BD Tours & Travels

  • Home
  • BD Tours & Travels

BD Tours & Travels Loading...

27/05/2021

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরব গামী যাত্রীদের জন্য নির্দেশনা।

ক) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা, রিয়াদ ও দাম্মাম গামী সম্মানিত যাত্রীগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যাত্রা শুরুর কমপক্ষে ৭২ ঘন্টা পূর্বে কোয়ারেন্টাইন হোটেলসহ প্যাকেজ নিশ্চিত করতে হবে। প্যাকেজটি নিশ্চিত করার জন্য নিকটস্থ বিমান অফিস অথবা ট্রাভেল এজেন্সীর সাথে এই লিংকঃ
https://bimanholidays.com/quarantine

এর মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য বিমান হলিডের এই লিংক ব্যতীত অন্য কোনো মাধ্যমে হোটেল বুকিং গ্রহণযোগ্য হবে না।

খ) টিকিট ও কোয়ারেন্টাইন প্যাকেজ নিশ্চিত হওয়ার পর সম্মানিত যাত্রী-কে ফ্লাইট সৌদি আরবে অবতরণ করা পর্যন্ত ৭২ ঘণ্টার মধ্যে PCR পরীক্ষার Sample প্রদান ও রিপোর্ট সংগ্রহের অনুরোধ করা যাচ্ছে।

নিম্নলিখিত ধরনের যাত্রীগণের জন্য কোয়ারান্টাইন হোটেল প্রয়োজন নেইঃ

১।অনাবাসিক (নন রেসিডেন্ট) এবং প্রথমবারের জন্য দর্শনার্থীরা যারা কোভিড-১৯ এর টিকার উভয় ডোজ গ্রহণ করেছেন এবং দ্বিতীয় ডোজ টিকা দেয়ার ১৪ দিন শেষ করেছেন। তাদের অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে টিকা গ্রহণের প্রমান পত্র/সার্টিফিকেট সাথে রাখতে হবে।

২। আবাসিক (Resident)/ ইকামার ধারক যারা সৌদি আরব থেকে তাওয়াকল্না এ্যাপ-এর মাধ্যমে আবেদন করে কোভিড-১৯ এর প্রথম/দ্বিতীয় (উভয় বা যেকোনো একটি) টিকা গ্রহণ করেছেন এবং যাদের অবস্থান এ্যাপ এ ( Immune) অবস্থায় আছে।

আরো বিস্তারিত তথ্যের জন‍্য নিকটস্থ বিমান সেলস সেন্টার /কাউন্টার অথবা বিমান কল সেন্টারঃ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ - এ যোগাযোগ করতে পারেন।

BD TOURS & TRAVELS
WHATS APP & IMO
(+8801610609082) (+8801852479548)

29/04/2021

বিদেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকার জন্য অনুমোদিত হোটেলের তালিকা

১। হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা।

২। বেঙ্গল ক্যানারি পার্ক লিমিটেড, প্লট-৮, রোড-১৬/এ, গুলশান-১, ঢাকা।

৩। সিক্স সিজন্স হোটেল, হাউজ-১৯, রোড-৯৬, গুলশান-২, ঢাকা-১২১২।

৪। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯।

৫। রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, এয়ারপোর্ট রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।

৬। হোটেল প্ল্যাটিনাম, ২৪, গারীব-ই-নেওয়াজ, এভেনিউ, সেক্টর-১১, উত্তরা, ঢাকা-১২৩০।

৭। হোটেল গার্ডেন রেসিডেন্স, হাউজ-৩০, রোড-২০, সেক্টর-৩, উত্তরা, ঢাকা-১২৩০।

৮। হোটেল বেঙ্গল ইন, হাউজ-৭, রোড-১৬, গুলশান-১, ঢাকা-১২১২।

৯। স্কাইলিংক লিমিটেড, হাউজ-৭, রোড-১৪, সেক্ট র-১৩, উত্তরা মডেল টাউন, ঢাকা।

১০। হোটেল স্প্রিং হিল অ্যাপার্টমেন্ট, রোড-২৪, হাউজ-৩১, গুলশান-১, ঢাকা-১২১২।

১১। রয়্যাল পার্ক রেসিডেন্স হোটেল, হাউজ-৮৫, রোড-২৫/এ ব্লক-এ, বনানী, ঢাকা।

১২। প্ল্যাটিনাম রেসিডেন্স, বাসা-৪২, রোড-২০/সি, সেক্টর-৪, শাহজালাল এভিনিউ, উত্তরা, ঢাকা-১২৩০।

