14/06/2020
দেশের ৫১ জেলা ভ্রমণের সালভিত্তিক একটা লিস্ট। ই-বুকে প্রতিটা জেলায় যাওয়ার স্মৃতি নিয়ে ছোট করে গল্প দেওয়ার ইচ্ছা আছে :)
🎂 জন্মস্থানঃ ঢাকা
🌴 দাদাবাড়িঃ কুমিল্লা।
দাদাবাড়ি হলেও আমি খুব সম্ভবত প্রথম গ্রামে গিয়েছি জন্মের বেশ কয়েকবছর পর! এখন সঠিক মনেও নেই।
🌊 ২০০৯ সালঃ চট্টগ্রাম
ঢাকা ও কুমিল্লা জেলাবাদে প্রথম নতুন কোন জেলায় যাওয়া হয় ২০০৯ সালে এস.এস.সি পরীক্ষা দেওয়ার পর Abu Taher মামার বাসায় চট্টগ্রামে। সেবারই প্রথম সমুদ্র দেখা। আমার জীবনের অন্যতম সেরা এক স্মৃতি, পতেঙ্গা সমুদ্র সৈকত।
🌊 ২০১০ সালঃ কক্সবাজার
পরিবারের কাউকে ছাড়া প্রথম বন্ধুদের সাথে ভ্রমণে বের হই ২০১০ সালে সেন্ট জোসেফ কলেজ থেকে স্টাডি ট্যুরে "সেন্ট মার্টিন ও কক্সবাজারে।'
🍋 ২০১১ সালঃ রাজশাহী ও সিলেট
আবুল কালাম আজাদ মামার সাথে শুধু আম বাগান ঘুরে দেখা ও আম কেনার জন্য রাজশাহী যাওয়া হয়। এই ট্যুরের স্মৃতি থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে শুধু ফলের বাগান দেখতে আরো ট্যুর দেই।
সিলেট প্রথম যাওয়া হয় শাহ জালাল বিশ্ববিদ্যালয়ে ভার্সিটি ভর্তি পরীক্ষার দিতে। যদিও আমি পরীক্ষা দেই নাই, জানি ঢাকার বাইরে থাকবো না শুধু শুধু পরীক্ষা দিয়ে কি লাভ!
🏔 ২০১২ সালঃ চাঁদপুর, বান্দরবান, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ
প্রথমবারের মত বান্দরবান যাওয়া, পাহাড়ের প্রেমে পড়া, মেঘের প্রেমে পড়া। বান্দরবান যাওয়াটাও একটা ইতিহাস। রাত ১১টায় বন্ধুর ফোন পেয়ে ভার্সিটির রসায়ন মিড বাদ দিয়ে চলে যাই। সেই রসায়ন পরীক্ষা আবার দেই ভার্সিটির লাস্ট সেমিস্টারে! কত কত গল্পই না জমে আছে বলার মত!
🚌 ২০১৩ সালঃ খুলনা, বাগেরহাট, নোয়াখালী, নারায়নগঞ্জ
আবারও আবু তাহের মামার বাসা খুলনায় যাওয়া হয়। RM-2 বাসে করে বিলাসবহুল এক জার্নি! এরপর অটোতে করে পুরো খুলনা, বাগেরহাট ঘুরে চুকনগরে আব্বাস হোটেলের চুইঝাল! সেবার একেবারে সুন্দরবনের কাছে চলে গিয়েও দেখা হয় নাই। যেই স্বপ্ন এখনো পূরন হয় নি!
🏝 ২০১৫ সালঃ মৌলভীবাজার, পটুয়াখালী
বড় হওয়ার পর প্রথম দুর্ঘটনা! তাও আবার বাইকে, কুয়াকাটার বিচে। আল্লাহ সহায় ছিলো তাই সে যাত্রায় জানে বেঁচে যাই।
🛥 ২০১৬ সালঃ পঞ্চগড়, রাঙ্গামাটি, পাবনা, কুষ্টিয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, খাগড়াছড়ি, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ব্রাক্ষ্মণবাড়িয়া
এই বছরই ৬৪জেলা ভ্রমণের সংকল্প করি এবং জীবনের প্রথম সোলো ট্যুর দেই ঈশ্বরদী ও কুষ্টিয়া। সেই ট্যুর থেকে যেই সাহস অর্জন করি, সেই সাহসই এখন জীবনের প্রতিটি মোড়ে সাহায্য করে যাচ্ছে!
২০১১ সালে আম বাগান দেখার জন্য যেমন রাজশাহী যাই। তেমনিভাবে লিচু বাগান দেখতে ঈশ্বরদী লটকন বাগান দেখতে নরসিংদী, আনারাস বাগান দেখতে মধুপুর যাওয়া হয়।
🏞 ২০১৭ সালঃ শরীয়তপুর, মানিকগঞ্জ, সুনামগঞ্জ, বরগুনা, ফেনী, বগুড়া, লালমনিরহাট, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা, রংপুর, নীলফামারী
শরীয়তপুর জেলায় আবারো যেতে হবে। পাহাড়ী এলাকাবাদে প্রথম যে সমতল জেলার প্রেমে পড়ি তা হচ্ছে সুনামগঞ্জ। এরপরেই আছে রাজশাহী।
বরগুনার পাথরঘাটায় গিয়ে সুন্দরবন দেখার কিছুটা স্বাদ মিলে। তবে সে জার্নি ছিলো বড়ই কষ্টকর।
যশোর গিয়ে প্রেমে পড়ি জারবেরা ফুলের। প্রিয়তমার জন্য আবারো জারবেরা আনতে কোন এক জানুয়ারী মাসে হয়তো আবার যাবো!
🍀 ২০১৮ সালঃ নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর
রাজশাহীর আম বাগান দেখার পর চাঁপাইনবাবগঞ্জের আম বাগান দেখতে সোলো ট্যুর দেই। আম বাগানে কোন আম পড়লে তা যে দেখবে তার। কপাল গুনে প্রথমবার জেনেই একটা বড়সড় আম ভাগ্যে জুটে যায়!
🗾 ২০১৯ সালঃ জয়পুরহাট, জামালপুর, শেরপুর, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে মজু চৌধুরীর ঘাটে পড়ন্ত বিকেলে নতুন এক জায়গার প্রেমে পড়ি। যদি সম্ভব হয় আমি বার বার সে জায়গায় যেতে চাই।
এইছিলো ৫১টি জেলার ক্রমানুসারে তালিকা। বাকি ১৩টি জেলা কবে ও কখন যেতে করতে পারবো আল্লাহ ভালো জানেন।
Never lose hope, never stop travelling