Sreemangal Travel Guide & Service

  • Home
  • Sreemangal Travel Guide & Service

Sreemangal Travel Guide & Service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sreemangal Travel Guide & Service, Tour guide, .
(1)

হরিণ ছড়া গল্ফ মাঠ ♥️
31/08/2021

হরিণ ছড়া গল্ফ মাঠ ♥️

Sreemangal ♥️
25/08/2021

Sreemangal ♥️

27/05/2021

চলো সবুজের মাঝে হারিয়ে যাই।
- শ্রীমঙ্গল

📷Unknown Bhaisabs

Maldives 💚
17/05/2021

Maldives 💚

09/05/2021

My Favourite Road in Sreemangal ❤️❤️

হাম হাম জলপ্রপাত এ  ডে ট্রিপ "যাত্রার তারিখঃ ২৫শে মার্চ রোজ বৃহস্পতিবার  সকাল ০৭ঃ ৩০ মিনিট।জনপ্রতি ১০৫০ টাকাচাইল্ড পলিসি...
13/03/2021

হাম হাম জলপ্রপাত এ ডে ট্রিপ

"যাত্রার তারিখঃ ২৫শে মার্চ রোজ বৃহস্পতিবার সকাল ০৭ঃ ৩০ মিনিট।

জনপ্রতি ১০৫০ টাকা

চাইল্ড পলিসিঃ ৫৫০ টাকা (২ থেকে ১০ বছর)

# প্যাকেজে যা যা থাকছে:

★ সকালের নাস্তা
★ দুপুরের খাবার
★ ভ্রমণ গাইড
★ শ্রীমঙ্গল থেকে আসা যাওয়া (চান্দের গাড়িতে)
★ বিকালের নাস্তা

যা যা সাথে নিবেন :

★ প্রয়োজনীয় কাপড়
★ গামছা বা তোয়ালে
★ ভাল গ্রিপিং জুতা ( বিঃদ্রঃ পানি দিয়ে ও হাটতে হয় ওইরকম জুতাও নিয়েন)
★ ওয়াটার পটেক্টর ব্যাগ ( যাতে পানিতে সেলফি নিতে পারেন বা হঠাৎ বৃষ্টি এলে যাতে ফোন পানি না ডুকে যায়)
★ পর্যাপ্ত পরিমাণে পানি
★প্রয়োজনীয় ঔষধ

কেন যাবেন?

টিলা পথ & ঝিরি পথ এর এক অপরুপ দৃশ্য পাড়ি দিয়ে যেতে হয় হাম হাম জলপ্রপাত । যা নিজের চোখে না দেখে কখন ওই বুজতে পারবেন না। তাই দেরি না করে এই বর্ষার আগেই এক নজরে দেখে নিন হাম হাম জলপ্রপাত।

বুকিং করার জন্য ৫০% এডভান্স করতে হবে।
বাকিটা ট্রীপের দিন ❤️

বুকিং এর শেষ তারিখ : ২০ই মার্চ ❤️

যেকোন প্রয়োজনে Whtsapp 01722214562

আলহামদুলিল্লাহ ❤️ট্যুর ২  #কক্সবাজার  #সেন্টমার্টিন  ভ্রমণের কিছু মুহূর্ত
13/03/2021

আলহামদুলিল্লাহ ❤️

ট্যুর ২

#কক্সবাজার #সেন্টমার্টিন ভ্রমণের কিছু মুহূর্ত

আলহামদুলিল্লাহ আমাদের সকল প্রস্তুতি শেষ ।❤️❤️ইনশাআল্লাহ  আমরা শনিবার রাতে রওয়ানা করব। ❤️কক্সবাজার সেন্টমার্টিন  ভ্রমণ ৪ ...
04/03/2021

আলহামদুলিল্লাহ আমাদের সকল প্রস্তুতি শেষ ।❤️❤️
ইনশাআল্লাহ আমরা শনিবার রাতে রওয়ানা করব। ❤️

কক্সবাজার সেন্টমার্টিন ভ্রমণ
৪ দিন ৫ রাত
৭ থেকে ১০ শে মার্চ

৬ তারিখ রাতে রওয়ানা - ১১ তারিখ শ্রীমঙ্গল

জনপ্রতি ৬৫০০/-

★ সেন্টমার্টিনে রিসোর্টঃ হোটেল ব্লু প্যারাডাইস

★ কক্সবাজার হোটেলঃ হোটেল রিগাল পেলেস

★ শীপঃ বে ক্রুজ

★ যাওয়াঃ ট্রেন শোভন চেয়ার ( চিটাগং পর্যন্ত)

