Ebne Batuta Tours & Travels Limited

  • Home
  • Ebne Batuta Tours & Travels Limited

Ebne Batuta Tours & Travels Limited We provide the Services
1. Air Tickets (Domestic & International)
2. Hajj Packages
3. Umrah Packages

19/06/2023

হজ্ব পাঠশালা ১ম দিন

21/02/2023
আসসালামু আলাইকুম , সকল উমরাহ এজেন্সি , অপারেটর এবং সংশ্লিস্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে । *সৌদি হজ্জ এবং উমরাহ ম...
11/08/2022

আসসালামু আলাইকুম ,
সকল উমরাহ এজেন্সি , অপারেটর এবং সংশ্লিস্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ।

*সৌদি হজ্জ এবং উমরাহ মন্ত্রনালয়ের বরাত দিয়ে বলা হয়েছে*

এখন থেকে ৩ মাসের ঊমরাহ ভিসা অনুমদন দেয়া নির্ধারন করা হয়েছে , এই ভিসার মাধ্যমে হাজী ৩ মাস সৌদি আরবে অবস্থান করতে পারবেন কিন্তু তার জন্যে অবশ্যই সিস্টেম থেকে সম্পূর্ন প্যাকেজ বা যতদিন অবস্থান করবেন ততদিনের অনলাইন মাধ্যমে ক্রয়কৃত প্যাকেজ থাকতে হবে । সৌদি আরবে আসার পরে যদি নির্ধারিত প্যাকেজের বাইরে অতিরিক্ত দিন অবস্থান করতে চান তাহলে অবশ্যই সিস্টেম থেকে যতদিন থাকবেন ততদিনের প্যাকেজ হালনাগাদ করতে হবে । কোন হাজী সৌদি প্রবেশের পর থেকে তার সম্পুর্ন দায়িত্ব সৌদি উমরাহ সেবা প্রদানকারী কোম্পানীর উপর থাকবে । যদি কোন হাজী তার প্যাকেজ শেষ হয়ে যাওয়ার পরেও অবস্থান করেন সেক্ষেত্রে তার অবস্থানের ২৪ ঘন্টা পার হওয়া সাথে সাথে সয়ঙ্ক্রিয়ভাবে জরিমানা নির্ধারন হয়ে যাবে নতুবা তাকে ২৪ ঘন্টা পার হওয়ার পূর্বেই প্যাকেজ হালনাগাদ বা সৌদি ত্যাগ করতে হবে ।
যদি কোন হাজী সৌদি আরবের ঐতিহাসিক স্থান বা দর্শনীয় স্থান ভ্রমনের জন্য যেতে চান তাহলে তার ভ্রমনের তথ্য ([email protected]) এই লিংকে গিয়ে ভ্রমনের পুর্বে অবিহিত করতে হবে ।

07/07/2022

মিনাতে দুআ

আলহামদুলিল্লাহ, আজ 17 ই জুন আমার এজেন্সি ইবনে বতুতা ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড এর প্রথম হজ ফ্লাইট আজকে সন্ধ্যা সাতটায়...
17/06/2022

আলহামদুলিল্লাহ, আজ 17 ই জুন আমার এজেন্সি ইবনে বতুতা ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড এর প্রথম হজ ফ্লাইট আজকে সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমাদের 178 জন হজ যাত্রীর মধ্যে 176 জন সৌদি এয়ারলাইন্স এর ফ্লাইট নাম্বার SV3813তে রওনা দিয়েছে।

11/05/2022

সরকার ঘোষিত হজ্জ প্যাকেজ ২০২২
প্যাকেজ🥇: ╔════ [ 𝐀 ] ════╗
= ৫,২৭,৩৪০/- টাকা
╚═══════════╝
প্যাকেজ🥈: ╔════ [ 𝐁 ] ════╗
= ৪,৬২,১৫০/- টাকা
╚═══════════╝

