Aktar365_hussain

  • Home
  • Aktar365_hussain

Aktar365_hussain Assalamu alikum,

Dear Friends, like my page to see imotional,motivational and entertainment story. please stay with us keep following.

This an imotional,motivational,blogger,story writer and entertainment.

26/10/2021

""" গন অধিকার পরিষদ """
এর আনন্দ মিছিল......

26/10/2021

"" গন অধিকার পরিষদ ""

26/10/2021

ঘোষণা হতে যাচ্ছে তারুণ্যের কাঙ্ক্ষিত নতুন ধারার রাজনৈতিক দল 'গণ অধিকার পরিষদ!❤️

22/10/2021
14/10/2021

সবার আমন্ত্রণ রহিল
Live telecast Bangla To London page

ছোট বেলায় মারবেল খেলার সময় টা আজও মনে পড়ে......
14/10/2021

ছোট বেলায় মারবেল খেলার সময় টা আজও মনে পড়ে......

💚💚💚 শুভ জন্মদিন 💚💚💚শুভ জন্মদিন ভাই Sheikh Rezaul Hoq Jia শুভ হোক আপনার আগামী দিন গুলো 🍕🎂
10/10/2021

💚💚💚 শুভ জন্মদিন 💚💚💚
শুভ জন্মদিন ভাই Sheikh Rezaul Hoq Jia
শুভ হোক আপনার আগামী দিন গুলো 🍕🎂

💚💚 শুভ জন্মদিন 💚💚শুভ জন্মদিন প্রিয় বন্ধু   তোমার জন্মদিনে রইল আন্তরিক ভালবাসা ও অভিনন্দন।
10/10/2021

💚💚 শুভ জন্মদিন 💚💚
শুভ জন্মদিন প্রিয় বন্ধু
তোমার জন্মদিনে রইল আন্তরিক ভালবাসা ও অভিনন্দন।

শুভ জন্মদিন Ankur Das Apu ভাই,আহবায়ক,বাংলাদেশ যুব অধিকার পরিষদ,সিলেট জেলা।আপনার আগামীর পথচলা আরো সুন্দর ও সফল হোক,শুভকাম...
08/10/2021

শুভ জন্মদিন Ankur Das Apu ভাই,আহবায়ক,বাংলাদেশ যুব অধিকার পরিষদ,সিলেট জেলা।
আপনার আগামীর পথচলা আরো সুন্দর ও সফল হোক,
শুভকামনা রইলো।

06/10/2021

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলার নেতৃত্বে যারা আছেন,তাদের মধ্যে আসাদুজ্জামান সজিব ভাই একজন।

শুরু থেকে সংঘঠনের সফলতা অর্জনের জন্য কাজ করে যাচ্ছেন।অত্যন্ত সদালাপী,কর্মীবান্ধব আমাদের যুব নেতা নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ কোরিয়াতেও।সেখানে দায়িত্ব পালন করছেন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে।

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা,শুরু'র দিকে যখন,ফান্ডিং সমস্যায় ভুগছিল,ঠিক সেই সময়টাতে সজিব ভাই একাই ২০%ফান্ডিং সমস্যা সমাধান করতেন।সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রেখে চলেছেন আমাদের যুব নেতা।

শুধু ফান্ডিং নয়,সদস্য সংগ্রহ থেকে শুরু করে,সদস্যদের মধ্যে রাজনৈতিক জ্ঞান বৃদ্ধিতেও সহযোগিতা করে থাকেন তিনি।

আমাদের এই নিরঅহংকারী স্বভাবের ব্যক্তি সম্বন্ধে যা-ই বলি না কেন,যুব তে তার অবদান বলে শেষ করা যাবে না।সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি তিনি নিজ এলাকায় নিরবে নিভৃতে মানবিক কাজ করে যাচ্ছেন।

আমরা জানতে পেরেছি যে,নিজস্ব আর্থিক সহযোগিতায়,২০+ পরিবারকে স্বাবলম্বী করেছেন তিনি।তার এই মানবিক কাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন রেখে বলছি,

