24/10/2022
ঘুর্ণিঝড় এর প্রভাবে এই জাহাজটি ভেসে এসেছে সেইন্ট মার্টিন এর দ্বীপের কোলে (ছেরাদ্বীপ)।
ধারণা করা হচ্ছে জাহাজটি ভারতের। এ-ও জানা যাচ্ছে যে জাহাজটিতে প্রথমাবস্থায় কোন মানুষ দেখতে পাওয়া যায়নি, জনমানবশূন্য ছিলো।
যেহেতু এখনো বৃষ্টি এবং ঝড়ো বাতাস রয়েছে, সরেজমিনে তত্বাবধানের পর সঠিক তথ্য পাওয়া যাবে।
নোটঃ এই বোটগুলোকে বার্জ বলে,যেটায় কোন ইঞ্জিন থাকে না। ভেতরে মালামাল রেকে টাগ বোট দিয়ে টেনে এক যায়গা থেকে অন্য যায়গায় নিয়ে যাওয়া হয়।
ঘুর্ণিঝড় এর কারণে টাগবোট গুলো নিজেদের নিরাপত্তার জন্য এটাকে ছেড়ে দিয়ে থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে এটা নিয়ে নেগোসিয়েশন করে নিয়ে যেতে চাইবে।
উপরোক্ত মন্তব্য একজন এক্স নেভী এবং এক্স কোস্ট গার্ড অফিসারের কাছ থেকে জানলাম। উনি উনার এক্স মেরিন লাইফে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, সেই আলোকে বলেছেন।