১৩। হোটেল দি রহমানিয়া ইন্টারন্যাশনাল, ২৮/১/সি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা।

১৪। গ্যালেসিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, হাউজ-৩৯, রোড-২১, ব্লক-বি, বনানী-ঢাকা।

১৫। ওয়েস্ট পার্ক ইন রেসিডেন্স, হাউজ-৯০, রোড-৩১/এ, ব্লক-সি, বনানী, ঢাকা-১২১৩।

১৬। ন্যাসেন্ট গার্ডেনিয়া, রোড-৮৩, প্লট-২৮, গুলশান-২, ঢাকা-১২১২।

১৭। এনকোরেজ দি রেসিডেন্স, হাউজ-১৪, রোড-১৮, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০।

১৮। ব্লু কাস্টেল হোটেল, হাউজ-৯, রোড-১১, সেক্টর-১, উত্তরা, ঢাকা-১২৩০।

১৯। রাফ্রেসিয়া সার্ভিসড অ্যাপার্টমেন্ট, হাউজ-২, রোড-২২/২৩, গুলশান আর/এ, ঢাকা-১২১২।

২০। লেকসোর হোটেল, গুলশান, রোড-৪১, হাউজ-৪৬, গুলশান-২, ঢাকা-১২১২।

২১। দি ওয়ে ঢাকা, ১০/বি/১, রোড-৫৪/বি, গুলশান-২, ঢাকা-১২১২।

২২। ডরিন হোটেল অ্যান্ড রিসোর্ট সাবেক ফোর পয়েন্ট বাই শেরাটন, ৬/এ, গুলশান নর্থ এভিনিউ, গুলশান-২, ঢাকা-১২১২।

২৩। ন্যাসেন্ট গার্ডেনিয়া রেসিডেন্স, রোড-১, বাড়ি-১৭, ব্লক-বি, নিকেতন, গুলশান, ঢাকা।

২৪। হলিডে এক্সপ্রেস, হাজীক্যাম্পের বিপরীতে, ঢাকা-১২৩০।

২৫। রেনেসা ঢাকা গুলশান হোটেল, সিইএস (এফ) ৩, ৭৮ বীর উত্তম মির শওকত রোড, গুলশান-১, ঢাকা।

২৬। গ্রিন হাউজ, হাউজ-১০, রোড-৩, সেক্টর-১, উত্তরা, ঢাকা।

২৭। প্রিয় নিবাস স্টাইলিস রেসিডেন্টাইল হোটেল, ১৫২/২/কে, পান্থপথ, কলাবাগান, ঢাকা-১২০৫।

২৮। হোটেল অ্যারিস্টোক্রেট ইন লি. হাউজ-১২, রোড-৬৮/এ, গুলশান-২, ঢাকা-১২১২।

এতে আরও বলা হয়েছে, হোটেলে অবস্থানকালীন বিদেশ ফেরত যাত্রীদের অবশ্যই কোভিড-১৯ সম্পর্কিত সব স্বাস্থ্যবিধি এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সব বিধি-বিধান কঠোরভাবে মেনে চলার বিষয়টি হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করবেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের কোনো বিধিনিষেধ লঙ্ঘন করা হলে/মেনে না চললে সংশ্লিষ্ট হোটেলের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা/

04/02/2021

সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা
𝗦𝗘𝗥𝗕𝗜𝗔 𝗪𝗢𝗥𝗞 𝗣𝗘𝗥𝗠𝗜𝗧 𝗩𝗜𝗦𝗔

♦ প্রসেসিং টাইমঃ ৩০ থেকে ৪৫ দিন (ইনশাআল্লাহ)।

♦100% ভিসার নিশ্চয়তা

♦ নো ভিসা নো ফি,কোন অগ্রীম টাকা লাগবেনা।

♦ ভিসা হওয়ার পরে পেমেন্ট।

👉 কাজের ধরনঃ #কন্সট্রাকশন_ওয়ার্কার ও হোটেল ওয়েটার ও ক্লিনার।

👉 বেতনঃ ৪০০-৫৫০ ও ৫০০- ৬৫০ ইউরো + ওভারটাইম।

👉 থাকা কোম্পানীর এবং খাবার নিজের।

👉 অভিজ্ঞতাঃ দরকার নেই।

👉 ইন্ডিয়া যেতে হবে না, কেউ চাইলে সাথে যেতে পারেন, যাতায়াত খরচ নিজ দায়িত্বে।

📛 প্রয়োজনীয় ডকুমেন্টস:

