18/06/2022
মানবিক আবেদনঃ
সিলেট,সুনামগঞ্জ সহ দেশের অনেক জায়গায় বন্যা দেখা দিয়েছে।প্রকৃতির এই নিষ্ঠুরতায় আজ সবাই গৃহহীন, খাদ্যহীন।।বন্যায় সকল কিছু ডুবে গেছে বা ভেসে গাছে।কত জনের প্রাণহানি হয়েছে তা এখনো বলা মুশকিল।মানুষের হাহাকার আজ ছড়িয়ে পড়েছে।সরকার সহ বিভিন্ন মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
মনিপুরীপাড়া নিউজ আপনাদের সহযোগিতায় সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।এইবারও তার ব্যতিক্রম নয়। আগামী ২১ জুন রাতে আমরা বন্যার্ত মানুষদের জন্য ত্রাণ বিতরণ করতে যাব।। যারা স্বেচ্ছাসেবক হিসেবে যেতে যান যোগাযোগ করুন। আর যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিতে চান তারা নিম্নে উল্ল্যেখিত উপায়ে সহযোগিতা পাঠাতে পারেন....
০১৯১৪৩১৯২৩২ ( বিকাশ)
০১৬৩০৭৯৩৯৩৯ ( নগদ)
০১৩১২৬১৩৬৩২ ( উপায়)
ব্যাংক একাউন্টঃ ৭৮৬৩২৪১০০০০২৮২১১
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড
একাউন্ট নামঃ মোঃ ফয়েজ কবির চৌধুরী