যুব'র প্রাণভোমরা আসাদুজ্জামান সজিব'রা ভবিষ্যতে একদিন দেশ ও জাতি ঘঠনের জন্য সর্বোচ্চ স্থানে নেতৃত্ব প্রদান করবে।

সবশেষে,সজিব ভাইয়ের জন্য শুভ কামনা করছি।এবং প্রত্যাশা করছি,সজিব ভাইয়ের মতো দক্ষ,এবং বিচক্ষণ নেতার নেতৃত্ব পৌছে যাক,দেশের প্রত্যেকটি যুবকের মনের গহীনে।

মহান আল্লার বিচার দুনিয়াতেই হয়।ফ্রান্সে মহানবী সা.এর ব্যঙ্গচিত্র আকা কার্টুনিষ্ট শিল্পীর মর্মান্তিক মৃত্যুতে পুরো মুসলিম...
05/10/2021

মহান আল্লার বিচার দুনিয়াতেই হয়।

ফ্রান্সে মহানবী সা.এর ব্যঙ্গচিত্র আকা কার্টুনিষ্ট শিল্পীর মর্মান্তিক মৃত্যুতে পুরো মুসলিম জাহানের মনে ঈদের খুশি বইছে।
এ যেনো এক বিজয় ✌️

হৃদয়ে মুহাম্মাদ সা. ❤️

নিরবতা মানুষ কে শুধুই কাঁদায়.........
04/10/2021

নিরবতা মানুষ কে শুধুই কাঁদায়.........

"এসো এক হই      অধিকারের কথা কই"
02/10/2021

"এসো এক হই
অধিকারের কথা কই"

"বিআরপি" নিয়ে আসছেন ডাকসুর সাবেক ভিপি ""নুরুল হক নুর""
30/09/2021

"বিআরপি" নিয়ে আসছেন
ডাকসুর সাবেক ভিপি ""নুরুল হক নুর""

ভারতের আসামে শুরু হয়েছে মুসলিম উচ্ছেদ। শতাধিক বাড়িঘর,মসজিদ পুড়িয়ে দিয়েছে।বিক্ষুব্ধ জনতার উপর চলছে গুলি বর্ষণ।এটা কি প্রত...
24/09/2021

ভারতের আসামে শুরু হয়েছে মুসলিম উচ্ছেদ।
শতাধিক বাড়িঘর,মসজিদ পুড়িয়ে দিয়েছে।
বিক্ষুব্ধ জনতার উপর চলছে গুলি বর্ষণ।

এটা কি প্রতিবাদ হবে??
নাকি এটাও অভ্যন্তরীণ বিষয় বলে চালিয়ে দেবে?

বাংলার মুসলিম জনগোষ্ঠী কি আজও নিরবে নিভৃতে শুধু দেখেই যাবে?

" বাংলাদেশ যুব অধিকার পরিষদ"  #সুনামগঞ্জ  জেলা শাখার আহবায়ক কমিটি আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হলো। নবগঠিত কমিট...
22/09/2021

" বাংলাদেশ যুব অধিকার পরিষদ" #সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হলো।

নবগঠিত কমিটির সবাইকে অভিনন্দন❤️। দায়িত্বপ্রাপ্ত সবার জন্য দোয়া ও শুভ কামনা রইলো।

আশা করি, মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাবেন।

ঘোড়া যেখান থেকে পানি পান করে, সেখানে পানি পান করুন। ঘোড়া কখনও খারাপ পানি পান করে না। বিড়াল যেখানে ঘুমায়, সেখানে আপনার ...
14/09/2021

