Ghuri Travel & Tourism - ঘুড়ি ট্রাভেল এন্ড ট্যুরিজম

  • Home
  • Ghuri Travel & Tourism - ঘুড়ি ট্রাভেল এন্ড ট্যুরিজম

Ghuri Travel & Tourism - ঘুড়ি ট্রাভেল এন্ড ট্যুরিজম ঘুড়ি আকাশে উড়ে,
আমরাও তো উড়ি, উড়াই।

আম?

ঘুর্ণিঝড় এর প্রভাবে এই জাহাজটি ভেসে এসেছে সেইন্ট মার্টিন এর দ্বীপের কোলে (ছেরাদ্বীপ)।ধারণা করা হচ্ছে জাহাজটি ভারতের। এ-ও...
24/10/2022

ঘুর্ণিঝড় এর প্রভাবে এই জাহাজটি ভেসে এসেছে সেইন্ট মার্টিন এর দ্বীপের কোলে (ছেরাদ্বীপ)।
ধারণা করা হচ্ছে জাহাজটি ভারতের। এ-ও জানা যাচ্ছে যে জাহাজটিতে প্রথমাবস্থায় কোন মানুষ দেখতে পাওয়া যায়নি, জনমানবশূন্য ছিলো।

যেহেতু এখনো বৃষ্টি এবং ঝড়ো বাতাস রয়েছে, সরেজমিনে তত্বাবধানের পর সঠিক তথ্য পাওয়া যাবে।

নোটঃ এই বোটগুলোকে বার্জ বলে,যেটায় কোন ইঞ্জিন থাকে না। ভেতরে মালামাল রেকে টাগ বোট দিয়ে টেনে এক যায়গা থেকে অন্য যায়গায় নিয়ে যাওয়া হয়।
ঘুর্ণিঝড় এর কারণে টাগবোট গুলো নিজেদের নিরাপত্তার জন্য এটাকে ছেড়ে দিয়ে থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে এটা নিয়ে নেগোসিয়েশন করে নিয়ে যেতে চাইবে।

উপরোক্ত মন্তব্য একজন এক্স নেভী এবং এক্স কোস্ট গার্ড অফিসারের কাছ থেকে জানলাম। উনি উনার এক্স মেরিন লাইফে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, সেই আলোকে বলেছেন।

এখন পর্যন্ত হাওরের সবথেকে বড় হাউজবোট হাওরের সুলতান - A Premium House Boat বুকিং করতে যোগাযোগ করুন 01675362010
17/07/2022

এখন পর্যন্ত হাওরের সবথেকে বড় হাউজবোট হাওরের সুলতান - A Premium House Boat বুকিং করতে যোগাযোগ করুন 01675362010

ঘুড়ি পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা ♥ ঈদ মোবারক।
03/05/2022

ঘুড়ি পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা ♥ ঈদ মোবারক।

দুর্যোগ পূর্ন আবহাওয়া ও সাগরে ৩নং সতর্কতা সংকেত এর কারণে কক্সবাজার জেলা প্রশাসকের সিদ্ধান্ত ক্রমে আগামীকাল ২১/০২/২০২২ তা...
20/02/2022

দুর্যোগ পূর্ন আবহাওয়া ও সাগরে ৩নং সতর্কতা সংকেত এর কারণে কক্সবাজার জেলা প্রশাসকের সিদ্ধান্ত ক্রমে আগামীকাল ২১/০২/২০২২ তারিখ রোজ সোমবার সেন্টমার্টিন গামী সকল জাহাজ চলাচল বন্ধ থাকবে।

আসন্ন ইউপি নির্বাচনের জন্য ফেব্রুয়ারির ৬ এবং ৭তারিখ সাজেকের সকল হোটেল রিসোর্ট বন্ধ থাকবে।আদেশক্রমেকটেজ মালিক সমিতি সাজেক
04/02/2022

আসন্ন ইউপি নির্বাচনের জন্য ফেব্রুয়ারির ৬ এবং ৭তারিখ সাজেকের সকল হোটেল রিসোর্ট বন্ধ থাকবে।

আদেশক্রমে
কটেজ মালিক সমিতি সাজেক

সেইন্টমার্টিনে শীপ টিকেট, বাস টিকেট, রিসোর্ট বুকিং এর জন্য যোগাযোগ করুন 01675362010 নাম্বারে।
12/12/2021

সেইন্টমার্টিনে শীপ টিকেট, বাস টিকেট, রিসোর্ট বুকিং এর জন্য যোগাযোগ করুন 01675362010 নাম্বারে।

15/11/2021

দীর্ঘ ২২৯ দিন পর টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে কাল মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্য...

22/10/2021
22/10/2021
22/10/2021
মাত্র ৩৬০০/- টাকায় ঘুড়ির সাজেক ট্যুর!!এটি ঘুড়ির একটি বাজেট ট্যুর 🙂  যাত্রার তারিখ  ২৭শে অক্টোবর বুধবার  রাত ১০.০০ টা ।- ...
22/10/2021

মাত্র ৩৬০০/- টাকায় ঘুড়ির সাজেক ট্যুর!!
এটি ঘুড়ির একটি বাজেট ট্যুর 🙂
যাত্রার তারিখ ২৭শে অক্টোবর বুধবার রাত ১০.০০ টা ।
- ফেরার তারিখ ৩০শে অক্টোবর শনিবার সকাল ৫.০০ মিনিটে (আনুমানিক)
প্যাকেজ প্রাইজ ৩৬০০/- টাকা (১ রুমে ৪-৫ জন ফ্যামিলি শেয়ারে থাকা) জন প্রতি।
কাপলদের জন্য জনপ্রতি ৪৫০০ টাকা জনপ্রতি (২ জন ১ রুমে থাকা)
যে সকল স্থান ঘুরবোঃ
১। সাজেক-
*রুইলুই পাড়া
*সাজেক হেলিপ্যাড
*কংলাক পাহাড়
২। খাগড়াছড়ি-
*হাজাছড়া (সম্ভাব্য)
*খাগড়াছড়ি হার্টিকালচার জেলা পরিষদ পার্ক (ঝুলন্ত ব্রিজ)
* তারেং ভিউ পয়েন্ট
*আলুটিলা গুহা
** যা যা থাকছে এর মধ্যেঃ
- ২ টা নাস্তা সহ মোট ৫ বেলা খাবার।
- ঢাকা -খাগড়াছড়ি- ঢাকা নন এ/সি (CDM BUS) ৪০ সিটের রিজার্ভ বাস।
- চাঁদের গাড়ির (সবুজ চান্দের গাড়ির) সকল খরচ
- স্ট্যান্ডার্ড কটেজে থাকার খরচ
- সাজেক ঢোকার টিকে
- আলু টিলা প্রবেশ ফি
** যা থাকছেনাঃ
-কোন ব্যক্তিগত খরচ
-কোন ঔষধ
- উপরে বলা নেই এমন কোন খরচ
- যাওয়া আসার দিন রাতের খাবার।
- মিনারাল ওয়াটার।
কনফার্ম করার নিয়মঃ
১। ২০৪০ টাকা (অফেরতযোগ্য) অগ্রীম প্রদান করতে হবে। অবশিষ্ট টাকা ট্যুরের দিন পেমেন্ট করতে হবে।
বিকাস +8801675-362010 (পার্সোনাল)

22/10/2021

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ghuri Travel & Tourism - ঘুড়ি ট্রাভেল এন্ড ট্যুরিজম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ghuri Travel & Tourism - ঘুড়ি ট্রাভেল এন্ড ট্যুরিজম:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share