Hill Travellers

  • Home
  • Hill Travellers

Hill Travellers ট্রাভেল এজেন্সি।

22/03/2024

Fishing

14/03/2024
04/12/2023

শীতের সকাল 💚

02/12/2023

❤️❤️❤️

01/12/2023

যারা পাহাড় পছন্দ করে তাদের জন্য সৌন্দর্যের ভরপুর রাস্তা। 🎋🎋🎋

Send a message to learn more

08/06/2023

ভয়ংকর সুন্দর ❤️❤️🌱

03/06/2023

বর্ষাকালের সাজেক।🌋🗻🗾

বর্ষাকালের সৌন্দর্য পাহাড়ে উপভোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের দেয়া নাম্বারে।
যোগাযোগ ঃ 01316390424

20/10/2022

আগামীকাল কাল থেকে সাজেক সড়কে ফিটনেস বিহীন ও লাইসেন্স বিহীন কোন চালক
আর গাড়ী চালাতে পারবে না।

সর্বোচ্চ গতিসীমা 40 কি:মি:

29/09/2022

সাজেকের কথা মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড় আর মেঘের মেলবন্ধনের প্রকৃতির অপরুপ দৃশ্য। পাখি না হয়েও মেঘ স্পর্শ করা যায় সাজেকই।☁ সাজক থেকে দুই দেশের সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় সহজেই। কোনখানে রোদ, কোনখানে মেঘলা আকাশ, কোনখানে ঝুম বৃষ্টি। এসবকিছু একমাত্র সাজেকেই দেখতে পাওয়া যায়।

দেশের প্রকৃতি ঋতুভিত্তিক হওয়ায় ফলে এখন সময় হয়েছে ঘুরে বেড়ানোর। ঘুরাঘুরি করার সিজন হওয়ার ফলে সাজেকে রুম পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়ায়। সাজেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দাম সহ সকল ধরনের হোটেলের রুম পেতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

পাহাড়ের ভ্রমণের জন্য যেকোন তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

মোবাইল : 01580351552(What'sapp)
01316390424

Send a message to learn more

09/08/2022

শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত বলব আমরা আদিবাসী ✊

Adibashi Original song: Madol band
Cover by: Laa Rong Band
Music Compose : Dugya Marma (Jeet lee)
All instalment cover:Dugya Marma (Jeet lee)
Record :A***n recording studio khagrachari
Mixing mastering: Dugya marma (Jeet lee)
Vocal : Bulton Marma
Coras Part : Hinel Marma Kyoshimong
Apu Chowdhury
Drums: Mongching marma
Bass: Saching marma
Riff : Uthoi Marma
Solo : Dugya Marma (Jeet lee)
Special Thanks to Madol band

😍

30/07/2022

খৈয়াছড়া ঝর্ণার ১২ নাম্বার স্টেপ।

 , Rangamati ⛺বারগী লেক ভ্যালি ক্যাম্পিং,রাঙ্গামাটি। লেকের  পাশে মনোরম পরিবেশে প্রিমিয়াম কাম্পিং।যেখানে আপনি সম্পুর্ন নি...
24/07/2022

, Rangamati ⛺

বারগী লেক ভ্যালি ক্যাম্পিং,রাঙ্গামাটি।
লেকের পাশে মনোরম পরিবেশে প্রিমিয়াম কাম্পিং।
যেখানে আপনি সম্পুর্ন নিরাপদে কাটিয়ে দিতে পারবেন এক অসাধারন তাবু বাস 🏕

🧳আসার উপায়ঃ
চট্টগ্রাম অথবা ঢাকা থেকে রাঙ্গামাটির বাসে করে রাঙ্গামাটি পৌছে নামতে হবে ভেদভেদী নামক স্থানে। ভেদভেদী থেকে সিএনজি যোগে আসামবস্তী টু কাপ্তাই লিংক রোড ধরে এগুলেই রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের একটু পরেই আমাদের bargee lake valley.

