Bangladesh Hajj Vision

  • Home
  • Bangladesh Hajj Vision

Bangladesh Hajj Vision Bangladesh Hajj Vision We provide support services to Hajj pilgrims through mobilization of Bangladeshi volunteers in association of Bangladesh Hajj Mission .

Registration for Hajj 2017 is now Open for Bangladeshi Males living in Saudi Arabia.

রীশ-ই বুলন্দ্, শেরওয়ানি, চোগা, তসবি ও টুপি ছাড়া পড়ে নাকো কিছু, মুসলিম-গাছ ধরে যত দাও নাড়া।
21/11/2023

রীশ-ই বুলন্দ্, শেরওয়ানি, চোগা, তসবি ও টুপি ছাড়া পড়ে নাকো কিছু, মুসলিম-গাছ ধরে যত দাও নাড়া।

সাহেব কহেন, “চমৎকার! সে চমৎকার!”
মোসাহেব বলে, “চমৎকার সে হতেই হবে যে!
হুজুরের মতে অমত কার?”

সাহেব কহেন, “কী চমৎকার,
বলতেই দাও, আহা হা!”
মোসাহেব বলে, “হুজুরের কথা শুনেই বুঝেছি,
বাহাহা বাহাহা বাহাহা!”

সাহেব কহেন, “কথাটা কি জান? সেদিন -”
মোসাহেব বলে, “জানি না আবার?
ঐ যে, কি বলে, যেদিন -”

সাহেব কহেন, “সেদিন বিকেলে
বৃষ্টিটা ছিল স্বল্প।”
মোসাহেব বলে, “আহা হা, শুনেছ?
কিবা অপরুপ গল্প!”

সাহেব কহেন, “আরে ম’লো! আগে
বলতেই দাও গোড়াটা!”
মোসাহেব বলে, “আহা-হা গোড়াটা! হুজুরের গোড়া!
এই, চুপ, চুপ ছোঁড়াটা!”

সাহেব কহেন, “কি বলছিলাম,
গোলমালে গেল গুলায়ে!”
মোসাহেব বলে, “হুজুরের মাথা! গুলাতেই হবে।
দিব কি হস্ত বুলায়ে?”

সাহেব কহেন, “শোনো না! সেদিন
সূর্য্য উঠেছে সকালে!”
মোসাহেব বলে, “সকালে সূর্য্য? আমরা কিন্তু
দেখি না কাঁদিলে কোঁকালে!”

সাহেব কহেন, “ভাবিলাম, যাই,
আসি খানিকটা বেড়ায়ে,”
মোসাহেব বলে, “অমন সকাল! যাবে কোথা বাবা,
হুজুরের চোখ এড়ায়ে!”

সাহেব কহেন, “হ’ল না বেড়ানো,
ঘরেই রহিনু বসিয়া!”
মোসাহেব বলে, “আগেই বলেছি! হুজুর কি চাষা,
বেড়াবেন হাল চষিয়া?”

সাহেব কহেন, “বসিয়া বসিয়া
পড়েছি কখন ঝিমায়ে!”
মোসাহেব বলে, “এই চুপ সব! হুজুর ঝিমান!
পাখা কর, ডাক নিমাইএ”

সাহেব কহেন, “ঝিমাইনি, কই
এই ত জেগেই রয়েছি!”
মোসাহেব বলে, “হুজুর জেগেই রয়েছেন, তা
আগেই সবারে কয়েছি!”

সাহেব কহেন, “জাগিয়া দেখিনু, জুটিয়াছে যত
হনুমান আর অপদেব!”
“হুজুরের চোখ, যাবে কোথা বাবা?”
প্রণামিয়া কয় মোসাহেব।।

17/11/2023

সেথা ঈদের চাঁদে লেখা
মোহাম্মদের ‘মীম’-এর রেখা,
সুরুযেরই বাতি জ্বেলে’ পড়ে রেজোয়ান।।

খোদার আরশ লুকিয়ে আছে ঐ কোরআনের মাঝে,
খোঁজে ফকির-দরবেশ সেই আরশ সকাল-সাঁঝে।

খোদার দীদার চাস রে, যদি
পড় এ কোরআন নিরবধি;
খোদার নুরের রওশনীতে রাঙ রে দেহ-প্রাণ।।