▪ অরিজিনাল পাসপোর্ট

▪️ ছবি ৩৫×৪৫ মি সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট পেপার

▪ ন্যাশনাল আইডি ও পুলিশ ক্লিয়ারেন্স।

▪️ পেমেন্ট সিকিউরিটি পেপার।

▪️ ৩০০ টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট।

✅ ভিসা হওয়ার পরে ইন্ডিয়া থেকেও ফ্লাইট দিতে পারবেন অথবা বাংলাদেশ থেকে।

বিস্তারিত জানতে কল করুন✈
☎️01610609082 (IMO & Whatsapp)
☎️01852479548 (IMO & Whatsapp)

30/12/2020

সৌদি আরবে ব্যাক্তি মালিকানা একজন ড্রাইভার এবং একজন গার্ডেন দেখাশুনার জন্য লোক আবশ্যক।

বেতনঃ
১৫০০ সৌদি রিয়াল

ড্রাইভারের জন্য থাকা খাওয়া ফ্রি আর গার্ডেন যিনি দেখাশুনা করবেন উনার থাকা মালিক দিবেন খাওয়া নিজের।

আগে বিদেশ করা লোকদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে।

আরো নতুন নতুন ভিসার আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

যারা যেতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন।
ধন্যবাদ।

সৌদি আরবের একমাত্র সুনামধন্য কোম্পানির ভিসা।SASCO PETROL PUMP CO.(সাসকো পেট্রল পাম্প কোং)।জরুরী ভিত্তীতে কর্মী নিয়োগ।১। ...
29/12/2020

সৌদি আরবের একমাত্র সুনামধন্য কোম্পানির ভিসা।
SASCO PETROL PUMP CO.
(সাসকো পেট্রল পাম্প কোং)।

জরুরী ভিত্তীতে কর্মী নিয়োগ।

১। পদের নামঃ
PETROL PUMP ATTENDANT.
২। মসিক বেতনঃ
১২০০ সৌদি রিয়াল।
৩। থাকার যায়গাঃ
ফ্রি।
৪। খাওয়াঃ
খাবার এর জন্য আলাদা ২০০ সৌদি রিয়াল দেয়া হবে।
৫। আকামাঃ
ফ্রি কোম্পানী নিজ খরচে করে দিবে।
কার্য দিবসঃ
সপ্তাহে ০৬ দিন, প্রতিদিন ১০ ঘন্টা।
বয়সঃ
২১ বছর বয়স থেকে ৪০ বছর এর লোকজন যেতে পারবেন।

ভিসার জন্য যা যা লাগবেঃ
অবশ্যই ৮ কপি ব্যাকগ্রাউন্ড সাদা কালার পাসপোর্ট সাইজ ফটো
এবং মূল পাসপোর্ট সাথে নিয়ে আসতে হবে আমাদের সাথে কথা বলে ভালো লাগলে তবেই যাবেন ইনশা আল্লাহ।

বিঃ দ্রঃ অবশ্যই ইংরেজী বা আরবী ভাষায় কথা বলা এবং বুঝতে হবে।
আর অন্যান্য ভিসার খবর এর জন্য আমাদের পেজ এর সাথেই থাকুন।
ধন্যবাদ।

যদি কেউ যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুণ
01610609082, 01852479548, ইমু এবং হোয়াটসএপপ দুই নাম্বারেই আছে।

আমাদের অফিসঃ
আল-আমানত ইন্টারন্যাশনাল (আর এল নং-996)
40/1 ভি আই পি রোড, নয়াপল্টন ঢাকা-1000।

 #বিদেশে_যাওয়ার_আগে_পড়ুন_কাজে_আসবে।১) যাওয়ার পরে টাকা দিবেন এই লোভনীয় প্রস্তাব। এর অর্থ, আপনি জিম্মি হবেন।২) টুরিস্ট ...
18/12/2020

#বিদেশে_যাওয়ার_আগে_পড়ুন_কাজে_আসবে।

১) যাওয়ার পরে টাকা দিবেন এই লোভনীয় প্রস্তাব। এর অর্থ, আপনি জিম্মি হবেন।

২) টুরিস্ট বা ভিজিট ভিসায় নিয়ে বিদেশে কাজ করতে যাবেন এর অর্থ, নিজেকে সবসময় চোরের মতো লুকিয়ে থাকতে হবে যে কোনো সময় জেল খাটার জন্য প্রস্তুতি রাখতে হবে।