গুগল ম্যাপ লিংক
Bargee Lake Valley
https://maps.app.goo.gl/KE6SReEakzBDVmpE6

#প্যাকেজ_মূল্য
জনপ্রতি ক্যাম্পিং ১৩০০ টাকা।

🎯এই প্যাকেজ যা যা থাকছে-
🚣৩০মিনিট কায়াকিং।
⛺তাবু (বালিশ, চাদর, ম্যাট্রেস, কম্বল সহ)।
🍜৩ বেলা খাবারঃ
১)সন্ধ্যায় নাস্তা (পাস্তা, চা, পানি ৫০০ মিঃলিঃ)

২)রাতের খাবারঃ বারবিকিউ : (১:৪), পরটা ৩ পিস করে,সালাদ,৫০০ মিঃ লিঃ পানি,সফট ড্রিংকস।

৩)সকালের নাস্তাঃ (সকাল-৮টায়)ডিম খিচুড়ি, চা, পানি ৫০০ মিঃলিঃ.

🔥ক্যাম্পফায়ারিং এর ব্যাবস্থা।

🚽পর্যাপ্ত ওয়াশরুমের সুব্যবস্থা রয়েছে।ছেলে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম আছে, হাই এবং লো কমোড দুটিই আছে।

💡পর্যাপ্ত আলোর সুব্যবস্থা রয়েছে।

🎭ছেলে-মেয়ে সবাই ক্যাম্পিং এ আসতে পারবেন -তবে ভিন্ন ভিন্ন তাবুতে থাকতে হবে।

👩‍❤️‍👨বিবাহিত কাপল হলে একসাথে কাপল টেন্ট নিতে পারবেন।
(অবিবাহিত কাপল গ্রহনযোগ্য নয়)

🍁এক তাবুতে ২ জন থাকতে পারবেন।

🖼️সপ্তাহের যে কোন দিন ক্যাম্পিং করা যাবে।
🍁তবে ৪ দিন আগে বুকিং করে আসতে হবে।

📢🚭কোন প্রকার মাদক দ্রব্য বহন বা সেবন সম্পূর্ণরুপে নিষিদ্ধ।এই ব্যাপারে জিরো টলারেন্স।

🛂নিরাপত্তা বিবেচনায় যত জন বুকিং নিশ্চিত করবেন-সবার ভোটার এন আইডি/জন্ম নিবন্ধন ফটোকপি আনা বাধ্যতামূলক।

🍁ক্যাম্পিং এ আসার পূর্বে অবশ্যই বুকিং মানি দিয়ে বুকিং কনফার্ম করতে হবে। প্রতি জন ৫০০৳ বুকিং মানি।
📲বিকাশ নাম্বার
+8801673686246
(পার্সেনাল) ।

[ আপনার নির্দিষ্ট বুকিং ডেটের তিনদিন আগে বুকিং ক্যানসেল করলে বুকিং এর পুরো টাকা ফেরত পাবেন।
তিন দিনের ভেতরে ক্যান্সেল করলে বুকিং মানি কেটে রাখা হবে। বুকিং ডেইটে বুকিং ক্যানসেল করলে পুরো টাকা পেমেন্ট করতে হবে]

🕕 ক্যাম্পিংটাইম- বিকেল ৪ টা হতে পরদিন সকাল ১০টা পর্যন্ত,তবে আপনারা চাইলে নির্দিষ্ট সময়ের আরো আগেই এসে আমাদের এই এরিয়া ঘুরে দেখতে পারবেন। রেস্টুরেন্ট সব ধরনের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।

☎আরো জানতে বা বুকিং এর জন্য যোগাযোগ করুন।
+8801825143790

🎯বিশেষ দ্রষ্টব্যঃ নির্দেশনা এবং শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে হবে।

© হিমু বাপ্পী

প্রিয় জিনিসের সাথে নেশা হোক ভ্রমণে। 🌴পাহাড় ভ্রমন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে অথবা মোবাইল ঃ 0158035...
22/07/2022

প্রিয় জিনিসের সাথে নেশা হোক ভ্রমণে। 🌴

পাহাড় ভ্রমন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে অথবা
মোবাইল ঃ 01580351552
01316390424

Travel Insider

21/07/2022

পাহাড় মানেই ভালোবাসা জায়গা 🌱। পাহাড় মানে মনের প্রশান্তি। পাহাড় মানেই ফুরফুরে বাতাস।

পাহড়ে মানষিক শান্তি নিয়ে ঘুরে বেড়ানোর উপযুক্ত জায়গা।

❣️❣️❣️প্রিয়তমা তোমার হাঠ ধরে ঘুরে বেড়াবো পাহাড় থেকে পাহাড়ের সর্বোচ্চ চূঁড়ায়।❣️❣️❣️

Follow this paage.....
https://www.facebook.com/Explorewithunmesh

19/07/2022
19/07/2022

সাজেকের বর্তমান সৌন্দর্য এই অবস্থায় পাওয়া যায়।

সাজেকে ভ্রমণের জন্য আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা

মোবাইলঃ 01316390434, 01580351552.