13/11/2023
06/11/2023

নাহি সাচ্চাই সিদ্দিকের,
উমরের নাহি সে ত্যাগ আর,
নাহি সে বেলালের ঈমান,
নাহি আলীর জুলফিকর,
নাহি আর সে জেহাদ লাগি বীর শহীদান।।

নাহি আর বাজুতে কুওত্,
নাহি খালেদ মুসা তারেক,
নাহি বাদশাহী তখত্ তাউস
ফকির আজ দুনিয়ার মালেক,
ইসলাম কেতাবে শুধু, মুসলিম গোরস্থান।।

আনো আলীর শৌর্য, হোসেনের ত্যাগ,
ওমরের মতো কর্মানুরাগ,
খালেদের মতো সব অসান্য
ভেঙে করো একাকার।।

ইসলামে নাই ছোট বড় আর
আশরাফ আতরাফ,
এই ভেদ জ্ঞান নিষ্ঠুর হাতে
করো মিসমার সাফ।

চাকর সৃজিতে চাকুরী করিতে
ইসলাম আসে নাই পৃথিবীতে?

মরিবে ক্ষুধায় কেহ নিরন্ন,
কারো ঘরে রবে অঢেল অন্ন-
এ জুলুম সহে নি ক ইসলাম,
সহিবে না আজও আর।।

06/11/2023

মক্কার হোটেল গুলোতে কিছুদিন ভীর থাকার কারণ হচ্ছে ডিসেম্বরের ১৫ তারিখ থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত সৌদি আরবের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ,
যার কারণে প্রত্যেক জায়গা থেকে সৌদি নাগরিকরা ওমরা করতে চলে আসবে প্রতিবছর এই সময় সব হোটেলের দাম একটু বেশি থাকে,

21/10/2023

বিশ্ব তখনও ছিল গো স্বপ্নে, বিশ্বের বনমালী
আপনাতে ছিল আপনি মগন। তখনও বিশ্ব-ডালি
ভরিয়া ওঠেনি শস্যে কুসুমে ; তখনও গগন-থালা
পূর্ণ করেনি চন্দ্র সূর্য গ্রহ তারকার মালা।
আপন জ্যোতির সুধায় বিভোর আপনি জ্যোতির্ময়
একাকী আছিল – ছিল এ নিখিল শূন্যে শূন্যে লয়।
অপ্রকাশ সে মহিমার মাঝে জাগেনি প্রকাশ-ব্যথা,
ছিল নাকো সুখ দুখ আনন্দে সৃষ্টির আকুলতা।
ছিল না বাগান, ছিল বনমালী! – সহসা জাগিল সাধ,
আপনারে লয়ে খেলিতে বিধির, আপনি সাধিতে বাদ।
অটল মহিমা-গিরি-গুহা-ত্যজি– কে বুঝিবে তাঁর লীলা–
বাহিরিয়া এল সৃষ্টি প্রকাশ নির্ঝর গতিশীলা।
ক্ষিতি-অপ-তেজ-মরুৎ-ব্যোমের সৃজিয়া সে লীলা রাজ,
ভাবিল সৃজিবে পুতুলখেলার মানুষ সৃষ্ট-মাঝ।
চলিতে লাগিল কত ভাঙাগড়া সে মহাশিশুর মনে,
মানুষ হইবে রসিক ভ্রমর, সৃষ্টির ফুলবনে।
আদিম মানব ‘আদমে’ সৃজিয়া এক মুঠা মাটি দিয়া
বলিলেন, ‘যাও, করো খেলা ওই ধরার আঙনে গিয়া!’
সৃজিয়া মানব-আত্মা তাহার দানিল মানবদেহে,
কাঁদিতে লাগিল মানব-আত্মা পশিয়া মাটির গেহে।
বলে, ‘প্রভু, আমি রহিতে নারি এ ধূলি-পঙ্কিল ঘরে,
অন্ধকার এ কারাঘরে একা রহিব কেমন করে!’
আদমের মাঝে বারেবারে যায় বারেবারে ফিরে আসে
চারিদিকে ঘোর বিভীষিকা শুধু, কাঁপিয়া মরে সে ত্রাসে।
কহিলেন প্রভু, ‘ভয় নাই, দিনু আমার যা প্রিয়তম
তোমার মাঝারে – জ্বলিবে সে জ্যোতি তোমাতে আমারই সম।
আমা হতে ছিল প্রিয়তর যাহা আমার আলোর আলো
– মোহাম্মদ সে, দিনু তাঁহারেই তোমারে বাসিয়া ভালো!’

