TravelPack Bd

  • Home
  • TravelPack Bd

TravelPack Bd “TravelPack” is a tour operating firm providing best services of domestic and international tour.
(4)

ইসলামে শবে কদর বা লাইলাতুল কদর একটি মহিমান্বিত রাত। এ রাতের চেয়ে মর্যাদাপূর্ণ কোনো রাত নেই। পবিত্র কোরআন ঘোষণা করছে- লাই...
06/04/2024

ইসলামে শবে কদর বা লাইলাতুল কদর একটি মহিমান্বিত রাত। এ রাতের চেয়ে মর্যাদাপূর্ণ কোনো রাত নেই। পবিত্র কোরআন ঘোষণা করছে- লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ।

লাইলাতুল কদর অনুসন্ধানের অর্থ হলো—আল্লাহর দরবারে এই রাতের কল্যাণ লাভের প্রার্থনা করা, নিজের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা। যেন আল্লাহ পাপের কারণে লাইলাতুল কদরের বরকত থেকে বঞ্চিত না করেন।

কদরের রাতে করণীয় লাইলাতুল কদরে পবিত্র হয়ে ইখলাসের সঙ্গে যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। যেকোনো গুনাহ ও হিংসা-বিদ্বেষ থেকে বেঁচে থাকাও ইবাদত কবুল হওয়ার মাধ্যম।

শবে কদরের আমল হলো:

ক. নফল নামাজ [১] তাহিয়্যাতুল অজু, [২] দুখুলিল মাসজিদ, [৩] আউওয়াবিন, [৪] তাহাজ্জুদ, [৫] সালাতুত তাসবিহ [৬] তাওবার নামাজ, [৭] সালাতুল হাজাত, [৮] সালাতুশ শোকর ও অন্যান্য নফল ইত্যাদি পড়া।

খ. নামাজে কিরাত ও রুকু-সেজদা দীর্ঘ করা।

গ. কোরআন শরিফ [১] সুরা কদর, [২] সুরা দুখান, [৩] সুরা মুয্যাম্মিল, [৪] সুরা মুদ্দাচ্ছির, [৫] ইয়া-সিন, [৬] সুরা ত-হা, [৭] সুরা আর রহমান ও অন্যান্য ফজিলতের সুরাসমূহ তিলাওয়াত করা।

ঘ. দরুদ শরিফ বেশি বেশি পড়া।

ঙ. তাওবা-ইস্তিগফার অধিক পরিমাণে করা।

চ. দোয়া-কালাম, তাসবিহ-তাহলিল, জিকির-আজকার ইত্যাদি করা।

ছ. কবর জিয়ারত করা।

জ. নিজের জন্য, পিতা-মাতার জন্য, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সব মোমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা।

20/03/2024

💠ঈদ স্পেশাল ঘুরে আসুন সিকিম- দার্জিলিং- শিলিগুড়ি থেকে Travel Pack BD এর সাথে। ভ্রমন ০৮ রাত ০৭ দিনের ভ্রমন মাত্র ২৭,৫০০ টাকা
🔸ভ্রমণের তারিখ ১২ই ২০২৪ এপ্রিল ঢাকা থেকে

✨𝐒𝐢𝐧𝐠𝐥𝐞 𝐏𝐞𝐫𝐬𝐨𝐧 𝐨𝐫 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲 𝐜𝐚𝐧 𝐉𝐨𝐢𝐧 𝐰𝐢𝐭𝐡 𝐔𝐬..
বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য আমাদের ফোন করুনঃ
+𝟖𝟖𝟎1841788004

✅অন্তর্ভুক্তি:
֍ ঢাকা-বুড়িমারি-ঢাকা ইকোনোমি এসি বাস (বিজনেস ক্লাস বাসের জন্য অতিরিক্ত ১০০০ টাকা)
֍ বিভিন্ন স্পট গুলো ঘুরে দেখার জন্য রিজার্ভ জিপের ব্যবস্থা
֍ জিপে ৮ জন শেয়ার বেসিসে বসতে হবে
֍ ভারতে প্রবেশের পর থেকে খাবার (সকাল-দুপুর-রাত) শুরু হবে
֍ ০৬ রাত ৩ স্টার মানের হোটেলে থাকার ব্যাবস্থা
֍ সার্বক্ষনিক গরম পানির ব্যাবস্থা
֍ ইনার লাইন পারমিট

