13/05/2024
থাইল্যান্ড ভিসা,,,,,,,,,
থাইল্যান্ড ভিসা এখন ৭ থেকে ১০ কর্ম দিবসের মধ্যেই পাওয়া যাচ্ছে।
জেনে রাখা ভালো, প্রথম বার থাইল্যান্ডের টুরিস্ট ভিসার আবেদন করলে ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি স্টিকার ভিসা পাওয়া যায়। পরবর্তীতে ভিজিট এর সময় ভিজিট শেষে এক্সিট করার সময় ইমিগ্রেশন থেকে রি এন্ট্রি অথবা মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা সিল নেওয়া যায়।
রি এন্ট্রি তে তিন মাসের জন্য সিঙ্গেল এন্ট্রি পারমিশন দেয়। সেক্ষেত্রে (১০০০ বাথ ভিসা ফি + ২০০ বাথ সার্ভিস চার্জ) মোট ১২০০ বাথ পেমেন্ট দিতে হবে। পাশাপাশি মাল্টিপল এন্ট্রি এর ক্ষেত্রে (৩৮০০ বাথ ভিসা ফি + ২০০ বাথ সার্ভিস চার্জ) মোট ৪০০০ বাথ পেমেন্ট দিতে হবে।
মাল্টিপল এন্ট্রি এর ক্ষেত্রে ৬ মাসের এন্ট্রি পারমিট পাওয়া যায়। ছয় মাসের মধ্যে যতবার খুশি থাইল্যান্ড ভ্রমণ করা যাবে কিন্তু একনাগাড়ে ৬০ দিনের বেশি থাকা যাবে না। টুরিস্ট ভিসায় কোনোভাবেই ওভারস্টে করা যাবে না। ওভারস্টে করা হলে ফাইন হবে এমনকি ব্যান্ করে দিবে নির্দিষ্ট সময় পর্যন্ত।
অনেকেই বুঝতে পারেনা মাল্টিপলএন্টি বা রি এন্ট্রি কোথায় থেকে নিতে হয়। তাদের জন্য বলছি, আপনি যখন থাইল্যান্ড এক্সিট করবেন তখন এয়ারপোর্টে ইমিগ্রেশন করার সময় ইমিগ্রেশন অফিসার কে বলবেন মাল্টিপল এন্ট্রি বা রি এন্ট্রি নিতে চাই। তখন ইমিগ্রেশন অফিসার আপনার ইমিগ্রেশন শেষ করে মাল্টিপল এন্ট্রি বা রি এন্ট্রি বুথ দেখিয়ে দিবে। মাল্টিপল এন্টি বা রিএন্ট্রি বুথে গ্যাদারিং বেশি থাকলে আপনাকে সিরিয়াল করে ভিসা নিতে হবে। প্রথমে আপনার পাসপোর্ট নেবে। তারপর একটা ফরম ফিলাপ করে আপনার ছবি নিবে। তারপর আপনার কাছ থেকে পেমেন্ট নিবে এবং সাথে সাথে পাসপোর্ট ডেলিভারি দিবে। সমস্ত প্রক্রিয়াটি কমপ্লিট করতে আপনার সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগতে পারে। কিন্তু আপনি সিরিয়ালে থাকলে সময় আরো বেশি লাগবে। তাই মাল্টিপল এন্ট্রি বা রি এন্ট্রি করার জন্য আপনাকে হাতে সময় নিয়ে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে। তা না হলে আপনার ফ্লাইট মিছ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
কম সময়ে দ্রুত ভিসা করতে কল করুন: 01933341497, 01842-118660 (WhatsApp)
মালয়েশিয়া, সিংগাপুর, থাইল্যান্ড, ডুবাই, কাতার, চায়না, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সৌদি আরব, ইটালি, গ্রীস, ভিসা প্রসেস্ করা হয়
Malaysia, Singapore, Thailand, Dubai, Qatar, China, Indonesia, Vietnam, Saudi Arabia, Tourist VISA available.
------------------------------------------------------------------------------
সহযোগিতায় :
Top Fly Travels
JAMUNA FUTURE PARK, LEVEL-2, Dhaka-1212
প্রতিদিন: সকাল ১০:০০ টা - রাত ৮:০০ টা পর্যন্ত।
WhatsApp for VISA: 01933341497
বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন:
🏠🏠🏠 টপ ফ্লাই ট্রাভেলস 🏠🏠🏠
অফিস-2এ-013এ,
লেভেল-02, রংধনু জোন
যমুনা ফিউচার পার্ক
কুড়িল, ঢাকা-1229
Md Mohsin Abid
☎️+880 1933 3414 97
☎️+880 1842 118 660
☎️+880 1841 000911
Mohammad Tahsin
☎️+880 199 6847 000
☎️+880 175 388 2293
Md Ashadul Huq
☎️+880 182 974 0505
Md Santo Hasan
☎️+880 182 973 8880