মানব-আত্মা পশিয়া এবার আদমের দেহমাঝে
হেরিল তথায় অতুল বিভায় মহাজ্যোতি এক রাজে।
আত্মার আলো ঘুচাতে পারেনি যে মহা অন্ধকার
তারে আলোময় করিয়াছে আসি এ কোন জ্যোতি-পাথার।
বন্দনা করি সে মহাজ্যোতিরে আদম খোদারে কয়,
‘অপরূপ জ্যোতি-প্রদীপ্ত তনু এ কার মহিমময়!
কেবা এ পুরুষ, কেন এ উদিল আমার ললাট-তীরে,
ধন্য করিলে কেন এ মধুর বোঝা দিয়ে মোর শিরে?’
কহিলেন খোদা, ‘এই সে জ্যোতির পূণ্যে আঁধার ধরা
আলোয় আলোয় হবে আলোময়, সকল কলুষ-হরা
এই সে আলোর দীপ্তি ভাতিবে বিশ্ব নিখিল ভরি
এ জ্যোতি-বিভায় হইবে প্রভাত পাপীদের শর্বরী।
আমার হাবিব – বন্ধু এ প্রিয় ; মানব-ত্রাণের লাগি
ইহারে দিলাম তোমাতে – হইতে মানব-দুঃখ-ভাগী।
মোহাম্মদ এ, সুন্দর এ, নিখিল প্রশংসিত,
ইহার কন্ঠে আমার বাণী ও আদেশ হইবে গীত।‍‌’

সিজদা করিয়া খোদারে আদম সম্ভ্রম-নত কয়,
‘ধূলির ধরায় যাইতে আমার নাহি আর কোনো ভয়।
আমার মাঝারে জ্বালাইয়া দিলে অনির্বাণ যে দীপ,
পরাইয়া দিলে আমার ললাটে যে মহাজ্যোতির টিপ,
ধরার সকল ভয়েরে ইহারই পূণ্যে করিব জয়,
আমার বংশে জন্মিবে তব বন্ধু মহিমময়!
মোর সাথে হল ধন্য পৃথিবী!’ – মোহাম্মদের নাম
লইয়া পড়িল, ‘সাল্লাল্লাহু আলায়াহিসাল্লাম!’
ধরায় আসিল আদিম মানব-পিতা আদমের সাথ
‘খোদার প্রেরিত’, ‘শেষ বাণী-বাহী’ কাঁদাইয়া জান্নাত।

আহ্‌মদের ওই মিমের পর্দাউঠিয়ে দেখ মন।আহাদ সেথায় বিরাজ করেনহেরে গুণীজন॥যে চিনতে পারে রয় না ঘরেহয় সে উদাসীসে সকল ত্যজি ভজে ...
15/10/2023

আহ্‌মদের ওই মিমের পর্দা
উঠিয়ে দেখ মন।
আহাদ সেথায় বিরাজ করেন
হেরে গুণীজন॥
যে চিনতে পারে রয় না ঘরে
হয় সে উদাসী
সে সকল ত্যজি ভজে শুধু
নবিজির চরণ॥
ওই রূপ দেখে রে পাগল হল
মনসুর হল্লাজ
সে আনালহক’‘আনালহক’বলে
ত্যজিল জীবন॥
তুই খোদকে যদি চিনতে পারিস
চিনবি খোদাকে,
তোর রুহানী আয়নাতে দেখরে
সেই নূরী রওশন॥

13/10/2023

নামাজ পড়েছ, পড়েছ কোরান, রোজাও রেখেছ জানি,
হায় তোতাপাখি! শক্তি দিতে কি পেরেছ একটুখানি?
ফল বহিয়াছ, পাওনিকো রস, হায় রে ফলের ঝুড়ি,
লক্ষ বছর ঝরনায় ডুবে রস পায় নাকো নুড়ি!