ঘোড়া যেখান থেকে পানি পান করে, সেখানে পানি পান করুন। ঘোড়া কখনও খারাপ পানি পান করে না। বিড়াল যেখানে ঘুমায়, সেখানে আপনার বিছানা পাতুন। বিড়াল কখনও অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না।
যে ফল পোকা ছুঁয়েছে তা নির্ধিতায় খান। পোকা কখনও বিষাক্ত ফল খায় না।
পোকাপ্রাণী মাটিতে যেখানে খনন করে বাস করে, সেখানে গাছ লাগান। ভাল গাছ পাবেন।
পাখির সাথে একই সময়ে ঘুমাতে যান এবং পাখির সাথে একই সময়ে জাগ্রত হন। আপনার সমস্ত দিন স্বর্নের শস‍্যে কাটবে।
মাছের মতো পানীতে প্রায়শই সাঁতার কাটুন। মাছের মতো আপনি নিজেকে পৃথিবীতে হালকা, ফুরফূরে এবং সজীবতা অনুভব করবেন।
যতবারই সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন। আপনার চিন্তাধারা আকাশের মতো স্বচ্ছ, সুন্দর এবং পরিষ্কার হয়ে উঠবে।
যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন। আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে, আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে ইনশাআল্লাহ!

-সংগৃহীত

10/09/2021

কিশোরগঞ্জের হারুয়াতে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ, বাংলাদেশের সর্বস্তরে লোকমুখে পরিচিত এক নাম পাগলা_মসজিদ। বাংলাদেশের সর্বস্তরের হাজারো মানুষের সমাগমে মুখরিত।

বাংলাদেশ যুব অধিকার পরিষদ ❝সুনামগঞ্জ জেলা ❞ শাখার আওতাধীন একসাথে তিনটি উপজেলার সমন্বয় কমিটির ঘোষনা করা হয়েছে।🌹সুনামগঞ্জ ...
27/08/2021

বাংলাদেশ যুব অধিকার পরিষদ ❝সুনামগঞ্জ জেলা ❞ শাখার আওতাধীন একসাথে তিনটি উপজেলার সমন্বয় কমিটির ঘোষনা করা হয়েছে।
🌹সুনামগঞ্জ সদর উপজেলা
🌹বিশ্বম্ভরপুর উপজেলা
🌹ধর্মপাশা উপজেলা
সমন্বয়ক কমিটি ৩(তিন) মাসের জন্য অনুমোদন দেওয়া হলো। মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাবেন। দায়িত্বপ্রাপ্ত সকল সহযোদ্ধাদের প্রতি রইলো অভিনন্দন🌹 দোয়া এবং শুভ কামনা।🥀

20/08/2021
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”হাজারো আলেমের উস্তায আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রতি মহান আল্লাহ রহম করুন। উনার ...
19/08/2021

“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”

হাজারো আলেমের উস্তায আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রতি মহান আল্লাহ রহম করুন। উনার ভুল-ত্রুটি মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করুন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ক...
15/08/2021

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

নিকলীর হাওর ভ্রমনকালে......
14/08/2021

নিকলীর হাওর ভ্রমনকালে......

11/08/2021

পাকিস্তানের বিখ্যাত এক আলেম দুই বিয়ে করেছেন।

তার প্রথম স্ত্রীকে জিজ্ঞেস করা হলো,
আপনার স্বামী যে দ্বিতীয় বিয়ে করল, আপনি এতে কষ্ট পাননি?
মহিলা বললেন,
মানুষ হিসেবে তো কষ্ট পাবোই।

কিন্তু আল্লাহ তা'আলা তাকে এ অধিকার দিয়েছেন। এখন কি আমি আল্লাহর দেয়া অধিকারের বিরুদ্ধে লড়াই করব?
বরং আমি নিজেকে এই বলে সান্ত্বনা দেই,
এটা আমার জন্য আল্লাহর পরীক্ষা।

তিনি দেখতে চান, তাঁর দেয়া বৈধ বিষয়ে আমি কতটা ধৈর্যধারণ করতে পারি।
একাধিক বিয়ে বৈধ৷ এটা আপনাকে মানতে হবে। বিনা বাক্য ব্যয়ে মানতে হবে। কোনো যুক্তি-টুক্তি চলবে না।

যারা একাধিক বিয়ে করে, তাদের দেখে নাক সিটকানো যাবে না।

বলা যাবে না- "আরে ধুর! চরিত্র ভালো হলে কি আর দুই বিয়ে করে"!

