Odekha Bangladesh

  • Home
  • Odekha Bangladesh

Odekha Bangladesh অদেখা বাংলাদেশকে নতুনভাবে দেখুন। ৬৪ ?

রেলে যুগান্তকারী এক পরিবর্তন হয়েছে/হচ্ছে।"আগামী ১ মার্চ হতে NID বা জন্ম নিবন্ধন বা পাসপোর্ট এর মাধ্যমে রেজিস্ট্রেশন ব্যত...
27/02/2023

রেলে যুগান্তকারী এক পরিবর্তন হয়েছে/হচ্ছে।

"আগামী ১ মার্চ হতে NID বা জন্ম নিবন্ধন বা পাসপোর্ট এর মাধ্যমে রেজিস্ট্রেশন ব্যতিত টিকিট ক্রয় করা যাবে না মর্মে রেলওয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে।"

মানে, 'টিকেট যার, ভ্রমণ তার।'

ইতিমধ্যে এর সুবিধা মানুষ পেতে শুরু করেছে।

আগে যেখানে সকাল ৮টার পর কোন টিকেট পাওয়া যেত না এখন সেখানে যেকোন সময়ই টিকেট পাওয়া যাচ্ছে।

বিশ্বাস না হলে নিজেই রেলের ওয়েবসাইট বা রেলসেবা এপে ঢুকে দেখুন!

সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা গেলে রেল টিকেট কালোবাজারিদের রুখে দেওয়া সম্ভব।

আমরা কি পারবো রুখতে? 🤔

২০২০ সালে 'অদেখা বাংলার খোঁজে' নামে ফেসবুক অ্যালবাম তৈরি করেছিলাম। যেখানে ৬৪ জেলার দর্শনীয় স্থান নিয়ে পোস্ট করতাম।তখনই ব...
30/05/2022

২০২০ সালে 'অদেখা বাংলার খোঁজে' নামে ফেসবুক অ্যালবাম তৈরি করেছিলাম। যেখানে ৬৪ জেলার দর্শনীয় স্থান নিয়ে পোস্ট করতাম।

তখনই বলেছিলাম ই-বুক হিসেবে বইটি পাবলিশ করবো। সময়টা বেশিই লেগে গেলো। তবে,

দুই বছরে সব তথ্যগুলোকেই আরেকটু গুছিয়ে, আরো তথ্যবহুল করে ই-বুক হিসেবে পাবলিশ করেছি।

বইটি কিভাবে পাবেন?

➡️ বইঘর অ্যাপ: http://onelink.to/ud682n ইনস্টল করুন

➡️ মাত্র ৫০ টাকা বিকাশ / নগদ / রকেট বা ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে পেমেন্ট করুন

➡️ বইটি কেনার পর সেটি অ্যাপের মাই লাইব্রেরি সেকশনে যুক্ত হয়ে যাবে, ১ ক্লিকে ১০ সেকেন্ডের কম সময়ে ডাউনলোড করে নিন

➡️ এরপর অনলাইন বা অফলাইন, যে কোনো অবস্থায় বইটি পড়তে পারবেন

Never lose hope, never stop travelling

অদেখা বাংলার খোঁজে ই-বুকের প্রাথমিক প্রচ্ছদ।প্রচ্ছদটি কেমন লাগলো জানাবেন 🙂
24/05/2022

অদেখা বাংলার খোঁজে ই-বুকের প্রাথমিক প্রচ্ছদ।

প্রচ্ছদটি কেমন লাগলো জানাবেন 🙂

সেন্টমার্টিন-টেকনাফ-সেন্টমার্টিন জাহাজের টিকেট মূল্য (২০২১-২০২২)🛳️ কেয়ারি সিন্দবাদ জাহাজ (নন-এসি)✅ মেইন ডেকঃ ৮৫০ টাকা (আ...
14/11/2021

সেন্টমার্টিন-টেকনাফ-সেন্টমার্টিন জাহাজের টিকেট মূল্য (২০২১-২০২২)

🛳️ কেয়ারি সিন্দবাদ জাহাজ (নন-এসি)

✅ মেইন ডেকঃ ৮৫০ টাকা (আপ-৪৭৫, ডাউন-৩৭৫)
✅ ওপেন ডেকঃ ১০০০ টাকা (আপ-৫৫০, ডাউন-৪৫০)
✅ ব্রিজ ডেকঃ ১১০০ টাকা (আপ-৬০০, ডাউন-৫০০)