আল্লা-তত্ত্ব জেনেছ কি, যিনি সর্বশক্তিমান?
শক্তি পেল না জীবনে যে জন, সে নহে মুসলমান!
ইমান! ইমান! বলো রাতদিন, ইমান কি এত সোজা?
ইমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা?
শোনো মিথ্যুক! এই দুনিয়ায় পূর্ণ যার ইমান,
শক্তিধর সে টলাইতে পারে ইঙ্গিতে আশমান!
আল্লার নাম লইয়াছ শুধু, বোঝোনিকো আল্লারে।
নিজ যে অন্ধ সে কি অন্যেরে আলোকে লইতে পারে?
নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে?
মধু দেবে সে কি মানুষ, যাহার মধু নাই মৌচাকে?

ইহুদীদের সাথে এই সংঘাত কেয়ামত পর্যন্ত চলতে থাকবে।
10/10/2023

ইহুদীদের সাথে এই সংঘাত কেয়ামত পর্যন্ত চলতে থাকবে।

28/09/2023

ধূলির ধরা বেহেশ্‌তে আজ,
জয় করিলো দিলরে লাজ
আজকে খুশির ঢল নেমেছে,
আজকে খুশির ঢল নেমেছে,
ধূসর সাহারায়..

সাহারাতে ফুটলরে ফুল রঙ্গীন গুলে- লালাসেই ফুলেরই খোশবুতে আজ দুনিয়া মাতোয়ালা।।সে ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ- সুরুয, গ্রহ-...
28/09/2023

সাহারাতে ফুটলরে ফুল রঙ্গীন গুলে- লালা
সেই ফুলেরই খোশবুতে
আজ দুনিয়া মাতোয়ালা।।

সে ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ- সুরুয,
গ্রহ- তারায়

24/09/2023

‘‘(হে নবী) আপনি বলে দিন: নিশ্চয়ই আমার প্রভু যার জন্য ইচ্ছা করেন তার জীবনোপকরণ বর্ধিত করেন এবং তেমনিভাবে সংকুচিতও। তবুও অধিকাংশ লোক এ সম্পর্কে অবগত নয়’’। (সাবা : ৩৬)
আল্লাহ সকলের হৃদয়ের প্রশস্তুতা দান করুন।

19/09/2023

তাদেরকে মৃত বলিওনা বরং তারা জীবিত, কিন্ত তোমরা তা উপলব্ধি করতে পার না।
https://fb.watch/n9BgGJa-K9/?mibextid=Nif5oz

হে রাসূল বুঝিনা আমি রেখেছো বেধে মোরে কোন সুতোয়।
12/09/2023

হে রাসূল বুঝিনা আমি রেখেছো বেধে মোরে কোন সুতোয়।

কী অপরূপ জ্যোতির ধারা নীল আশমান হতেনামে বিপুল স্রোতে,হেরা পাহাড় বেয়ে বহে সাহারা মরুর পথে সেই জ্যোতিতে দুনিয়া আজি ঝলমল করে॥ আগুনবরন
ফেরেশ্‌তা এক এসে খোদার হাবিব জাগো জাগো,
বলে হেসে হেসে নবুয়তের মোহর দিল বাহুতে। তাঁর বেঁধে তাজিম করে কদমবুসি করে কেঁদে কেঁদে;সেই
নবিরই নামে আজি দুনিয়া দরুদ পড়ে॥

03/09/2023

ঈমান, ঈমান, বল রাতদিন ঈমান কি এত সোজা, ঈমানদার, হইয়া কেহ কি বহে শয়তানি বোঝা।

এত কৃপা ময়, এত ক্ষমা-সুন্দর তুমি, মানুষের বুকে কেন তবে এই অভাবের মরুভূমি?” প্রভুজি বলেন, “মোর সাথে ভাব করিতে চাহে না কে...
16/08/2023

এত কৃপা ময়, এত ক্ষমা-সুন্দর তুমি,
মানুষের বুকে কেন তবে এই অভাবের মরুভূমি?”

প্রভুজি বলেন, “মোর সাথে ভাব করিতে চাহে না কেউ ;
“আড়ি করে আছে মোর সাথে, তাই এত অভাবের ঢেউ।
ভিখারীর মত নিত্য ওদের ছুয়ারে দাড়ায়ে থাকি,

“আমারে বাহিরে রেখো! না” বলিয়। কত কেঁদে" কেঁদে ডাকি!
আমারে তাহারা ভাবে, আমি অতি ভয়াল ভয়ঙ্কর;

আমি উহাদের ঘর দিই, হায়, আমারে দেষ ন। ঘর !
আমার চেয়ে কি পরমাত্মীয় মানুষের কেহ আছে!