যদি বলে থাকেন, তাহলে নতুন করে কালিমা পড়ে নেন। কারণ আপনি কুফরি করেছেন।
পতিতালয়, যিনা, ব্যভিচার বন্ধ করুন,
প্রয়োজনে যদি আপনার সামর্থ্য থাকে তবে একসাথে সর্বোচ্চ চারটি বৌ রাখুন।
#কালেক্টেড

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে আপনাকে জানাই, শুভেচ্ছা ও অভিনন্দন 🥀🥀সাদিয়া রহমান আহবায়ক (ভারপ্রাপ্ত...
09/08/2021

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে আপনাকে জানাই,
শুভেচ্ছা ও অভিনন্দন 🥀🥀

সাদিয়া রহমান
আহবায়ক (ভারপ্রাপ্ত)
বাংলাদেশ যুব অধিকার পরিষদ যশোর জেলা।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সংগঠক। যার হাত ধরে তীরে তীরে গড়ে উঠেছে ছাত্র ও যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখা। আপনার ধৈর্য, ত্যাগ, মেধা ও পরিশ্রমের মূল্যায়নে আজ যশোর জেলার নেতৃত্বে উঠে এসেছেন। সকল নেতৃবৃন্দ আপনার নেতৃত্বে যশোর জেলাকে এগিয়ে নিয়ে যাবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

কমেন্টস করে আপনার মতামত জানান...
09/08/2021

কমেন্টস করে আপনার মতামত জানান...

বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিটের আয়োজনে করোনা আক্রান্ততের জন্য দোয়া কা...
07/08/2021

বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিটের আয়োজনে করোনা আক্রান্ততের জন্য দোয়া কামনা ও জেলে বন্দি সহযোদ্ধাদের মুক্তির জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আলী হোসাইনের পরিচালনায় ও শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সৈয়দ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি আবদুল্লাহ আল মামুন সুজন ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব ডাঃ জোবায়ের আহমেদ তোফায়েল সহ আরও নেতৃবৃন্দ।

গত ম্যাচের সাকিব বনাম আজকের সাকিব— উত্তর দিতে গিয়ে নিশ্চিত থ' খেয়ে যাবেন। গত ম্যাচে রান করেছেন ২৬।আজকেও রান করেছেন ২৬।গত...
07/08/2021

গত ম্যাচের সাকিব বনাম আজকের সাকিব—
উত্তর দিতে গিয়ে নিশ্চিত থ' খেয়ে যাবেন।

গত ম্যাচে রান করেছেন ২৬।
আজকেও রান করেছেন ২৬।

গত ম্যাচে বল খেলেছেন ১৭টি।
আজকেও বল খেলেছেন ১৭টি।

গত ম্যাচে স্ট্রাইক রেইট ছিলো ১৫২.৯৪।
আজকেও স্ট্রাইক রেইট ছিলো ১৫২.৯৪।

গত ম্যাচে বাউন্ডারি মেরেছেন ৪ টি।
আজকেও বাউন্ডারি মেরেছেন ৪টি।

গত ম্যাচেও আউট হয়েছেন ৯ম ওভারে।
আজকেও আউট হয়েছেন ৯ম ওভারেই।

গত ম্যাচেও দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন।
আজকেও দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন।

গত ম্যাচেও দলের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন।
আজকেও দলের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন।