★ আসা: ট্রেন শোভন চেয়ার ( চিটাগং থেকে শ্রীমঙ্গল )



🏝 সেন্টমার্টিন, ছেড়াদ্বীপ এবং কক্সবাজার ঘুরে আসি চলুন এই শীতেই। জনপ্রতি ৬৫০০ টাকায় নিশ্চিন্ত ভ্রমণ।

🏝 শ্রীমঙ্গলবাসীদের নিয়ে এবার আমরা যাচ্ছি ৪ দিন ৫ রাতের জন্য দারূচিনি দ্বীপ তথা সেন্টমার্টিন এবং পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশের সর্ব-দক্ষিণের ইউনিয়ন। এ দ্বীপের প্রচলিত নাম নারিকেল জিঞ্জিরা। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য ১২২ কি.মি পর্যন্ত বিস্তৃত। তাহলে চলুন দেখে নিন কি কি থাকছে আমাদের এই আয়োজনে...

➡ জনপ্রতি ৬৫০০ টাকায়
➡ কাপল প্যাকেজ নিষেধ (কারন এখানে আমরা সবাই সিঙ্গেল) মজা করলাম কেউ মন খারাপ কইরেন না 😁

(গাইডেড ট্যুর শ্রীমঙ্গল টু সেন্টমার্টিন, ছেড়াদ্বীপ এবং কক্সবাজার, ফুড, ট্রান্সপোর্ট, বাজেট হোটেল একোমোডেশন)

➡ কি কি দেখবঃ

#পৃথিবীর দীর্ঘতম সাগর সৈকত
#লাবনী পয়েন্ট
#সুগন্ধা বীচ
#কলাতলী সী বীচ
#নাফ নদী
#টেকনাফ
#সেন্টমার্টিন
#ঝাউবাগান
#শুটকি বাজার
#ছেড়া_দ্বীপ

আমাদের সময়সূচিঃ

➡ ৬ই মাচ্ রাতে শ্রীমঙ্গল থেকে ট্রেনে যাত্রা শুরু করব চিটাগং এর উদ্দেশ্যে।

➡ ৭ই মাচ্ ভোরে চট্রগ্রাম পৌছে, নাস্তা সেরে কক্সবাজারের উদ্দেশ্যে বাসে রওয়ানা। দুপুরে কক্সবাজার পৌছে হোটেলে চেক ইন করে বিকালে সুগন্ধা, কলাতলী আর লাবনী বীচে ঘুরব গোসল করব। রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত কলাতলী বীচে বসে আড্ডা গান আর রাতের সমুদ্রের গর্জন শুনবো।

➡ ৮ই মাচ্ ভোরে বাসে করে টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা দিব, সেন্টামার্টিন গামী শিপে করে নাফ নদী হয়ে বিশাল সাগড়ে পাড়ি দিব এবং জাহাজের পিছু নেয়া গাঙ্গচিলের উড়াউড়ি দেখে আমাদের গন্তব্যে পৌছাবো। রিসোর্টে চেক ইন দিয়ে ফ্রেশ হয়ে আমরা পুরো নারিকেল জিঞ্জিরা ( সেন্টমার্টিন বীচ) ঘুরে দেখব।

➡ ৯ই মাচ্ সকালের নাস্তা সেরে চাইলেই আমরা স্পীড বোটে ছেড়াদ্বীপ ঘুরতে যেতে পারি। ছেড়াদ্বীপ কয়েকভাবেই যাওয়া যায় তারমধ্যে হেটে, বাইসাইকেলে অথবা স্পীড বোটে। স্পীড বোটে গেলে ভাড়া সবাই শেয়ার করে দিবো। ফটোসেশান এবং ঘুরাঘুরি শেষ করে দুপুরে সেন্টমার্টিন কটেজে ফিরে ব্যাগ গুছিয়ে শীপে চড়ে সন্ধ্যায় ফিরে আসবো টেকনাফ। টেকনাফ থেকে রাতের বাসে কক্সবাজার এবং আগে বুকিং দেয়া হোটেলে রাত্রিযাপন হবে।