🔸 মোট সিট সংখ্যাঃ ৩৪৬টি
▪️মেইন ডেক - ১৬০টি
▪️ওপেন ডেক - ১৪৪টি
▪️ব্রিজ ডেক - ৪২টি

________________

🛳️ কেয়ারি ক্রুজ এন্ড ডাইন জাহাজ (এসি)

✅ এক্সক্লুসিভ লাউঞ্জ (নিচতলা): ১১০০ টাকা (আপ-৬০০, ডাউন-৫০০)
✅ কোরাল লাউঞ্জ (দোতলা): ১৩০০ টাকা (আপ-৭০০, ডাউন-৬০০)
✅ পার্ল লাউঞ্জ (দোতলা): ১৬০০ টাকা (আপ-৮৫০, ডাউন-৭৫০)

🔸 মোট সিট সংখ্যাঃ ৩১০টি
▪️এক্সক্লুসিভ লাউঞ্জ (নিচতলা): - ৪৪ টি
▪️কোরাল লাউঞ্জ (দোতলা): - ১৫৬ টি
▪️পার্ল লাউঞ্জ (দোতলা): - ১১০ টি

জাহাজের টিকেট জন্য ফোন করুনঃ ০১৭৫৫২৩৮১৮১


#সেন্টমার্টিন #জাহাজ #টিকেট
#ট্যুরেযাবো

07/11/2021

সম্ভাব্য নতুন বাস ভাড়া,

🔹 চট্টগ্রামঃ ৫৫০ টাকা (৭০ টাকা বাড়ছে)
🔹 খাগড়াছড়িঃ ৬৩০ টাকা (১১০ টাকা বাড়ছে)
🔹 বান্দরবনঃ ৭০০ টাকা (৮০ টাকা বাড়ছে)
🔹 আলিকদমঃ ৯৫০ টাকা (১০০ টাকা বাড়ছে)
🔹 কক্সবাজারঃ ৯০০ টাকা (১০০ টাকা বাড়ছে)
🔹 টেকনাফঃ ১০০০ টাকা (১০০ টাকা বাড়ছে)
🔹 সুনামগঞ্জঃ ৬২০ টাকা (৭০ টাকা বাড়ছে)
🔹 সিলেটঃ ৫৪০ টাকা (৭০ টাকা বাড়ছে)

এছাড়াও পরিবহনের অন্যান্য সেক্টরেও ভাড়া বৃদ্ধি পাবে। সে হিসেবে ট্যুরের খরচ বেড়ে যাবে। সেভাবেই প্ল্যান করুন।

কক্সবাজারের একুয়াহোলিক ট্যুরিস্ট ক্যারাভ্যান আগামী ৭ নভেম্বর থেকে হোটেল পিক এন্ড ড্রপ সার্ভিস বন্ধ করার ঘোষনা দিয়েছে। এখ...
05/11/2021

কক্সবাজারের একুয়াহোলিক ট্যুরিস্ট ক্যারাভ্যান আগামী ৭ নভেম্বর থেকে হোটেল পিক এন্ড ড্রপ সার্ভিস বন্ধ করার ঘোষনা দিয়েছে। এখন থেকে তাদের অফিস থেকে গাড়িতে উঠতে হবে।

অফিসের ঠিকানাঃ মোটেল উপল, নিচ তলা। শৈবাল রোড, কক্সবাজার

যাত্রা শুরুর সময়ঃ সকাল ৯.৩০ মিনিট

তথ্যসূত্রঃ Aquaholic Tourist Caravan page


#একুয়াহোলিকট্যুরিস্টক্যারাভ্যান
#কক্সবাজার
#অদেখাবাংলারখোঁজে
#ভ্রমণসংবাদ

জ্বলানি তেলের মূল্য বৃদ্ধির কারনে খাগড়াছড়ি থেকে সাজেক গামী জীপের ভাড়া বৃদ্ধি পেয়েছে। এই ভাড়া আগামীকাল ৫ নভেম্বর(শুক্রবার...
04/11/2021