আমি কাদি, হায়, পর ভেবে, মোরে ডাকে না তাদের কাছে।
ভয় ক'রে মোরে হইয়াছে ভীরু, যে চায় যাঃ তা"রে দিই,
জড়ায়ে ধরিতে চায় যে আমারে, তা'রে বুকে তুলে নিই।
সব মালিম্ত, সব অভিশাপ, সব পাঁপ তাপ তার

আমার পরশে ধুয়ে যায়, আর করি না! তার বিচার ।
প্রতি জীব হ'তে পারে মোর প্প্রিয়, শুধু মোরে যদি চায়,
আমারে পাইলে এই নর-নারী চির-পুর্ণতা পায় *

হেরিনু, চন্দ্রকিরণে তাহার স্নিগ্ধ মমতা ঝরে,

তাহারি প্রগাট প্রেম প্রীতি আছে ফিরৌজ । আকাশ ভরে? ।
তাহারি প্রেমের আবছায়া এই ধরণীর ভালোবাসা,
তাহারি পরম মায়া ! যে জাগায় তাহারে পাওয়ার আশা ।
নিত্য মধুর সুন্দর সে যে নিত্য ভিক্ষা চায়,

তাহারি মতন সুন্দর যেন করি মোরা আপনায়।
অসুন্দরের ছায়া পড়ে তার সুন্দর সৃষ্টিতে,

তাই তার সাথে মিলন হ'ল না কভু শুভ-দৃষ্টিতে।

আমর! কর্ম করি আমাদের স্ব-কল্যাণের লাগিঃ

তিনি যে কর্মে নিয়োগ করেন, সেথি হ'তে ভয়ে ভাগি!
মোর! অজ্ঞান তাই তিনি চান, তারি নির্দেশে চলি;
তাহার আদেশ তারি পবিত্র গ্রন্থে গেছেন বলি?।

সে কথ! শুনি না, পথ চলি মোরা আপন অহঙ্কারে,
তাই এত দুখ পাই, এত মার খাই মোরা! সংসারে।
চলে না ! তাহার সুনির্দিষ্ট নির্ভয় পথে যারা,

অন্ধকারের গহবরে পড়ে" মার খেয়ে মরে তারা।

16/08/2023

এরা জড়, এরা ব্যাধিগ্রস্ত,
মিশো না এদের সাথে,

মৃত্যুর উচ্ছিষ্ট আবর্জনা এরা দুনিয়াতে।

এদের ভিতরে ব্যাধি, ইহাদের দশদিক তমোময়,
চোখ বুঁজে থাকে, আলো দেখিয়াও বলে,
‘ইহা আলো নয়।’

Always somewhereMiss you where I've beenI'll be back to love you again.
12/08/2023

Always somewhere
Miss you where I've been
I'll be back to love you again.

জেনে রাখ, কারও বয়স যদি চল্লিশের কোঠায় চলে আসে কিন্তু তার জীবনে এখনো ভালো কাজের পরিমাণ বাড়েনি তাহলে সে যেন নিজেকে জাহান্ন...
07/08/2023

জেনে রাখ, কারও বয়স যদি চল্লিশের কোঠায় চলে আসে কিন্তু তার জীবনে এখনো ভালো কাজের পরিমাণ বাড়েনি তাহলে সে যেন নিজেকে জাহান্নামের জন্য প্রস্তুত রাখে। ’ কিতাবের জ্ঞানে ভরপুর একজন আলেমের জন্য সবচেয়ে জরুরি নসিহতটিই করেছেন "ইমাম গাজ্জালি।

নাহি সাচ্চাই সিদ্দিকের,উমরের নাহি সে ত্যাগ আর,নাহি সে বেলালের ইমান,নাহি আলির জুলফিকার,নাহি আর সে জেহাদ লাগিবীর শহিদান॥না...
28/07/2023

নাহি সাচ্চাই সিদ্দিকের,
উমরের নাহি সে ত্যাগ আর,
নাহি সে বেলালের ইমান,
নাহি আলির জুলফিকার,
নাহি আর সে জেহাদ লাগি
বীর শহিদান॥
নাহি আর বাজুতে কুওত
নাহি খালেদ-মুসা-তারেক,