❎অন্তর্ভুক্ত নয়:
֍ ভারতীয় ভিসা ফি
֍ সরকার নির্ধারিত ভ্রমন কর ও পোর্ট চার্জ
֍ সকল প্রকার এন্ট্রি ফি
֍ হাইওয়ে বিরতিতে খাবারের খরচ
֍ ইমিগ্রেশন ও কাস্টম সম্পন্ন করার খরচ
֍ যে কোন ব্যক্তিগত ও মেডিকেল খরচ
֍ রুম হিটারের জন্য চার্জ প্রযোজ্য
֍ সিকিমের লোকাল ট্রাক্সি ভাড়া

◾নোট:
֍ বুকিং অনুযায়ী সিট বন্টন করা হবে
֍ রিজার্ভ গাড়িতে মিলেমিশে সামনে পিছনে বসার মন মানসিকতা থাকতে হবে
֍ সবাইকে একসাথে দর্শণীয় স্থানগুলোতে উপস্থিত হতে হবে
֍ বাই রোড চ্যাংড়াবান্ধা দিয়ে ভিসা থাকতে হবে
֍ সম্পুর্ণ ট্যুরে সকল মালামাল নিজ দায়িত্বে বহন করতে হবে
֍ সকল মালামালে কোম্পানি প্রদত্ত ট্যাগ ব্যবহার করার অনুরোধ থাকবে
֍ গাইড, গাড়ির ড্রাইভার এবং হোটেল স্টাফদের সন্মান করার মানুসিকতা থাকতে হবে
֍আইটেনিয়ারি তে উল্লেখ নেই এমন যে কোনো কিছুই নিজ খরচে বহন করতে হবে
֍ ট্যুর চলাকালীন আপনি কোনো প্লান পরিবর্তন করতে চাইলে তা নিজস্ব ব্যবস্থাপনায় করতে হবে এবং সে ক্ষেত্রে কোনো টাকা ফেরতযোগ্য নয়
֍ জিরো পয়েন্ট বা কাটাও অগ্রিম ট্যুর প্যাকেজের আন্তর্ভুক্ত নয়, গাড়ির ড্রাইভার কে অগ্রিম অতিরিক্ত ভাড়া প্রদান, ভ্রমনের পর্যাপ্ত সময় এবং পারমিশন প্রাপ্তি সাপেক্ষে উক্ত স্থান পরিদর্শন করা যেতে পারে
֍ ইস্ট সিকিম অথবা নর্থ সিকিম আবহাওয়া জনিত বা অন্য কোনো কারনে ভ্রমন করতে না পারলে সকলের সাথে আলোচনা সাপেক্ষে লোকাল সাইট সিইং করা যেতে পারে।

👉 For more details contact:-
অফিসঃ Travel Pack BD
Road #8, House #15(1st floor), Dhanmondi R/A Dhaka, 1209.
☎ ফোন: 01841788004
📧 ই-মেইল: [email protected]
[email protected]

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা 🤲🌙
11/03/2024

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা 🤲🌙

19/02/2024

ঈদে ধামাকা অফার এর সাথে দেশ ও দেশের বাহিরের ট্যুর প্যাকেজ আসতিছে। সাথে থাকুন

06/02/2024

04/02/2024

03/02/2024

with

25/01/2024

পাহাড়ের রানী দার্জিলিং ঘুরে আসুন TravelPack Bd এর সাথে মাত্র ১১,৯৯৯ টাকায় (৪ রাত / ৩ দিন)বুকিং লাইনঃ 01841788004ভ্রমণের ...
24/01/2024

পাহাড়ের রানী দার্জিলিং ঘুরে আসুন TravelPack Bd এর সাথে মাত্র ১১,৯৯৯ টাকায় (৪ রাত / ৩ দিন)
বুকিং লাইনঃ 01841788004
ভ্রমণের তারিখ:
♦️ ২০শে ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে।
🚍বাসের আসন বিন্যাসঃ আগে বুকিং আগে পাবেন ভিত্তিতে।
০-৩ বছরের শিশুর জন্যে র্চাজ প্রযোজ্য নহে।

এছাড়া্, স্টুডেন্ট, ফ্যামিলি ও কর্পোরেট প্যাকেজও রয়েছে। ভ্রমনের ১৫ দিন পূর্বে যোগাযোগ করতে হবে।
****************
★এই ট্রিপে জয়েন হতে আপনার ভিসায় "বাই রোড চেংরাবান্দা" থাকতে হবে। ★