মাঝে মাঝে প্রকৃতি এমন ভাবে সাজিয়ে রাখে!  ইচ্ছে করে হারিয়ে যেতে। ❤️🌱🌴
13/07/2022

মাঝে মাঝে প্রকৃতি এমন ভাবে সাজিয়ে রাখে! ইচ্ছে করে হারিয়ে যেতে। ❤️🌱🌴

10/07/2022

আমি তো প্রথমে ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে তারপর ভালো করে দেখে বুঝলাম যে এ তো ফুলের বৃষ্টি হচ্ছে।।💖🌼✨

কি অপূর্ব দৃশ্য।।😍💕

ভিডিওঃ সংগ্রহীত




25/06/2022

সাজেকের প্রতিটি সকাল এমনই হয় বর্ষাকালে 🌧️😍🌿

দূরে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লুসাই পাহাড়, ভারতের মিজোরাম রাজ্য পাহাড়ের ওই পাশে অবস্থিত। তাছাড়া লুসাই পাহাড় হচ্ছে কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল।

সাজেক ভ্রমনের জন্য যোগাযোগ করতে পারেন ইনবক্সে অথবা নিচের নাম্বারে....
01316390424(what's app)
01580351552


20/06/2022

বন্যায় পেটের ক্ষুধা নিবারণের জন্য বানরের বাচ্ছা খাওয়ার চেষ্টা😇😇😇।
বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা।

সুস্থ হোক পৃথিবীর সবকিছু।

ভিডিও ঃ সংগৃহীত।

16/06/2022
15/06/2022

Nepal❤️❤️🗻🗻

টাঙ্গুয়ার হাওর!!বিশাল এই জলাভূমিতে প্রকৃতি বেড়ে উঠেছে আপন খেয়ালে। আর তার যে সৌন্দর্য, চোখে না দেখলে ঠিক বোঝা যাবে না। বা...
10/06/2022

টাঙ্গুয়ার হাওর!!
বিশাল এই জলাভূমিতে প্রকৃতি বেড়ে উঠেছে আপন খেয়ালে। আর তার যে সৌন্দর্য, চোখে না দেখলে ঠিক বোঝা যাবে না। বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে, সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার ১৮ মৌজায়, ৫১টি জলমহালের সমন্বয়ে নয় হাজার ৭২৭ হেক্টর অঞ্চল নিয়ে টাঙ্গুয়ার হাওর গড়ে উঠেছে। এটি বাংলাদেশের অন্যতম বড় জলাভূমি। বর্ষাকালে হাওরটির আয়তন দাঁড়ায় প্রায় ২০ হাজার একর।
ভারতের মেঘালয়ের পাদদেশে অবস্থিত এই টাঙ্গুয়ার হাওর। মেঘালয় পর্বত থেকে প্রায় ৩০টি ঝরনা এসে সরাসরি মিশেছে হাওরের পানিতে। সারিসারি হিজল-করচশোভিত, পাখিদের কলকাকলি সদা মুখরিত টাংগুয়ার হাওর। এটি মাছ, পাখি এবং অন্যান্য জলজ প্রাণীর এক বিশাল অভয়াশ্রম। জীববৈচিত্র্য ও সৌন্দর্যের কারণে টাঙ্গুয়ার হাওরের সুনাম শুধু সুনামগঞ্জ বা বাংলাদেশে নয়, বাইরেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জীববৈচিত্র্যে সমৃদ্ধ মিঠা পানির এ হাওরকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় রামসার অঞ্চল। সুন্দরবনকে ধরা হয় প্রথম। (ইরানের রামসার অঞ্চলে প্রথম জলাভূমি শনাক্ত করার বৈঠক অনুষ্ঠিত হয়, সেখান থেকেই এই নামটি এসেছে।)
টাঙ্গুয়ার হাওরের প্রবেশ মুখেই দেখা যায় সারিসারি হিজলগাছ। দেখে মনে হবে এই গাছগুলো হাওরে আগত অতিথিদের অভিবাদন জানানোর জন্যই দাঁড়িয়ে আছে। মূল হাওরে প্রবেশ করলে হাওরের পানিতে নিচের দিকে তাকালে দেখা মিলবে হরেক রকম লতাপাতাজাতীয় জলজ উদ্ভিদ। দেখে মনে হবে পানির নিচে অপরূপ সবুজের স্বর্গরাজ্য। টাঙ্গুয়ার হাওরে আরো পাবেন করচ, বরুন, পানিফল, হেলেঞ্চা, বনতুলসি, নলখাগড়া, বল্লুয়া ও চাল্লিয়া জাতের উদ্ভিদ।
টাংগুয়ার হাওড় এখন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট গুলোর একটি ৷ টাঙ্গুয়ার হাওড়ে ভেসে ভেসে আরামদায়ক বেড এ রিলাক্স এ শুয়ে বসে হাওড়ে বৃস্টি উপভোগ করার জন্য রয়েছে বেশ কিছু আরামদায়ক হাউজ বোট !

টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন বোটের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

মোবাইল ঃ 01316390424(what's apps)
01580351552











ইভেন্টের নামঃ  তরীতে টাংগুয়ার হাওর ভ্রমণ   ( ১৬ জুন)** অর্গানাইজেশনঃ আদিবাসী ট্রাভেলার।** ভ্রমণের ধরনঃ ট্রাকিং** যাত্রা ...
07/06/2022

ইভেন্টের নামঃ তরীতে টাংগুয়ার হাওর ভ্রমণ ( ১৬ জুন)
** অর্গানাইজেশনঃ আদিবাসী ট্রাভেলার।
** ভ্রমণের ধরনঃ ট্রাকিং
** যাত্রা শুরুঃ ১৬ জুন ১০.৩০ টা।
** যাত্রার শেষঃ ১৯ মে সকাল ৬.৩০ টা।
******************************************
*** ভ্রমণের খরচ
** ৭৫০০/- টাকা জনপ্রতি। (৪ জন কেবিন শেয়ার)
** ১৫০০০/- টাকা কাপল।

** বুকিং মানি ৪০০০ টাকা (অফেরতযোগ্য)
***************************************

কি মায়ার কোন সে নেশায়,
বারে বার মন ছুটতে চায়,
আমি বার বার বহুবার
তোমাকে চাই,
এমনই সেই নেশায়।

আবার আসিবো ফিরে,
টাঙ্গুয়া হাওরের তীরে,
যাদু কাটা নদীর স্রোতে,
মেতে থাকবো উচ্ছল জলকেলিতে।

মাঝরাত, সুনসান নীরবতা, চাঁদের আলোয় আলোকিত চারপাশ। দূরের গ্রাম ও গাছপালা গুলো আবছা আলোয় দেখা যাচ্ছে। মাঝে মধ্যে পাখিরা ঘুমের ঘোরে ডেকে উঠছে মৃদু স্বরে। দূরের মেঘালয়ের পাহাড়গুলো চাঁদের রূপোলী আলোয় প্রতীয়মান। আর আপনি বসে আছেন নৌকার ছাদে।
এই রকম কিছু স্বপ্নমাখা সময় উপভোগ করতে ঘুরে আসতে পারেন নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল হিসেবে পরিচিত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। হাওরে ভাসমান বাড়ি তরীতে😍

তরীতে যা থাকছেঃ
-নৌকার ভেতর অনেক উঁচু, তাই হামাগুড়ি দিয়ে চলাচল করতে হবে না।
-(হাই এবং লো কমোড)টয়লেটের ব্যাবস্থা
- মেয়েদের জন্যে চেঞ্জিং রুম (ছেলেরাও প্রয়োজনে ব্যবহার করতে পারবে)
-রয়েছে ৩ জন এবং ২ জন শেয়ারিং কেবিন
- লাইফ জ্যাকেট
-কম শব্দের জেনারেটর
-মোবাইল চার্জের ব্যাবস্থা
-সোলার লাইট
- ফ্যান
- নিজেদের সেটাপেই রান্নাবান্না হবে, খাওয়া হবে নৌকায়।
-
-হাওরে পর্যটকদের জন্য বেশ বড় সাইজের নৌকা,তাই উপরে নিচে সমান ভাবে চলা ফেরার ব্যাবস্থা
-
- মেয়েদের জন্য আলাদা কেবিন এর ব্যবস্থা।