নিজে জানুন,অন্যকে জানান 👇১/ রাতে একা একা হাটলে যদি বুঝেন আপনার পিছনে কেউ আছে ঘাড় ঘুরাবেন না, পুরু শরীর ঘুরিয়ে দেখোন,আর প...
23/06/2023

নিজে জানুন,অন্যকে জানান 👇
১/ রাতে একা একা হাটলে যদি বুঝেন আপনার পিছনে কেউ আছে ঘাড় ঘুরাবেন না, পুরু শরীর ঘুরিয়ে দেখোন,আর পিছনে না তাকানোই উত্তম।

২/ ঘরে, মসজিদে বা বিছানায় সাপ দেখলে প্রথমে মারবেন নাহ, চলে যেতে বলবেন, কারণ জ্বীনেরা সাপের রুপ ধারণ করতে পছন্দ করে, না গেলে বুঝবেন ওটা সাপ,মারতে পারেন বা তাড়িয়ে দিন।

৩/ যদি রাতে কখনো দেখেন গাছের ডাল বা বাঁশ ঝুকে আছে এর উপর বা নিচ দিয়ে যেতে চেষ্টা করবেন নাহ, সুরা ইখলাস পাঠ করোন।

৪/ গভীর রাতে ঘরের বাহির থেকে কেউ একবার ডাকলে সারা দিবেন না, তিনবার ডাকলে সতর্কতার সহিত বের হোন।

৫/ যদি কখনো গাছের ডগায় বা ডালে অস্বাভাবিক কিছু দেখতে পান,দ্বিতীয় বার না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে চলে যান।

৬/ যদি রাতে আপনার রুমে এসে দেখেন আপনিই আপনার রুমে বসে আছেন, ভয় না পেয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পরবেন তারপর চোখ খুলুন, এটা আপনার সাথে থাকা ( কারিন জ্বীন)

৭/ রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন নাহ, আর যদি ভয়ের স্বপ্ন দেখেন, বুকের বাম পাশে তিনবার থুথু ফেলবেন, (বুখারী)

৮/ পুকুরে বা নদীতে গোসল করার সময় যদি কেউ আপনার পা টেনে নিচের দিকে নিয়ে যায় এমন বুঝেন প্রথমে চিৎকার দিবেন, পরে কষ্ট হলেও দোয়া ইউনুস পাঠ করোন, পানির নিচে জ্বীন বাস করে।

৯/ যদি রাতেকখনো দেখতে পান কুকুর বা বিড়াল আপনার সাথে অস্বাভাবিক আচরণ করছে তাহলে সাথে সাথে মাটিতে একটা বৃত্ত একে তার ভিতরে দাড়িয়ে যান,আর দোয়া ইউনুস পাঠ করোন।

১০/ যদি কখনো রাতের বেলায় পথ হারিয়ে ফেলেন বা একি রাস্তায় বারবার চলে আসেন, বা গন্তব্য মনে পরছে নাহ,আজান দিবেন ঠিক হয়ে যাবে, গয়রান- নামক জ্বীন আপনাকে ঘোরাচ্ছে।

১১/ রাতে ঘুমের মধ্যে যদি দেখেন আপনার বুকে কেউ ভর করে আছে চিৎকার দিবেন নাহ লাভ নেই কারণ আপনার চিৎকার কেউ শুনতে পাবেনা, আপনার জানা যেকোনো সুরা বা আয়াত পাঠ করোন।

১২/ মরা মানুষের আত্মা আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু ঘটলে ভয় না পেয়ে আয়াতুল কুরসি পরবেন, জ্বীনেরা এমনটা করে থাকে। শুধু সালাম দিয়ে চলে যান।

১৩/ কবরস্থান পবিত্র জায়গা হলেও সেখানে (ঘুল) নামক জ্বীন থাকে, সতর্ক হওয়া উচিত।

১৪/ আয়নার মধ্যে জ্বীন প্রবেশ করতে পারে তাই পর্দা দিয়ে রাখবেন, বাতরুমের আয়না রাতে না দেখা ভালো।

১৫/ যদি কখনো দেখেন আপনি মিষ্টি জাতীয় কিছু খাচ্ছেন পিঠা বা অন্য কিছু সামনে বিড়াল খেতে চাচ্ছে অবশ্যই তাকেও খেতে দিন,সাপ আর বিড়ালের রুপ ধারণ করতে জ্বীন পছন্দ করে আর ওদের প্রিয় খাবার মিষ্টি।