🔊আলহামদুলিল্লাহ এ বছর ২০২২এর হজ্ব প্যাকেজ ঘোষনা করাহয়েছে।
✍️সরকারী ভাবে হাজি যাবে ৪০০০ এবং বেসরকারী ভাবে হাজি যাবে ৫৩৫৮৫ জন।
এবারের সর্বনিম্ন প্যাকেজ B ৪,৬২,১৫০ এবং A ৫,২৭,৩৪০ টাকা জন প্রতি।

সম্মানিত হাব সদস্য এবং সকল হজযাত্রীগণ, আসসালামু আলাইকুম।হজযাত্রীদের মধ্যে যাদের জন্ম ১ জুলাই ১৯৫৭ তারিখ হতে পরবর্তী সময়ে...
26/04/2022

সম্মানিত হাব সদস্য এবং সকল হজযাত্রীগণ,
আসসালামু আলাইকুম।
হজযাত্রীদের মধ্যে যাদের জন্ম ১ জুলাই ১৯৫৭ তারিখ হতে পরবর্তী সময়ে, শুধুমাত্র সেসকল হজযাত্রীগণ এবছর হজে যেতে পারবেন। ৩০ জুন ১৯৫৭ সাল থেকে পূর্বে যাদের জন্ম তারা এবছর হজে যেতে পারবেন না।

মার্চ ২০২২ ওমরাহ কমপ্লিট প্যাকেজসর্বমোট ১৫ দিন।মূল্য ১,৫০,০০০ টাকা মাত্র।প্যাকেজে যা থাকছে * ওমরাহ ভিসা। হোটেল। সকল যাতা...
02/02/2022

মার্চ ২০২২ ওমরাহ কমপ্লিট প্যাকেজ
সর্বমোট ১৫ দিন।
মূল্য ১,৫০,০০০ টাকা মাত্র।

প্যাকেজে যা থাকছে
* ওমরাহ ভিসা। হোটেল। সকল যাতায়াত। তিনবেলা খাবার । পি.সি.আর. টেষ্ট সৌদি। ট্রাভেল ইন্সুরেন্স। দর্শনীয় স্থান পরিদর্শন। ঢাকা থেকেই অভিজ্ঞ গাইড। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাতায়াত।
বিমান
* বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
* যাত্রার সম্ভাব্য তারিখ: ০৯ই মার্চ ২০২২ইং এবং ফেরত ২৩ ই মার্চ ২০২২ইং
হোটেল
* মক্কা ৮ রাত। আল-অলিয়ান আল হারাম/জাহারাত মিনা ( হারাম শরিফ থেকে দুরত্ব ২০০-২৫০ মিটার)
* মদিনা ৬ রাত। জাওহারাত আল রশিদ ( মসজিদ এ নববী থেকে দুরত্ব ২০০-২৫০ মিটার)
* ০৪ জনের শেয়ারিং রুম।
লোকাল যাতায়াত (প্যাকেজের মধ্যে)
* জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা হোটেল।
* মক্কা থেকে মদীনা।
* মদীনা হোটেল থেকে মদীনা এয়ারপোর্ট।
খাওয়া
* সকালের নাস্তা সহ দুপুর এবং রাতের মোট তিনবেলা বাংলা খাবার প্যাকেজের অন্তর্গত।
পি.সি.আর. টেষ্ট
* যাওয়ার ক্ষেত্রে ৭২ঘন্টার মধ্যে যাত্রী নিজের খরচে পি.সি.আর. টেষ্ট করবে।
* সৌদী আরব থেকে রিটার্ন/ফেরত আসার ক্ষেত্রে এজেন্সী পি.সি.আর. টেষ্ট এর খরচ বহন করবে।
ট্রাভেল ইন্সুরেন্স
* ২৮ দিনের ট্রাভেল ইন্সুরেন্স প্যাকেজ এর অন্তর্ভুক্ত।