গত ম্যাচেও নিয়েছেন ১ টি উইকেট।
আজকেও নিয়েছেন ১ টি উইকেট।

গত ম্যাচেও পেয়েছিলেন বোল্ড উইকেট ।
আজকের ম্যাচেও পেয়েছেন বোল্ড উইকেট।

গত ম্যাচে উইকেট নিয়েছেন ৩.২ ওভারে।
আজকে ও উইকেট নিছেন ৩.২ ওভারে।

গত ম্যাচেও দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারীর উইকেট নিয়েছেন।
আজকের ম্যাচেও দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারীর উইকেট নিয়েছেন।

গত ম্যাচে ৪ ওভারে দিয়েছেন২২ রান।
আজকেও ৪ ওভারে দিয়েছেন ২২ রান।

কে জিতলো ভাই, একটু বলেন?
গত ম্যাচের সাকিব, না আজকের সাকিব?

#আফফান_উসামা

বাংলাদেশ যুব অধিকার পরিষদ ❝সুনামগঞ্জ জেলা ❞ শাখার আওতাধীন প্রথম  উপজেলা কমিটি হিসাবে শান্তিগঞ্জ উপজেলা সমন্বয়ক কমিটি ৩(ত...
06/08/2021

বাংলাদেশ যুব অধিকার পরিষদ ❝সুনামগঞ্জ জেলা ❞ শাখার আওতাধীন প্রথম উপজেলা কমিটি হিসাবে শান্তিগঞ্জ উপজেলা সমন্বয়ক কমিটি ৩(তিন) মাসের জন্য অনুমোদন দেওয়া হলো। মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাবেন। দায়িত্বপ্রাপ্ত সকল সহযোদ্ধাদের প্রতি রইলো অভিনন্দন🌹 দোয়া এবং শুভ কামনা।🥀

ঘুমকে তোমাদের জন্য করেছি প্রশান্তি দানকারী বা বিশ্রামের জন্য। আর রাতকে করেছি তোমাদের জন্য আবরণস্বরূপ (বা বিশ্রামের সময়) ...
01/08/2021

ঘুমকে তোমাদের জন্য করেছি প্রশান্তি দানকারী বা বিশ্রামের জন্য। আর রাতকে করেছি তোমাদের জন্য আবরণস্বরূপ (বা বিশ্রামের সময়) এবং দিনকে করেছি তোমাদের জন্য জীবিকা নির্বাহের জন্য।’ (সূরা নাবা আয়াত : ৯-১১)।

' বাংলাদেশ  যুব অধিকার পরিষদ ' বান্দরবান এর নবনির্বাচিত কমিটির সকলের জন্য সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিন...
01/08/2021

' বাংলাদেশ যুব অধিকার পরিষদ ' বান্দরবান এর নবনির্বাচিত কমিটির সকলের জন্য সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ❤️

আহ্বায়কঃ ইঞ্জি.থোয়াই চিং মং চাক
সদস্য সচিবঃ মো.রিদোয়ান

শুভ জন্মদিন 🎂 বন্ধু 😊অতীতের গ্লানি ভুলে অনেক দূরে এগিয়ে যাবে প্রত্যাশা করি।। অনেক, অনেক শুভকামনা প্রিয় 💛💚
31/07/2021

শুভ জন্মদিন 🎂 বন্ধু 😊অতীতের গ্লানি ভুলে অনেক দূরে এগিয়ে যাবে প্রত্যাশা করি।।
অনেক, অনেক শুভকামনা প্রিয় 💛💚

30/07/2021

বোকা আমিটা আমিই রয়ে গেলাম........

💢কারা ভ্যাক্সিন নিতে পারবেন? কোন ভ্যাকসিনের  কার্যকারিতা কতটুকু?? #ভ্যাক্সিন_নেয়ার_পরে_কি_ধরনের_পার্শ্বপ্রতিক্রিয়া_হতে_প...
30/07/2021

💢কারা ভ্যাক্সিন নিতে পারবেন? কোন ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু??