৩) ইউরোপে বৈধভাবে কাজের ভিসা পাওয়া অনেকটাই সোনার হরিণের মতো। শুধু টাকা থাকলেই পাওয়া যায় না,নিজস্ব যোগ্যতা ও লাগে। যোগ্যতা ছাড়া যাবেন এর অর্থ আপনার টাকা উঠাতে খবর আছে।

৪) যে অফিস থেকে যাবেন সে অফিসের ভালো করে খোঁজ খবর নেন। এর অর্থ, দুষ্ট লোকের মিষ্টি কথায় ধরা খাবেন না।

৫) বিশ্বাস করে, ভিসা পাওয়ার পরে তা যদি সরকারি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে চেক না করান। এর অর্থ, আপনি একটা বড় মাপের "বলদ"।

৬) ম্যানপাওয়ার ছাড়া কোন এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে ফ্লাইট দিলে যাবেন না। এর অর্থ, কোথাও কোন না কোন সমস্যা আছে।

৭) এক কোম্পানির নামে বিদেশে যাওয়ার পরে অন্য কোম্পানি তে কাজ করাকে অনেকে ফ্রি ভিসা মনে করে।
ফ্রি ভিসা বলতে কিছুই নেই। ফ্রি ভিসা দিয়ে যে বিদেশে যাবে এর অর্থ, সে চতুর্থ শ্রেণীর ............।

৮) যে কোন ভাবেই অবৈধ পথে বিদেশে যাওয়া থেকে বিরত থাকুক। এর অর্থ টা, নিজেই খোঁজ করুন!

আমার কথা, আমাদের মাধ্যমে যেতে হবে এমন কোন কথা নেই।
আপনি যেখান থেকে যান আর যে কাজেই যান, আগে খোঁজখবর নেন,ভালো করে যাচাই বাছাই করুন, যাতে আপনি প্রতারিত না হন এবং আপনাকে কেউ প্রতারিত করার সুযোগ না পায়।

#যোগাযোগঃ
:
01852479548, 01610609082

, :
01852479548, 01610609082
(সকাল ১১ থেকে বিকেল ০৫ টা পর্যন্ত)

:
[email protected]
[email protected]
[email protected]

: 40/1 A.R. Khan Trade Centre, V.I.P. Road, Naya Paltan, Dhaka 1000

03/10/2020

সেীদি আরবের স্ট্যাম্পিংকৃত মেয়াদ উত্তির্ণ ভিসা পূনরায় লাগানোর নিয়মঃ

আচ্ছালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাদের যাদের পাসপোর্টে ভিসা লাগানোর পর ৯০ দিন এর বেশি হয়েছে, তাদের জন্য সৌদি দূতাবাস নিম্ন লিখিত নিয়মে কাজ করতে নির্দেশনা দিয়েছেন।

১। যাদের পাসপোর্টে ভিসা লাগানোর পর ৯০ দিন এর বেশি হয়েছে তাদের জন্য সৌদি আরবের কফিল (মালিক) থেকে অনুমতি পত্র লাগবে, অনুমতি পত্রে উল্ল্যেখ থাকতে হবে যে কফিলের (মালিকের) লোকের প্রয়োজন আছে।

২। কফিলের (মালিকের) পেপারের মধ্যে যাত্রীর নাম, পাসপোর্ট নং, কফিলের (মালিকের) নাম, কফিলের (মালিকের) পতাকা (ন্যাশনাল আই ডি কার্ড) নাম্বার, ভিসা নাম্বার, উল্লেখ করে বাংলাদেশ সৌদি দূতাবাস কে অনুরোধ করবে যে, আমার এই লোককে পূনরায় ভিসা দেওয়ার জন্য অনুরোধ থাকলো।

৩। ভিসার পেশা যদি কোম্পানির বা মোয়াচ্ছাছা হয় তাহলে কোম্পানির প্যাডে লিখিত এবং স্বাক্ষর লাগবে।

৪। পেশা যদি মালিকানা হয় যেমন- ড্রাইভার, হাউজবয়, বাসার বাবুর্চি, মাজরা ইত্যাদি তাহলে সাদা কাগজে লিখে কফিলের (মালিকের) স্বাক্ষর দিতে হবে।