==
টাংগুয়ার হাওর বিগত বছরগুলোতে বেশ সাড়া জাগানো পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে যা মূলত তার বিশালতা আর বাহারী সৌন্দর্যের জন্য সুপরিচিত এবং ড্রিম ডেস্টিনেশন!
আর সেই সাথে নৌকার ছাদে বসে প্রকৃতি উপভোগ করা আর হাওরের তাজা মাছ, এলাকার হাঁস এই ট্রিপের বাড়তি মাত্রা যোগ করে।
একপাশে মেঘালয়ের সুউচ্চ পাহাড়, একদিকে টলটলে পানির হাওর; দুয়ের সম্মিলন এক অপার্থিব সৌন্দর্যের জানান দেয়।

-----------------------------------

** কনফার্ম করার ডেডলাইনঃ ১৫ জুন (আসন খালি থাকা সাপেক্ষে)

কনফার্ম করা জন্যে ৪০৮০ টাকা পাঠাতে হবে(বিকাশ/নগদ/রকেট)। কোনভাবেই মৌখিক কনফার্ম গ্রহণযোগ্য নয়। যিনি আগে কনফার্ম করবেন, তিনিই প্রাধান্য পাবেন এবং সেই সিরিয়ালেই বাসের সিট দেয়া হবে।
* বুকিং মানি অফেরতযোগ্য।

** ভ্রমণের পরিকল্পনাঃ
- ০০ ডে: রাতের বাসে করে সুনামগঞ্জ যাত্রা।

- ০১ ডে: সকালে সুনামগঞ্জ নেমে নাশতা করে নিবো। সুনামগঞ্জ শহরেই নৌকা নিয়ে আসবো যেনো এখান থেকেই নৌকায় উঠা যায় (এখন যদিও সেটা পানি কতটুকু উঠে, তার উপর নির্ভর করবে)। ট্রলার ছেড়ে চলে যাবো মূল হাওরের ওয়াচ টাওয়ার এলাকায়। সেখানে পানিতে নেমে গোসল সেরে দুপুরের খাবার খাবো। এর পর চলে যাবো টেকেরঘাট। বিকেলে দেখবো শহীদ সিরাজ লেক। রাতের খাবার ৯ঃ৩০ এ। এর পর বসবে লোকাল গানের আসর। (হাওরে পানির পরিমাণ এর উপর নির্ভর করে নৌকা তাহিরপুর থেকেও ছাড়া হতে পারে)

- ০২ ডে: সকালের নাশতা সেরে চলে যাবো শিমুল বাগান, তারপর যাবো যাদুকাটা নদী। নদীর ঠান্ডা স্রোতে গা ভাসিয়ে উঠে দুপুরের খাবার খেয়ে নিবো। তারপর যাবো বারিক্কা টিলা, যেখানে ভারত আর বাংলাদেশের সীমানা মিশেছে। নৌকা ছেড়ে দিবো বিকেলের দিকে। চলে আসবো সুনামগঞ্জ শহরে।তারপর রাতের খাবার খেয়ে রাতের বাসে করে ঢাকায় ফেরা।

- ১৯ তারিখ ভোরে ইনশাহ আল্লাহ সবাই ঢাকায় ফিরে আসবো। এসে অফিস ধরতে পারবেন।

এই ট্রিপের কিছু বিষয়, ট্রিপ কনফার্ম করার আগে যেগুলো অবশ্যই জানতে হবেঃ
- এই ট্রিপে খাবার রান্না হবে নৌকায়, নৌকার ছাদে বসেই সবাই একসাথে মিলে মিশে খাবো।
- রান্না বান্না এবং পরিবেশন এর জন্য লোক থাকবে, তবে আমরা যারা এই কাজে পারদর্শী এবং আগ্রহী,তারা যে কোন সহায়তা করবো।
- নৌকায় থাকা ব্যাপারটা পুরোটাই ফিলের উপর নির্ভর করে। এমনিতে নৌকায় থাকা অবশ্যই কষ্টের, সেটি বিবেচনায় রাখবেন।