দর্শনীয় স্থান পরিদর্শন
* মক্কায়- হেরা গুহা। গারে শুর। জাবালে রহমত। মীনা। আরাফাহ। মুজদালিফা। জনড়বাতুল মাওয়া। মসজিদে জীন। ইত্যাদি।
* মদীনায়- উহুদ এর ময়দান। মসজিদে কোবা। মসজিদে জুল কিবলাতাইন। সাবায়া মসজিদ। ওয়াদি জীন। ইত্যাদি।
গাইড
* ঢাকা এয়ারপোর্ট থেকেই সার্বক্ষনিক গাইড সাথে যাবে। গাইড সাথে থেকে মাসলা মাসায়েল সহ ওমরাহ করা এবং অন্যান্য বিষয়ে সহযোগীতা করবে।

(বিশেষ দ্রষ্টব্য: উমরাহযাত্রী করোনা পজিটিভ হলে বা সাউদি আরব কর্তৃত যাত্রা বাতিল হলে বা অন্য কোনো কারণে যেতে না পারলে তাহলে এয়ার টিকেট এর মূল্য ব্যতিত সকল খরচই অফেরতযোগ্য।)

𝟮𝟬𝟮𝟮 HAJJ UPDATE  | 🇧🇩🇸🇦গতকাল সৌদি সরকার একটি চিঠিতে হজ ১৪৪৩ঃহিকার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে সার্বিক প্রস্তুত...
10/01/2022

𝟮𝟬𝟮𝟮 HAJJ UPDATE | 🇧🇩🇸🇦
গতকাল সৌদি সরকার একটি চিঠিতে হজ ১৪৪৩ঃহি
কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে সার্বিক প্রস্তুতি নিতে বলেছে।

#হজ্জ

আলহামদুলিল্লাহ্! বাংলাদেশ এ ইস্যুকৃত ১ম উমরাহ ভিসা।সুদীর্ঘ ১৮ মাস পর বাংলাদেশী ধর্মপ্রান মুসল্লিগনের উমরাহ্ পালনে সর্বশে...
15/08/2021

আলহামদুলিল্লাহ্! বাংলাদেশ এ ইস্যুকৃত ১ম উমরাহ ভিসা।
সুদীর্ঘ ১৮ মাস পর বাংলাদেশী ধর্মপ্রান মুসল্লিগনের উমরাহ্ পালনে সর্বশেষ দ্বার উন্মোচিত হলো।যার পরনাই মহান আল্লাহ্ সুবহানা ওতায়ালার দরবারে লক্ষ-কোটি বার শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে নবী আহম্মাদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা (সাঃ)এর উপর দূরূদ ও সালাম পেশ করছি। এখন থেকে বিশ্বব্যাপি করোনার ভয়াল থাবা থেকে বাংলাদেশ ও সমগ্র মানব জাতিকে মুক্তির জন্য পবিত্র খানায়ে কা’বাতে বাইতুল্লাই উপস্থিত হয়ে বাংলাদেশী মুসল্লীগন আল্লাহর নিকট প্রার্থনা করতে পারবেন।
ছবি গতকালের ইস্যুকৃত ভিসা।

ওমরাহ ঘোষণা ============আলহামদুলিল্লাহ মুহররম মাসের ১ম থেকে মাসে প্রতি সপ্তাহে ২ মিলিয়ন উমরাহ যাত্রী!! এই সময়ের চেয়ে ...
08/08/2021

ওমরাহ ঘোষণা
============
আলহামদুলিল্লাহ মুহররম মাসের ১ম থেকে মাসে প্রতি সপ্তাহে ২ মিলিয়ন উমরাহ যাত্রী!! এই সময়ের চেয়ে আনন্দ এবং খুশির সংবাদ আমার কাছে আর নেই।
ثم الحمد لله
ছুম্মা আলহামদুলিল্লাহ।

১) ট্যুরিজম ভিসা পর্যটকদের ট্যুরিজম ভিসার জন্য আবেদন করবে। এটি এমন দর্শনার্থীদের অনুমতি দেয় যারা ওমরাহ করতে চান। এই ভিসা নির্দিষ্ট কিছু দেশে সীমাবদ্ধ।