৫। কফিল (মালিক) বা কোম্পানির স্বাক্ষর করা পেপার গোরপাতে জারিয়া ও খারেজিয়া কর্তৃক সত্যায়িত লাগবে।

৬। এই সত্যায়িত পেপার অরজিনাল কপি হাতে হাতে অথবা কুরিয়ারের মাধ্যমে আমাদের অফিসে জমা করতে হবে।

৭। কফিলের এই কাগজ আসলে, আমরা সত্যায়িত কাগজ এবং ভিসার মেয়াদ শেষ হওয়া পাসপোর্ট এম্বাসীতে জমা করবো।

৮। সৌদি এম্বাসী রিসিভ করে ১/২ দিন পরে পাসপোর্টর মেয়াদ শেষ হওয়া ভিসা কেনসেল করে কম্পিউটারে ভিসার ব্যালেন্স এনে পুরোন যাত্রীকে পুনরায় মেডিকেল করার জন্য অনুমোধন দিবে।

৯। সৌদি এম্বাসীর অনুমতিক্রমে মেডিকেল ফিট হওয়ার পর পুনরায় মোফা দিয়ে ফিট কার্ড এনে সৌদি এম্বাসীতে নতুন করে জমা দিয়ে ভিসা লাগাতে হবে।

আশা করি এই বিষয়টি নিয়ে যাদের বুঝতে সমস্যা হচ্ছিল এখন বুঝতে পেরেছেন। যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাহায্য করবো ইনশা আল্লাহ।

আর আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন বিষয়টি যারা সৌদি আরব যাওয়ার জন্য ভিসা জমা দিয়েছেন।

ধন্যবাদ।
বিডি ট্যুরস এন্ড ট্রাভেলস।
আপনার বিশ্বস্ত ট্রাভেল পার্টনার।

02/10/2020

আবুধাবির ছুটির যাত্রী যারা বাংলাদেশে আছেন এবং যারা করোনার আগে আসছেন এখন রেড সিগনাল দেখাচ্ছে যেতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যাওয়ার ব্যবস্থা করে দিবো ইনশাআল্লাহ এবং নরমাল টিকেট ও আছে আমাদের কাছে। যাদের লাগবে আমাদের সাথে যোগযোগ করুন ধন্যবাদ।

01/10/2020

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

বিডি ট্যুরস এন্ড ট্রাভেলস এর সকল মেম্বারদের জানাই প্রাণডালা শুভেচ্ছা। 🌹

আপনারা জেনে খুশি হবেন যে আমরা আপনাদের জন্য এই পেজ টি নিয়ে এসেছি, মূলত এই পেজটির কাজ কি তা সবার আগে জানা আবশ্যক আপনাদের।

আপনারা অনেকেই বিদেশে যাওয়ার ব্যাপারে বিভিন্ন ভাবে প্রতারিত হন বা ন্যায্য দামে বিভিন্ন জায়গার টিকিট কিনতে পারেন না, শুধু তাই নয় অনেকে ভিসা কিনেন ঠিকই যাচাই-বাছাই করতে পারেন না, আর এই সব কথা মাথাই রেখে আমরা এই পেজটি খুলেছি। ইনশা আল্লাহ বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা দিয়ে যাব।

এখন আসি মূল কথায় আমাদের থেকে কি কি সার্ভিস পাবেন?

১। যে কোনো ধরনের ভিসা প্রসেসিং।
২। ভিসা চেক।
৩। বিশ্বের যে কোনো যায়গার (বিমান টিকেট) এয়ার টিকেট।
৪। সৌদি আরব এর ছুটি চেক।
৫। ম্যানপাওয়ার ফিঙ্গার প্রিন্ট চেক।
৬। বাংলাদেশের দর্শনীয় স্থান গুলোতে ট্যুর ইভেন্ট।
৭। আপনাদের সাপোর্ট পেলে দেশের বাহিরেও ট্যুর ইভেন্ট দিবো ইনশা আল্লাহ।

আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন।

আর হা আপানার ফ্রেন্ডসদের কেও পেজটিতে লাইক দিয়ে আমাদের বিডি ট্যুরস এন্ড ট্রাভেলস গ্রুপ এড দিতে ভুল করবেন না কিন্তু।

আর আমাদের বিভিন্ন ট্যুরস এর আপডেট পেজ এ দেওয়া হবে ইনশা আল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Address


Telephone

+8801610609082

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Tours & Travels:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share