১৬/ মাগরিবের সময়, ঠিক দুপুর বেলায় এবং রাত ১২ টার দিকে জ্বীনদের প্রভাব বেশি থাকে, এই সময় সতর্ক থাকবেন বাচ্চা দের সতর্ক রাখবেন, বিশেষ করে সন্ধ্যায় বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করবেন।

১৭/ অতিরিক্ত রাগ করবেন নাহ, রাগের সময় আমাদের মুখের কথা যখন আটকে যায় তখন জ্বীনেরা আমাদের শরীরে প্রবেশকরে, রাগের সময় দাড়িয়ে থাকলে বসে যান,বসে থাকলে শুয়ে যান।

ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য।

ভিক্ষা করিয়া তাহার কৃপা, কেউ ফেরেনি শূন্য হাতে।
20/06/2023

ভিক্ষা করিয়া তাহার কৃপা, কেউ ফেরেনি শূন্য হাতে।

আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইবরাহিমা আলাইহিমাস সালাম।’অর্থ : ‘হ...
02/05/2023

আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইবরাহিমা আলাইহিমাস সালাম।’

অর্থ : ‘হে আল্লাহ, এই কোরবানি আমার পক্ষ থেকে কবুল করুন, যেভাবে আপনি তা কবুল করেছিলেন আপনার প্রিয় বন্ধুদ্বয় মুহাম্মদ (সা.) ও ইবরাহিম (আ.)-এর পক্ষ থেকে।’ (মেশকাত : ১/১২৮)

02/05/2023
18/04/2023

(শুরু করিলাম) লয়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।

সকলই বিশ্বের স্বামী আল্লার মহিমা,
করুণা কৃপার যাঁর নাই নাই সীমা।
বিচার-দিনের বিভু! কেবল তোমারই
আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি।
সহজ সরল পথে মোদেরে চালাও,
যাদেরে বিলাও দয়া সে পথ দেখাও।
অভিশপ্ত আর পথভ্রষ্ট যারা, প্রভু,
তাহাদের পথে যেন চালায়ো না কভু।

জাহান্নামের নিঃশ্বাস :فأشد ما تجدون من الحر فمن سمومها وأشد ما تجدون من البرد فمن زمهريرها-অর্থ : তোমরা গরমের যে প্রচন্ড...
15/04/2023

জাহান্নামের নিঃশ্বাস :

فأشد ما تجدون من الحر فمن سمومها وأشد ما تجدون من البرد فمن زمهريرها-
অর্থ : তোমরা গরমের যে প্রচন্ডতা অনুভব কর তা জাহান্নামের গরম নিঃশ্বাসের কারণেই। আর শীতের তীব্রতা যা পাও তা জাহান্নামের ঠাণ্ডা নিঃশ্বাসের কারণেই। (সহীস বুখারী)

07/04/2023

ঈদের রাতে ইবাদতকারীর অন্তর (কলব্) কিয়ামতের দিন মরবে না। হজরত আবু উমামা বাহেলি (রা.) বর্ণনা করেন, নবী (সা.) বলেন, যে ব্যক্তি দুই ঈদের রাতে আল্লাহর কাছে সওয়াব প্রাপ্তির নিয়তে ইবাদত করবে তার হৃদয় সেদিনও জীবিত থাকবে যে,দিন সকল হৃদয়ের মৃত্যু ঘটবে। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৭৮২)।
সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ! ক্ষমার এই রাতটি শবে কদর নয় তো? নবীজি (সা.) বললেন, না, বরং শ্রমিকের কাজ শেষ হওয়ার পূর্বেই শ্রমের মজুরি দিয়ে দেয়া হয়। (মুসনাদে আহমদ)

https://m.youtube.com/watch?v=XCM1_-euk2I
02/04/2023

https://m.youtube.com/watch?v=XCM1_-euk2I

জনস্বার্থবিরোধী উচ্চমূল্যের হজ প্যাকেজ কেন অবৈধ নয়, চার সপ্তাহের মধ্যে জানতে চান হাইকোর্ট। রিটে...