➡ ১০ই মাচ্ ভোরে সাগরের বুকে সূর্যোদয় দেখতে আমরা লাবনী পয়েন্টে চলে যাবো, সকালের সাগর এক অপুর্ব দৃশ্য। জোয়ার এবং ভাটার দৃশ্য দেখতে হলে ভোরে অবশ্যই বীচে যেতে হবে। দুপুর ১টা পর্যন্ত পুরোটা সময় নিজদের ব্যাক্তিগত, নিজের বা পরিবারের জন্য কেনাকাটায় কর‍তে পারেন এই সুযোগে। কক্সবাজার থেকে বিকালের বাসে চিটাগং আসবো এবং চিটাগং থেকে রাতের ট্রেনে শ্রীমঙ্গল ফিরে আসার জন্য রওয়ানা দিব।

➡ ১১শে ফেব্রুয়ারি সকাল ৯ টার মধ্যে শ্রীমঙ্গল পৌছে যার যার গন্তব্যে চলে যাবো।

★ ককক্সবাজারে দুই দিন দুই রাত এবং সেন্টমার্টিনে দুই দিন এক রাত থাকা হবে। শ্রীমঙ্গল থেকে আসা যাওয়া পর্যন্ত সকল ট্রান্সপোর্ট এর খরচ অন্তর্ভুক্ত, হোটেল রিসোর্ট এবং নিচে উল্লেখিত ফুড অন্তর্ভুক্ত।

★ হাইওয়ে বা ট্রেনে ফুড অন্তর্ভুক্ত নয়। এই প্যাকেজে মোট ৪ টা নাস্তা, ৪ টা লাঞ্চ এবং ৩ টি ডিনার অন্তর্ভুক্ত।

★ ছেড়াদ্বীপে যাবার স্পীড বোট ভাড়া শেয়ারিং ব্যাসিসে সবাইকে দিতে হবে।

★ খাওয়াদাওয়া ১টা মেনু সবার জন্য। আলাদা কিছু খেতে চাইলে ব্যক্তিগত পে করবেন। প্রতি বেলাতেই থাকবে ভিন্নতা।


# যা যা সাথে নিতে হবে:
> জাতীয় পরিচয় পত্র ( মেইন কপি)
> ব্যক্তিগত ওষুধ
> পাওয়ার ব্যাংক
> ছাতা
> গামছা এবং ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র।

যা যা থাকছেনা:
# প্যাকেজের বাইরের নিজের ইচ্ছামতো খাবার
# যখন তখন পানি, চা, চিপস
# হোস্টের অনুমতি ছাড়া কোন ইচ্ছাকৃত খরচ।
# হোস্ট চাইলে এই প্লানের যে কোন পরিবর্তন আনতে পারবে। যেমন সময় ও সুযোগের সল্পতা থাকলে প্লানের পরিবর্তন হতে পারে। তবে তা অবশ্যই সম্মানিত সদস্যদের সাথে আলোচনা করেই করা হবে।

আমিনুর রহমান মাহিদ
Founder STGS
01722214562

বাংলাদেশের ৬৪ জেলার ভ্রমণস্পট। Collected. কাজে আসতে পারে।
28/02/2021

বাংলাদেশের ৬৪ জেলার ভ্রমণস্পট। Collected. কাজে আসতে পারে।

Tour - 1 ঢাকা থেকে আগত এই দুই ভাইকে নিয়ে আজকের ট্যুর ❤️❤️শ্রীমঙ্গল ** ভ্রমণের স্থান সমুহঃ১- ববধ্যভূমি * লাউয়াছড়া * বি.টি...
27/02/2021

Tour - 1
ঢাকা থেকে আগত এই দুই ভাইকে নিয়ে আজকের ট্যুর ❤️❤️
শ্রীমঙ্গল

** ভ্রমণের স্থান সমুহঃ

১- ববধ্যভূমি
* লাউয়াছড়া
* বি.টি.আর.আই
*নীলকন্ঠ
*রাবার বাগান

শ্রীমঙ্গল ❤️❤️❤️
23/01/2021

শ্রীমঙ্গল ❤️❤️❤️

23/01/2021

শীতের সকাল শ্রীমঙ্গল ❤️❤️❤️

সম্প্রিতি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে গিরিখাতের সন্ধান পাওয়া গেছে। ইলেক্ট্রনিক মিডিয়ায় এই গিরি খাতের কথা প্রচার হওয়ায় লো...
24/12/2020