যা যা ঘুরবোঃ
*** যাদুকাটা নদী
*** বারিক্কা টিলা
*** শিমুল বাগান
*** ট্যাকেরঘাট
*** শহীদ সিরাজ লেক/কোয়ারী লাইমস্টোন লেক
*** টাঙ্গুয়া হাওর
*** লাকমাছড়া (এখানে বাইকেও যাওয়া যায়, হেটেও যাওয়া যায়। বাইকে গেলে এই খরচ নিজের)

** যা সরবরাহ করা হবেঃ

- যাওয়া-আসার নন এসি বাসের খরচ
- আভ্যন্তরীণ সকল যাতায়ত খরচ
- নৌকার খরচ
- বাবুর্চির খরচ এবং রান্নার আনুসাংগিক জিনিসপত্র
- প্রতিদিন ৩ বেলা মূল খাবার এবং প্রয়োজনীয় স্ন্যাক্স
- লাইফ জ্যাকেট

** যা থাকছে নাঃ
- কোন ব্যক্তিগত খরচ
-কোন ঔষধ
- কোন ধরণের বীমা
- লাকমাছরায় যাওয়ার বাইক এর খরচ

** টাকা পাঠানোর উপায়ঃ- মোবাইল ওয়ালেট যেমন বিকাশ, নগদ,রকেট।

বিকাশ/রকেট/নগদ পার্সোনালঃ 01316390424
[অন্যান্য পেমেন্ট অপ্শনের জন্য ম্যানেজারের ( 01580351552) সাথে সরাসরি কথা বলে নিন।]
★★টাকা পাঠিয়ে নিচের ইনফরমেশন গুলি ম্যানেজারের নাম্বারে এস.এম.এস করে দিতে **আপনার/আপনাদের নামঃ
**ইভেন্টের নাম এবং তারিখঃ
**মোবাইল নাম্বারঃ
**টাকার পরিমানঃ
**যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেনঃ
** রিপ্লে মেসেজে কনফারমেশন নিয়ে নিতে হবে।।
************************************
** শর্ত সমুহঃ
১- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতা এবং অবৈধ কোন কার্যকালাপের সুযোগ নেই।
২- ভ্রমণকালে দুর্ঘটনা/সমস্যা বলে কয়ে আসে না, তাই যে কোন প্রকার দুর্ঘটনায় সকলে মিলে মোকাবেলা করতে হবে ।এ কারনে ট্রিপ প্লান চেঞ্চ করতে হলে তা সকলের আলোচনার ভিত্তিতেই হবে।
৩- যেকোন সমস্যার সামাধানে হোস্টের সহায়তা নিন । নিজেরা বাকবিতন্ডে জরিয়ে ট্যুরের পরিবেশ নস্ট করা যাবে না।
৪- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিসম/টুরিসম স্পটের কোন ক্ষতি না হয়, সেটা সরবোচ্য প্রাধান্য দিতে হবে।
৫- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৬- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। কোন রকম অসৎ উদ্দেশ্য থাকলে এবং তা গ্রুপের অন্য সবার সাথে আলোচনার মাধ্যমে দোষী সাব্যস্ত হলে তাকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে।
********************************************

বিদ্রঃ নির্দিষ্ট সংখ্যক আসন ফিলাপ হলে ইভেন্ট পরিচালনা করা হবে। আসন ফিলাপ না হলে ইভেন্ট পরিচালনা করা হবে না।

ঢাকা টু জলপাইগুড়ি রুটে ১ তারিখ থেকে চালু হতে যাচ্ছে এই ট্রেনটি।জলপাইগুড়ি থেকে দার্জিলিং ও সিকিম ভ্রমণ করা যায় খুব সহজেই।...
01/06/2022

ঢাকা টু জলপাইগুড়ি রুটে ১ তারিখ থেকে চালু হতে যাচ্ছে এই ট্রেনটি।
জলপাইগুড়ি থেকে দার্জিলিং ও সিকিম ভ্রমণ করা যায় খুব সহজেই। আমাদের পরবর্তী দার্জিলিং ট্যুরটি এই ট্রেনে করেই করবো ভাবছি।

আমাদের পরবর্তী দার্জিলিং ট্যুর জুন ৯ ও ২৩ তারিখ।
বুকিং এর জন্য যোগাযোগ করুন ইনবক্সে অথবা

Office Address:
1st floor, House no - 44, Block E, Road no- 4, Banasree, Rampura, Dhaka-1219.

Contact:
01316390424
01631928838

Address


Telephone

+8801316390424

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hill Travellers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hill Travellers:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share