জ্বলানি তেলের মূল্য বৃদ্ধির কারনে খাগড়াছড়ি থেকে সাজেক গামী জীপের ভাড়া বৃদ্ধি পেয়েছে। এই ভাড়া আগামীকাল ৫ নভেম্বর(শুক্রবার) থেকে কার্যকর হবে। এবং পরবর্তী ঘোষনা দেওয়ার আগ পর্যন্ত এই ভাড়া কার্যকর থাকবে।

ছবিতে পূর্বের ভাড়া এবং নতুন ভাড়ার চার্ট দেওয়া হয়েছে।

যারা সাজেক যাওয়ার প্ল্যান করছেন তারা অবশ্যই নতুন ভাড়া হিসাব করে প্ল্যান করবেন।



#ভ্রমণসংবাদ
#সাজেক
#অদেখাবাংলারখোঁজে

বাংলাদেশের 🇧🇩 ৬৪ জেলার দর্শনীয় স্থানগুলো নিয়ে একটি ই-বুক তৈরি করা হচ্ছে। ই-বুকটি থাকলে দেশের কোন জেলায় কি কি দর্শনীয় স্থ...
24/04/2021

বাংলাদেশের 🇧🇩 ৬৪ জেলার দর্শনীয় স্থানগুলো নিয়ে একটি ই-বুক তৈরি করা হচ্ছে। ই-বুকটি থাকলে দেশের কোন জেলায় কি কি দর্শনীয় স্থান আছে তা একসাথে দেখতে পারবেন।

ই-বুকের নামঃ অদেখা বাংলার খোঁজে

📚ই-বুকে যা যা থাকবে,
১। প্রতিটি জেলার দর্শনীয় স্থানগুলোর নাম এবং লোকেশন
২। প্রতিটি জেলাগামী ট্রেনের নাম
৩। প্রতিটি জেলার বিখ্যাত/অখ্যাত খাবার তালিকা
৪। প্রতিটি জেলার নদীসমূহ
৫। আমার জেলা ভ্রমণের অভিজ্ঞতা

বইটি বের হওয়ার সাথে সাথে জানার জন্য আপনার মেইল আইডি এবং মোবাইল নাম্বার (যদি দিতে চান) দিয়ে রাখতে পারেন। বই পাবলিশ হলে আপনাকে মেইল এবং মোবাইলে টেক্সটের মাধ্যমে জানিয়ে দিবো।

👉 https://hyp.link/odekhaBanglaEBook

#ইবুক
#অদেখাবাংলারখোঁজে
#৬৪জেলারদর্শনীয়স্থান

বাংলাদেশের ৬৪ জেলার দর্শনীয় স্থানগুলো নিয়ে একটি ই-বুক তৈরি করছি।ই-বুকটি থাকলে দেশের কোন জেলায় কি কি দর্শনীয় স্থা.....

18/04/2021

বাংলাদেশ নিয়ে কোন Travel Guide বই লেখা হলে সেখানে কি কি তথ্য থাকা দরকার বলে মনে করেন?

সেন্টমার্টিন ভ্রমণ গাইডে আরো বেশ কিছু তথ্য যোগ করেছি। পোস্টটাকে আরো তথ্যবহুল করার চেষ্টা করেছি। পড়ে ফেলুন...🌼 কিভাবে যাব...
07/12/2020

সেন্টমার্টিন ভ্রমণ গাইডে আরো বেশ কিছু তথ্য যোগ করেছি। পোস্টটাকে আরো তথ্যবহুল করার চেষ্টা করেছি। পড়ে ফেলুন...

🌼 কিভাবে যাবেন
🌼 কোথায় থাকবেন
🌼 কি করবেন
🌼 কি খাবেন

সেন্টমার্টিন ভ্রমণ করতে বাস, জাহাজ, হোটেল, খাবার, সকল তথ্য। কম খরচে কিভাবে সেন্টমার্টিন ঘুরে আসতে পারেন সব জেনে নি.....

সেন্টমার্টিনের সিজন শুরু হয়ে গেছে। টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল করছে। সেন্টমার্টিনে,🌼 কিভাবে যাবেন🌼 কোথায় থা...
04/12/2020

সেন্টমার্টিনের সিজন শুরু হয়ে গেছে। টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল করছে।

সেন্টমার্টিনে,

🌼 কিভাবে যাবেন
🌼 কোথায় থাকবেন
🌼 কি করবেন
🌼 কি খাবেন

বিস্তারিত জানতে পড়ে ফেলুন...

