19/06/2022
মালয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুতি।
@প্রথমে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে i
১) অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম ২৪ মাস।
২) মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৩৮ বছর বা ৪৫ বছরের নিতে পারে।
৩) মালয়েশিয়া যেতে অবশ্যই টিকা দিতে হবে এবং ২ ডোজ টিকা, সিনোফার্ম, ফাইজার, মর্ডানা, এক্সট্রাজেনেকা এই গুলোর যেকোন ২ ডোজ। আপনি মালয়েশিয়া যেতে চাইলে আজই টিকার আবেদন করুন।
৪) মালয়েশিয়া ৩ বছরের কন্ট্রাক্ট হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বছর থকতে পারবেন।
৫) মালয়েশিয়া আজকে হিসাবে নুন্যতম বেসিক ১৫০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন। ২৬ দিনে হিসাবে ওভার টাইম দেড় গুন। সরকারি ছুটির দিন ডিউটি করলে ডাবল বেসিক দিবে। যত বেশী ওভার টাইম করবেন ততবেশী সেলারি আসবে।
৬) থাকা - চিকিৎসা যাতায়ত এগুলো কোম্পানি দিবে।
৭) আপনি টিকা আগে দিলেও সমস্যা নেই শুধু টিকার সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন।
৮) মালয়েশিয়া মেডিক্যাল করলে সময় লাগবে আশাকরি ২-৩ মাসের মধ্যে যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়া চালু হওয়ার পর।
৯) ভিসার টাকা সেটা মেডিক্যাল শুরু হওয়ার পরেই সব ঠিকঠাক করে দিবে সরকার।
১০) মালয়েশিয়া যেসব কাজের ভিসার অনুমোদন হয়েছেঃ
১/ ফ্যাক্টরি
২/ কনস্ট্রাকশন
৩/ এগ্রিকালচার
৪/ ট্রি-প্লানটেশন
৫/ সার্ভিস সেক্টর
বিস্তারিত জানতে কল করুন 01709404764