২) ২০২১ সালের ৯ই আগস্ট সোমবার থেকে ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশের জন্য ওমরাহর অনুরোধ উন্মুক্ত হবে।

৩) সামর্থ্য বৃদ্ধি প্রতিদিন মোট পিলগ্রীম ৬০,০০০ এ নিয়ে যাবে।

৪) মাসিক ক্ষমতা তাই সোমবার থেকে ২ মিলিয়ন পিলগ্রীমদের কাছে পৌঁছাবে।

৫) তাওয়াক্কালনা এবং ই-টামর্না অ্যাপগুলি এখনও পিলগ্রীমদের ছালাহ, ওমরাহ এবং রাওদাহ পরিদর্শনের জন্য ব্যবহার করা প্রয়োজন।

৬) পিলগ্রীমদের অবশ্যই টিকা দিতে হবে।

৮) ১৮ বছরের কম বয়সী শিশুদের এখনও পবিত্র মসজিদে প্রবেশের অনুমতি নেই।

৯) একটি বাসে যাত্রীর সংখ্যা তার ধারণক্ষমতার ৫০% এর বেশি হবে না।

১০) বাসগুলি ব্যবহারের অনুমতিগুলি কর্তৃপক্ষের অনুমোদিত অ্যাপগুলির মাধ্যমেও হবে।

১১) নির্ধারিত স্টেশন রয়েছে যেখানে বাসগুলি যাত্রীদের নামিয়ে দেয় এবং সেখানে নির্ধারিত সমাবেশ পয়েন্ট রয়েছে।

১২) যাত্রীদের সুবিধার্থে স্বীকৃত ওমরাহ কোম্পানি, হোটেল এবং পরিবহন কোম্পানি রয়েছে।



🌺 Umrah Announcements :

1) The Tourism Visa began allowing tourists to apply for a Tourism Visa. This also allows visitors who want to perform Umrah. This Visa is restricted to certain countries.

2) From Monday 9th August 2021, Umrah requests will open up for countries around the world gradually.

3) An increase in capacity takes the total of pilgrims to 60,000 per day.

4) The monthly capacity will therefore reach 2 Million Pilgrims from Monday.

5) The apps Tawakalna & Eatmarna are still required to be used by pilgrims for Salaah, Umrah and visiting the Rawdhah.

6) Pilgrims must be vaccinated.

7) Children under the 18 years of age are still not allowed to enter the Holy Mosques.

8) These measures are in place to create a safe environment for all pilgrims.

9) The number of passengers on a bus will not exceed 50% of its capacity.

10) The permits to use the buses will also be via the apps that have been authorised by the authorities.

11) There are designated stations where the buses drop off passengers and there are designated gathering points.

12) There are accredited Umrah Companies, Hotels and Transport companies to facilitate pilgrims.

[উমরাহ ভিসাটি ইরাকি ভায়ের]

❤️ আলহামদুলিল্লাহ্ পরশু সফলভাবে সমাপ্ত হয়েছে 1442/2021 সালের হজ পর্ব। গতকাল থেকে শুরু হয়েছে পবিত্র উমরাহ এর কার্যক্রম।...
26/07/2021

❤️ আলহামদুলিল্লাহ্ পরশু সফলভাবে সমাপ্ত হয়েছে 1442/2021 সালের হজ পর্ব। গতকাল থেকে শুরু হয়েছে পবিত্র উমরাহ এর কার্যক্রম। ছবিতে বাইতুল্লায় আগত হজের পর 1442/2021 এর প্রথম উমরাহ গ্ৰুপ।

AlhamdulillahWaiting....
25/07/2021

Alhamdulillah
Waiting....

