Phoenix Travels

  • Home
  • Phoenix Travels

Phoenix Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Phoenix Travels, .

বিসমিল্লাহ ❤️
01/01/2025

বিসমিল্লাহ ❤️

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান সমুহ নিচে দেয়া হলো- ০১. কক্সবাজার সমুদ্র সৈকত০২. কলাতলী সী বিচ ০৩. লাভনী পয়েন্ট সী বিচ ০৪....
30/12/2024

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান সমুহ নিচে দেয়া হলো-
০১. কক্সবাজার সমুদ্র সৈকত
০২. কলাতলী সী বিচ
০৩. লাভনী পয়েন্ট সী বিচ
০৪. সুগন্ধা বিচ
০৪. ইনানী সী বিচ
০৫. হিমছড়ি ঝর্ণা ও পাহাড়
০৬. সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ
০৭. সমুদ্র বিলাস, সেন্ট মার্টিন
০৮. সেন্ট মার্টিন উত্তর বিচ
০৯. ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন
১০. সোনাদিয়া দ্বীপ, মহেশখালী
১১. শাহ পরীর দ্বীপ, টেকনাফ
১২. রামু রাবার বাগান,
১৩. রামু বৌদ্ধ মন্দির
১৪. রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, কক্সবাজার
১৫. নিভূতে নিসর্গ পার্ক, চকোরিয়া
১৬. ইনানী র‍য়েল রিসোর্ট
১৭. মাথিনের কূপ, টেকনাফ
১৮. র‍য়েল টিউলিপ সী পার্ল রিসোর্ট, ইনানী
১৯. মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার
২০. মারমেইড বিচ রিসোর্ট, কক্সবাজার
২১. শামলাপুর সমুদ্র সৈকত, টেকনাফ
২২. ডুলা হাজারা সাফারি পার্ক, চকোরিয়া
২৩. কুতুবদিয়া দ্বীপ, (বাতি ঘর)
২৪. দরিয়া নগর, কক্সবাজার
২৫. মাহাসিংদোগ্ৰী বৌদ্ধ মন্দির, কক্সবাজার
২৬. মৎস্য অবতরণ কেন্দ্র, কক্সবাজার
২৭. পাতাবাড়ী বৌদ্ধ বিহার, কক্সবাজার
২৮. বড়ঘোপ সমূদ্র সৈকত, কক্সবাজার
২৯. রাখাইন পাড়া, কক্সবাজার
৩০. মহেশখালী দ্বীপ / জেটি
৩১. বার্মিজ মার্কেট, কক্সবাজার
৩২. মাতামুহুরী নদী
৩৩. নাফ নদী সাইট
৩৪. এক গম্বুজ মসজিদ, কক্সবাজার
৩৫. কানা রাজার সুড়ঙ্গ, উখিয়া
৩৬. আদিনাথ মন্দির, মহেশখালী
৩৭. বরইতলী মৎস্য খামার, কক্সবাজার
৩৮. রাডার স্টেশন, কক্সবাজার
৩৯. বীর কামলা দীঘি, টেকনাফ
৪০. লামারপাড়া বৌদ্ধবিহার, কক্সবাজার
৪১. লবণ রপ্তানি বাজার, কক্সবাজার
৪২. কক্সবাজার রেলওয়ে স্টেশন, কক্সবাজার
৪৩ পাটুয়ার টেক বিচ, মেরিন ড্রাইভ
আপনার পেশা যাইহোক, ভ্রমণ হোক আপনার নেশা

THE GOAT, THE MYTH | 🐐’2024.
26/12/2024

THE GOAT, THE MYTH | 🐐’2024.

Our services...
25/12/2024

Our services...

Sri Lanka Surpasses 1.9 Million Tourist Arrivals in 2024😱😱Sri Lanka has achieved a significant milestone by welcoming ov...
25/12/2024

Sri Lanka Surpasses 1.9 Million Tourist Arrivals in 2024😱😱
Sri Lanka has achieved a significant milestone by welcoming over 1.9 million tourists in 2024 showcasing a steady recovery in the tourism sector.

19/12/2024
ইতালির শ্রমবাজারে অস্থির সময় কাটলেও স্পন্সর ভিসা পাওয়ায় এগিয়ে আছেন বাংলাদেশিরা। বিস্তারিত:  https://www.somoynews.tv/new...
19/12/2024

ইতালির শ্রমবাজারে অস্থির সময় কাটলেও স্পন্সর ভিসা পাওয়ায় এগিয়ে আছেন বাংলাদেশিরা।

বিস্তারিত: https://www.somoynews.tv/news/2024-12-19/Z35vKTJV

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সরগরম। সৈকত জুড়ে পর্যটক আর পর্যটক। যেন কোথাও তিল ধারণের ঠাঁই নেই।
18/12/2024

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সরগরম। সৈকত জুড়ে পর্যটক আর পর্যটক। যেন কোথাও তিল ধারণের ঠাঁই নেই।

🔰🔰Get special discount in this victory month. For more details please call us at 01540183830.
16/12/2024

🔰🔰Get special discount in this victory month. For more details please call us at 01540183830.