⮞প্যাকেজে যা অন্তর্ভুক্চ
🚍ঢাকা-বুড়িমারী-ঢাকা (এসি বাস)। "বিজনেজ ক্লাস বাসের জন্য অতিরিক্ত ১০০০ টাকা যোগ হবে"
🚘বুড়িমারী - শিলিগুড়ি - দার্জিলিং যাতায়াতের জন্যে টাটা সুমু জীপ।
🏨৩ তারকা মানের হোটেল Bon The Rink Heritage অথবা সমমানের হোটেলে রাত্রিযাপন।
২ রাত দার্জিলিং থাকা।
সকল খাবার (সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার)
-----------------------------------------------------------------
ভ্রমন ও বিস্তারিতঃ
দিন - ০
ঢাকা থেকে রাত ৭.০০ মিনিটে আমরা বুড়িমারীর পথে যাত্রা শুরু। ট্যুর মানেই নতুন নতুন মানুষের সাথে পরিচয়, সাথে আনন্দ ও জ্ঞান আহরনের অপূর্ব সুযোগ।

দিন - ১: বুড়িমারী - শিলিগুড়ি – দার্জিলিং
খুব সকালে বুড়িমারী পৌছাবো, বর্ডারের/ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে আমরা চ্যাংড়াবান্দা পৌঁছে চ্যাংড়াবান্দা থেকে টাটা সুমু জীপে করে শিলিগুড়িতে পৌছানো।
শিলিগুড়িতে অভ্যথর্না শেষে দুপুরের খাবার পর রওনা হব দার্জিলিং এর উদ্দেশ্যে।
দার্জিলিং এর আরেকটি নাম হল পাহাড়ের রাণী। পথে যেতে যেতে সে প্রমান মিলবে যখন মসৃন রাস্তার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, পশুপাখি, অপরূপ পাহাড়ি অঞ্চল চা বাগান, পুঞ্জীভূত মেঘের কণা ভেদ করে আকাবাঁকা পথের ধার দিয়ে যাব মনে হবে এ যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। বিকেলনাগাদ দার্জিলিং পৌছে আশেপাশেরে এলাকা, শপিং মল, রেস্টুরেন্ট ঘুরে বেড়াবো। রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি হোটেলে ঘুমিয়ে পড়ব খুব সকালে ওঠে পড়ার জন্যে।
[Food: Lunch & Dinner]

দিন -২: টাইগার হিল সাইটসিং, মিক্স পয়েন্টস দৃশ্য উপভোগ।
টাইগার হিল সাইটসিং ভোর ৪ টার মধ্যে উঠতে হবে টাইগার হিলে সূর্য উদয়ের দৃশ্যাবলী অবলোকন করার জন্যে। বিশ্বজুড়ে স্থানটি এর জন্যে বিখ্যাত। এখান থেকে ভাগ্যে সুপ্রসন্ন আর আকাশ পরিষ্কার থাকলে তবেই কেবল পৃথিবীর তৃতীয় সরবোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘা কে দেখতে পাওয়া যাবে নচেত নয়। ফেরার পথে ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, রক গার্ডেন দেখে দার্জিলিংয় হোটেলে ফিরে আসবো।
হোটেলে সকালের নাস্তা সেরে মিক্স পয়েন্টস অর্থ্যাৎ হিমালয় মাউন্টেন ইন্সটিটিউট, চিড়িয়াখানা (বৃহস্পতিবার বন্ধ), তেনজিং রক, চা-বাগান, দার্জিলিং রুপয়/ক্যাবল কার (নিজ খরচে টিকিট ক্রয়), জাপানিজ টেম্পল এবং পেস প্যাগোডা এ ঘুরে বেড়ানো। রাতে দার্জিলিং এ হোটেলে অবস্থান।
[Food: Breakfast, lunch & Dinner]

দিন - ৩: দিন - মিরিক হয়ে শিলিগুড়ির পথে রওনা।
সকালের নাস্তা সেরে আমরা মিরিক থেকে পশুপতি নগর (নেপাল সীমান্ত) দিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো । মিরিক লেকে আমরা সুমেন্দ্র লেক ও চা-বাগান উপভোগ করে দুপুরের খাবার খেয়ে বুড়িমাড়ি হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা।
[Food: Breakfast & Lunch]

দিন – 8:
সকাল পৌছে যাব ঢাকা। এবার সময় এলো সবাইকে বিদায় বলার ।
===========================
প্যাকেজে যা অন্তর্ভুক্ত:
ঢাকা-বুড়িমাড়ি-ঢাকা (এসি বাস)।
প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার
এক রুমে ২/৩ জন শেয়ার
২ রাত দারজেলিং Bon The Rink Heritage অথবা সমমানের হোটেলে রাত্রিযাপন
সকল সাইটসিং
ভিসা প্রসেসিং

প্যাকেজে যা অন্তর্ভুক্ত নয়ঃ
ভিসা ফি- ৮৪০ টাকা
ট্রাভেল ট্যাক্স- ১০০০ টাকা
বর্ডার টিপস
প্রবেশ ফি
রুম হিটার ভাড়া
সকল ব্যক্তিগত খরচ যেমন, টিপস, পানীয়, চিকিৎসা ও শপিং খরচ।
অন্যান্য নিজস্ব খরচ
-------------------------------------------------------