সম্প্রিতি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে গিরিখাতের সন্ধান পাওয়া গেছে। ইলেক্ট্রনিক মিডিয়ায় এই গিরি খাতের কথা প্রচার হওয়ায় লোকজন জানতে পারে। ইতিমধ্যে অনেক লোক সে জায়গা ভ্রমণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গিরি খাতের সৌন্দর্য্যের কথা ব্যাপক ছড়িয়ে পড়ে।
কিন্তু এই গিরিখাতে কিভাবে যেতে হয়? এর লোকেশন নিয়ে শ্রীমঙ্গলবাসীসহ দেশের ভ্রমণপিপাসুরা বিড়ম্বনায় পড়েছেন। সম্প্রতি যারা ভ্রমণ করে এসেছেন তারাও লোকেশন কাউকে বলছেন না।
জানা যায় ইতিমধ্যে এই গিরিখাত সরকারের এক মূখপাত্র তা পরিদর্শন করেছেন।
তিনি জানিয়েছেন এটি দূর্গম এলাকায় পড়েছে উন্নয়ন কর্মকান্ড ও সরকাররের নির্দেশ ব্যাতিরেখে সেখানে যাওয়া সমোচিন হবে না।
গিরিখাত রোমাঞ্চকর পর্যটকদের জন্য এক অসাধারণ জায়গা। হাজার হাজার লক্ষ লক্ষ বছরে তা সৃষ্টি হয়। বিশ্বে মাত্র কয়েকটি গিরিখাত রয়েছে। এরই মধ্যে বাংলাদেশেও গিরিখাতের সন্ধান মিলল! তাও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে! দূর্গম পাহাড়ী পথ। অর্ধেকের বেশি যেতে হয় পানি পথে পায়ে হেঁটে বাকিটা জঙ্গল, তার আগে মোটর সাইকেল কিংবা জীপ গাড়িতে চড়েতে হবে। যেখানে এখন পর্যন্ত আবিস্কৃত হয়েছে ৩টি গিরিখাত, বেশ কয়েকটি ঝর্না ও জলপ্রপাত। জায়গাগুলো প্রায় একই সার্কেলে তাই এর সবগুলোকে একত্রে নামকরণ করা হয়েছে কবি গুরু রবিন্দ্রনাথ যে ভাবে প্রকৃতিকে সম্বোধন করেছিলেন স্বর্গোদ্যান বলে এই নৈস্বর্গিক প্রকৃতাঞ্চলকে নামকরণ দেয়া হয়েছে “ শ্রীমঙ্গলের নৈস্বর্গিক স্বর্গ উদ্যান”। শ্রীমঙ্গল নৈস্বর্গিক স্বর্গ উদ্যান বাংলাদেশের পর্যটনখাতকে বিশ্ব পর্যটনে আরেকধাপ এগিয়ে নিয়ে যাবে।
-----------------------------------------------
# গিরিখাতে যেভাবে যাবেন: শ্রীমঙ্গল কালিঘাট চৌমুহনা থেকে জীপগাড়ি করে নাহার পুঞ্জিতে যে হবে। এখানে একটি ছড়া আছে সে ছড়া দিয়ে হেটে হেটে যেতে পারবেন অথবা নাহার পুঞ্জির উপড় দিয়ে উচু নিচু টিলা বেয়েও যেতে পারবেন। নাহার পুঞ্জিতে প্রবেশ করে ওখানকার স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করলে সে পথগুলা দেখিয়ে দিতে পারবে।
ছবি: সংগৃহীত।
শেয়ার করে অন‍্যদের জানিয়ে দিন...

Place : BTRI # Sreemangal Travel Guide & Service For Any Kind of Information  Call Us.+8801722214562
24/12/2020

Place : BTRI
# Sreemangal Travel Guide & Service
For Any Kind of Information
Call Us.
+8801722214562

Place : জেরিন চা বাগান  # Sreemangal Travel Guide & Service For Any Kind of Information  Call Us.+8801722214562
23/12/2020

Place : জেরিন চা বাগান
# Sreemangal Travel Guide & Service
For Any Kind of Information
Call Us.
+8801722214562

For All all Type of Package & Information. Just Call Us or Inbox us.+8801722214562
22/12/2020

For All all Type of Package & Information.
Just Call Us or Inbox us.

+8801722214562

Address


Telephone

+8801722214562

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sreemangal Travel Guide & Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share