সেন্ট মার্টিন ভ্রমণে বাস, জাহাজ, হোটেল, খাবার, সকল তথ্য। কম খরচে এবং নিজের মত করে কিভাবে ঘুরে আসতে পারেন সব জানতে পা.....

27/07/2020

'অদেখা বাংলার খোঁজে' - ট্রাভেল বইয়ের,

১। ফ্রি পিডিএফ ভার্সন
২। পেইড ই-বুক ভার্সন

কোনটা বানাবো?

কক্সবাজার ঘুরে দেখার মত যত স্থান,১। কক্সবাজার সমুদ্র সৈকত    কলাতলী পয়েন্ট    সুগন্ধা পয়েন্ট    লাবনী পয়েন্ট২। বার্মিজ ম...
19/07/2020

কক্সবাজার ঘুরে দেখার মত যত স্থান,

১। কক্সবাজার সমুদ্র সৈকত
কলাতলী পয়েন্ট
সুগন্ধা পয়েন্ট
লাবনী পয়েন্ট
২। বার্মিজ মার্কেট
৩। হিমছড়ি
৪। ইনানী সমুদ্র সৈকত
৫। দরিয়া নগর
৬। মেরিন ড্রাইভ রোড
৭। রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড
৮। সেন্টমার্টিন দ্বীপ
৯। ছেঁড়াদ্বীপ
১০। রামু বৌদ্ধ বিহার
১১। রামু রাবান বাগান
১২। মহেশখালী
১৩। আদিনাথ মন্দির
১৪। রাখাইন পাড়া
১৫। সোনাদিয়া দ্বীপ
১৬। শামলাপুর সমুদ্র সৈকত
১৭। শাহপরীর দ্বীপ
১৮। মাথিনের কূপ
১৯। কুতুবদিয়া দ্বীপ
২০। কুতুবদিয়া বাতিঘর
২১। কুতুব আউলিয়ার দরবার
২২। কুতুবদিয়া বায়ু বিদ্যুৎকেন্দ্র
২৩। বড়ঘোপ সমূদ্র সৈকত
২৪। ডুলাহাজরা/বঙ্গবন্ধু সাফারি পার্ক
২৫। কানা রাজার সুড়ঙ্গ
২৬। রাডার স্টেশন
২৭। পাতাবাড়ী বৌদ্ধ বিহার

📚 ৬৪ জেলার দর্শনীয় স্থান সহ আরো নানা তথ্যসমৃদ্ধ ই-বুক তৈরি করতেছি। পাবলিশ হওয়ার পর সবার আগে পেতে,

ই-মেইল বা মোবাইল নাম্বার ম্যাসেজ
করুন 👉 https://m.me/odbangla

#অদেখাবাংলারখোঁজে
#৬৪জেলাঅ্যালবাম

গোকূল মেধ, বগুড়া
04/07/2020

গোকূল মেধ, বগুড়া

03/07/2020

'অদেখা বাংলার খোঁজে' ই-বুকে কোন জেলায় কোন কোন ট্রেন যায় তার একটা লিস্ট দিবো৷ ট্রেনের লিস্টের কাজ চলতেছে।

লিস্ট করতে গিয়ে দেখলাম এইভাবে লিস্টও কোথাও গুছানো নেই!

ই-বুকে কিভাবে কি দিবো সেগুলো নিয়ে মাথায় বিভিন্ন প্ল্যান ঘুরলেও প্রতিটা জেলা নিয়ে ছোট করে যে অভিজ্ঞতা লেখার কথা ছিলো তা হ...
26/06/2020

ই-বুকে কিভাবে কি দিবো সেগুলো নিয়ে মাথায় বিভিন্ন প্ল্যান ঘুরলেও প্রতিটা জেলা নিয়ে ছোট করে যে অভিজ্ঞতা লেখার কথা ছিলো তা হচ্ছিলো না। আজকে ভোরবেলা ফজর নামাজের পর মনে হলো দেখি কিছু লেখা যায় নাকি!