Happy Victory Day from the Phoenix Trous & Travels family. Get connected with us for a special discount in this victory ...
16/12/2024

Happy Victory Day from the Phoenix Trous & Travels family. Get connected with us for a special discount in this victory month.

15/12/2024
প্রথম দফায় নিয়ম মেনে সেন্ট মার্টিন ভ্রমণে গেলেন ৬৫৩ পর্যটক....কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা জেটিঘাট থেকে প্রথম...
01/12/2024

প্রথম দফায় নিয়ম মেনে সেন্ট মার্টিন ভ্রমণে গেলেন ৬৫৩ পর্যটক....

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা জেটিঘাট থেকে প্রথম দফায় নিয়ম মেনে অনলাইনে নিবন্ধন করে আজ রোববার সকালে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে গেছেন ৬৫৩ পর্যটক। বঙ্গোপসাগরের অন্তত ১২৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এমভি বার আউলিয়া জাহাজটি সেন্ট মার্টিন দ্বীপে বিকেল চারটায় পৌঁছার কথা।

গত ১ নভেম্বর থেকে টেকনাফ-সেন্ট মার্টিন দ্বীপ ও কক্সবাজার-সেন্ট মার্টিন দ্বীপে নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলে সরকারি সিদ্ধান্ত হলেও নানা জটিলতায় এত দিন পর্যটকেরা সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে যেতে পারেননি। তবে আজ সকাল ৯টার দিকে কয়েক শ পর্যটক শহরের নুনিয়াছটা এলাকার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জেটিঘাটে জড়ো হন। সেখানে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ট্যুরিজম বোর্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে পর্যটকেরা অনলাইন নিবন্ধন সম্পন্ন করে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণের ট্রাভেল পাস সংগ্রহ করেন। এরপর তাঁরা জাহাজে ওঠেন। সকাল ১০টায় ৬৫৩ পর্যটক নিয়ে এমভি বার আউলিয়া জাহাজটি সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে সকালে নুনিয়াছটার জেটিঘাটে প্রথম দফায় সেন্ট মার্টিন যাওয়া পর্যটকবাহী জাহাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্‌উদ্দিন। তিনি বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া নির্দেশনা মেনে পর্যটকেরা আগামী জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন। দৈনিক দুই হাজারের বেশি পর্যটক নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমভি বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর প্রথম আলোকে বলেন, নানা জটিলতায় ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল শুরু করা যায়নি। সরকারি নিয়মনীতি মেনে আজ ৬৫৩ পর্যটক সেন্ট মার্টিনে ভ্রমণে যাচ্ছেন। জাহাজটির ধারণক্ষমতা ৮৫০ জন। অর্ধেক পর্যটক সেন্ট মার্টিনে রাত যাপন করবেন। বাকি অর্ধেক পর্যটক নিয়ে জাহাজটি বিকেল পাঁচটার দিকে কক্সবাজারের উদ্দেশে রওনা হবে। রাত ১১টার দিকে এমভি বার আউলিয়া কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ জেটিঘাটে পৌঁছানোর কথা। তিনি আরও বলেন, সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী তিনটি (কেয়ারী সিন্দাবাদ, এমভি বার আউলিয়া ও কর্ণফুলী এক্সপ্রেস) জাহাজ চালুর কথা ছিল। তবে যাত্রীর সংকটের কারণে এমভি বার আউলিয়া ছাড়া অপর দুটি জাহাজ সেন্ট মার্টিন যেতে পারেনি।

সকালে নুনিয়াছটা জেটিঘাটে কথা হয় ঢাকার মোহাম্মদপুর এলাকার ব্যবসায়ী ওবাইদুর রহমানের সঙ্গে। তাঁর সঙ্গে আছেন পরিবারের চার সদস্য। ওবাইদুর রহমান বলেন, সেন্ট মার্টিন দ্বীপ দেখার ইচ্ছা দীর্ঘদিনের। কক্সবাজার ভ্রমণে এসে সুযোগটি হাতছাড়া করেননি। দুই দিন থাকার পরিকল্পনা নিয়ে তাঁরা সেন্ট মার্টিন যাচ্ছেন।

ঢাকার আরমানিটোলার আরেক ব্যবসায়ী সাদিকুল ইসলাম বলেন, তিন বছর আগে তিনি একাই একবার সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ করেছিলেন। দ্বীপের অপরূপ সৌন্দর্যের কথা শুনে পরিবারের সদস্যরা মুগ্ধ। পরে তাঁরাও সেন্ট মার্টিন দেখার আগ্রহ পুষে রাখেন। তাই এবার তাঁদের নিয়ে যাচ্ছেন। সেন্ট মার্টিনে দুই রাত থেকে তারপর ঢাকার ফেরার কথা আছে।

