29/04/2024
অনন্য এক সুন্দর দেশ মেসিডোনিয়া, কী আছে এই দেশে।
নর্থ মেসিডোনিয়া ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্যে আবৃত দেশ গুলির মধ্যে অন্যতম। ঋতুর রূপ বৈচিত্র মুগ্ধকর।
বাংলাদেশের জন্য নতুন শ্রমবাজার ইউরোপের বলকান দেশ নর্থ মেসিডোনিয়ার ভিসা প্রসেসিং কিভাবে হয়?
★ প্রথমে পুলিশ ক্লিয়ারেন্স এটাস্টেড করে নিতে হয়,
বাংলাদেশ ফরেইন মিনিষ্ট্রি অত:পর দিল্লীতে অবস্থিত বাংলাদেশ এম্বাসী সর্বশেষ নর্থ মেসিডোনিয়ার এম্বাসী থেকে এটাস্টেড করাতে হয়।
★ দ্বিতীয় স্টেপে এটাস্টেডকৃত পুলিশ ক্লিয়ারেন্সগুলো DHL বা অন্য যেকোনো ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নর্থ মেসিডোনিয়ায় পাঠাতে হয়,
তারপর সেখানে থাকা লয়ার পুলিশ ক্লিয়ারেন্সগুলো ট্রান্সলেট করে সেখানের লোকাল থানায় জমা করে ভেরিফাই করাবে।
★ এরপর কোম্পানির ওয়ার্ক ইনভাইটেশন লেটার ও এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এর কাগজ এবং এটাস্টেডকৃত পুলিশ ক্লিয়ারেন্স সহ যাবতীয় কাগজপত্র নর্থ মেসিডোনিয়ার ফরেইন মিনিস্ট্রিতে সাবমিট করবে ভিসা এপ্রোভাল এর জন্য।
★ ভিসা এপ্রোভাল পেয়ে গেলে অত:পর পাসপোর্ট সহ উপরোল্লিখিত যাবতীয় কাগজ ইন্ডিয়ার নর্থ মেসিডোনিয়ায় সাবমিট করবে পাসপোর্টে ভিসা স্টিকার লাগানোর জন্য।
যে কোন সহযোগিতা তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
01710599845
ধন্যবাদ