লিখতে বসে ৪টা জেলা নিয়ে প্রায় ৫৫০ শব্দ লিখে ফেলি। ছবিতে সেন্টমার্টিন নিয়ে লেখার স্ক্রিনশট।

ছোট করে লিখতে গেলেও অনেক কিছু লিখতে ইচ্ছা করে। বই শেষ করা পর্যন্ত কি হয় তা আমি নিজেও জানি না 🤔

ইচ্ছা আছে আমার ভ্রমণ কাহিনীগুলো নিয়ে আলাদা একটা বই বের করার। তবে সেটা অবশ্যই নিকট ভবিষ্যতে নয়!

📗 #ইবুক
🌏 #অদেখাবাংলারখোঁজে
6⃣4⃣ জেলা

14/06/2020

দেশের ৫১ জেলা ভ্রমণের সালভিত্তিক একটা লিস্ট। ই-বুকে প্রতিটা জেলায় যাওয়ার স্মৃতি নিয়ে ছোট করে গল্প দেওয়ার ইচ্ছা আছে :)

🎂 জন্মস্থানঃ ঢাকা

🌴 দাদাবাড়িঃ কুমিল্লা।
দাদাবাড়ি হলেও আমি খুব সম্ভবত প্রথম গ্রামে গিয়েছি জন্মের বেশ কয়েকবছর পর! এখন সঠিক মনেও নেই।

🌊 ২০০৯ সালঃ চট্টগ্রাম

ঢাকা ও কুমিল্লা জেলাবাদে প্রথম নতুন কোন জেলায় যাওয়া হয় ২০০৯ সালে এস.এস.সি পরীক্ষা দেওয়ার পর Abu Taher মামার বাসায় চট্টগ্রামে। সেবারই প্রথম সমুদ্র দেখা। আমার জীবনের অন্যতম সেরা এক স্মৃতি, পতেঙ্গা সমুদ্র সৈকত।

🌊 ২০১০ সালঃ কক্সবাজার

পরিবারের কাউকে ছাড়া প্রথম বন্ধুদের সাথে ভ্রমণে বের হই ২০১০ সালে সেন্ট জোসেফ কলেজ থেকে স্টাডি ট্যুরে "সেন্ট মার্টিন ও কক্সবাজারে।'

🍋 ২০১১ সালঃ রাজশাহী ও সিলেট

আবুল কালাম আজাদ মামার সাথে শুধু আম বাগান ঘুরে দেখা ও আম কেনার জন্য রাজশাহী যাওয়া হয়। এই ট্যুরের স্মৃতি থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে শুধু ফলের বাগান দেখতে আরো ট্যুর দেই।

সিলেট প্রথম যাওয়া হয় শাহ জালাল বিশ্ববিদ্যালয়ে ভার্সিটি ভর্তি পরীক্ষার দিতে। যদিও আমি পরীক্ষা দেই নাই, জানি ঢাকার বাইরে থাকবো না শুধু শুধু পরীক্ষা দিয়ে কি লাভ!

🏔 ২০১২ সালঃ চাঁদপুর, বান্দরবান, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ

প্রথমবারের মত বান্দরবান যাওয়া, পাহাড়ের প্রেমে পড়া, মেঘের প্রেমে পড়া। বান্দরবান যাওয়াটাও একটা ইতিহাস। রাত ১১টায় বন্ধুর ফোন পেয়ে ভার্সিটির রসায়ন মিড বাদ দিয়ে চলে যাই। সেই রসায়ন পরীক্ষা আবার দেই ভার্সিটির লাস্ট সেমিস্টারে! কত কত গল্পই না জমে আছে বলার মত!

🚌 ২০১৩ সালঃ খুলনা, বাগেরহাট, নোয়াখালী, নারায়নগঞ্জ

আবারও আবু তাহের মামার বাসা খুলনায় যাওয়া হয়। RM-2 বাসে করে বিলাসবহুল এক জার্নি! এরপর অটোতে করে পুরো খুলনা, বাগেরহাট ঘুরে চুকনগরে আব্বাস হোটেলের চুইঝাল! সেবার একেবারে সুন্দরবনের কাছে চলে গিয়েও দেখা হয় নাই। যেই স্বপ্ন এখনো পূরন হয় নি!