#ভ্যাক্সিন_নেয়ার_পরে_কি_ধরনের_পার্শ্বপ্রতিক্রিয়া_হতে_পারে❓
👉 জ্বর, মাথা ব্যাথা, শরীর ব্যাথা, ক্লান্তি লাগা, ভ্যাক্সিন দেয়ার জায়গায় মাংসপেশিতে ব্যাথা বা লাল হয়ে যাওয়া। এগুলো যে জো কারোরই হতে পারে।

#যে_সব_মায়েদের_ডায়াবেটিস_উচ্চরক্তচাপ_হাঁপানী #কিডনি_রোগ_আছে_তারা_কি_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓
👉 হ্যাঁ। তারাও নিতে পারবেন তবে ভ্যাক্সিন নেয়ার আগে এসব রোগ থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ন্ত্রণ করে তারপর ভ্যাক্সিন নিতে পারবেন। সেজন্য নিয়মিত চিকিৎসা নিতে হবে এবং ভ্যাক্সিন নেয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

#কারা_ভ্যাক্সিন_নিতে_পারবেন_না❓
জ্বর, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ক্যান্সার আক্রান্ত রোগী যিনি কেমোথেরাপি বা রেডিওথেরাপি পাচ্ছেন, ২ সপ্তাহের মধ্যে অন্য কোন ভ্যাক্সিন নিলে, যাদের প্রকট এলার্জির সমস্যা এবং যাদের ভ্যাক্সিনের কোনো একটি উপাদানে এলার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে (আগে যদি এমন হয়ে থাকে)।

#গর্ভবতী_মায়েরা_কোভিড১৯_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓
👉 গর্ভের ১৪-৩৩ সপ্তাহের মধ্যে যে কোন ধরনের কোভিড১৯ ভ্যাক্সিন নিতে পারবেন। (যদি সরকার অনুমোদন দেয়)।

#গর্ভের_শিশু_কি_সুরক্ষা_পাবে❓
👉 ১৪-৩৩ সপ্তাহের মধ্যে ২ ডোজ ভ্যাক্সিন গ্রহণ সম্পন্ন করতে পারলে মায়ের শরীরে তৈরি হওয়া এন্টিবডি রক্তের মাধ্যমে গর্ভের শিশুর শরীরে যাবে এবং শিশু করোনাভাইরাস আক্রমণ থেকে সুরক্ষা পাবে।

#মা_এবং_বাচ্চার_কোন_ক্ষতি_হবে_কিনা⁉️
👉 গবেষণায় (BMJ) দেখা গিয়েছে এখন পর্যন্ত যে সব দেশে গর্ভবতী মায়েরা টীকা পেয়েছেন তাদের ক্ষেত্রে মায়েদের ভ্যাক্সিন পরবর্তী পার্শ্বপ্রতিক্রিয়া (যেটা সবারই হতে পারে) ছাড়া অন্য কোনো সমস্যা হয়নি।
এবং বাচ্চার কোন সমস্যা হয়েছে বলেও গবেষণায় প্রমান পাওয়া যায়নি।

#দুগ্ধদানকারী_মা_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓
👉 অবশ্যই পারবেন এবং মায়ের কাছ থেকে বুকের দুধের মাধ্যমে বাচ্চার শরীরে এন্টিবডি গিয়ে বাচ্চাকে সুরক্ষা দিবে।
এতে মায়ের (ভ্যাক্সিনের পার্শ্বপ্রতিক্রিয়া বাদে) এবং বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই।

#গর্ভবতী_এবং_দুগ্ধদানকারী_মা_ভ্যাক্সিন_নেয়ার_আগে_বা_পরে_কোন_সতর্কতা_অবলম্বন_করবেন_কিনা❓
👉 না। তেমন কোনো সতর্কতার দরকার নাই। স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।

সবাই টিকা নিন।সচেতন থাকুন,মাস্ক পড়ুন।

30/07/2021

মাদক সহ আটক হেলেনা জাহাঙ্গীর

Address


Telephone

+8801823330566

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aktar365_hussain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aktar365_hussain:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share