23/02/2021
20/01/2021

কবুতর সিজদা করছে

আলহামদুলিল্লাহশীঘ্রই আমরা আবার উমরাহ্ পালন করার জন্য সৌদি আরব যেতে পারবো।সৌদি ওমরাহ্ মন্ত্রণালয় এর ডেপুটি মিনিষ্টার  ড...
26/10/2020

আলহামদুলিল্লাহ
শীঘ্রই আমরা আবার উমরাহ্ পালন করার জন্য সৌদি আরব যেতে পারবো।

সৌদি ওমরাহ্ মন্ত্রণালয় এর ডেপুটি মিনিষ্টার ড: আব্দুল আজিজ বিন আব্দুর রহিম ওজান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে একটি সার্কুলার জারি করা হয়। উক্ত সার্কুলার অনুযায়ী প্রণীত শর্তাবলী এবং স্বাস্থ্যবিধি মেনে পহেলা নভেম্বর থেকে ওমরাহ্ চালু হতে যাচ্ছে।

প্রণীত শর্তাবলী এবং স্বাস্থ্যবিধি নিম্নে উল্লেখ করা হলো :
১. ওমরাহ্ যাত্রীর বয়স অবশ্যই ১৮-৫০ বছর এর মধ্যে হতে হবে।
২. সৌদি আরবে ভ্রমণের/ফ্লাইটের ৭২ ঘন্টা পূর্বে সরকার কর্তৃক নির্ধারিত পিসিআর ল্যাব থেকে করোনা টেস্ট করে সার্টিফিকেট নিতে হবে ।
৩. ৭২ ঘন্টা তথা ০৩ দিন হোটেলে অবস্থান করার পর সৌদি ওমরাহ্‌ কোম্পানির তত্ত্বাবধানে এতেমারনা অ্যাপস্ এর মাধ্যমে তাসরিয়ার নিতে হবে। একজন গাইডের অধিনে ৫০ জনের গ্রুপ নিয়ে ওমরাহ্‌ করার সুযোগ পাবেন।
৪. ট্রান্সপোর্ট এবং হোটেলের ন্যায় বিমান টিকেটের কর্নফম করে BRN নিতে হবে।
৫. খাবার সহ হোটেল বুকিং করতে হবে।
৬. সৌদি আরবের প্রবেশ করার পর ৭২ ঘন্টা / ০৩ দিন খাওয়া সহ হোটেল বুকিং করতে হবে। প্রবেশের তিন দিন পর্যন্ত ওমরাহ্ যাত্রীকে হোটেলে অবস্থান করতে হবে। এই তিনদিন ওমরাহ্ করা যাবে না।
৭. ভ্রমণের ২৪ ঘন্টা পূর্বে ফ্লাইট নাম্বার সহ ওমরাহ্ যাত্রীদের ডিটেলস ইনফর্মেশন ওমরাহ্ সিস্টেমে প্রবেশ করাতে হবে।
৮. ০১ জন গাইড এর অধীনে সর্বনিম্ন ৫০ জন ওমরাহ্ যাত্রী নিয়ে গ্রুপ করে ওমরাহ্ পালন করতে হবে।
৯. ওমরাহ্ যাত্রীগণ জেদ্দা, মক্কা এবং মদিনাতে যে সকল হোটেলে অবস্থান করবেন তা অবশ্যই ৩/৪/৫ স্টার মানের হতে হবে।
১০. হোটেলের ১০% রুম বিশেষ প্রয়োজনের জন্য খালি রাখতে হবে।
১১. হোটেলের মধ্যে অবশ্যই ডাইনিং এর ব্যবস্থা থাকতে হবে।
১২. বাসের সিটের আলোকে ৫০% সিট খালি রাখতে হবে।
১৩. বাস কোম্পানির অটোমোবাইল সার্ভিস থাকতে হবে।
১৪. একা একা ইচ্ছা করলেই, হারামাইন শরিফে তাওয়াফ করতে যাওয়া যাবে না, গ্রুপ ভিত্তিক প্রবেশ করতে হবে।