🏝 ২০১৫ সালঃ মৌলভীবাজার, পটুয়াখালী

বড় হওয়ার পর প্রথম দুর্ঘটনা! তাও আবার বাইকে, কুয়াকাটার বিচে। আল্লাহ সহায় ছিলো তাই সে যাত্রায় জানে বেঁচে যাই।

🛥 ২০১৬ সালঃ পঞ্চগড়, রাঙ্গামাটি, পাবনা, কুষ্টিয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, খাগড়াছড়ি, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ব্রাক্ষ্মণবাড়িয়া

এই বছরই ৬৪জেলা ভ্রমণের সংকল্প করি এবং জীবনের প্রথম সোলো ট্যুর দেই ঈশ্বরদী ও কুষ্টিয়া। সেই ট্যুর থেকে যেই সাহস অর্জন করি, সেই সাহসই এখন জীবনের প্রতিটি মোড়ে সাহায্য করে যাচ্ছে!

২০১১ সালে আম বাগান দেখার জন্য যেমন রাজশাহী যাই। তেমনিভাবে লিচু বাগান দেখতে ঈশ্বরদী লটকন বাগান দেখতে নরসিংদী, আনারাস বাগান দেখতে মধুপুর যাওয়া হয়।

🏞 ২০১৭ সালঃ শরীয়তপুর, মানিকগঞ্জ, সুনামগঞ্জ, বরগুনা, ফেনী, বগুড়া, লালমনিরহাট, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা, রংপুর, নীলফামারী

শরীয়তপুর জেলায় আবারো যেতে হবে। পাহাড়ী এলাকাবাদে প্রথম যে সমতল জেলার প্রেমে পড়ি তা হচ্ছে সুনামগঞ্জ। এরপরেই আছে রাজশাহী।

বরগুনার পাথরঘাটায় গিয়ে সুন্দরবন দেখার কিছুটা স্বাদ মিলে। তবে সে জার্নি ছিলো বড়ই কষ্টকর।

যশোর গিয়ে প্রেমে পড়ি জারবেরা ফুলের। প্রিয়তমার জন্য আবারো জারবেরা আনতে কোন এক জানুয়ারী মাসে হয়তো আবার যাবো!

🍀 ২০১৮ সালঃ নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর

রাজশাহীর আম বাগান দেখার পর চাঁপাইনবাবগঞ্জের আম বাগান দেখতে সোলো ট্যুর দেই। আম বাগানে কোন আম পড়লে তা যে দেখবে তার। কপাল গুনে প্রথমবার জেনেই একটা বড়সড় আম ভাগ্যে জুটে যায়!

🗾 ২০১৯ সালঃ জয়পুরহাট, জামালপুর, শেরপুর, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে মজু চৌধুরীর ঘাটে পড়ন্ত বিকেলে নতুন এক জায়গার প্রেমে পড়ি। যদি সম্ভব হয় আমি বার বার সে জায়গায় যেতে চাই।

এইছিলো ৫১টি জেলার ক্রমানুসারে তালিকা। বাকি ১৩টি জেলা কবে ও কখন যেতে করতে পারবো আল্লাহ ভালো জানেন।

Never lose hope, never stop travelling

'অদেখা বাংলার খোঁজে' ই-বুক লেখা শুরু করলাম ইনশাআল্লাহ । জানি না কতদিনে শেষ করতে পারবো!ই-বুকে যা যা দেওয়ার ইচ্ছাঃ১। আমার ...
14/06/2020

'অদেখা বাংলার খোঁজে' ই-বুক লেখা শুরু করলাম ইনশাআল্লাহ । জানি না কতদিনে শেষ করতে পারবো!

ই-বুকে যা যা দেওয়ার ইচ্ছাঃ

১। আমার ওই জেলায় যাওয়ার/ঘোরার ছোট করে স্মৃতি
২। দর্শনীয় স্থান সমূহ (এখানে একটু ইউনিক কিছু করার ইচ্ছা আছে)
৩। দর্শনীয় স্থানের লোকেশন।
৪। জেলার বিখ্যাত/অখ্যাত খাবার
৫। কোন ট্রেন যায় তার নাম

#ইবুক
#অদেখাবাংলারখোঁজে
#৬৪জেলা #বাংলাদেশ

Address


Telephone

+8801755238181

Website

Alerts

Be the first to know and let us send you an email when Odekha Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share