নিজ চোখে দেখে আসতে যাচ্ছে ভ্রমণকন্যারা।
এটি একটি এক্সক্লুসিভ প্ল্যান। ৫ দিন ৪ রাতে যত গুলো সম্ভব জায়গা দেখা যায় এই ট্যুরেপ্ল্যানে সবগুলোই রাখার চেষ্টা করা হয়েছে।
ভ্রমণ বৃত্তান্তঃ
প্রথম দিন(২৪/০৩/২০২২)- প্রথম দিনে কাঠমুন্ডু ত্রিভূবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা নামব। এরপর সবার জন্য সংরক্ষিত গাড়িতে থামেলের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। থামেল মূলত নেপালের মূল টুরিস্ট এলাকা। হোটেলে চেক ইন করার পর বিশ্রামের জন্য কিছু সময় থাকবে। এক ফাঁকে আমরা ছোট্ট একটা ট্যুর ব্রিফিং সেরে নিব।
বিকালে সিটি ট্যুরে আমরা যাব কাঠমুন্ডু দরবার স্কয়ার এবং সোয়াম্ভুনাথ স্তুপাতে বা মাংকি টেম্পলে। সোয়াম্ভুনাথ স্তুপা থেকে কাঠমুন্ডু ভ্যালির সন্ধ্যার সৌন্দর্য দেখে আমরা হোটেলে ফিরবো। এরপর যার যার হাতে ফ্রি টাইম ।
দ্বিতীয় দিন(২৫/০৩/২০২২)- এইদিন আমাদের যাওয়ার উদ্দেশ্যে চান্দ্রাগিরি ক্যাবল কার রাইডে। রাইড শেষে পোখরার উদ্দেশ্যে যাত্রা।
সকালে ব্রেকফাস্ট শেষ করে ৪৫ মিনিটের যাত্রা শেষে পৌছাব চান্দ্রাগিরিতে।ক্যাবল কারে চান্দ্রাগিরি পাহাড়ে উঠবো এবং এখান থেকে হিমালায়ের সৌন্দর্য উপভোগ করবো। দুপুর ১২ টার সময় আমরা পোখরার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। রাতে পোখরায় রাত্রিযাপন।
তৃতীয় দিন(২৬/০৩/২০২২) - এইদিন আমাদের প্ল্যানে থাকবে পোখরা সিটি ট্যুর এবং ফিওয়া লেকে বোটিং।
সকালের প্রাতরাস সেরে রিলাক্স সিটি ট্যুরে বের হব। যারা বিভিন্ন এক্টিভিটিস (প্যারাগ্রাইডিং,বানজি জাম্প)করতে আগ্রহী তাদের জন্য ব্যবস্হা থাকবে।
আমরা যে সব জায়গা দেখবো
ডেভিডস ফলস
গুপ্তেস্বর কেভ
পিস প্যাগোডা
সাসপেন্সন ব্রিজ
বিন্দাভাসিনি মন্দির
(ভিজিট সময়ের উপর নির্ভর করবে)
বিকাল ৪ টায় আমরা ফিওয়া লেকে বোটিং এর জন্য যাব। লেকে সুন্দর সময় কাটিয়ে আমরা হোটেলে ফিরে আসবো। এরপর সবার ফ্রি বা নিজস্ব টাইম। রাতের পোখরা ঘুরে দেখা মোটেও কেও মিস করবেন না আশা করি। সাথে শপিং তো আছেই।
চতুর্থ দিন(২৭/০৩/২০২২)- এইদিন আমাদের পরিকল্পনা থাকবে সারাংকোটে সূর্যদয় দেখার জন্য।
সারাংকোট লেক সাইড পোখরা সিটি থেকে পাঁচ কিলোমিটার দূরে ১৫৯২ মিটার উঁচুতে হিমালয়ের তুষার আবৃত চূরায় সানরাইজ ও সানসেট দেখার জন্য বিখ্যাত। হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে আমরা কাঠমুন্ডুর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। বিকালে কাঠমুন্ডু দরবার স্কয়ার ভিজিট শেষ করে হোটেলে ফিরবো।
পঞ্চম দিন(২৮/০৩/২০২২)- আজকে আমাদের ভ্রমণের শেষ দিন।সকালে চেক আউট ও এয়ারপোর্টের উদ্দেশ্য যাত্রা।
⭕ট্যুর খরচে যা যা অন্তর্ভুক্ত থাকছে -
১. উপরে বর্নিত সব যাতায়াতের জন্য প্রাইভেট এসি পরিবহনের খরচ।
২.ট্যুরিস্ট স্ট্যান্ডার্ড হোটেল খরচ(১ রুমে ২ জন) (২ রাত কাঠমুন্ডু ও ২ রাত পোখরা)
৩.প্রতিদিনের ব্রেকফাস্ট এবং লাঞ্চ
৪.ইংলিশ স্পোকেন গাইড
৪. ফাস্ট এইড বক্স
৫. এয়ার টিকিট
⭕ট্যুর খরচে যা যা থাকছে না-
১. রাতের খাবার
২.সকল এন্ট্রি ফি এবং কেবল কার টিকিট
৩.PCR টেস্ট ফি
৪.ভিসা ফি(প্রতি বছর সার্ক ভুক্ত দেশের জন্য প্রথম বার ফ্রি)
৬. যে কোন ব্যক্তিগত খরচ/ঔষধ খরচ
৭.যে কোন কিছু যা উপরের(যা যা অন্তর্ভুক্ত) তালিকায় উল্লেখ করা নেই।