সাবধান, সাবধান, সাবধানকোনো প্রলোভনে সাড়া দিবেন না,কিছু এজেন্সি এবং দালাল চক্র সৌদী আরবের রেফারেন্স এবং ভুল তথ্য প্রকাশের...
06/10/2020

সাবধান, সাবধান, সাবধান
কোনো প্রলোভনে সাড়া দিবেন না,
কিছু এজেন্সি এবং দালাল চক্র সৌদী আরবের রেফারেন্স এবং ভুল তথ্য প্রকাশের মাধ্যমে সাধারণ ধর্মীয় প্রাণ মুসলিম জনসাধারণকে প্রলোভন দিচ্ছে, Umrah এর জন্যে নিবন্ধন শুরু হয়েছে, আগে আসলে আগে পাবেন এটা শুধুমাত্র প্রলোভন এবং প্রতারণা। এই ফাঁদে পা দিয়ে আর্থিক ভাবে এবং মানসিক ভাবে বিপর্যস্ত হবেন না।

Hajj & Umrah News
29/09/2020

Hajj & Umrah News

সৌদি আকামা ও ভিসা আপডেটঃ-যাদের "আকামা এবং ভিসার" মেয়াদ শেষ আপনারা, আপনাদের কোম্পানী অথবা কফিলের সাথে যোগাযোগ করে মেয়াদ...
29/09/2020

সৌদি আকামা ও ভিসা আপডেটঃ-
যাদের "আকামা এবং ভিসার" মেয়াদ শেষ আপনারা, আপনাদের কোম্পানী অথবা কফিলের সাথে যোগাযোগ করে মেয়াদ বাড়িয়ে নিন।। যাদের কোম্পানীর সাথে যোগাযোগ নাই, তারা পরিচিত কেউ সৌদিতে থাকলে তাদের সাহায্যে মেয়াদ বাড়িয়ে নিতে পারেন। আশাকরি সৌদিতে যারা আছেন আপনারা এই ব্যাপারে সাহায্য করবেন। সহজ কথা সহজ ভাবে বুঝলে পেরেশান হবে না। আজ আমাদের অনেক ভাই আকামা এবং ভিসার মেয়াদ বাড়িয়ে নিয়েছে।।

এজেন্সির মাধ্যমে ভিসার মেয়াদ বাড়াতে হলে নিম্নলিখিত পেপার গুলি লাগবেঃ-

১। সৌদি জাওয়াজাতের প্রিন্টের মুলকপি যাতে একামার মেয়াদ থাকতে হবে ।
২। কফিলের আবেদন সম্বলিত চিঠি যাহা সৌদি পররাষ্ট্র মন্ত্রনালয় কর্তৃক সত্যায়িত হতে হবে ।
৩। মুল পাসপোর্ট ।
৪। এক্সিট ও রি-এন্টি ভিসার মুল কপি।
৫। মেয়াদসহ একামার ফটোকপি ।
৬। পাসপোর্ট সাইজের ৪ কপি কালার ছবি লাগবে ।

প্রোয়জনে ফোন নাঃ- +৮৮০১৭২০১১০৪৯১
+8801720110491

07/09/2020

Rain in Makkah Masjid-ul-Haram

5 Most Beautiful MosquesMosque (Masjid) is a Holy place where Muslims worship and offer prayers together. It is a place ...
29/08/2020

5 Most Beautiful Mosques

Mosque (Masjid) is a Holy place where Muslims worship and offer prayers together. It is a place which invites Muslims (Azan) 5 times a day to gather and offer Namaz. We see so many beautiful mosques around us but there are few which are known for beauty of its architecture.

These mosques are not only tremendous interior wise but it also influences every visitor by its peaceful ambiance.

Here are 5 most beautiful mosques around the globe which will leave you breathless.

09/02/2020

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801720110491

Alerts

Be the first to know and let us send you an email when Ebne Batuta Tours & Travels Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ebne Batuta Tours & Travels Limited:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share