15/03/2023

ডলারের দাম, বিমান ভাড়া, বাসা ভাড়া ও মোয়াল্লেম ফি বৃদ্ধি পাওয়ায় হজ প্যাকেজের দাম বাড়ানো হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার (১৫ মার্চ) দুপুরে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ নিয়ে শুনানি হবার কথা রয়েছে।

হজ যাত্রীদের জন্য সরকারিভাবে যে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, তা অমানবিক ও অযৌক্তিক বলে গতকাল মঙ্গলবার মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেন, বিশ্বের অন্যান্য দেশে হজের জন্য সরকার আলাদা বাজেট রাখে। কিন্তু বাংলাদেশে তা নেই।

গত ৬ মার্চ হজের প্যাকেজ মূল্য সংশোধন করে ৪ লাখ টাকা নির্ধারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল কুরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান ধর্ম মন্ত্রণালয়কে এ নোটিশ পাঠান।

https://m.youtube.com/watch?v=F_J91tenAo0
27/02/2023

https://m.youtube.com/watch?v=F_J91tenAo0

বিষয়: হজ নিবন্ধনে স্থবিরতা!সঞ্চালক: বুলবুল রেজাজ্যেষ্ঠ প্রতিবেদক, সময় সংবাদআরও বিস্তারিত জানতে ভি...

12/02/2023

ইসলামিক ফাউন্ডেশনে হজ নিবন্ধন সেবা চালু
স্টাফ করেসপনডেন্ট

ফেব্রুয়ারি ১২, ২০২৩

ইসলামিক ফাউন্ডেশনে হজ নিবন্ধন সেবা চালু

ঢাকা: আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে চালু হলো হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবাকেন্দ্র।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবাকেন্দ্রের উদ্বোধন করেন।

এই কেন্দ্রে হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সংক্রান্ত যাবতীয় সেবা দেওয়া করা হবে।

হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে—

মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ, উপ-পরিচালক (চলতি দায়িত্ব), ইসলামিক ফাউন্ডেশন, মোবাইল- ০১৫৫০৬৮৭০২২ এবং ০১৭১৬২০৯৯১৫।

সকাল ৯ টা-বিকাল ৪ টা, ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা-১২০৭ (নিচতলা ১০৫ নম্বর কক্ষ)।
মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন।

মোবাইল: ০১৫৫০৬৮৭০৬৪ এবং ০১৬৮৪০১৯১৬০।
মো. আনিছুর রহমান সরকার, পরিচালক, দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম, ঢাকা। মোবাইল- ০১৭৫৮৪০৬৮৮৩।

09/01/2023

এ বছর হজের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
জানুয়ারি ৯, ২০২৩

এ বছর হজের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি

২০২৩ সালে হজের জন্য সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে বাংলাদেশ। সোমবার (৯ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় এই চুক্তি সই হয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

তিনি জানান, চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। করোনার বিধি নিষেধের কারণে গত বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালন করতে পেরেছিলেন।

https://www.jugantor.com/todays-paper/second-edition/542252/%E0%A6%B9%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A4%E0%A...
17/04/2022

https://www.jugantor.com/todays-paper/second-edition/542252/%E0%A6%B9%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A7%A7%E0%A7%AB-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF

বয়স জটিলতায় নিবন্ধিত প্রায় ১৫ হাজার বাংলাদেশি এবার পবিত্র হজ পালন করতে পারবেন না। এবার সৌদি আরবের পক্ষ থেকে ৬৫ বছ....

https://www.prothomalo.com বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জনবিশেষ প্রতিবেদকঢাকাআপডেট: ১৩ এপ্রিল ২০২২, ১৯: ৫০...
13/04/2022

https://www.prothomalo.com

বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন
বিশেষ প্রতিবেদকঢাকা
আপডেট: ১৩ এপ্রিল ২০২২, ১৯: ৫০

বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন
করোনার কারণে বিগত দুই বছর বিদেশিদের জন্য পবিত্র হজ পালনের সুযোগ ছিল না। বাংলাদেশ থেকেও কেউ হজ পালন করতে যেতে পারেননি। করোনার প্রকোপ কমায় এবার ১০ লাখ বিদেশিকে হজ পালন করতে দিচ্ছে সৌদি আরব সরকার। সেই সুযোগে বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আজ বুধবার এ তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাস এখনো পুরোপুরি নির্মূল না হওয়ায় হজযাত্রীদের জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। সম্প্রতি দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকা লাগবে। আর সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে।

Address

Makkah

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Hajj Vision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Hajj Vision:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share