23/12/2023
স্বপ্নের দেশ ইউরোপে Work Permit Visa
(সোনার হরিন এখন আপনার হাতের নাগালে)
ইউরোপের বিভিন্ন দেশে এখন প্রচুর ওয়ারকারের ঘাটতি আছে। তাই ইউরোপের বিভিন্ন দেশের গভর্নমেন্ট লেবার শটেজের উপর ভিত্তি করে নিয়োগদাতা কোম্পানীর চাহিদা অনুযায়ী ফরেন লেবার আনার অনুমতি প্রদান করেছে। স্কিল, ননস্কীল, সেমিস্কীল ওয়ারকার যাবার সূযোগ পাবে। ইচ্ছা করলে আপনি এ সূযোগ কাজে লাগাতে পারেন।
আপনাদের সহজে বুঝার জন্য আমরা ইউরোপকে তিন ভাগে ভাগ করছি।
(মাসে কেমন ইনকাম করা যায় তার ভিত্তি করে)
(A)
জার্মানে, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন ইত্যাদি। এই সব দেশে আপনি যদি যেতে পারেন তাহলে মাসে কম হলেও বাংলা টাকায় ২-৩ লাখ কিম্ভা আরো বেশী ইনকাম করতে পারবেন।
(B)
ইতালী, পর্তুগাল, গ্রীস, স্পেন, পোলেন্ড, হেংগীরি, মালটা, লিথুনিয়া, ক্রোয়েশিয়া ইত্যাদি। এই সব দেশে আপনি যদি যান তাহলে মাসে কম হলেও বাংলা টাকায় ১-২ লাখ কিম্ভা আরো বেশী ইনকাম করতে পারবেন।
(C)
রোমানিয়া, সার্বিয়া, কসোবো, বসনিয়া, মন্টিনেগ্রো, লাটভিয়া ইত্যাদি। এই সব দেশে যদি আপনি যান তাহলে মাসে কম হলেও ৫০,০০০ হাজার থেকে ১,৫০,০০০/- লাখ টাকা ইনকাম করতে পারবেন। এবং ভবিষ্যতে ভালো কোন দেশে যেতে পারবেন। এই সূযোগ আছে।
পাশাপাশি এশিয়া ইউরোপের বর্ডার কাজাখস্তান, কিরগিজস্তান, উসকবস্তান এই দেশগুলোতে যেতে পারেন অল্প টাকায়। এখান থেকে যেতে পারেন ইউরোপের বিভিন্ন দেশে। আপনার আর্থিক সক্ষমতার উপর নির্ভর করে আপনি কোন দেশে যাবেন। আপনি যে দেশেই যেতে চান না কেন আমরা আপনাকে সহযোগীতা করতে পারব ইনশাআল্লাহ ১০০% গেরান্টি সহকারে কাজ করি।
বিঃদ্রঃ সাব এজেন্ট হয়ে কাজ করতে চাইলে যোগাযোগ করতে পারেন, পুরুষ/মহিলা উভয়ই।
..............................................
বিস্তারিত জানতে যোগাযোগ করুন
A Howlader International
89, Lucky Chamber, Motijheel
Dhaka-1000
☏ 01842313288
আমরা বিশ্বস্ততার সাথে বিদেশে লোক পাঠাই