03/10/2021
প্রথমবার রাঙ্গামাটি যাওয়া হয়েছিল, ফেব্রুয়ারীতে তিন বন্ধু মিলে ঘুরে এসেছিলাম শীতকালে চমৎকার কিছু জায়গা কভার করেছিলাম,ক্যাম্পিং করেছিলাম কাপ্তাই রিভারভিউ পার্কে।
তারই ধারাবাহিকতায় এবার ফ্যামিলি নিয়ে শুধু মাত্র একদিনের জন্য রাঙামাটি ঘুরে আসলাম,
এমনিতেই শরতকালের আকাশটা অসম্ভব সুন্দর চারিদিকে তো মাথায় ছিল যে রাঙামাটির কাপ্তাই লেক এই শরৎকালের কেমন লাগে সেটা দেখার জন্য এবং সেই ধারাবাহিকতায় আমরা শুক্রবার সকালে সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রাঙামাটি, কাপ্তাই লেক এক্সপ্লোর করেছি এবং অসম্ভব কিছু সুন্দর জায়গা কভার করেছি পানি আর কিছুদিন থাকবে ,আপনারা সময় স্বল্পতা থাকলে একদিনের জন্য যেতে পারেন খরচও খুব একটা বেশি না আমাদের সব মিলিয়ে খরচ হয়েছে 2000 টাকা জনপ্রতি ঢাকা থেকে যাওয়া আসা,নৌকা ভাড়া ,খাওয়া সবকিছু।
রাঙ্গামাটিতে ভালো হোটেলের কিছু অভাব আছে খাবারের কিছুটা কষ্ট হয়েছে খাবারের মান ভালো না ,
নৌকা ভাড়া নিয়েছে পনেরশো টাকা তারপরে মাঝিকে এক্সট্রা২০০ টাকা দিয়েছি ,তার ব্যবহার খুবই অমায়িক আর বিভিন্ন প্লেস এ ২০টাকা ৩০ টাকা কিছু টিকিট আছে এ ছাড়া তেমন কোনো খরচ নেই,
সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ঝুলন্ত ব্রিজ ফেব্রুয়ারীতে দেখেছিলাম পানি অনেক নীচে ছিল এবার দেখলাম ব্রীজের পুরোটাই পানিতে তলিয়ে গেছে হাঁটুপানি এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন,
বিকেল বেলার সানসেট দেখার প্ল্যান রেখেছিলাম পলয়েল পার্কের ওখান থেকে সবচেয়ে সুন্দর সূর্যাস্ত দেখা যায়, সব মিলিয়ে একদিনের জন্য খুব রিফ্রেশিং একটু ছিল ট্যুর ছিল।
কারো কাছে খরচের ডিটেলস দরকার হলে বলবেন, ডিটেলস দিয়ে দিবো,
বিঃদ্রঃ এটা আমাদের বদভ্যাস যেখানেই যাই , সেখানেই প্লাস্টিকের বোতল,চিপস এর প্যাকেট, থার্মোকলের বক্স ফেলে আসা, সাথে নিয়ে রাখবেন, শহরে এসে বিন এ ফেলে দিলেই হবে।
সকলের দিনটি ভালো কাটুক
বিনীত
জাহিদ