পর্যটকদের রাত যাপনের জন্য ২৩০টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজ আছে সেন্ট মার্টিনে। এসব পরিবেশ আইন লঙ্ঘন করে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ আছে। নুনিয়াছটা বিআইডব্লিউটিএর জেটিতে জাহাজে ওঠার সিঁড়িতে পর্যটকদের হাতে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক আছে কি না, তা তদারকি করছিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় পর্যটকের হাতে থাকা মিনারেল ওয়াটারের বোতল, পলিথিন ও প্লাস্টিকের পণ্য রেখে দেওয়া হয়। পর্যটকদের সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ সম্পর্কে ধারণা দেন পরিবেশ অধিদপ্তরের কর্মীরা।
কক্সবাজারের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, পর্যটকেরা যাতে জাহাজে পলিথিন ও প্লাস্টিকের পণ্য ব্যবহার করতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলিথিন ব্যাগের পরিবর্তে পর্যটকদের বিনা মূল্যে পাটের ব্যাগ দেওয়া হয়েছে। জাহাজে যাতে কোনোভাবে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করতে না পারেন, সে বিষয়ে কঠোর থাকবে পরিবেশ অধিদপ্তর।

গত ২৮ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব আসমা শাহীন স্বাক্ষরিত এক স্মারকে সেন্ট মার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের দূষণ নিয়ন্ত্রণে সরকারের পাঁচটি সিদ্ধান্ত কার্যকর করতে কক্সবাজারের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস প্রতিদিন গড়ে দুই হাজার পর্যটক সেন্ট মার্টিনে রাত যাপনের সুযোগ পাবেন এবং সৈকতে রাতের বেলায় আলো জ্বালানো, শব্দ সৃষ্টি ও বারবিকিউ পার্টি করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

গত ১৯ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত এক আদেশে সেন্ট মার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করা হয়েছে। ওই আদেশে বলা হয়, সেন্ট মার্টিনে যেতে হলে পর্যটকদের নিবন্ধনসহ নানা বিধিনিষেধ মেনে চলতে হবে। মন্ত্রণালয়ের গঠন করা যৌথ কমিটি এসব বিষয় দেখভাল করবে। কমিটির আহ্বায়ক করা হয়েছে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরীকে। তিনি বলেন, বিধিনিষেধ মেনেই আজ প্রথম দফায় একটি জাহাজে ৬৫৩ পর্যটক সেন্ট মার্টিন গেছেন।

দিল্লি নয়, এখন ঢাকা থেকেই শেনজেন ভিসা! 🇪🇺ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।এখন থেকে ক্রোয়েশিয়া, ...
01/12/2024

দিল্লি নয়, এখন ঢাকা থেকেই শেনজেন ভিসা! 🇪🇺

ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।
এখন থেকে ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইডেনের ভিসা আবেদন করতে পারবেন সরাসরি ঢাকায়।

আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্ন আরেক ধাপ কাছে!

• দিল্লি যাওয়ার ঝামেলা শেষ।
• দ্রুত, সহজ এবং সুবিধাজনকভাবে আবেদন করুন।
• শেনজেন ভিসায় ২৭টি দেশে ভ্রমণের সুযোগ!

আজই আবেদন করুন এবং আপনার ইউরোপ যাত্রার প্রস্তুতি নিন!
বিশেষ সুবিধা এখন ঢাকাতেই।

**বিশ্বের দীর্ঘতম ট্রেন জার্নি**এটা বর্তমানে বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা,  প্রায় ২১ দিন স্থায়ী এই যাত্রা।শুরু হয় ইউরো...
24/11/2024

**বিশ্বের দীর্ঘতম ট্রেন জার্নি**

এটা বর্তমানে বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা,
প্রায় ২১ দিন স্থায়ী এই যাত্রা।

শুরু হয় ইউরোপের পর্তুগাল থেকে এবং শেষ হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালোয়শিয়ায়।

জীবনে যদি কখনো সুযোগ আসে তবে একদিন এই ট্রেন জার্নি করতে চাই ইনশাআল্লাহ।

পর্তুগালে শুরু হওয়া এই যাত্রা, স্পেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, বেলারুশ, রাশিয়া, মঙ্গোলিয়া, চীন, লাওস, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় শেষ হয়।

সব মিলিয়ে ১৩ টি দেশ অতিক্রম করতে হয়। এটা একক কোন ট্রেন যাত্রা না।

ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার জন্য আপনাকে থামতে হবে।

এই দীর্ঘ যাত্রায় আপনি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগের পাশাপাশি বিশ্বের অনেকগুলো দর্শনীয় স্থান দেখতে পাবেন।

বিশ্ব সংস্কৃতি জানার জন্য এমন সুন্দর সুযোগ আর দ্বিতীয়টি নেই।

কাজেই কখনো সুযোগ আসলে ২১ দিনের এই ট্রেন ভ্রমণ সবার শেষ করা উচিৎ।

ধন্যবাদ

Study in JapanNow in reality With minimum requirement of N5Both Hons and Master’s course Our success rate is 95%Don’t fe...
18/11/2024

Study in Japan
Now in reality
With minimum requirement of N5
Both Hons and Master’s course
Our success rate is 95%
Don’t feel doubt without asking us your question???
Contact us @01540183830 for more queries.

Address


Telephone

+8801540183830

Website

Alerts

Be the first to know and let us send you an email when Phoenix Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Phoenix Travels:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share