===শিশু পলিসি===
# ০-৩ বছরঃ কোন খরচ লাগবেনা (বাবা মার সাথে থাকবে, বাসে বাবা মার সাথে বসবে)
# ৪-6 বছরের বাচ্চার ক্ষেত্রে ৮০% প্রযোজ্য।
# ৬ বছরের উপরে সবাইকে প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য হবে

======বুকিং পলিসি======
বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫,০০০ টাকা জমা দিতে হবে।
এই ট্রিপে জয়েন হতে আপনার ভিসায় "বাই রোড চেংরাবান্দা" থাকতে হব।

=====ভিসার জন্য যেসব ডকুমেন্ট জমা দিতে হবে=====
০১. ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট। একাধিক/পুরাতন পাসপোর্ট থাকলে সেটিও জমা দিতে হবে।
০২. ভিসাসহ (যদি থাকে) পাসপোর্টের প্রথম দুই পৃষ্ঠার ফটোকপি।
০৩. দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সাইজের ল্যাব প্রিন্ট ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা।
০৪. ৬ মাসের ব্যাংক ষ্টেটমেন্ট। ব্যালেন্স কমপক্ষে ২০,০০০/= টাকা। ব্যাংক হিসাব না থাকলে ২০০ ডলার এন্ডোর্সমেন্ট ।
০৫. বর্তমান ঠিকানা নিশ্চিতকরণের জন্য ইলেক্ট্রিক/গ্যাস/পানি বিলের মূল ও ফটোকপি (সর্বশেষ ৩ মাসের মধ্যে)।
০৬. ন্যাশনাল আইডি কার্ড অথবা ১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
০৬. হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি। লিমিটেড কোম্পানি হলে আর্টিকেল অব মেমোরেন্ডামের ফটোকপি।(ব্যবসায়ীদের ক্ষেত্রে)।
০৭. নো অবজেকশন সার্টিফিকেটের মূল কপি (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
০৮. ভিজিটিং কার্ড।
০৯. অফিস আইডি কার্ড (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
১০. স্টুডেন্ট আইডি কার্ড (ছাত্রদের ক্ষেত্রে)।
====================================

সাথে যা বহন করতে হবে:
**নো অবজেকশন সার্টিফিকেটের মূল কপি (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
* পাহাড়ি পথে হাটার জন্য কেডস।
* দার্জিলিং ঢাকার চেয়ে ঠাণ্ডা হওয়ায় হালকা ও ভারী শীতের কাপড়।
*বৃষ্টি থেকে নিরাপদ থাকতে ছাতা/ রেইনকোট।
*রোদ থেকে নিরাপদ থাকতে সানগ্লাস, সানক্যাপ।
* বাইনোকুলার, ক্যামেরা।
* টুথপেস্ট ঔষধ। ফার্স্ট এইড ব্যান্ডেজ।

বিশেষ জরুরী বিষয় সমূহঃ-
==================
১। আমরা সর্বদাই ট্র্যাভেল করি কিন্তু ট্যুর আর ট্র্যাভেল এক ব্যাপার নয় । কাজেই যেকোন অনাকাংক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যে আমাদের সাথে ফোনে কথা বলে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিবেন । আমাদের জানালে আমরা যথাযথ ব্যবস্হা নেব ।
২। ব্যাক-প্যাক বেশি ভারী করবেন না । নিত্য প্রয়োজনীয় জিনিষ ছাড়া এক্সট্রা তেমন কিছুই নেবার দরকার নেই ।
৩। নিরাপত্তা বিঘ্নিত হয় বা আপনার একার সুবিধার জন্যে ট্র্যাভেলার কারো অসুবিধা হয় এরকম কোন কাজ করা থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে ।
৪। সর্বোপরি ভ্রমন পিপাসু মন থাকতে হবে । ট্র্যাভেলে যেকোন ধরনের সমস্যার মুখোমুখি হতেই পারি, সেটা সমাধান করার জন্যে ধৈর্য্য ধরে অপেক্ষা করার ভাল একটা মানসিকতা থাকা জরুরী ।
৫। খাবার দেয়া হবে শুধু হোটেলে বাস কিংবা জীপে আমরা কোন খাবার দেব না ।
ট্রিপটি হবে একদম ‘’Travel Pack BD ’’ এর অন্যান্য ট্রিপের মতোই এবং যে কোন পরিস্থিতিতে মানিয়ে চলার মানসিকতা থাকতে হবে। পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানে অনেক সুবিধাই অনুপস্থিত থাকতে পারে । ভ্রমণ হবে এ্যাডভ্যানচারে পরিপূর্ণ, অসুস্থ কেউ যাবেন না। এছাড়া বিভিন্ন স্পট পায়ে হেটে ঘুরতে হতে পারে, এগুলো ভেবে দেখবেন।
আমরা সবাই চেষ্টা করবো সুন্দর একটি ইভেন্ট উপহার দিতে। তবু আগে থেকে কিছু সীমাবদ্ধতা জানিয়ে দিলাম । আশা করি কোন অসুবিধা হবে না ইনশআল্লাহ ।

যে বিষয় গুলো অবশ্যই মনে রাখবেন :
==========================
• ট্যুর চলাকালিন সময়ে পারমিশন না পেলে “Ticket & Holidays” কোন ভাবেই দায়ি থাকবেনা।
• ট্যুর পুরোপুরি উপযোগ্য করার জন্য সময় সচেতনতা একান্ত ভাবে কাম্য ।
• কোনো রকম আইন বিরোধী কাজে সম্পৃক্ত থাকা যাবেনা।
• দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
• অন্য কোন সদস্যের সাথে আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন লেনদেন করার পর ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার নিজের উপরেই বর্তাবে।
• ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
• ট্যুর চলাকালীন সময়ে প্রাকৃতিক দুর্যোগ অথবা রাস্তায় জ্যাম, রাস্তায় গাড়ী খারাপ হয়ে যাওয়া, বর্ডারে অতিরিক্ত সময় লেগে যাওয়ার কারণে কোন সমস্যা হলে “Travel Pack BD ” কোনভাবেই দায়ী নয় ।
• ট্যুর চলাকালীন সময়ে ছোট খাটো কোন সমস্যা হলে মানিয়ে নেবার মানষিকতা থাকতে হবে, যারা ভ্রমনে ছোট খাটো সমস্যাগুলো নিজের মনে করে মেনে নিতে পারেন না তাদের কোন গ্রুপ ভ্রমনে না যাওয়াই শ্রেয়।
• মজা করতে গিয়ে কাউকে ব্যক্তিগত আক্রমন বা অসম্মান করা থেকে বিরত থাকুন। আশা করি সুন্দর একটা ট্যুর আপনাদের উপহার দিতে পারব তাই পরিবেশ নষ্ট হয় এমন কাজ করা যাবে না, গ্রুপের সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলে আপনার এই ভ্রমণটি আনন্দময় হয়ে উঠবে ।
• আপনাদের প্রদেয় প্রতিশ্রুতি বাস্তবায়নে Travel Pack BD এর কোন কার্পণ্য থাকবে না।
আপনাদের যথার্থ সেবাই আমাদের একান্ত কাম্য ।

👉আমাদের অফিসের ঠিকানা:

ধানমন্ডি অফিসঃ TravelPack Bd
R/A, road : 8, Beside Anwar Khan modern hospital

রাজশাহী অফিস : বিনোদন পুর

10/01/2024

Captivating Landscapes, Cultural Wonders, and Unforgettable Experiences. Your Adventure Awaits! with

সেইন্ট মার্টিনের শীপ টিকেট, রিসোর্ট,  বাস টিকেট এর বুকিং কনফার্ম করতে আজই যোগাযোগ করুন TravelPack Bd  প্যাজে। এছাড়া ফুল ...
10/01/2024

সেইন্ট মার্টিনের শীপ টিকেট, রিসোর্ট, বাস টিকেট এর বুকিং কনফার্ম করতে আজই যোগাযোগ করুন TravelPack Bd প্যাজে। এছাড়া ফুল প্যাকেজ নিতে চোখ রাখুন আমাদের প্যাজে। যোগাযোগ করুন : 01841-788004


09/01/2024

31/12/2023

থাইল্যান্ড ভিসা এখন অল্প সময়ে করতে পারবেন TravelPack Bd থেকে।  মাত্র ৫৫০০ টাকায়।   বিস্তারিত জানতে কল করুন 01841-788004 ...
06/12/2023

থাইল্যান্ড ভিসা এখন অল্প সময়ে করতে পারবেন TravelPack Bd থেকে। মাত্র ৫৫০০ টাকায়। বিস্তারিত জানতে কল করুন 01841-788004 এই নাম্বারে।

23/10/2023


22/10/2023


27/09/2023
26/08/2023

# travelpackbd

Address


Telephone

+8801841788004

Website

Alerts

Be the first to know and let us send you an email when TravelPack Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TravelPack Bd:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share